ভাই একটা রিকোয়েস্ট ছিল। ইঞ্জিন চলমান অবস্থায় এই আপডেটেড সিস্টেমে রেকটিফায়ার এর যে দুইটা ডিসি আউটপুট সেখানে মালটিমিটার ধরলে কত ভোল্ট দেখায় এবং কত ওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ শক্তি প্রোভাইড করতে পারে এটা যদি মেপে দেখান খুব ভাল হয়
মোটরসাইকেল এসি হেডলাইট মডিফাই নিয়ে ভিডিও টি আপনার উপকারে লাগলেই আমার পরিশ্রম সার্থক। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণাই আমাদের চলার পথের মূল পাথেয়। তাই ধন্যবাদ দিয়ে ছোটো করবোনা। চেষ্টা করবো ভালোকিছু উপহার দেয়ার। সাথে থাকার অনুরোধ রইলো :)
আসসালামু আলাইকুম ভাই। আশা করি ভাল আছেন। ভাই আমার হিরো গ্ল্যামার পুরাতন ১২৫ সিসির বাইক। আমি যদি আপনার এই নিয়মে কাজ করি তাহলে এলইডি লাইট লাগানো সম্ভব। এলইডি লাইট হলুদ তার কি সরাসরি ব্যাটারি থেকে কানেকশন করলে কোন সমস্যা হবে কি? কোন আর আর ব্যবহার করব, যেটা discover টা ব্যবহার করেছেন সেটা। জানালে উপকৃত হব ধন্যবাদ।
১. এভাবে করা সম্ভব। ২. সরাসরি ব্যাটারি থেকে লাইন নিলে চাবি ছাড়াও হেডলাইট জ্বলে থাকবে। এজন্য মাঝখানে রিলে লাগবে। ৩. আরআর ইউনিট ডিস্কভারেরটাই সবথেকে সহজলভ্য এবং সস্তা। অন্য মডেলের ইউনিটও ব্যবহার করতে পারেন। **** আপনার বাইকে যদি ডিজিটাল ডিসপ্লে থাকে, তাহলে সাবধান। মডিফাই করলে ডিজিটাল ডিসপ্লের লাইট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলাদা করে ডিসপ্লের লাইটের কানেকশনও ঘোরাতে হবে।
আসসালামু আলাইকুম, আমার বাসা সাতক্ষীরা, আমার আব্বুর একটা বাজাজ প্লাটিনা বাইক আছে পুরাতন মডেলের। আমি একবছর আগে নতুন হেডলাইট সেট সহ কিনে আনছি তারপরও রাতে বাইক চালানো যায় না আলো খুবই কম, (বাজাজ ডিলার পয়েন্ট থেকে)। রাতে সামনে থেকে অন্য কোনো গাড়ি লাইট মারলে এক প্রকার গাড়ি স্লো করে রাখতে হয় কারণ সামনে কিছুই দেখতে পাওয়া যায়না। বর্তমান ইজিবাইক ও মটর ভ্যানের জন্য ভোগান্তি বেড়েছে কয়েক গুন৷ আমাদের এলাকার একজন মিস্ত্রি বলছে ফগ লাইট লাগানোর জন্য। কিন্তু সাতক্ষীরার একজন মিস্ত্রি বলছে এটা করলে ১২.৫ ভোল্টের ব্যাটারি গাড়িতে এই ছোট ব্যাটারি নষ্ট হয়ে যাবে অল্পদিনে। সাতক্ষীরা থেকে পরামর্শ দিয়েছিলো এল ই ডি হেড লাইট লাগানোর। কিন্তু আমাদের এলাকায় যে মিস্ত্রি কাজ করে সে বললো এল ই ডি হেডলাইট লাগালে ব্যাটারি নষ্ট হয়ে যাবে অল্পদিনে। এখন কোনটা লাগালে ভালো হবে? কারণ আব্বু বাইক রাইড করে আমাদের পরিবার চালায় আর কয়দিন পর যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেটা খুবই কষ্ট দায়ক হবে৷ আর যেহেতু প্রচুর গাড়ি চালাতে হয় তাই হেড লাইটের আলো বাড়ানো ও খুবই দরকার। আশাকরি সুপরামর্শ দেবেন৷
আপনার বিস্তারিত বিষয় পড়লাম। তবুও কিছু প্রশ্ন ছিল যে গুলোর উত্তর পেলে উত্তর দিতে সুবিধা হয়। জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন - 01329941944
আমি তো কোনো প্রফেশনাল মেকানিক না ভাই। তাই আমার কাছে আলাদা করে তেমন কোনো গাড়ি আসেনা। নিজের পরিচিতজনদের কাছে যা পাই, সেগুলোতেই বিভিন্ন কাজ করি। কখনো যদি RX পাই, তাহলে অবশ্যই দেখাবো।
ভাই আপনার মতো পুরা চেঞ্জ করার পর যদি আমি 50 ওয়াট এর LED বাল্ব লাগায় তাহলে কি ধরনের সমস্যা হবে? আমার লিভো বাইক। বাইকের ম্যানুয়াল থেকে জানতে পারছি এই বাইক সর্বোচ্চ 140 ওয়াট কারেন্ট উৎপাদন করতে পারে @7500 rpm এ। তাইলে নরমাল 60 স্পিডে বাইক চালাইলে ধরে নেওয়া যায় কমপক্ষে 100 ওয়াট তো উৎপাদন হবেই। তাহলে 50 ওয়াট লাইট খাবে। বাকি 50 ওয়াট ব্যাটারি চার্জ + ইঞ্জিন রানিং রাখার বিস্ফোরণে+মাঝে মাঝে হর্ন/indicator এ খরচ হবে। আর 70-৮০ স্পিডে চালাইলে শক্তি কম পড়ার কথা না। 50 Watt এর বাল্ব 4 এমপিয়ার কারেন্ট টানবে। হয়তো একটু চাপ পড়বে তারে কিন্তু পুড়ে যাবে না। কারণ বাইকের মেইন ফিউজ 15 এম্পিয়ার অবদি সাপোর্ট করে। এই ব্যাপারে আপনার মত কি ভাই?
ফিউজে সমস্যা করবেনা। যদি লাইটিং লাইন বাইপাস করে ইগনিশন সুইচের ঘাড়ে চড়ে না চালান, তাহলে তারেও তেমন চাপ পড়বেনা। তবে আপনি নিশ্চই সারাদিন ৬০ স্পিডে চালাবেন না, তাইনা? আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, তাতে সর্বদা ত্রিশের উপরে ধরে রাখাই তো কষ্টকর। তখন যেয়ে ব্যাটারির উপরে চাপ পড়বে। আর হোন্ডাতে যে ব্যাটারি দেয়, ও দেয়া না দেয়া সমান কথা। তাই আমার মতে ৫০ ওয়াট না লাগানোই ভালো হবে। বাকিটা ট্রায়াল এন্ড এরর পদ্ধতি করে দেখতে পারেন।
Dada ami glamour bs4 bike te fullwave rr lagiyechi. Ami pulser biker dj 201202 rr 4pin er ta lagiyechi. Sob thik cholche kintu low rpm ba bike idle te led olpo flickering kore. Ami night eye led 36 watt lagiyechi ki korle led stable hobe please reply 🙏🙏🙏.
ভাই আমার সিটি হান্ড্রেড মোটরসাইকেল আমি ডিসকভার এর ব্যাটারি লাগিয়েছি এরপরেও এলইডি বাল্ব লাগিয়েছে কিন্তু রাতে চলতে চলতে সার্চ ফুরায়ে যায় এখন আমাকে কিছু পরামর্শ দেন ।
আমি কোনো প্রফেশনাল মিস্ত্রি নই, তাই কোনো আউটলেটও নেই। হোন্ডা লিভোতে করা যায়, কিন্তু লিভো যদি ডিজিটাল মিটার ভার্সন হয়, তাহলে অতিরিক্ত কিছু কাজ করতে হয়। নয়তো মিটারের লাইট জ্বলেনা। বাকি সব ঠিক থাকে। সকল কাজ করার পর মিটার খুলে মিটারের লাইটটা উল্টে দিতে হয়, যা লোকাল মিস্ত্রি পারবেনা। হোন্ডা লিভো, শাইন এবং গ্লামার, এই তিনটা বাইকেই একই অবস্থা।
১/ Splendor পুরাতন মডেলগুলাতে মডিফাই করে তারপর এলইডি লাগাতে হবে। নতুনগুলো সম্ভবত ডিসি করাই থাকে। খুলে দেখার সৌভাগ্য হয়নাই, তাই নিশ্চিৎ করে বলতে পারছিনা। ২/ স্টকে যতো ওয়াটের লাইট ছিলো, সেটুকু, বা সর্বচ্চো ৫/১০ ওয়াটের বেশি লাইট লাগানো ঠিক না। তাতে ঘুরে ফিরে সেই ব্যাটারির উপরেই আবার চাপ পড়বে। লাইটের মডেল বা ব্রান্ড নির্বাচনের ক্ষেত্রে ওয়াট কম কিন্তু লুমেন বেশি, এমন লাইট ক্রয় করুন। ৩০/৩৫ ওয়াটে ৩০০০ লুমেনের এলইডি আছে, আবার ৭০০০+ লুমেনেরও এলইডি আছে। তাই কেনার সময় দেখে কিনবেন।
আসসালামু আলাইকুম ভাই আমার পালসার ওল্ড মডেল 2007 সালের মোটরসাইকেল এটা ব্যাটারি ছাড়াও কিকে স্টার্ট হয় স্টার্টিং কয়েল আছে। হেড লাইট এক্সেলেটর এর সাথে জলে এক্সেলেটর বাড়ালে আলো বাড়ে এক্সেলেটা ছেড়ে দিলে আলো কমে যায় আমি আপনার ভিডিও দেখে এক পরিচিত মেকানিক ওয়ারিং মেকানিককে দিয়ে ডিসকভার ১২৫ বলেছেন ঐ রেক্টিফায়ার টা মডিফাই করে লাগিয়ে নিয়েছি এখন আমার প্রশ্ন হল এতে কি আমার ব্যাটারি বসে যাওয়ার কোন সম্ভাবনা আছে আর আমার বাইকের অরজিনাল ওইটা এসি না ডিসি তা আমি জানিনা আবার আপনি যেটা দিলেন এটা তো মনে হয় ডিসির একটি রেকটিফায়ার এতে কি কোন প্রবলেম হবে নাকি। ভাই এটার রিপ্লাই দিলে অনেক খুশি হব আসসালামু আলাইকুম
কি ছিলো, আর কি করা হয়েছে, বিস্তারিত কানেকশন না দেখলে আন্দাজে তো এভাবে বলা যায়না ভাই। শুধু ইঞ্জিন নয়, বরং ওয়্যারিংয়ের কাজও ভালো বোঝে, এমন কোনো মেকানিককে দেখান।
Hero Splendor + xtec 100cc বাইকের headlight ওয়্যারিং সিস্টেম Ac. এটাতে কি platina 100cc এর মতো same DC headlight ওয়্যারিং সিস্টেম করা যাবে? অর্থাৎ চাবি দিলে Headlight এবং drl light দুটোই জ্বলবে। কিন্তু headlight on/off করার সুইচ থাকবে। (উল্লেখ্য যে, Splendor + xtec এর মিটার পুরোটাই Digital)
আপনার কাছে একটা প্রশ্ন, অনুগ্রহ করে উত্তর দিবেন। যদি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তারপর কি অটো কাট সিস্টেম করা যাবে যাতে করে ব্যাটারি ওভার চার্জ না হয়ে নষ্ট হয়ে যায়?
