ধনবাড়ি নবাব বাড়ির রহস্য ও কাহিনী। Dhanbari Nawab Bari: Tangail’s Historical Treasure

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ধনবাড়ি নবাব বাড়ির রহস্য ও কাহিনী। Dhanbari Nawab Bari: Tangail’s Historical Treasure
    নবাব বাড়িটি বর্তমানে ধনবাড়ি উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এ নবাব বাড়ি এবং মসজিদটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। নবাব বাড়ির ইতিহাস নিয়ে এলাকার মানুষদের মধ্যে রয়েছে কিংবদন্তি। শোনা যায়, সম্রাট আকবরের আমলে ইসপিন্দিয়া খা ও মনোয়ার খা নামে দু'জন পীর বাগদাদ থেকে ধনবাড়িতে আসেন। তাঁদের সঙ্গী হয়ে নবাব বংশের পূর্ব পুরুষও এখানে আসেন। ঐ ব্যক্তির নাম শাহ্ সৈয়দ খোদা বক্শ। তৎকালীন কিসমত মৌজার (বর্তমানে ধনবাড়ি) জমিদার ছিলেন ধনবত সিংহ। ধনবত সিংহ ছিলেন অত্যাচারী জমিদার। বাগদাদ থেকে আগত পীরগণ স্থানীয় লোকদেরকে সাথে নিয়ে জমিদারের সাথে যুদ্ধ করে এবং তাকে পরাজিত করে। পরে ঘটনাক্রমে জমিদারির ভার আসে বর্তমান নবাবদের পূর্বপুরুষ শাহ সৈয়দ খোদা বক্শের উপর। খোদা বক্শ এখানে বিয়ে করেন। এবং তার ঔরশে জন্ম হয় একাব্বর আলী খানের। শোনা যায় এ বংশে পরবর্তীকালে শাহ মামুদ চৌধুরী নামে একজন সিদ্ধ পুরুষের জন্ম হয়েছিলো।
    প্রকৃত ইতিহাস হলো এ বংশের পূর্ব পুরুষ হযরত শাহ আতিকুল্লাহ বাগদাদ থেকে প্রথমে দিল্লিতে আসেন। সম্ভবত দিল্লির সম্রাট জাহাঙ্গীর তাঁর মুরিদ হন এবং বাংলাদেশে তাকে জায়গির দান করেন। তিনি দিল্লি থেকে পাবনার নাকালিয়া আসেন। তারপর এ বংশের উত্তর পুরুষগণ পর্যাক্রমে ঢাকার হাসমিলান ও টাঙ্গাইল জেলার ধনবাড়িতে আসেন। উল্লেখ্য, গেলজুর তুর্কীদের জমিদারি ছিল ধনবাড়িতে।
    এ বংশেরর জমিদার রাজা আলী খার সাথে বিয়ে হয় নবাব বংশের পূর্ব পরুষ শাহ সৈয়দ খোদা বক্শের কন্য সৈয়দা তালিবুন্নেসার। এদের কোন সন্তান ছিলো না। রাজা আলী মুত্যুর পর তালিবুন্নেসা তার বাবা শাহ সৈয়দ খোদা বক্শকে জমিদারি পরিচালনার জন্য ঢাকা থেকে ধনবাড়িতে নিয়ে আসেন। সে হিসেবে শাহ সৈয়দ খোদা বক্শই ধনবাড়ি নবাব বংশের প্রথম জমিদার। খোদা বক্শের পুত্র সৈয়দ মুহাম্মদ শাহ (রা:) নবাব বংশের শ্রেষ্ঠ সাধক পুরুষ ছিলেন। সৈয়দ মুহাম্মদের পুত্র সৈয়দ জনাব আলী চৌধুরী। জনাব আলী চৌধুরীর পুত্র সৈয়দ বাহাদুর নওয়াব আলী চৌধুরী। নওয়াব আলী চৌধুরীর দুই পত্র সৈয়দ আলতাফ আলী চৌধুরী ও সৈয়দ হাসান আলী চৌধুরী। বগুড়াতেও নবাবদের জমিদারি ছিল। সেখানে বড় ছেলে আলতাফ আলী চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়। আলতাফ আলী চৌধুরীর পুত্র সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নবাব বাড়িটি এখনও জৌলুস ও চাকচিক্য নিয়ে সটান দাঁড়িয়ে আছে।
    #NawabMosque
    #HistoricalSite
    #HeritageBuilding
    #MughalArchitecture
    #CulturalHeritage
    -------------------------------------------------------------
    business query : tuhin.otw@gmail.com
    --------------------------------------------------------------
    Find me on-
    Facebook -
    / tuhin.otw
    Instagram-
    / tuhin.otw
    Telegram
    t.me/TuhinOnTheWay
    your Queries-
    Tuhin On The Way
    dhonbari nawab palace
    ধনবাড়ী নওয়াব প্যালেস টাঙ্গাইল
    dhanbari jomidar bari
    dhonbari,tangail jomidar bari
    ধনবাড়ী নওয়াব প্যালেস
    nawab palace,dhanbari nawab bari
    nawab palace tangail
    ধনবাড়ী জমিদার বাড়ি
    নবাব প্যালেস টাঙ্গাইল
    dhonobari nobab palaces
    nowab mosque tangail
    DhanbariNawabBari Nawab Mosque
    Dhanbari Nawab Bari
    Nawab Mosque,Tangail
    Historical site,Nawab family,
    slamic architecture
    Nawab estate
    Nawab palace,dhanbari nawab palace

