লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এর উদ্যোগে কলকাতায় গাইলেন আরতী মুখোপাধ্যায়।
Вставка
- Опубліковано 9 лют 2025
- লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের বুটিক নোয়া ক্যাফেতে গতকাল বসেছিল এক স্বর্ণালী সন্ধ্যা। যেখানে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায়। বলিউড থেকে টলিউড এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে অমলিন ভালবাসা এবং তার সেই সুর, অভিব্যক্তি এবং গানের প্রেমে পড়া। অনেকদিন বাদে গায়িকা আরতি মুখোপাধ্যায় আবার কলকাতায় এলেন এবং লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এদিনের এই গানের অনুষ্ঠানে স্বর্ণযুগের হৃদয়ে ঝড় তোলা গানগুলো দর্শকরা শুনতে পেলেন।এদিনের অনুষ্ঠানে টলিউডের অনেকেই উপস্থিত হয়েছিলেন এমন এক প্রথিতযশা শিল্পী কে চোখের দেখা দেখতে এবং তার গান শুনতে। আর এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।।
Leena Gangopadhyay_Official Leena Gangopadhyay Leena Gangopadhyay Serials Official Fans Group Magic Moments Motion Pictures & Leena Gangopadhyay serials Fans Leena Gangopadhyay Arati Mukherjee #IpsitaMukherjee #AratiMukherjee Sudip Mukherjee #bharatkul #MadhabiMukherjee
@topfans
Sitara Bangla
আহা কী অসাধারণ মুহূর্ত। একে একে স্বর্ন যুগের সবাই কে আমারা হারিয়ে ফেলছি। যে কয়েকজন রয়েছেন তাদের কে আমার তরফ থেকে প্রনাম জানাই।
ষাটের এবং সত্তরের দশকে ছেয়ে থাকা শিল্পির অনুষ্ঠান দেখে যে কি অপূর্ব লাগলো, পুরনো স্মৃতি মনে পড়ল, ধন্যবাদ।
এই মুহূর্ত সত্যিই খুব সুন্দর। আরতি দেবী তিনিই এখনও সেই যৌবনের গলা নিয়েই আমাদের কাছে থাকেন ,এই ভগবানের কাছে কামনা করি ।
লীনা শ্রীময়ী সিরিয়ালে আরতী মুখোপাধ্যায়কে এক বিশেষ মুহুর্তে এনেছিলেন!!
আজ উনাকে দেখতে পেলাম !! অসাধারন স্মৃতি!! আরতী মুখার্জীর দীর্ঘায়ু কামনা করি!!
অপূর্ব নয় অভূতপূর্ব! তৎকালীন rap 'বন্য বন্য এই অরণ্য,'মোম জোছনায়' আর কেউ পারবে না ওনাকে প্রণাম, লীনাকে ধন্যবাদ ।
101/thik
@@sumanabhattacharya3783❤❤❤❤❤❤❤
আরতি মুখার্জির সেই কণ্ঠ এখন আর নেই। আমি 1980 সালে ওনার স্টেজ পারফর্ম দেখেছি। কি দারুন ভয়েস ওনার ছিল। আর গেয়েছিলেন সব দারুন দারুন হিট গান। একদম ঘরোয়া পরিবেশে। আজ স্বভাবতই বয়সের কারণে ওনার সেই আগের কণ্ঠ নেই। তবুও বাংলা ছবি আর আধুনিক গানে আরতি মুখার্জী এক উজ্জ্বল নক্ষত্র।
উনার বয়সটাকে মাথায় রেখে কথা বলুন। ঠিকমতো দাঁড়াতেও পারছেননা। কিন্তু কন্ঠে এখনো সুর আছে, আদি স্কেলেই গানটা গাইলেন। শিল্পী কে জানাই শ্রদ্ধা 🙏🙏।
Akdom dada
ওনার গান শুনে অষ্টাদশী তরুনী র কথা মনে হয়❤@@mottakinurrahmanwasek4096
তাও আগের মতোই গান শুনতে লাগলো।।।তেমন একটা বয়স ভাব গানের মধ্যে নেই
অসাধারণ। ওনাকে দেখে পুরানো দিনের কথা মনে পড়ে গেল। ৬০ এবং ৭০ এর দশকে প্রচুর গান গেয়েছেন। হংসরাজ ছবির ' ও দিদিমনি' গানটি এখনও জনপ্রিয়। ওনাকে আমার অনেক অনেক প্রণাম। উনি দীর্ঘ জীবি হোন এই কামনা করি। 🙏🙏
