Dr. Bidhan Chandra Roy life story in Bengali / ডঃ বিধান চন্দ্র রায়ের জীবনী

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @sailajanandachatterjee8636
    @sailajanandachatterjee8636 5 років тому +180

    ডঃবিধান চন্দ্র রায়ে সম্পর্কে এই তথ্যগুলি জানা খুবই জরুরি, বিশেষ করে বর্তমান প্রজন্মের বাঙ্গালীদের। তিনি শুধুমাত্র ডাক্তারই ছিলেন না, একজন প্রকৃত প্রশাসকও ছিলেন। আমি ডঃ রায়কে খুব ছোটবেলায় দেখেছি। আমার মনে আছে যেদিন ডঃরায় মারা যান, তখন সারা পশ্চিমবঙ্গবাসী অসম্ভব মর্মাহত হয়েছিলেন, যেন বাঙ্গালীর স্বজন বিয়োগ হয়েছে। আপনি সত্যই বলেছেন, নিজের রাজ্যবাসীর জন্য নিজের বাড়ী পর্যন্ত বিক্রী করে দেন। এসব ভাবা যায়? দূর্গাপুর, কল্যাণী, বিধান নগর, চিত্তরঞ্জন লোকমোটিভ, kmda, প্রভৃতি বহু কাজ উনি করেছেন যার বহু কাজ এখনও চলছে। কি প্রচণ্ড দূরর্দর্শিতা ও ইচ্ছাশক্তি ছিল তা এখনকার দিনে আশা করাই যায় না। ডঃবিধান রায়কে তাই বলা হয় বাংলার প্রকৃত রুপকার।
    আমার দূর্ভাগ্য ঐ সব গুণীজনদের দেখার পরে বর্তমান অপদার্থ, অসভ্য, অসৎ, মিথ্যাবাদী নেতা নেতৃদের দেখি, সত্যই খুবই খারাপ লাগে।

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому +10

      আপনার মন্তব্য পড়ে আমি অভিভূত ....আপনার কথা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে .... আপনার মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।

    • @manasjana4589
      @manasjana4589 5 років тому +5

      ঠিক

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 років тому +3

      আমার পরলোকগত পিতৃদেবেরও সুযোগ হয়েছিল ড. বিধানচন্দ্র রায়ের চিকিৎসা পাওয়ার। সালটা 1955-র 16 অথবা 17 ই এপ্রিল। রুগ্ন স্বাস্থের কারণে পিতৃদেবের প্রতি ড. রায়ের পরামর্শ ছিল প্রত্যহ এক ছটাক বিশুদ্ধ সরিষার তৈল সর্বাঙ্গে উত্তমরূপে মর্দন।
      অতঃপর পিতৃদেব সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করেছিলেন। দ্বিতীয় একটি কাহিনী আমার জানা আছে, অপ্রাসঙ্গিক হবে, এমন দ্বিধাগ্রস্ত হওয়ায় আর বলতে পারলাম না।

    • @jineasultana4271
      @jineasultana4271 5 років тому +1

      Good.

    • @pradipbanerjee8705
      @pradipbanerjee8705 4 роки тому +1

      Asadharan comment. Salute u.

  • @troyz6623
    @troyz6623 3 роки тому +26

    একটা ছোট প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এরাম এক মহান মানুষের ব্যাপারে জেনে নিজেকে বাঙালি হিসেবে খুব গর্বিত অনুভব করছি। ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @atingiri7491
    @atingiri7491 2 роки тому +5

    জয় দুর্গা মা। ... অনেক অনেক অনেক ধন্যবাদ পরিষ্কার, সুস্পষ্ট, যৌক্তিক, শক্তিশালী, বিরল এবং অনবদ্য উপস্থাপনার জন্য।

  • @pramathasarkar6992
    @pramathasarkar6992 4 роки тому +30

    সত্যি অতুলনীয় আপনি যাহা তুলেধরেছেন। ডাক্তার বাবু বিধান চন্দ্র রায় উনি আমার কাছে মানব রূপে ভগবান।

  • @supremebhowmick1993
    @supremebhowmick1993 3 роки тому +2

    Ki sundor kore apni , jiboni guli bolen! Ami onek kichu ajana tothya jalam. Apnake amar koti koti pranaam ! 🙏🇮🇳

  • @dipakchatterjee1283
    @dipakchatterjee1283 3 роки тому +10

    অবিস্মরণীয় ব্যাক্তিত্ব,ও মহামানবদের নিয়ে অনিন্দ্যসুন্দর সব উপস্থাপনা আপনার।

  • @sudiptasarkar8836
    @sudiptasarkar8836 4 роки тому +47

    এত সুন্দর তথ্য নিয়ে কোন সিনেমা বা টিভি সিরিয়াল তৈরি হলে আজকের প্রজন্ম জানতে পারবে এই অসাধারণ ব্যক্তিতের কথা।

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому +4

      Agree with you.... thanks a lot for your valuable comment 😊

    • @animation_tv.8416
      @animation_tv.8416 3 роки тому

      Ar Ei Topic E Jodi Ami 1 Ta Animation Video Toiri Kori Toh Kemon Lagbe Tomar ?

