সায়ক,তুই মনে হয় আমাদের এই প্রজন্মের "ঠাকুমা" যার ঝুলি থেকে এমন অসাধারণ সব রূপকথা বেরোয় আর সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। খুব ভালো থাক তুই আর তোর ছোঁয়া ছড়িয়ে যাক অন্যদের মাঝে ❤❤
কিশোর ভারতী May'23 সংখ্যায় গল্পটা পড়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম কবে গুরুদেবের কন্ঠে শুনতে পাবো এত্তো ভালো গল্পটা 🥺 ফাইনালি আজকে আশা পূরণ হলো 😌 ধন্যবাদ গুরুদেব আমার প্রতিটি দিন এতো সুন্দর করে তোলার জন্য... তোমার লেখা বই আর তোমার গল্পপাঠ শুনেই তো চলছি 🥰
এটা মিড নাইট হরর স্টেশন এর গল্প,।অনেক দিন পর খুজে পেলাম পুরানো মিডনাইট কে। সাতবিলের মাঠ কচুবনের কানাই দুখ জাগানিয়া বাঁধন বিহীন যে বাধন এমন সব গল্প অনেক দিন হয় না।আজ আবার সেই পুরোনো অনুভূতি। ধন্যবাদ। আর সাতবিলের মাঠ এই চ্যানেলের সব চেয়ে ভালো,অনুভুতির গল্প।এমন গল্প দিবেন প্লিজ💝
সাতবিলের মাঠ আমি প্রতিমাসে একবার করে শুনি, আর প্রতিবার এক অদ্ভুত ভালোলাগা, নস্টালজিয়া আর ছেলেবেলা হারিয়ে ফেলার কষ্ট মেশানো একটা অতি আবেগী অনুভূতি কাজ করে মনের ভেতর। হৃদয়স্পর্শি একটা গল্প।
কি যে শুনলাম বলে বোঝানো কঠিন, এক আবেশ লাগা ঘোর শুধু কাজ করেছে পুরোটা সময়,ভালো থেকো সায়ক,তুমিই আমাদের মন ভালো করার প্রফেট,যার গল্পের স্পর্শ পেলে আমাদের মন মুহূর্তে ভালো হয়ে যায় ❤❤❤❤❤
গল্পের রূপকটা💠... it's a masterpiece...just masterpiece... সায়কদা, don't let Jagadish die... জীবনে কখনো এমন সময় আসবে যখন অনিন্দিতা আর আমাদের পাশে থাকবেনা...তখন জগদীশকে ফিরতে হবে... সে ফিরবেই... আবারো জগদীশ আর সোমু একাত্ম হয়ে উঠবে...এই আশাই করি( কিন্তু সত্যিই কি জগদীশ ফিরবে?)
সায়ক,বাবা তোমার স্বরচিত গল্প প্রায় সবগুলোই সম্পূর্ণ surrealistic. আমার কেন জানি মনে হয় তুমি হুমায়ুন আহমেদের ভাবধারায় অনুপ্রাণিত ❤বড্ড ভালো লাগে তোমার গল্প।অনেক নামী লেখক হয়ে ওঠো বাবা 🤗
শেষে বাবার তার মেয়ের কোলে শুয়ে কান্না করার মুহূর্তটা চোখে জল এনে দিল। সত্যিই সায়ক দার গল্প শুনলে কোন এক অজানা অনুভূতিতে মনটা ভরে ওঠে।।।।। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এক কথায় অসাধারণ গল্প।😢
কি লিখেছেন, সায়ক দা'! কি অসাধারণ গল্পপাঠ, অভিনয়! কাঁদিয়ে দিলেন। তমাল দা'র অভিনয়ও দুর্দান্ত লাগলো। গল্পটার যতই প্রশংসা করি না কেন, কমই হবে। Sound effects ও খুব ভালো লাগলো। এমন গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সায়ক দা'।
সার্থক ছোট গল্প এভাবেই অনেক প্রশ্নের উত্তর না জানিয়ে শেষ হয়ে যায়। অসাধারণ অনুভূতি.... বাচ্চা মেয়ের কণ্ঠস্বর আমাকে সব চেয়ে বেশি ছুঁয়েছে...... ভালো লেখা তার জায়গা করে নেবেই... সায়ক কে অনেক অভিনন্দন..... ওঁর প্রতিটা লেখা অন্য ধারার, তথাকথিত suspense story গুলোর থেকে....
