ডিম পাহাড়ে বন গরু

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Wild cow in hill
    বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়কে প্রায়ই দেখা যায় মহাবিপন্ন প্রাণী বন গরু বা গয়াল ধরে নিয়ে যেতে। এটা অপরাধ। এসব এলাকায় গয়ালের ফার্মও গড়ে উঠেছে। স্থানীয় কসাইদের কাছে বিক্রি করে এরা। আবার ঢাকা-চট্টগ্রামে বড় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপহার দেয়া হয়।
    এই প্রাণী খুবই শক্তিশালী তাই, এর নাক ছিদ্র করে রশি বেঁধে নিয়ে যাওয়া হয়।
    বান্দরবানের থানচি আলীকদম সড়ক দেশের সবচেয়ে উঁচু সড়ক। সমতল থেকে অন্তত: আড়াই হাজার ফুট উঁচুতে উঠে গেছে সড়কটি। এর মাঝামাঝিতে আছে ডিম পাহাড়। ডিমের মতো দেখতে তাই একে ডিম পাহার বলা হয়।

КОМЕНТАРІ • 717