    • @jackdaniels8175
      @jackdaniels8175 3 роки тому +3

      সিরিয়ালে বিধান বাবুর দুবার বিয়ে দিতে দিতেন পরিচালক ।।

  • @gunjan16
    @gunjan16 4 роки тому +24

    সত্যি বলতে আশ্চর্য হলাম।এখন কার মন্ত্রীরা তার নখেরও যোগ্য নন। তিনি বাঙালি বলেই হয়তো উপযুক্ত সম্মান পান নি। বিধান চন্দ্র রায় আমাদের হৃদয়ে থাকবেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому

      Thanks for the comment

    • @pretomsid
      @pretomsid 2 роки тому

      @@thegalposalpo j

    • @souvikkumarsanpui3176
      @souvikkumarsanpui3176 2 роки тому

      আপনি এখনকার মন্ত্রীদের নখের যোগ্য কি ? আপনার কি যোগ্যতা আছে এই মন্তব্য করার ? আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে আপনি ড্রেনের পোকাদের সমসাময়িক । আগে নিজের চেহারাটা আয়নায় দেখুন ।

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 2 роки тому

    আপনার সুন্দর আলোচনা থেকে ডা: বিধান চন্দ্র রায় সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিশেষ গুলি জানতে পারা গেল। আপনার নির্মিত ভিডিও গুলি প্রতিনিয়ত দেখে থাকি। সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।

  • @tapojitsur-naturEalistic85
    @tapojitsur-naturEalistic85 4 роки тому +6

    এঁনারাই তো মহান আত্মা যখনই এই ধরাধামে অবতীর্ন হয়েছেন একসঙ্গে বহু মানুষকে নিজেদের ভালোবাসায় সম্পৃক্ত করে গেছেন. জন সমাজের কাছে নিজেদের কৃতিত্ব যা রেখে গেছেন তা অতি মূল্যবান সম্পদ যা থেকে আমাদের জীবনের পাথেয় হওয়া উচিত|সত্যিই এক বিস্ময়কর প্রতিভাবান মানবদরদী মামুষই ছিলেন বটে ডাঃ বিধান চন্দ্র রায়| নতনিষ্ট প্রনাম ওঁনার চরণে|
    আপনার এই তথ্যে অনেক সমৃদ্ধ হলাম| অকুন্ঠিত ধন্যবাদ জানাই| ওঁনার বিষয়ে বিশেষ করে ওঁনার চিকিতসায় কিছু মিরাকেলজনক ঘটনা সম্পর্কেও জানাবেন আশা রাখলাম|

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому

      খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।

  • @entparekh
    @entparekh 4 роки тому +19

    Your presentation about Dr.B.C.Roy meets no parallel.Even being a doctor, I did not know that he took the charge of Chiefministership at 65.I think all Indians, not only Bengali should derive relentless inspiration from him.
    In this regard I like to share a point of pride for me -my late mother, Smriti kana Sengupta, assisted Dr. Bogdan Chandra Ray in her capacity as a sister in the OT in Chitta Ranjan Seva Sadan Hospital ,Hazra more.Dr.Roy was the Chairman of the hospital at that time and used to lovingly call my mother 'Chotto Staff' as my mother was juniormost there.I remember my mothers unfilled wish of making me a doctor 'Like Bidhan Roy'.

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому

      Thanks a lot by heart for sharing your feelings and emotions along with your memory of your respected mom. I am simply overwhelmed with your every word. Plz stay with me.

  • @subhashalder8023
    @subhashalder8023 3 роки тому

    আমাদের বাংলার মহান ব্যক্তিদের জীবনের এই সমস্ত মহামুল্যবান তথ্যাবলী তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও প্রণাম জানাই। মহান মানুষদের তথ্যাবলী জানতে জানতে জানার আগ্রহ আরো বেশি জাগছে। ধন্যবাদ।

  • @danceworld8803
    @danceworld8803 5 років тому +5

    Khub khub bhalo laglo anek kichu jantey parlum Dr.BIDHAN CHANDRA ROY yer somporkey.. Sasradha pronam onar proti ... choto thekeyi doctor profession tikey khub resoect kori.. cheyeo chilam hotey sei ability thaka sotteyo hoito bhaggey na thakay onno bishoye porasona koreychi.. akhn icha jodi amar akmatro meyeti jodi ae profession takey bechhey ney... tobey profession takey afuronto takar utsho korar jonno noy, manush key bishes korey aarthik dike jara durbol tader jonno kichu korar tagidey ae profession tir upojukto hok.. iswar amar sesh prathona puron koruk.. Maa hoye jothartho manusher moto manush jeno meye key kortey pari... amar soto soto pronam ae ashammanno baktitto purno debotarupi Doctor yer jonno..🙏

  • @ramakrishnapal6836
    @ramakrishnapal6836 Рік тому

    বড় সুন্দর উপস্থাপনা। চালিয়ে যান।অনেক অনেক ধন্যবাদ। ভারত বিখ্যাত ডঃ বিধান চন্দ্র রায়ের অনেক অজানা কাহিনী জানলাম ও সমৃদ্ধ হলাম।

