শুধু এই দুই বাঙালী নয়। সত্যি বলতে কি আগে বলিউডে বাঙালী রাই রাজ করতো। বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত, গীতা দত্ত, হেমন্ত মুখার্জী, কিশোর কুমার, সলিল চৌধুরী, এদের জন্য খুব গর্ব হয়। ইনারা না থাকলে হিন্দি ছবিতে এতো সুন্দর কাহিনী চিত্রনাট্য আর সংগীত ভারতীয় হিসেবে বঞ্চিত হতাম।
কেন কিশোর কুমার দেশের সেরা?এই গানটা যখন রেকর্ড করা হয় তখন কিশোর দার বয়স ৫৮ বছর কিন্তু গানের গলা শুনে মনে হচ্ছে যেন ১৮ বছরের কেউ গাইছে... মানে কীভাবে কীভাবে নিজের গলার টোন পাল্টে মিঠুনদার গলার সমান করেছেন তা আর কোনো গায়কের পক্ষে সম্ভব নয়।এইভাবে প্রসেনজিৎ, চিরঞ্জিত,তাপস পাল সবার ক্ষেত্রেই নিজের টোন চেঞ্জ করতেন দাদা,শুধুমাএ নিজের কৌশলে তখন না ছিল কোনো টেকনোলজি না ছিল অটো টিউন এইজন্য কিশোর দার গলা সব নায়কের ক্ষেত্রেই প্রযোজ্য হত ..এটাই আমাদের কিশোর দা
Mi bengali aahe aani majha kutumb sampurn bengali paddati aani culture follow kartat pan mala marathi culture khup awadla. Maghe daha warsha cha mi Mumbai ville parle til rehtat ikde yenar purvi mi tollygaunje kolkata madhil rehtat. Mala asa wat te lagna karnar paddati maharashtarian sarkhe bengali paddati aahe far jyasta wagela nai aani ataprayanta nehami dararoz pahatat nantar maja man madhil wichar ale hoti tyacha sathi mi tula mehenle maja ghoost mehenje he aahe ki maaghe daha warscha tun aata sadhya paaddati nemka aahe.
@@badalbose2633 Nice. Aami marathi ar Bangla mer sathe biye kore chi. Amar badite shobai Bangla te kotha bole. Ami marathi gaan besi suni na kintu Bangla gaan shob shomay...27 bochor hote choloo... We are all from lucky generation to listen to The Only Legend Kishre da...
মিঃ বসাক ??? আপনার কাছে কি 💸💸 টাকার ভান্ডার আছে ?? কিশোর কুমারের গান ছাড়া অন্য কোন নায়ক নেই যারা যারা যারা যারা বর্তমানে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী ও নায়িকার ও নায়ক থেকে সুপার স্টার থেকে মেঘা সুপার স্টার হয়েছে ওরা সবাই মাত্র কিশোর কুমারের গানের জন্যই বিশ্ব বিখ্যাত রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে ,
কিশোর কুমার তো সারা জীবন ধরেই King 👑👑👑 and the all time King মানে গানের রাজা , কিন্তু বাস্তবে দেখা কিছু কিছু মানুষ আছে যারা রফি কে ভীষন ভালো বাসে একটা গান বা দুই টা গান হিট হয়েছে তাতে, কিন্তু বাস্তবে কিশোর কুমার তো ছিলেন হিন্দী ও বাঙলা সিনেমা জগতের সবচেয়ে বড়ো মহান গায়ক, তা কি আপনি কখনো ই নিজের চোখে দেখেননি কখনো ????
What an amazing composition! Salil Da was a genius and he has used Kishore Da's voice so beautifully. Salil Da once again does not let a good composition go to waste. Using the exact tune he has Kishore Da sing the Hindi song "Mann Kare Yaad Woh Din" which is just as beautiful as this one. ❤
Just 3 minutes and 12 seconds. Just three minutes of something original and something real, and you are moved. Even as a Pakistani Punjabi i find more connection with this song than hindi movies and Pak dramas.
We all know Mithun da as an action hero or as a super dancer..but he can be so romantic..and down to earth. This music video proves that..a super combination of two great artist.. kishore kumar and Mithun Chakraborty 👍👍👍❤️❤️❤️
মিঠুন চক্রবর্তী ভারতে সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে সবার উপরে নাম আসবে যাঁর প্রথম ফিল্মেই জাতীয় পুরস্কার এবং তিন তিনটে জাতীয় পুরস্কার তাঁর অভিনয় সাধারণ জনগনের মাথার অনেক উপর দিয়ে যায়, উনি ক্লাসিক আন্তর্জাতিক মানের ও বিশ্বজনপ্রিয় অভিনেতা তাই যারা ভাবে উনি শুধু এক্সন এবং নাচিয়ে স্টার তারা অভিনয়ের অ ও বোঝেনা আর ওনাকে জানতে হলে, মৃগয়া, তাহাদের কথা, স্বামী বিবেকানন্দ, যেখানে রামকৃষ্ণর ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার, গুড়িয়া, শুক্নো লঙ্কা, এক নদীর গল্প, চিঙ্গারী, তিতলি, নোবেল চোর, জল্লাদ, এলান, ও মাই গড, মণিরন্তমের গুরু, অগ্নিপথের কৃষ্ণাণ আয়ার, হাম পাঁচ, প্রেম প্রতিজ্ঞা এই ফিল্ম গুলো দেখবেন ও দেখতে বলবেন।
Yes, that is where the Hindi film industry failed Mithun!! He was under-rated, though being one of the finest actors!! His stupendous acting prowess went massively under-utilised!! Racist, groupist, campist, dirty politics driven, Bullywood did all it could to thwart his career and stop his acting talent from being show-cased!! But God is greater than these rats and we know what truly Mithun is!!
You have forgotten Mithun's stupendous expressions, expressive eyes and demeanour!! He deserves not only a Padma but Dadasaheb Phalke award as well.. Its high time he deservedly got one..
Satti mone pore sei sab din...sei sob cinema...sei sab gaan...r sei sab manush...sei sab silpira aj onekei amader majhe nei... kintu roye geche smriti... madhur smriti. R afuranto valo laga...hats of kishore kumar..salil Chowdhury
মনে পড়ে সেই সব দিন সেই সব ঝড়ে যাওয়া স্বপ্ন রঙ্গীন সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন | ভালবাসা কি যে জাদু , কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলি নতুন লাগে, নতুনে ধরা | মধুর কি যে সে ব্যথা না বলা কত সে কথা চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন | শুধু দুজনায়ে মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভূবন ভালো যে বেসেছে সেই জানে সেই জন | সে ভুবনে নেই সীমা, সারাক্ষণ পূর্নিমা মিলে মিশে এক হয়ে যায় রাত দিন |
মনে পড়ে সেই সব দিন, যখন কিশোর, লতা, আশা, মান্না, সন্ধ্যা, আরতী আরও কতো সোনালী কণ্ঠের সোনালী গানের জন্ম দাতা ছিলেন। আজও সেই গান চিরও যৌবনা । কোথায় হারিয়ে গেলো সেই সব দিন।
এই সিনেমার শুটিং এর পরে যোগিতা বলি আর মিঠুন দার প্রেম হয়, কিশোরের সাথে যোগিতার ডিভোর্স হয়। তার পর কিশোর আর মিঠুনের জন্য গান করেনি, এই সুযোগটা বাপ্পী দা কাজে লাগলেন ও সুপারহিট গান দিলেন মিঠুনের মাধ্যমে।
How could anyone forget SALIL CHOWDHURY, the Music Director & Lyricist? Salil Chowdhury did wonder many a times with other singers also. Be it KK, MANNA DEY, YESHUDAS, MUKESH, HEMANTA MUKHERJEE etc. The list is endless.
Iam also from Kerala. The salil choudury songs when it came to Kerala modified, it was more beautiful. I just love it. I collect all the Bengali/Malayalam songs of his with same tune.
সলিল চৌধুরী এবং পঞ্চমদা, বাঙালি হিসেবে এই দুজনের জন্য গর্ব হয়, আর দুজনের সুরেই কিশোর কুমার অনবদ্য, অসাধারণ, অতুলনীয়!
