টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মাত্র ৪৫০০ টাকায় | ২ দিন ১ রাত,রিজার্ভ বোট-থাকা-খাওয়া | Dhaka To Sunamganj

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • টাঙ্গুয়ার হাওর :
    টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। অথৈ পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরুপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬৯১২ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ এবং ১৫০ প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় ২৫০
    টাঙ্গুয়ার হাওর কখন যাবেন এবং আরো যা দেখবেন:
    বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। বছরের অন্য সময় সাধারণত এর পানি অনেক কম থাকে। তবে পাখি দেখতে চাইলে শীতকালেই যেতে হবে আপনাকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সাথে আরো যা দেখতে পারেন ছোট-ছোট সোয়াম্প ফরেস্ট, শহীদ সিরাজ লেক (নিলাদ্রি লেক), বারিক টিলা, যাদুকাটা নদী, লাউড়ের গড়, অপরূপ সূর্যোদয় ও সূর্যাস্ত। টাঙ্গুয়ার হাওর কীভাবে যাবেন ঢাকা থেকে সুনামগঞ্জ : প্রতিদিন ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহণের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহণের বাস। এসব নন-এসি বাসে জনপ্রতি টিকেট কাটতে ৬৫০-৭৫০ টাকা লাগে আর সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় ছয় ঘন্টা সময় লাগে
    সুনামগঞ্জ থেকে টাংগুয়া :
    সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রীজের কাছে লেগুনা/সিএনজি/বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ অনুযায়ী নৌকা ভাড়া করে বেড়িয়ে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। তবে শীতকালে পানি কমে যায় বলে আপনাকে লেগুনা/ সিএনজি/বাইক যোগে যেতে হবে সোলেমানপুর। সেখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারবেন। আর শীতকালে গেলে আপনি অতিথি পাখির দেখা পাবেন। কোথায় থাকবেন টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোন ব্যবস্থা নেই। তবে যদি নৌকায় রাত কাটাতে চান তবে নিরাপত্তার জন্যে পাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকেরঘাট এলাকায় হাওর বিলাশ নামে কাঠের বাড়িতে সল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওরে নৌকায় এক রাত থাকার অভিজ্ঞতা নিলে অবশ্যই ভাল লাগবে
    নৌকা ভাড়া :
    নৌকা ভাড়া করতে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখুন যেমন নৌকায় বাথরুম আছে কিনা, সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া, লাইট ও ফ্যানের ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা। নৌকা ভাড়া করতে দরদাম করে নিন। নৌকা ভাড়া মূলত ৩টি বিষয়ের উপর নির্ভর করে। নৌকায় ধারণ ক্ষমতা, নৌকার সুযোগ সুবিধা এবং সিজনের উপর। সাধারণত ছোট নৌকা ১৫০০ থেকে ২০০০ টাকা, মাঝারি নৌকা ২৫০০ থেকে ৩৫০০ টাকা এবং বড় নৌকা ৩৫০০ থেকে ৬০০০ টাকায় সারাদিনের জন্য ভাড়া করা যায়। ১ রাত নৌকায় কাটাতে চাইলে ছোট নৌকা ৩৫০০-৫০০০ টাকা এবং বড় নৌকা ভাড়া করতে ৭০০০ থেকে ১০,০০০ টাকার মত লাগবে। নৌকায় সোলার প্যানেল ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকলে তাহিরপুর বাজার থেকে আইপিএস ও লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারবেন। রান্নার জন্য নৌকার মাঝিকে খরচের টাকা দিলে সে বাবুর্চি নিয়ে যাবে কিংবা নিজেই রান্নার ব্যবস্থা করে ফেলবে। কি করবেন তা অবশ্যই মাঝির সাথে আগে আলোচনা করে দরদাম ঠিক করে নিবেন।

КОМЕНТАРІ • 79

  • @Patwary903
    @Patwary903 Місяць тому +1

    বোয়াল মাছের ভিতরে বাম হাত ঢুকিয়ে দিছেন😢😂

  • @user-te6mt6oo2p
    @user-te6mt6oo2p Місяць тому +1

    ভাই আপনার আর আমার ফোন একই! Sony Xperia 1ii

  • @ArifKhan-vg5vf
    @ArifKhan-vg5vf 11 місяців тому +1

    ধন্যবাদ সুন্দর এই বাজেট টুর এর গাইড লাইন দেওয়ার জন্য

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      Thank you so much , pase thaiken