  • @sanjibmondal2662
    @sanjibmondal2662 2 роки тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে আমাদের এই তথ্য দেওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাক্তার বিধান চন্দ্র রায় সম্বন্ধে কিছু জানার কিন্তু আপনার এই ভিডিও দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। সত্যিই উনি একজন লেজেন্ড আমাদের বাঙালি হিসেবে ওনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমরা ধন্য সত্যিই অসাধারণ ব্যক্তিত্ব ওনার উনি একটা বাঙালির মনে হৃদয় গর্ব বোধহয় ওনাকে নিয়ে অবশ্য উনার সময় আমি জন্মগ্রহণ করি নি কিন্তু ওনার সম্বন্ধে আমি যতটুকু জানতে পেরেছি ততটুক জেনেছি তাতে ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি অনেক অনেক বেড়ে গেছে। সর্বশেষ আপনাকে একটা কথাই বলবো যে এই অসাধারণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

  • @asimsarkar9388
    @asimsarkar9388 4 роки тому +4

    এরা মহান মানুষ । এদেরকে মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই । উনি যখন ইহলোক ত্যাগ করেন তখন আমি দশম শ্রেণীর ছাত্র ।আমার বাবা কোনো একটা কাজে কোলকাতা গেছিলেন, কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে এলেন ।জিজ্ঞেস করাতে বললেন আজ মনটা ভালো নেই । খানিক আগে ডঃ রায় মারা গেছেন ।মনে হ'ল চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল ।

  • @gargibasu6970
    @gargibasu6970 Рік тому

    যদিও জানা তথ্য, তবুও আপনার উপস্থাপনার গুণে নতুনরূপে শুনতে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো 🙏🏼

  • @piyushdutta9693
    @piyushdutta9693 4 роки тому +58

    আমাদের দুর্ভাগ্য যে এইসব মহান মানুষ দেখা হলো না

    • @tinkukhan3146
      @tinkukhan3146 3 роки тому

      @@aditibiswas9987 nm. My.... M"0

    • @anjananath2702
      @anjananath2702 3 роки тому

      @@tinkukhan3146 ষ। ষষষষতকরহহবূীাাাাীী

    • @vikashbiswas2213
      @vikashbiswas2213 3 роки тому +1

      ভারত বর্ষ এরকম ডাক্তার আর হবে না

    • @parbatibanerjee6353
      @parbatibanerjee6353 3 роки тому

      Amra salute kori ai kinbodanti Dr.ke.

  • @manasjana4589
    @manasjana4589 5 років тому +20

    আপনি সুন্দর বলেছেন। অনেক অনেক ধন্যবাদ‌ এর সবটাই তথ্য এ জানলে নিশ্চিত হবো। আজকাল অনেক
    সাহিত্যিক মহান পুরুষদের জীবন রচনা
    বেশি গল্পের জল মেশান।

  • @santanu8795
    @santanu8795 2 роки тому

    সমৃদ্ধ হলাম।
    Dhonyobad আপনাকে!

  • @saileswarnag8821
    @saileswarnag8821 5 років тому +115

    অনেকের জীবনী নিয়ে সিনেমা হয়েছে কিন্তু এতবড় মানুষকে নিয়ে সিনেমা হলে ভালো হতো।অনেক মানুষ জানতে পারবে

    • @asimchakrabarti8294
      @asimchakrabarti8294 4 роки тому +5

      Even as an octogenarian I must join youe rally.

    • @ashimachowdhury6836
      @ashimachowdhury6836 4 роки тому

      @@pinakisanyal8119 thanks for your information about doctor bidan Chandra Roy s' as cheif minister.

    • @cvbngfffhxhshhee5498
      @cvbngfffhxhshhee5498 3 роки тому

      Ryt.

    • @tridipkabi6802
      @tridipkabi6802 3 роки тому

      প্রণাম, হে মহাজিবন। ওনার গঠনমুলক কাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এমন প্রশাসক যা তাঁর উত্তরসূরী প্রশাসকদের অনুপ্রাণিত করেছিল। দেশে/ বিদেশে তাঁদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হতো। পশ্চিম বাংলার মান সম্মানও সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অতীত কি আর ফিরে আসবে?

    • @arunavachanda2834
      @arunavachanda2834 3 роки тому

      হলে তো খুব ভালো হয়, কিন্তু চরিত্র টি কে পর্দায় ফুটিয়ে তুলবে? প্রসেনজিৎ??????

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 5 років тому +6

    অসাধারণ এবং দারুণ একটা পর্ব। ধন্যবাদ জানাই আপনাকে।

  • @debanshumandal....6169
    @debanshumandal....6169 4 роки тому +17

    বিধানচন্দ্রের মতো বাংলার গর্বদের জন্য এই ভারত আজও অন্য সমস্ত উন্নত দেশগুলোর থেকেও উন্নত হয়ে আছে ,আমরা তাদের জন্য গর্ব অনুভব করি 🙏🙏🙏

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому +1

      Thanks a lot for the beautiful comment...

