Shyamol Chhaya || Bangla Full Movie || Riaz || Humayun Faridi || Shaon ||

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @sdassong-dance1514
    @sdassong-dance1514 3 роки тому +144

    যুদ্ধের খবর শুইনা লাভ নাই
    আসেন যুদ্ধ করি।।
    হুমায়ূন আহমেদ
    হুমায়ুন ফরীদি ❤❤

  • @ronc9980
    @ronc9980 5 років тому +729

    কি অদ্ভুত সুন্দর। আর হুমায়ুন ফরিদীকে দেখেন। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন, তিনি সত্যিকার যুদ্ধেও ছিলেন। কি মহান একজন লোক। আহা।

  • @faisalhossen4418
    @faisalhossen4418 2 роки тому +38

    একমাএ হুমায়ুন আহমেদ স্যার তার নাটক এবং সিনেমা ইসলাম ধর্ম কে,অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,হুজুরের চরিত্রে এমনভাবে সাজিয়েছেন ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, আল্লাহ যেনো হুমায়ূন আহমেদ এর সকল পাপ গুলো ক্ষমা করে,জান্নাত দান করুন আমিন।

    • @jonratul7934
      @jonratul7934 9 місяців тому

      সব হুজুর এক ছিল না। বেশির ভাগ শয়তান আর ফাকিস্তানি রাজাকার ছিল

  • @muhammadevan6665
    @muhammadevan6665 5 років тому +1082

    অনেক লেখক তাদের লেখায়, নাটক, সিনেমায় ইসলামকে ছোটকরে।কিন্তু হুমায়ুন স্যারকে হাজার ভালোবাসা তিনি মওলানা চরিত্রের মাধ্যমে ইসলামের আসল রুপ তুলে ধরেছেন।

    • @মুহাম্মদআহমদ-থ৪দ
      @মুহাম্মদআহমদ-থ৪দ 4 роки тому +13

      অনেক কেই বুঝে অ বুঝে না

    • @aamasum7830
      @aamasum7830 4 роки тому +7

      @Ulot Palot হুমায়ুন আহমেদের বাবা ছিলেন একজন রাজাকার। সেই রাজাকারের সন্তান কিভাবে নাস্তিক হতে পারে বলেন🙂?

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 4 роки тому +106

      হুমায়ূন আহমেদ স্যারের বাবা আমাদের পিরোজপুর মহকুমার সি,ও ছিলেন। আর তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই অপরাধে তাকে রাজাকার + পাকিস্তানি বাহিনী মিলে ধরে নিয়ে পিরোজপুরের বলেশ্বর নদীর পাড়ে নিয়ে হত্যা করে। তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাকে রাজাকার বলার আগে ইতিহাস জানুন। তারপর কথা বলুন। প্রয়োজন হলে পিরোজপুর আসুন৷ ততকালীন কিছু মুরুব্বী মানুষ এখনও বেঁচে আছেন। তাদের কাছে শুনুন। তার কবর পিরোজপুর পৌর কবরস্থানে রয়েছে। সেখানে আসুন।
      না জেনে মিথ্যা প্রচার করছেন কেন?

    • @zihanzishan6041
      @zihanzishan6041 4 роки тому +17

      হুমায়ুন আজাদ আর হুমায়ুন আহমেদ এক না,দুইজনেই সাহিত্যক এবং লেখক ছিলেন, তাই মানুষ গুলিয়ে ফেলে

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 4 роки тому +17

      @@zihanzishan6041 হ্যা ভাই
      এটা একটা বড় সমস্যা৷ হুমায়ূন আজাদের কারনেই হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলে। একই নাম হওয়ায় এই প্রবলেম। কিন্তু আসল কথা হলো যারা শুধু নাম শুনেছে কিন্তু দুজন আলাদা ব্যক্তির ব্যাপারে জানেইনা তারা সমালোচনা করার অধিকার রাখেনা

  • @ayshatakia203
    @ayshatakia203 6 років тому +228

    আমার জীবনে দেখা সবচেয়ে সেরা সিনেমা!!!❤❤❤
    কোনো বিশেষণই
    যথেষ্ট হবে না এই মুভির জন্য!!!
    হুমায়ূন অাহমেদ বেঁচে থাকবেন তাঁর এসব কালজয়ী সৃষ্টির মাধ্যমে❤

  • @SANN6950
    @SANN6950 2 роки тому +46

    সিনেমাটা যতবারই দেখি, চোখের পানি ধরে রাখতে পারি না। না জানি কত প্রাণের বিনিময়ে আমরা পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করি।
    আল্লাহ্ তাআলা আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতুল ফিরদৌসে নুসিব করুক।

  • @wherethemindiswithoutfear3895
    @wherethemindiswithoutfear3895 3 роки тому +173

    ' একজন খাঁটি মুসলমান জালিমের অধীনে থাকে না। ' - কী অসম্ভব শক্তিশালী বার্তা...

  • @icemanju4939
    @icemanju4939 7 років тому +480

    এত অসাধারণ মুভি কেমনে হয়। এক মূহুর্তের জন্য বিরক্তি আসেনি। সবাই এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর করে ঘটনাকে ফুটিয়ে তুলেছে, সত্যিই অনবদ্য। কখনো সূক্ষ্ণ সেন্স অফ হিউমারে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে, কখনো কাহিনীর গভীরতা নিজের অলক্ষ্যে চোখে পানি নিয়ে এসেছে। এ এক মিশ্র অনুভূতি। হুমায়ূন আহমেদ সাহেব, আপনি এত অসাধারণ কেন???

    • @bayzidmahmod6649
      @bayzidmahmod6649 6 років тому +6

      অবশেষে এই বাংলাদেশ!!!!!!

    • @AbdulAlim-rj1gs
      @AbdulAlim-rj1gs 5 років тому +6

      এটাই হুমায়ুন স্যারের কারিশমা।

    • @mohammadsakhawatjahed9404
      @mohammadsakhawatjahed9404 5 років тому +5

      এমন ছবি যদি আজকের সময়ে নির্মিত হতো ,তাহলে চলচিত্রের এ অবস্থা হতো না

    • @smilewithsuha3363
      @smilewithsuha3363 5 років тому +4

      Amio setai vabsilam.same manush k hasate hasate pet betha kore deao r aber ak e mvi te kadano chattakhani kotha na

    • @sujoysarker4555
      @sujoysarker4555 4 роки тому +6

      উনি হুমায়ুন আহমেদ
      এজন্যই উনি অসাধারণ।

  • @kaladahmed9468
    @kaladahmed9468 2 роки тому +157

    এইটা কোনো সিনেমা না,ভাই!এইটা আমাদের বাঙালি জাতির আবেগ❤

  • @thegodfather157
    @thegodfather157 6 років тому +408

    বর্তমান দিনে লাখ লাখ টাকা খরচ করা সিনেমা গুলো দেখলেও ভিতর থেকে কোন অনুভূতি আসে নাহ।কিন্তু এই সম্পুর্ণ সিনেমাটা একটায় নৌকায় শ্যুট করলেও মানুষের হৃদয় ছুয়ে গেছে...

