কে সি নাগ : গল্পে গল্পে কেশব চন্দ্র নাগ / K C Nag : Life Story of Keshab Chandra Nag

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2022
  • 'কে সি নাগ : গল্পে গল্পে কেশব চন্দ্র নাগ / K C Nag : Life Story ( জীবনের গল্প )' --- this video is a tribute to Keshab Chandra Nag, the great Bengali Mathematician. It can be considered as the part of his biography ( জীবনী / জীবন কাহিনী)
    ১৮৯৩ সালের ১০ই জুলাই, রথযাত্রার দিন হুগলির গুরাপে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
    বাবা রঘুনাথ নাগ এবং মা হলেন ক্ষীরোদাসুন্দরী দেবী।
    পড়াশুনা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত গুরাপের একমাত্র বাংলা মাধ্যম স্কুলে (সম্ভবত, স্কুলটির নাম নীলমণি স্কুল)। সপ্তম শ্রেণীতে স্কুল বদল। ভর্তি হন ভাস্তারা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়ে। নবম শ্রেণীতে আবার স্কুল বদল। ভর্তি হলেন কিষেণগঞ্জ হাই স্কুলে। এই স্কুল থেকেই তিনি ১৯১২ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
    স্কুল জীবন শেষ করে তিনি ভর্তি হলেন কলকাতার রিপন কলেজে, এখন যার নাম সুরেন্দ্রনাথ কলেজ। এই কলেজ থেকেই তিনি ১৯১৪ সালে আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন।
    এরপর কর্মজীবন শুরু।
    প্রথমে নিজের শৈশবের স্কুল, ভাস্তাড়া যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় শিক্ষকতা শুরু করলেন থার্ড মাস্টার হিসাবে। পাশাপাশি চালিয়ে গেলেন গৃহশিক্ষকতা।
    কিছুদিন পরেই চাকরি আর গৃহ শিক্ষকতা ছেড়ে তিনি আবার কলকাতায় পড়াশুনা শুরু করলেন। এবার অংক ও সংস্কৃত নিয়ে তিনি বিএ পাস করলেন।
    এরপর অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দিলেন নিজেরেই পুরনো স্কুল কিষেনগঞ্জ হাই স্কুলে।
    পরবর্তী সময়ে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে অংকের শিক্ষক হিসেবে যোগ দেন। অংকের শিক্ষক হিসেবে তার সুখ্যাতি এই সময় চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার সেই খ্যাতির কথা পৌঁছায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানে।
    শোনা যায়, ১৯২৪, মতান্তরে ১৯২৬ সালে তিনিই কেশব চন্দ্র সেনকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অংকের শিক্ষক হিসাবে নিয়ে আসলেন।
    ১৯৫৬ সাল পর্যন্ত তিনি মিত্র ইনস্টিটিউশনে সহকারী শিক্ষক হিসাবে কাজ করেছেন।
    ১৯৫৬, মতান্তরে ১৯৫৭ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি সেখানে প্রধান শিক্ষকের কাজ করেছিলেন এবং প্রধান শিক্ষক পদে থাকাকালীন শিক্ষকতার জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেন।
    যে জন্য কেশব চন্দ্র নাগ বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে অমর হয়ে আছেন, সেই গল্পের শুরু কিন্তু তিনের দশকে। সেসময় তিনি শিক্ষকতা নিয়েই সর্বক্ষণ মগ্ন থাকতেন। বিখ্যাত কবি, কবিশেখর কালিদাস রায়, তিনি ছিলেন মিত্র ইনস্টিটিউশনে কেশব চন্দ্রের সহকর্মী। এই কালিদাস রায়ই তাঁকে অঙ্কের বই লিখতে পরামর্শ দিয়েছিলেন।
    শেষ পর্যন্ত শরৎচন্দ্র এবং কালিদাস রায়ের উৎসাহে প্রথম অংকের বই লিখলেন কেশব চন্দ্র নাগ। প্রকাশিত হলো তার বই 'নব পাটিগণিত’।