  • @abusaedsabbir0197
    @abusaedsabbir0197 11 місяців тому +6

    ভাই বললেন ভিডিও এর 😊😊😊শেষে boat এর খরচ টা বলবেন কিন্তু কিছুই বললেন না তো।নৌকা টার ভাড়া কত নিবে ভাই একটু যদি বলতেন ভালো হতো। ☺️☺️

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      15000 taka vaijan

    • @abusaedsabbir0197
      @abusaedsabbir0197 11 місяців тому +1

      @@NKDIAMONDVLOG khaoyar khoroc bade 15000 tk

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      ji ..only trolar

    • @mohammadfahim5694
      @mohammadfahim5694 2 місяці тому

      Tolar er karo sathe jogajog kora jabe, Emon ekta number Dorkar.
      Ache aponar kache..?

    • @sunnyhasan1411
      @sunnyhasan1411 Місяць тому

      ভাইয়া বোট এর মাঝির নাম্বার টা শেয়ার করবেন কাইন্ডলি। আমরা এই মাসে বাজেট টুর দিতে চাচ্ছি।

  • @footsteps_travelling
    @footsteps_travelling 11 місяців тому +2

    টাঙ্গুয়ার হাওর আমার অনেক প্রিয় একটি জায়গা ❤ আপনার ভিডিওটি সুন্দর হয়েছে, দেখে ভালো লাগলো 😊

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому +2

      Thank you soo much ☺️ keep continue , apnr video also valo hocce ..✊

    • @footsteps_travelling
      @footsteps_travelling 11 місяців тому +1

      @@NKDIAMONDVLOG thank you so much ☺️ I'm already connected with your channel, waiting for next video ☺️

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому +1

      Thanks , ✌️🤝

  • @user-wd7yx7ms4o
    @user-wd7yx7ms4o Місяць тому +1

    Nice 👍❤

  • @jannatislam7235
    @jannatislam7235 11 місяців тому +1

    টাঙ্গুয়ার হাওর নয়, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর

  • @TajulIslamGazi
    @TajulIslamGazi 7 місяців тому +1

    তো খরচের হিসাব কইদিলেন?

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 10 місяців тому +1

    হাওর ভ্রমণ আমার খুব ভালো লাগে

  • @mdronyislam3281
    @mdronyislam3281 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @melonkhalifa1483
    @melonkhalifa1483 11 місяців тому +1

    Koraaa

  • @user-yv6xm8sr4c
    @user-yv6xm8sr4c 11 місяців тому +1

    🥰🥰🥰

  • @mastimarket
    @mastimarket 5 місяців тому +1

    Kon month a gele valo hobe..?

  • @x2.788
    @x2.788 11 місяців тому +1

    Love you brother ❤️‍🩹

  • @fahimashraf-lj4co
    @fahimashraf-lj4co 11 місяців тому +1

    ভাই,একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন।ধীরে ধীরে আমরাও আপনার সাথে গ্রুপ ট্যুরে যোগ দিব

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      vai amr Facebook group ase please join koren
      facebook.com/groups/1290497424793670/?ref=share_group_link

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      🥰

  • @hasanabdullah2175
    @hasanabdullah2175 Місяць тому

    হাউসবোট এর খলিল ভাই অথবা কি জানি নাম বল্লেম উনার নাম্বার দেওয়া যাবে কি?