Sotti speechless hoye gelam, golpo ta shunte shunte j kotobar kadlam.... Love is cure to every ailment, Karur sotti bhalobashay shob byatha jontrona muche dewar khomota bodhoy sottie thake.... Shob manush e hoyto prophet hoye jaye kokhono ❤❤ Eto sundor golpo.... Sara jibon hoyto prophet shobdota shunle bar bar ei golper kothai mone porbe Golpo ta sottie prophet sobdotar mane palte diyeche ba hoyto sotto mane ta unmochon koreche Jai hok, lekhok k onek dhonnobad eto sundor golpo tir jonno 🙏🙏❤❤❤❤
MHS, আজ পর্যন্ত যে কটা গল্প শুনেছি,,, তার মধ্যে দুটো গল্প আমার মনের ভেতরে দাগ কেটেছে,,, প্রথম গল্পটা হল,,,, সাত বিলের মাঠ❤ আর দ্বিতীয় টা হল,,,,, প্রফেট,,,,,❤ মন থেকে দোয়া করি পরবর্তীতে আরো ভালো ভালো গল্প যাতে উপহার দিতে পারেন🎉🎉🎉🎉🎉🎉
Ami sayak dar golpo gulor khub boro bhokto, ami sayak dar lekha bhashanbari golpo ta porechi ar joto bar golpo ta porechi totobari montromugdho hoye giyechi.... Sayak dar sob golpo guloi Amar pran chuye Jay.... Onek din por abar sayak dar nijer lekha golpo ar poster design dekhe nijeke ar golpo shonar nesha theke biroto rakhte parlam na..... Onek, onek, onek kurnish tomake sayak da ...... 💟💟
আমি জানি না এই "ঝিনুক" মহাশয়া , যিনি AUDIO Effects দেন গল্পে, তিনি কে .. ওনাকে আমি কুর্নিশ জানালাম, Hats off.. ❤️✨. আর সায়ক দা কে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। 🌸
Greatest intro of all time❤ বোকাগুলো জানে না এই দুনিয়ার সবলোকের ই মা মারা যাওয়ার মাথা খারাপ হয়ে যায়,মাতৃহীন গোটা জীবনটাই কেবল একটা অস্থিরতা আর অস্বস্তি❤
The style of your story telling is so nice that, it turns an utterly meaningless story into something very emotional, even if the idea is a total deception of reality, rather than surrealism. Yes, I started to like your stories because of your surrealistic representations. As days passing, your stories are turning into an indirect denial of a certain belief system. You are a deep thinker. Openning our eyes, ears and hearts into a wide range of acceptance, along with profound thought process can lead to amazing results, which no one even thought of! Have a nice and meaningful life.
