Kanchanjangha | Kanchanjangha history | Sleeping Buddha | History of Kanchanjangha | কাঞ্চনজঙ্ঘা

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Kanchanjangha | Kanchanjangha history | Sleeping Buddha | History of Kanchanjangha | কাঞ্চনজঙ্ঘা | কাঞ্চনজঙ্ঘার ইতিহাস.. #kanchanjangha #sleepingbuddha #history
    Kangchenjunga, also spelled Kanchenjunga, Kanchanjanghā and Khangchendzonga, is the third-highest mountain in the world. Its summit lies at 8,586 m (28,169 ft) in a section of the Himalayas, the Kangchenjunga Himal, which is bounded in the west by the Tamur River, in the north by the Lhonak River and Jongsang La, and in the east by the Teesta River.[1][3] It lies in the border region between Nepal and Mangan district, Sikkim state of India, with three of the five peaks, namely Main, Central and South, directly on the border,[4] and the peaks West and Kangbachen in Nepal's Taplejung District.
    Until 1852, Kangchenjunga was assumed to be the highest mountain in the world, but calculations and measurements by the Great Trigonometrical Survey of India in 1849 showed that Mount Everest, known as Peak XV at the time, is actually higher. After allowing for further verification of all calculations, it was officially announced in 1856 that Kangchenjunga was the third-highest mountain.[6]
    The Kangchenjunga is a sacred mountain in Sikkim and was first climbed on 25 May 1955 by Joe Brown and George Band, who were part of the 1955 British Kangchenjunga expedition. They stopped just short of the true summit, keeping a promise given to Tashi Namgyal, the Chogyal of Sikkim, that the top of the mountain would remain inviolate.[7] The Indian side of the mountain is off-limits to climbers. In 2016, the adjoining Khangchendzonga National Park was declared a UNESCO World Heritage Site.
    কাঞ্চনজঙ্ঘা (নেপালি: कञ्चनजङ्घा /কঞ্চনজঙ্ঘা (এই শব্দ সম্পর্কেশুনুন (সাহায্য·তথ্য)) হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও এর পরে এটি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ[৩] যার উচ্চতা ৩৬৩০ মিটার । এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পৰ্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয়। এর পশ্চিমে তামূর নদী, উত্তরে লহনাক চু নদী এবং জংসং লা শৃঙ্গ, এবং পূর্বদিকে তিস্তা নদী অবস্থিত।
    কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের ১২৫ কি.মি. পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।[৫] এটা হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এর পাঁচটি মূল শৃঙ্গের মধ্যে তিনটা - মুখ্য, কেন্দ্ৰীয় এবং দক্ষিণ - ভারতের উত্তর সিক্কিম জেলায়, এবং নেপাল সীমান্তে অবস্থিত।[৬] বাকী দুটি শৃঙ্গ নেপালের তাপ্লেজুং জেলায় অবস্থিত।[৭]
    কাঞ্চনজঙ্ঘা-মুখ্য ভারতের সৰ্বোচ্চ শৃঙ্গ, এবং একদম পূর্বদিকের পর্বতের মধ্যে ৮,০০০ মিটার (২৬,০০০ ফুট) এর অধিক উচ্চ। পাঁচটি পর্বতচূড়ার কারণে একে "তুষারের পাঁচটি ঐশ্বৰ্য" বলা হয় এবং সিক্কিম এবং দার্জিলিংয়ের স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে।[৮]
    ১৮৪২ সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সৰ্বোচ্চ শৃঙ্গ বলে ধারণা করা হত, কিন্তু ১৮৪৯ সালে ভারতের বৃহৎ ত্রিকোণমিত্রিক জরীপে বহু পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল যে পিক XV বলে পরিচিত মাউন্ট এভারেস্টই হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। আরো কিছু পুনঃনিরীক্ষণ করার পর ১৮৫৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।[৩]
    ১৯৫৫ সালের ২৫ মে মাসে ব্রিটিশ পৰ্বতারোহী দলের সদস্য জোয়ে ব্ৰাউন এবং জৰ্জ ব্যান্ড কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেন। তাদেরকে সিক্কিমের চজ্ঞাল বা ধৰ্মগুরুর বিশেষ অনুমতি নিতে হয়েছিল এবং এর কোনো মর্যাদাহানি করবে না চুক্তিবদ্ধ করে পৰ্বতারোহণ করেছিল।[৮] এই দলের অন্যান্য সদস্য হল- জন এঞ্জেলো জেকসন এবং টম মেকিনন।[৯] ১৯৮৬ সালের ১১ জানুয়ারি, জেৰ্জি কুকুচজকা এবং ক্ৰিজটোভ উয়িলিকি কাঞ্চনজঙ্ঘা প্ৰথম শীতকালীন আরোহণ করে।

КОМЕНТАРІ • 3