"রাসূল (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎ হয় তবে (বেঁচে থাকলে) হয়ত সে নেক কাজ বৃদ্ধি করবে। আর যদি পাপী হয়, তাহলে হয়ত সে তওবা করবে। (( সহিহ বুখারী, হাদিস নং ৭২৩৫)) সুতরাং নিজের এবং অন্যের মৃত্যু কামনা করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ্।🖤
"রাসূল (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎ হয় তবে (বেঁচে থাকলে) হয়ত সে নেক কাজ বৃদ্ধি করবে। আর যদি পাপী হয়, তাহলে হয়ত সে তওবা করবে।
(( সহিহ বুখারী, হাদিস নং ৭২৩৫))
সুতরাং নিজের এবং অন্যের মৃত্যু কামনা করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ্।🖤
MashaAllah, sundor waj
Jajhakallah
মাশাআল্লাহ অসাধারণ আলোচনা
জাঝাকাল্লাহ