অনেকদিন পর সায়কদার গল্প। জাস্ট ওয়াও। অনীশ দেবের তেইশ ঘন্টা ষাট মিনিট শুনতে চাই।যতদিন পর্যন্ত কোনো অডিও স্টোরি চ্যানেল এই মাস্টারপিস পাঠ না করছে ততক্ষন পর্যন্ত যদি বেঁচে থাকি অনুরোধ করেই যাবো। দেখি তোমরা কতদিন ইগনোর করতে পারো। ভিডিও, কমিউনিটি পোস্ট, ফেসবুক এ কমেন্ট, ম্যাসেঞ্জারে, ইমেইল এ অনুরোধ করে যাচ্ছি। কেউ যদি বলেন "বই কিনে পড়ে নেন।" তাহলে বলি, পড়েছি। তবে অডিওস্টোরিতে শোনার ইচ্ছা। অনুরোধ নং 697
আমি নিজেও একজন লেখক। ছোট্ট খাটো গল্প কবিতা লিখি। আদতে লেখা বা এই লেখক সত্তা টাকে ভালোবাসি। তবে আজ বলতে ক্ষতি নেই সায়ক দা তুমি আমার কাছে একটা চাহিদা একটা প্রাপ্তি। তোমার লেখার মধ্যে আমি রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা, মায়া সবটা খুঁজে পায়। তোমার লেখার মধ্যে আমার অন্যতম প্রিয় হল ঝুমঝুমি ওয়ালা, আজ সেই সাথে যোগ হল প্রফেট। আশাকরি আরো অনেক লেখা পাবো যা থেকে নিজেও লেখার একটা অনুপ্রেরণা পাবো। ভালোবাসা ❤
অসাধারণ বললেও কম বলা হবে। তমাল ও অধ্যায় অডিও স্টোরির নক্ষত্র। খুব ভালো লেগেছে গল্পটি। সায়ক আপনি আমাদের গর্ব।
❤
সায়ক,তুই মনে হয় আমাদের এই প্রজন্মের "ঠাকুমা" যার ঝুলি থেকে এমন অসাধারণ সব রূপকথা বেরোয় আর সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। খুব ভালো থাক তুই আর তোর ছোঁয়া ছড়িয়ে যাক অন্যদের মাঝে ❤❤
মন টা ভারাক্রান্ত হয়ে গেল। এমন কি কেউ আছেন, যাদের এই গল্প টা শুনে চোখে জল আসেনি????
আমার এসেছে।
😢 Ami khub kedechi. Janina Puro Raat ghumote parbo ki naa.
Ben Hur er moto level er bodhoi holona.
কিশোর ভারতী May'23 সংখ্যায় গল্পটা পড়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম কবে গুরুদেবের কন্ঠে শুনতে পাবো এত্তো ভালো গল্পটা 🥺 ফাইনালি আজকে আশা পূরণ হলো 😌 ধন্যবাদ গুরুদেব আমার প্রতিটি দিন এতো সুন্দর করে তোলার জন্য... তোমার লেখা বই আর তোমার গল্পপাঠ শুনেই তো চলছি 🥰
Kothay ei golpota??
এটা মিড নাইট হরর স্টেশন এর গল্প,।অনেক দিন পর খুজে পেলাম পুরানো মিডনাইট কে।
সাতবিলের মাঠ
কচুবনের কানাই
দুখ জাগানিয়া
বাঁধন বিহীন যে বাধন
এমন সব গল্প অনেক দিন হয় না।আজ আবার সেই পুরোনো অনুভূতি।
ধন্যবাদ।
আর সাতবিলের মাঠ এই চ্যানেলের সব চেয়ে ভালো,অনুভুতির গল্প।এমন গল্প দিবেন প্লিজ💝
সাতবিলের মাঠ আমি প্রতিমাসে একবার করে শুনি, আর প্রতিবার এক অদ্ভুত ভালোলাগা, নস্টালজিয়া আর ছেলেবেলা হারিয়ে ফেলার কষ্ট মেশানো একটা অতি আবেগী অনুভূতি কাজ করে মনের ভেতর। হৃদয়স্পর্শি একটা গল্প।
Hmmm
ভীষন ভালো লাগার একটা গল্প।অনেক কিছু মনে পড়ে যায় এই গল্পটাতে💖@@raisingshield
কি যে শুনলাম বলে বোঝানো কঠিন, এক আবেশ লাগা ঘোর শুধু কাজ করেছে পুরোটা সময়,ভালো থেকো সায়ক,তুমিই আমাদের মন ভালো করার প্রফেট,যার গল্পের স্পর্শ পেলে আমাদের মন মুহূর্তে ভালো হয়ে যায় ❤❤❤❤❤
বহু প্রতীক্ষার পর মনে হচ্ছে, সরোবরে নতুন পদ্ম বিকশিত হলো। সত্যিই মনটা কেমন ভালো হয়ে গেলো নিজের অজান্তে। 😌💖
গল্পের রূপকটা💠... it's a masterpiece...just masterpiece...
