আমার বাবার বাড়ি বিক্রমপুর লৌহজং। আমি ও এমন ভর্তা দিয়ে। বৌয়া,,কাজির ভাত খুব পছন্দ করি। সেই বিশ বছর আগে হয়তোবা খেয়েছি।এতো সুস্বাদু ভর্তা ও কাজির ভাত। আমি এগুলো করতে ও পারি না। এজন্য খেতে ও পারি না।বয়স হয়েছে আমার।তবে খেতে খুব ইচ্ছে করে। তবে মাঝে মাঝে বৌয়া রান্না করে,,ডিম ভাজা দিয়ে,,আচার দিয়ে খাই।
আমার বাবার বাড়ি বিক্রমপুর লৌহজং। আমি ও এমন ভর্তা দিয়ে।
বৌয়া,,কাজির ভাত খুব পছন্দ করি।
সেই বিশ বছর আগে হয়তোবা খেয়েছি।এতো সুস্বাদু ভর্তা ও কাজির ভাত।
আমি এগুলো করতে ও পারি না।
এজন্য খেতে ও পারি না।বয়স হয়েছে আমার।তবে খেতে খুব ইচ্ছে করে।
তবে মাঝে মাঝে বৌয়া রান্না করে,,ডিম ভাজা দিয়ে,,আচার দিয়ে খাই।
সুযোগ পেলে আপনাকে খাওয়াতাম। বৌয়া, কাজির ভাত আমাদের খুবই পছন্দের। কাজির ভাতের রেসিপি দেবারও ইচ্ছে আছে।
অনেক সুন্দর হয়ে ছে জা বলার মতোনা ❤ আমার বড় বোনের শসুর বারি বিকরমপুর ❤ অনেক খেয়েছি এই রেসেপি ❤
অনেক ধন্যবাদ :)
Mashallah looks nice and yummy thanks for sharing! 😍😋👌❤
My pleasure 😊
আহারে কি দারুণ সব ভর্তা। পুরো ভিডিও দেখলাম আপু।ভালো লাগলো।
Thank you so much 🥰
ভর্তা গুলো দেখে জিভে জল চলে এলো। অসাধারণ
Thanks 😋
Osadharon hoise Ami obbosoi try korbo
Thanks. Please try :)
Big 👍এত ভর্তা একসাথে সাথে আবার খুদের ভাত মাশাল্লাহ 😋🤤
অনেক ধন্যবাদ। বানিয়ে জানাবেন কেমন হল :)
Khub mojar mojar shob vorta shikhlam 🙂
Thanks :)
খুবই মজার খাবার ধন্যবাদ বিস্তারিত ভাবে দেখানোর জন্যে 😊
আপনাকেও ধন্যবাদ
Mojar sob vorta r satay bowya! Just wow!
Dharun 😋🤤🤤🤤
Thanks
Good
Thanks
looks so yummy
Thank you 😋
Excellent
Thanks 😊
Do you sell home made food stuff?
Not yet but maybe in future 🙂 stay connected ☺️
Unique!!!
Thanks 😊
Uff ek plate shanti!!
Thank you so much 🥰 we have other traditional recipes too in our channel. Keep exploring ☺️
ekhon eto kosto temon keo kore na. foodpanda 0r resutrant er help ney. .
তা ঠিক। কিন্তু বাসায় বানিয়ে এসব খাবার মজাই অন্যরকম। একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় :)
বৌয়া তে আদা বাটা দিলেন
যে ????😂
বৌয়াতে আদা বাটা দেয়া হয় না এবং আমি দেই নি 😊 রেসিপিটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।