এখানে বাইক স্টার্ট না করলে হেডলাইটটি জ্বলবে না। আর জেভাবে মেকানিক led হেডলাইট ডিসি কানেকশন করে সেটা চাবি ঘুরালেই হেডলাইট টা জ্বলে ,,,স্টার্ট না করলেও বাইকটা।
@Debrajsing143 মোটরসাইকেল স্টার্ট না করলেও ব্যাটারি থেকে পাওয়ার পেয়ে হেডলাইট জ্বলবে সেটা সত্য কিন্তু ব্যাটারিও দ্রুত বসে যাবে। এর সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বলেছি কেন ও কীভাবে বসে যায় ব্যাটারি
পালসারে আগে থেকেই করা থাকার কথা। আরটিআর 2V মডিফিকেশনের ভিডিও আমার এক বন্ধু করেছিলো, সেটা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক: ua-cam.com/video/pV-O6whJ1rw/v-deo.html
আমি তো ভাই ময়মনসিংহ থাকি। ঢাকার খবর বলতে পারিনা। তবে শাইনে রেক্টিফায়ার পরিবর্তন করলে মিটারের লাইট কানেকশনও পরিবর্তন করতে হবে। নয়তো কাটা স্পিডোমিটারের নিচের লাইট জ্বলবেনা।
1st:- bike ka armature coil ki green wire body se disconnect kara and ek extra wire leke direct RR unit mai input de dia. (App ne jiss soket mai cut kia mai ne bhi wahi se cut karke direct RR unit mai input kia hai) White wire jesa tha wese hi RR unit mai input kia hai Pickup coil jesa tha wese hai (RR unit :- pulsar 150 wala full wave regulator rectifier ,4 wire:- 2 ac input and 2 dc output ) 2nd:- white and green wire ac input hai jo rr unit se pehle kahi bi body se touch nehi hai. RR se jo output nikalta hai wo sidha battery se connect hai 3rd:- mere bike mai always on headlight hai, to headlight ki yellow wire ek 4 pin relay se battery mai connect hai Problem-- 1st:- CDI heat ( fir bhi 2 se 3 mahine hogeya thik thak chal raha tha but, abb isska regulator kharab hogeya hai) 2nd :- abb regulator bhi kharab go geya hai Problem kaha horaha hai??🤔 Bike :- honda cb unicorn 150 ABS (bs4)
স্টকে যত ওয়াট ছিলো, তারচেয়ে বেশি লাগানো ঠিক না। তবে অবস্থা বুঝে পাঁচ-দশ ওয়াট বাড়ানো যেতে পারে। যেমন: কারও যদি দৈনন্দিন চলার রাস্তা ফাকা হয়, ইঞ্জিন আরপিএম অধিকাংশ সময় চারহাজারের উপরে রেখে চালানোর মতো পরিবেশ থাকে, তাহলে সে লাইটের পাওয়ার কিছুটা বাড়াতে পারে। কিন্তু যে সর্বদা ট্রাফিক জ্যামের মাঝে ডুবে থাকে, একমিনিট আগালে দশমিনিট স্টার্ট ধরে বসে থাকে, তার জন্য ওয়াট বাড়ানো বোকামি।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো বলছেন রেকটিফায়ারে যে দুইটা তার নীল কালারের দুইটা এসি তার আর সাদা তারটা হচ্ছে টা হচ্ছে আপনার ডিসি আউটপুট আর আর সাদাত তারের পাশে কালোটা হচ্ছে ব্যাটারি নেগেটি ভ কিন্তু এটা সংযোগ দেওয়া প্রয়োজন নাই। এখন এই যে নীল তার দুইটা আর হচ্ছে সাদা-কালো দুইটা মাঝখানে যে দুইটা তার আছে লাল তার আর আরেকটা তার এ দুইটা তার আপনার কিসের জন্য ঔই দুইটা তারের কি কোন সংযোগ নাই
ওয়ালাইকুম আস্সালাম। এইসব বাইকের ক্ষেত্রে ওই দুইটা তার, মানে সবুজ আর চকলেট কালারের তারের কোনো কাজ নাই। ওটা ডিসকভার বাইকের ব্যাটারি সেন্সরের তার। ও দুইটার মাথায় দুই পিনের আলাদা কানেক্টর লাগানো থাকে। ওটাকে টেপ মেরে রেখে দিবেন, যাতে বডির সাথে শর্ট না হয়।
আচ্ছা ভাই এটা আমি ইনস্টল করছি ইন্সটল করার পর থেকে দুইটা সমস্যা হচ্ছে প্রথমটা হচ্ছে গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলে আমার যে স্পিড মিটার ওইখানের ভিতর ওর ভিতরে লাইট জ্বলতো এখন সেটা চলতেছে না দুই নম্বর হচ্ছে পেছনে পেছনে লাইটটা চালু অবস্থায় চলছে এখনো চলছে না শুধুমাত্র বেরেক দিলে জ্বলছে
মিটার লাইট এবং পার্কিং লাইট জ্বলছেনা, শুধু হেডলাইট জ্বলছে? তারমানে আপনি সম্ভবত আগেই হেডলাইটের কানেকশন পরিবর্তন করেছিলেন, আর এখন রেক্টিফায়ারের গোড়া থেকে হলুদ তার কেটে দিয়েছেন, তাইতো? আপনি ঠিক কি কি কাজ করেছেন? একেবারে শুরু থেকে বিস্তারিত বলেন তো।
ব্যাটারি থেকে খালি নিলেই হবে? তাকে খেতে দেওয়া লাগবেনা? যেখানে বড়বড় গাড়ির বড়বড় ব্যাটারি পর্যন্ত বসে যায়, সেখানে ড্রিমে তো ওইটুকুন মাত্র ব্যাটারি! সঠিক নিয়মে ফুল ডিসি করবেন, স্টকে যতো ওয়াটের হ্যালোজেন ছিলো, তারচেয়ে বেশি ওয়াটের কোনো লাইট লাগাবেন না। তাহলে আর সমস্যা হবেনা।
@KhondokarZakir আমি ময়মনসিংহ থাকি তাই জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন: +8801329941944 যোগাযোগ করে চলে আসুন একদিন সময় করে। কাজের পাশাপাশি আড্ডাও নাহয় হয়ে যাবে
Motorcycle এর হেড লাইটে এল ইডি দিলে accelerator বাড়ানোর সাথে সাথে লাইট কেটে যায় তবে সে ক্ষেত্রে কী DM temperature power controller 3002 কাজ করবে? প্লিজ একটু জানান।
সে তো মশা মারতে কামান দাগানোর মত অবস্থা হবে। নিম্নমানের এলইডি না নিয়ে অবশ্যই ভালোমানের ড্রাইভার সহ এলইডি নিবেন। তাহলে আর কাটবেনা। পাশাপাশি এক্সিলারেটর দেয়া অবস্থায় রেক্টিফায়ার এবং ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখবেন কোনো অসামঞ্জস্য আছে কি না।
@@Horek-Rokom আসসালামু আলাইকুম ভাইয়া! আমি আগারগাঁও থাকি! আপনার ভিডিও দেখলাম! আমারও সাইন ১০০ সিসি! এলইডি সেটাপের জন্য আপনার সাহায্য পাওয়া যাবেকি? কোথায় যেতে হবে বলে দিয়েন! উপকৃত হতাম!
@@Horek-Rokom সম্ভব হলে আপনার নাম্বার দিবেন, একাজ আমাদের টাংগাইলে কেউ না পারলে আপনার ওখানে যাবো চিন্তা করতেছি। কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেকশনের কর্মকর্তা পদে চাকরী করে আমার বোন জামাই, নাম আবুল হোসেন। পরিচালক অথবা উপ-পরিচালক পদে।
হর্ন স্বাভাবিক অবস্থায় আগের চেয়ে লাউড বাজবে। ব্রেক ধরলে সাউন্ড একটু কমে আগের মতই স্বাভাবিক বাজবে, ব্রেক ছাড়লে আবার লাউড। এতে অনেকে মনে করে সাউন্ড বসে গেছে। এ ছাড়া আর কোনো সাইড এফেক্ট নেই।
আমার Hero Ignitor 125 বাইক। ভালো ইলেক্ট্রিকের কাজ পারা ম্যাকানিকের অভাবে বাইকটি AC থেকে DC করতে পারছি না 😢 ভাইয়া আমি কোন Rectifier ব্যবহার করবো? কেমন দাম লাগবে? আর ঢাকায় কোথায় কাজ করালে আপনার মত সুন্দর করে কাজ করে দিতে পারবে বলতে পারেন? 😢
@mdrahat6471 এটা ডিসি করলে মিটার লাইট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসব বাইকের মিটারের লাইট উল্টো করে বসানো থাকে, যাতে শুধু হাফওয়েভ সিস্টেমে (যা এসি নামে পরিচিত) চলতে পারে। ফুল ডিসি করলে মিটারের লাইটও ঘুরায়ে ঠিকভাবে লাগাতে হয়।
Acha dada amar bike full wave dc baniyechi amar ekta problem hocche j ami brake dile headlight dim hoye jai ar side indicator dile sathe sathe led headlight o blinking kore ki problem hote pare. Ar ekta kotha bike full dc korar por meter light jolche na please dada reply diben 🙏.