সায়কদা, don't let Jagadish die... জীবনে কখনো এমন সময় আসবে যখন অনিন্দিতা আর আমাদের পাশে থাকবেনা...তখন জগদীশকে ফিরতে হবে... সে ফিরবেই... আবারো জগদীশ আর সোমু একাত্ম হয়ে উঠবে...এই আশাই করি( কিন্তু সত্যিই কি জগদীশ ফিরবে?)
সায়ক,বাবা তোমার স্বরচিত গল্প প্রায় সবগুলোই সম্পূর্ণ surrealistic. আমার কেন জানি মনে হয় তুমি হুমায়ুন আহমেদের ভাবধারায় অনুপ্রাণিত ❤বড্ড ভালো লাগে তোমার গল্প।অনেক নামী লেখক হয়ে ওঠো বাবা 🤗
Surrealism ta ekdom amaro same observation
বিটল-জুসের আলোর পর আবার একটা দুর্দান্ত মাস্টারপিস। অসাধারণ সায়ক।
" সায়ক " এর স্বর শুনলে .. ....
আরো অনেক বড়ো হোক ❤
চোখে জল আনার মতো হৃদয় স্পর্শী একটি গল্প❤salute Sayak sir
চোখে জল এসে গেল এই প্রথম,কী অসাধারণ কন্ঠদান সকলের, অনেক শুভেচ্ছা রইলো ♥️
দুর্দান্ত একটা গল্প।অনেক দিন পরে প্রিয় লেখকের লেখার জাদু তে আবার মুগ্ধ হলাম। গল্পের শেষ টা ভিতর থেকে নাড়িয়ে দিল😢
শেষে বাবার তার মেয়ের কোলে শুয়ে কান্না করার মুহূর্তটা চোখে জল এনে দিল। সত্যিই সায়ক দার গল্প শুনলে কোন এক অজানা অনুভূতিতে মনটা ভরে ওঠে।।।।। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এক কথায় অসাধারণ গল্প।😢
কি লিখেছেন, সায়ক দা'! কি অসাধারণ গল্পপাঠ, অভিনয়! কাঁদিয়ে দিলেন। তমাল দা'র অভিনয়ও দুর্দান্ত লাগলো। গল্পটার যতই প্রশংসা করি না কেন, কমই হবে। Sound effects ও খুব ভালো লাগলো। এমন গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সায়ক দা'।
সার্থক ছোট গল্প এভাবেই অনেক প্রশ্নের উত্তর না জানিয়ে শেষ হয়ে যায়। অসাধারণ অনুভূতি.... বাচ্চা মেয়ের কণ্ঠস্বর আমাকে সব চেয়ে বেশি ছুঁয়েছে......
ভালো লেখা তার জায়গা করে নেবেই... সায়ক কে অনেক অভিনন্দন..... ওঁর প্রতিটা লেখা অন্য ধারার, তথাকথিত suspense story গুলোর থেকে....
Sotti speechless hoye gelam, golpo ta shunte shunte j kotobar kadlam.... Love is cure to every ailment, Karur sotti bhalobashay shob byatha jontrona muche dewar khomota bodhoy sottie thake.... Shob manush e hoyto prophet hoye jaye kokhono ❤❤
Eto sundor golpo.... Sara jibon hoyto prophet shobdota shunle bar bar ei golper kothai mone porbe
Golpo ta sottie prophet sobdotar mane palte diyeche ba hoyto sotto mane ta unmochon koreche
Jai hok, lekhok k onek dhonnobad eto sundor golpo tir jonno 🙏🙏❤❤❤❤
MHS, আজ পর্যন্ত যে কটা গল্প শুনেছি,,, তার মধ্যে দুটো গল্প আমার মনের ভেতরে দাগ কেটেছে,,,
প্রথম গল্পটা হল,,,, সাত বিলের মাঠ❤
আর দ্বিতীয় টা হল,,,,, প্রফেট,,,,,❤
মন থেকে দোয়া করি পরবর্তীতে আরো ভালো ভালো গল্প যাতে উপহার দিতে পারেন🎉🎉🎉🎉🎉🎉
সাত বিলের মাঠ 🥀
মন ভরানো রূপকথা। আমার প্রফেট আমার মা । দশ বছর হল আর সেই অমৃত স্পর্শ পাই না। বড় কষ্ট।
Asadharan ro akti golpo😮😮
হাঁসফাঁস গরমে একমাত্র আরাম সায়কদার নিজের লেখা গল্প ❤❤❤❤❤❤❤
Uff.. Tamal took this story in another level.....nijeke ningre diyeche...💐
অসাধারণ লাগলো !! কেঁদে ফেলার মতো !!