    • @MdNazmul-tm2ys
      @MdNazmul-tm2ys Рік тому

      একদম মনের কথাটা কইছেন ভাই।

    • @kriaz237
      @kriaz237 7 місяців тому

      এই ছবি গুলো দেখলে চোখের পানি ধরে রাখা কষ্কর

    • @MDRakib-ss1bx
      @MDRakib-ss1bx 6 місяців тому

      ঠিক বলেছেন ভাই

  • @jasinMahmud
    @jasinMahmud 4 роки тому +637

    লাস্ট পর্যায়ে যখন পতাকা বলে স্যালুট দেয় গানটা শুরু হয় শরীরের লোম দাঁড়িয়ে যায়। হুমায়ুন আহমেদের মতো পরিচালক সত্যি ই এদেশে আর দ্বিতীয় কেউ নেই।

    • @mdahsanhabib9852
      @mdahsanhabib9852 3 роки тому +1

      Same amaro

    • @raselhasan2492
      @raselhasan2492 3 роки тому +7

      এটাই দেশ প্রেম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🖤🖤🖤🖤

    • @gaziasif2151
      @gaziasif2151 3 роки тому +4

      আমার তো চোখে পানি চলে আসছে।

    • @shohagkhan1835
      @shohagkhan1835 3 роки тому +2

      আমার গায়ের লোম খাড়া হয়ে গেয়েছে শেষে।

    • @fahimhosen9379
      @fahimhosen9379 3 роки тому +1

      সত্যিই গায়ের লোম দাঁড়িয়ে উঠছে

  • @ArafatSohag-sh9jn
    @ArafatSohag-sh9jn 3 місяці тому +32

    ২০২৪ এসেও কে কে সিনেমাটা দেখছেন সুধু তারাই লাইক দিন

  • @abdurrazzaque6843
    @abdurrazzaque6843 5 років тому +199

    একটা নৌকার উপর পুরা ছবির কাহিনী নির্মিত। সত্যি অসাধরন, হুমায়ুন স্যার।

  • @subratabanik7408
    @subratabanik7408 3 роки тому +296

    আমার ঠাকুমা আর দাদুর কাছ থেকে শুনেছিলাম। মুক্তিযুদ্ধের সময় তারা..পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে ।পালিয়ে আমাদের পাশের গ্রামে মুসলিম বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন..আমার বাবা কাকারা অনেক ছোট ছিল। তখন যদি তারা আশ্রয় না দিত তাহলে হয়তো আমার, এই পৃথিবী দেখার সৌভাগ্য হতনা❤ ❤❤হুমায়ূন আহমেদ স্যারের এই ছবিটা দেখে কথাগুলো মনে পড়ল। 😍

    • @ranakhan2201
      @ranakhan2201 2 роки тому

      Right

    • @aslkratos6011
      @aslkratos6011 Рік тому +7

      We are all brothers and sisters❤

    • @shafikvlog4477
      @shafikvlog4477 Рік тому

      ❤️❤️❤️

    • @nirobeshohel
      @nirobeshohel Рік тому

      আমার নানু বাড়িতে অনেকে আশ্রয় নিয়েছিল
      আর যখন পাক বাহিনী আসতো সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু বলতো
      সবাই সিদুর মুছে রাখতো

    • @mdkamalhossainsagar7332
      @mdkamalhossainsagar7332 Рік тому

      আমার বাপ চাচা রা ও হিন্দুদের কালেমা শিখিয়ে আশ্রয় দিয়েছে বাড়িতে

  • @NRNahidAs
    @NRNahidAs 11 місяців тому +120

    ২০২৪ সালে এসে কারা কারা এই ছবিটা দেখছো ❤

  • @shoyebakhter9942
    @shoyebakhter9942 5 років тому +143

    বাংলাদেশ জন্মের প্রসব বেদনার কিছু অংশ,,
    হাজার সালাম সকল শহীদের প্রতি।
    সালাম হুমায়ুন আহমেদ স্যার।

  • @blackpalash9192
    @blackpalash9192 6 років тому +86

    কান্না ধরে রাখতে পারলাম না জানিনা কেন,,,এমন ও হতে পারে হয়তো দেশকে ভালবাসি বলে,,,অজস্র সালাম তোমায় প্রিয় মাতৃভুমী।।

  • @noyanhasan3738
    @noyanhasan3738 Рік тому +8

    নিজের অজান্তেই চোখটা ভিজে গেলো 😢।
    আহ কত প্রেম! কত আবেগ!
    এত ত্যাগের মাধ্যমে পাওয়া দেশটা স্বাধীন হয়েও বর্তমানে দেশপ্রেমের অভাবে মৃতপ্রায় 😢

  • @taznihatiyo2882
    @taznihatiyo2882 6 років тому +53

    এমন লক্ষ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা_দের জানাই হাজারো সালাম। স্যালুট স্যালুট। জয় বাংলা।

  • @sudo8227
    @sudo8227 4 роки тому +91

    "পতাকা, স্বাধীন বাংলাদেশের পতাকা"
    এ লাইনটা যতবার শুনি ততবারই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে,
    অনেক ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, অনেক মিস করছি হুমায়ুন আহমেদ স্যারকে। স্যার, আপনি আর কোনদিন আর ফিরে আসবেন না এটা মেনে নিতে পারিনা, সারাজীবনেও আপনার অভাব পূরণ হবেনা।

  • @sourovmollik1756
    @sourovmollik1756 2 роки тому +17

    হুমায়ূনস্যার সত্যিই একজন জিনিয়াস, এক নৌকাকে কেন্দ্র করে এত সুন্দর পরিচালনা।।
    অনবদ্য 🖤💫

  • @shahiduzzamansalim3879
    @shahiduzzamansalim3879 5 років тому +88

    "সবাই ফিরে আসে আপনার ছেলে কেন ফিরে আসে না বাবা।"এটা শোনার পর চোখের জল এমনিতেই গড়িয়ে পড়ছে আমার

  • @RumanAbdulHai
    @RumanAbdulHai 5 років тому +237

    এর চেয়ে বেশি আবেগ দিয়ে অভিনয় হয় না। স্বাধীন দেশের পতাকা দেখে
    ফারুক আহমেদ আর এজাজুল ইসলাম সেলুট দিতে যেয়ে সত্যি সত্যি কেঁদে ফেলেছিলেন।
    সত্যি অসাধারণ একটা ছায়াছবি সেলুট হুমায়ুন আহমেদ স্যার।