সশ্রদ্ধ প্রণাম জানাই আমার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী কে 🙏🙏🙏এনারা স্বর্ণ যুগের শিল্পী, যুগের পরিবর্তন হয়েছে বাংলা গানের ক্ষেত্রে ও তার প্রভাব বিদ্যমান। কিন্তু এনাদের গাওয়া গান বর্তমানে সমান জনপ্রিয়। বলা ভালো এনাদের গানকে পাথেয় করে সবাই শিল্পী জীবন শুরু করেন।কিন্তু এনাদের রুচি সম্মত সাজ গোজ,পোষাক পরিচ্ছদ, শিল্পীসুলভ কথোপোকথোন কোথায় হারিয়ে গেল কে জানে।সঙ্গীত শিল্পী দের কাছে বিনীত আবেদন সঙ্গীত জগতে,সঙ্গীতানুষ্ঠানে আবার ৬০,৭০এর দশক ফিরিয়ে আনুন🙏🙏🙏
শতকোটি প্রনাম জানাই আমার খুব খুব পছন্দের গায়িকা; দুর্ভাগা জনক উনি ও রাজনীতি র স্বীকার হয়েছিলেন
অনেকদিন পর এতো ভালো সুন্দর একটা মহতী অনুষ্ঠান দেখলাম। প্রাণটা জুড়িয়ে গেলো। দুই শিল্পী কেই আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏
এই অনুষ্ঠান গুলোকে বেশী বেশী করে ফিরিয়ে আনা হোক.... এঁদের গান ছোট বেলা থেকেই শুনতে আমরা অভ্যস্ত.... আরতি দিদির গলাটি আগের মতই মাধুর্য্য মন্ডিত মিষ্টি লাগলো.....
Thik bolechhen
লীনা দেবী কে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া আরতি মুখার্জীর মত লিজেন্ড শিল্পীর গান শোনার সুযোগ করে দেবার জন্য,ছোটবেলা থেকেওনার গান শুনেআমরা বড় হয়েছি...ওনাকে আমার প্রণাম...
আরতি মুখোপাধ্যায় কে চাক্ষুষ দেখতে পাওয়া এক অসাধারণ অনুভূতি.. গান টাতো উপরি পাওনা। খুব ভালো থাকুন আপনি।
❤❤❤❤❤সকাল বেলায় এমন একটি অসাধারণ সুন্দর মুহূর্ত উপহার পেয়ে আমি আপ্লুত। কি লিখবো!!!বিস্ময়, অভিভূত,আনন্দিত। আমার কোনো ভাষা নেই বুঝিয়ে লেখার মতন। অনেক অনেক অনেক শ্রদ্ধা -ভালোলাগা-ভালোবাসা🙏🙏❤️❤️🙏🙏।শৈশবকে চাক্ষুষ করলাম নতুন করে।
দারুন দারুন program ! Lina mam কে অজস্র ধন্যবাদ আর আরতিদিকে প্রণাম 👍👌🌹🙏
কি ভীষণ ভালো লাগলো দেখে এবং ওঁনার গান শুনে , ছোট থেকে বড় হওয়া ওঁনার গান শুনে । বুঝতে পারি না এত গানের প্রতিযোগিতা হয় বিখ্যাত সব চ্যানেলে সেখানে ওঁনার মত শিল্পিকে কেন আনা হয় না ।
অসাধারণ এই সব প্রোগ্রাম দেখতে মন ভরে যায়। আমরা চাই পূরানো দিন গুলো আবার ফিরে আসলে ভালো হয়। কারণ এই সব গায়ক গায়িকা আর আসবে না।আরতী দি এখনো যা গান করেছেন মনে হচ্ছে কানে বেঁধে রয়েছে। অসাধারণ অপূর্ব এই সব কথা লিখে বা মুখে বলে কিছু হয় না।আরতী দি কে আমার প্রনাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি দিদির শরীর যেন ভালো থাকে সুস্ত সবল থাকেন এটা আমার চাওয়া।। দিদিকে এবং আর যারা বড়ো গুরুজন আছে সবাই কে প্রনাম জানাই ❤❤❤
আজকের গান আর সেরকম হবে না। সময় বয়ে গেছে,যৌবনের সেই কান জুড়িয়ে যাওয়া কন্ঠ আর আশা করাটা নিতান্তই মূর্খামি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,তখন তোমার একুশ বছর,সহরটার এই গোলোক ধাঁধায় ,আমি মিস ক্যালকাটা,থেকে শুরু করে হিন্দি ফিল্ম " মাসুম "এ তুসে না রাজ "সহ আরও কত জনপ্রিয় গানের এই শিল্পীর অনুষ্ঠান এর কিছু ঝলক দেখে মনটা ভরে গেলো। শিল্পীকে প্রণাম জানাই। জানি না,ময়নামতির পথের ধারে আবার তাকে কেউ দেখতে পারবে কি না!!
