ছত্রাক নাশক ব্যবহারের সঠিক পদ্ধতি এবং কয়েকটি প্রশ্নের উত্তর

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 340

  • @MrNirmal37
    @MrNirmal37 5 років тому +29

    খুব ভাল একটা পরামর্শ। ঠিক ঠিক অনুসরণ করলে নিশ্চিত ফলপ্রসূ হবে। অনেক হতাশা থেকে নিস্তার পাওয়া যাবে। একটা গাছ মরে গেলে যে যন্ত্রণা হয় তা কাউকে বলে। বোঝানো যায় না।

  • @aliimranemu8271
    @aliimranemu8271 2 роки тому +1

    অসাধারণ দাদা, অসাধারণ একটি ভিডিও। নতুন বাগানীদের জন্য খুবই ইনফরমেটিভ। এরকম ভিডিও আরো চাই। Greeting from Bangladesh

  • @rickgarden3745
    @rickgarden3745 2 роки тому

    Dada anek gurutopurno totho jante parlam..ei video theke.khub precise and effective information which is most beneficial for plant..

  • @bidyutsanal5889
    @bidyutsanal5889 3 роки тому

    Khub bhalo laglo. Gacher paricharchai ja sabar jana kartabya

  • @dipudas3122
    @dipudas3122 2 роки тому +2

    খুব ভালো

  • @INNOCENT_1_BOY
    @INNOCENT_1_BOY 3 роки тому +1

    অতি উপকারী একটি ভিডিও।
    ধন্যবাদ স্যার।
    অনেক উপকৃত হলাম।

  • @bithikaroy7276
    @bithikaroy7276 4 місяці тому

    সত্যি ই খুব ভালো ।

  • @sandhyabiswas8825
    @sandhyabiswas8825 4 роки тому +1

    Dada superb aponar bachan bhongi khubi upokrito holam.👌👌👌

  • @jhumpasanyal4895
    @jhumpasanyal4895 4 роки тому +1

    এই বৃষ্টি বাদলের দিনে আপনার এই পরামর্শে আমরা অনেক উপকৃত হলাম।

  • @shamsuzzaman3122
    @shamsuzzaman3122 3 роки тому +1

    অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। আমার এ বিষয়টি জনা জরুরী ছিল।
    Pesticide বিষয়েও জানতে চাই। এসবের ছিঁটানোর সময় সাবধানতার বিষয়েও দয়া করে বলবেন।

    • @SahiGarden
      @SahiGarden  3 роки тому

      অবশ্যই তবে কীটনাশক বিষয়ে আমার ভিডিও আছে। সেই ভিডিও তে সাবধানতা বিষয়ক কথা আছে।

  • @dipakgoswami5145
    @dipakgoswami5145 3 роки тому +2

    খুব সুন্দর বোঝা গেলো। ধন্যবাদ দাদা।

  • @bikashdasbcom
    @bikashdasbcom 4 роки тому +1

    খুব ভালো পরামর্শ, খুব সহজ সরল ভাবে বুঝিয়েছেন, যে কেউ বুঝতে পারবে, কারও বুঝতে আসুবিধা হবে না ।

  • @maumitabose3182
    @maumitabose3182 3 роки тому

    Dada eirokom e insecticide niyeo alochona korun khub e upokrito hobo

  • @Creativedrawingideas
    @Creativedrawingideas 5 років тому +1

    Wow excellent work dear friend.. very Beautiful video dear.
    Thank you for sharing.. full watching and full enjoy your video👍👍

  • @biswajitnandi604
    @biswajitnandi604 2 роки тому

    আপনার কথা শুনতে খুব ভালো লাগে।

  • @tablet6045
    @tablet6045 5 років тому +1

    শহিদুর ভাই , সময়োপযোগী এই ভিডিওটির জন্য , আপনাকে ধন্যবাদ জানাই ।
    আবার ঋদ্ধ করলেন।

  • @roofgardenwithbiswajit5030
    @roofgardenwithbiswajit5030 5 років тому +2

    Khub valo video...
    Anek Dhonnyobad apnakeo!!

