খরগোশ কি কি খায় | খরগোশের প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা | Khorgos Ki Ki Khay What Rabbits eat
Вставка
- Опубліковано 7 лют 2025
- খরগোশ কি কি খায় | খরগোশের প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা | Khorgos Ki Ki Khay What Rabbits eat
খরগোশ এর প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা |
আমরা শখের বশে অনেকেই খরগোশ কিনে নিয়ে আসি। কিন্তু কিনে আনার পর খরগোশ কি কি পছন্দ করে ও খরগোশ কে কি কি খেতে দিতে হয় এটা আমরা জানি না । যার ফলাফলস্বরূপ খরগোশগুলো অল্প কিছুদিনের মধ্যেই দূর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, শরীর থেকে লোম পড়ে যায় এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায়। আপনাদের সুবিধার্থে আজকে আমি খরগোশের একটা আদর্শ খাবার তালিকা আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো সবসময় খাওয়ালে আপনার খরগোশ সুস্থ থাকবে এবং রোগ বালাই মুক্ত থাকবে ।
১, খরগোশের অন্যতম প্রধান খাবার হচ্ছে ঘাস। একটা খরগোশকে সুস্থ-সবল রাখতে তার প্রতিদিনের খাদ্যতালিকায় 70 থেকে 80 পার্সেন্ট পর্যন্ত ঘাস দিতে হবে। সেটা শুকনো ঘাসে হতে পারে আবার কাঁচা ঘাস ও হতে পারে। খরগোশের খাবার হিসেবে সমগ্র পৃথিবীতে ঘাসের ঘর বা হে ব্যবহার করা হয় সে ক্ষেত্রে কাঁচা ঘাস না দিতে পারলেও হে ব্যবহার করতে পারেন । দেখুন এই খরগোসটা কে ঘাস এবং কলমি শাক একসাথে খেতে দেয়া হলো এবং সে কিন্তু প্রথমে ঘাস টাই পছন্দ করে খাচ্ছে। আসলে খরগোশের খাবার হিসেবে ঘাস এর কোন বিকল্প নেই। কিছু রিসার্চে দেখা গেছে খরগোশকে একেবারেই ঘাস না খাইয়ে বিভিন্ন রকমের সবজি লতাপাতা ও শাক খাওয়ানো হলে সেই খরগোশগুলো ২-3 বছরের বেশি বাঁচে না। অন্যদিকে যে খরগোশ গুলোকে সব সময় প্রচুর পরিমাণে ঘাস বা হে খেতে দেয়া হয় সেগুলো 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকে।
২,খরগোশের জন্য একান্তই যদি আপনার পক্ষে ঘাস সংগ্রহ করা সম্ভব না হয় তবে খরগোশকে কলমি শাক খাওয়াতে পারেন। কারণ কলমি শাক এমন একটা শাক যেটার মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা ছাড়া অন্যান্য কোনো শাকই আপনি খরগোশকে অতিরিক্ত খাওয়াতে পারবেন না। আমাদের মধ্যে যারা শহরের বাসাবাড়িতে খরগোশ পালন করেন তারা কলমি শাক দিয়ে খরগোশ পালন করতে পারেন এবং এটাকে তাদের প্রধান খাবার হিসেবে ধরতে পারেন। আপনি অন্য যে খাবারে খান না কেন খরগোশের মূল খাবার হিসেবে ঘাস অথবা কলমি শাকই ব্যবহার করতে হবে। তবে চেষ্টা করবেন কলমি শাক খাইয়া খরগোশ পালন করলেও মাঝে মাঝে খরগোশকে ঘাস দিতে। তবেই এরা সুস্থ-সবল থাকবে