  • @sujanbiswas3287
    @sujanbiswas3287 4 роки тому +5

    শতকোটি প্রনাম জানাই ওনাকে,ওনার সমন্ধে অনেক কিছুই জানতে পারলাম,আপনার কথাগুলো স্বপ্নের মত মনে হোল।

  • @siktaroy9715
    @siktaroy9715 11 місяців тому

    Onek ajana kotha jante pere dhonyo holam

  • @nsarkar80
    @nsarkar80 3 роки тому

    Sir apnar ei biographyr videogulo onek onek bhalo lage, khub sundor upostapona, ar bhasao aporup

  • @nasifarahim4884
    @nasifarahim4884 3 роки тому

    Khub valo laglo vdo ti.apni akti mohot kaj korchen.aisob borenno manusder songe new generation er porichoi korachchen. A ta khub dorkar chilo. Onek onek dhonnobaad apnake. Poschim bonger aisob mohan manus der kotha kokhono vola uchit noi. ❤❤❤

  • @srideepchakraborty
    @srideepchakraborty 4 роки тому +9

    ডাক্তার বিধানচন্দ্র রায় কে সশ্রদ্ধ প্রণাম জানাই তাঁর মহান কর্মের জন্যে 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinghosh8544
    @rathinghosh8544 3 роки тому

    খুব সুন্দর! অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

  • @meherbansarkar
    @meherbansarkar 5 років тому +2

    খুব সুন্দর লাগল... মনখারাপ হয়ে যায় এমন মহৎ মানুষের চলে যাওয়ায়..ওনার জীবনের বিভিন্ন ঘটনাবলি নিয়ে এরকম আরও আলোচনার আশা রইল....

  • @bharatMatakiJAI1212
    @bharatMatakiJAI1212 3 роки тому +1

    khub sundor lage apnar kotha bolar style .
    sobar jibone amon din ase .manush pichon theke tene dhorbei

  • @nitishkumarroy7757
    @nitishkumarroy7757 3 роки тому +2

    খুব সুন্দর উপস্থাপনা। ডা: বিধান চন্দ্র রায় এক জন অত্যন্ত গুণী এবং বিরল ব্যক্তিত্ব , অসামান্য চিকিৎসক , দুরদর্শী প্রশাসক ও রূপকার ছিলেন এই বাংলার।

  • @asimkumarmaity4638
    @asimkumarmaity4638 5 років тому +2

    Darun,, apni khub bhalo golpo koren..

  • @keshobbhowmick9572
    @keshobbhowmick9572 5 років тому +1

    তথ্য সমৃদ্ধ ও উৎসাহব্যঞ্জক ভিডিও অনেক দিন পর দেখলাম।👌

  • @pintusarker2115
    @pintusarker2115 2 роки тому

    যতই শুনছি ততই ভালো লাগছে। ধন্যবাদ স্যার।

  • @md.ashraffhossain5355
    @md.ashraffhossain5355 4 роки тому +8

    বিদ্যাসাগর কে নিয়ে একটি ভিডিও করলে খুশি হবো। ধন্যবাদ এই সমস্ত সনামধন্য ব্যক্তিদের নিয়ে ভিডিও করার জন্য জন।

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому +1

      বিদ্যাসাগরকে নিয়ে আমার করা দুটি ভিডিও :
      ১) ua-cam.com/video/nHFIrBvFeT0/v-deo.html
      ২) ua-cam.com/video/Rds7ZYaCFPU/v-deo.html

  • @sudhakarpanda2823
    @sudhakarpanda2823 3 роки тому

    Nomoskar khub sundar kore katha bola hyeche khub bhalo laglo,

  • @souravpaul6078
    @souravpaul6078 5 років тому +11

    অনেক সমৃদ্ধ হলাম। আমিও ঠিক এরকম বড় ধরনের কাজ করে দেশ ও দশের নাম উজ্জ্বল করতে ইচ্ছুক। এই জীবনেই তা আমি করব।

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому +2

      ভীষণ ভালো লাগলো শুনে। আপনার সাফল্য আমি আন্তরিক ভাবে কামনা করি। জয়ী হোন।

    • @designerkolkata3859
      @designerkolkata3859 4 роки тому +1

      Iswar apnr monobol aro briddhi koruk abon apni sofol Hon aee prarthona e roelo.

  • @Peetul
    @Peetul 5 років тому +4

    খুবই ভাল লাগলো আপনার ভিডিওটা।

  • @debprosadchatterjee4410
    @debprosadchatterjee4410 3 роки тому

    আমার মনে আছে, আমি তখন ক্লাস থ্রী তে পড়ি। আমাদের মেজো মাষ্টার মশাই স্বর্গীয় চন্দ্রশেখর মুখোপাধ্যায় আমাদের ক্লাসে বললেন, সারাজীবন তোমরা মনে রেখো, গতকাল বাংলার মুখ্যমন্ত্রী ভারতের অন্যতম বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায় মারা গেছেন। জন্ম ও মৃত্যুদিন একই তারিখ। এ ছাড়াও তাঁর বিভিন্ন অবদানের কথাও বললেন। পরে তাঁর সম্বন্ধে আরো অনেক কিছু পড়েছি। ভাবতে খারাপ লাগে, বর্তমানে ঐ চেয়ারটা অপবিত্র হয়ে গেছে কিছু অতি পাতি মুখ্যমন্ত্রী বসার জন্য। সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  • @kalyanmondal.333
    @kalyanmondal.333 5 років тому +4

    অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। এমনই অনেক মহান পুরুষে জীবন আপনার মুখে শুনতে চাই.........

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому

      আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে । আমি চেষ্টা করব । আসলে সময় পাই না।

  • @sankarsanyal4432
    @sankarsanyal4432 3 роки тому

    অসাধারণ ! জানতে ইচ্ছে করে কারা কারা DISLIKE দিলেন !