  • @sumanchowdhury7935
    @sumanchowdhury7935 5 років тому

    Dada aapner vdo gulo khub helpful..Dada aapner vdo thake jante parchi j inorganic fertiliser hot weather a kno vabe use kora Jabe Na tahole kon mas gulo te ei fertiliser gulo use kora utchit janale upokrito hotm.

  • @srabanimukherjee6699
    @srabanimukherjee6699 4 роки тому +2

    আপনার বলা এত ভালো যে আমরা পরিস্কার সব বুঝতে পারি ,খুব ই উপকার হয় আপনার পরামর্শ মতো যত্ন করলে

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому

      অশেষ ধন্যবাদ, ভালো থাকুন

  • @ahadbiswas9262
    @ahadbiswas9262 5 років тому

    খুব সুন্দর ভিভিও,,,,,,
    নারকেল গাছের চারা রোপন ও দুই চার বছর ধরে সার প্রয়গ সম্পর্কে ভিডিও চাইছি আপনার কাছে । ধন‍্যবাদ আপনাকে ।

  • @sukumarpaul1002
    @sukumarpaul1002 3 роки тому +1

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভাল আপনার বক্তব্য ।

  • @atindrasvlogz2467
    @atindrasvlogz2467 5 років тому +3

    Dada fanckly speeking . Outstanding superb....

  • @lifestudio8771
    @lifestudio8771 4 роки тому +1

    Khub sundor presentaion...and
    Valuable information..👌👌👌

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ

  • @shikhahalder1293
    @shikhahalder1293 3 роки тому

    খুবই ভালো লাগলো আপনার কতগুলো ধন্যবাদ

  • @rajatchanda6807
    @rajatchanda6807 3 роки тому +1

    নিজে সুস্থ থাকুন এবং দায়িত্ব নিয়ে পরিবেশ কে সুস্থ রাখুন। ......
    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @sukumarsaha8975
    @sukumarsaha8975 3 роки тому

    খুবই সুন্দর উপস্থাপনা আপনার,খুব ভালো লাগে আপনার মূল্যবান পরামর্শ । তাই সব সময় আপনার উপদেশ শুনি । একটি প্রশ্নের উত্তর পেলে খুবই উপকৃত হবো। ছাদ বাগানের টবে কি আপেল ,আঙুর ও নাশপাতি ফলানো সম্ভব ? যদি হয়, তাহলে মাটি প্রস্তুত, টব নির্ধারণ ও সার্বিক পরিচর্যা সম্পর্কে যদি জানান তবে খুবই উপকৃত হবো। ভালো থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। নমস্কার।

  • @sushamasarkar9542
    @sushamasarkar9542 5 років тому

    সুপ্রভাত । সুন্দর ,পূর্ণ তথ্য পেলাম ,অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @KanisFatimaTithi
    @KanisFatimaTithi 3 роки тому +1

    ফাংগিসাইড মিক্স করা পানি যদি গাছে দেয়ার পরে বেঁচে যায় তাহলে ওই পানি কি পরবর্তীতে ব্যবহার করা যাবে? বা কতদিন পর্যন্ত ওই পানি ঠিক থাকে? জানাবেন প্লিজ।। অগ্রিম ধন্যবাদ 💚

  • @damayantibhattacharya8239
    @damayantibhattacharya8239 5 років тому +1

    Thanks a lot. This was indeed very helpful. I used your video to learn about the right dosage to spray fungicide.

  • @sknazrulislam9289
    @sknazrulislam9289 4 роки тому

    Apni khub valo bolen

  • @arifhossainsardar2524
    @arifhossainsardar2524 4 роки тому

    খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে!

