গ্রামের মামাতো বোন | Gramer Mamato Bon | Apurbo | Mehazabien Chowdhury | New Bangla Natok 2024
Вставка
- Опубліковано 5 лют 2025
- গ্রামের মামাতো বোন | Gramer Mamato Bon | Apurbo | Mehazabien Chowdhury | New Bangla Natok 2024
"Watch 'Gramer Mamato Bon ' a captivating Bangla Natok brought to you by Meghna Entertainment. Directed by Rubel Hasan, this full-length Bangla Natok stars talented actors Ziaul Faruq Apurba & Mehajabien Chowdhury. Immerse yourself in the intriguing storyline and stellar performances as the plot unfolds. Don't miss out on this must-watch Bangla Natok of 2024. Subscribe to our channel for more exciting Bangla Natoks!"
Enjoy more exciting Movie, Drama and Original in one place, Meghna Entertainment! Visit: / @meghnaentertainmentof...
Drama : গ্রামের মামাতো বোন
Script : Mezbah uddin Sumon
Direction : Rubel Hasan
DOP : Kamrul Islam shuvo
Cast : Ziaul Faruq Apurba , Mehajabien Chowdhury, khalequzzaman, Wahida mollik joly & Many more.
Edit : Ismail hossain
Song - Mone Tore Chay
Voice - Nirjo Habib
Tune & Music Supervision - Nirjo Habib
Lyric - Rakib Shompod
Music Produce - Nasif Oni
Publicity Design : Arif Mahmud
Label : Meghna Entertainment
Don’t forget to Subscribe to Meghna Entertainment: / @meghnaentertainmentof... and Turn the Notifications Bell 🔔 ON! Happy Watching!!
#Gramer_Mamato_Bon
#apurba
#ziaulfaruqapurba
#apurbanatok
#mehazabien_chowdhury
#mehazabinchaudhary
#mehazabien
#natok
#natok2024
#bangladrama
#drama
#newnatok
#newnatok2024
#bangladeshinatok
#bangladeshidrama
#comedynatok
#funnynatok
#romanticnatok
©2024 @MeghnaEntertainmentOfficialAll Rights Reserved
আমি আমার জিবনের চেয়ে বেশি ভাল বেসেছিলাম।আর এখনো বাসি। আমি আমার এক খালাত বোন কে ভালবাসছিলাম আমাদের রিলেশনটা ৪ বছর পেরিয়ে ৫বছরে পা দিয়েছে। আমি যখন ক্লাস ৯ এ পড়তাম আর ও হাফেজ লাইনে পড়ত। আমি মাঝে মাঝে খালার সাথে কথা বলতাম। খালা বাসাই না থাকলে ও ফোন ধরত।এই মাঝে মাঝে কথা বলা থেকে ভালবাসা শুরু হয়ে যায়। আমাদের রিলেশন এর ১বছর এর মাথায় ও হেবজ শেষ করে। আমাই সে দেখা দিত না। আর কবে যে দেখেছি তাও জানি না। আমার মনে ত সেই ভাবনা কবে তাকে দেখব। এক সময় আমি তাকে দেখার কথা মাথায় আসত না শুধু তার সাথে কথা না বলে থাকতে পারতাম না। একদিন আমার ছোট বোনের বিয়ে সে যে আসবে আমার জানা ছিল না। আমি তাকে সেই ছোট বেলাই দেখেছি। আর এখন ত বড় হয়ে গেছে তাই চিনতে পারি নাই।কিন্তু কথা শুনে ঠিক চিনতে পারছি। দেখার পরে আমাদের রিলেশনটা আরো ভাল হল।