জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/মাস্টার্স/ডিগ্রী কোর্সের সার্টিফিকেটে নাম সংশোধন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধন করতে হলে প্রথমে এসএসসি ও এইচএসসি নাম সংশোধন করতে হবে, অথবা এসএসসি ও এইচএসসি ঠিক থাকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়য়ে নাম সংশোধন/বয়স সংশোধন আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধনের জন্য প্রথমে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে এরপর সর্বশেষ ইয়ারের এডমিট কার্ড। এডমিট কার্ড সংশোধন হয়ে গেলে একসাথে সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়েরনাম সংশোধনের আবেদন ফিঃ রেজিষ্ট্রেশন কার্ড ৫০০ এডমিট কার্ড ৫০০ সার্টিফিকেট ৫০০ মার্কশীট ৫০০ নাম সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলতে হবে। Student ID: services.nu.edu.bd/nu-app/ স্টুডেন্ট আইডি খুলে লগিন করার পর Academic Services থেকে রেজিষ্ট্রেশন কারেকশন অপশন পাবেন। এডমিট,সার্টিফিকেট,মার্কশীট কারেকশন অপশন পাবেন Examination Services এর মধ্যে। প্রয়োজনীয় ইনফরমেশন ও ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করলে পেমেন্ট স্লিপ পাবেন। পেমেন্ট স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দিতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ রেজিষ্ট্রেশন কার্ড বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি) এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন এপ্রুভ করলে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড কলেজে চলে যাবে ৭-১০ দিন পর কলেজ থেকে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড নিতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড নিতে রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও পে স্লিপ নিতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেলে সর্বশেষ এডমিট কার্ড সংশোধন করতে হবে। আবেদনের নিয়ম রেজিষ্ট্রেশন কার্ডের মতো। এডমিট কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড এডমিট কার্ড বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি) এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড এডমিট কার্ড এপ্রুভ হয়ে গেলে ৭-১০ দিন পরে কলেজ থেকে সংশোধিত এডমিট গ্রহণ করতে হবে। এডমিট মূল কপি ও পে স্লিপ নিয়ে যাবেন। এডমিট সংশোধন করা হয়ে গেলে সার্টিফিকেট ও মার্কশীটের জন্য একসাথে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিষ্ট্রেশন ও এডমিট এর মতোই। তবে সংশোধিত সার্টিফিকেট ও মার্কশীট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নিতে হবে। এপ্রুভ হবার ৭-১০ দিন পর মূল কপি ও পেমেন্ট স্লিপ ওয়ান স্টপ সার্ভিসে জমা দিলেই ফ্রেশ কপি পাবেন। রানিং শিক্ষার্থীর নাম সংশোধন: যদি কোন রানিং স্টুডেন্ট নাম সংশোধন আবেদন করে তাহলে রেজিষ্ট্রেশন কার্ড এবং সর্বশেষ এডমিট সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর গিয়ে আইসিটি বিভাগ থেকে নাম অনলাইন সংশোধন করতে হবে। লিখিত আবেদন অনলাইন সংশোধনের জন্য,সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ডের কপি,সংশোধিত এডমিট কার্ডের কপি, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের কপি। সবগুলো কপির ২ সেট করবেন। একাডেমিক ভবনের ১৩ তলায় ১৩১০ নাম্বার রুমে স্টুডেন্ট লগইন সংশোধনের জন্য একসেট ও ১৪ তলায় ১৪১৭ নাম্বার রুমে অনলাইন সংশোধনের জন্য একসেট জমা দিবেন। অনলাইন সংশোধন হয়ে গেলে পরবর্তীতে সঠিক নামে এডমিট সার্টিফিকেট ও মার্কশীট আসবে। যাদের অনার্স মাস্টার্স শেষ তাদের নাম সংশোধন: যাদের অনার্স মাস্টার্স শেষ চাইলে তারাও কাগজপত্র জমা দিয়ে স্টুডেন্ট লগইন ও অনলাইন সংশোধন করতে পারবে। অনার্সের সকল ডকুমেন্ট সংশোধন শেষ হলে একইভাবে মাস্টার্সের রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে পারবেন। ডিগ্রী পাস কোর্সে একইভাবে রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে হবে। অনার্স এবং মাস্টার্সের সকল ডকুমেন্ট সংশোধন করতে ৭/৮ মাস লাগতে পারে।
বি দ্রঃ ২য় সমাবর্তন-এর রেজিস্ট্রেশন আবেদন সম্পূর্ণ করার পরে আপনাকে বিকাশ/রকেট অপশনে ক্লিক করে পেমেন্ট এন্ট্রি ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
Thank you for ur valuable information ❤
Most Welcome our honourable dr.mubin
Brother I need nu name correction from I saw you video but this doc was missing.