  • @parthamukherjee1537
    @parthamukherjee1537 5 років тому +6

    Khub sundor, koto kichu janlam, apnader antorick Dhonyabad.

  • @utpalmukherjee4788
    @utpalmukherjee4788 3 роки тому +17

    এমন চরিত্র ভগবানের দান। উনি বাংলার গর্ব।যারাতার সঙ্গে নিজেদের তুলনা করতে চান তারা সত্যি মানুষ রূপী পশু। অতি দুঃখের বিষয় আমাদের ইতিহাস এই বরেণ্য মানুষ টির কথা পড়ানো হয় না।

  • @mbsali4128
    @mbsali4128 5 років тому +4

    ভালো লাগল। অতুলনীয়। এরকম আরও চাই।

  • @asiskumardas6918
    @asiskumardas6918 3 роки тому +15

    এই মহান মানুষটির কথা আজ আর কেউ মনে রাখেনা। অথচ এই মানুষটি ছিল পশ্চিম বাংলার উন্নয়নের দিশারী নাম ডঃ বিধান চন্দ্র রায়।

  • @gamer_boy8246
    @gamer_boy8246 3 роки тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর বক্তব্য রাখার জন্যে, 🙏

  • @dollybhadra7093
    @dollybhadra7093 3 роки тому

    আমি এই সব মহাপুরুষদের মহা মূল্য জীবন কাহিনী জানতে খুব ই আগ্রহী। সম্ভব হোলে এঁদের মত মহা মানবদের জীবন কাহিনী সংগ্রহ
    করার অনুরোধ করছি এবং শোনার জন্য উদগ্রীব হয়ে রইলাম। অনেক অনেক ধন্যবাদ রইল।

  • @MrJhinchak
    @MrJhinchak 5 років тому +2

    খুব সুন্দর লাগলো শুনে.... এরম ভিডিও আরো করতে থাকুন.... আমরাও সমৃদ্ধ হই.. অসাধারণ লাগলো...

    • @kalpanamandal127
      @kalpanamandal127 3 роки тому

      জেনে এতো ভালো লাগলো যে নিজেকে বাঙ্গালী বলে গর্ব বোধ করছি। এধরনের ভিডিও আরো চাই।🙏🙏

  • @muhammadzakirhossain6205
    @muhammadzakirhossain6205 2 роки тому

    অসাধারণ আলোচনা, অনেক ভাল লাগছে

  • @parthaganguly4984
    @parthaganguly4984 2 роки тому

    আপনার শেষের বর্ণনাটায় চোখে জল এসে গেলো।

  • @sukantadas23
    @sukantadas23 5 років тому +6

    Asadharan.. Anek kichu jante parlam. Thx

  • @bandana8849
    @bandana8849 5 років тому +2

    Dr.Bidhan Chandra Ray samporke Mayer kache shunechilam kintu eto kichu jantam Na.khub valo laglo. Bidhan Babu ke janai amar pronam

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому

      আপনাকে ধন্যবাদ।

  • @rounakdeymajumder275
    @rounakdeymajumder275 4 роки тому +1

    Khub valo akti youtube channel ami aj ai channel ti dekhlam ar suscribe korlam , khub khub valo laglo.😊😊

  • @shishirkar45
    @shishirkar45 Рік тому

    সত্যিই বিধান স্যার কে আমার শত কোটি প্রণাম 🙏🙏🙏

  • @jishanali2956
    @jishanali2956 2 роки тому

    Apnar voice ta joto ta sundor background music tao khub sundor r duto mile eto sundor lage, kono bhansa nei❤

  • @saltlakekitchen3820
    @saltlakekitchen3820 3 роки тому

    অপূর্ব সুন্দর বললেন।মুগ্ধ হয়ে গেলাম।

  • @azizurkhan1153
    @azizurkhan1153 5 років тому +21

    What a great politian and great man, you will never find in today's political climate and medical field. I have great respect for Dr. Bidhan C. Roy. May God bless his soul.

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому

      Thanks a lot for your comment..

    • @debashismondal4604
      @debashismondal4604 4 роки тому

      কি যে বলেন। দেখছেন নিশ্চই, নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে পরবর্তীরা কিভাবে ঢক্কা নিনাদ করেছে এবং করে যাচ্ছে।

  • @হিন্দু-হ৩থ
    @হিন্দু-হ৩থ 3 роки тому +7

    আজ 1 লা জুলাই,2021, বৃহস্পতি বার।
    কিংবদন্তি Dr. বিধান চন্দ্র রায় এর মহান জন্ম ও মৃত্যু দিবস 🙏🙏🙏🙏🙏🙏

  • @sksarwaruddin9084
    @sksarwaruddin9084 4 роки тому

    অসাধারণ, অনেক অজানা অমুল্য ইতিহাস জানতে পারলাম আপনার দারা।ধ্যন্যবাদ।

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому

      সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ 🙏🏼

  • @anilbarman1175
    @anilbarman1175 4 роки тому +7

    এই রকম মহান মানুষের কৃতিত্ব শুনলে শ্রদ্ধায় চোখে জল আসে। সত্যি তিনি মহান। তাকে অনুসরণ করা উচিত নবীন মুখ্য মন্ত্রীদের।
    মমতা বেগম বাংলায় কি করছে, উনি তো নেতাজি, রবীন্দ্র, বিধান চন্দ্রের থেকেও মহান । তিনি বাংলায় যে অপশাসন চালাচ্ছে তার ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না।