    • @riponalsami5582
      @riponalsami5582 4 роки тому +1

      ভাই এই ছবিটা এই খানে এসে আমার কান্না আসবেই। যত বার দেখেছি ছবিটি।

    • @Laaayzee
      @Laaayzee 4 роки тому +1

      I agree

  • @mdrajankhan9775
    @mdrajankhan9775 5 місяців тому +4

    ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি হুমায়ূন আহমেদের লেখা কাহিনী দেখে মনে হয় বাস্তব কাহিনী চোখের সামনে চোখ দিয়ে পানি চলে আসলো ধন্যবাদ হুমায়ুনআহমেদ
    স্যারকে এত সুন্দর একটা নাট্য অভিনয় উপহার দেওয়ার জন্য

  • @angeltara9357
    @angeltara9357 5 років тому +94

    হুমায়ূন ফরিদ স্যার আর হুমায়ুন আহমেদ স্যার দুইজন উজ্জ্বল নক্ষত্র ,,, যা রঙিন পর্দায় নিভে গেছে,,, কিন্ত মনের আকাশে এখনো জ্বলজ্বল করছে,,,

  • @omarfaruk-rr9hj
    @omarfaruk-rr9hj 6 років тому +174

    সেই ২০০৫ এ মামাতো ভাইদের সাথে নিয়ে ক্লাস ফাকি দিয়ে সিনেমা টা দেখছিলাম। এই নিয়ে কত্তবার দেখছি মালুম নেহি। পুরানো দিনের কথা মনে পড়ে গেলো। দিন চলে গেছে কিন্তু সিনেমাটা আজো মনে একি রকম দাগ কেটে যায়।

  • @mohonbillah8556
    @mohonbillah8556 Рік тому +3

    শ্যামল ছায়া এই ছবিটা বহুবার দেখেছি, আর যতবারই দেখেছি মন ভরে গেছে। কেন জানিনা মনের গভীর থেকে দুর্বলতা কাজ করে। বর্তমান জেনারেশন এর ছেলে মেয়েরা এইধরনের সিনেমা পছন্দ করেনা। সবশেষে যখনই পতাকা দেখা যায় আর তার সাথে বেজে ওঠে "মুক্তির মন্দির সোপানও তলে" এই গানটি তখনের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবেনা। এমনিতে বরাবরই দেশের গান আমার খুবই পছন্দ। স্যালুট হুমায়ুন আহমেদ স্যার।❤

  • @jewelhaider2722
    @jewelhaider2722 4 роки тому +190

    কেউ যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকে ,তাহলে এই ছবি দেখার পর তার মনের অজান্তেই চোখে জল আসবে এবং দেশ ও পতাকার প্রতি এক অনাবিল মায়ার স‌ষ্টি হবে। হুমায়ূন আহমেদ স্যার কে আবার ও স্যালুট জানাই।

    • @rkrajmahmud9998
      @rkrajmahmud9998 Рік тому

      সঠিক, আমার অনেক বার এসেছে কাঁন্না,জানি না আমি দেশপ্রেমিক কি না,তবে আবার এই সোনার বাংলারে স্বাধীন করতে চাই,দূর্নীতিবাজ দের বিরুদ্ধে, যারা দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করে

    • @jamanbhuiyan7834
      @jamanbhuiyan7834 Рік тому

      চোখের পানি আটকাতে পারলাম না লাস্ট সিন টাই

  • @reviewer8671
    @reviewer8671 5 років тому +72

    যতবার দেখি, ততবারই কাঁদি।
    প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, আমরা কখনো অনুভব করতে পারবো যে...কি পরিমাণ ত্যাগ, অমানুষিক দুঃখ, কষ্টের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম?

  • @MdSayed-jr4yb
    @MdSayed-jr4yb 7 місяців тому +3

    কত কষ্ট করে কত কিছু বিসর্জন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন,আহা সকলের রুহের মাগফিরাত কামনা করি।

  • @এএইচসাগর
    @এএইচসাগর 3 роки тому +50

    বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করতে "কিস্ট্রফার নোলান" হতে হয় না। এক ভালো গল্প আর একটা হুমায়ূন আহম্মেদই যথেষ্ট। ❤

  • @md.aminurrahman3320
    @md.aminurrahman3320 6 років тому +33

    ছবিটা দেখে সত্যি বিমোহিত হয়েছি। বলার ভাষা হারিয়ে ফেলেছি। হুমায়ূন স্যার সত্যি আপনি অসাধারণ একজন মানুষ। আল্লাহ আপনাকে যেন বেহেশত দান করেন।মরেও আপনি অমর হয়ে আছেন।

  • @RaSeL-1971
    @RaSeL-1971 Рік тому +21

    আমাদের পতাকা 🇧🇩
    আমাদের পতাকা 🇧🇩
    চিল্লাইয়া যখন বলে সত্যিই শরীরে একটা কাঁপুনি এসে যায়।
    মনে হয়না মুক্তিযুদ্ধ নিয়ে এরচেয়ে ভালো কোনো সিনেমা তৈরী হয়েছে বা ভবিষ্যতে তৈরী হবে।
    শ্রদ্বেয় হুমায়ুন স্যার।

  • @azharulislam106
    @azharulislam106 5 років тому +168

    আমরা সবাই মাদবর,‌কিন্তু সম‌য়ে একজ‌নের বে‌শি মাদবর থাকা ঠিক নয়।এখন থাইক্কা আমিই মাদবর।।‌
    কি অসাধারন অভিনয় হূমায়ুন ফ‌রিদী স্যা‌রের।

  • @enamulhaquesweet3055
    @enamulhaquesweet3055 5 років тому +50

    রিয়াজ, হুমায়ন ফরিদী অসাধারন।।।।
    বাংলা সিনেমায় এতো সুন্দর ছবি এখন হয় না জন্যেই দর্শক হলে যায় না।।।।
    আর হয়তো যাবেও না।।।।
    শান্তিতে ঘুমাক বাংলা সিনেমা।।।।
    মুক্তিযুদ্ধের ছবি গুলোই সর্বসেরা।।।।।

    • @MdIsrafil-mz3ue
      @MdIsrafil-mz3ue 3 роки тому

      একদিকে ওয়াজ করেন, ইসলামে সিনেমা হারাম, আরেকদিকে বলেন সিনেমা ভালো হয় না। যেভাবে হারাম বলে চিল্লান, সংস্কৃতি টিকে থাকবে কেমনে?

