বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার | Education System | BCS Exam | ATN News

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 209

  • @NazmulHasan-tx9zq
    @NazmulHasan-tx9zq Місяць тому +39

    ১০০% যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে

    • @SuccessOfSorrow
      @SuccessOfSorrow Місяць тому

      আহারে বিচিএস ক্যাডারের মতামত।

    • @mohiuddin1234
      @mohiuddin1234 29 днів тому

      kon voder bal billi eta joutik

  • @_APARNATA_
    @_APARNATA_ Місяць тому +26

    যারা এই সিদ্ধান্তকে তাদের বলছি,," আপনাকে একটা পরিক্ষা দেওয়ার জন্য ৪ বছর সময় দেওয়া হচ্ছে,, প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে বের হয়। যদি একটা লিমিট না দেওয়া হয় তাহলে তো একসময় পরিক্ষার্থীর সংখ্যা লাখের উপরে চলে যাবে। দেশে কর্মসংস্থান কম। লিমিট না দিলে বা এর চাইতে বেশি দিলে আপনারা ততদিন চাকরির অপেক্ষায় থাকবেন যতদিন পরিক্ষায় পাশ করতে না পারবেন,, ফলে বেকারত্বের হার আরও বাড়বে।।
    দেশে নতুন সরকার হয়েছে বলে যা মনে আসবে তাই চাইবেন এটা তো হতে পারে না। যে মেধা দিয়ে পরিক্ষা দেওয়ার কথা চিন্তা করছেন সেই মেধা দিয়ে আগে চারিদিক ভেবে দেখুন,, সবটা চিন্তা করে যোক্তিক দাবি তুলুন,,ধন্যবাদ,,,।

    • @nahidhasan5798
      @nahidhasan5798 Місяць тому

      @@_APARNATA_ মনের মতো কথা বলছেন ভাই।

    • @naiad.mimias.closet
      @naiad.mimias.closet Місяць тому

      রাইট

    • @g.w.okkamermaster6271
      @g.w.okkamermaster6271 Місяць тому

      ৪ বার দিছে। টানা ৪ বছর না হাদারাম😂😂😂

    • @_APARNATA_
      @_APARNATA_ Місяць тому +1

      @g.w.okkamermaster6271 বছরে কয়বার হয় পরিক্ষা??

  • @rejounahmedridoy6879
    @rejounahmedridoy6879 Місяць тому +1

    ভালো সিদ্ধান্ত।

  • @MasudRana-jn9pq
    @MasudRana-jn9pq Місяць тому +14

    35 chai

    • @mdbelayethossain4262
      @mdbelayethossain4262 Місяць тому +2

      তোমাদের জন্য সরকারি চাকুরি না, ৩২ এর পর না হলে অন্য পেশা খুজো।

  • @ashrafullah7327
    @ashrafullah7327 Місяць тому +17

    উত্তম সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।

    • @rajrubel911
      @rajrubel911 Місяць тому

      মূর্খতার একটা সীমা থাকা উচিত!