৩, পানি আমরা জানি প্রত্যেকটা প্রাণীর জীবন ধারণের জন্য পানি একটা অপরিহার্য খাদ্য। অনেকে মনে করেন খরগোশ হয়তো পানি খায় না। কিন্তু তাদের ধারণা পুরোপুরি ভুল দেখুন এই খরগোসটা কিভাবে পানি খাচ্ছে। আপনি যদি খরগোশ পালন তবে অবশ্যই খরগোশকে পানি খাওয়াতে হবে। সেটা বাচ্চা খরগোশ হোক বা বড় খরগোশ হোক। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ প্রতিদিন 100 থেকে 300ml পরিমাণে পানি খায়। তারমানে একদিনে একটা খরগোশ এক লিটার বোতলের প্রায় চার ভাগের এক ভাগ পরিমাণ পানি গ্রহণ করে। তাই এদেরকে অবশ্যই ভালো পানি যেটা আপনারা নিজেরা খান সেটা খেতে দেবেন।
৪, খরগোশের খাদ্যতালিকায় পরবর্তী খাবারটি হচ্ছে গমের ভুসি। খরগোশের খাবারের মধ্যে 10% গমের ভুসি দিতে হয়। তারমানে আপনি সারাদিনে খরগোশকে যে পরিমাণ খাবার খাচ্ছেন তার দশভাগের একভাগ গমের ভুসি খাওয়াতে হবে। পরিমাপ জানতে চাইলে প্রতিদিন চায়ের কাপের এক কাপ করে গমের ভুসি খরগোশকে খেতে দিন। খাওয়ানোর সময় এটা শুকনো অবস্থায় দিতে পারেন তবে আশপাশে পানি রাখতে হবে কারণ শুকনো বেশি খাওয়ার পর কিন্তু খরগোশ পানি খায়। আর অবশ্যই ভুষির মধ্যে আপনি মোটা ভুষিটা সবসময় কিনে খরগোশকে খাওয়াবেন। খরগোশকে গমের ভুসি খাওয়ালে খরগোশের পেট খারাপ হবার সম্ভাবনা একেবারেই কমে যায় এটা খরগোশের পেটে গ্যাস থাকলে সেটা নষ্ট করে দেয়। আর হজম প্রক্রিয়াতেও গমের ভুসি খুবই সহায়ক।
৫, খরগোশের খাদ্যতালিকায় পরবর্তী উপকরণগুলো হচ্ছে বিভিন্ন শাকসবজি লতাপাতা। আপনি প্রতিদিনের খাদ্যতালিকায় কলমি শাক ঘাস এবং গমের ভুষির বাইরে 20% পরিমাণে অন্যান্য শাকসবজি দিতে পারেন। খরগোশ যে সমস্ত শাকসবজি খায় এদের মধ্যে রয়েছে মুলা শাক গাজর বেগুন গাছের পাতা লেটুস পাতা কিছু কিছু খরগোশের ক্ষেত্রে আম পাতা হেলেঞ্চা ডাটা শাক সহ প্রায় অধিকাংশ শাকসবজি খরগোশকে খেতে দেয়া যায়। অন্যদিকে আপনি যদি খরগোশকে গাজর খেতে দিতে চান তবে সপ্তাহে 2 পিস এর বেশি গাজর খেতে দেয়া ঠিক হবেনা। এবার আসুন জেনে নেই কোন খাবারগুলো খরগোশের জন্য বিষাক্ত এবং কোন খাবারগুলো খরগোশকে খাওয়ানো যাবে না। খরগোশের জন্য বিষাক্ত খাবারের তালিকায় রয়েছে আলু এবং আলু গাছের পাতা আলু গাছ এবং আলু এর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্ট থাকে যেটা খরগোশের জন্য ক্ষতিকর। যদিও আলু এবং আলু গাছ খরগোশের জন্য বিষাক্ত না কিন্তু খরগোশ আলুর মধ্যে থাকা এবং আলু গাছের পাতার মধ্যে থাকা অতিরিক্ত কার্বোহাইড্রেট তার পেটে হজম করতে পারে না তাই এগুলো যদি খরগোশ খেয়ে ফেলে তখন পেট খারাপ বদহজম গ্যাসের সমস্যা জাতীয় বিভিন্ন সমস্যা হতে দেখা যায় , তাছাড়া রসুন রসুন গাছের পাতা পেঁয়াজ এবং পেঁয়াজ গাছের পাতা আদা গাছের পাতা এগুলোর কোনটাই খরগোশকে খেতে দেয়া যাবে না। কারণ এই সমস্ত রুটিং ভেজিটেবল এর পাতাগুলো খরগোশের রক্তে এক ধরনের বিক্রিয়া সৃষ্টি করে যার ফলশ্রুতিতে খরগোশের রক্তের লোহিত রক্তকণিকা গুলো ভেঙে যায় এবং খরগোশ এসমস্ত খাবারগুলো অতিরিক্ত খেয়ে ফেললে মারা যায়। তাই অবশ্যই অবশ্যই আদা রসুন ও পেঁয়াজ জাতীয় গাছ এগুলোর শিকর বাকর ছাল সবকিছু খরগোশের থেকে 100 হাত দূরে রাখুন। একই সাথে আপনি খরগোশকে আইসবাগ লেটুসের পাপা খেতে দিবেন না। অন্যদিকে বিভিন্ন রকমের পাতাবাহার গাছের পাতাও কিন্তু খরগোশের জন্য বিষাক্ত। তাই আপনার বাসায় যদি এই ধরনের গাছ গুলো থাকে তবে সেগুলো খরগোশ থেকে দূরে রাখার চেষ্টা করুন।
এ সবগুলো খাবারের পাশাপাশি খরগোশ কিন্তু কিছু কিছু ফল খায়। তবে ফলগুলো আপনি হয়তো এদেরকে সপ্তাহে একদিন বা দুইদিন একটু একটু খাওয়াতে পারেন।
আমার সাথে যোগাযোগে Grow Life Official ফেসবুক পেইজ এ মেসেজ করুন
facebook.com/profile.php?id=100092738077707
খরগোশ কি একটা পালন করা যায় নাকি জোড়া পালন করতে হয়
@@asmaasha4087আমি তোমারে ছিনি আর কিতা খবর বা অন্য কোনো কারণে যদি কোন দিন গেছি আমি সত্যি সত্যি বলছি ভাবী তোমাকে একটা ছবি দেও
Z❤@@asmaasha4087
Hi
কত টাকা দিয়ে নিছেন
আমি কালকে কিনেছি দুটি, আমার শখ ছিলো অনেক, শখ পূরণ হয়েছে 🥰🥰🥰 দুইটাই সাদা কালার, অনেক কিউট দুইটাই😍😍🥰🥰🥰
😍😍😍
Vi dam koto
@@mahmoodam6787 দুইটা খরগোশ পাঁচশত টাকা ভাইয়া🥰🥰🥰
Sunen ghas jol bhusi majhe majhe fol chara kichhu ki khawaben naa
@@drpushpalchakraborty4879 হ্যা ভাইয়া এইগুলাই খাওয়াই
বউয়ের সখ পূরণে গতকাল আমিও কিনছি ২ টা। দুটোই সাদা রংয়ের, দেখতে খুবই সুন্দর! তবে খাবার নিয়ে ছিলাম জামেলায় ভিডিওটা দেখে উপকৃত হলাম।ধন্যবাদ
দুইটা খরগোশ কতো টাকা দিয়ে কিনছেন ভাই,আর তাদের বয়স আনুমানিক কেমন হবে বলবেন প্লিজ,,
Ami ajke khorghos kine niye aslam. Ami aj onek Khushi 🥰🥰🥰
আমি আজ কিনেছি ২টা😊😊 একটা ছেলে একটা মেয়ে 😍আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, ধন্যবাদ অনেক উপকৃত হলাম❤
কত টাকা নিছে ভাইয়া
@@Robiul-o5m ২০০ টাকা একটার দাম
