TVS Raider 125 First Impression Review | BikesGuide

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • বর্তমান সময়ে মোটরসাইকেল মার্কেটে আলোচনায় এসেছে নতুন টিভিএস রেইডার ১২৫ সিসি ইঞ্জিন এর মোটর বাইকটি। গত বছর ভারতের বাজারে সারা ফেলে দেওয়ার পরে এই বছর টিভিএস আমাদের দেশের বাজারেও লঞ্চ করেছে রেইডার ১২৫। বাইকটি বেশ ইউনিক অর্থাৎ সম্পুর্ণ নতুন একটি ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে। আকর্ষণীয় ডিজাইন ও ইঞ্জিন সেট এর উপর ভিত্তি করে অনেকেই এই টিভিএস বাইকটি প্রথম দেখেই পছন্দ করে নিচ্ছেন।
    TVS বাইকের রিভিউ এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: bikesguide.bik...
    TVS এর সকল মোটরবাইকের বর্তমান দাম জানতে ভিজিট করুন: bikesguide.bik...
    ডিজাইন এবং স্টাইলঃ
    ডিজাইনের দিক থেকে বাইকটি অন্যান্য কমিউটার বাইকের থেকে কিছুটা এগিয়েই থাকবে।
    বাইকটি দেখার পর প্রথমেই আপনার নজর কাড়বে বাইকটির এনিমালিস্টিক হেড লাইট ডিজাইন, যা বেশ অ্যাগ্রেসিভ। সাইড ইনডিকেটর হিসেবে বাইকটিতে হ্যালেজোন লাইট ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রন্টে ও টেল এ দেওয়া হয়েছে এলইডি লাইট। এছাড়া বাইকটির ফুয়েল ট্যাংকের এক্সটেনশনে টিভিএস লোগোর ব্যবহার এবং নীচে দেওয়া ইঞ্জিন গার্ড বাইকটিকে একটি স্পোর্টি লুক এনে দিয়েছে।
    বাইকটিতে অন্যান্য যেসব স্পেশালিটি রয়েছে তার মধ্যে রয়েছে প্রায় সকল স্মার্ট ফিচার সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এছাড়াও এতে দেওয়া হয়েছে হেলমেট রিমাইন্ডার, যা রাইডার কে প্রতিবার রাইড করার পূর্বে হেলমেট পড়ার কথা মনে করিয়ে দিবে।
    টিভিএস রেইডারে দেওয়া হয়েছে স্প্লিট সিট এবং বাইকটির হ্যান্ডেলবারটি কিছুটা নিচু - যা মূলত রাইডারকে একটি স্পোর্টস বাইক চালানোর মতো ফিল এনে দিবে। বাইকটিতে দেওয়া হয়েছে আন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি, যেখানে আপনি প্রয়োজনীয় কোনো জিনিস রাখতে পারবেন। এছাড়াও অ্যাডিশনাল ফিচার হিসেবে ফুয়েল ট্যাংকের উপরে দেওয়া হয়েছে ইউএসবি পোর্ট।
    ইঞ্জিন এবং পার্ফরমেন্সঃ
    টিভিএস রেইডার ১২৫ ন্যাকেড স্পোর্টস বাইকে ব্যবহার করা হয়েছে ১২৪.৮ সিসি এয়ার এন্ড ওয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, এসআই ইঞ্জিন। যা ১২.৭ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ১১.৫ এন এম টর্ক উৎপাদন করতে পারে। নতুন ইঞ্জিন ব্যবহারের ফলে বাইকটির আগের ভার্সনের চেয়ে এর থ্রটল রেসপন্স অনেক ভালো।
    পিলিয়ন সহ আমাদের ব্যবহারে বাইকটি থেকে সর্বোচ্চ স্পিড ১০৬ কিমির মতো এবং পিলিয়ন ছাড়া প্রায় ১১৩ কিমির মতো।
    ব্রেকিং এবং কর্নারিংঃ
    SBT (Syncronige braking technology) এর ব্যবহার একে এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেক ভালো ব্রেকিং সিস্টেম প্রোভাইড করেছে নিঃসন্দেহে। বাইকের সামনের ব্রেকিং এ থাকছে একটি ২৪০ মিমি পেটাল ডিস্ক ব্রেক