  • @busraakther978
    @busraakther978 Місяць тому

    এখন ঠিক আছে,,,
    এভাবেই এগিয়ে যান আপনারা,,,

  • @SAYEDULABEDINNihal
    @SAYEDULABEDINNihal Місяць тому +3

    নতুন শিক্ষাক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করি পরিবর্তনশীল জগতে নিজেকে খাপ খাওয়াতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন কে করবে? শিক্ষাই এ পরিবর্তন করতে পারে। বাঙালি পরিবর্তনে বিশ্বাসী নয়। কেননা সে মুখস্থ বিদ্যায় বিশ্বাসী। মুখস্থ বিদ্যা দিয়ে কেরানি হওয়া যায়, সষ্টি করা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘শিক্ষার বাহন’ প্রবন্ধে বলেছেন, মুখস্থ করিয়া পাশ করাই চৌর্যবৃত্তি।
    যে ছেলে পরীক্ষা শালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়। আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয় অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কী করিল? সভ্যতার নিয়মানুসারে মানুষের স্মরণশক্তির মহলটা ছাপাখানায় অধিকার করিয়াছে। অতএব যারা বই মুখস্থ করিয়া পাশ করে, তারা অসভ্য রকমের চুরি করে, অথচ সভ্যতার যুগে পুরস্কার পাবে তারাই।
    শিশু আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করবে। মুখস্থ বিদ্যায় কোনো আনন্দ নেই। শিক্ষার্থীরা মুখস্থ না করতে পারলে কয়েকবছর আগেও বেত মারা হতো। মারের ভয়ে স্কুল পালাতো শিক্ষার্থীরা ঝরে পড়তো। আধুনিক শিক্ষা এসেছে ইউরোপ থেকে। বৃটিশদের বদৌলতে আমরা তা পেয়েছি। তখন মুখস্থ করেই বিদ্যা শিক্ষা করতে হতো। এখন যুগ পাল্টেছে, কাজের ধরণ পাল্টেছে, বিদ্যার ধরণ পাল্টেছে। ইউরোপে বর্তমানে মুখস্থ বিদ্যা সিস্টেম নেই। বর্তমান বাংলাদেশেও যে, শিক্ষাক্রম চালু করা হচ্ছে তাও ইউরোপ থেকে আমদানি করা হয়েছে।
    বর্তমানে ফিনল্যান্ডের কারিকুলাম সারা বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডে প্রথম থেকে নবম গ্রেডের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে চার থেকে এগারো পিরিয়ড পর্যন্ত। শিল্প, সঙ্গীত, রান্না, কাঠমিস্ত্রি, ধাতুর কাজ, বিদ্যুৎ, সেনেটারি ও বস্ত্রশিল্পের ক্লাস করে। মুখস্থ বিদ্যা মানুষকে বেকার ও অথর্ব হিসাবে গড়ে তোলে আমাদের দেশে যারা সচিব হন, অধ্যাপক হন তারা একটা বিদ্যুতের বাল্ব ও লাগাতে পারে না। বাল্ব লাগাতে ইলেকট্রিশিয়ান ডাকতে হয়। কেননা আর ইউরোপে মুখস্থ নয়, হাতে কলমে সবকিছু শেখানো হয়।
    নতুন কারিকুলামে ইউরোপকে অনুসরণ করা হয়েছে। জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-র্দীক্ষার গুরু হচ্ছে ইউরোপ। সুতরাং ইউরোপ কীভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেয় সেটাই আমাদের অনুসরণ করা উচিত। ইউরোপে, জাপানে, কোরিয়ায়, শিশুদের প্রথমেই শেখানো হয় নিজের কাজ নিজে কীভাবে করবে? দাঁত ব্রাশ করা, গোসল করা, জামা কাপড় ধোয়া, খাওয়া-দাওয়া করা, বই-পত্র গোছানো প্রভৃতি তাদের শেখানো হয়। তারা নিজেরাই এসব করে আমাদের দেশের শিশুর ভুলেই গেছে এগুলো তাদের কাজ। তাদের এসব কাজ করে দিচ্ছে মা, বাবা কিংবা কাজের বুয়া, অথচ এরাই যখন বিদেশে পড়তে যায় তখন এই কাজগুলো তাদের নিজেদেরই করতে হয়।
    এমন একদিন আসবে যেদিন কাজের বুয়া বলে বাস্তবে কোনো শব্দ থাকবেনা। যেমন বর্তমানে রাখাল বলে বাস্তবে কিছু নেই। অথচ আশির দশক পর্যন্ত সমাজে ছিল রাখালের ছড়াছড়ি। যখন কাজের বুয়া থাকবেনা তখন কে রান্না-বান্না বা ধোয়া মোছা করবে? তখন তো ঠিকই এসব নিজেকেই করতে হবে। এখনকার ছেলে-মেয়েরা কাজ করাতো দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারে না। যেন পোলট্রি মুরগী। মনে রাখা দরকার শরীরের নাম মহাশয় যাহা সহায় তাহাই সয় শরীরকে যত আরাম দেবেন ততই ব্যারামের অধিকারী হবেন।
    বাংলাদেশের শিক্ষাক্রম প্রাইভেট, টিউশন ও কোচিং নির্ভর হয়ে পড়েছে। বর্তমান কারিকুলাম প্রাইভেট টিউশন ও কোচিংয়ের থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করবে। ছেলে মেয়েরা স্কুলের শিক্ষা স্কুলেই শিখে এবং আনন্দের মধ্যদিয়ে শেখে। আমাদের দেশে স্কুল বন্ধ দিলে ছেলে মেয়েরা খুশি হয়। ইউরোপ স্কুল খোলা থাকলে বরং ছেলে মেয়েরা খুশি হয়। প্রাইভেট, কোচিং ও মুখস্থ বিদ্যা উন্নত বিশ্বে না থাকলেও বাংলাদেশে বহাল তবিয়তে আছে। এসব বদলাতে গেলেও সমস্যায় পড়তে হয়। বিদ্যালয়ে যাওয়া হয় বিদ্যার জন্য। সেখানে শিক্ষক রয়েছেন তাহলে কেন প্রাইভেট পড়তে হবে বা কোচিং সেন্টারে যেতে হবে।
    প্রাইভেট কোচিংয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থী কেউ ক্লাসে মনোযোগী হয় না। বিদ্যা দানের বিষয়, অর্থের বিনিময়ে বিক্রির বিষয় নয়। বিদ্যা বিক্রির কারণে শিক্ষকরা প্রাপ্য সম্মান পান না। আমাদের দেশে পরীক্ষায় ভালো করাকে মূল্যায়নের একমাত্র চাবিকাঠি বলে বিবেচনা করা হয়। পরীক্ষায় ভালো করলে সে ভালো মানুষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। মূল্যায়নের ক্ষেত্রে মেধার সাথে অন্যান্য গুণাবলিও বিবেচনায় আনতে হবে। নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এতে সুফল মিলবে।