    • @geekyr4455
      @geekyr4455 4 роки тому +1

      @mr বর্মন। সত্যি ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা।ওই মহান সুসন্তানকে এক বাঙালি
      কুলাঙ্গার কি ভাবে নোংরা , মিথ্যা অপপ্রচার করে , তাকে‌ নির্বাচনে হারাতে
      মরিয়া চেষ্টা করে। আর পরে‌ তার জনহিতকর কাজগুলো যেমনমন রাষ্ট্রিয়
      পরিবহন, দুর্গাপুর-রাণিগঞ্জ-আসানসোল-
      রূপনারায়ণপুর শিল্প অঞ্চল ধনস করতে
      নামে সুধুমাত্র ক্ষমতার লোভে। কিন্তু ভদ্রতা দেখিয়েছেন মানবদরদী, সত্যিই
      মহান।
      ভারতের প্রথম Management Inst.এর
      Founder Member dr.BIdhan Ch.Roy
      মা কোলকাতাতে।
      লহ প্রণাম।
      কিন্তু

  • @sanjoychowdhury5328
    @sanjoychowdhury5328 3 роки тому +1

    স্যার বিধান চন্দ্র রায় কে সশ্রদ্ধ প্রনাম।উনার মতো একজন মহান ব্যাক্তি কে আজ পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন।উনার মতোই একজন ডা. আজ পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন।

  • @keshabbiswas3262
    @keshabbiswas3262 3 роки тому

    Dr. Bidhan Chandra Roy somporke onek ojana tottho jante parlam R ai jonno apnake onek onek dhonyobad Sir.

  • @simabanik300
    @simabanik300 3 роки тому

    খুব ভালো লেগেছে👌ধন্যবাদ স্যার🙏✨

  • @69sahidhassankhan68
    @69sahidhassankhan68 3 роки тому +3

    আমি অনেক সৌভাগ্যবান যে বিধানচন্দ্র স্যার এর তৈরি শহর কল্যাণী তে কলেজ অফ মেডিসিন অ্যান্ড jnm hospital এ এমবিবিএস পাঠরত ❤️❤️❤️

  • @parvezahmed5287
    @parvezahmed5287 5 років тому +5

    thnks a lot for providing these kind of videos

  • @তারামাশিল্পালয়

    আমরা অনেক কিছু জানিনা। শুনে খুব ভালো লাগলো।

  • @tandradasdutta4880
    @tandradasdutta4880 5 років тому +4

    Emon abokhayer dine emon mahan manober jibani khub beshi kore procharito hawya proyojan. Thank you for this video

  • @jababhattacharjee3678
    @jababhattacharjee3678 4 роки тому +1

    Opuuurbo poribeshon 👌👌👌

  • @adit231
    @adit231 3 роки тому +1

    Very good subject matter ..Keep it up ! Excellent!

  • @crorefromSPINDICATORof
    @crorefromSPINDICATORof 5 років тому +2

    তিনি এখনও আছেন আমাদের অন্তরে । তাঁকে জানাই অনেক শ্রদ্ধা ভক্তি ও প্রণাম ।

  • @mousumidebnath4200
    @mousumidebnath4200 3 роки тому +2

    ডাক্তার বিধান চন্দ্র রায় কে শত কোটি প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tapanbandhopadhyay7316
    @tapanbandhopadhyay7316 4 роки тому +1

    Galpo salpo soujana janta parlam the great leader & maker of modern West Bengal Dr.Bidhan chandra Roy jivon kahini. Thanks.

  • @arupchattopadhyay7035
    @arupchattopadhyay7035 4 роки тому +7

    Excellent presentation.

  • @soumitraroy9618
    @soumitraroy9618 3 роки тому

    আমার একজন খুব প্রিয় মানুষ। ওনার সম্বন্ধে যতটাই জানার চেষ্টা করি মনে হয় আরও অনেক জানার আছে। 💕🙏🙏🙏

  • @abdulmaleque1018
    @abdulmaleque1018 3 роки тому +2

    Your presentation is really attractive .thanks a lot.

  • @abdulmaleque1018
    @abdulmaleque1018 3 роки тому +1

    Really your presentation on s very attractive.thsnks a lot.

  • @sandipchatterjee9106
    @sandipchatterjee9106 2 роки тому +1

    Thank you for your information

  • @cjauria
    @cjauria 5 років тому +7

    Thanks a lot for this wonderful presentation.

  • @ajitbiswas6898
    @ajitbiswas6898 5 років тому +25

    এই সব মহান ব্যক্তিদের দৈনিক পাঠের মধ্যে না আনলে, এই প্রজন্মের মানুষ কেইই জানতে পারবে না। তাই শিক্ষা পর্ষদের উচিত মহান মানুষদের জীবনী পাঠ করানো ছাত্রদেরকে বাধ্য করা।

    • @akakeeroy815
      @akakeeroy815 5 років тому +1

      Nana ta porabe Keno,borong didir kobita porabe epang opang jhopang 😀😀 😀.