    • @shakiburrahman7533
      @shakiburrahman7533 2 роки тому

      @@MdIsrafil-mz3ue বেশি বুঝে ফেললি না এক লাইন?

  • @anikkumar5670
    @anikkumar5670 2 роки тому +3

    অনেক ছোটবেলায় বিটিভির পর্দায় সিনেমাটা দেখেছিলাম।।।মাএ একবারই দেখেছিলাম।। তারপর থেকে কেন জানি আমার মনের মধ্যে সিনেমাটা গেথে গিয়েছিল,,, অনেক বছর পর দ্বিতীয় বারের মতো ছবিটা দেখলাম।।। আজ অনেক দিনের আকাঙ্খা পূরণ হলো।।
    ০১/০১/২০২২

  • @fahadalzubair3045
    @fahadalzubair3045 5 років тому +2262

    শুটিংয়ের জন্য দেশ বিদেশে যেতে হয় না,একটি নৌকা ই যথেষ্ট।

    • @muhammadevan6665
      @muhammadevan6665 5 років тому +32

      ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সত্য কথা ভাই।

    • @MdRafi-lx8vq
      @MdRafi-lx8vq 5 років тому +14

      U ar right Brothers 👌

    • @emamhsn1448
      @emamhsn1448 4 роки тому +17

      ata ke pram er movie j dash bidash jabe??

    • @shovo956
      @shovo956 4 роки тому +6

      Right

    • @shakibrahman971
      @shakibrahman971 4 роки тому +2

      😭😭😭😭😢

  • @sumayatawassum6303
    @sumayatawassum6303 6 років тому +249

    মিস ইউ হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন ফরিদি এবং চ্যালেঞ্জার... 😥

    • @md.dulalmia727
      @md.dulalmia727 4 роки тому

      আসসালামু আলাইকুম
      কেমন আছেন? আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ।

    • @sadnanhasansaad1968
      @sadnanhasansaad1968 4 роки тому +1

      হুম,সিনেমাটির তিনটি মূল খুঁটিই নেই😢😭😭😭😭

    • @salauddinkibria2695
      @salauddinkibria2695 4 роки тому

      miss u 💝

    • @coffeeart5470
      @coffeeart5470 4 роки тому

      😭😭😭😭

    • @jibonergaan.20jibonergaan.2
      @jibonergaan.20jibonergaan.2 3 роки тому

      @@md.dulalmia727 কিরে কামলা

  • @sadiyasultana0033
    @sadiyasultana0033 Рік тому +7

    এটা ২০২৩ সাল,শরীরে তীব্র পিরিয়ডের ব্যথা নিয়ে সুয়ে সুয়ে ছবিটা দেখলাম,একটুও ব্যাথা অনুভব হয় নি🙂
    মানুষের কতই না কষ্ট হয়েছিল ১৯৪৭ - ১৯৭১ অব্দি,ওই ব্যথার কাছে এই ব্যাথা কিছুই না😊আল্লাহ এই দেশকে সবসময় শত্রুমুক্ত রাখুক,ভালো থাকুক আমার দেশ,৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গড়া আমার প্রিয় বাংলাদেশ! ❤️🇧🇩
    জয় বাংলা!🇧🇩

    • @soniaaktar5176
      @soniaaktar5176 Рік тому

      Same

    • @viralbangladesh4786
      @viralbangladesh4786 6 місяців тому

      Esob ekhane vola thik nah cii cii

    • @AymanSadik-zp8if
      @AymanSadik-zp8if 2 місяці тому

      আসলে মানুষের লাজ লজ্জা না থাকলে যা হয় পিরিয়ডের ব্যাথা সেটাও এখানে বলতে হয়

  • @md.imamhossen7090
    @md.imamhossen7090 5 років тому +49

    আমরা বুঝি এভাবে স্বাধীন হয়েছি!!! চোখ দিয়ে পানি গলগল করে পরেই যাচ্ছে।
    আমাদের পূর্ব পুরুষেরা কত আত্নত্যগ করে আমাদের উপহার দিয়েছেন দেশটা।
    ধন্যবাদ দুই হুময়ূন স্যারকেই। শ্রদ্ধা নিবেদন করছি সকল শহীদকে ও নির্যাতিত প্রিয় মা বোনকে।
    ♥♥♥

  • @fahrukhakash1323
    @fahrukhakash1323 5 років тому +124

    এই ছবি যদি ইউরোপ আমেরিকায় নির্মিত হতো তাহলে এতক্ষনে অস্কারে নাম লিখাতো,আর এসব জিনিয়াস অভিনেতা অভিনেত্রী দের কেউ কেউ অস্কারে ভুষিত হতেন,সত্যিই অসাধারন ছবি আর অসাধারন অভিনয়।

  • @sohel4910
    @sohel4910 6 місяців тому +5

    আমার এক কাকা ছিলেন, আমাদের বাড়ি মাদারীপুর উনি কমান্ডার খলিলের অধিনে নৌকায় চড়ে এভাবে যুদ্ধ করেছন। আমরা তার মুখে যুদ্ধের অনেক গল্প শুনেছি। আজ উনি বেঁচে নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন।

  • @tamimtalks3968
    @tamimtalks3968 3 роки тому +96

    2021 এ এসে ও দেখা হলো।
    সালাম জানাই বাংলার সকল বীর মুক্তিযোদ্ধাদের♥️

  • @sanjeysanjey1391
    @sanjeysanjey1391 4 роки тому +17

    চোখের পানি বাঁধন মানেনা...কি অসাধারণ ছবি...আমাদের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🙏

  • @hasibulhuqshanto1934
    @hasibulhuqshanto1934 2 роки тому +6

    এ মুভিতে ইসলামের সম্মান রক্ষা করা হয়েছে।।আল্লাহ এ মুভির উছিলায় হুমায়ন আহমেদ এর ভূল ত্রুটি মাফ করে জান্নাত বাসী করো

  • @Rezaulkarim-tvhospital
    @Rezaulkarim-tvhospital 6 років тому +84

    একাত্তর দেখিনি তবে ছিনেমাটা যতবার দেখি ততবারই একাত্তরে চলে যাই। এক কথায় অসাধারন!

    • @tahsinmeherpurno2229
      @tahsinmeherpurno2229 3 роки тому +1

      একটা পতাকা না ভাই একটি অসাম্প্রদায়িক জাতির জন্য। একটা স্বাধীন দেশের জন্য৷ দাসত্ব থেকে বাঁচার জন্য ।

  • @arupsarkar7344
    @arupsarkar7344 5 років тому +130

    I loved the Maulana...a very true Maulana, a wise Muslim man. I am not Muslim, rather I am a Hindu.