  • @prasunojha237
    @prasunojha237 5 років тому +1

    Kub sundor

  • @adrinasmomsharmi362
    @adrinasmomsharmi362 4 роки тому +3

    ভাই, আসসালামু আলাইকুম।
    বাংলাদেশ থেকে বলছি।
    আপনার ভাষা প্রাঞ্জল, বক্তব্য সাবলীল। প্রতিটি ভিডিও থেকে উপকৃত হয়েছি।
    আরও নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন এই প্রত্যাশা।
    আপনার জন্য অনিঃশেষ শুভকামনা।

    • @poppybegum9454
      @poppybegum9454 3 роки тому

      Didi ai fangicaid ki bangladeshe pow a jai 🙏🏼ami uk take bolchi 🙏🏼🙏🏼😍

    • @shamirdaskano
      @shamirdaskano 3 роки тому

      @@poppybegum9454 ঢাকায় মোহাম্মদপুরে পাওয়া যায়।

    • @pollobnag8243
      @pollobnag8243 2 роки тому

      @@poppybegum9454 দারাজে পাবেন "ম্যানসার" নামে।

  • @khanagri
    @khanagri 5 років тому +1

    দাদা আপনার প্রতিটি ভিডিও ব্যাপক অনুপ্রেরণা যোগায়। এ বছরের মার্চে আমার ছাদ বাগানের মাল্টা, কমলা ও লেবু গাছে প্রচুর ফুল, গুটি আসে। কিন্তু একটি ফলও টেকেনি। উল্টো কয়েকটি গাছ মারা যায়। কয়েকটি গাছ কোনমতে বেঁচে যায়। গুগল সার্চ করে জানতে পারলাম ক্যাংকার, গেমেসিস, অ্যানথ্রাকনোজ রোগে আক্রান্ত আমার গাছ। আমি ডাইথেন এম ৪৫ ও সালফার সমৃদ্ধ ছত্রাকনাশক প্রয়োগ করে কিছুটা সুফল পেলেও পুরোপুরি সুফল পাচ্ছি না। আপনার মূল্যবান পরামর্শ আশা করছি।

    • @khanagri
      @khanagri 5 років тому

      @@SahiGarden ধন্যবাদ।

  • @alivamitra874
    @alivamitra874 5 років тому

    দারুণ ভিডিও দাদা। অনেক কিছু শিখলাম

  • @bireswarchakraborty103
    @bireswarchakraborty103 5 років тому +1

    Fungicide niye excellent bollen Dada. U r great.

  • @myishan
    @myishan 4 роки тому +1

    খুব ভালো ভাবে বোঝালেন,ধন‍্যবাদ। দাদা যদি পাতা কোকড়ানোর কারন ও তার পতিকার নিয়ে একটা ভিডিও বানাতেন তাহলে খুব উপকৃত হতাম। (শশা,কাল্লা,লংকা,)

  • @hennaparvin2610
    @hennaparvin2610 3 роки тому

    Apni khub khub sundor kore bujhiye bollen.. thank you..
    ami notun baani.. 5 din age kichu foler gach enechi.. besir vag gach thik ache.. kintu 1ta thai kathal gach r ekta thai jamrul gach kmn hoye jacche.. pata holud hoye pore jacche.. ami thik moto jol dicchi.. r motamuti -6 ghonta rod pay.. tao kno emn hocche? .. ami ki korbo.. bujte parchina.. help korun pls

  • @sabbirahmed-yl2sd
    @sabbirahmed-yl2sd 4 роки тому +2

    অসংখ্য ধন্যবাদ❤️ অনেক প্রশ্নের উত্তর পেয়েছি❤️

  • @debasishroy5628
    @debasishroy5628 Рік тому

    চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি থাকা অবস্থায় সাফ spray করা যাবে?

  • @subratachakraborty7655
    @subratachakraborty7655 3 роки тому

    অসাধারণ সব তথ্য। এইজন্য আপনার ভিডিও মিস হোক চাই না। একটা কথা, ফল গাছে ফুল (কুড়ি বা ফোটা) থাকলে কি "সাফ" ব্যাবহার করতে পারব,ফুলের কোন খতি হতে পারে? ধন্যবাদ নেবেন ভাল থাকবেন।

    • @SahiGarden
      @SahiGarden  3 роки тому

      ওই অবস্থায় ব্যবহার করা যাবে তবে ফুলের গাছের ক্ষেত্রে নীলচে একটা দাগ দাগ হয়ে যায়

  • @afreenshoshi3830
    @afreenshoshi3830 Рік тому

    দাদা, গরম ও শীতকালেও কি ছত্রাকনাশক ১৫ দিন পর পর ব্যবহার করতে হবে?