  • @maamerjannat30
    @maamerjannat30 3 місяці тому

    বোট এর নাম্বার টা তো দিলেন না

  • @sports24-tv
    @sports24-tv 2 місяці тому +1

    ৪/৫ জনের জন্য কি বোট পাওয়া যাইবে।

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  2 місяці тому

      ha vai jai

    • @sports24-tv
      @sports24-tv 2 місяці тому

      কত টাকা লাগতে পারে ভাই

    • @sports24-tv
      @sports24-tv 2 місяці тому

      ফ্যামেলি নিয়ে কি এই বোটে জাওয়া যাইবে।

  • @user-su4dr6sg8n
    @user-su4dr6sg8n 2 місяці тому +1

    Ai boat walar number ta diya dile valo hoito

  • @runwithsajeb3705
    @runwithsajeb3705 11 місяців тому +1

    নৌকা আলা খলিল ভাই এর নম্বর দেন ভাই

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      01781390454 amr name bolle kom a paya jaben

  • @ytsadik6839
    @ytsadik6839 2 місяці тому +1

    Vai kolil vaiyer nambarta ki deya jabe

  • @nishatnabila4903
    @nishatnabila4903 3 місяці тому

    June naki july er view eta?

  • @johirulkhan3905
    @johirulkhan3905 11 місяців тому +1

    এর চেয়ে আরও কম খরচে যাওয়া যাবে ঢাকা থেকে ট্রেনে মোহনগঞ্জ সেখান থেকে অটো বা মোটরসাইকেলে মধ্যনগর সেখান থেকে ট্রলারে করে টাংগুয়ার হাওরে যাওয়া যায়।

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому +1

      Thanks vai information ar jnno.
      bt ar thake kom 1 k safe korte gia para nawa jabe na..cz amdr sata onk bag thake ..agula nia tanatani kora khub para

    • @DesertRose9765
      @DesertRose9765 11 місяців тому

      @@NKDIAMONDVLOG taile eto pera na nia relax tour den

  • @runwithsajeb3705
    @runwithsajeb3705 11 місяців тому

    Apni kobe giyechen??

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      amra 16 tarik giachilam August a

  • @rajibhowladar8718
    @rajibhowladar8718 10 місяців тому +1

    ভাই ১৫ জন জাওয়া যাবে ভোটে আর ফোন নাম্বার দেন প্লিজ

  • @shansworld266
    @shansworld266 11 місяців тому

    ভাই পায়ে হেটে সব কভার করা যাবে না?

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      na onk dur & rasta onk karap..so apnk must bike nia jaite hobe

    • @shansworld266
      @shansworld266 11 місяців тому +1

      @@NKDIAMONDVLOG apnara back korar time hete assilen?

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      lakmachara thake hete ascilm

  • @discoverit2528
    @discoverit2528 11 місяців тому

    ১০ জনের জন্য ছোট বোট পাওয়া যাবে?

    • @s.rrifat1550
      @s.rrifat1550 7 місяців тому

      হুম,, ১০ হাজার এর মধ্যে পেয়ে যাবেন

  • @MDMohiuddin-dz7ks
    @MDMohiuddin-dz7ks 11 місяців тому +1

    খাওয়া সব খরচ কার? আমাদের খাওয়া দাওয়া কি ঐ বোটের মালিকে দিবে মাকি ওখান থেকে কিনতে হবে?

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      full video ta mon dia dakhen sob information clear kora ase.!

  • @MdKawsar-js5xi
    @MdKawsar-js5xi 11 місяців тому

    ৬/৭ জনের জন্য বোট ভাড়া কত লাগবে।

    • @MdKawsar-js5xi
      @MdKawsar-js5xi 11 місяців тому

      নৌকা ওলার ফোন নাম্বার টা দিবেন ভাই আমরা ৬/৭ যাবো

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      15 k

  • @razaulkarim6887
    @razaulkarim6887 11 місяців тому

    নৌকার নাম্বার পাওয়া যাবে কি?? 😊

  • @HasibuliAnik-sb1he
    @HasibuliAnik-sb1he 11 місяців тому

    Boat owner Khalil bhai er number ta ki pete pari?

    • @NKDIAMONDVLOG
      @NKDIAMONDVLOG  11 місяців тому

      01781390454 amr kotha bollr char paben

  • @billalhassan9342
    @billalhassan9342 3 місяці тому

    Vai kholil vai ar phone number ta paowa jabe??

  • @shazzadjihad6052
    @shazzadjihad6052 11 місяців тому

    Miya mitha Kotha bolen kan? video ses a naki boat vara koto nise bolben