ভাই আমি একটি TVS Wego 110 cc স্কুটার নিসি কিন্তু সেটার আলো খুবই কম।। এটাতে কি এই এলইডি লাইট গুলো লাগাতে পারবো ? আর আপনার কি কোন সার্ভিস সেন্টার আছে ??? থাকলে জানাবেন ভাই
01329-941944 এটা আমাদের নাম্বার। মেট্রো প্লাসের একটা ভিডিও পেন্ডিং রয়েছে। কিছু ফুটেজ নষ্ট হয়ে গেছে, আবার কিছু গুরুত্বপুর্ন যায়গায় কাজের ব্যস্ততায় ছবি তোলা হয়নি। তাই পাবলিশ করতে দেরি হচ্ছে।
ভাই, আলো অনেক পরিমাণ বেড়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হলো আগে বাইকের থ্রটল এর কমা-বাড়ার সাথে হেডলাইটের আলো ও কমতো - বাড়তো, যা অনেক সময়ই বিরক্তিকর। সেটা নেই। আর ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখলাম যে হলদেটে হেডলাইট দিয়ে ধোঁয়া আর কুয়াশায় ভালো দেখা যায় সাদা আলোর চেয়ে। আমি নিজেও প্রথমে সাদা হেডলাইট লাগিয়েছিলাম পরে পালটে নিয়ে হলুদ লাগিয়েছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই, আমি টিভিএস মেট্রো প্লাস বাইকটিতে এলইডি লাইট লাগাতে চাচ্ছি। এই মডেলের বাইকেও কি তাহলে রেকটিফায়ার পরিবর্তন করতে হবে নাকি শুধু এসি কে ডিসি করে লাইট পরিবর্তন করলেই হবে জানাবেন প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই রেক্টিফায়ার পরিবর্তন করতে হবে। মেট্রো প্লাস আর ড্রিমের কাজ প্রায় একই রকম। সাহস নিয়ে করে ফেলতে পারেন। নয়তো একটু অপেক্ষা করুন। আট-দশদিনের মধ্যেই মেট্রো প্লাসের ভিডিও আপলোড করবো। তখন দেখে নিবেন।
সালুটোর কাজ আরও সহজ। ওটার বডি জয়েন্ট ইঞ্জিনের বাইরে থাকে, রেক্টিফায়ারের গোড়ায়। তাই ইঞ্জিন খোলা লাগেনা। শুধুমাত্র রেক্টিফায়ার বদলালেই হবে, আর কানেকশনও ওইখান থেকেই বদলাতে হবে।
ভাই আমি ময়মনসিংহ থাকি তাই জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন: +8801329941944 যোগাযোগ করে চলে আসুন একদিন সময় করে। কাজের পাশাপাশি আড্ডাও নাহয় হয়ে যাবে @fuadarifin778
ব্যবহার করা যাবে ভাই। তবে যারা CRLF লাগিয়েছে, তাদের কাছ থেকে জেনেছি এটা খুব একটা ভালোনা। এর আউটপুটে কখনো কখনো ১৮ ভোল্ট চলে আসে, যেখানে মটরসাইকেলের ব্যাটারি সর্বচ্চো ১৫ ভোল্ট হ্যান্ডেল করতে পারে।
ইঞ্জিনের পাশাপাশি ওয়্যারিংটাও ভালোমত বোঝে এমন কোনো মেকানিককে এই ভিডিওটা দেখাবেন, তাহলে অবশ্যই করতে পারবে। সাতক্ষীরা থেকে একভাই তার লিভোতে করেছেন। উনি গ্যারেজ ম্যাকানিককে ভিডিও দেখিয়ে কয়েলের কাজ করেছেন, আর নিজে বাকি কাজ করেছেন।
আমি তো ভাই ঢাকাতে থাকিনা, তাই জানা নেই। কাজের খরচ বলতে শুধু হেডলাইট আর রেক্টিফায়ারের দাম। আর মজুরির তো কোনো ফিক্সড রেট নেই। যে যেমন পারে বা যারকাছ থেকে যেমন পারে। আমাদের ময়মনসিংহে ছোটোখাটো গ্যারজ থেকে করালে পাচশো থেকে সর্বচ্চো একহাজার টাকা নেবে। ওইভাবে অনুমান করে নিতে পারেন। আর আপনার বাইক কোনটি?
ড্রিমের ব্যাটারি খুবই ছোটো, মাত্র সাড়ে তিন এম্পিয়ার-আওয়ার। এইভাবে মডিফাই করার পরেও মিনিট দশেক স্টার্ট করে রেখে দিলে ব্যাটারি খালি হয়ে যায়। তখন ইঞ্জিন থেকে ধুকেধুকে চলতে থাকে। সেখানে কোনোকিছু না করেই ডাইরেক্ট ব্যাটারি থেকে টান দিলে কি অবস্থা হবে, আশাকরি বুঝতে পারছেন।
আমার কোন দোকান নেই ভাই। আমি বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটিতে চাকরি করি। এর ফাকেফুকে ফ্রি টাইমে নিজের কাজ গুলো নিজেই করার চেষ্টা করি। মধ্যবিত্তের টাকা বাঁচানোর চেষ্টা বলতে পারেন। চেনাপরিচিত ভাই-ব্রাদার রা তাদের মোটরসাইকেলে দিলে কাজ করি। আপনি চাইলে আসতে পারেন, ময়মনসিংহ তে 🙂
শ্রদ্ধেয় বড়ভাই, সালাম ও ভালোবাসা নিবেন। আপনার আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা কোনো প্রফেশনাল বা নিয়মিত ইউটিউবার নই। চাকরি-সংসার সামলে ভিডিও তৈরির জন্য ঠিকমত সময় বের করে উঠতে পারিনা। এমনকি নিজের একটা ক্যামেরাওয়ালা মোবাইলফোনও নেই। চ্যানেলে যত ভিডিও দেখছেন, তা সবই অন্যের ফোন দিয়ে করা। তাই সময়-সুযোগ মিললেও অনেকসময় ভিডিও করা হয়ে ওঠেনা। এমন একজন অনিয়মিত ক্রিয়েটরের পিছে স্পনরশিপ করলে আপনারই ক্ষতি হবে। আপনি যে স্পন্সর করতে চেয়েছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, ভবিষ্যতের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা। তারপরও যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে (01329-941944) ফোন করার অনুরোধ রইলো।
বাজাজের এখনকার প্রায় সব বাইক ডিসি করাই থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র লাইট পরিবর্তন করলেই হয়, অন্য কিছু করা লাগেনা। এখন আপনারটা কি অবস্থায় আছে, সেটা চেক করে দেখতে হবে।
জ্বী, অবশ্যই পারবেন। টিভিএস মেট্রো-র হেডলাইট পরিবর্তন নিয়েও একটা ভিডিও করা হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলমান। খুব শীঘ্রই, সেটিও প্রকাশ করা হবে। সাথেই থাকুন, ধন্যবাদ।
Vai, Your Level is same as Fortnine (ryan F9). Keep up the good work.
Thank you sir.. I will try my best 😊
Apnar workshop kothai?
@@shahsultanmt7082 আমার ওয়ার্কশপ নেই ভাই। আমি চাকুরি করি কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ তে। এই চাকরির ফাঁকে যখন কেউ বাইক নিয়ে আসেন তাঁদের কাজ করে দেই।
Oshadharon video 💥 so nuch informative and smart presentation.
ধন্যবাদ ভাই।
Very informative and smart presentation. Keep it up. Thanks a lot for the support.
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আরও কিছু ভিডিও আসছে। আশাকরি পাশেই থাকবেন।
ভাই একটা রিকোয়েস্ট ছিল। ইঞ্জিন চলমান অবস্থায় এই আপডেটেড সিস্টেমে রেকটিফায়ার এর যে দুইটা ডিসি আউটপুট সেখানে মালটিমিটার ধরলে কত ভোল্ট দেখায় এবং কত ওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ শক্তি প্রোভাইড করতে পারে এটা যদি মেপে দেখান খুব ভাল হয়
ঠিক আছে, দেখবো।
@@Horek-Rokom ভাই আপনার ওয়ার্কশপ কোথায়
খুবই চমৎকার ভিডিও।
মোটরসাইকেল এসি হেডলাইট মডিফাই নিয়ে ভিডিও টি আপনার উপকারে লাগলেই আমার পরিশ্রম সার্থক। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণাই আমাদের চলার পথের মূল পাথেয়। তাই ধন্যবাদ দিয়ে ছোটো করবোনা। চেষ্টা করবো ভালোকিছু উপহার দেয়ার। সাথে থাকার অনুরোধ রইলো :)
আসসালামু আলাইকুম ভাই। আশা করি ভাল আছেন। ভাই আমার হিরো গ্ল্যামার পুরাতন ১২৫ সিসির বাইক। আমি যদি আপনার এই নিয়মে কাজ করি তাহলে এলইডি লাইট লাগানো সম্ভব। এলইডি লাইট হলুদ তার কি সরাসরি ব্যাটারি থেকে কানেকশন করলে কোন সমস্যা হবে কি?
কোন আর আর ব্যবহার করব, যেটা discover টা ব্যবহার করেছেন সেটা।
জানালে উপকৃত হব ধন্যবাদ।
১. এভাবে করা সম্ভব।
২. সরাসরি ব্যাটারি থেকে লাইন নিলে চাবি ছাড়াও হেডলাইট জ্বলে থাকবে। এজন্য মাঝখানে রিলে লাগবে।
৩. আরআর ইউনিট ডিস্কভারেরটাই সবথেকে সহজলভ্য এবং সস্তা। অন্য মডেলের ইউনিটও ব্যবহার করতে পারেন।
**** আপনার বাইকে যদি ডিজিটাল ডিসপ্লে থাকে, তাহলে সাবধান। মডিফাই করলে ডিজিটাল ডিসপ্লের লাইট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলাদা করে ডিসপ্লের লাইটের কানেকশনও ঘোরাতে হবে।
আসসালামু আলাইকুম,
আমার বাসা সাতক্ষীরা, আমার
আব্বুর একটা বাজাজ প্লাটিনা বাইক আছে পুরাতন মডেলের। আমি একবছর আগে নতুন হেডলাইট সেট সহ কিনে আনছি তারপরও রাতে বাইক চালানো যায় না আলো খুবই কম, (বাজাজ ডিলার পয়েন্ট থেকে)। রাতে সামনে থেকে অন্য কোনো গাড়ি লাইট মারলে এক প্রকার গাড়ি স্লো করে রাখতে হয় কারণ সামনে কিছুই দেখতে পাওয়া যায়না।
বর্তমান ইজিবাইক ও মটর ভ্যানের জন্য ভোগান্তি বেড়েছে কয়েক গুন৷
আমাদের এলাকার একজন মিস্ত্রি বলছে
ফগ লাইট লাগানোর জন্য। কিন্তু সাতক্ষীরার একজন মিস্ত্রি বলছে এটা করলে ১২.৫ ভোল্টের ব্যাটারি গাড়িতে
এই ছোট ব্যাটারি নষ্ট হয়ে যাবে অল্পদিনে।
সাতক্ষীরা থেকে পরামর্শ দিয়েছিলো
এল ই ডি হেড লাইট লাগানোর। কিন্তু
আমাদের এলাকায় যে মিস্ত্রি কাজ করে সে বললো এল ই ডি হেডলাইট লাগালে ব্যাটারি নষ্ট হয়ে যাবে অল্পদিনে।
এখন কোনটা লাগালে ভালো হবে?