  • @rajashreebasu2820
    @rajashreebasu2820 3 роки тому +1

    অশেষ ধন্যবাদ 🙏

  • @nabasreechattoadhyay6928
    @nabasreechattoadhyay6928 4 роки тому

    আপনার সব ভিডিওই আমার হকুব কাজে লাগে,তার জন্য অসংখ্য ধন্যবাদ।কেবল বাড়িতে বানানো ছত্রাক নাশক বানিয়ে কতদিন পর্যন্ত রাখা যাবে বললে খুব উপকার হয়

  • @Madhumita_Chatterjee
    @Madhumita_Chatterjee 4 роки тому +1

    খুব ভালো লাগলো

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому

      থ্যাঙ্ক ইউ সো মাচ

  • @souravmoyra6007
    @souravmoyra6007 5 років тому +2

    আপনার চেরী গাছটি দারুণ স্যার। অনেক ফল ও ধরেছে দেখলাম।
    আমার ও একটা খুব প্রিয় চেরী গাছ আছে আর তাতে প্রচুর পরিমাণে ফুল ও আসছে কিন্তু সব ঝড়ে যাচ্ছে। কি করলে একটু শান্তি পাবো ।কটা ফল ধরবে, একটু বলবেন স্যার প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏🙏🙏🙏🙏

    • @souravmoyra6007
      @souravmoyra6007 5 років тому

      @@SahiGarden খুব, খুব, খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব স্যার। ধন্যবাদ🙏

  • @sarbanimukhopadhyay3522
    @sarbanimukhopadhyay3522 5 років тому

    Apni khub sundor bolen. Thank you dada.

  • @moumeetasarkar5737
    @moumeetasarkar5737 4 роки тому

    khub valo laglo..

  • @bikashkumarroy3329
    @bikashkumarroy3329 3 роки тому +1

    স্যার নমস্কার নিবেন। বর্তমানে প্রচন্ডভাবে কুয়াশা পরছে। আমার লেবুগাছে কিছু কুঁড়ি ও কিছু ফুল ফুটেছে । এমন অবস্থায় সাফ ছত্রাক নাশক প্রয়োগ করতে পারব কিনা জানতে পারলে উপকৃত হবো। খুব খুব ভালো ও সুস্থ থাকবেন স্যার।

  • @rejaullaskar6654
    @rejaullaskar6654 5 років тому +1

    ধন্যবাদ সার

  • @tilakmukherjee8343
    @tilakmukherjee8343 5 років тому

    Khub sundor program....Dhonoybad...camelia plant niye Ekta video korle upokrito hobo.

  • @md.ebrahimkholil8883
    @md.ebrahimkholil8883 3 роки тому +1

    অনেক ধন্যবাদ

    • @SahiGarden
      @SahiGarden  3 роки тому

      আপনাকেও ধন্যবাদ জানাই

  • @alakagoswami8671
    @alakagoswami8671 5 років тому

    নমস্কার সাহিদুর ভাই। আমার প্রশ্ন হল ক্লোরিন মিশ্রিত জল গাছে দিলে গাছের কোনো ক্ষতি হয়?

  • @gardeningwithmoumita254
    @gardeningwithmoumita254 5 років тому

    Khub helpful video

  • @dhimandas4670
    @dhimandas4670 3 роки тому

    সকালে,দুপুরে বা সন্ধ্যায়,কখন spray করলে ভালো ফল পাওয়া যাবে ?