  • @rifatarahiya2039
    @rifatarahiya2039 Місяць тому +1

    জেনারেল ক্যাডার ও প্রফেশনাল ক্যাডার আলাদা করা হোক

  • @monirhussain6559
    @monirhussain6559 29 днів тому

    4 Times okay
    For meritorious
    Now need to change the exam system, syllabus, and education system also

  • @wazihtousif4340
    @wazihtousif4340 29 днів тому

    সঠিক সিদ্ধান্ত। 😢😢

  • @mdbelayethossain4262
    @mdbelayethossain4262 Місяць тому +1

    ৩২ পর্যন্ত জবে প্রবেশের টাইম না, এরা আবেদনের টাইম কেউ ৩২ পর্যন্ত আবেদন করলে ৩৩-৩৫ পর্যন্ত ও পরিক্ষা দিতে পারবে।

  • @jesminakterjumur9253
    @jesminakterjumur9253 29 днів тому

    Alhamdullah ❤

  • @smkoushik780
    @smkoushik780 Місяць тому +3

    গুরুত্বপূর্ণ প্রশ্ন : যারা চারবার পরীক্ষা দিয়ে দিয়েছে তারা কি এবার আর অংশগ্রহণ করতে পারবে না?

    • @dhgfddfjhd654
      @dhgfddfjhd654 Місяць тому

      😂😂 emney korte korte 10 bar niya jan🤣🤣

    • @wazihtousif4340
      @wazihtousif4340 29 днів тому

      না মনে হয়। 😢😢

    • @drsuo
      @drsuo 29 днів тому

      Na

  • @GolamkibriaRifat-sk7sx
    @GolamkibriaRifat-sk7sx 29 днів тому

    আমার ছোট ভাই বিসি এস পরীক্ষার্থী, সবার কাছে দোয়া চাই 🤲

  • @mahidurrahman4934
    @mahidurrahman4934 Місяць тому

    ভালো লাগলো

  • @atikurjaman6434
    @atikurjaman6434 Місяць тому +17

    কোন সময়সীমা না দেওয়াই ভালো

    • @AbdulKalam-mk2sd
      @AbdulKalam-mk2sd Місяць тому +2

      কিসে পড়া লেখা করেন?