অনেকদিন পরে ভীষণ মিষ্টি একটি গল্প, অনিন্দিতার অভিনয় মন ছুঁয়ে গেল.... সবাই ভালো থাকুন!
অসাধারণ গল্প। Sayak Aman has created a masterpiece!
Darun sayak dar golpo gulo sunle lom khara hoye jeto r ai golpota sune chokhe pani chole aslo 👌👌👌 thank you sayak Aman da👍
liked....ভাল গল্প....সুন্দর নিবেদন....বেশ লাগলো ❤❤😂😂❤❤❤❤❤❤
Ami sayak dar golpo gulor khub boro bhokto, ami sayak dar lekha bhashanbari golpo ta porechi ar joto bar golpo ta porechi totobari montromugdho hoye giyechi.... Sayak dar sob golpo guloi Amar pran chuye Jay.... Onek din por abar sayak dar nijer lekha golpo ar poster design dekhe nijeke ar golpo shonar nesha theke biroto rakhte parlam na..... Onek, onek, onek kurnish tomake sayak da ...... 💟💟
চোখের জল এনে দেওয়া , খুব মর্মে উপলব্ধি করতে পারেন স্টোরি টা।❤❤❤
যেমন সুন্দর উপস্থাপনা তেমনি সুন্দর পোস্টার, এককথায় অসাধারণ ❤
প্রত্যেকে মন প্রাণ ঢেলে অভিনয় করেছে।অসাধারণ লেখা।
ki osadharon golpo ar presentation...darun laglo
Totally onno ek level er golpo 👌👍Tamal r Sayak ashadharon... all the best👍💯❤❤❤
Aaj onek din por kono golpo sune chokhe jol ese gelo... Opurbo golpo ta.
আমি জানি না এই "ঝিনুক" মহাশয়া , যিনি AUDIO Effects দেন গল্পে, তিনি কে .. ওনাকে আমি কুর্নিশ জানালাম, Hats off.. ❤️✨.
আর সায়ক দা কে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। 🌸
ভীষণ ভীষণ হৃদয়স্পর্শী মন ছুয়ে গেল খুব খুব ভালো লাগলো❤
Golpota j eto..... Vabte pari ni... Dhonnobad Mhs er protiti sodossoke 🙏🏻🙏🏻🙏🏻
সায়ক আমানের কন্ঠ আর লিখা , সবমিলিয়ে সোনার সোহাগা । ❤❤❤
দূর্দান্ত বললেও কম হবে
তোমার গল্পও শুনতে শুনতে আমি ঘুমের দেশে চলে যাই
প্রতিদিন এমন সুন্দর সুন্দর গল্পও শুনতে চাই🙏🌹❤️
অসাধারন গল্পপাঠ। অনেক দিন পরে এরকম অভিনয়, আর গল্পপাঠ শুনলাম।
গল্পের থিম দুর্দান্ত, কিন্তু একটু অসমাপ্ত মনে হলো।
Greatest intro of all time❤
বোকাগুলো জানে না এই দুনিয়ার সবলোকের ই মা মারা যাওয়ার মাথা খারাপ হয়ে যায়,মাতৃহীন গোটা জীবনটাই কেবল একটা অস্থিরতা আর অস্বস্তি❤
The style of your story telling is so nice that, it turns an utterly meaningless story into something very emotional, even if the idea is a total deception of reality, rather than surrealism.
Yes, I started to like your stories because of your surrealistic representations. As days passing, your stories are turning into an indirect denial of a certain belief system.