লিংক পুনরায় চেক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/মাস্টার্স/ডিগ্রী কোর্সের সার্টিফিকেটে নাম সংশোধন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধন করতে হলে প্রথমে এসএসসি ও এইচএসসি নাম সংশোধন করতে হবে, অথবা এসএসসি ও এইচএসসি ঠিক থাকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়য়ে নাম সংশোধন/বয়স সংশোধন আবেদন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধনের জন্য প্রথমে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে এরপর সর্বশেষ ইয়ারের এডমিট কার্ড। এডমিট কার্ড সংশোধন হয়ে গেলে একসাথে সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়েরনাম সংশোধনের আবেদন ফিঃ
রেজিষ্ট্রেশন কার্ড ৫০০
এডমিট কার্ড ৫০০
সার্টিফিকেট ৫০০
মার্কশীট ৫০০
নাম সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলতে হবে।
Student ID: services.nu.edu.bd/nu-app/
স্টুডেন্ট আইডি খুলে লগিন করার পর Academic Services থেকে রেজিষ্ট্রেশন কারেকশন অপশন পাবেন। এডমিট,সার্টিফিকেট,মার্কশীট কারেকশন অপশন পাবেন Examination Services এর মধ্যে। প্রয়োজনীয় ইনফরমেশন ও ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করলে পেমেন্ট স্লিপ পাবেন। পেমেন্ট স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দিতে হবে।
রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি
ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে
নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ
রেজিষ্ট্রেশন কার্ড
বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি)
এসএসসি সার্টিফিকেট
এইচএসসি সার্টিফিকেট
পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন এপ্রুভ করলে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড কলেজে চলে যাবে ৭-১০ দিন পর কলেজ থেকে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড নিতে হবে।
রেজিষ্ট্রেশন কার্ড নিতে রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও পে স্লিপ নিতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেলে সর্বশেষ এডমিট কার্ড সংশোধন করতে হবে। আবেদনের নিয়ম রেজিষ্ট্রেশন কার্ডের মতো।
এডমিট কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি
ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে
নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ
সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
এডমিট কার্ড
বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি)
এসএসসি সার্টিফিকেট
এইচএসসি সার্টিফিকেট
পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড
এডমিট কার্ড এপ্রুভ হয়ে গেলে ৭-১০ দিন পরে কলেজ থেকে সংশোধিত এডমিট গ্রহণ করতে হবে। এডমিট মূল কপি ও পে স্লিপ নিয়ে যাবেন।
এডমিট সংশোধন করা হয়ে গেলে সার্টিফিকেট ও মার্কশীটের জন্য একসাথে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিষ্ট্রেশন ও এডমিট এর মতোই। তবে সংশোধিত সার্টিফিকেট ও মার্কশীট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নিতে হবে। এপ্রুভ হবার ৭-১০ দিন পর মূল কপি ও পেমেন্ট স্লিপ ওয়ান স্টপ সার্ভিসে জমা দিলেই ফ্রেশ কপি পাবেন।
রানিং শিক্ষার্থীর নাম সংশোধন:
যদি কোন রানিং স্টুডেন্ট নাম সংশোধন আবেদন করে তাহলে রেজিষ্ট্রেশন কার্ড এবং সর্বশেষ এডমিট সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর গিয়ে আইসিটি বিভাগ থেকে নাম অনলাইন সংশোধন করতে হবে।
লিখিত আবেদন অনলাইন সংশোধনের জন্য,সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ডের কপি,সংশোধিত এডমিট কার্ডের কপি, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের কপি। সবগুলো কপির ২ সেট করবেন।
একাডেমিক ভবনের ১৩ তলায় ১৩১০ নাম্বার রুমে স্টুডেন্ট লগইন সংশোধনের জন্য একসেট ও ১৪ তলায় ১৪১৭ নাম্বার রুমে অনলাইন সংশোধনের জন্য একসেট জমা দিবেন।
অনলাইন সংশোধন হয়ে গেলে পরবর্তীতে সঠিক নামে এডমিট সার্টিফিকেট ও মার্কশীট আসবে।
যাদের অনার্স মাস্টার্স শেষ তাদের নাম সংশোধন:
যাদের অনার্স মাস্টার্স শেষ চাইলে তারাও কাগজপত্র জমা দিয়ে স্টুডেন্ট লগইন ও অনলাইন সংশোধন করতে পারবে।
অনার্সের সকল ডকুমেন্ট সংশোধন শেষ হলে একইভাবে মাস্টার্সের রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে পারবেন।
ডিগ্রী পাস কোর্সে একইভাবে রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে হবে। অনার্স এবং মাস্টার্সের সকল ডকুমেন্ট সংশোধন করতে ৭/৮ মাস লাগতে পারে।
Nice
আপনার অপেক্ষায় থাকলাম বড় ভাই