কারণ আব্বু বাইক রাইড করে আমাদের পরিবার চালায় আর কয়দিন পর যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেটা খুবই কষ্ট দায়ক হবে৷ আর যেহেতু প্রচুর গাড়ি চালাতে হয় তাই হেড লাইটের আলো বাড়ানো ও খুবই দরকার।
আশাকরি সুপরামর্শ দেবেন৷
আপনার বিস্তারিত বিষয় পড়লাম। তবুও কিছু প্রশ্ন ছিল যে গুলোর উত্তর পেলে উত্তর দিতে সুবিধা হয়। জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন - 01329941944
অনেক দিন পর নোটিফিকেশন চেক করলাম রিপ্লাই পেয়ে ভালো লাগলো।
আশা করি কালকে আপনাকে সময় পেলে
ফোন দিবো৷
আপনার ফ্রি সময় কখন বললে
আমার একটু সুবিধা হয়।
@@Horek-Rokom আশা করি ভালো পরামর্শ পাবো৷
জানিনা কতদূর কি করতে পারবো ভাই, তবে আপনি আমাকে ফোন দিতে পারেন।
@MEHEDIHASAN-qd8qr
ভাই, আপনার ভিডিও ভালো লাগলো... আপনার সার্ভিসিং সেন্টার থাকলে, ঠিকানা দিবেন... আপনার সাথে যোগোযোগে আগ্রহী... আপনার মতো জানাশোনা লোকের বড়ই অভাব ভাই... ❤
জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন - 01329941944 যোগাযোগ করে চলে আসুন একদিন সময় করে। কাজের পাশাপাশি আড্ডাও নাহয় হয়ে যাবে
Novsite 60w led কি fzs v2 তে ব্যবহার করা যাবে। আর করলে ব্যাটারি পর কোন ইফেক্ট পড়বে কিনা?
আপনার স্টকে যতো ওয়াটের লাইট ছিলো, সেই একই ওয়াটের লাইট লাগানো হলো সবথেকে নিরাপদ।
ভিডিওটা সত্যি অসাধারণ ছিল 💖 আপনার বাসা/ দোকান কোথায় ভাই?
pulsur 2019 model এটায় সরাসরি বাল্ব লাগালে হবে?
Bhaiya ami amr RX 100 niye kub iiii koste asi...jodi possible hoy rx 100 ye kivabe korte hoy etu dekhaben..plzz
আমি তো কোনো প্রফেশনাল মেকানিক না ভাই। তাই আমার কাছে আলাদা করে তেমন কোনো গাড়ি আসেনা। নিজের পরিচিতজনদের কাছে যা পাই, সেগুলোতেই বিভিন্ন কাজ করি। কখনো যদি RX পাই, তাহলে অবশ্যই দেখাবো।
TVS Metro 100 cc যে বিষয়গুলো আলোচনা করলেন টিভিএস মেট্রো জন্য কি কি করতে হবে, টিভিএস মেট্রোর একটা ভিডিও দিলে ভালো হয়
মেট্রো-মেট্রো প্লাস, সবগুলোতেই এটার মতোই একই সিস্টেম। মেট্রো প্লাসের ভিডিও দিবো কিছুদিনের মাঝে।
@Sojebmahmud টিভিএস মেট্রো প্লাসের ভিডিও আপলোড করা হয়েছে। লিংক: ua-cam.com/video/x5pQrzVpqGI/v-deo.html
অপেক্ষা করার জন্য ধন্যবাদ
ভাই আপনার মতো পুরা চেঞ্জ করার পর যদি আমি 50 ওয়াট এর LED বাল্ব লাগায় তাহলে কি ধরনের সমস্যা হবে? আমার লিভো বাইক। বাইকের ম্যানুয়াল থেকে জানতে পারছি এই বাইক সর্বোচ্চ 140 ওয়াট কারেন্ট উৎপাদন করতে পারে @7500 rpm এ। তাইলে নরমাল 60 স্পিডে বাইক চালাইলে ধরে নেওয়া যায় কমপক্ষে 100 ওয়াট তো উৎপাদন হবেই। তাহলে 50 ওয়াট লাইট খাবে। বাকি 50 ওয়াট ব্যাটারি চার্জ + ইঞ্জিন রানিং রাখার বিস্ফোরণে+মাঝে মাঝে হর্ন/indicator এ খরচ হবে। আর 70-৮০ স্পিডে চালাইলে শক্তি কম পড়ার কথা না।
50 Watt এর বাল্ব 4 এমপিয়ার কারেন্ট টানবে। হয়তো একটু চাপ পড়বে তারে কিন্তু পুড়ে যাবে না। কারণ বাইকের মেইন ফিউজ 15 এম্পিয়ার অবদি সাপোর্ট করে।
এই ব্যাপারে আপনার মত কি ভাই?
ফিউজে সমস্যা করবেনা। যদি লাইটিং লাইন বাইপাস করে ইগনিশন সুইচের ঘাড়ে চড়ে না চালান, তাহলে তারেও তেমন চাপ পড়বেনা। তবে আপনি নিশ্চই সারাদিন ৬০ স্পিডে চালাবেন না, তাইনা? আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, তাতে সর্বদা ত্রিশের উপরে ধরে রাখাই তো কষ্টকর। তখন যেয়ে ব্যাটারির উপরে চাপ পড়বে। আর হোন্ডাতে যে ব্যাটারি দেয়, ও দেয়া না দেয়া সমান কথা। তাই আমার মতে ৫০ ওয়াট না লাগানোই ভালো হবে। বাকিটা ট্রায়াল এন্ড এরর পদ্ধতি করে দেখতে পারেন।
সুন্দর মতামত
@@aburayhan4570 আন্তরিক কৃতজ্ঞতা 😊🙏
Dada ami glamour bs4 bike te fullwave rr lagiyechi. Ami pulser biker dj 201202 rr 4pin er ta lagiyechi. Sob thik cholche kintu low rpm ba bike idle te led olpo flickering kore. Ami night eye led 36 watt lagiyechi ki korle led stable hobe please reply 🙏🙏🙏.
ইঞ্জিনের রিকমেন্ডেড আইডিয়াল আরপিএম ১৪০০+-১০০, এর নিচে নামলে সব হেডলাইটই অল্পসল্প লাফায়।
ভাই আমার সিটি হান্ড্রেড মোটরসাইকেল আমি ডিসকভার এর ব্যাটারি লাগিয়েছি এরপরেও এলইডি বাল্ব লাগিয়েছে কিন্তু রাতে চলতে চলতে সার্চ ফুরায়ে যায় এখন আমাকে কিছু পরামর্শ দেন ।
ভাইয়া এই মডিফাই সিস্টেম
Hero honda splendor bs3
No self adishon
মডেলে ব্যবহার করা যাবে.....????
হিরো হোন্ডাতে সবকিছু করা থাকার কথা। আমি ওয়্যারিং দেখিনি, তাই বলতে পারছিনা। আপনি ভালো কোনো মিস্ত্রি দেখান।
অসাধারণ উপস্থাপনা
ধন্যবাদ।
ভাই আমার হোন্ডা লিভো বাইকে এই কাজটি করতে চাচ্ছি। ঢাকার মধ্যে আপনাদের কোনো আউটলেট আছে কি না জানাবেন প্লিজ
আমি কোনো প্রফেশনাল মিস্ত্রি নই, তাই কোনো আউটলেটও নেই। হোন্ডা লিভোতে করা যায়, কিন্তু লিভো যদি ডিজিটাল মিটার ভার্সন হয়, তাহলে অতিরিক্ত কিছু কাজ করতে হয়। নয়তো মিটারের লাইট জ্বলেনা। বাকি সব ঠিক থাকে। সকল কাজ করার পর মিটার খুলে মিটারের লাইটটা উল্টে দিতে হয়, যা লোকাল মিস্ত্রি পারবেনা। হোন্ডা লিভো, শাইন এবং গ্লামার, এই তিনটা বাইকেই একই অবস্থা।
ভাই, আমার বাজাজ ডিসকভার ১০০ সিসি বাইকে কি LED বাল্প লাগাতে পারবো?
Honda CG 125 eu ki aivabe connection possible?
হ্যা। যে কোনো বাইকেই সম্ভব। তবে এখনকার অনেক বাইকে আগে থেকেই সবকিছু করা থাকে। তাই সে বিষয়টি চেক করে নিবেন।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আমার 2012 মডেল গ্ল্যামার বাইক এর সমাধান কি?
হেডলাইট ডিসি করেছি এখন তো শেলফ নেয় না। কি করবো?
কিভাবে কি করেছেন? বিস্তারিত বলেন।
Hero honda splendor এ কি ব্যবহার করতে হবে?
লাইটই বা কোনটা হবে?