You are a deep thinker. Openning our eyes, ears and hearts into a wide range of acceptance, along with profound thought process can lead to amazing results, which no one even thought of! Have a nice and meaningful life.
Darun darun darun hoyeche
Osadharon, amar Swiggy te order charar songi holo MHS👍🏻❤️
অসাধারণ ❤❤❤❤ গল্প cover pic গানের সুরটি সব মিলে কেমন এক মায়ায় আবেশিত করে রাখলো একটি ঘন্টা ❤
Sotti onek din por osadharon ekta golpo sunlam , choke jol ene dilo golpo ta ❤️❤️
অনেকদিন পর কাঁদিয়ে দিলে সায়ক দা 😢 ঠিক যেমনটা কাঁদিয়েছিলে তোমার দুখজাগানিয়া গল্পতে 😢😢😢😢
Kadiye charlen moshai!! Bhasha nei!! 😍🥰
অসাধারন ❤
Finally ... Sayak dada is back with a bangerr much love to you dada thank you so muchhjj❤❤❤❤❤❤❤
Tamal Mukherjee = perfection 🎙❤
Tomar oi LAAL abirer modhye onek DEEP meaning ache ❤️
সবার জীবনে এমন এক আরামদায়ক মানুষ থাকুক। কি শোনালে সায়ক দা! 😖🧿🫂
R ei manushtar kosto?
Are sei manush ti lord Krishna.
Daarun Excellent Awesome Superb.... aro valo valo golpo shunte chai...
Sotti ki onoboddo... Ki bastob... Khub sundor❤❤
এই গল্পটা বিশেষ হয়ে থাকবে❤
are dada kmn achen ..apnar voice darun laage
They way he said Prabhu jishu😱😱😱 goosebumps ❤❤
ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কষ্ট দূর করা যায়, অলৌকিক কোনো শক্তি দিয়ে নয়?
আফগানিস্তানের সেমি ফাইনাল+সায়ক দার গল্প ১ দিনে আজকের দিনটা স্মরণীয়.Agree=👍🏽
Afghanistan geche to ki hoyeche khelte to hobe sei england kei tar opor law of average
@@planeman2546এই বিষয় টা যে না বুঝবে তাকে ঠিক বলে বোঝানো যাবে না।এটা সব ক্রিকেট প্রেমীর মনের এক আলাদা অনুভূতি যার কোনো ভাষা নেই।
বানান ঠিক করো-স্মরণীয় হবে
@@sudiptopatra-jq3cu বানান শুধরে নিয়েছো দেখে খুব খুশী হলাম বাবা
কী আশ্চর্য রকমের সুন্দর গল্পটা ❤
আজ অনেক দিন পর সেই আগের মতই আবেশের ঘেরাও হলাম,,
অসাধারণ গল্প তার সাথে উপস্থাপনা !!!❤❤❤❤❤❤❤
খুব সুন্ধর ।।এতো গল্প শুনেছি কিন্তুু এরোকম গল্পো শুনিনা যেন মনে হচ্ছে আমি ওর ভিতরে আয়েক মনিটে জন্য ঢুকে পরেছি।।
অনেকদিন পর সায়কদার গল্প। জাস্ট ওয়াও।
অনীশ দেবের তেইশ ঘন্টা ষাট মিনিট শুনতে চাই।যতদিন পর্যন্ত কোনো অডিও স্টোরি চ্যানেল এই মাস্টারপিস পাঠ না করছে ততক্ষন পর্যন্ত যদি বেঁচে থাকি অনুরোধ করেই যাবো। দেখি তোমরা কতদিন ইগনোর করতে পারো।
ভিডিও, কমিউনিটি পোস্ট, ফেসবুক এ কমেন্ট, ম্যাসেঞ্জারে, ইমেইল এ অনুরোধ করে যাচ্ছি। কেউ যদি বলেন "বই কিনে পড়ে নেন।" তাহলে বলি, পড়েছি। তবে অডিওস্টোরিতে শোনার ইচ্ছা।
অনুরোধ নং 697
মাথার ডাক্তার দেখা.....😂😂
Dedication ... ❤
আপনি আমার মাথার মধ্যেও “ তেইশ ঘন্টা ষাট মিনিট” ডুকিয়ে দিয়েছেন। 💙
Golpo ta kishor bharati te beriyechilo.. tokhon porechilam... aj abar sunbo❤
অসাধারণ বললে কম বলা হয়। সায়ক এর লেখা গল্পের অপেক্ষায় রইলাম।
Unforgettable story, outstanding presentation specially onindita character.