    এবং পেছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক।
    বাইকটির সামনে ৮০ ও পেছনে ১০০ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রাইড কমফোর্ট ও কনট্রোলের জন্য সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের দিকে ৫ স্টেপ ওয়েল চার্জেড মনোশক সাসপেনশন দিয়েছে টিভিএস।
    ফুয়েল এফিসিয়েন্সিঃ
    শহরের রাস্তায় বাইকটি চালিয়ে মাইলেজ পাওয়া গেছে ৫৫ কিমিঃ প্রায় এবং হাইওয়েতে বা লং রুটে বাইকটি থেকে পাওয়া যাবে ৪৫ - ৫০ কিমিঃ এর মত মাইলেজ।
    বাইকটির একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর অয়েল কুলিং সিস্টেম। বাইকটি এয়ার কুলিং সিস্টেম রান করলেও অয়েল কুলিং সিস্টেমটি দেওয়া হয়েছে বাইকের ইঞ্জিন অয়েলকে ঠান্ডা রাখার জন্য। ফলে বাইকটি দারুণ এক্সহস্ট সাউন্ড প্রডিউস করতে পারে।
    কালার ও বডি ডাইমেনশনঃ
    বাইকটির হুইলবেস দেওয়া হয়েছে ১৩২৬ মিমিঃ যার কারণে ১২৫ সিসি হওয়ার পরেও বাইকটিকে বড় বাইকের মতোই দেখায়। অন্যদিকে বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে ৭৮০ মিমি অর্থাৎ যে কোনো উচ্চতার রাইডারদের জন্যে বাইকটি আরামদায়ক হবে।
    চারটি ভিন্ন কালারে বাজারে এনেছে টিভিএস তাদের এই মডেলটি, যেগুলো হলোঃ
    ১। ফেইরি ইয়োলো
    ২। স্ট্রাইকিং রেড
    ৩। ব্লেজিং ব্লু
    ৪। উইপ্ট ব্ল্যাক
    সুবিধা-অসুবিধাঃ
    বাইকটিতে কিক স্টার্টার না দিয়ে এতে ব্যবহার করা হয়েছে ফেদার টাচ টেকনোলোজি যাতে আপনার আঙুলের হালকা ছোঁয়াতেই বাইকটি স্টার্ট নিবে। বাইকটিতে ব্যবহৃত আধুনিক কিছু ফিচার যেমন হোল ডিজিটাল কনসোল ব্যবহারকারীদের একটি সম্পূর্ণ ভিন্ন এক্সপেরিয়েন্স দিবে চালানোর সময়।
    আপনার নতুন বাইকটির যত্ন কীভাবে নিবেন?
    ১. মোটরবাইক নিয়মিত সার্ভিস করানো উচিত।
    ২. গ্রেড অনুযায়ী নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
    ৩. মোটরসাইকেলের ইয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করা উচিত।
    ৪. সম্ভব হলে প্রতিদিন রাইডিং-এর আগে যন্ত্রাংশগুলো চেক করুন।
    ৫. ধুলাবালি বেশি পড়ে বাইকের এমন অংশগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
    ৬. মোটরবাইকের চেইনে গ্রিজ ব্যবহার করবেন না। গ্রেড অনুযায়ী চেইন অয়েল ব্যবহার করুন।
    TVS Raider 125 সহ বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের বাইক সম্পর্কিত রিভিউ, নিউজ ও অ্যাডভাইস পেতে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট bikesguide.bik... থেকে। এছাড়াও আপনার পছন্দের বাইক ও অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও উপভোগ করতে সাবস্ক্রাইব করে রাখুন বাইকস গাইডের ইউটিউব চ্যানেলটি। তাহলে চলুন শুরু করা যাক টিভিএস রেইডার ১২৫ নিয়ে বিস্তারিত রিভিউ।
    #tvsraider #tvsmotor #motovlog #bikesguide

КОМЕНТАРІ •