    • @_APARNATA_
      @_APARNATA_ Місяць тому +4

      সারাজীবন পরিক্ষায় দিয়ে যাবেন নাকি??

    • @shoronahmed6833
      @shoronahmed6833 Місяць тому

      এর জন্য অনেক ডিগ্রী আছে

    • @mdhasanuzzaman8570
      @mdhasanuzzaman8570 29 днів тому

      ​@@AbdulKalam-mk2sd পাশের দেশ ভারতের চাকরির সময় সীমা যানেন..??

  • @MonirulIslam-st3nk
    @MonirulIslam-st3nk Місяць тому

    100% ❤ly decision

  • @salauddinaiube1810
    @salauddinaiube1810 Місяць тому +1

    সঠিক সিন্ধান্ত।

  • @pallobkumardas8516
    @pallobkumardas8516 Місяць тому

    Right decision

  • @hasantutor9472
    @hasantutor9472 Місяць тому +1

    সঠিক সিদ্ধান্ত

  • @afzalhossain6230
    @afzalhossain6230 29 днів тому

    আমি তো প্রথম বিসিএস দিয়েছিলাম প্রস্তুতি ছাড়াই। এখন এই সিদ্ধান্তে মনে হচ্ছে ওই বিসিএস টা দেয়া ঠিক হয়নি। আমি চারবার দিয়ে ফেলছি কিন্তু বয়স আমার ২৯। এবার কি আবেদন করতে পারবোনা??

  • @MonirulIslam-st3nk
    @MonirulIslam-st3nk Місяць тому

    Good decision

  • @ArefinRahman-k5y
    @ArefinRahman-k5y Місяць тому

    সঠিক ❤❤❤

  • @sujanarahman4499
    @sujanarahman4499 Місяць тому

    Ha amio vabtesilm eita thik ase ❤❤

  • @jahidkabir6768
    @jahidkabir6768 Місяць тому

    Masallah

  • @MdRubel17001
    @MdRubel17001 Місяць тому

    thanks

  • @bdsportsandmusic7391
    @bdsportsandmusic7391 Місяць тому +1

    Cricket team er taka bondo kori dan...

  • @anamikaislam2289
    @anamikaislam2289 Місяць тому +1

    ভালো সিদ্ধান্ত

  • @MdzillurrahmanMdzillurrahm-y3o
    @MdzillurrahmanMdzillurrahm-y3o Місяць тому

    এবার ঠিক আছে

  • @shamimzillur
    @shamimzillur Місяць тому +5

    35 cai

  • @md.nazmulhoque241
    @md.nazmulhoque241 Місяць тому

    #প্রজ্ঞাপন কবে দিবে।

  • @supairaismi682
    @supairaismi682 29 днів тому

    এখন থেকে ৪বার নাকি । আগের গুলোও হিসাব হবে?

  • @mozahidhoque2292
    @mozahidhoque2292 Місяць тому +8

    ৪ বার যেন সবার জন্য প্রযোজ্য হয়।বিগত ১০ বছরে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের এনআইডি নাম্বার ও স্নাতকের রোল নাম্বারগুলো যেন সিস্টেমে এনলিস্টেড করা হয়।এপ্লিকেশন করতে গেলেই যেন কারো ৪বার বা তার অধিক অংশগ্রহণের রেকর্ড থাকে তাহলে তার আবেদনের সুযোগ না থাকে এভাবে অনলাইন এপ্লিকেশন সিস্টেম রাখতে হবে।

    • @monsterf-l3l
      @monsterf-l3l Місяць тому

      😂😂 bah.etu sujog cao

    • @mdsaifulislam-wb8we
      @mdsaifulislam-wb8we Місяць тому

      আইন সম্পর্কে কোন ধারনা আছে মিনিমাম?