দুজনকেই শ্রদ্ধা জানাই। অনেক শুভ কামনা। ভালো থাকবেন।ইশ্বরের কাছে প্রার্থনা করি।দূজন প্রিয় শিল্পী।
সত্যি খুব ভালো লাগলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে ওনাদের দর্শন পেয়ে । এই যুগের মেয়ে হয়েও বলবো ওনার গান যখন শুনি সত্যি অসাধারণ । সবাই ভালো থাকুন । আরতি আন্টি খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন । টিভিতে শুনেছি এই মুহূর্তে মনে পড়ছে একটা গান , ও বাবুমশাই, এই শহর ...., দো নয়না আমার খুব প্রিয় । অ্যাখোনো কন্ঠস্বর মধুর। নতুন ছবিতে এরকম শিল্পীর গান যদি হয় আরো ভালো লাগবে এককথায় অনবদ্য । শিল্পীর সুস্থতা কামনা করি, এবং দীর্ঘায়ু কামনা করে আমার সশ্রদ্ধা প্রণাম জানাই । 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
আমি ব্যক্তিগত ভাবে পুরোনো গলায় গানটা কেই মনে রাখতে চাই সেই অপূর্ব মেজিক বয়সের সাথে লুপ্ত হয় এটা বাস্তব সুস্থ শরীরে উনি বেঁচে থাকুন আর পুরোনো গানগুলো আমার হিরদয়ে বেঁচে থাকুক
খুব ভালো একটা উদ্যোগ।প্রণাম এনাদের। ধন্যবাদ উদ্যোগদাদের।
Amar bhison prio ekjon shilpi ...khoob bhalo laglo 🙏
অপূর্ব অসাধারণ আমার প্রিয় গায়িকা প্রনাম ওনাকে 🙏
Aarati di is a gem and a beautiful singer from bengal.i worked wth her in many songs as a musician in Mumbai. LuvU always. 🙏🙏🙏🌹👏👌👍 Anand.
স্বর্নযুগের অন্যতম আধুনিক গানের শিল্পী এবং একইসাথে নতুনত্ব কন্ঠের অধিকারিনী গায়িকা ছিলেন শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়। তৎকালীন নতুন প্রজন্ম উদ্বেলিত হয়ে উঠত তার গান শুনে। আমাদের দুর্ভাগ্য যে বেশি বয়সের আগেই ওঁর কন্ঠ অনুকূল না থাকাটা। অনেক বছর পর এই জশস্বী শিল্পীকে দেখে আনন্দ পেলাম।
আরতি মুখোপাধ্যায়ের মতো মিষ্টি কন্ঠ আমি আর কারোর মধ্যে পাইনি । প্রভাত রায় কলকাতা।
Sotty ases dhonnobad uni to ja upohar amader diye gechen, ononno. ❤
Silpi k pronam.. joto din gaan thakbe, Didir naam tar sange joriye thakbe..❤
ALL THE LEGENDS OF GLORY এই মোম জোছনায় চারুলতা 🙏🙏🙏
Bhishon bhalo laglo - khub nostalgic r Leena Madam-k anek anek dhonnobad j uni ei onushthan ta organise korechen.