  • @N10vlog
    @N10vlog Рік тому +155

    ২০২৩ সালে এসে এখনো যারা নাটক টি দেখছেন তারা একটা লাইক দেন 💥💥

  • @এপিটাফ_এর_লেখা
    @এপিটাফ_এর_লেখা 5 років тому +131

    হুমায়ূন ফরিদী, চ্যালেঞ্জার, ডাঃ এজাজ, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, রিয়াজের মত অভিনেতা একসাথে একই মুভিতে... আহ।

    • @NazrulIslam-kl3de
      @NazrulIslam-kl3de 3 роки тому

      আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

    • @mahmudoulhasan5597
      @mahmudoulhasan5597 3 роки тому

      স্বাধীন খসরু

  • @mdsefatulislam3603
    @mdsefatulislam3603 5 років тому +26

    কালজয়ী চলচ্চিত্র। যতবার দেখা শুরু করি শেষ না হওয়া পর্যন্ত এর মধ্যে হারিয়ে যাই। ভালবাসি রক্ত দিয়ে কেনা আমার বাংলাদেশকে।

  • @abhijitshaoo2026
    @abhijitshaoo2026 5 місяців тому +1

    মুক্তির মন্দির সোপান তলে... আলাদা একটা অনুভুতি.. সত্যি মুভি টা দেখে খুব উথভূত হলাম.. ফিল্ম ডিরেক্টর কে অসংখ্য ধন্যবাদ from India West Bengal avijit

  • @nafiurpial7209
    @nafiurpial7209 6 років тому +256

    এই চোখের পানি আমার দেশের জন্য.... বাংলাদেশকে ভালোবাসি..... হুমায়ূন আহমেদকেও ভালোবাসি.....

    • @isaacnewton4277
      @isaacnewton4277 4 роки тому +2

      আর সেই বাংলাদেশ আজ ভারতের অঙ্গরাজ্য হওয়ার পথে।

    • @mushiabir1094
      @mushiabir1094 3 роки тому

      @@isaacnewton4277 kotha sotto

    • @iftekharrahman9396
      @iftekharrahman9396 3 роки тому +3

      @@isaacnewton4277 দেশ স্বাধীনতা লাভ হওয়ার পর থেকেই একটি চক্র এই কথা বলে আসছে

    • @fredombanglatravel1877
      @fredombanglatravel1877 7 місяців тому

      ​@@isaacnewton4277 কখনোই হবে না সেটা।

  • @zabedhasan49
    @zabedhasan49 5 років тому +90

    হুজুরদেরকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন ছবিতেই এতো মর্যাদা দেওয়া হয়নি। বরং অসম্মান করা হইছে।

    • @khairulislamanik
      @khairulislamanik 4 роки тому +17

      বেশির ভাগ হুজুরই একরোখা। এই ছবির হুজুরের মত যুক্তিবাদী প্রগতিশীল নয়। বাস্তব আর সিনেমায় সত্যের অনুপাত সেই হিসেবে ঠিকই আছে বলে মনে হয়।

    • @firozahmed5029
      @firozahmed5029 4 роки тому +10

      কারণ ৭১ এর মুক্তি যুদ্ধে ৯৯% হুজুর, মওলানা ও মাদ্রাসা ছাত্ররা ছিল পাকিস্তানের পক্ষে। তারাই রাজাকারি করেছে তখন। আর স্বাভাবিক ভাবেই মুক্তিযুদ্ধের ছবি গুলোতে তাদের প্রকৃত চেহারাই তুলে ধরা হয়। বাকি ১% মওলানা ছিল স্বাধীন বাংলাদেশের পক্ষে। এই ছবিতে "মওলানা" চরিত্রটি সেই ১% এর প্রতিচ্ছবি।

    • @marufjubayer6710
      @marufjubayer6710 4 роки тому +7

      @@firozahmed5029 অাপনার বক্তব্যের প্রতিবাদ করছি, বিষয়টি কখনই এমন নয়,প্যান্ট শার্ট পড়া অার দাড়িচাছা রাজাকারের সংখ্যা ইসলামী লেবাসধারী রাজাকারের দশগুণ ছিল, সত্যিকার ইতিহাস জানার চেষ্টা করুন৷

    • @shuvoahmad3090
      @shuvoahmad3090 3 роки тому +1

      @@firozahmed5029 khankir put

    • @A1b987
      @A1b987 3 роки тому

      @@firozahmed5029 আসলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কে হুজুর আর কে হুজুর না। দাড়ি, টুপি, ইসলামি লেবাস পরলেই হুজুর হয় না। আবার দাড়ি, টুপি, ইসলামি লেবাস ছাড়াও হুজুর হওয়া যায়। যারা কুরআন হাদিস তাফসীর সবকিছু জেনেও ইসলামে বিশ্বাস করে, তারাই হুজুর। আর এরা সবাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলো। আর যারা ইসলামি লেবাস পরে কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে হুজুর শ্রেণিতে ফেলাটা বোকামি। যেমন ভারতের অনেক স্থানে দাড়ি, টুপি পরা মসজিদের ইমাম সাহেব হিন্দুদের পুজাতেও অংশগ্রহণ করে। এদেরকে কোনোভাবেই হুজুর শ্রেণিতে ফেলা যায় না। তাই আপনি যদি ইসলামিক লেবাস দিয়ে কে হুজুর সেটা মূল্যায়ন করেন, আপনার ভুল হবে।

  • @efootball1769
    @efootball1769 3 місяці тому +1

    1:26:20 উফ হুমায়ুন ফরিদির মুক্তিযোদ্ধা হিসেবে ইন্ট্রো দেয়াটা পুরা অস্থির ছিল😎😎
    আমি বারবার পিছনে টেনে এই সিনটা দেখতেছি

  • @rizbiahmedrimon5747
    @rizbiahmedrimon5747 4 роки тому +41

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...🇧🇩
    ছবিটা দেখতাছি আর চোখ বেয়ে পানি ঝরছে..) বীর শহীদ দের জানাই হাজারো সালাম.)