    সেই বই শুধু কলকাতা নয়, সারা বাংলা জুড়ে ভীষণ সাড়া ফেলে দিল। কেশব চন্দ্র নাগ থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন কে সি নাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর নাম দিলেন গণিতশিল্পী।
    এরপর কে সি নাগকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তবে অনেকে বলেন যে, প্রথম বইটি নয়, কেসি নাগকে কিংবদন্তি বানিয়েছিল তাঁর দ্বিতীয় বই, যার নাম ‘ম্যাট্রিক ম্যাথমেটিক্স’। প্রকাশিত হয়েছিল ১৯৪২ সালে। এরপরেই কেশব চন্দ্র নাগ ধীরে ধীরে হয়ে উঠলেন সারা বাংলা জুড়ে শিক্ষকদেরও শিক্ষক।
    একসময় তিনি রসা রোড থেকে উঠে এসে দক্ষিণ কলকাতার গোবিন্দ ঘোষাল লেনে নিজস্ব বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন।
    সারা জীবনে তিনি মোট ৪২টি বই লিখেছিলেন।
    ইংরেজি হিন্দি নেপালি উর্দু প্রভৃতি ভাষায় তার বইয়ের অনুবাদ প্রকাশিত হয়েছিল।
    অংক বইয়ের জনপ্রিয়তা দেখে তিনি ১৯৫৫ সালে নাগ পাবলিশিং হাউস নামে নিজের প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
    তিনি ছিলেন শ্রীসারদা মায়ের প্রত্যক্ষ মন্ত্রশিষ্য। স্বামী অভেদানন্দের বহু ইংরেজি বক্তৃতা এবং ভগিনী নিবেদিতার লেখাও তিনি অনুবাদ করেছিলেন।
    দেশের স্বাধীনতা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ভারতছাড়ো আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তিনি যোগ দিয়ে কারাদণ্ডও ভোগ করেছিলেন।
    ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অমায়িক একজন কাছের মানুষ। উত্তমকুমার সুচিত্রা সেনের ছবির অসম্ভব একজন ভক্ত। নাতনিকে নিয়ে সিনেমা হলে গিয়ে তিনি ছবি দেখে আসতেন।
    খেলাধুলার প্রতিও তার টান ছিল অসম্ভব। মোহনবাগান ক্লাবের তিনি ছিলেন আজীবন সদস্য। ক্লাবের প্রতি তাঁর এমনই ভালোবাসা ছিল যে, মোহনবাগান ম্যাচ হারলে সে রাতে তিনি না খেয়ে শুয়ে পড়তেন।
    একটা সময় তিনি নিয়মিত ডায়েরি লিখতেন। ডায়েরির নাম দিয়েছিলেন ‘রত্নবেদী’। সেখানে ছিল তাঁর বহু কবিতা, ভক্তিমূলক গান এবং ধর্ম ইতিহাস দর্শন সাহিত্য প্রভৃতি নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্য।
    ডায়েরির উপরে লিখে রেখেছেন ‘বিনা অনুমতিতে পাঠ নিষেধ’।
    'অংক বই মানেই কেসি নাগ' -- এই প্রবাদটি বাস্তবিকই আজও সমান ভাবেই জনপ্রিয়। সে কারণেই অনেকে হয়তো বলেন, তিনি সমগ্র বাঙালি জাতির অংক শিক্ষক।
    ১৯৮৫ সালের ১লা ফেব্রুয়ারি। কানপুরে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্টের ধারা বিবরণী শুনতে শুনতে উত্তেজনায় তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়। সেই ঘটনার দু’বছর পর ১৯৮৭ সালের ৬ই ফেব্রুয়ারি ৯৩ বছর বয়সে এই গণিতজ্ঞের জীবনে নেমে এলো জীবনের শেষ অংক।
    Now please watch this video and express your views in the comment section below.
    Thanks a lot.
    yours faithfully
    The Galposalpo
    #kcnag #keshabchandranag #কেসিনাগ
    তথ্যঋণ:
    ১) অংকে ভুল করলেও পিঠে ধাঁইধপাধব নয় By শিশির রায় (আনন্দবাজার পত্রিকা)
    ২) বাপরে বাপ অংক কি কঠিন ... কে সি নাগের বিরুদ্ধে বিক্ষোভ By অলোকনাথ শেঠ (এইসময় GOLD)
    ৩) অঙ্কের জাদুকর কেসি নাগের জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ স্মৃতিচারণ By অশোক সেনগুপ্ত (আমাদের ভারত ডট কম)
    ৫) উইকিপিডিয়া