শুধু এই দুই বাঙালী নয়। সত্যি বলতে কি আগে বলিউডে বাঙালী রাই রাজ করতো। বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত, গীতা দত্ত, হেমন্ত মুখার্জী, কিশোর কুমার, সলিল চৌধুরী, এদের জন্য খুব গর্ব হয়। ইনারা না থাকলে হিন্দি ছবিতে এতো সুন্দর কাহিনী চিত্রনাট্য আর সংগীত ভারতীয় হিসেবে বঞ্চিত হতাম।
কেন কিশোর কুমার দেশের সেরা?এই গানটা যখন রেকর্ড করা হয় তখন কিশোর দার বয়স ৫৮ বছর কিন্তু গানের গলা শুনে মনে হচ্ছে যেন ১৮ বছরের কেউ গাইছে... মানে কীভাবে কীভাবে নিজের গলার টোন পাল্টে মিঠুনদার গলার সমান করেছেন তা আর কোনো গায়কের পক্ষে সম্ভব নয়।এইভাবে প্রসেনজিৎ, চিরঞ্জিত,তাপস পাল সবার ক্ষেত্রেই নিজের টোন চেঞ্জ করতেন দাদা,শুধুমাএ নিজের কৌশলে তখন না ছিল কোনো টেকনোলজি না ছিল অটো টিউন এইজন্য কিশোর দার গলা সব নায়কের ক্ষেত্রেই প্রযোজ্য হত ..এটাই আমাদের কিশোর দা
Excellent ... Subscribe my Channel ...
মনোমুগ্ধকর মন্তব্য। ধন্যবাদ🙏
Ekdom
Kishore Kumar is a industry ''Dada.'' A world famous singer also...
Amake kadiye dilen
সত্যি মনে পড়ে সেই সব দিন ,কি মধুর ছিল তখন ছোট্ট বেলার স্মৃতি ।।
আগেকার দিনে এসব গান কখনোই পুরনো হবে না।যারা মিঠুন দা এবং কিশোর দার ভক্ত তারা এই গানটিকে লাইক দিন ধন্যবাদ।
Oh what a voice of my gurudev
লাইক না দিলে কি আমরা গান শুনিনা।।
What a perfect combination, বলার ভাষা নেই,গোল্ডেন voice with গোল্ড standard actor
যেখানে গানের কথা হচ্ছে সেখানে মিঠুন চক্রবর্তী না, আগে অমর শিল্পী কিশোর কুমার এর কথা বলুন।
অনবদ্য কিশোরকুমার এর সাথে আন্তরিক শ্রদ্ধা জানাই ব্যতিক্রমী সলিল চৌধুরীকে.... ওনার ই সুর এবং কথা...
Hjbjp? B!
🙏🙏🙏🙏 apnake...
Gurudev 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕❤️❤️❤️
Gurudev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😭😭
Ekdom..both of them r True Genius. 🙏
এই প্রতিভা আর ফিরে আসার নয়, বাঙালির হৃদয়ে আজীবন ঘর করে থাকা সেই কিশোর কুমার
একমাত্র কিশোর কুমারের গানের সুর আর কথাই পারে বর্তমানে থেকেও সোনালী অতিতে নিয়ে যেতে
সত্যি আপনি কি দুর্ভাগা! শুধু মাত্র কিশোর কুমারেই আটকে গেলেন।
গানের সুর সলিল চৌধুরী র আর গানের কথা ও লিখেছিলেন সলিল চৌধুরী ..... অর্র্যাঞ্জমেন্ট এর কথা না হয় ছেড়েই দিলাম ...কিশোর কুমার শুধুমাত্র গান তো গেয়ে ছিলেন
I'm Maharashtian Pure Marathi...
But I love Bengali language And culture...
Thank you..😊
Thank You so Much
Most welcome..but wye like for bengali culture and exactra
Mi bengali aahe aani majha kutumb sampurn bengali paddati aani culture follow kartat pan mala marathi culture khup awadla. Maghe daha warsha cha mi Mumbai ville parle til rehtat ikde yenar purvi mi tollygaunje kolkata madhil rehtat. Mala asa wat te lagna karnar paddati maharashtarian sarkhe bengali paddati aahe far jyasta wagela nai aani ataprayanta nehami dararoz pahatat nantar maja man madhil wichar ale hoti tyacha sathi mi tula mehenle maja ghoost mehenje he aahe ki maaghe daha warscha tun aata sadhya paaddati nemka aahe.
@@badalbose2633
Nice.