জানাবেন।
ধন্যবাদ।।
১/ Splendor পুরাতন মডেলগুলাতে মডিফাই করে তারপর এলইডি লাগাতে হবে। নতুনগুলো সম্ভবত ডিসি করাই থাকে। খুলে দেখার সৌভাগ্য হয়নাই, তাই নিশ্চিৎ করে বলতে পারছিনা।
২/ স্টকে যতো ওয়াটের লাইট ছিলো, সেটুকু, বা সর্বচ্চো ৫/১০ ওয়াটের বেশি লাইট লাগানো ঠিক না। তাতে ঘুরে ফিরে সেই ব্যাটারির উপরেই আবার চাপ পড়বে।
লাইটের মডেল বা ব্রান্ড নির্বাচনের ক্ষেত্রে ওয়াট কম কিন্তু লুমেন বেশি, এমন লাইট ক্রয় করুন। ৩০/৩৫ ওয়াটে ৩০০০ লুমেনের এলইডি আছে, আবার ৭০০০+ লুমেনেরও এলইডি আছে। তাই কেনার সময় দেখে কিনবেন।
Vai amar new bike self onk smy 2/3 bar dewya lage??
Onk smy 1 click o hoy
Amar hero ignitor 125cc 2019 model kora jave naki janaven plz
অবশ্যই করা যাবে। কানেকশনগুলো ভালোভাবে বুঝে তারপর করবেন।
ভাই হোন্ডা ড্রীমে এইটা করতে টোটাল কত টাকা খরচ হতে পারে? এবং আপনার ঠিকানা টা জানাবেন প্লিজ
ভাই আমার hero splendor plus 2004 মডেল গাড়ি আমি কি LED light আপনার নিয়ম অনুযায়ী লাগাতে পারবো দয়াকরে জানাবেন
আমি একটি নতুন ডিভাইস তৈরি করেছি। যা লাগালে কোন মডিফিকেশন করা লাগবে না।
@@Horek-Rokom আমি আপনার সাথে কথা বলতে চাই
Hero spender i3s b4 2024 model eta te lagano jabe new bike 20 din hoyece
হিরোর নিউ মডেলের গাড়িগুলো সম্ভবত ফুল ডিসি করাই থাকে।
@@Horek-Rokomalo tmn sobudar na
Amar motor chycal platena 100 old amon system kora jaba kora gala kiva janaben
করা যাবে। মুল বিষয় একইরকম। ভালো কোনো মেকানিকের সাথে যোগাযোগ করেন।
ব্রেক চাপলে পিছনের বাতি জ্বলে কিন্তু এমনিতেই লাইট জ্বলে না সেটা সেটআপ চাই
ধন্যবাদ। সময় পেলে অবশ্যই চেষ্টা করবো।
আপনিও কি হেডলাইটের এই সমস্যায় পড়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন।
@@Horek-Rokom জি ভাই
হ্যাঁ ভাই।
এখন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি?
@@SheikhAbdurRahman-sr6eq শীঘ্রই নতুন ডিভাইস নিয়ে ভিডিও আসছে। সাথেই থাকুন।
@@mdsmrana4023 শীঘ্রই আমার তৈরি করা নতুন ডিভাইস দিয়ে ভিডিও আসছে। সাথেই থাকুন।
@@Horek-Rokom amio head light nia problem e achi.
Vai suzuki hayate ep te kibabe lagabo?
একই পদ্ধতিতে। খুব বেশি পার্থক্য নেই। ঢাকা উত্তরার এক দর্শক কয়েকমাস আগে ভিডিও দেখে দেখে নিজেই করেছিলেন।
আসসালামু আলাইকুম ভাই আমার পালসার ওল্ড মডেল 2007 সালের মোটরসাইকেল এটা ব্যাটারি ছাড়াও কিকে স্টার্ট হয় স্টার্টিং কয়েল আছে। হেড লাইট এক্সেলেটর এর সাথে জলে এক্সেলেটর বাড়ালে আলো বাড়ে এক্সেলেটা ছেড়ে দিলে আলো কমে যায় আমি আপনার ভিডিও দেখে এক পরিচিত মেকানিক ওয়ারিং মেকানিককে দিয়ে ডিসকভার ১২৫ বলেছেন ঐ রেক্টিফায়ার টা মডিফাই করে লাগিয়ে নিয়েছি এখন আমার প্রশ্ন হল এতে কি আমার ব্যাটারি বসে যাওয়ার কোন সম্ভাবনা আছে আর আমার বাইকের অরজিনাল ওইটা এসি না ডিসি তা আমি জানিনা আবার আপনি যেটা দিলেন এটা তো মনে হয় ডিসির একটি রেকটিফায়ার এতে কি কোন প্রবলেম হবে নাকি। ভাই এটার রিপ্লাই দিলে অনেক খুশি হব আসসালামু আলাইকুম
কি ছিলো, আর কি করা হয়েছে, বিস্তারিত কানেকশন না দেখলে আন্দাজে তো এভাবে বলা যায়না ভাই। শুধু ইঞ্জিন নয়, বরং ওয়্যারিংয়ের কাজও ভালো বোঝে, এমন কোনো মেকানিককে দেখান।
ভাই Hero hf Deluxe বাইকে ডিসকোভার বাইকের একটিফায়ার ব্যবহার করলে ইস্টাডিং সমস্যা হবে কি
না। কোনো সমস্যা হবেনা।
Hero Splendor + xtec 100cc বাইকের headlight ওয়্যারিং সিস্টেম Ac. এটাতে কি platina 100cc এর মতো same DC headlight ওয়্যারিং সিস্টেম করা যাবে?
অর্থাৎ চাবি দিলে Headlight এবং drl light দুটোই জ্বলবে। কিন্তু headlight on/off করার সুইচ থাকবে। (উল্লেখ্য যে, Splendor + xtec এর মিটার পুরোটাই Digital)
হেডলাইটের জ্বলানেভা চাবি দিলে হবে, নাকি ইঞ্জিন স্টার্ট দিলে হবে, সেটা তো ওয়্যারিং কিভাবে করা, তারউপর নির্ভর করে, রেক্টিফায়ারের উপর না। আপনি ভালো কোনো মেকানিক দেখান।
এই পদ্ধতিটি আমার old hero honda splendor বাইকে করতে পারবো একটু বললে ভালো হতো 😊😊😊😊
অবশ্যই করতে পারবেন। পদ্ধতি এক, শুধু ওয়্যারিং আলাদা। তারগুলো ঠিকঠাক খুজে বের করতে পারলেই দেখবেন জলবৎতরলং
আপনার কাছে একটা প্রশ্ন, অনুগ্রহ করে উত্তর দিবেন। যদি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তারপর কি অটো কাট সিস্টেম করা যাবে যাতে করে ব্যাটারি ওভার চার্জ না হয়ে নষ্ট হয়ে যায়?
বাইকের জন্য সম্পুর্ন আলাদা সিস্টেমের অটোকাট লাগবে। এটা নিয়ে আমরা কাজ করছি। খুব শীঘ্রই ভিডিও পাবেন।
রেকটিফায়ারে এই সিটিং না করেই মেকানিকরা যেন কীভাবে ডিসি করে দিচ্ছে ঠিক বুঝতে পারছি না।এ সম্পর্কে আপনার মতামত কী
তারা যেভাবে করে, সেটাও ভিডিওতে বর্ণনা করা হয়েছে।
@@Horek-Rokomওভাবে করলে কি কোনো সমস্যা হবে???
না দেখে সঠিক ভাবে বলা সম্ভব নয়। যদি ব্যাটারি তাড়াতাড়ি বসে যায় তাহলে ভুল কাজ করেছে @kazishahriar1435
এখানে বাইক স্টার্ট না করলে হেডলাইটটি জ্বলবে না।
আর জেভাবে মেকানিক led হেডলাইট ডিসি কানেকশন করে সেটা চাবি ঘুরালেই হেডলাইট টা জ্বলে ,,,স্টার্ট না করলেও বাইকটা।
@Debrajsing143 মোটরসাইকেল স্টার্ট না করলেও ব্যাটারি থেকে পাওয়ার পেয়ে হেডলাইট জ্বলবে সেটা সত্য কিন্তু ব্যাটারিও দ্রুত বসে যাবে। এর সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বলেছি কেন ও কীভাবে বসে যায় ব্যাটারি
Pulsar 150cc ও Apachi 160 2v গাড়িতে কি লাগানো যাবে?
পালসারে আগে থেকেই করা থাকার কথা। আরটিআর 2V মডিফিকেশনের ভিডিও আমার এক বন্ধু করেছিলো, সেটা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক: ua-cam.com/video/pV-O6whJ1rw/v-deo.html
NovSight 60w led ekta ami lagichilam rtr 2v te kicho din por take soru hoi problem
@bdtravel253 সরাসরি যে কোনো বাইকে লাগালেই নানান সমস্যা করবে।
আমি আমার Honda shine sp -125 এ এই হেড লাইট মডিফাই টা করতে চাই। ঢাকায় কোথায় করা যাবে? জানালে উপকৃত হতাম।
আমি তো ভাই ময়মনসিংহ থাকি। ঢাকার খবর বলতে পারিনা। তবে শাইনে রেক্টিফায়ার পরিবর্তন করলে মিটারের লাইট কানেকশনও পরিবর্তন করতে হবে। নয়তো কাটা স্পিডোমিটারের নিচের লাইট জ্বলবেনা।
@@Horek-Rokom ময়মনসিংহ কোন জায়গায় থাকেন?
@@shininglife3395 ফিশারির মোড়
আমার বাইকটা র লাইট পরিবর্তন করতাম আপনার কাছ থেকে
আপনি কোথায় থাকেন?
স্যার, অল্টারনেটর মডিফাই করে অর্থাৎ ফুল ওয়েভ করে হাফ ওয়েভ রেকটিফায়ার লাগানো যাবে কি।
সেই অনুযায়ী কানেকশন দিলে লাগানো যাবে। তবে তাতে লাভ কিছুই হবেনা। মাঝখান থেকে অযথা পরিশ্রম হবে।
Hello, bhai honda unicorn 150 mai ese hi connection kia hai but usme cdi heat kyun ho raha hai
Aap kya kya kar rahe hain, vistaar se batayein.