    • @ArifZaman-ty1cw
      @ArifZaman-ty1cw Місяць тому +2

      লুল প্রতিযোগিতার এত ভয় পাইলে বিসিএস দেয়ার দরকার কি😂।একবারে আবদার করেন ক্যাডার বানায় দিতে।

  • @rashedabedin5774
    @rashedabedin5774 25 днів тому

    প্রজ্ঞাপন কবে?

  • @mahabubalam3703
    @mahabubalam3703 Місяць тому

    Not law minister he is law advisor

  • @nomansarker452
    @nomansarker452 Місяць тому

    চমৎকার সিদ্ধান্ত

  • @MdShajahan-zl7dx
    @MdShajahan-zl7dx Місяць тому

    Thik

  • @nayeem8335
    @nayeem8335 Місяць тому +7

    বিসিএস ৫ বার করা হোক।

    • @tasminekhane7010
      @tasminekhane7010 Місяць тому +2

      তোমাদের ৫ বার করে দিলেও বলবে ৬ বার করে দেওয়া হক। মানসিকতায় পরিবর্তন আনুন, চিন্তা ধারা পালটান।

    • @MdSobuzHasan-f9d
      @MdSobuzHasan-f9d Місяць тому +1

      100% right

    • @Shawshank2024
      @Shawshank2024 Місяць тому +1

      10 bar Dileo ki parbe Tumi!!

  • @MDRakib-x7h9k
    @MDRakib-x7h9k Місяць тому +1

    যাক একটা পর্যায় গেলো।

  • @seliimreza6409
    @seliimreza6409 Місяць тому +5

    ৩৫ চাই

  • @mdshohagali7135
    @mdshohagali7135 Місяць тому

    law minister na.
    Law adviser

  • @64722-q
    @64722-q Місяць тому

    বয়স যদি ৩৫ হয় তাহলে ৩২ বছর পর্যন্ত বিসিএস দিতে পারবেন।
    সে যে কবার দিছে সমস্যা নাই ৩২ বছর বয়স পর্যন্ত দিতে পারবে

  • @sopnrrupkota7815
    @sopnrrupkota7815 Місяць тому

    Valo sidanto nutun daro somai Dita hoba

  • @MdNazim-yp7pd
    @MdNazim-yp7pd Місяць тому

    এটা ভালো উদ্দ্যোগ

  • @afzalhossain6230
    @afzalhossain6230 29 днів тому

    অযৌক্তিক সিদ্ধান্ত। ৩০ বছর বহাল থাকলেও বিসিএস আরেকটা দিতে পারতাম

    • @spokenenglishmentsbd9998
      @spokenenglishmentsbd9998 29 днів тому

      এত দিয়ে কি করবেন? এতই যেহেতু মেধাবী, এতই তাড়াতাড়ি যখন গ্রাজুয়েট হোন, তখন চাকরিতে ডাব্বা মারেন কেন? idiot

  • @MonirulIslam-st3nk
    @MonirulIslam-st3nk Місяць тому

    4 bar maximum amai best

  • @Sohel.5090
    @Sohel.5090 Місяць тому +1

    সঠিক

  • @MstShima-p2p
    @MstShima-p2p Місяць тому +4

    আমার কাছে সিদ্ধান্তটা সঠিক মনে হয়নি। বয়স যতদিন থাকবে ততদিন সুযোগ দেওয়া উচিত

    • @jaynalabedin7161
      @jaynalabedin7161 Місяць тому

      Atai thik ase

    • @afzalhossain6230
      @afzalhossain6230 29 днів тому

      ৩০ বছর বহাল থাকলে ও বিসিএস আরেকটা দিতে পারতাম

  • @RuhulAlom-b8t
    @RuhulAlom-b8t Місяць тому +16

    একদম অযৌক্তিক সিদ্ধান্ত বয়স যতদিন থাকবে ততদিন দিবে

    • @_APARNATA_
      @_APARNATA_ Місяць тому +1

      চাকরি কি শেষ বয়সে করতে চান নাকি??