    • @amitchatterjee6726
      @amitchatterjee6726 5 років тому +2

      *chakdah holy child academy, তারচেয়ে আজকের মুখ্যমন্ত্রীর জীবনী পড়ানো হোক অনেক কাজে দেবে, অনেক শিক্ষা অর্জন করা যাবে। বিধানবাবু তো গরীবদের জন্যে সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, আর আজ যিনি মুখ্যমন্ত্রী তিনি গরীবের টাকা মেরে রাজ করছেন আর তখন যারা বিধানবাবুর মতো মহাত্মার নামে কুৎসা রটিয়েছিল তাদের বংশধররা আজ বর্তমান মুখ্যমন্ত্রীর চামচা হয়ে ঐ গরীবের টাকার ভাগ নিচ্ছেন*

    • @designerkolkata3859
      @designerkolkata3859 4 роки тому

      Sothik bolechen ajke Amra eto sudor poriseba pacchi onar moto bektider jonnoi.

    • @asimchakrabarti8294
      @asimchakrabarti8294 4 роки тому

      In "Fariad" Kazi Nazrul Islam claimed "Je jato Bhando, Dharibaz aji sei tato balaban". Aeshop's fables, Panchatantra, lives of Great men, ethics ......... are obsolete now. We all want money & power which can be delivered by Politics & criminal activities is its shortest route.

    • @debashismondal4604
      @debashismondal4604 4 роки тому

      আপনার প্রস্তাব আমি সমর্থ করি।

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 5 років тому +3

    খুবই ভালো লাগলো ।ধন্যবাদ ।

  • @subirmajumdar
    @subirmajumdar 3 роки тому

    Pranam janai onake.
    Amar baba chilen onar PA.
    Apnadero dhonybad janai onake nie ai programme ta korar jonyo.
    Aj porjyonto ai akjon Chief Minister kei pelum jini West Bengal ke Unnoto korechilen. R kauke pelum na etai khub dukher.

  • @rakhalchandradewanjee8294
    @rakhalchandradewanjee8294 3 роки тому +1

    ডঃ বিধানচন্দ্র রায় বাঙালি জাতির একজন গর্বিত সন্তান । শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান ব্যক্তি কে । এত গূনের অধিকারী হইয়েও নিন্দুকেরা তাঁর পিছু ছারেন নি ! এটাই আমাদের বড়ই দুর্ভাগা ।

    • @amitavalahiri4832
      @amitavalahiri4832 2 роки тому

      They did these only for political gain / purpose and that way destroyed Bengal from 70s .

  • @sayantan107
    @sayantan107 4 роки тому

    Bidhan Chandra Ray was an Exceptional par above excellent Figure in India.He is Considered to be a Priceless Gem his Role as a Effecient Physician was heard from my Grandfather who was was an employee of G.P.O and a Patient of Bidhan Chandra Roy his role as a Chief Minister is Known to every Bengali.His Deep Respect for Love is unimaginable nowadays, Kalyani the Dream City of Dr.Roy was the daughter of Renowned Physician Dr.Nilratan Sarkar whom Dr.Roy has an affection in her memory the City was Build.Dr.Bidhan Chandra Roy like Persona will never Born Again
    ..He was a God in Shape of Human Being.My Deepest Tribute to Him and Thanks Again for your Detailed Classical Presentation ..Keep it Up Lots of Expectations from You in Future..🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @sanhitasadhu
    @sanhitasadhu 5 років тому +33

    Dr. B.C.Roy is God because he use to treat patients from long distance and my mother was one among them. He saved my mother from Small Pox and at that time there was no SMS, no phone, no Whatsapp Om Doctor Devta Namah, Om Maha Doctor Namah Om Dr. B.C. Roy Namah

    • @sonalichatterjee884
      @sonalichatterjee884 3 роки тому

      Right. Amader durvogo .amder family tei erom nichmona.soitan dr ache.je sarajibon amader koti cheye asche.era amader kache grinno.sotyi era jano ei sob debota r payer dhulo nile jano ektu pasu teke manush hoy

    • @lutfarrahman3365
      @lutfarrahman3365 3 роки тому

      Only allah is a creator. Shokor alhamdulillah.

    • @nitaiguha5403
      @nitaiguha5403 2 місяці тому

      ​ডঃ বিধানচন্দ্র রায় এমন এক জন অসাধারণ ব্যক্তি ছিলেন যার গুনগান করে শেষ করা যায় না

  • @starone72
    @starone72 5 років тому +2

    Great video excellent explaination very detailed and hats off to great soul Dr B.C Rai

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому

      Thanks a lot for your encouraging words.

  • @pradiptaghosh3176
    @pradiptaghosh3176 4 роки тому +1

    Khub vlo laglo sune.🙏

  • @edwardcollege4899
    @edwardcollege4899 2 роки тому

    দাদা অসাধারণ আপনার আলোচনা ।

  • @angshujyoti224
    @angshujyoti224 4 роки тому +1

    Asadharon Sir🤩🤩🤩🤩 Aapnar pratyek t video ami niyamita dekhi r inspiration payi😊🙏🌹 aapnake ekt Chhotto request krchhi jodi Aapni Indian Society of Oriental Art niye ekti erkm informative video kren to khubi Badhita hbo😊🙏🌹

  • @damodarghosh4412
    @damodarghosh4412 4 роки тому +3

    আনেক ধান্যাবাদ আনেক কিছু জানলাম, আমাদের জেনারেশন এর কাছে আজানা ছিল, ভিডিও থেকে বুজলাম

  • @biplabdey4517
    @biplabdey4517 5 років тому +1

    SIR KHUB VALO LAGLO...