1st:- bike ka armature coil ki green wire body se disconnect kara and ek extra wire leke direct RR unit mai input de dia. (App ne jiss soket mai cut kia mai ne bhi wahi se cut karke direct RR unit mai input kia hai) White wire jesa tha wese hi RR unit mai input kia hai
Pickup coil jesa tha wese hai
(RR unit :- pulsar 150 wala full wave regulator rectifier ,4 wire:- 2 ac input and 2 dc output )
2nd:- white and green wire ac input hai jo rr unit se pehle kahi bi body se touch nehi hai. RR se jo output nikalta hai wo sidha battery se connect hai
3rd:- mere bike mai always on headlight hai, to headlight ki yellow wire ek 4 pin relay se battery mai connect hai
Problem--
1st:- CDI heat ( fir bhi 2 se 3 mahine hogeya thik thak chal raha tha but, abb isska regulator kharab hogeya hai)
2nd :- abb regulator bhi kharab go geya hai
Problem kaha horaha hai??🤔
Bike :- honda cb unicorn 150 ABS (bs4)
ভাই আমার বাইকটা হলো hero hunk 2016 মডেল 150CC এইটাতে কি করা যাবে একটু জানাবেন প্লিজ। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
যে কোনো বাইকেই করা যাবে। আগে থেকেই করা আছে কি না খোজ নেন।
Dada ami INDIA theke,achha halogen 60/55w er light lagate gele ki korte hobe ado kora ki sombhov amar pulsar 135ls with DC current
স্টকে যত ওয়াট ছিলো, তারচেয়ে বেশি লাগানো ঠিক না। তবে অবস্থা বুঝে পাঁচ-দশ ওয়াট বাড়ানো যেতে পারে।
যেমন: কারও যদি দৈনন্দিন চলার রাস্তা ফাকা হয়, ইঞ্জিন আরপিএম অধিকাংশ সময় চারহাজারের উপরে রেখে চালানোর মতো পরিবেশ থাকে, তাহলে সে লাইটের পাওয়ার কিছুটা বাড়াতে পারে।
কিন্তু যে সর্বদা ট্রাফিক জ্যামের মাঝে ডুবে থাকে, একমিনিট আগালে দশমিনিট স্টার্ট ধরে বসে থাকে, তার জন্য ওয়াট বাড়ানো বোকামি।
@@Horek-Rokom thank you
পসিবল কোন সমস্যা হবে না,জিক্সার,4v & Fz এর রেক্টিফায়ার দিয়ে কানেকশন দিতে পারলে ৮০-১০০ ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন কস ওগুলা অনেক ভালো রেক্টিফায়ার
@debasishroy9234 স্বাগতম! আমাদের নতুন নতুন ভিডিওগুলোও দেখুন
Vi assalamualaikum,,,
Apner ai system ta ke honda livo ta kora jaba..plz janaban❤
অবশ্যই যাবে। হোন্ডা লিভো আর ড্রিম একই জিনিস। মিটার আর বডিকিট বাদে A-Z সবকিছু এক, মানে ওয়্যারিংও। নিশ্চিন্তে করতে পারেন।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো বলছেন রেকটিফায়ারে যে দুইটা তার নীল কালারের দুইটা এসি তার আর সাদা তারটা হচ্ছে টা হচ্ছে আপনার ডিসি আউটপুট আর আর সাদাত তারের পাশে কালোটা হচ্ছে ব্যাটারি নেগেটি ভ কিন্তু এটা সংযোগ দেওয়া প্রয়োজন নাই। এখন এই যে নীল তার দুইটা আর হচ্ছে সাদা-কালো দুইটা মাঝখানে যে দুইটা তার আছে লাল তার আর আরেকটা তার এ দুইটা তার আপনার কিসের জন্য ঔই দুইটা তারের কি কোন সংযোগ নাই
ওয়ালাইকুম আস্সালাম। এইসব বাইকের ক্ষেত্রে ওই দুইটা তার, মানে সবুজ আর চকলেট কালারের তারের কোনো কাজ নাই। ওটা ডিসকভার বাইকের ব্যাটারি সেন্সরের তার। ও দুইটার মাথায় দুই পিনের আলাদা কানেক্টর লাগানো থাকে। ওটাকে টেপ মেরে রেখে দিবেন, যাতে বডির সাথে শর্ট না হয়।
আচ্ছা ভাই এটা আমি ইনস্টল করছি ইন্সটল করার পর থেকে দুইটা সমস্যা হচ্ছে প্রথমটা হচ্ছে গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলে আমার যে স্পিড মিটার ওইখানের ভিতর ওর ভিতরে লাইট জ্বলতো এখন সেটা চলতেছে না দুই নম্বর হচ্ছে পেছনে পেছনে লাইটটা চালু অবস্থায় চলছে এখনো চলছে না শুধুমাত্র বেরেক দিলে জ্বলছে
মিটার লাইট এবং পার্কিং লাইট জ্বলছেনা, শুধু হেডলাইট জ্বলছে? তারমানে আপনি সম্ভবত আগেই হেডলাইটের কানেকশন পরিবর্তন করেছিলেন, আর এখন রেক্টিফায়ারের গোড়া থেকে হলুদ তার কেটে দিয়েছেন, তাইতো? আপনি ঠিক কি কি কাজ করেছেন? একেবারে শুরু থেকে বিস্তারিত বলেন তো।
Viya amer oo honda dream 110 bike but battery takhe line kore niyacii akn battery kinte kinte jibon ses... Ki kora jy bolen too
ব্যাটারি থেকে খালি নিলেই হবে? তাকে খেতে দেওয়া লাগবেনা? যেখানে বড়বড় গাড়ির বড়বড় ব্যাটারি পর্যন্ত বসে যায়, সেখানে ড্রিমে তো ওইটুকুন মাত্র ব্যাটারি!
সঠিক নিয়মে ফুল ডিসি করবেন, স্টকে যতো ওয়াটের হ্যালোজেন ছিলো, তারচেয়ে বেশি ওয়াটের কোনো লাইট লাগাবেন না। তাহলে আর সমস্যা হবেনা।
এই রেকটিফায়ার হর্নেটে লাগাতে চাই আরো দুই দুই চার লাইন কিশের জানাবেন
কোন দুই লাইন?
আপনার মাধ্যমে কাজটি করাতে চাই। আপনি কোথায় থাকেন। প্লিজ জানাবেন। ধন্যবাদ।
@KhondokarZakir আমি ময়মনসিংহ থাকি তাই জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন: +8801329941944 যোগাযোগ করে চলে আসুন একদিন সময় করে। কাজের পাশাপাশি আড্ডাও নাহয় হয়ে যাবে
সুন্দর ভাই।Hero HF Deluxe বাইকে বানিয়ে দেখান। প্লিজ
বাইক পেলে অবশ্যই বানাবো ভাই।
Vai amar Platina 125cc bike a ki LED lagano jabay?Platina 125cc nike k ki ki change korte hobe
Vai Amar Paltina 125 cc bike a ki LED lagano jabay?Paltina 125cc bike a ki ki change korte hobebole din please
প্লাটিনাতে সম্ভবত কিছু করা লাগবেনা, কোম্পানিই করে দিয়েছে। আপনি ভালো মিস্ত্রি দেখায়ে কনফার্ম হন।
Motorcycle এর হেড লাইটে এল ইডি দিলে accelerator বাড়ানোর সাথে সাথে লাইট কেটে যায় তবে সে ক্ষেত্রে কী DM temperature power controller 3002 কাজ করবে? প্লিজ একটু জানান।
সে তো মশা মারতে কামান দাগানোর মত অবস্থা হবে। নিম্নমানের এলইডি না নিয়ে অবশ্যই ভালোমানের ড্রাইভার সহ এলইডি নিবেন। তাহলে আর কাটবেনা। পাশাপাশি এক্সিলারেটর দেয়া অবস্থায় রেক্টিফায়ার এবং ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখবেন কোনো অসামঞ্জস্য আছে কি না।
@@Horek-Rokom ok brother bojte parlam. Thanks for your reply
ভাই হোন্ডা সি জি ১২৫ সি সি মটরসাইকেলে লাগানো যাবে কি? অনুগ্রহ করে জানাবেন।।
Tvs Stryker 125 a pickup na dile light automatic off hye jai akn bike ta ki ac naki dc seta bujtcina
টিভিএস স্ট্রাইকার তথাকথিত এসি বাইক, মানে হাফ ওয়েভ সিস্টেম।
টিভিএস মেট্রো প্লাস এর এলইডি লাইট লাগানোর ভিডিও দিবেন প্লিজ রেকটিফ্যায়ার পরিবর্তন করে
টিভিএস মেট্রো প্লাসের ভিডিও আপলোড করা হয়েছে। লিংক: ua-cam.com/video/x5pQrzVpqGI/v-deo.html
বড়র্তমানে এই সেটাপ করাতে টোটাল কত টাকা খরচ পড়বে। প্লিজ জানাবেন ভাই। আমার গাড়ি সেম মডেলের।
আমি একটি নতুন ডিভাইস তৈরি করেছি। যা লাগালে কোন মডিফিকেশন করা লাগবে না।
@@Horek-Rokom আসসালামু আলাইকুম ভাইয়া! আমি আগারগাঁও থাকি! আপনার ভিডিও দেখলাম! আমারও সাইন ১০০ সিসি! এলইডি সেটাপের জন্য আপনার সাহায্য পাওয়া যাবেকি? কোথায় যেতে হবে বলে দিয়েন! উপকৃত হতাম!
ভাই হোন্ডা সি জি ১২৫ সি সি জাপানি মটরসাইকেলে লাগানো যাবে কি? অনুগ্রহ করে জানাবেন।।
অবশ্যই যাবে।
আসসালামু আলাইকুম ভাই, আমার ১টি পুরাতন স্কুটার আছে HERO HONDA pleasure 2012 মডেল, এইটাতে কি ফুল ডিসি পাওয়ার করা যাবে.?.. আপনি কোথায় আছেন.?.. কাছাকাছি থাকলে আপনার কাছে গাড়ি নিয়ে যাইতাম, আমি আছি টাংগাইল শহরে।
যে কোনো বাইকেই ফুল ডিসি করা যায়। কোম্পানী অল্প কিছু খরচ বাচাতে হাফ সিস্টেম করে রাখে।
আমি থাকি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায়।
@@Horek-Rokom সম্ভব হলে আপনার নাম্বার দিবেন, একাজ আমাদের টাংগাইলে কেউ না পারলে আপনার ওখানে যাবো চিন্তা করতেছি। কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেকশনের কর্মকর্তা পদে চাকরী করে আমার বোন জামাই, নাম আবুল হোসেন। পরিচালক অথবা উপ-পরিচালক পদে।
অবশ্যিই ভাই! স্বাগতম সবসময়!