এবাবে চলে ৩টি বছর। একদিন সে আমায় বলে তাকে নাকি বিয়ে দিবে। আমি কি যে কি মাথাই আসে না। আবশেষে সব চিন্তা বাদ দিয়ে বাড়িতে বলাম আমি বিয়ে করব। বাসার সবাই রাজি হলে আমার মা রাজি হল না। তবুও বাবা বিয়ের কথা বলতে গেলে তারা রাজি হল না কেন না আমি একজন জেনারেল লাইনের ছাএ তাই ওরা মানবে না। আমি তাকে নিয়ে পালিয়ে গেলেও কোন লাভ হয়নি।আমি আত্নহত্যা করতে গিয়ে বেচে যাই।আমি কয়েক দিন পর শুনতে পাই তার বিয়ে হয়ে গিয়েছে। আমি বলব ভাল থাকুক আমার ভালবাসার মানুষটি। সব সময় তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। তার বিয়ে হওয়া ১বছর পর আমার ফোনে কল আসে এক অচেনা নাম্বারে। তাও আবার মিস কল আমি বেগ করে তার গলার স্বর শুনে পাই। কথা বলি।তার পর আমি আমার নম্বার চেন্জ করে ফেলি। তার পর আর কথা হয় নাই।আমি এটা ভেবে নাম্বারটা চেঞ্জ করলাম যে আমার জন্য তার কোনো ক্ষতি না হয় । আমি তাকে এত করে ভালবাসি তাকে বোঝাতে পারবো না। আমি এখনো অসম্ভব ভালোবাসি। আমি এখন তাকে ভুলতে পারিনা।প্রতিনিয়ত তারা দেয় সেই পুরনো স্মৃতিগুলো। তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা। লুকিয়ে তার মাদ্রাসায় গিয়ে দেখা করা। ভালো থাকো প্রিয় তুমি ভালো থেকো। কথাগুলো শেয়ার করতে পারি না কারো সাথে। আজ গানটা শুনতে এসে সব শেয়ার করলাম।
আল্লাহু জা করে ভালোর জন্য ই করে।এর চাইতে উতম কিছু পাইবা।মনে কিছু রাইখো না।সামনে এগিয়ে জাও।🙂
কথা গুলো শুনে মনে হলো ভালো বাসা সত্যি সত্যিই অনেক সুন্দর। পাওয়া না পাওয়া কোন বিষয় না, সত্যি কারের ভালো বাসা টা ভালো লাগার বিষয় 🥰
❤❤❤@@MdShajalal-y9y
আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি তবুও বুঝতে পারি ভালোবাসার মানেটা। সত্যি আপনার জীবন কত কষ্টের।
😊@@Shakerabeauty
চমৎকার লাগলো।
শীতকালে শুটিং হওয়াতে পোশাক বিন্যাস এবং প্রকৃতির পরিবেশ রঙ আরও ভালো লেগেছে।
অসম্ভব সুন্দর গল্প ছিলো।আর এমন গায়ের গন্ধের গল্প। তাতে যদি হয় মেহজাবিন ও অপূর্ব। তাহলে তো কোন কথাই নেই। এই দুইজনের ক্যামিষ্টি গল্পে দারুণ জমে।ধন্যবাদ পরিচালক কে।
খুবই সাদামাটা একটা নাটক কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে 🤍
অপুর্ব ভাইয়ের ফ্যান ফলোয়ার গুলো কই❓সারা দাও ❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💐💐💐💌💌💌💌💌🍂🍂🍂🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🥰🥰🥰🥰🥰🌿🌿🍂💐🍂🍂🍂💐🍂🍂🌾💔💔💌💌💌
❤❤
প্রবাসে আসার পরে বুঝতেছি সময় কতো কঠিন, মিস করি আমাদের বাংলা নাটক, মিস ইউ বাংলাদেশ।😢😢
হুম ভাই 😅
অনেক মিছ করি ভাই 🥰🥰
খারাপ না ভালোই লাগছে ❤
খাম খেয়ালী পিতা মাতা এরকমই শিক্ষা দিতে হয়।শেষটা পছন্দ হইছে।❤
যাই হোক আমার মামাতো বোন এখোন আমার সহধর্মিণী। দোয়া করবেন।
Mamato bonke biye korenilen 😮