КОМЕНТАРІ • 210

  • @kamalesdas6931
    @kamalesdas6931 2 роки тому +20

    আমার বাবা ছিলেন ইতিহাসের শিক্ষক। কিন্তু কে সি নাগের অঙ্ক ছিল তার কাছে জলের মত সহজ।বাবা এখন একানব্বই বছরের অসুস্থ বৃদ্ধ।

  • @sankardey8829
    @sankardey8829 2 роки тому +14

    স‍্যারকে সশ্রদ্ধ প্রনাম। আবার যেন ফিরে পাই সেই শৈশব যেখানে স‍্যারের নাম টা আমাদের শিক্ষা র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে।

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 2 роки тому +49

    অসাধারণ উপস্থাপন। বিদ্যার দেবী সরস্বতী মতো গণিত এর কে সি‌ নাগ মহাশয় বাঙালির কাছে ।

    • @debasishbarua6288
      @debasishbarua6288 2 роки тому +1

      Excellent Books.k.c.nag.punaray chalu houk.

    • @integritymathstania2712
      @integritymathstania2712 Рік тому +1

      Amra bangali ra abar onake niye hasir hasir meme r video banai. Lojja jonok...
      Pranam kc nag 🙏

  • @meherbansarkar
    @meherbansarkar 2 роки тому +18

    প্রবাদপ্রতিম গুণী মানুষটিকে নিয়ে এমন গল্পের আয়োজনটি খুবই ভালো লাগল! তাঁকে প্রণাম.. 🙏

  • @syedabegum5955
    @syedabegum5955 2 роки тому +23

    নব পাটি গণিত বই টি আমাদের বাড়িতে আছে,বেশ মোটা বই টি,আমার বাবা কিনে এনেছিলেন দিদিদের জন্য।
    মাছের গল্পটি যতদুর মনে পড়ছে কোনো এক পেপারে পড়েছি।
    তাছাড়া দাদা আপনার বলার ধরন অসাধারণ ,স্মৃতি গুলো উস্কে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @sibpadasarkar138
    @sibpadasarkar138 Рік тому +5

    আমাদের সময়ে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই ছিল কেশবচন্দ্র নাগ মহাশয়ের বই। ওনার পাঠ্য পুস্তক এখনো পর্যন্ত আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। ওনার জন্ম দিনে ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম।

  • @barshanmalik8251
    @barshanmalik8251 2 роки тому +20

    Meghnad Saha সম্পর্কে একটি video বানানোর অনুরোধ জানাচ্ছি।

  • @startyourwork1291
    @startyourwork1291 2 роки тому +7

    এই অজানা তথ্য সত্যিই অনবদ্য এবং প্রেরণাদায়ক। জন্মতিথিতে জানাই সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 2 роки тому +9

    আপনাকে আপনার অজানা গল্প কে অনেক শুভকামনা আর ধন্যবাদ। অনেক কিছু জানতে পারি আমরা।

  • @shibaramchakrabortty8190
    @shibaramchakrabortty8190 Рік тому +1

    ধন্যবাদ অনেক। অজানা কথা জানিয়েছেন

  • @joyghosh755
    @joyghosh755 2 роки тому +4

    K.C Nag এর বই আমি ক্লাস 7 এ পড়েছিলাম।।অসাধারণ বই ও অসাধারণ কথা আপনার।।

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 2 роки тому +8

    ইতিহাস যেন, স্বচক্ষে দেখতে পাই,,
    আপনার পরিবেশনার মধ্য দিয়ে

  • @sushilkumardey4553
    @sushilkumardey4553 Рік тому +2

    ম্যাট্রিক ম্যাথমেটিক্স ... আপনার এই ভিডিও দেখে ৪০বছর আগের কেনা বইটি খুঁজে পেলাম

  • @MrSanjoy4ever
    @MrSanjoy4ever 2 роки тому +3

    Khub sundor ebong sikhoniyo uposthapona 👌🙏

  • @anirbansarkar8681
    @anirbansarkar8681 2 роки тому +4

    Sundar, sundar . Amio ekjon sammaniyo k.c . Nag er bhokto . Amrao k.c. nag er boi porechhi .