ভাই দয়াকরে জানাবেন, এই কাজ টা করলে কি বাইকের অন্য কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কি না।
হর্ন স্বাভাবিক অবস্থায় আগের চেয়ে লাউড বাজবে। ব্রেক ধরলে সাউন্ড একটু কমে আগের মতই স্বাভাবিক বাজবে, ব্রেক ছাড়লে আবার লাউড। এতে অনেকে মনে করে সাউন্ড বসে গেছে।
এ ছাড়া আর কোনো সাইড এফেক্ট নেই।
@@Horek-Rokom যে গাড়িগুলো কোম্পানি থেকে built in DC ওয়্যারিং করা থাকে সেগুলোর ক্ষেত্রেও কি ব্রেক ধরলে হর্ণের সাউন্ড কমে?
@@Horek-Rokomভাই, তথ্যটা আমার জানা প্রয়োজন।
তাই আমার প্রশ্নের উত্তরটা দিলে খুশি হবো।
আমার Hero Ignitor 125 বাইক। ভালো ইলেক্ট্রিকের কাজ পারা ম্যাকানিকের অভাবে বাইকটি AC থেকে DC করতে পারছি না 😢
ভাইয়া আমি কোন Rectifier ব্যবহার করবো? কেমন দাম লাগবে? আর ঢাকায় কোথায় কাজ করালে আপনার মত সুন্দর করে কাজ করে দিতে পারবে বলতে পারেন? 😢
আপনার বাইকের মিটার কি ডিজিটাল?
@@Horek-Rokom Semi Digital. Speed Analog, ODO r Trip Digital.
@mdrahat6471 এটা ডিসি করলে মিটার লাইট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসব বাইকের মিটারের লাইট উল্টো করে বসানো থাকে, যাতে শুধু হাফওয়েভ সিস্টেমে (যা এসি নামে পরিচিত) চলতে পারে। ফুল ডিসি করলে মিটারের লাইটও ঘুরায়ে ঠিকভাবে লাগাতে হয়।
ভাই loncin 80 আমার বাবার গারিতে ফগ লাইট লাগানো আছে এখন হর্নের শব্দ হয়না এই প্রসেস টা কি আমি করতে পারি
@ovivai4368 যে কোনো বাইকেই করতে পারবেন। তবে আগে ব্যাটারি চেক করেন। যা বললেন, তাতে তো মনে হচ্ছে ব্যাটারি গেছে।
Avenger এর এস্টক রেকটি ফায়ার থেকে কনেকসন দিলে কোন সমস্য হবে
এভেঞ্জারের কানেকশন আমার জানা নেই, তাই বলতে পারছিনা।
Acha dada amar bike full wave dc baniyechi amar ekta problem hocche j ami brake dile headlight dim hoye jai ar side indicator dile sathe sathe led headlight o blinking kore ki problem hote pare. Ar ekta kotha bike full dc korar por meter light jolche na please dada reply diben 🙏.
01329941944
এই নাম্বারে ফোন করুন।
ভাই আমি একটি TVS Wego 110 cc স্কুটার নিসি কিন্তু সেটার আলো খুবই কম।। এটাতে কি এই এলইডি লাইট গুলো লাগাতে পারবো ? আর আপনার কি কোন সার্ভিস সেন্টার আছে ??? থাকলে জানাবেন ভাই
মূল বিষয় একইরকম। তবে স্কুটার কখনো হাতাইনি, তাই ওটার ওয়্যারিং সম্পর্কে ধারনা নেই। ভালো কোনো মেকানিকের সাথে যোগাযোগ করেন।
আমার কোনো সার্ভিস সেন্টার নেই।
@@Horek-Rokom ধন্যবাদ ভাই
@NourisFoodWorld13 স্বাগতম!
আপনি কত দিন এভাবে চালাচ্ছেন? কোন সমস্যা হয়েছে কিনা জানাবেন?
প্রায় দেড় বছর চালাচ্ছি। কোনো সমস্যা হচ্ছেনা। সমস্যা হবার কোনো কারনই নেই।
পুরো ইঞ্জিল যদি খুলেই ফেলতে হয় তাহলে সেই গাড়ির আর কি থাকলো 🙄
Pulsar 150cc 2007 er model bike a korte parbo?
যে কোনো বাইকেই করা যাবে। তবে বাজাজের এখনকার সব বাইক তো ডিসি করাই থাকে।
ভাই আমি ঢাকা কোথা থেকে এটা করাতে পারি? কোন জায়গায় এভাবে করা যায় একটু জানাবেন প্লিজ?
ঢাকার কথা বলতে পারছি না ভাই।
A-Z সবিই সুন্দর করে উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাই মোবাইল নম্বর টা দিলে একটু কথা বলতাম। আমার টিভিএস মেট্রো প্লাস
01329-941944 এটা আমাদের নাম্বার। মেট্রো প্লাসের একটা ভিডিও পেন্ডিং রয়েছে। কিছু ফুটেজ নষ্ট হয়ে গেছে, আবার কিছু গুরুত্বপুর্ন যায়গায় কাজের ব্যস্ততায় ছবি তোলা হয়নি। তাই পাবলিশ করতে দেরি হচ্ছে।
ভাই আমার বাবার 80 সিসির বাইকে ফগ লাইট লাগানো এখন, হর্ন বাজতেই চায়না আমি কি এটা ফলো করতে পারি?? আর দোকানের মেকানিক রা কি এটা করে দিতে পারবে??
@@ovivai4368 যে কোনো বাইকেই করতে পারবেন। তবে আগে ব্যাটারি চেক করেন। যা বললেন, তাতে তো মনে হচ্ছে ব্যাটারি গেছে।
আপনি কি বাইকের এই কাজ টা করে দেন,যদি তাই হয় আপনার এড্রেস টা দিন প্লিজ।
@@sohelsardar979 আমি ময়মনসিংহ থাকি। আর এটা যদিও আমার পেশা নয়, তবে কেউ আসলে অবশ্যই কাজ করে দিতে পারবো। সেক্ষেত্রে শুক্রবার ধরে আসলে ভালো হয়।
ভাই আলো বাড়লো না কমল?
ভাই, আলো অনেক পরিমাণ বেড়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হলো আগে বাইকের থ্রটল এর কমা-বাড়ার সাথে হেডলাইটের আলো ও কমতো - বাড়তো, যা অনেক সময়ই বিরক্তিকর। সেটা নেই। আর ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখলাম যে হলদেটে হেডলাইট দিয়ে ধোঁয়া আর কুয়াশায় ভালো দেখা যায় সাদা আলোর চেয়ে। আমি নিজেও প্রথমে সাদা হেডলাইট লাগিয়েছিলাম পরে পালটে নিয়ে হলুদ লাগিয়েছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
vai apnar address kothai..?
@@AshiqurRahman ময়মনসিংহ।
আগের ৩৫ ওয়াট হ্যালোজেন ৫০০-৮০০ লুমেন আলো দিতো। আর এই এলডি, এটাও ৩৫ ওয়াট, কিন্তু আলো দেয় ৭৫০০ লুমেন। এবার আপনিই বুঝে নেন আলো বাড়লো না কমলো।
রিলে ছাড়া হর্ন ব্যবহার করলে বাইকের কি ক্ষতি হয়
@@rkremon8299 na...
very good thing ❤
অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন আর চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন।
আসসালামু আলাইকুম ভাই,
আমি টিভিএস মেট্রো প্লাস বাইকটিতে এলইডি লাইট লাগাতে চাচ্ছি। এই মডেলের বাইকেও কি তাহলে রেকটিফায়ার পরিবর্তন করতে হবে নাকি শুধু এসি কে ডিসি করে লাইট পরিবর্তন করলেই হবে জানাবেন প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই রেক্টিফায়ার পরিবর্তন করতে হবে। মেট্রো প্লাস আর ড্রিমের কাজ প্রায় একই রকম। সাহস নিয়ে করে ফেলতে পারেন। নয়তো একটু অপেক্ষা করুন। আট-দশদিনের মধ্যেই মেট্রো প্লাসের ভিডিও আপলোড করবো। তখন দেখে নিবেন।
@rashedulislam8168 টিভিএস মেট্রো প্লাসের হেডলাইট মডিফিকেশনের ভিডিও আপলোড করা হয়েছে। লিংক: ua-cam.com/video/x5pQrzVpqGI/v-deo.html
অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার সপ কোথায় ? যানাবেন দয়াকরে
আমি কোনো প্রফেশনাল মিস্ত্রি না, তাই কোনো ওয়ার্কশপ নেই। থাকি ময়মনসিংহে।
ভাইয়া, হোন্ডা সিডি ৮০ তে করা যাবে এরকম?
সব বাইকেই করা যাবে
ভাই... আপনার মাধ্যমে কি আমি আমার বাইকের এই সেটিং তা করতে পারবো?
কি বাইক?
@@Horek-Rokom Yamaha Saluto 125CC
সালুটোর কাজ আরও সহজ। ওটার বডি জয়েন্ট ইঞ্জিনের বাইরে থাকে, রেক্টিফায়ারের গোড়ায়। তাই ইঞ্জিন খোলা লাগেনা। শুধুমাত্র রেক্টিফায়ার বদলালেই হবে, আর কানেকশনও ওইখান থেকেই বদলাতে হবে।
@@Horek-Rokom ভাই... আপনার মাধ্যমে কি আমি আমার বাইকের এই সেটিং তা করতে পারবো?
sbdada09@gmail.com
এই মেইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমি নাম্বার পেলে ফোন দিবো।
ভাই আপনার সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা দিলে ভালো হয়
ভালো লাগলো ভাই
ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ভাই আপনার কাছে কাজ টা করাতে চাই।
ভাই আমি ময়মনসিংহ থাকি তাই জানি না কতটুকু সাহায্য করতে পারবো তবে আমাকে এই নাম্বারে পাবেন: +8801329941944 যোগাযোগ করে চলে আসুন একদিন সময় করে। কাজের পাশাপাশি আড্ডাও নাহয় হয়ে যাবে
@fuadarifin778
আমার ড্রিম ১১০ সিসি বাইক আছে, আপনার সাথে কথা বলা যাই কিভাবে?
01329941944
@@Horek-Rokom নাম্বার ভুল দেখাচ্ছে ভাই, সঠিক নাম্বার দেন,
01329-941944
Vai tvs metro plus a ki crlf R.R unti lagano jabe??