    • @HeemelMia-tu8pp
      @HeemelMia-tu8pp Місяць тому +3

      ​@@_APARNATA_ বাদ দেন ভাই, রিপ্লাই দিয়েন না এরা স্বার্থপর, শুধু নিজের চিন্তা করে সামগ্রিকভাবে দেশের ক্ষতি চিন্তা করে না।

    • @rashidulislam1783
      @rashidulislam1783 Місяць тому +1

      কমপক্ষে ৬ বার বিসিএস সুযোগ রাখা উচিত ছিলো

    • @RuhulAlom-b8t
      @RuhulAlom-b8t 29 днів тому

      @@_APARNATA_ আপনি কি বয়স জেনে রাখছেন নাকি যে বললেন শেষ বয়সে হাস্যকর কথা বলেন বয়স যদি 30 ও দেয় তারপরও আমাদের চাকরির পরীক্ষা অনেকবার দেওয়া যাবে আমাদের মতন একদম ফ্রেশারদের জন্য এটা অযৌক্তিক সিদ্ধান্তই হবে

    • @RuhulAlom-b8t
      @RuhulAlom-b8t 29 днів тому

      @@rashidulislam1783 আগের নিয়মেও যদি ধরি 30 বছর পর্যন্ত বয়স ছিল তখনো হিসেবে ছয় বারের মতন বা পাঁচবার দিতেই পারতাম

  • @lamiaaktermim8203
    @lamiaaktermim8203 Місяць тому

    Thanks

  • @forhadahamad1205
    @forhadahamad1205 Місяць тому

    ১০০% সঠিক সিদ্ধান্ত

  • @AllTubeBD24
    @AllTubeBD24 Місяць тому

    যারা অলরেডি ১ টা দিয়েছে, তারা কি আরও চারটা দিতে পারবে নাকি তিনটা?

  • @shihabuddin3008
    @shihabuddin3008 Місяць тому

    সরকারি চাকরিতে ৩৫ করার জোর দাবি জানাচ্ছি

  • @RishaMoni-jh1kd
    @RishaMoni-jh1kd Місяць тому +2

    5 বার হলে একদম পারফেক্ট

  • @SajidAhmed-h9d
    @SajidAhmed-h9d Місяць тому +8

    কোনো লিমিট থাকবে না

  • @mdjiarulialam5019
    @mdjiarulialam5019 Місяць тому

    আলহামদুলিল্লাহ

  • @muslimakhatun2171
    @muslimakhatun2171 Місяць тому

    Sudu 7 college?? Baki national uni gula r kono bebosta hobe na??

  • @sheikhmd.dilwar3406
    @sheikhmd.dilwar3406 Місяць тому

    5 bar koro

  • @riadfayshallikhon9628
    @riadfayshallikhon9628 Місяць тому +2

    ৫ বার দেয়া উচিত

    • @forhadahamad1205
      @forhadahamad1205 Місяць тому

      যারা ৫ বার চায় তাদেরকে ১০ বার দিলেও বিসিএস পাবে না

  • @kajolvaii07
    @kajolvaii07 Місяць тому

    যারা ৩৫ এর দাবি করছে আপনার কি মনে হয় এরা চাকরি পাবে ?😂😂
    এরা ৪০ দিলেও পাবে না।
    এরা পারবে শুধু দেশের মানুষের ভোগান্তি দিতে।