ভাই তোমার ভালোবাসা পূর্ণতা পেলো আমারটা হেরে গেলো পরিস্থিতির কাছে,,,, 🥀🥀🥀
মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার
@MdShihab-u7z5তোমার কপালটাই ভালো ভাই দোয়া করি সারা জীবন সুখে থাকো পাশে থেকো একে অপরের এক বন্ধনে আবদ্ধ হয়ে
আমি মামাতো বোনকে হারিয়ে পেলছি😢😢😢 3 বছর ভালোবাসা 😢😢
নাটক চালিয়ে কমেন্ট পড়তে আসা মানুষ গুলো কই দেখতে চাই ❤❤❤❤
আমিও
Vai hajir
Me😂
Hajir
এইখানে ।
আমাদের মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই কে মনে করি আপন ভাইর মতো এসব পেম ভালোবাসা বিয়ে কথা মাথায় ও আসে না
han ata taka bujaji bortoman adar manusekota koto ta soto abog nikirsto c c c
আপ্নার ধারনা ভুল।আপনার বাপ চাচা মা খালা রা তারা তাদের রক্তের হতে পারে কিন্তু আপনার চাচাত মামাত খালাত ভাই বোন এরা আপন ঠিকই আপনার রক্ত তাদের শরিরেবইছে না বুঝলেন ভাই।
আপনি তো পাপহীন নারী.. বাহ্ রে বাহ্
এই মামাতো বোনেই আমার জিবনটা তছনছ করে দিয়েছে। সুন্দর জিবনটাকে আমার এলোমেলো করে দিয়েছে
কেন ভাই 😅😅
আলহামদুলিল্লাহ আমার প্রথম ভালোবাসা মামাতো বোন এখন আমার বৌ।আর আমরা ৭ বছর ধরে সংসার করছি। সবাই দোয়া করবেন আমরা যেন সারাজীবন একসাথে বাঁচতে পারি।
ঐ বেশ-শরম, এবার থাম।
হুম দোয়া রইলো
Congratulations ❤
ভাই আমিও 😊
মেহেজাবিন আপু আর অপূর্ব ভাইয়াকে যে এত ভালো মানিয়েছে।আপুকে পুরাই ছোট মানে একদম ই কিউট আর ইনোসেন্ট লাগছে।পুরাই কিউটের ডিব্বা❤❤❤❤❤❤❤❤❤❤
মেহজাবীন ম্যাম যেন এক ফুটন্ত গোলাপের মতো আর অপূর্ব স্যার যেন প্রকৃতির মাঝে অপূর্ব সৃষ্টি
আমার জীবন যেত দিন তাকব এত দিন এদের পতি কোনো মায়া কমতি হবে না আসলে সত্যি এদের নাটক আমার অনেক অনেক ভালো লাগে কি বলব
আজ আমি আমার জীবনের গল্পটা ছোট করে আপনাদের সাথে সেয়ার করতে চাই, আমি জানি এটা আমার মনের মানুষয়ো দেখবে, আমি আমার মামার কাছে সহরে গেছিলাম, কাজের জন্যা, সেখানেয়ি মামাতো বোনের সাথে আমার দেখা তার আগে কখনো দেখা হয়নি, আমি মামার বাসায় থাকতাম আট দশ দিন থাকার পরে মনেহলো এই কাজে অনেক কষ্ট, তাই মামাকে বলে সেখানথেকে সকালে চলে গেলাম কিন্তু এক অজানা মায়া আমাকে টানছিলো তাই অরদেক পথগিয়ে, আবার ফিরে আসলাম মামাকে বল্লাম আমি এখানে থাকবো জাবোনা, এরপরে অনেক দিনথাকলাম কিন্তু ওর সাথে আমার জঘরা লেগেয়ি থাকতো, বছর খানিক এভাবেয়ি কাটলো, একসময় মনেহলো আমি ওকে অনেক ভালো বেসে ফেলেছি, কিন্তু ওর মনে কি আছে আমি জান্তামনা তাই জানার জন্য ওখান থেকে চলে গেলাম, আমি জান্তাম সে জতোয়ি আমারসাথে জঘরা করুক সেয়ো আমাকে পছন্দ করে ঠিক জাওয়ার দুইদিন পরে আমার কাছে ভালোবাসার ম্যাছেজ এলো, এর পরেয়ো এক মাস আমি অনেক কষ্টে তার থেকে দুরে থাকলাম, তারপরে আবার মামার বাসায় চলে গেলাম, কিন্তু কখোন আমার সামনে ভালোবাসার