ব্যবহার করা যাবে ভাই। তবে যারা CRLF লাগিয়েছে, তাদের কাছ থেকে জেনেছি এটা খুব একটা ভালোনা। এর আউটপুটে কখনো কখনো ১৮ ভোল্ট চলে আসে, যেখানে মটরসাইকেলের ব্যাটারি সর্বচ্চো ১৫ ভোল্ট হ্যান্ডেল করতে পারে।
ভাই PAG লাগান এই রেক্টিফায়ারটা দামে কম মানে অনেক অনেক ভালো,PAG থাইল্যান্ডের রেক্টিফায়ার
@@--Ahmed--LM হ্যা। এটা অনেক ভালো। কিন্তু এটা আবার সবযায়গা পাওয়া যায়না।
@Imranhasanofficial0.1 টিভিএস মেট্রো প্লাসের হেডলাইট মডিফিকেশনের ভিডিও আপলোড করা হয়েছে। লিংক: ua-cam.com/video/x5pQrzVpqGI/v-deo.html
অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
Hero Hunk e ki Modify kora lagbe ??🤔
সম্ভবত লাগবে। এই বাইকের ওয়্যারিংটা দেখিনি, তাই নিশ্চিৎ করে বলতে পারছিনা।
@@Horek-Rokom Ami M8 use kori.
গুড
Dokan e gia mechanic re ki bolle ei system kore dibe?
ইঞ্জিনের পাশাপাশি ওয়্যারিংটাও ভালোমত বোঝে এমন কোনো মেকানিককে এই ভিডিওটা দেখাবেন, তাহলে অবশ্যই করতে পারবে। সাতক্ষীরা থেকে একভাই তার লিভোতে করেছেন। উনি গ্যারেজ ম্যাকানিককে ভিডিও দেখিয়ে কয়েলের কাজ করেছেন, আর নিজে বাকি কাজ করেছেন।
ধন্যবাদ
ভিডিওটি দেখার জন্য আপনাকেও ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।
vaiya discover 135 er rr unit ki dc naki?
চেক করে দেখিনি কখনো।
ভালো ভাবে করতে পারে, মিরপুর এ এমন শোরুম কোথায় পাওয়া যাবে.?
কাজটি করতে কতো খরচ পরবে.?
আমি তো ভাই ঢাকাতে থাকিনা, তাই জানা নেই। কাজের খরচ বলতে শুধু হেডলাইট আর রেক্টিফায়ারের দাম। আর মজুরির তো কোনো ফিক্সড রেট নেই। যে যেমন পারে বা যারকাছ থেকে যেমন পারে। আমাদের ময়মনসিংহে ছোটোখাটো গ্যারজ থেকে করালে পাচশো থেকে সর্বচ্চো একহাজার টাকা নেবে। ওইভাবে অনুমান করে নিতে পারেন।
আর আপনার বাইক কোনটি?
ভাই আমার ডিসকবার ১০০ সিসি। আমি কি ভাবে এলইডি লাইট লাগাব যদি বলতেন।
অবশ্যই করতে পারবেন। তারের কানেকশনগুলো ভালোকরে একটু চেক করে নিবেন।
আপনার সাথে সরাসরি কথা বলতে চাই কি ভাবে করবো?
কী বিষয়ে যোগাযোগ করতে চান জানান। সম্ভব হলে এখানেই সমাধান প্রদানের চেষ্টা করবো। অফিসের ব্যস্ততার কারণে সব সময় ফ্রি থাকি না। ধন্যবাদ।
@@Horek-Rokom আমার ড্রিম নিও তে লাইট লাগাতে চাচ্ছিলাম সবাই বলে এত ঝামেলা বাদ দিয়ে সরাসরি ডিসিতে সংযোগ দিয়ে দেন। তাই নিয়ে কথা বলতে চাচ্ছি লাম
ড্রিমের ব্যাটারি খুবই ছোটো, মাত্র সাড়ে তিন এম্পিয়ার-আওয়ার। এইভাবে মডিফাই করার পরেও মিনিট দশেক স্টার্ট করে রেখে দিলে ব্যাটারি খালি হয়ে যায়। তখন ইঞ্জিন থেকে ধুকেধুকে চলতে থাকে। সেখানে কোনোকিছু না করেই ডাইরেক্ট ব্যাটারি থেকে টান দিলে কি অবস্থা হবে, আশাকরি বুঝতে পারছেন।
Ami amr Hero glamour e ki vabe led lagabo
Led lagale 1 dine bettery low hoiya jai
অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিতে এলইডি হেডলাইট লাগান @asifrahman6395
Discover yer regulator rectifier tar dam koto 🤔
700-750
Bajaj platina akta vedio din
গাড়ি পেলে অবশ্যই ভিডিও দিবো। তবে প্লাটিনার নতুন ভার্শনগুলোতে সব করাই থাকে।
Old platina
@raytechnology2049 চেষ্টা করবো
আপনার লোকেশন টা বলুন আমার বাইকের হেডলাইট চেঞ্জ করবো
বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, ময়মনসিংহ
আপনার দোকানের ঠিকানা দেন ভাই। আমি আপনার কাছ থেকে কিছু কাজ করাতে চাই
আমার কোন দোকান নেই ভাই। আমি বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটিতে চাকরি করি। এর ফাকেফুকে ফ্রি টাইমে নিজের কাজ গুলো নিজেই করার চেষ্টা করি। মধ্যবিত্তের টাকা বাঁচানোর চেষ্টা বলতে পারেন। চেনাপরিচিত ভাই-ব্রাদার রা তাদের মোটরসাইকেলে দিলে কাজ করি। আপনি চাইলে আসতে পারেন, ময়মনসিংহ তে 🙂
Vai rtr 2v te ki ai system kora jabe naki??
ua-cam.com/video/pV-O6whJ1rw/v-deo.html
এই ভিডিওটি দেখুন। আমার এক বন্ধু এটা করেছিলো। সিস্টেম একই, তবে ভিডিওটা দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবেন।
@@Horek-Rokom অনেক ধন্যবাদ ভাই,,ভিডিওটা দেখে উপকৃত হলাম❤️❤️
@mohammadhafij4753 আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের নতুন নতুন ভিডিও গুলও দেখুন
আমি হিরো এইচএফ ডিলাক্স এ এসি থেকে ডিসি লাইন করতে চাই । আপনাদের দোকানের লোকেশন টা কোথায় ।
ভাই কই বললেন না
আমার ভাই দোকান নেই কোন। কেউ কখনো ব্যক্তিগত ভাবে বাইক নিয়ে আসলে কাজ করে দেই। ময়মনসিংহ এলে পাবেন। ধন্যবাদ।
Mobile number dan
@sowmikahmedprince4684 01329941944
Apnar sathe kivabe jogajog korbo
01329-941944
এই নাম্বারে ফোন দিতে পারেন। তবে দয়া করে শুধু দিনেরবেলা ফোন দিবেন।
আপনাকে স্পন্সর করতে চাই
শ্রদ্ধেয় বড়ভাই, সালাম ও ভালোবাসা নিবেন। আপনার আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা কোনো প্রফেশনাল বা নিয়মিত ইউটিউবার নই। চাকরি-সংসার সামলে ভিডিও তৈরির জন্য ঠিকমত সময় বের করে উঠতে পারিনা। এমনকি নিজের একটা ক্যামেরাওয়ালা মোবাইলফোনও নেই। চ্যানেলে যত ভিডিও দেখছেন, তা সবই অন্যের ফোন দিয়ে করা। তাই সময়-সুযোগ মিললেও অনেকসময় ভিডিও করা হয়ে ওঠেনা।
এমন একজন অনিয়মিত ক্রিয়েটরের পিছে স্পনরশিপ করলে আপনারই ক্ষতি হবে। আপনি যে স্পন্সর করতে চেয়েছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, ভবিষ্যতের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা।
তারপরও যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে (01329-941944) ফোন করার অনুরোধ রইলো।
ভাই আপনি কোথায় থাকেন ?
আপনার ঠিকানা জানতে পারি ?
ময়মনসিংহ
ভাই, প্লাটিনা ১০০ বাইকে কি এই প্রসেসে এলইডি লাগানো যাবে ?
বাজাজের এখনকার প্রায় সব বাইক ডিসি করাই থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র লাইট পরিবর্তন করলেই হয়, অন্য কিছু করা লাগেনা। এখন আপনারটা কি অবস্থায় আছে, সেটা চেক করে দেখতে হবে।
আমার গাড়ি ২০১৫ সালের। শুধু ইঞ্জিন চালু থাকলে লাইট জলে।
তাহলে হাফওয়েভ রেক্টিফায়ার লাগানো। সেক্ষেত্রে রেক্টিফায়ারের পাশাপাশি কয়েলেরও কাজ করতে হবে। এই ভিডিওতে যেমনটা করেছি।
❤❤❤
@MdJuwelrana-tz2sz ধন্যবাদ
আমার সুজুকি হায়াতি মোটরসাইকেলের এসি হেডলাইট থেকে ডিসি হেডলাইট করতে চাচ্ছি, এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাইছি, কিভাবে যোগাযোগ করবো প্লিজ জানাবেন।
01329-941944
এই নাম্বারে ফোন দিতে পারেন। তবে দয়া করে শুধু দিনেরবেলা ফোন দিবেন।
অনেক উপকার হইল। আচ্ছা আমার TVS মেট্রো বাইকেও কি এমন ভাবেই হেডলাইট পাল্টাতে পারমু?
জ্বী, অবশ্যই পারবেন। টিভিএস মেট্রো-র হেডলাইট পরিবর্তন নিয়েও একটা ভিডিও করা হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলমান। খুব শীঘ্রই, সেটিও প্রকাশ করা হবে। সাথেই থাকুন, ধন্যবাদ।
@@Horek-Rokom আহ কি শুনাইলেন... অনেক্ক অপেক্ষাই রইলাম ভাইজান ... তাড়াতাড়ি দেন 😍
ভাই অনুগ্রহ করে তাড়াতাড়ি দেন l অনেক বিপদে আছি l আরো বেশি উপকার হবে যদি বলেন কোথায় গেলে এই কাজটি করে দিবে l
Vai apnar address ta koi
@@Horek-Rokomভাই মেট্রোর ভিডিও আপনার চ্যানেলে তো পাইলাম না
আপনার দোকান কোথায়।
আমার কোন দোকান নেই ভাই। বাইক পেলে কাজ করে দেই। চাকরি করি তার ফাঁকে এসব করি। আপনি আমার কাছ থেকে কাজ করাতে চাইলে মানসিংহ আসতে হবে।