জমির মাটিতে প্রথমে একটা চওড়া গর্ত খুলতে হবে তারপর সেই গর্তের মাটি ভালোভাবে খুসে নিতে হবে এবং মাটির সাথে 1 কেজি পরিমাণ একবছরের পুরোনো গোবরসার,ব্যবহার করা চা পাতা 100gm,ডিমের খোসার গুঁড়ো 3-4মুঠো পরিমাণ মিশিয়ে নিতে হবে, তারপর গোলাপগাছ টা একটু উঁচু করে বসিয়ে দিতে হবে ,কারণ গাছ যদি মাটির খুব বেশি গভীরে বসানো হয় তাহলে অনেক সময় বর্ষাকালে গাছের গোড়ায় জল জমে মারা যায়।গাছ প্রতিস্থাপন করার পর গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে ঢালু করে দিতে হবে,তারপর ভরপুর জল দিয়ে দিতে হবে।গাছের যখন নতুন গ্রোথ হবে তখন গাছে খাবার প্রয়োগ করতে হবে।
Khub dorkar chilo
ধন্যবাদ 🙏
মাটি তে গোলাপ গাছ লাগানোর জন্য কি কি লাগবে একটু বলবেন
মাটিতে গোলাপ গাছ প্রতিস্থাপনের ভিডিও আছে আমার চ্যানেলে নিচে লিঙ্ক দিলাম দয়া করে দেখে নেবেন
ua-cam.com/video/c1yOSKzmZ_w/v-deo.htmlsi=Tll4zl6_RIFt5XhD
@@Naturewithlabaniদিদি বাগানে র মাটি তে। টবে নয়
জমির মাটিতে প্রথমে একটা চওড়া গর্ত খুলতে হবে তারপর সেই গর্তের মাটি ভালোভাবে খুসে নিতে হবে এবং মাটির সাথে 1 কেজি পরিমাণ একবছরের পুরোনো গোবরসার,ব্যবহার করা চা পাতা 100gm,ডিমের খোসার গুঁড়ো 3-4মুঠো পরিমাণ মিশিয়ে নিতে হবে, তারপর গোলাপগাছ টা একটু উঁচু করে বসিয়ে দিতে হবে ,কারণ গাছ যদি মাটির খুব বেশি গভীরে বসানো হয় তাহলে অনেক সময় বর্ষাকালে গাছের গোড়ায় জল জমে মারা যায়।গাছ প্রতিস্থাপন করার পর গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে ঢালু করে দিতে হবে,তারপর ভরপুর জল দিয়ে দিতে হবে।গাছের যখন নতুন গ্রোথ হবে তখন গাছে খাবার প্রয়োগ করতে হবে।