Ahaaaaa..anobadyo... Shroddhyea Arati Mukhopadhyay amar vishon vishon bhalo laga sangeet shilpee..khuub bhalo laglo aj onake dekhe peye ...onar jonneo roilo pronam o bhalobasa 💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏 Asangkhyo dhanyobaad janai didi ke ❤️🙏
আহা রে, আরতি দির গান গাইতে কি কষ্ট হচ্ছে। উনি যে সুস্থ নন, বোঝাই যাচ্ছে। তার ওপর বয়স ও হয়েছে। কত বয়স হয়েছে ওনার? আমি ভীষণ ভক্ত আরতি দির। কি অসাধারণ সব গান উনি গেয়েছেন সব মনে পড়ে যাচ্ছে। ভাল থাকুন দিদি, সুস্থ থাকুন এই কামনা ❤❤🙏🙏।
বয়স। ৮০
গত জুলাইতে ৮০ বছর পূর্ণ করলেন উনি।
সবাই বাংলায় ভাব বিনিময় করছে।কি যে ভালো লাগলো! মনে হলো সবাই আমার পরম আত্মীয়।বালাদেশ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
অসাধারণ অনুষ্ঠান। ধন্যবাদ।
Arati di ke dekhe choto beler kotha mone chole elo. Khub khushi .
অসাধারণ গান ❤
ভগবানের কাছে প্রার্থনা দীর্ঘ জীবন বাঁচুন।
বাংলার অফুরন্ত সম্পদ এনারা, করজোড়ে প্রণাম জানাই 🙏
Satti asadharon ...onake Amar sasroddho pranam ...my all time favourite Arati didi...excellent ❤❤❤❤❤
অসাধারণ একটা পরিবেশনা❤
অসাধারণ ❤❤❤❤❤❤❤
মাছুম সিনেমায় " ডু নেয়না এক কাহানী" গানটি মনে হয় পৃথিবীর আর কেউ আরতি মুখোপাধ্যায় এর মত গাইতে পারবে না। পথ হারা পাখি, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও এমনি কত গান উনার কন্ঠে অমর হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। রাজনীতির স্বীকার না হলে উপমহাদেশ আরো কত মূল্যবান সম্পদ পেতো তা আজ কেবলই স্মৃতি। ভালো থাকুন কিংবদন্তি।
1972, to 1980, Manna dey, Hemant Mukherjee, Sandha Mukherjee, Arti Mukherjee, Shyamal Mitra, Nirmala Mishra, Bahuth Artie's Program Dekechi, Jamon, Uttam Kumar, Madhobi, Anup Kumar, Rabi Ghosh, Jai Bolun, R hobe na, Tobe Aneck Din Par Dekhlam, Mukherjee Parivar, Thanks, Bahuth Bahuth Dhanybad 🎤🎹🎻🎸🎺🎷🎵🌹🌹🌹👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Agei Ami arati didi key anek anek shradha valo basa janalam onar katha ki bolbo anaba ashadharan koto choto bela theke onar gaan Suchi ekhono onar sarna juger gaan guli sunle mon ta khub khub valo hoye Jay eai 76 boye seshe onar gaan Ami suni khub khub valo thakun didi vai apni apnake anek anek pronam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Lina ganguli eai program ti apnakeo dhanabad 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমি আরতি ম্যামের অনেক অনেক বড়ো ফ্যান আমি ওনাকে চাক্ষুষ করিনি কিন্তু আমার মনে হয় উনি বাঙালির লতা মঙ্গেশকর
এমন করে বন্ধ ঘরে একা থাকা নক্ষত্র গুলিকে বর্তমান প্রজন্মের সামনে পৌঁছে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
সালটা 1980 দিনটা 10 ই মার্চ স্থান আর ই কলেজ মাঠ দুর্গাপুর আজ ও ভুলিনি সারারাত ধরে ওনার অনুষ্ঠান। আমার কিশোর বয়সের সবে শুরু কি আনন্দ কি উন্মাদনা ওঃ!!! খুব ভালো থাকবেন দীর্ঘদিন ধরায় আমাদের জন্য থাকবেন অন্ততঃ একশো বছর।
প্রনাম জানাই আপনাকে।অসাধারণ সুরেলা কণ্ঠ
কতদিন পরে দেখলাম আপনাকে ।।আমাদের কৈশোর ফিরে এলো
Excellent, Aroti-di is unparalleled.
প্রিয় শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম ❤
Asadharon didi.Thakurer kripay bhalo thakun.