  • @paintsubhro5941
    @paintsubhro5941 4 роки тому

    Gooooood

  • @jayantachoudhary5625
    @jayantachoudhary5625 3 роки тому

    দাদা, আমার কাছে neem fangisite and saaf fangisite দুটোই আছে। আমি নিম টা ব্যবহার করেছি ১০ দিন আগে। এখন কি সাফ টা করবো নাকি আবার নিম টা ই করব। spray করেছিলাম।
    Saaf fangisite এ কি কাটিং লাগানোর আগে কাটিং টা কিছুক্ষন ভিজিয়ে রাখা যায়? বা বীজ জার্মিনেশনে ব্যবহার হয়?
    জানাবেন দাদা। সবাই সঠিক তথ্য দিতে পারে না। লোকাল নার্সারি গুলো বিজনেস এর জন্যে ভুল তথ্য দেয়। জানাবেন pls.

  • @somachakraborty5445
    @somachakraborty5445 5 років тому

    খুব ভালো ভিডিওটি। অনেক কিছু শিখলাম। স‍্যার চাকরির কারণে আমার গাছ গুলো র যত্ন আমি রাতে করে থাকি। আপনি এখন যে টা দেখালেন এটা কি রাতে করা যাবে। একটু বলবেন।

  • @biswasraaz06
    @biswasraaz06 4 роки тому

    Dada amr rubber gaser goray fungal infection hoyese.jita white root dieases bole porichito...ek ek kare pura gach mare jasse...ki krbo pls ....dada..

  • @jelarsk8986
    @jelarsk8986 3 роки тому

    Thanks dada

  • @rlhealthcare8429
    @rlhealthcare8429 4 роки тому

    অনেক ধন্যবাদ এই ভিডিওটির জন্য। কিন্তু সব কটার নাম বুঝতে পারলাম না। যদি বিশেষ fangasite গুলোর নাম একটু লিখে দেন তবে খুব ভালো হোয়।
    ধন্যবাদ।
    মুজিবর নস্কর।

  • @lutforrahman3950
    @lutforrahman3950 4 роки тому +2

    দিনের কোন সময়টায় স্প্রে করতে হবে?

  • @chitrangadachakrabarti5517
    @chitrangadachakrabarti5517 5 років тому +1

    আবার আমি চিত্রাঙ্দা একটি প্রশ্ন নিয়ে এলাম। কতদিন পরপর এবং কখন এই ফাঙ্গেসাইড ব্যাবহার করতে পারি? সকাল ৯/১০ টায় কি দেওয়া যেতে পারে?

  • @dilipkumarbiswas6839
    @dilipkumarbiswas6839 3 роки тому

    বাংলাদেশের একটি ফাঙ্গিসাইটের নাম জানালে উপকৃত হব।

  • @gandugiri
    @gandugiri 4 роки тому

    দাদা আমি দোকানে সাফ বা এন্টরাকল বা ব্যভিস্টিন পাইনি দোকানদার আমায় ধানুকা কোম্পানির সিক্সার ফাঙ্গিসাইড দিল তো আমি বুঝতে পারছি না ওটা কি ভালো হবে আর ডোজ টা কত পরিমাণ ব্যবহার করা উচিত একটু বলবেন প্লিজ

  • @bapimolla96
    @bapimolla96 4 роки тому

    Dada apni sundar khata bolen

  • @anandsharma5732
    @anandsharma5732 2 роки тому

    আম গাছের পাতা সাইড থেকে কালো হয়ে পচে যাচ্ছে। কি করবো? জানালে উপকৃত হব।

  • @prasunmajumder9277
    @prasunmajumder9277 4 роки тому

    দাদা আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। ছত্রাক নাশক আর এপসম সল্ট কখন প্রয়োগ করা উচিত? আর এপসম সল্ট ও ছত্রাক নাশক প্রয়োগের মধ্যে কতদিন ব্যবধান রাখা উচিত? জানালে খুব উপকৃত হব, ধন্যবাদ।

  • @sonaihossain270
    @sonaihossain270 5 років тому

    mama khub valo bolchho

  • @manjushrichanda8951
    @manjushrichanda8951 4 роки тому

    ছত্রাক এবং কীট নাশকে কি ইমিডাক দেওয়া যাবে? Liquid বা granules কি পরিমাণে দেবো? কি করে বুঝবো যে কীট না ছত্রাকের আক্রমণ হয়েছে। দয়া করে যদি একটু জানান