  • @shubhrosinha3341
    @shubhrosinha3341 5 років тому +39

    সম্ভবত বাংলাদেশী সিনেমা ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। সত্যি কিছু বলার নেই এই সিনেমা নিয়ে। এখনো বারবার দেখি আর প্রতিবার নতুন লাগে, মুগ্ধ হই।

    • @anzumitro
      @anzumitro 2 роки тому

      আমার বন্ধু রাশেদ"দেখার অনুরোধ 🙂

  • @riyankhan330
    @riyankhan330 2 роки тому +8

    ছোটবেলায় ছবিটা বিটিভিতে অনেকবার দেখেছি। কিন্তু তখন ছবিটায় মহত্ত্ব ততোটা অনুভব করিনি 🥲।তবে আজ পারলাম 🥰।
    সত্যি কতোটা কষ্টের দামে পেয়েছি এই স্বাধীনতা।
    স্যালুট জানাই সকল মুক্তিযোদ্ধাদের 🥰।
    হুমায়ুন আহমেদ আপনি সেরা🥰

  • @purnimadas460
    @purnimadas460 4 роки тому +41

    হুমায়ুন আহমেদ লেখক হিসেবে আমার খুব পছন্দের। উনার পরিচালনায় পরিচালিত শ্যামল ছায়া ছবিটি খুবই পছন্দের। অনেক বার দেখেছি। কেন জানি বার বার ছবিটি দেখতে ইচ্ছে করে।

  • @mdjavedhossain7731
    @mdjavedhossain7731 6 років тому +96

    এভাবেই লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা,আমি বিনম্র চিত্তে স্বরন করি সেইসকল বীর সেনানীদের যাদের নিঃস্বার্থ আত্নাহুতির কারনে আজ স্বাধীন দেশে বাস করতে পারছি এবং তাদের আত্নার মাগফেরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, আসুন আমরা আমাদের দেশকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি

  • @mrrobiaslam3220
    @mrrobiaslam3220 2 роки тому +9

    শেষের অংশে স্বাধীনতার পতাকা দেখে মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো, এ যেন আনন্দের অশ্রু!

  • @susmitamitra7268
    @susmitamitra7268 5 років тому +27

    এই মুভিটা আমার জীবনে যতবার দেখছি কান্না আটকাতে পারিনি। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছে।
    লক্ষ শহীদের বিনিময়ে আমার সোনার বাংলা♥

    • @shakiburrahman7533
      @shakiburrahman7533 2 роки тому

      💖💖

    • @AD83521
      @AD83521 Рік тому

      কিন্তু এই সোনার বাংলায় এখনো পাকিস্তানের দালালরা জীবিত আছে।

  • @arifuzzamanarif7222
    @arifuzzamanarif7222 5 років тому +59

    হুমায়ূন ফরিদি স্যার
    😍অভিনেতা।

  • @shadinsen392
    @shadinsen392 7 місяців тому +1

    মুভি টা দেখে চোখের জক ধরে রাখতে পারি নি,,,,,অনেক গর্বও হচ্ছিলো আমাদের মুক্তিযুদ্ধাদের জন্যে,,,ফেসবুকে শর্ট ভিডিও দেখে এখানে দেখতে আসলাম,,,,,কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম,,,যদি কেউ রিয়েক্ট দেয় তাহলে আবার মুভিটা দেখবো🙏🙏🙏

  • @shujonsarder1885
    @shujonsarder1885 6 років тому +40

    সত্যই অপুর্ব , স্বাধীনতা যুদ্ধ নিয়ে এর আগে আমি এত সুন্দর ও বাস্তব ধর্মী মুভি দিখি নাই । এটাই বাস্তব চিত্র , হিন্দু-মুসলিম , সাধারন লোক , আলেম-ওলামা এদেশের সব লোক পাক হানাদার বাহিনীর নির্যাতনের সিকার হয়েছিলেন , তাইতো মাত্র ৯ মাসে দেশ স্বাধীন হয় । মুভিটা সবার দেখা উচিৎ ।

  • @samiharrison5920
    @samiharrison5920 3 роки тому +10

    হাজার বছর ধরে
    আর শ্যামল ছায়া
    বাঙালী মানুষ কেমন ছিলো, তাদের চলাফেরা,মেজাজ, দৃষ্টিভঙ্গি তাদের সরলতা, সব কিছু স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলছে।
    ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার
    ধন্যবাদ জহির রায়হান স্যার❤️

  • @AfsanaMemuYon
    @AfsanaMemuYon 5 місяців тому +1

    এত সুন্দর একটা ছবি আগে কেন দেখি নি ২০২৪ সালে দেখছি ❤❤ কি অপূর্ব হুমায়ূন আহমেদ এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই দিগুন বেড়েছে ♥️

  • @MdMamun-pb9jl
    @MdMamun-pb9jl 5 років тому +59

    বাংলাদেশের ইতিহাসে রিয়াজের মত অভিনেতা অামরা অার পাবেনা।সত্যি অসাধারন।

    • @nusratjahan2076
      @nusratjahan2076 4 роки тому

      You are absolutely right bolesen.
      Hazar bosor dhore dekhben

  • @arefinmasud7150
    @arefinmasud7150 6 років тому +21

    মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুভি টা দেখে বুঝলাম মানুষ কত কষ্টে দিন গুলো কাটিয়েছে.. কতো কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা...... সত্যি মুভি টা অসাধারণ....

  • @rafinislam1410
    @rafinislam1410 5 місяців тому +1

    দেশ প্রেম জাগ্রত হয়ে গেল। অসাধারণ ছবি। ❤️💙

  • @NaturewithSS
    @NaturewithSS 5 років тому +79

    সর্বকালের সেরা মুক্তিযুদ্ধের সিনেমা! এতো ত্যাগ যে স্বাধীনতার জন্য, তার সাবলীল বহিঃপ্রকাশ আর কোনো সিনেমায় দেখি নাই।

    • @zabiribnealom6558
      @zabiribnealom6558 5 років тому +1

      তাও মাত্র একটি নৌকার মধ্যেই☺👌 সব ফুটিয়ে তুলা হয়েছে।

    • @ShamimAhmed-nm8vj
      @ShamimAhmed-nm8vj 4 роки тому +1

      Sundor 👌

    • @sumonmithu9112
      @sumonmithu9112 4 роки тому +1

      আমি একটা বিষয় লক্ষ করলাম আপনিও ঠিক আমার মতো স্যারের অন্ধ ভক্ত আপনিও স্যারের প্রায় সবগুলো সিনেমা নাটক দেখেছেন মনে হয় ধন্যবাদ আপনাকে

  • @tahmeenasultana9173
    @tahmeenasultana9173 7 років тому +53

    কত বার যে দেখা হয়েছে এই সিনেমা!!
    দেখলেই শুধু মনে হয়,,হুমাইয়ূন স্যার আর কিছু দিন আমাদের মাঝে থাকলে খুব ভাল হত!!💜

  • @RuhulAmin-uj4cr
    @RuhulAmin-uj4cr Рік тому +24

    মুক্তিযুদ্ধের যতগুলো ছবি আছে তার মধ্যে সেরা ছবি।
    বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পাকিস্তানিদের ঘৃণার চোখে দেখবে তাদের নির্মমতার জন্য।
    ০১-১২-২২

  • @rubeltalukder9279
    @rubeltalukder9279 3 роки тому +31

    শেষে এসে গায়ের লোম দাঁড়িয়ে গেল। চোখের জল চলে আসল।। এত কষ্টের স্বাধীনতা আনতে যে মানুষ গুলো তাদের জীবন দিয়ে গেছে মাবুদগো অনেক ভাল রেখ তাদের পরপারে 🤲🤲🤲

  • @sajidhasanshanto9835
    @sajidhasanshanto9835 4 роки тому +63

    "উনি মুক্তিযোদ্ধা, ওনারে সালাম দেও "

    • @sakirgaming6630
      @sakirgaming6630 3 роки тому +1

      😂😂😂

    • @sss5469nshd
      @sss5469nshd 3 роки тому

      @@sakirgaming6630 হাসি কেন!?