Aami marathi ar Bangla mer sathe biye kore chi. Amar badite shobai Bangla te kotha bole. Ami marathi gaan besi suni na kintu Bangla gaan shob shomay...27 bochor hote choloo...
We are all from lucky generation to listen to The Only Legend Kishre da...
কিশোর তুমি গানের ঈশ্বর, তোমায় কোটি কোটি প্রনাম
""ভারত রত্ন""কিশোর কুমার সাহেব আপনাকে শত কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏
এই গান আমি রোজ শুনি। না হলে দিন অতিক্রম হয় না। অদ্ভুত শক্তি এই গানে যা আমাকে বাচিয়ে রাখে।
কি সুন্দর গান ❤️এমন দিন আর আসবে না,, ভাবলে কষ্ট হয় 😭
স্বর্ণযুগের গান গুলো আর কোনদিন ফিরে আসবেনা।
😭😭❤️❤️
একমাত্র কিশোর কুমারের গানেই আমাদের অতীত জীবনের সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে।
Kothye thako
School life, class 11, 12 college life...পুজোর gaan, koto tara tari din gulo চলে গেলো, vable chokhe jol আসে!
Absolutely correct.
@@avimukherjee5982 Kharagpur West Bengal
छान
Kishore Da's voice penetrates to the bottom of the human heart, every time.
কিশোর কুমার না গাইলে গানটা এই উচ্চতায় পৌঁছাতো না।
এত দরদ দিয়ে দরাজ গলায় এখন কেউ গায় বলে জানিনা।
বাঙালীর বাচ্চা হয়ে বেটা বাঙালা ভাযা টা ও ঠিক মতো লিখতে পারেন না ছিঃ ছিঃ ছিঃ ছিঃ বসাক ছিঃ ছিঃ ছিঃ ,
এত দরদ দিয়ে দরাজ গলায় মানে কি ??
@@sukumardas5640 দরাজ কণ্ঠ মানে গুরু গম্ভীর গলা, বলে বোঝাতে চেয়েছেন ওনি বুজেছেন স্যার আপনি,
মিঃ বসাক ??? আপনার কাছে কি 💸💸 টাকার ভান্ডার আছে ?? কিশোর কুমারের গান ছাড়া অন্য কোন নায়ক নেই যারা যারা যারা যারা বর্তমানে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী ও নায়িকার ও নায়ক থেকে সুপার স্টার থেকে মেঘা সুপার স্টার হয়েছে ওরা সবাই মাত্র কিশোর কুমারের গানের জন্যই বিশ্ব বিখ্যাত রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে ,
একদম ❤
What a voice, outstanding....feelings are wordless. 'Na bola koto se kotha'. Ashadharon throw
খুবই মিস্ করি ঐ দিন গুলো। কত স্মৃতি আজো চোখের সামনে ভেসে ওঠে। সত্যি সে একবারও বুঝল না।
স্বর্ণ যুগের গান শুনতে যারা ভালোবাসেন তারা লাইক দিয়ে পাশে থাকুন।
কিশোর কুমার তো সারা জীবন ধরেই King 👑👑👑 and the all time King মানে গানের রাজা , কিন্তু বাস্তবে দেখা কিছু কিছু মানুষ আছে যারা রফি কে ভীষন ভালো বাসে একটা গান বা দুই টা গান হিট হয়েছে তাতে, কিন্তু বাস্তবে কিশোর কুমার তো ছিলেন হিন্দী ও বাঙলা সিনেমা জগতের সবচেয়ে বড়ো মহান গায়ক, তা কি আপনি কখনো ই নিজের চোখে দেখেননি কখনো ????
আপনি কি কখনো ওদের কে সঠিক উত্তর দিয়েছেন কখনো ?????? , ভারতের মধ্যে এমন কোন নায়ক নেই যে ওরা সবাই কিশোর কুমারের গানের দ্বারা মহান নায়ক না হয়েছে,
আমি জানিনা তুমি কে ?? কিশোর কুমারের গানের জন্যই লাইক দেওয়ার প্রয়োজন নেই সারা পৃথিবীর মানুষের কাছে,
Madam Tanusree Dasgupta how older you at now ?? I have to 53 yrs old at now ,
Ei jinis ar kakkhono pabo na.