কালকে খরগোশ কিনবো খরগোশকিন আনাবো যেন সুস্থ থাকি সবাই দোয়া করবেন আর আপনার ভিডিও অনেক ভালো আপনার ভিডিও দেখে আমার অনেক উপকার হয়েছে
Wow ❤❤❤ very nice video ami o posu pakhi lover ❤❤
আমি কিনলাম দই টা কালকে আমার শখ পূরণ হলো আলহামদুলিল্লাহ
Because amer 10_ta rabbit 🐇 aachee tai,r apner videos gulo just mind blowing
Good information ❤❤❤❤❤❤❤
Very informative video! Thanks😊😊
মহান আল্লাহ তায়ালা সৃষ্টি অপরূপ
আমি কাল দুটো কিনেছি ,অনেকদিনের ইচ্ছা ছিল 🥰🥰কাল পূরণ হলো , এরা খুব কিউট ❣️☺️
দাম কতো ভাইয়া আমি কালকে কিনবো😊😊😊
Amio ajk dui ta kineci 800 taka nice🥰🥰🥰🥰
@@MissSumaiya-of5mx আমি কিনেছিলাম 2 টো 600 টাকা নিয়েছিল
মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে
আমি আজকে শখের বসে দুইটা কিনলাম সাদা একদম আমার খুব ইচ্ছে ছিল লালন পালন করব কিভাবে তা জানিনা তাই ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম পালন করা একদমই সহজ
Thanks vai
ভাই বেশি করে খরগোশের ভিডিও দিন
আমি আজ বিকেল এ বাজার থেকে কিনে আনব ,,,, তাই ভিডিও টা দেখতে আসলাম ❤️❤️❤️❤️
1 kg gom er vushi kto vi😔
শিতে খরগোশের যত্ন নিয়ে ভিডিও বানান
ধন্যবাদ আপনাকে
আমার অনেক শখ খরগোশ পালন করার ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই কিনব 🥰🥰🥰
আজকে আমি একটা কিনছি 😍😍
Ami gotokaal kinlam 2 ta
আমি যদি একটাই পালন করি কোনো সমস্যা হবে কি?
Kotay paba jaay kinte
অনেক কিছুই জানতে পারলাম ভালো লাগলো।আজকে আমি দুইটা নতুন খড়গোস কিনছি।আপনার ভিডিও দেখে উপকৃত হলাম ধন্যবাদ
Koto koira nise pis api
পরিচিত একজনের কাছ থেকে কিনছি তাই ৫০০ টাকা নিছে
আমার @@tasniajannat4382
অনেক ধন্যবাদ ভাইয়া।
আলহামদুলিল্লাহ একজোড়া কাল কিনে নিমাল খরগোশ বাচ্চা
ধন্যবাদ দাদা ❤️❤️
আমি দুই টা কিনেছি খুব কিউট
Beache ase?
@@abtahiyamin3028Why Not? 😡
আপু ছেলে মেয়ে কিভাবে বুঝবো
খরগশ আমি পছন্দ করি খরগশ খুব ভালো লাগে তবে খুব কিউট ❤বাই বাই ।❤❤❤❤
Thanks a lot ❤❤
আমি আজকে দুটো কিনে এনেছি, মাশাআল্লাহ সাদা কালার
আমার গুলো সব খাবার খায় এবং আমি 3বছর দরে খরগোশ পালন করি কখনো অসুস্থ হয় নি খুব যত্ন করি। পানি অনেক খায় পানি না দিলে ওয়াশ রুমে গিয়ে ফলর চেটে খায়
দাদা আমার খরগোশ বেশি কলমি খেলে পাতলা পায়খানা করে এটা নিয়ে ১ টা ভিডিও বানান plz plz🥺
হুম দাদা খুব হেল্প হয়েছে থ্যাংক ইউ আপনাকে❤❤❤❤
আমারও আছে খুবই কিউট এবং লক্ষী
Thank you very much Bhai❤❤❤❤
Thank you dada thank you so much for your help ❤❤❤❤ I love rabbit 🐰😘