    • @sajidhasanshanto9835
      @sajidhasanshanto9835 2 роки тому

      @@sakirgaming6630 ভাইজানের বংশে কেউ রাজাকার আছে নাকি?

  • @a.r.bhuiyan4192
    @a.r.bhuiyan4192 2 роки тому +2

    ফরিদী সাহেবের ডায়লগ - সময়ে একজন নেতা থাকাই যথেষ্ট।
    রিয়াজ, আহমেদ রুবেল, রহমত চাচা, চ্যালেন্জার, তানিয়া, এজাজ ভাই, ফারুক ভাই।
    মুক্তিযুদ্ধ, একটি পতাকা, আবেগ ভালোবাসা।
    হুমায়ুন আহমেদ উনার নাজাতের জন্য দোয়া করি, আল্লাহ বেহেশতবাসী করুক তাকে।

  • @jahidhasan-ut2sf
    @jahidhasan-ut2sf 3 роки тому +8

    পতাকা, স্বাধীন বাংলাদেশের পতাকা...
    শেষের সংলাপ টি হৃদয় ছুয়ে অশ্রু বয়ে গেল।
    পরপারে ভালো থাকবেন কিংবদন্তী হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদী, চ্যালেঞ্জার

  • @mugdhoislam5805
    @mugdhoislam5805 6 років тому +28

    বলার ভাষা খুঁজে পাচ্ছি না...শুধু শ্রদ্ধা তাদের,বাংলা মায়ের দামাল ছেলেদের...ধন্য তোমরা,ধন্য দেশ, স্বাধীন বাংলাদেশ 💚🇧🇩

  • @apurbadasapu4860
    @apurbadasapu4860 2 роки тому +2

    প্রথমেই বলব এটা একটা জীবন্ত সিনেমা!!সেই ছোট বেলায় প্রায় ৭-৮ বছর অাগে গ্রামের বাড়িতে সাদা কলো টিভিও দেখেছিলাম। তখন কীছু বুজতাম না জানতাম না কীন্তু মূভি টি দেখে অজান্তেই চোখ দিয়ে জল চলে এসেছিল। মূভিটি চোখের মধ্যে একেবারে গেথেছিল।।আার আজ ১৮ /১২/২১ মূভিটি দেেখছি চোখে জল চলে আসছে। মূভিটা অনেক খুজেছি কীন্তু নাম না জানার কারণে খুজে পাইনি।।মূভিটা দেখার পর সেই ছোট বেলায় চলে গেছি।।সত্যিই অামার জীবনে দেখা একটা সেরা মূভি💗💗💗💗💗। অাপনারা কে কে ২০২১ এ এসে মূভিটি দেখেছ জানিও।।।। বন্ধুরা!!!

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 5 років тому +6

    স্বজল চক্ষে একটা কথাই বলতে চাই.............সত্যিই অসাধারন একজন মানুষ ছিলেন হুমায়ূন ফরিদী।
    ১৯৭১ সনের যুদ্ধের সময় তাকে মুক্তিযোদ্ধার বেশে যারা না দেখেছেন তারা নতুন করে তাকে যোদ্ধার বেশে দেখতে পারবে এই সিনেমার জন্য।
    অনেক অনেক শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানাই সিনেমার সাথে যুক্ত সকল কলাকুশলীদের।

  • @mdfatikahmed2508
    @mdfatikahmed2508 4 роки тому +58

    ২৪.৪.২০২০ যারা দেখতাছেন লাইক দিবেন। তাহলে বুজব এই ছবি শত বছর পর ও দেশ প্রেমিকরা দেখবে।

  • @Sofialee_official
    @Sofialee_official 9 місяців тому +1

    মুখের ভাষা নেই শেষটা খুবই মর্মান্তিক গায়ের লোম এবং চোখে জল চলে এলো 😭 কি অসাধারণ হুমায়ূন আহমেদ স্যার আল্লাহ আপনার সব পাপ মোচন করে জান্নাতুল ফেরদৌসে যায়গা করে দিন ❤❤আমিন

  • @riyadhhasan3876
    @riyadhhasan3876 5 років тому +13

    সত্যিই অসাধারণ !! চোখের পানি ধরে রাখতে পারলাম না, এখানে সবাই আমার খুব প্রিয় অভিনেতা। বিশেয করে হুমায়ুন আহমেদ স্যার এবং হুমায়ুন ফরিদি।

  • @estiakemon6132
    @estiakemon6132 5 років тому +36

    স্বাধীন বাংলার পতাকা দেখার যে আনন্দ। আফসোস আমি ৭১ এ জন্মায় নি!
    জয় বাংলা, স্বাধীন বাংলা

  • @FayemFaysalShuvo
    @FayemFaysalShuvo 2 роки тому +3

    আমার দাদা একজন মুক্তিযোদ্ধা। এই সিনেমাটা দেখার পর তার প্রতি সম্মান আরো বেরে গেলো। এই সিনেমার সাথে এখনকার সিনেমার কোন তুলনা হয়না।

  • @angeltara9357
    @angeltara9357 5 років тому +56

    আর একটা দারুণ কিছু লক্ষ্য করলাম কমেন্ট বক্স এ,,, আমরা প্রায় সবাই বাংলায় লেখছি,,, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার বাংলাদেশ,, আমার বাংলা মাতৃভাষা

  • @sohelahmmed1075
    @sohelahmmed1075 6 років тому +28

    ছবিটা দেখতে,দেখতে কখনযে দু চোঁখ বেয়ে অশ্রু বেয়ে গেছে তা টের ই পাইনাই.....!!এমন ছবি নির্মান করা একমাত্র হুমায়ূন স্যারের দ্বারাই সম্ভব.....
    যেখানেই থাকুন,ভালো থাকুন,
    হুমায়ূন স্যার।

  • @SaifulIslam-cr2vm
    @SaifulIslam-cr2vm 2 роки тому +5

    আহারে স্বাধীনতা এত কষ্ট এত ত্যাগ সেই দেশে আমরা কিভাবে দুর্নীতি করি আহারে মাতৃভূমি তোমায়,সালাম