  • @rajibchakrabarty5347
    @rajibchakrabarty5347 4 роки тому +3

    Many many thanks to you for your presentation about the great doctor & the Maker of the West Bengal , the Legendary Dr Roy . He was an incredible personality who dedicated
    his entire life for the well being of the West Bengal People . His immense Courage , dedication, responsibility to the common folk above all his ability to run the government from the front were extraordinary . He not only a highly skilled doctor but also a
    excellent administrator. We are much lucky that we had got such a
    Wonderful person as a CM of West Bengal . I think people of West Bengal have high regards for him. I am bending my head with a great deal of regards. He was really a visionary of mother India.

    • @thegalposalpo
      @thegalposalpo  4 роки тому

      Thanks for the wonderful comment 🙏🏼🙏🏼🙏🏼

  • @manas872
    @manas872 5 років тому +3

    Khub aundar Sir Khub Valo Laglo.

  • @subhalakshmidatta6569
    @subhalakshmidatta6569 4 роки тому +1

    Osadharon 1 jon Bektittyo..

  • @lipiskitchen5548
    @lipiskitchen5548 2 роки тому

    Khob valo laglo dadavi

  • @seemadas2874
    @seemadas2874 3 роки тому

    We want to know more about Bidhan Chandra Roy. Please arrange more video on our great people. Thanks for your work. We need more Bidhan Chandra Roy in Bengal for development. After him we did not find any CM who is dedicated to Bengal.

  • @Sanjoy823
    @Sanjoy823 5 років тому

    আজ কক্সবাজার থেকে চ্ট্টগ্রাম আসার পথে আপনার এ ভিডিওটি প্রথম দেখি। ডাঃ বাবু সম্পর্কে আগে থেকেই কিছু জানতাম,যা একেবারেই কম। আপনার ভিডিওতে সাগরময় ঘোষবাবুর ডাঃ বাবুকে নিয়ে লেখা একটি পেরেকের কাহিনী বইটির উল্লেখ ছিলো। ভিডিও দেখা শেষ করেই চট্টগ্রামের প্রসিদ্ধ বইঘরে ফোন দিয়ে জানলাম তাদের কাছে বইটি আছে। সাথে সাথে মনস্থির করে ফেললাম, বইটি আমি কিনবো। যাত্রার পথ পরিবর্তন করে বইটি কিনলাম। চ্ট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাবার পথে বইটি পড়ে এখন আপনাকে লিখছি। অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি কারন আপনি উল্লেখ না করলে হয়তো বইটি পড়া হতো না এবং জানা হতো না বিচিত্র নামের আড়ালে থাকা একজন অসম্ভব হৃদয়বত্তার নিত্যনমস্য ব্যক্তিকে। ভালো থাকবেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  5 років тому

      আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার কমেন্ট মন ছুঁয়ে গেল। ভালো থাকুন।

  • @bidhanbhattacharjee8922
    @bidhanbhattacharjee8922 3 роки тому

    Ei.vedio ta ..amar kachey khub.bhalo laglo...7bochor.boyoshey tar onek golpo kahini suntam Babar mukhey...tokho East Pakistaner bashinda....57bochochor boyoshey.eishob golper vedio.abar shunlam..Bangladeshey

  • @letscrackneetug
    @letscrackneetug 3 роки тому +3

    Sir Dr Nil Ratan Sarkar er bepare e ekta vedio banale valo hoi

  • @technewscorner9916
    @technewscorner9916 2 роки тому +2

    আমি বাংলাদশী-
    ভারতের এক ওয়াজে বক্তার মুখে শুনে ছিলাম রায় সাহেবের চিকিৎসার কথা আর সেখান থেকেই সার্চ করে তার জিবনী দেখতে এসেছি।
    আসলে এনারায় হলো প্রকৃত মানুষ-🇧🇩❤️🇧🇩-

    • @syedsalim9024
      @syedsalim9024 2 роки тому

      আমি পশ্চিমবাংলা থেকে বলছি- বিধানচন্দ্র রায় মহাশায়, একজন মহান মানুষ কি ডাক্তার কি প্রশাসক কি তার চরিত্র। সবদিক থেকেই থেকে উজ্জ্বলতম জীবন কাহিনী। কিন্তু আপনি যে ওয়াজ বক্তার মুখে শুনেছেন সেটা মিথ্যা এবং গুজব ছাড়া কিছুই নয় আমরা বাঙালি কোন মানুষকে যখন উপরে তুলি তখন মহাকাশে পৌঁছে দিই আর যখন তাকে নিচে নামায় তখন পাতাল পর্যন্ত প্রবেশ করায়। অর্থাৎ বাঙালিরা তুলা এবং নামানোর ক্ষেত্রে কোন ব্যালেন্স রাখতে পারে না তাই মৌল বিষয়েও ওয়াজ করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে অদ্ভুত গল্প বানিয়ে ছাড়লেন।