  • @bulbulislam7240
    @bulbulislam7240 4 роки тому

    Lot of Thanks

  • @sanjaynaskar7678
    @sanjaynaskar7678 4 роки тому +1

    Thank you sir....🙏🙏🙏🙏

  • @faridahmed4990
    @faridahmed4990 4 роки тому +1

    ভাইজান আমার ছাদ বাগানে আম গাছে মুকুল আসে কিন্তু ছত্রাকের কারণে কদিন পরে নষ্ট হয়ে যায় আমি আজকে দুই মাস যাবত আর দশ দিন অন্তর অন্তর ম্যানকোজেব এবং কার্বন ডাইজেন ব্যবহার করে আসছি কিন্তু কাজ হচ্ছে না আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন ধন্যবাদ

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому +1

      সাইপার্মেথ্রিন 1ml এবং ফাঙ্গি সাইট Saaf অথবা ম্যানসার আড়াই গ্রাম সঙ্গে পি জি আর মিরাকুলান 1ml অন্য পিজিআর হলে তার যে মাত্রা একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন যতটুকু দরকার।

  • @arupdatta9363
    @arupdatta9363 4 роки тому

    দাদা, বাংলাদেশে Twine -50wp:Comical name-Methai oxicarbonail.S.F পাওয়া যায়। বর্ষা কালে টবেরফুল,ফলে ব্যাবহার করা যাবে কি না জানাবেন।

  • @priyankapurkait6402
    @priyankapurkait6402 4 роки тому +1

    Sir
    জেড গাছের পরিচর্যা বিষয়ক একটি ভিডিও বানালে খুব ভালো হয়।

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому +1

      ওকে ,অবশ্যই বানানো যায়। ধন্যবাদ

  • @samirarubayet4979
    @samirarubayet4979 3 роки тому

    sudhu matro chotrak er akromon holei ki fungicide spray korbo ?naki er agei spray korbo jokhon borshar shomoy ashbe/

  • @koushikghosh7598
    @koushikghosh7598 3 роки тому

    Saaf matite joler sathe gule Indore plant a dile koto din por por abar matite dite parbo apni aktu bolun plz video ta dakha sobar onke questions thakte pare to ans dile help hoi aktu .

  • @barnalidas6899
    @barnalidas6899 2 роки тому

    Dada ami bikal bela prunning korlam ei samay oi kata jaiga gulote saaf fungicide lagate pari?

  • @debrajpaul7147
    @debrajpaul7147 4 роки тому +2

    Happy teacher day sir.

  • @saddammia4714
    @saddammia4714 4 роки тому

    ওকে

  • @anjukundu2801
    @anjukundu2801 5 років тому

    Valuable information. Bhai aponar kachhe ekta kotha jante chaichhi je neem tel joler songe to mesena tobe kivabe dilute korbo janale upokrito hobo

  • @shibnath3597
    @shibnath3597 4 роки тому

    জয়গুরু🙏🙏🙏

  • @farhana2980
    @farhana2980 2 роки тому

    ম্যানসার ফাংগিসাইট, ২ লিটার পানিতে কয় চামচ( চা চামচের) ব্যবহার করব?

  • @biyasghosh3187
    @biyasghosh3187 4 роки тому

    আমি সাফ ফাঙগিসাইট ব্যবহার করি। কিন্তু প্লুমেরিয়া গাছের পাতায় দাগ হয়ে গেছে। তাহলে কি করবো? বর্ষার সময় সাফ গাছের মাটিতে দেওয়া যাবে না আপনি বললেন ।আমি নিম অয়েল ব্যবহার করি। অনেক দিন ধরে পাতায় দাগ হয়ে আছে,খারাপ লাগছে। তাহলে বর্ষার সময় নিম অয়েল ব্যবহার করলেঐ একই পদ্ধতিতে কি গাছ ইনটেক করে?আর প্লুমেরিয়ার পাতা কেটে দিলে গাছ কি মরে যেতে পারে?