What an amazing composition! Salil Da was a genius and he has used Kishore Da's voice so beautifully.
Salil Da once again does not let a good composition go to waste. Using the exact tune he has Kishore Da sing the Hindi song "Mann Kare Yaad Woh Din" which is just as beautiful as this one. ❤
মাঝে মাঝে মনে হয় কিশোর কুমারের মতন এত multi-talented শিল্পী আর কোনদিন আমরা পাবোনা। তাই এমন শিল্পীকে জানাই
Just 3 minutes and 12 seconds. Just three minutes of something original and something real, and you are moved. Even as a Pakistani Punjabi i find more connection with this song than hindi movies and Pak dramas.
Welcome bhai
There is a Hindi version too.
কিশোর কুমার সাহেবের এইসব গান শুনেই বড় হয়েছি তাই এই গানগুলো একটা স্মৃতিতে মোড়া আছে।
Salil chowdhury r kishore kumar jokhon e collaboration kreche.. tokhon e eirokom masterpiece toiri hyeche..
Gurudev ♥️♥️♥️ki awaj ,,,gan gulo sunle mone hoy kono addhatik jogote chole ge6i ,,,
Ar konodin erokm gan hobe na ♥️♥️♥️
Purono diner gaan khub valo lage.atit ke khuje pai .continue more songs from old movies .thanks from Rajarhat kolkata
my god... heart comes out with the voice!!!! thousand salute to legend KK
Absolutely
We all know Mithun da as an action hero or as a super dancer..but he can be so romantic..and down to earth.
This music video proves that..a super combination of two great artist.. kishore kumar and Mithun Chakraborty 👍👍👍❤️❤️❤️
মিঠুন চক্রবর্তী ভারতে সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে সবার উপরে নাম আসবে যাঁর প্রথম ফিল্মেই জাতীয় পুরস্কার এবং তিন তিনটে জাতীয় পুরস্কার তাঁর অভিনয় সাধারণ জনগনের মাথার অনেক উপর দিয়ে যায়, উনি ক্লাসিক আন্তর্জাতিক মানের ও বিশ্বজনপ্রিয় অভিনেতা তাই যারা ভাবে উনি শুধু এক্সন এবং নাচিয়ে স্টার তারা অভিনয়ের অ ও বোঝেনা আর ওনাকে জানতে হলে, মৃগয়া, তাহাদের কথা, স্বামী বিবেকানন্দ, যেখানে রামকৃষ্ণর ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার, গুড়িয়া, শুক্নো লঙ্কা, এক নদীর গল্প, চিঙ্গারী, তিতলি, নোবেল চোর, জল্লাদ, এলান, ও মাই গড, মণিরন্তমের গুরু, অগ্নিপথের কৃষ্ণাণ আয়ার, হাম পাঁচ, প্রেম প্রতিজ্ঞা এই ফিল্ম গুলো দেখবেন ও দেখতে বলবেন।
Yes, that is where the Hindi film industry failed Mithun!! He was under-rated, though being one of the finest actors!! His stupendous acting prowess went massively under-utilised!! Racist, groupist, campist, dirty politics driven, Bullywood did all it could to thwart his career and stop his acting talent from being show-cased!!
But God is greater than these rats and we know what truly Mithun is!!
অসাধারণ ছবির গল্প তেমন অসাধারণ আরতি মুখার্জীর গায়কী। সম্পূর্ণ একটা প্রেম কাহিনীর প্লট।
মনে পড়ে সেই সব দিন
সত্যিই কি চমৎকার ছিলো
দু জনের জুটি ❤ 🌹
যতবারই শুনি না কেন , বারংবার শুনতে ইচ্ছে করে । এই গান আমার কাছে কখনো পুরোনো হবে না ।
Yes
aqwww.faithfreedom.org/sinas-challenge/
Kono din purono Hobe na Sara Jiban notun notun hoye thakbe.
Salil Choudhury at his best. The coming together of two legends. Kishore and Salil. Again creates magic. Salute
Three legends actually.
Master Salil chaowdhury, magician kishor kumer...and all of above the indefined emotion of bengal the grt mithun chakraborty...❤💙
I am from maharastra
But I like Mithun song
Mithun means heart of love
Kishore Daa .. kya singer ? duniya main kahin nahin milega.
