আগুন সন্ন্যাস প্রথম পর্ব||চরক পূজার নদীয়া জেলার ঐতিহ্য ||charak Puja,Nadia

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • hajra Puja||ভয়ংকর সন্ন্যাসী চালন charak Puja 2024.
    charak hazra challan চৈত্র পূজা।। নীল পূজা
    নীল পূজার রাতে অনুষ্ঠান হল' হাজরা ছাড়া' রং অনুষ্ঠান। পৌরাণিক মতে মূল সন্ন্যাসী সহ দুই থেকে তিনজন সা
    যোগী ৩৩ কোটি দেবতার আমন্ত্রণের উদ্দেশ্যে শ্মশানে যান
    মূল সন্ন্যাসী ও শুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধুপ পড়া বা লোহার সূরা মন্ত্র পড়ে সকলের দেহবন্ধন করেন। তারা হাতে দা ও শুল ও অন্যান্য অস্ত্র ধারণ করেন।। ফল সন্ন্যাস পর্ব শেষ হওয়ার পরে সন্ন্যাসীরা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন।। নিমন্ত্রণে কোন ভুল ত্রুটি মার্জনের জন্য ভক্তরা শুরু করেন কাটাঝাঁপ বা কাঁটা ভাঙার খেলা।।। সাত রকমের কাটার উপরে শুরু হয় কাটাঝাঁপ বা কাঁটা খেলা।। রাতের শেষ প্রহরে হাজরতলায় মূল সন্ন্যাসী ভাত ও সালসোলের মাছ দিয়ে ভোগ নিবেদন করেন খাসা ভোগ আর উর ভোগ। ভূত-পেতের উদ্দেশ্যে।। মাল সাটি জলে ভাসানোর সময় প্রত্যেকটি সন্ন্যাসী মূল সন্ন্যাসীকে শক্তভাবে আষ্টেপৃষ্ঠে ধরে রাখে যাতে ভূত-পেত তার কোন ক্ষতি না করতে পারে।।। মূল সন্ন্যাসী বুক জল নেমে মাল ছাঁটি ভক্তি সহকারে ভাসিয়ে দেন।। স্থানীয়দের বিশ্বাস অন্যথায় ভূত পেত্রা ঝড়ের বেগে এসে খাদ্যদ্রব্যের সঙ্গে তাকেও টেনে নিয়ে যায়।। প্রবাদে আছে ডুব দিয়ে জল পান করলে শিবের সাধীদি নেই টের পাই, কিন্তু এক্ষে ক্ষেত্রে শিবের অনুচর ভূতপাদদের ক্ষেত্রে অবশ্যই তা খাটে না মূল সন্ন্যাসী শুদ্ধচার সম্পন্ন না হলে তাকে বিপন্ন হতেই হবে।।।। এখানে যে মেন ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন বালা।। যিনি সন্ন্যাসীদের কে সকল বিপদ ও খারাপ হাওয়া থেকে রক্ষা করেন।। এবং নিয়মাবলী সম্পর্কে জ্ঞাত থাকেন।। এই পুজোটি বহু পুরাতন কথিত আছে। ৭০০ বছরের পুরনো আসন।।। এই গাজনটিতে ৩০টির ঊর্ধ্বে সন্ন্যাসীকে রাখা হয় না।। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।।।

КОМЕНТАРІ • 2