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision 3 роки тому +53

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹

  • @VIP-pm8vk
    @VIP-pm8vk 4 роки тому +189

    যারা যারা 2020 সালে এই মুভিটা দেখেছেন তারাই লাইক দিয়ে সাথে থাকুন
    কোয়ারেন্টাইন টাইম🙇🙇

  • @nishattasnim7040
    @nishattasnim7040 2 роки тому +2

    আমার জীবনে দেখা আর আমার সর্বোচ্চ বেস্ট পছন্দের অন্যতম সেরার সেরা একটা মুভি,,,,মুক্তিযুদ্ধের যতো মুভি আছে তার মধ্যে এটাই একমাত্র মুভি যেখানে রাজাকারদের খারাপ চরিত্র দিয়ে আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করা হয়নি,ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোনো টাকেই ছোট করা হয়নি,,,,একমাএ সম্পূর্ণ নিখুঁত হৃদয় স্পর্শকাতর মুভি,,,,আর হুমায়ুন আহমেদ স্যার এর কথা তো আলাদা করে বলার প্রয়োজন নেই, তবুও আরেকবার না বলে পারছি না,হুমায়ুন আহমেদ স্যার সর্ব কালের সেরা লেখক,আল্লাহ পাক উনাকে মাফ করে জান্নাত নসিব করুন,

  • @masumuddin4844
    @masumuddin4844 6 років тому +36

    এইরকম মুভি হবে কিনা জানিনা তবে এত সুন্দর অসাধারণ মুভি রিয়াজ ভাই মানে অসাধারণ রিয়াজ ভাই কে দাঁড়ি পাঞ্জাবী তে অনেক ভালো লাগতেছে

  • @muradmehrababrar9052
    @muradmehrababrar9052 4 роки тому +64

    "একজন খাঁটি মুসলমান জালিমের শাসনে থাকে না"
    -মুন্সী মোহাম্মাদ মোসলেম উদ্দিন.
    Sir Humayun is a brand ! ❤

    • @mdfahim8792
      @mdfahim8792 3 роки тому

      😍😍😍

    • @movewithhk669
      @movewithhk669 3 роки тому

      💚💚💚💚❤️

    • @LTAS276L
      @LTAS276L 3 роки тому

      Jonab ei jalim( Allah r banda) der Allah pak e pathiyechilen ..apnera apnerai

    • @muradmehrababrar9052
      @muradmehrababrar9052 3 роки тому +4

      @@LTAS276L jonab, islam onujai sobai Allah pak er sristi, but Allah pak sobaike hedayet den na. Jara Allah pak er principles theke deviated hoye jay, tarai jalim. Amra amra kotha ta correct na. Amra Allahr principles mene cholechi tai Allah hedayet dan korechen; jeta jalim tader koren nai. Tofat ta ekhanei.

  • @PROMIES
    @PROMIES 2 роки тому +5

    এই ছবিটা প্রায় 13_ 14 দেখেছি যতবার দেখি কিন্তু আগের মতোই ভালো লাগে💖

  • @mdohidulmdohidul77
    @mdohidulmdohidul77 5 років тому +14

    সৃষ্টীশীল মানুষের কর্ম তাদের কে সাধারণ মানুষ থেকে আলাদা করে রাখে... স্যার এর জন্য দোয়া করি আল্লাহ যেন উনার আত্মার মুক্তি দেন..

  • @শিরোনামহীনফরহাদ

    কত রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমাদের এই অর্জন অনেক স্বজন হারানোর মধ্য দিয়ে এসেছে।হুমায়ুন আহমেদ মানে বাংলার ইতিহাস।
    প্রত্যেকের অভিনয় আসলেই অনবদ্য

  • @Mahfuzurr_Rahman
    @Mahfuzurr_Rahman 2 роки тому +6

    ইশ... বাংলাদেশের প্রতিটি মানুষ তথা আমাদের এই নতুন প্রজন্মকের সবাইকে যদি এই সিনেমাটি দেখাতে পারতাম ও অনুধাবন করাতে পারতাম!
    Tears came to my eyes after many days.....
    ১৯৭১ এর আগে আমার জন্ম না হওয়া এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারার আফসোসটা যেন আরো গাঢ় হলো..........

  • @ahmedmilon7109
    @ahmedmilon7109 5 років тому +10

    বেশ কয়েকটা মুভিই দেখলাম।যেহেতু আগেও টিভিতে দেখেছিলাম কিন্তু তবুও শুধু দেখতে মন চায়।
    আহা এগুলো দেখলে কি যে একটা মধুর স্পন্দন পাই তা ভাষা বুঝাতে পারব না।
    ভালোবাসি আমি তোমাকে হে প্রিয় মাতৃভূমি🇧🇩>3

  • @FaisalAhmed-sc7wi
    @FaisalAhmed-sc7wi 3 роки тому +358

    মুক্তিযুদ্ধ নিয়ে বানানো একমাত্র সিনেমা যেখানে রাজাকারের নামে ইসলামকে ছোট করা হয় নি! আল্লাহ হুমায়ুন আহমেদকে ক্ষমা করে দিয়ে বেহেশতের বাসিন্দা করে দিক,আমিন!

    • @sss5469nshd
      @sss5469nshd 3 роки тому +10

      তাইতো! এটাতো খেয়াল করিনি... ধন্যবাদ ভাই।

    • @rashedr.m869
      @rashedr.m869 3 роки тому

      Amin

    • @sumanahmed7147
      @sumanahmed7147 3 роки тому +17

      হুমম, কোন পক্ষপাতিত্ব নেই, সত্য আর সুনন্দরের প্রতিবিম্ব।
      কাউকে হেয় করে কাউকে মহান করার মধ্যে কোন কৃতিত্ব দেখি না। হুমায়ুন আহমেদ এর প্রতি ভালোবাসা একারনেই চির অমলিন 💕

    • @hunterkiller8018
      @hunterkiller8018 3 роки тому +1

      17.00 min er somoy dekhen nai naki🙂🙂

    • @sss5469nshd
      @sss5469nshd 3 роки тому

      @@hunterkiller8018 সতেরো মিনিট এ কি আছে?! যা আপনাকে কষ্ট দিলো।

  • @fahimkhan-c4m
    @fahimkhan-c4m 3 місяці тому +1

    আহা,,, কি অসাধারণ অভিনয় 👋
    যার কোনো তুলনা হয় না,, ২০২৪ সালেও আসেও আমরা এখনো দেখি এই নাটক গুলো

  • @zakia-677
    @zakia-677 4 роки тому +37

    সবার এত সুন্দর অভিনয়ে আমি মুগ্ধ। ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার।আপনি সত্যি অসাধারন😊😊😊