Brilliant composition of Solil Chowdhury and the elegant voice of legendary Kishore Kumar made this song evergreen!
You have forgotten Mithun's stupendous expressions, expressive eyes and demeanour!!
He deserves not only a Padma but Dadasaheb Phalke award as well.. Its high time he deservedly got one..
Dada is this the last Bengali song recorded by Kishore Kumar ji?
Would e no 1 legendary singer great Kishore Kumar Saheb er Moto singer would e r paida hobe na
Iam Kerala, I love. Bangali song, What a feel, Nostalgiya
I am proud to be a bengali. Thanks.
U must listen salil chowdhury bengali songs
Great Man 🙏🙏🙏🙏
Yessss..Nostalgia
Satti mone pore sei sab din...sei sob cinema...sei sab gaan...r sei sab manush...sei sab silpira aj onekei amader majhe nei... kintu roye geche smriti... madhur smriti.
R afuranto valo laga...hats of kishore kumar..salil Chowdhury
Ki oshadharon sristi by the great salil Choudhury mohasoy . Ahaaaaa ...
Ki oshadharon kontho Kishore Kumar .. .. golden ..
আমি কিশোর কুমারের গান খুব পছন্দ করি।
2020 তে কারা আছো লাইক দাও।
Amar mone porena
@@somadey1047 ki mone pore na?
আমার হৃদয় গ্রাহী গান যা আমাকে শক্তি জোগায়। my favorite singer who every day source of energy.
অদ্বিতীয় ও অতুলনীয় কিশোর
মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝড়ে যাওয়া স্বপ্ন রঙ্গীন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন |
ভালবাসা কি যে জাদু , কি যে মধু আছে তার পাত্রে ভরা
সকলি নতুন লাগে, নতুনে ধরা |
মধুর কি যে সে ব্যথা না বলা কত সে কথা
চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন |
শুধু দুজনায়ে মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভূবন
ভালো যে বেসেছে সেই জানে সেই জন |
সে ভুবনে নেই সীমা, সারাক্ষণ পূর্নিমা
মিলে মিশে এক হয়ে যায় রাত দিন |
একদম সত্যি ছিল ছোট বেলার সেই দিন গুলো ছিল খুবই মিষ্টি এবং চিন্তা ছাড়া
এক মাত্র কিশোর কুমারের গানেই আছে আমাদের অতীত ও ভবিষ্যৎ নিয়ে
" Kishore da is God " 🙏😍🙂
one of the best Bengali songs sung by our dear Kishore da..atuloniyo!
One and only tall, dark, handsome hero of Bollywood with his lovely wife Jogitabali. 👍👍👍
কিছু প্রিয় গান গুলো কে একত্রিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং তার সঙ্গেও নতুন বছরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন 💐🙏💐🌹❣️🌹
Good thing is ..Salil Chowdhury, a master creator, once criticised Kishore Da to be not a complete singer, finally recognised he himself was wrong...,
মানুষের অনুভূতি যতদিন থাকবে ততদিন থাকবে এই সব গান৷
Saraswatir barputta kishore kumar onaar galay 6ara karo galay manay na jatabar shuni tata bar shunte i66e kare
sottiy...mone pore sei sab din...seisab ritu jure phagunero din
What composition, what voice...wow 👍💓. Hats off to Kishore Kumar and Salil Chowdhury. 💓
❤ সত্যিই খুব ভালোছিলাম❤
ছোট্ট বেলার স্মৃতি
মনে পড়ে সেই সব দিন, যখন কিশোর, লতা, আশা, মান্না, সন্ধ্যা, আরতী আরও কতো সোনালী কণ্ঠের সোনালী গানের জন্ম দাতা ছিলেন। আজও সেই গান চিরও যৌবনা । কোথায় হারিয়ে গেলো সেই সব দিন।
Yogita Bali's vibe is out of this world! 💕 I guess there's a dimension of pure beauty!! Wow
এই সিনেমার শুটিং এর পরে যোগিতা বলি আর মিঠুন দার প্রেম হয়, কিশোরের সাথে যোগিতার ডিভোর্স হয়। তার পর কিশোর আর মিঠুনের জন্য গান করেনি, এই সুযোগটা বাপ্পী দা কাজে লাগলেন ও সুপারহিট গান দিলেন মিঠুনের মাধ্যমে।