  • @subhasbhowmick2079
    @subhasbhowmick2079 2 роки тому +3

    ধন্যবাদ আপনাকে এই গুঢ় রহস্য উন্মোচন করার জন্য

  • @prasendasjiobindas0606
    @prasendasjiobindas0606 2 роки тому +3

    K C Nag.....ami o oner book pore boro hoyechi....darun laglo video ti😊

  • @sadhanbanerjee2572
    @sadhanbanerjee2572 Рік тому +5

    I have an humble respect to Late Mathematician ,K
    C.Nag.

  • @sukalyandas1660
    @sukalyandas1660 2 роки тому +4

    সত্যি অসাধারন লাগলো ,
    অনেক পুরোনো কথা মনে পরে গেলো
    সত্যি

  • @tusharbhattacharya9687
    @tusharbhattacharya9687 2 роки тому +11

    I am proud that my father was a student of Mitra Institutions in the year 1948.

  • @vibrantpanindia827
    @vibrantpanindia827 Рік тому +4

    VERY ATTRACTIVE STORY ON LEGENDARY MATHEMATICIAN K.C.NAG; WE PAY HOMAGE TO HIM.

  • @kaushikchandra9756
    @kaushikchandra9756 2 роки тому +15

    The enormous legendary personalities Royal Bengal Tiger Sir Ashutosh Mukhyopadhyay and King Of Mathematics Sir Keshev Chandra Nag both are integrated figure of our very own school Mitra Institution Bhowanipur Branch, hence I am Proud for my own childhood home, my entire school life, I am an ex-student of this bonafide educational organization

  • @basudebdas1224
    @basudebdas1224 2 роки тому +29

    Respect to K.C.Nag on his birth anniversary.

  • @sunilshaw751
    @sunilshaw751 2 роки тому +3

    এই গল্পের মাধ্যমে এক মহামানবের জীবনের কিছু অংশ জানতে পারলাম আপনার উপস্থাপন অসাধারণ আশা করি আরও অনেক ভিডিও পাবো 🙏

  • @debamitabhatta7822
    @debamitabhatta7822 2 роки тому +2

    Khubi bhalo laglo. Keshab nager patigonit amader pathyo chilo

  • @surajitmondal9578
    @surajitmondal9578 2 роки тому +2

    Jantamna amader anker gurudever eto sundar jibon kahini;abak to abossoy holam-tar sate apnakeo asonkha dhanyabad.

  • @himangsuroy7285
    @himangsuroy7285 2 роки тому +3

    Apni ekjon valo teacher. Apni bes samajik kaj kore cholechen.

  • @pritamgoswami9580
    @pritamgoswami9580 2 роки тому +7

    P. K. De sarkar এর ওপর একটা ভিডিও করার অনুরোধ করছি.

  • @tapanmullick8751
    @tapanmullick8751 2 роки тому +6

    Thanks a lot. This is the first time I know and have gained some knowledge about Mr. K.C. Mag. Thank you once again , Sir.

  • @suklamukherjee5870
    @suklamukherjee5870 Рік тому

    বিভিন্ন মনীষীদের নিয়ে আপনার প্রতিবেদন গুলি যথেষ্ট intersting. আজকালকার ছেলে মেয়েরা যদি এগুল শোনে o যথার্থ অনুধাবন করে সেটা তাদের জন্য উপকারী হবে।শুধু ছেলে মেয়েরা নয় তাদের বাবা মায়েরা ও এগুলো শুনুন ও অনুধাবন করুন।কারণ আদর্শ বাবা মা না হলে কৃতি মানুষ পাওয়া যায়না।অবশ্য আজকাল কৃতি অর্থে ৯০ শতাংশ নম্বর আর আমেরিকায় মত মাইনের চাকরি বোঝায়। এই কৃতি সেই কৃতি নয়।