  • @md.shahinalam6090
    @md.shahinalam6090 Місяць тому +2

    সিদ্ধান্তে যুক্তি আছে। ৪ বার আদর্শিক আছে।

  • @mdshirajulislam6406
    @mdshirajulislam6406 Місяць тому +5

    ৩৫ চাই মেনে নেওয়া হোক

    • @TanvirHossain-lf7lu
      @TanvirHossain-lf7lu Місяць тому

      কেনো আদু ভাই

    • @rejounahmedridoy6879
      @rejounahmedridoy6879 Місяць тому

      মেনে নেওয়া হলো এখন পরীক্ষা দেন।

  • @nsalamgir6294
    @nsalamgir6294 Місяць тому

    ❤❤❤❤

  • @TaniyaTaniya-e9b
    @TaniyaTaniya-e9b Місяць тому

    চাইলো চাকরিতে বয়স বৃদ্ধি হয়েগেলো বিসিএস নিয়ে টানাটানি

  • @104.mazharulislam5
    @104.mazharulislam5 Місяць тому +1

    উত্তম সিদ্ধান্ত

  • @SakibMia-o9u
    @SakibMia-o9u Місяць тому +2

    অনার্স পাশ করার পর ব্যক্তি যতদিন জীবিত থাকবে ততদিন সে BCS দিতে পারবে। আইন হবে এইটা।

    • @g.w.okkamermaster6271
      @g.w.okkamermaster6271 Місяць тому

      ৩৫ নিয়া মারা মারি করছ কেন। ঠিকি আছে

  • @mdabdurrazzak942
    @mdabdurrazzak942 Місяць тому +4

    35

  • @arafathosain9551
    @arafathosain9551 Місяць тому

    2 bar er beshi noi

  • @badhonsarkar2051
    @badhonsarkar2051 Місяць тому

    R8...

  • @kakuliamin7999
    @kakuliamin7999 Місяць тому +6

    ৩৫ চাই।

  • @prince9403
    @prince9403 Місяць тому +1

    ক্ষমতা পেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে।যা মনে আসছে তা বলছে।

  • @salimReza-y5n
    @salimReza-y5n 28 днів тому

    সরকারি ৩২ হলে বেসরকারি ৩৭ হতে হবে।বেসরকারি কথা বলা হয় না কেন

  • @MDRoni-su5mj
    @MDRoni-su5mj Місяць тому

    ৩২ বছর করছে এটার গেজেট কি করছে। আবার দেখা যাবে গেজেট আসতে ৩৫ হয়ে গেছে।

  • @Krishnobiswas-m9z
    @Krishnobiswas-m9z Місяць тому

    ৪৭ তম থেকে ৪ বার গননা করা হবে কি??

  • @EngineerAtiqueHasan
    @EngineerAtiqueHasan Місяць тому +1

    35 Chai Oboshshoi.
    Inshaallah

  • @rajrubel911
    @rajrubel911 Місяць тому +4

    বয়স এবং বিসিএস এর বিষয় নিয়ে তীব্র ঘৃণা আর নিন্দা জানাচ্ছি। কোনো বিচার বিশ্লেষণ না করেই হুট করে বলে দিল!
    ছিঃ!

  • @shahinuddin796
    @shahinuddin796 Місяць тому +3

    ৩৫

  • @lizayeasmin9294
    @lizayeasmin9294 Місяць тому +1

    আমার টাকা দিয়ে আমি পরিক্ষা দেবো,, তার কিসের লিমিট😡 ফালতু নিয়ম

    • @_APARNATA_
      @_APARNATA_ Місяць тому +1

      চাকরি টা তাহলে সরকারের কাছে চাইতে যায়েন না

    • @foridaeasmin8165
      @foridaeasmin8165 Місяць тому

      ​@@_APARNATA_ - Vai, Vab ta mone hoi, onar Taka diye oni bish kine khaile sorkar jeno na atkai. Sorkarer Takar lov a na, bekarotto komaner chintai r sorkari chakrir lov komaite ei Shiddhanto nise.

  • @arifurrahman6620
    @arifurrahman6620 Місяць тому +6

    এই সিদ্ধান্ত বদলাতে হবে , ৩৫ চাই

  • @TripTeam
    @TripTeam Місяць тому

    কোনো শর্ত দেওয়া পুরোপুরি অযৌক্তিক

    • @AbdulKalam-mk2sd
      @AbdulKalam-mk2sd Місяць тому

      যৌক্তিক এর সংজ্ঞা জানেন?