আলহামদুলিল্লাহ আজকে কিনলাম
আমি আজকে কিনলাম tody I'm very happy
দাদা আমাদের বাড়িতে একটা খরগোশ নেওয়া হয়েছে। সে কিন্তু একেবারেই ঘাস খেতে চাইছেনা। শুধু কলমি শাক খাচ্ছে। এতে তার কোনো ক্ষতি হবেনা তো? ৩ মাস বয়স।
ধন্যবাদ 🥰🥰
বাসার উঠানে ঘাস দিয়ে ভর্তি। কচু শাকের গাছ,ফুলের গাছ আর বিভিন্ন গাছ লাগানো আছে। পাতা বাহারী ও মরিচের গাছ কেটে ফেলবো ভাবছি।
ধন্যবাদ ভাই
Thanku❤️
ভাই খরগোশ কি কচুপাতা খায়
Thank you bhaiya☺️♥️
আমার খরগোশ দুটো বাচ্চা দিয়েছে নয় দিন হইছে,, এখন কি যত্ন নিতে পারি যাতে বাচ্চা গুলো অনেক সুন্দর ও ভালো থাকে
দাদা ভাই খরগোশকে কি তুলসী পাতা,শসা,মুড়ি , ভুট্টা খাওয়ানো যাবে দয়া করে জানাবেন।
Bhutta ...khayaben na👍
Amar ta sada kalo chilo. Mara geche kintu abar akta same dekhte anechi. ❤️❤️
thanks you 😊
আমি আজকে দুইটা কিনে এনেছি আমার কাছে খুব ভালো লাগে
ভাইয়া আমি অনেক দিন দরে খরখোশ পালতেচি আলহামদুলিল্লা অনেক ভালো আচে
ভাইয়া আমার খরগোশের কলমি শাক খাইতে ছানার বিভিন্ন ধরনের ঘাস লতাপাতা খাইতে চায় না এ নিয়ে একটা ভিডিও বানান কিন্তু আমার খরগোশের শরীর সুস্থ আছে ভালো শরীরে কোন রোগ নেই
তাহলে খায় কি ?
Tahole ki khawan apne
আপনার ভিডিও আমি পতি দিন দেখি
আমার আব্বু আজকে দুইটা কিনে আনছে ❤❤
আমি আজকে দুইটা খরগোশ কিনছি আমার অনেক শখ ছিল 🥰🥰🥰
Vai kothai powa jai bacha
@@BijoyDey-hn2ow dokhun paw Jai kinta Amar a6a 2to akta chele r akta maya
আমার খরগোশ পানি খাচ্ছে না কেন..😢আমি আজকে সকালে কিনছি..কিন্ত খরগোশ এখন পর্যন্ত পানি খাইনি😢
আমি কি করবো এখন.??
প্লিজ রিপ্লাই দিন
Tnx bro❤
আব্বু আজকে করগস কিনে আন ছে তাই ভিদিও তা দেক্ষলাম
Keher man how cute
আমি আজকে দুইটা কিনেছি অনেক কিউট 😊😊😊
আপনাকে অনেক ধন্যবাদ জানান ভাই
আমি বাংলাদেশে গিয়ে কনবো❤❤
Khorgosher jonno medicine niye akta vdo banan plz
খরগোশ কে কিভাবে মোটাতাজা করব এবং খরগোশকে কি ঘাস খাওয়াবো আর খরগোশ কি কোন গাছের পাতা খেতে দেওয়া যাবে
Sob ghas khawan human food diyen naa
আজ দুইটা কিনেছি 🥰
Bache ase ekhn o?
@@abtahiyamin3028Why NOT? 😡
Ami kinci 2 ti onk cute ❤❤
Fruits dewa jabena jemon- piyara apple...sosa..Nespati?
আমি আজকে দুপুরে সাদা রংয়ের দুইটা বাচ্চা কিনে আনছি। 🐰🐇
Koto taka diye kinchen
আমি আজ কিনছি দুইটা সাদা কালার, অনেক কিউট
Accha bhaia sohore kichu math type jagar ghas gulo ki khawano jabe?