  • @bipradaschatterjee2762
    @bipradaschatterjee2762 2 роки тому +3

    খুবই আনন্দ পেলাম

  • @2subrata
    @2subrata 7 місяців тому

    In my school we were taught maths using this great teacher,s book. The funny thing is whenever we got stuck in a problem we used to remark ...this problem is KCN.. ...Very unkind remark, ( Remember your chemistry ? ). Great respect to you KCN. Pronam

  • @manjusutradhar2366
    @manjusutradhar2366 2 роки тому +5

    Excellent presentation

  • @barnalimukherjee7273
    @barnalimukherjee7273 2 роки тому +2

    Asadharon ei boktobyaguli.Aro erokom bolun amra suni, jani...
    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 2 роки тому +3

    অপূর্ব । ধন্যবাদ

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 2 роки тому +6

    স্যার কে সি নাগকে আমার সশ্রদ্ধ প্রণাম।
    তবে আমাদের ছাত্রাবস্থায় উনি আমাদের জ্বালিয়ে মেরেছেন।
    দয়া করে সিরিয়াসলি নেবেন না। এটা নিছকই মজা করে বললাম।

  • @debabratabanerjee2636
    @debabratabanerjee2636 2 роки тому +2

    Khub bhalo laglo sir, apnar video gulor madhyome nijeke onek somridhho korte pari

  • @somnathlaha1477
    @somnathlaha1477 2 роки тому +10

    অংকের ভগবান কে,সি,নাগ। 🙏

  • @somnathdutta5940
    @somnathdutta5940 2 роки тому +5

    I like your channel because you deliver with decency many stories of favorite personalities of Bengal which touch Bengali hearts. Good effort.

  • @debasishbanerjee4608
    @debasishbanerjee4608 Рік тому +1

    অসাধারণ.... বাংলার গর্ব.... পোষ্টারের নকল নয়

  • @debasishsom3027
    @debasishsom3027 2 роки тому +5

    Excellent representation !!!
    Keep it on Sir !!

  • @sudipchakraborty2581
    @sudipchakraborty2581 Рік тому

    Amarto chotobelay onar onko vision voy lagto...othocho korteo hoto...rag hoto j k ei Onko jinista toiri korlo...
    Onar Jonmodine onake onek Sroddhya janai,Sonman janai tar ogadh Pandittyo k...Nomoskar K.C.Dus Mohasoy...🌼🌼🌼🌷🌷🌷🌼🌼🌼🙏🙏🙏

  • @kajalmondalpoem8272
    @kajalmondalpoem8272 Рік тому

    বাহ বাহ সমৃদ্ধ হলাম আপনার এইরূপ প্রতিবেদন চলুক
    স শ্রদ্ধ প্রণাম

  • @subhenduchowdhury2324
    @subhenduchowdhury2324 2 роки тому +3

    Excellent. Shalloot to Sir K.C.Nag. & to you also.

  • @jyotsnachakraborty1387
    @jyotsnachakraborty1387 Рік тому

    Aaha ķòto ajanake jante parlam r apnar uposthapona asadaron nomoskar neben

  • @Chandangiri8134
    @Chandangiri8134 2 роки тому +2

    খুব খুব ভাল গল্প।From our bengal k.c. nag sir is a bright moon of mathematics .

  • @ratanbarua6701
    @ratanbarua6701 Рік тому +1

    apnar upstapona dekhe ami mughdho ar ei jonnoi apnar shob program dekhi ebong shikhi,apnar shudirgho ebong ujjol jibon kamona kori valo thakben ,amsterdam the netherlands theke.

  • @dorothyghosh3278
    @dorothyghosh3278 2 роки тому +1

    Subho janmodin Sir, bache thakun sobar majha sara jibon.🙏⚘

  • @sudiptamandal9288
    @sudiptamandal9288 Рік тому

    ধন্যবাদ, ভালো লাগলো। ইংরেজি ব্যাকরণ রচয়িতা প্রফুল্ল কুমার দে সরকার মহাশয়ের জীবনীর অপেক্ষায় রইলাম।

  • @bholanathchatterjee2290
    @bholanathchatterjee2290 2 роки тому +2

    এককথায় অসাধারণ

  • @anupamadhikari4758
    @anupamadhikari4758 2 роки тому +2

    Osadharon lage apnar uposstapona.P.K.Dey Sarkar er sombondhe ei jatio kono information thakle ta sonanor onurodh korchi

  • @KaushikHalder10
    @KaushikHalder10 2 роки тому +3

    খুব ভালো লাগলো শুনে । 👌🏼👌🏼👌🏼🌹
    আজ আমারও জন্মদিন । 🤗🥳

  • @biswajitnaskar8264
    @biswajitnaskar8264 Рік тому

    অসাধারণ

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 Рік тому +2

    ধন্যবাদ দাদা.