КОМЕНТАРІ • 12

  • @saddamjnu007cricketanalyst2
    @saddamjnu007cricketanalyst2 3 місяці тому

    অসম্ভব সুন্দর হয়েছে। একদিন ঘুরতে যাইতে হবে।

  • @sohelpervez6054
    @sohelpervez6054 3 місяці тому

    আসসালামু আলাইকুম 💚💚
    ধন্যবাদ, অনেক অজানা তথ‍্য জানতে পারলাম। লাইক।
    আল্লাহ আপনাকে ভাল রাখুন।

    • @TuhinOnTheWay
      @TuhinOnTheWay  3 місяці тому

      আপনিও অনেক অনেক ভালো থাকবেন ❤️

  • @shafikvlogs8180
    @shafikvlogs8180 3 місяці тому

    ভালো লাগলো ভাই এগিয়ে যান ভাই

  • @gourichowdhury1875
    @gourichowdhury1875 3 місяці тому

    Asombhob sundor taththo sommridho ekta video amader upahar debar jonno apnake ajosro dhanyabad. Valo thakben.

    • @TuhinOnTheWay
      @TuhinOnTheWay  3 місяці тому

      আমি খুব জনপ্রিয় বা ভাইরাল টপিক নিয়ে কিছু বানাই না। তারপরও আপনি বেশ যত্ন করে ভিডিও দেখেন।
      এটি আমার জন্যে বড় অনুপ্রেরণার ও প্রাপ্তির।
      আপনার জন্যে অনেক অনেক শুভকামনা।

  • @RubiNatureWorld
    @RubiNatureWorld 2 місяці тому

    অসাধারণ উপস্থাপন।

    • @TuhinOnTheWay
      @TuhinOnTheWay  2 місяці тому

      আপনাকে ধন্যবাদ ❤️

  • @TanjilRahman-nu8xv
    @TanjilRahman-nu8xv 2 місяці тому

    জন্ম জয় জমিদার বাড়ি
    গফরগাও সালটি ইউনিয়ন 4 নং word জনমৌজা গ্রাম , জিরেনন্দ্র মোড়ের পাশে
    ময়মনসিংহ।
    খুব খারাপ অবস্থা ।
    আপনার কাছে অনুরোধ, আপনি একটা blog তৈরী করুন।

  • @OmarVlog01611700007
    @OmarVlog01611700007 27 днів тому

    অনেক অনেক ভালো লাগলো❤