  • @fardenkhan561
    @fardenkhan561 Місяць тому

    বেদিশা কাজকারবার...আজকে এটা তো কালকে ঐটা...

  • @eliashossain4577
    @eliashossain4577 Місяць тому +2

    কমিউনিটি ক্লিনিকের কর্মীরা ৫ মাস যাবৎ বেতন পায় না। বিগত সরকারে ১৩ বছর বৈষম্যের স্বীকার হয়েছ।

  • @factsoflife.454
    @factsoflife.454 Місяць тому

    age 35 korte hobe

  • @MDshovujaslamuddin
    @MDshovujaslamuddin Місяць тому

    চারবার দিলে তো বয়স হয় 33 এত কিছু বুঝিনা 35 করতে হবে এটাই যৌক্তিক

  • @abumonaem405
    @abumonaem405 29 днів тому

    Ai 32 mani na 35 35 35 dite ai opodestader podotok chai akoni ai muhurte

  • @ArifZaman-ty1cw
    @ArifZaman-ty1cw Місяць тому

    সিদ্ধান্ত কি বিশ্ববিদ্যালয়ের গঞ্জিকার আসর থেকে আসছে নাকি।একেকদিন এক এক রকম।কমিশন বানিয়ে তামাশা করার কি দরকার ছিলো

  • @nasiratik1237
    @nasiratik1237 Місяць тому

    Good

  • @sreemontoroy2024
    @sreemontoroy2024 Місяць тому

    ata tik na..apnara ata korte parten j..jara ekbar cadre hobe..sayjano 2nd bar exam na dite pare

  • @MDAlAmin-zx5ub
    @MDAlAmin-zx5ub Місяць тому

    Upsc lite

  • @ShamsunNahar-x9h
    @ShamsunNahar-x9h Місяць тому

    ১ বার দিলেই ভালো হতো😂

  • @DrPaul108
    @DrPaul108 Місяць тому

    Kon jukti te 4 bar bcs deya jaabe buztechi na.

  • @Mdmonarulislam-su4qo
    @Mdmonarulislam-su4qo Місяць тому +2

    12বছরের দাবি 35 বছর 35 চাই 32 বছর অযৌক্তিক মানি না, 32বছর অযৌক্তিক সিদ্ধান্ত

  • @HasanMia-h3o
    @HasanMia-h3o Місяць тому +1

    ৩৫ যৌক্তিক দাবি। ৩৫ ছাড়া কোনো কিছু মানি না মানবো না

  • @SujanSaha-bz8sl
    @SujanSaha-bz8sl Місяць тому

    Sob karlo notonder janno jara andolon karlo tader to kono lobe halo na

  • @MD.TUHINREZA-f3e
    @MD.TUHINREZA-f3e Місяць тому

    Sorkar ki natok suru korese???35 korte hobe....3 ber decision change korese kintu 35 kno kore ni??. Talbahana noi.... 35 korte hobe.... Kothor andolon korte hobe....faltu decision change korte hobe...

  • @MdAliAli-t6n
    @MdAliAli-t6n Місяць тому

    Adarkau chubata hoba

  • @rashidulislam1783
    @rashidulislam1783 Місяць тому

    কমপক্ষে ৬ বার সুযোগ রাখা উচিত ছিলো।
    এটা একদম গাও জোরামি সিদ্ধান্ত

  • @HrShovons
    @HrShovons Місяць тому

    একের অধিক বিবাহ নিষিদ্ধ চাই

  • @tiktokvideos-og4rf
    @tiktokvideos-og4rf Місяць тому

    নাটক বা নাটক

  • @AshrafulIslam-vk4xh
    @AshrafulIslam-vk4xh Місяць тому

    চাকরির বয়সসীমা ৩২ ঠিক আছে।