গুরুদেবের গাওয়া প্রিয় গানের একটি গান এটা
আমার মনে হই কিশোরদার মতো এমন মরমী শিল্পি আমাদের মাজে আর আসবেনা❤❤
Right akdom thik bolchen amader kishore kumar ar gane tay shuk dhuko korta acha
কিশোর কুমার এর গলা মানে ভগবানের গলা
Kishore da tomake khub mone pore
Boss...God...ki boli tomake... Bangali always proud of u...love n respect to u Sir ...dipankar
তোমার তুলনা শুধু তুমি 🙏 🙏 🙏
one of the best composition of Salil Chowdhury ,heart touching song ,my all time favourite song
Gan ta konodin sunini,valo laglo
মিঠুন দা ও বৌদি কে দারুণ লাগছে গানটা তে।
Very nice heart touching song,,,,by legend kishore kumar,,,
I m non Bengali but this song has amazing melody and Kishore da voice and Mithun da yogita ji pair beautiful
How could anyone forget SALIL CHOWDHURY, the Music Director & Lyricist? Salil Chowdhury did wonder many a times with other singers also. Be it KK, MANNA DEY, YESHUDAS, MUKESH, HEMANTA MUKHERJEE etc. The list is endless.
Hes a legend in Kerala.
Is world's no.1 singer Kishore kumar 🙏🙏🙏🙏🙏🙏
অনবদ্য সুর,কথা .. এইসব যুগান্তকারি সৃষ্টি ভবিষ্যতেও একই ভাবে জনপ্রিয় থাকবে..
সলিল চৌধুরীর অনবদ্য সৃষ্টি। কিশোরকুমার জাস্ট লাজবাব। এই গানগুলো আমাদের ছোটবেলার স্মৃতি উস্কে দেয়।
অপুর্ব গান।।। কিশোর জী অনবদ্য।।। কিন্তু গানের মধ্যে বর্তমান ও অতীত সব একাকার।। পুরো বাংলা সিলসিলা।।।।
Kishore kumar chirodin amar hoye thakben amader majhe.
One of top 5 of kishor Kumar song I like extra bit, makes nostalgic!But remember Mohd.rafi really deserve Bharat Ratna!
Once again..Our great Kishore Da
1 of the finest kishore kumar song from salil chowdhury's magical music composition....
Great song...grt composition, grt voice and our own grt Mithun da
ভেরি গুড সং
Sotti ai gan sune,,,,,, Sei sob diner Katha Mone pore Jay.....
Salil Chowdhury created another magic with this composition!
একজন কে খুব ভালবাসি আমি, এই গান শুনলে আমার খুব কষ্ট হয়, তাকে আমি কখনো ভুলতে পারিনি আর হয়তো ভুলতে পারবো ও না 😢😢😢
Kishore kumar ek jan hoy
Kishore Da was, is and will be the best!! Thanks much for uploading this beautiful track..🙏🙏😊😊
What a voice of the great Kishore and handsome Mithunda
33 dislike ? what a song .....
satti mone pore sai sab din.... sona jhara din
SWARNO TRISHA FULL MOVIE DEKHAO. SUVECHYA ROILO. 👍👍
কিশোর কুমারের গান শুনতে ভীষন ভালোবাসি। কিশোর কুমারের গান শুনতে ভীষন ভালো লাগে।
The music is brilliant. It is so melodious and pleasing.
প্রতিদিন গানটা শুনে আমি জেগে উঠে আবার ঘুমাই আমার প্রিয় গান
Legend. Versatile singer Kishor always evergreen
যতবার শুনি না কেন মন ভরে না ❤
This song recalled my past love story...
The Genius of Salil Chowdhury. Same composition for the song, Parannu poyi in Malayalam.
Excellent salil da
Extraordinary Kishore with soulful voice
Makes the song immortal
Beautiful outstanding amazing.
Iam also from Kerala. The salil choudury songs when it came to Kerala modified, it was more beautiful. I just love it. I collect all the Bengali/Malayalam songs of his with same tune.
Please share the Malayalam version.
আমি এটা ভেবেই অবাক হয়ে যাই,এই সুন্দর গানেও কেউ কি করে ডিজলাইক দিতে পারে।