কথাবলেনি, এরপরে অনেকদিন কেটেগেলো হটাত একদিন মামা মামি কেউ বাসায় ছিলোনা আমিয়ো বাসায় ছিলামনা কিন্তু আমি মামা মামি বাসায় আসার আগে বাসায় আসিপরি বাসায় আসিদেখি ওর কাকা মানে আমার বরোমামা পসের রুমে ঘুমে আর সে দরজা খুলেদিয়ে খাটে বসে কিরন মালা দেখতেছে আমি রুমেগিয়ে ওর পসে বসলাম বল্লাম আমার চুলে অনেক ব্যাথা আমার চুলটা একটু টানি দিবা বল্লো হুম আমি সুয়ে ছিলাম আর সে বসে বসে আমার চুল টানছিলো আর নাটোক দেখতে ছিলো তখন আমি চোখ বন্দ করে সুয়ে ছিলামা ওর একটা ছোট ভাই ছিলো সে কখনজে মেইন দরজা খোলারেখে নিচে গেছে দুইজনের কেউ খেয়াল করিনি এমন সময় মামি এসে এভাবে দেখেফেলে পরে ওর সাথে অনেক রাগারাগি করে তবে এই ব্যাপার নিয়িনয় ওর পরার কথা বলে কিন্তু আমারতো বুচতে বাকি ছিলোনা কেন রাগা রাগি করছে এর পরে আবার অনেক দিন কেটে গেলো একদিন মামা আমাকে বল্ল আমার বরো ছেলেটাকে হাফেজ বানাইতে চাইছি কিন্তু পারিনি বাজে পথে চলেগেছে তাই বারি থেকে নামিয়ে দিছি আর ছোট টাকে চাইলেয়ো হাফেজ বানাতে পারবোনা কারনটা আমি জানি তবে আপনাদের বল্তে চাচ্ছিনা এর পরে মামা বল্ল মেয়েটাকে অনেক ভালোবাসি মেয়েটাকে একটা হাফেজের কাছে বিয়ে দিতেচাই, ও আর একটা কথা মামা আমাকে অনেক ভালো বাসতো, তার এই কথা সোনার পরে মামার এখান থেকে আমি চলে জায়ার কথা চিন্তা করি কিছুদিন পরে চলেয়ো জাই বারিতে জায়ার পরে মা সব সময় দেখতো আমার মনখারাপ মা সব বুজে জায় পরে আমি মাকে সব কিছু বলি কিছুদিন পরে মামা গেরামের বারিতে বেরাতে আসে পরে মা মামাকে আমার আর তার মেয়ের বিয়ের ব্যাপারে বলে কিন্তু মামা বলে তার মেয়েকে সে আরো পরাবে এইবলে ওকেনিয়ে ঢাকায় চলেজায় এর পরে আমাদের সব জোগা জোগ বন্দ হয়ে জায় কারন আমার ফোন চুরি হয়ে জায় আর ছিম দুটোয়ি মামার নামে রেজিষ্টি করা ছিলো আমি আর তুলতে পারিনি এর কিছুদিন পরেয়িশুনি আমার মনের মানুষটাকে বিয়ে দিয়ে দিছে সোনার পরে আমি দুইদিন পানি ছারা মনেহয় কিছু খাইনি এর পরে অনেক দিন কেটেজায় আবার আমার তার সাথে কথাহয় কিন্তু ততোখনে অনেক দেরিহয়ে গেছে কিন্তু আমি চাইলে বিয়েটা ভেঙ্গেদিতে পারতাম কিন্তু আমি এমনটা করতে পারিনি, এমনটা করলে মামা আর আমার ভালোবাসার মানুষ দুজনেয়ি কষ্ট পেতো, কিন্তু জখন সুনলাম জে সেই ছেলে হাফেজ নয় তখন আরো বেসি কষ্ট পেলাম আর ভাবলাম আমি কখনো বিয়ে করবোনা মা আমার জন্য অনেক মেয়ে দেখলো, কিন্তু আমি কোন ভাবে রাজি হলামনা এরপরে তিনবছর কেটেজায় আর সে এক সন্তানের মা হয়েজায় আর এদিকে মা আমাকে বিয়ে করাবার জন্য অনেক কান্না করে, পরে মায়ের কথা চিন্তা করে আমিয়ো বিয়ে করি এখন আমার এক মেয়ে আর তার এক মেয়ে আর একছেলে এখনো আমাদের পেরায় প্রতিদিন কথা হয় তবে সেটা সুদু বন্দু হিসাবে আমি সব সময় চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক সুখে থাকুক