শিল্পী আরতীদেবীকে প্রণাম জানাই।🙏🙏🙏
Arati mukherjee o madhabi mukherjee ke ek sange deke valo laglo
Kintu Gann er recording ta khub feeble ektu loud hole valo hoto
❤️❤️🙏🙏..soubhagyo amader.. swarnojuger shilpi amader rotno enara
Onek chhoto bely onake dekhechhi ekhono aager moto e misti gola aachhe onake ❤❤❤❤❤🙏
Beautiful ladies of our college days ! Take care for God's sake!❤❤❤❤❤
অনেক শ্রদ্ধা ও ভালবাসা 🙏
সেই 80র দশকের প্রথম দিকের আরতী মুখার্জী।কেমন বিবষ হযে গেলাম!! কী দম্ভ তখন।গানও সুন্দর ছিল। ব্যবহার সব গুনকে ছাড়িযে যায।
Ashadharon abhutopurbo didi bhalo thakun
My mother's favourites..... tears are remembering Her
সেই গলা। এখনো এক আছে।
New or old gold is always gold. In the name of Smt. Arati Mukherjee some other people share 90% video time so that, the viewer of social network may memorize them. O Arati di thumb nail dekhe screen on korechhilum tomar madhukantha sunbo bole aar kader sunte holo -- hai bhagoban
আরতী মুখার্জি যুগ যুগ জিও
দারুন ভালো লাগলো
আরতী মুখার্জি কে 3/4 দেখেছি।দারুণ গলা
A Legend indeed at all times !❤❤
অসাধারণ.I
দিদিকেঅনেক অনেক অভিনন্দন ও নমস্কার 🙏🙏🙏
Asansol er kache Kulti te aaj theke 40 years back onake dekhar o gaan sonar soubhaggo hoyechilo. Bhison bhalo lage onar gaan.
আমার প্রিয় ও আদরের শিল্পী।
Darun laaglo 🙏🙏🙏
Lekhika Lina Ganguly pronam janai
আহা ! কি অপূর্ব।❤❤❤❤❤
এখনো অসাধারণ 🙏🙏
আমি মুগ্ধ ❤👌👍🙏
দুজন খুব প্রীয় মানুষকে হঠাৎই অজান্তে দেখতে পেয়ে খুব ভালো অনুভুতি হলো ।
আর একজনকে "টুবাই"( সমর্পিতা ) কে দেখেও গর্ব হলো ।
বোনসম শ্রদ্ধেয় লীনা গঙ্গোপাধ্যায় সহ সকলের জন্য রইল শুভকামনা....💖🙏
Apurba laglo
Ashadharan ❤
অসাধারণ
কি য ভালো লাগলো আমার ঠিক ভাষা নেই বুঝিয়ে বলার
Didir osuthhotar karone mone hoy gaite koshto hocche...khub koshto hocche Amaro...ki sundor konthho chhilo...koto guni shilpi...
Darun muhurto
ও বাবু মশায় এখন আপনাদের কি শোনায়, উনি তো গেয়েছিলেন " শহর টাতে গোলক ধাঁধায় আঁধার হলো মন"
Darun
Shottiiiii ki jinish j chhilen arati mukharjee se jara onar gaan shunechhen tarai janen...ayk kothay byapok ...ashadharon...gaan gulo jyano mone gethe achhe..sustho thakben sobai..dhonyobad.aykhono uni gaichhen ki apurbo...vaba jay !!!
ভালো
old is gold
Mesmerizing
🙏🙏❤🙏🙏
Srimoti Arati Mukhopadhay gan 60 abog 70 dasake onek hit gun upohar diachan amader k. Kintu saivabe onak songbardhona daoya hoini , ata amader kache khubi lajja janak. Amar mone hoi sarker thake onake puroskrito kara hok
🙏🙏🙏♥️
Kono sound nei video te
Pronam devi ganer swarasati
প্রণম্য শিল্পী।
👏👏👏👏
VERY CLEVER. 👍 KNOW ME VERY MUCH. BE HAPPY WELL GOOD SHYAMALDA. I SAY NOTHING MORE. FOR GIVE ME ALWAYS. GOODUBABUSONA I KNOW. WHICH IS TRUE WHICH IS FALSE. JOKINGLY SAY 85DA. NO 85DA. STAY AS YOUR OWN PLACE IN YOUR RIGHT. MAA STAY WITH US. DONT WORRY. NOBODY CAN HARM YOU. NOT MY MM GIVE US TIS ASSURANCE. BELIEVE ME. JAI MAA.SARANAGATO KARO MAA. DONT WORRY NEVER. BE EASY. 😊😅😊😅😊😅😊😅😊😅😊
অনেক দিন পর কী ভালো যে লাগলো তা লিখে বোঝাতে পারছি না।
Reporter der janya Arati dir.gaan sona jache.na.
মিস ক্যালকাটা কে প্রনাম করলাম।