  • @kaushikmitra9430
    @kaushikmitra9430 2 роки тому +1

    Osadharan Sir

  • @amalkumarpal7830
    @amalkumarpal7830 2 роки тому +1

    শুভ জন্মদিনে কেশবচন্দ্র নগ, প্রণাম জানাই।

  • @gopalchaulya5544
    @gopalchaulya5544 11 місяців тому

    Thanks dada, know manythinhs.

  • @darshan7951
    @darshan7951 Рік тому

    খুব ভালো লাগলো,খুব সুন্দর স্পষ্ট কাটা কাটা কথাই উপস্থান করলেন,বুঝতে শুনতে কোনো অসুবিধা হলো না।আরও ধরনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করছি।

  • @purnendumitravlogs6207
    @purnendumitravlogs6207 Рік тому

    Oshes dhanyobad ei sundar monomugdhakar uposthaponar jonno. Osadharon!!!!!!!!!.

  • @khwaresh8275
    @khwaresh8275 Рік тому

    Outstanding n excellent presentation. I respect K C Nag. I learnt Mathematics a little from respected K C Nag Sir. Truly, Nag Sir is a great Mathematician in West Bengal. Thanks.

  • @atikulhaque3233
    @atikulhaque3233 10 місяців тому

    Outstanding!!!

  • @AjaanaaPrithibi
    @AjaanaaPrithibi Рік тому

    খুব সুন্দর উপস্থাপন করেছেন। তথ্যমূলক ভিডিও

  • @avikbanu7446
    @avikbanu7446 2 роки тому +1

    Thank you sir for valuable information.

  • @anjankumarsarkar6243
    @anjankumarsarkar6243 2 роки тому +2

    Thanks for your excellent efforts

  • @mrc8249
    @mrc8249 2 роки тому +2

    Apnar pratibedan khub bhalo lage sir, pranam neben

  • @UtpalMandal-wi7fz
    @UtpalMandal-wi7fz Рік тому

    আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @sudhangsukumardebnathassis9276
    @sudhangsukumardebnathassis9276 2 роки тому +1

    Excellent Observation of your speech.

  • @user-yu9bb6lb1c
    @user-yu9bb6lb1c 2 роки тому

    Khub Ananda pelam dada. Chhoto belar katha mone pore gelo.

  • @agelesswisdom4249
    @agelesswisdom4249 Рік тому

    Asadharan

  • @user-vj3lr6mq6f
    @user-vj3lr6mq6f 2 роки тому +9

    প্রণাম নেবেন🙏 দাদা আপনার গলায় কি আছে বলুন তো ☺️ । যেনো ইতিহাস চোখের সামনে ভেসে উঠল 🙏

    • @rpshome5999
      @rpshome5999 2 роки тому +3

      মনের কথা বলে দিলেন। সত্যি ওনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছা করে।

    • @user-vj3lr6mq6f
      @user-vj3lr6mq6f 2 роки тому +3

      @@rpshome5999 ☺️☺️☺️ আসলেই , মনে হয় ইনি কোনো অধ্যাপক ছিলেন বা আছেন🙏

  • @santanumahato2476
    @santanumahato2476 2 роки тому +2

    স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @pratapbanerjee8870
    @pratapbanerjee8870 2 роки тому +2

    I am same with you. Moreover my Pronam to Keshab Sir.

  • @nikhileshchatterjee1079
    @nikhileshchatterjee1079 2 роки тому +3

    Wonderful.

  • @souvikhazra134
    @souvikhazra134 2 роки тому +2

    Ok, it is easy to solve difficult problem .