নাটক টা দেখা বন্ধ করে আগে আপনার কমেন্ট টা পড়লাম আহারে ভালোবাসা 😭
আমি ও@@BashirSarkar-ft9ni
Same@@BashirSarkar-ft9ni
@@BashirSarkar-ft9niসেইম আমিও নাটক বন্ধ করে কমেন্ট টা পড়লাম প্রথমে ইন্টারেস্টিং হলেও শেষ টা হাস্যকর বিয়ে হয়ে গেছে সন্তানও আছে এখন বন্ধুর মতো দুষ্টু মিষ্টি কথা না বলবে বেটার হয়
ভাই নাটক দেখতে এসে আগে আপনার কমেন্ট পড়লাম
মন থেকে কাউকে ভালবাসলে তাকে বেশি ভাগ ক্ষেরে পাওয়া যায় না,,
তবে একবার মনথেকে কাউকে ভালবাসলে তাকে সারাজীবনেও ভুলে যাওয়া যায় না,,, 😢
হায়রে মামাতো বোন রে 💔🤝😊
অপূর্ব আর মেহেজবান নাটক কার কার ভালো লাগছে সবাই লাইক করো 💞💞
Hhhhhhh
মেহেজবান কে
আপনার নানি😊@@jdd2378
Bt still now no work together
Amr valo lage
মায়ের ভালোবাসার উপরে আর কিছু হয় না। মা একমাত্র মা ❤
Ma babar jonno shab kisu bisharjan dieci shabai shabar mato ase ami shudu gumre mori
@@FahadBishsas 😞
আমি আমার বর এর মামাতো বোন ছিলাম। আজ আমাদের ভালোবাসার ১৪টা বছর কেটে গেছে। আমার প্রিয়জনের অনুরোধে এই নাটক দেখা।। অনেক ভালো লাগলো। নাটক টা দেখার মাঝে সেই ২০১০ এ ফিরে গেছিলাম।।ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ গুলো।❤❤❤
আপনাদের জন্য শুভ কামনা রইল
@@dipusarker952ধন্যবাদ।
Zinah kore biya korsen abar eita reh "Bhalobasha" bolen?😂😂😂
😂@@hakkhani
Tomra ki bhabe bonk biye koro😮
Tomra j ki lok
এই প্রথম ইউটিউবে কমেন্ট করলাম, সৌদি আরব থেকে দেখছি, রাতজাগা পাখি।
এমন হাজারো গল্প আছে যে ভালো বাসা শুধু মাত্র পরিবারের জন্য সেক্রিফাইস করে নিজের ভালো বাসা কে পাথর চাপা দিয়ে মুখ বুজে সবকিছু মেনে নিতে হয়,,, কিন্তু সত্যি কারের ভালবাসা কখনো হাড়ায়না,, অন্তরের মাঝে সবসময় সুপ্ত অবস্থায় থাকে যা হঠাৎ করেই মনের গভীরে মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে,, ভালো বাসা কখনো হারিয়ে যায় না,,হয়তো সেই মানুষটি হাড়িয়ে যায় ,, একসাথে থাকা হয়না,, তবু ও ,,, ভালো বাসা টা আজীবন থেকে যায়,,
@@lipiakter9304 একদম ঠিক বলছেন ভাই
একদম ঠিক কথা
কিশোর ও যৌবনের প্রথম প্রেম এর কথা মনে পরে গেলো।😢
আমি india 🇮🇳 Assam, থিকা বলতেছি আমার বাংলা নাটক দেইখা খুব খুব ভালো লাগে ❤।
বাহ
Good boy❤
ধন্যবাদ আপনাকে সাথে থাকবেন সব সময়
Torai nijea nidar nam kore comment dekhlei bojha jai erkm indian language na 😂😂
Thx brother
মামাতো বোন 😅এখন অন্য কারো 💔
সবাই দোয়া করবেন আমি যেন এরকমভাবে সবাইকে মানিয়ে নিতে পারি
বেচে থাকুক সব না পাওয়া ভালোবাসা গুলো।
ইন্ডিয়া থেকে দেখতেছি বাংলাদেশের নাটকগুলো খুব সুন্দর হয়। আমার খুব ভালো লাগে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
❤❤❤thank u ❤❤❤❤❤❤
❤❤
Really?