  • @amritaburman4438
    @amritaburman4438 4 роки тому

    আমি জানতে চাইছি যে টবের মাটি তৈরী করার পর সেই মাটিতে saaf পাউডার মিশিয়ে সঙ্গে সঙ্গে গাছ লাগানো যাবে নাকি কিছুদিন পর আবার সেই মাটিতে গাছ লাগাবো

    • @SahiGarden
      @SahiGarden  4 роки тому +1

      সঙ্গে সঙ্গে যাবে

    • @amritaburman4438
      @amritaburman4438 4 роки тому

      @@SahiGarden ধন্যবাদ

  • @hironmazumder905
    @hironmazumder905 4 роки тому +1

    Thanks

  • @priyanjanaghosal
    @priyanjanaghosal 5 років тому

    Kaku amar pune variety joba gaache praay 3 maash dhore kono pata nei. Sob rokomer fertilizer diye try kore felechi kintu kichu tei kono pata gojachena. Gaach ti kintu beche ache. Ki korbo iktu bolona?

  • @kunalsarkar2717
    @kunalsarkar2717 3 роки тому

    আমার অল্প গাছ,এক লিটার পানিতে সাফ মিশিয়ে গাছে দেওয়ার পরও তিনশ এম ল বেঁচে গেছে,এই মিশ্রণটি কিছু দিন রেখে দেওয়া যাবে? যদি রাখা যায় তাহলে কতোদিন? যদি একটু বলেন।

  • @jamshedahmed4766
    @jamshedahmed4766 4 роки тому

    vai ami fungiside spray krar por gacher pata gula sadha hoye ace,mane spray krci j osudh ta sukai nai,tai patagula sadh hoy ace.kono somossa hobe?

  • @arinroy67
    @arinroy67 4 роки тому

    Gacher pata sab jhore geche gaach ta ke deke money hocche mara jabe. Eti ki fungicide use korte parbo? Respond early please. I am your great follower. Please reply early.

  • @sulagnachakraborty7144
    @sulagnachakraborty7144 4 роки тому

    Really informative!!thnkq..

  • @sbshymal
    @sbshymal 4 роки тому +1

    শীতকালে কখন ব্যবহার করব ফাংগিসাইড ফুল গাছ ও ফল গাছের জন্য একটু বলবেন দাদা

  • @saritdatta8879
    @saritdatta8879 4 роки тому

    akta valo liquid fangicite ar nam bolben ja golup ba anna ful gache use kara jai jeta saaf ar mata kaj korbe........

  • @kalyanbhattacharya7947
    @kalyanbhattacharya7947 4 роки тому

    Perfect presentation

  • @koushikghosh7598
    @koushikghosh7598 3 роки тому

    Indorplant ar matite dile ki gach aktu jhimiye Jai naki pislili gache er gorai diyechi gach ta aktu jhimiye jacche kono khoti Hobe ki

  • @SUZUKI_WITH_DOOARS
    @SUZUKI_WITH_DOOARS 4 роки тому +1

    Ami online a Ki6u jobar Chara kine6i Dada, sobguloi soil less 6din por ase6e, ogulor root Ki saff jole vijiye protithapon korbo,, Plz janaben 🙏

  • @md.nasirahmedkhan3774
    @md.nasirahmedkhan3774 8 місяців тому

    ভাই শেষ পর্যন্ত দেখবো কিন্তু কথা সংখিপ্ত করুন

  • @aniruddhabanerjee5380
    @aniruddhabanerjee5380 4 роки тому

    Informative

  • @shuhanashima2377
    @shuhanashima2377 3 роки тому

    শীত কালে কোন কোন গাছে ছত্রাক নাশক use করা যাবে?কদিন পর পর?ফলের গাছে কি দেওয়া যাবে?

  • @johirulahmadlaskarjohirula8438
    @johirulahmadlaskarjohirula8438 4 роки тому

    Tanku