  • @ranajoymukherjeeunityawareness

    Osadharon uposthapona

  • @Bashonti
    @Bashonti 3 місяці тому

    Humorous salute sir

  • @biswakarmainfoworld
    @biswakarmainfoworld Рік тому

    good collection

  • @milandebnath9678
    @milandebnath9678 Рік тому

    Khub bhalo laglo dada

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 2 роки тому +11

    Also make videos on the following personalities:
    1. Sridhar Acharya
    2. Raja Shashanka
    3. Mathematician Jadavchandra Chakraborty
    4. Raja Laxman Sen

  • @netaisardar418
    @netaisardar418 Рік тому

    অ সা ধা র ণ। আপনার জন্য একগুচ্ছ ভালোবাসা রইলো ❤️🧡

  • @debakipatra805
    @debakipatra805 2 роки тому +1

    Magician k c nag of arithmetic. Salute him.

  • @subirchakrabortysongs
    @subirchakrabortysongs 2 роки тому +1

    Khub bhalo Laglo apnar video r onek kichu jante parlam.
    Uni je Mitra Institution er Sikhakota korten aj jante parlam.

  • @sujaymodak3175
    @sujaymodak3175 Рік тому

    Osadharon boi onar

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 2 роки тому +1

    Dhonyobaad debar chaiteo auntorer ausim shroddha abong valobasa roilo aujana tathyoguli galper chhale paribeshon karar jonyo. Apnake Utube a pele setai aage abong bare bare dekha abong shonar jonyo aagrohi hote badhyo hoi. Au-sadharon Bachonvangir jonyo.

  • @candyfloss184
    @candyfloss184 Рік тому +2

    I solved KC Nag's books during my school days from class 6 till class 10.

  • @prasantadatta5151
    @prasantadatta5151 2 роки тому +1

    K.. Nag ke Pranam.

  • @kanchanpaulsenglishclasses4021
    @kanchanpaulsenglishclasses4021 2 роки тому +1

    Very nice !!

  • @irati7starvlooging999
    @irati7starvlooging999 Рік тому

    excellent

  • @saurabhghosh398
    @saurabhghosh398 2 роки тому +4

    Please make similar presentations on algebra legend Kalipada Basu and arithmetic legend Jadab Chandra Chakrabarty.

  • @amitbera6794
    @amitbera6794 2 роки тому +1

    Sir apner porichoy ta jankey bhalo hoto akhon ami k c nag school quarter bosey sunchi oner kotha. Bhalo lagchey.

  • @TheKauddin
    @TheKauddin 2 роки тому +1

    Xcellent.

  • @piyalm
    @piyalm Рік тому

    Apnar uposthapona ar chotobelar sriti mile chokh e jol ene dilo..
    Ki chilo amader bengali medium school er std. ar aj ki hoyeche!!
    K. C Nag Sir er math koste koste time kete jeto.. Sorkari mathe boi er sathe K.C Nag er boi reference boi hisebe portam.. Sei sob din ar asbe na...
    K.C Nag Sir ke soshroddhyo pronam janai.. Jotharthoi Math er shilpi..

  • @skyworldofficialyoutube7417

    Valo laglo

  • @rajkumarchakrabarti1788
    @rajkumarchakrabarti1788 Рік тому

    Excellent

  • @anadishekharroy9356
    @anadishekharroy9356 2 роки тому +2

    সশ্রদ্ধ প্রনাম জানাই

  • @debnilsingha8255
    @debnilsingha8255 2 роки тому +4

    এ রকমই আরেকজন এর কথা জানতে চাই - ইংরেজীর গুরু. পি কে দে সরকার

  • @kpbiswas3238
    @kpbiswas3238 2 роки тому +3

    কে সি নাগ প্রনাম জানাই

  • @kalloldhank6224
    @kalloldhank6224 2 роки тому +3

    কেশব বাবুর শিক্ষাগত অধ‍্যায় সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো স‍্যার...

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому

      Please, check the description box. I have given every data regarding his educational qualification and all other essential matter.

  • @jyotirmaysarkar7855
    @jyotirmaysarkar7855 2 роки тому

    Sir,apnak janai sasradswa pranam

  • @samirsaha5206
    @samirsaha5206 2 роки тому +2

    Happy birth day sir