Uccho borniyo Golpo... Keep up the good work.
Sayak Da the writer❤
And tamal you r an incredible actor ❤
অসাধারণ..❤️ অনেক দিন পর আবার Midnight Horror Station কে খুঁজে পেলাম...
এই গল্প শুনার পর চিৎকার করে কেঁদেছি। আমার জীবনেও এমন একজন প্রফেট চাই যে মনের সব কষ্ট দুর করে দিবে মাথায় হাত বুলিয়ে। কোথায় পাওয়া যায় এমন প্রফেট😢😢😢😢😢😢
বউ বসন্ত... Koto din pore sunlm khela tar naam 😊
Osadharon laglo golpota❤ মৃত পেঁচাদের গান বইতে পড়েছিলাম, তখনই খুব প্রিয় হয়ে গেছিল, আজ শুনে সত্যি নতুন করে মন ছুঁয়ে গেলো ❤😊
সারা দিনের ক্লান্তির দূর করে দেয় সায়ক এর গল্প ।
আমি নিজেও একজন লেখক। ছোট্ট খাটো গল্প কবিতা লিখি। আদতে লেখা বা এই লেখক সত্তা টাকে ভালোবাসি। তবে আজ বলতে ক্ষতি নেই সায়ক দা তুমি আমার কাছে একটা চাহিদা একটা প্রাপ্তি। তোমার লেখার মধ্যে আমি রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা, মায়া সবটা খুঁজে পায়। তোমার লেখার মধ্যে আমার অন্যতম প্রিয় হল ঝুমঝুমি ওয়ালা, আজ সেই সাথে যোগ হল প্রফেট। আশাকরি আরো অনেক লেখা পাবো যা থেকে নিজেও লেখার একটা অনুপ্রেরণা পাবো।
ভালোবাসা ❤
ঠিক বলেছেন ঝুমঝুমি ওয়ালা অসাধারণ গলপ ।❤
Onkkkdin por mne onkdin er opekhar por Mhs is back
অসাধারণ লেগেছে গল্প টা❤❤
সায়ক দার কলমে এত টা জাদু আছে বলে বোঝানো যাবে না ❤️
Khub valo
ভালো থাকুন আপনি আর আপনার ছোয়া ছড়িয়ে যাক অন্যদের মাঝে ❤
অসাধারণ গল্প, আমার খুব ভালো লাগলো ,ধন্যবাদ সায়ক দা কে🙏🙏🙏🙏
Golpo ta khub e sundor❤
অসাধারণ, অসামান্য। আর কিছু বলতে পারছি না।
Darun sayak da
Bah sundor hoyeche ❤
সায়ক বাবু নিজের ফর্মে ফিরে এসেছে ❤
Osadharon 😮
গল্পটা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ গল্প কিন্তু একটা প্রশ্ন একটা মর মর বাচ্ছা মেয়ে তিনতলার একটা ঘরে একা রাতে ঘুমোচ্ছে?
Khub sundor laglo golpo ta❤
খুব ভালো লাগলো গল্প টা অভিনন্দন ❤
আমি বাকরূদ্ধ আর তুমি অসামান্য ❤
I am waiting for this story 😍🙌😌
Khub sundor lagche
Darun
সবসময়ই সেরা, অভিভূত হলাম 😮
Eto sundor concept tomar mathatei asa sombhob ja diye Tumi amader mon k bhijiye tolo
Tumii amader sobar mon er Prophet ❤
Amar jibone sona sob theke shera golpo . Konodon bhulte parbonaa. Prophet Fire asuk😢
অপূর্ব সায়ক
কী সুন্দর ❤😌