আলহামদুলিল্লাহ আজকে আমার আম্মু আমার জন্য দুইটা নিয়ে এসেছে, একটা কালো অপরটি সাদা😊
Thanks for sharing the beautiful rabbits-I love to see them -from piano player friend in UK ❤️🎹❤️
K vai
Roland XPS 30 keyboard 🎹
Tone sale koro
ধন্যবাদ
আমি দুটো কিনচি এক সপ্তাহ হলো অনেক কিউট ❤
ভাই আমার খরগোশ থানকুনি পাতা খুব পছন্দ করে খায়।।। এটা কি খাওয়ানো যাবে?
Yes
valo
আজকে দুইটা কিনছি..!!
Ami ajka 2 ta kinasi❤❤❤❤
ভাইয়া খরগোশ কে কেমন জায়গায় রাখতে হয় একটু বলবেন প্লিজ।
ভাইয়া আমার খরগোশ অনেক ধনেপাতা খায় এটাতে কোনো সমস্যা হবে নাকি?
Amar khorgos k Ami sobji diye vat dal vat ghash biscuits porota muri kola sb khawai alhamdulillah kokhono Kono prblm hoini
আমার এক জোড়া খরগোশ আছে 👍👍😊
onk opokar holo vai vido ta😊
ভাই আপনার কাছে কি চেকার্ড জায়েন্ট আছে।বিক্রি জন্য থাকলে আমাকে আমাকে জানাবেন। আমি আপনার ভিডিও মধ্যে চেকার্ড জায়েন্ট এর ছবি দেখেছি।
আমার আজকে খরগোশের তিনটা বাচ্চা হয়েছে ❤
ভাত খাওয়ানো যাবে নাকি তারপর বড়ই টমেটো শিম পালন শাক কলা এইগুলা খাওয়ানো যাবে একটু বলবেন।
আমরা আজ কিনেছি দুটি ❤❤❤
Ok😅bi😊hi😊
❤
ভাই খরগোশের ঘাস কিভাবে অনলাইন থেকে অর্ডার করবো।
please vai reply then 😭😭😭😭😭
ভাই কী ঘাষ লাগবো
লাউ পাতা খাওয়ানো যাবে?
খাওয়ানোর ব্যাপারগুলো ঠিক আছে বাট মাটি ছাড়া খরগোশ পোষা খুব মুশকিল ব্যাপার। কারণ খরগোশ বাচ্চা দিলে তাকে মাটিতে রাখতেই হবে। ঝিকঝাক টাইল বিছানো বাড়িতে খরগোশ না রাখাটাই ভালো। এরা ঘনঘন প্রস্রাব করে।
I like You 😍💞
আপনার ভিডিও দেখে আমিও আজকে দুটি বাচ্চা কিনে আনলাম😇🥰
Dam Koto bhaiya
ধন্যবাদ ভাইয়া বড় উপকার করলেন আমাদেরকে
আমি ও কিনছি সখের খরগস সাদা
Ami aaj duto kinechi ,gom ta kena hoyni ghas diyechi ar jol, rate ki kolmi sag debo olpo?
দাদা আমার খরগোশ কয়েকদিন ধরে কিছুই খাচ্ছেনা আমার যেটা মনে হয় আমার কাছে এক জোড়া খরগোশ ছিল সেখান থেকে একটা কে আমি একজনকে দিয়ে দিয়েছি বলে আর একজন শোকাহত হয়ে গেছে এজন্য কি ও খাচ্ছে না আপনার কি মনে হয় আমাকে প্লিজ বলুন।
bhai business er jonno khorgosh palon kora ki lavhjonok?
Thanks 😇😊
❤❤❤❤❤
মহা পাজী আমার টা। ঘাস খেতে চায় না। নষ্ট করে। তুলসী পাতা খুব ভালবাসে। আমি দূর্বা ঘাস কিনে আনি