কোনো লাভ নাই এগুলো তোমরা পারবানা
❤❤❤❤
নাটকটা আমি আমার priyo মানুষ কে উৎসর্গ করেছি😊❤
নাটকটি বাস্তব জীবনের সাথে অনেক মিল আছে, অনেক ভালো লাগল বিশেয করে গ্রামীন প্রেমের গল্প
আমার অনেক ভাল লাগে অপূর্ব মেহজাবিন এর নাটক
নাটক মানেই অপূর্ব 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার ও মামাতো বোনের সাথে সম্পর্ক ছিলো,কিন্তু কোন এক কারনে আমরা দু,জন আলাদা।আমাদের বিচ্ছেদ হয়নি ব্রেকআপ ও হয় নি, হঠাৎ একদিন আমাদের কথা বলা কমে গেলো।আস্তে আস্তে সময়ের পাতা টানতে থাকলো,আমি একা হয়ে গেলাম।তবে পরে জানতে পারি দুই পরিবারের মধ্যে ঝামেলার কারনে এই বিচ্ছেদ। এতে পরিবার ও ভালো থাকলো সেই মানুষ টা ও ভালো থাকলো। ভালো থাকলাম না আমি।প্রায় ১ বছরের বেশি হয়ে গেছে দেখা নেই কথা নেই।তারপরও তুমি হ্যাপি থাকো❤️😭
😂
😢😢
😢😢
আমার মামা তো বোন নেই 😢 আপনার নামাতো বোনকে দারদেবেন
Amr mamato bonke ami choto theke valo bastam akhn take amr bow kore ami amr Jiboner pornota peyeci
গ্রামের সুন্দর শীতের সকালটা অনেক মিস করি
Ami o
শীত এখনো আছে তো।
অভিনয়ে এরা এতো ভালো।আর বাস্তব জীবনে এতো ঝামেলা কেন এদের সংসারটাই করতে পারে না।
😂😂😂😂😂😂
Sunen vaijan __
Avinoibto ovinoi, r jara valobasa pokas kore betai tader real life e valobasa thakena lok dekhanor houass songsar char khar houa jai😊
হুম একদম
ো@@tusharimran2761
অভিনয় তো পরিচালকের লেখা
অসাধারণ। নতুন করে বিজয়ী বাংলাদেশকে খুঁজে পেলাম। বাংলাদেশের সাংস্কৃতি,মূল্যবোধ ও জীবন ধারা সমুন্নত রেখে এতো পরিচ্ছন্ন ও সাধারণের মধ্যে এতো অসাধারণ এই নাটকটির জন্য পরিচালক রুবেল হাসান ও মায়ের ভূমিকায় জলি মল্লিক অনন্য সাধারণ অভিনয়ের জন্য অসংখ্য ধন্যবাদ।
আর অপূর্ব ও মেহজাবিন জুটির রসায়নের ও অভিনয়ের তো কোন তুলনা নেই। ইদানিং যা খুব মিস করছি।
আমার জিবনের সাথে কিছুটা মিল আছে।সুধু শেসের মিলটা ছিলনা।
সেইম ঘটনা আমার সাথেও ঘটছে। মনে হচ্ছে আমারই গল্প।
আমার গল্পে সুধু লাস্টের মিলটুকুই হলো না।🥹😓
পৃথিবী তে সব থেকে মিষ্টি ভালো বাসা মায়ের ভালো বাসা
অনেক সুন্দর হয়েছে নাটকটা ❤❤❤❤❤❤❤
আমার জীবনের সেরা সময় টাই কাটসে আমার মামতো বোনার সাথে ওরে না দেকলে কেমন যানি লাগত মনের ভেতর টায়,ভালবাসি অনেক ভালোবাসি ,ভালো থাকিস❤
😢😢😢😢😢😢amar o same 😢😢😢😢😢
Allah taka khub valo rakhuk 😢😢😢😢
সবচেয়ে বড় কথা গ্রামের মামাতো বোনরে অনেক ভালোবাসা যায় কিন্তু লাইফে পাওয়া যায় না 😅
সবচেয়ে বড় কতা হলো মামাতো বোনই থাকে না আর থাকলেও বাচ্চা থাকে🙂
😂
ভাইরে আমি ও পায়নী
kotha sotti .
আপনাদের মতো মামাতো ভাইদের কারনে আমাদের প্রেম হয়না 😢
এক মত ভাই আপনার সাথে
@@sreesobujray 😁
কেনো
আমার খালাত বোনকে আমি ভালবেসে বিয়ে করে এখন ২ সন্তানসহ সুখে আছি ইনশাল্লাহ
আমার প্রথম ভালোবাসা এবং দীর্ঘস্থায়ী ভালোবাসা হলো আমার গ্রামের মামাতোবোন।তবে সে এখন অন্যের বোউ😢।তবুও ভালোবাসি।
😆
ভুক্তভোগী পাওয়া গেছেরে!🤝
কোন মামাতো খালাতো বোনের সাথে প্রেম করা বোকামি ছাড়া কিছুই না
আহারে
আহারে বেচারা। বিয়ের দাওয়াত পাইছিলেন 😅
জীবনের প্রথম ভালবাসা ছিল আমার আপন মামাতো বোনের সাথে নাটকটা দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল কিন্তু তাকে আবার পাওয়া হয়নি 😢😢😢😢
Hmmm same😢
Same
Manush kibhabe nijer cousine der pochondo kore Allah e jane. Amar toh apon-bhai boner moto e lage.
গ্রামীণ পরিবেশের নাটক গুলোই সুন্দর
সত্যি নাটকটা অনেক সুন্দর কারো না কারো জীবনে এমন ঘটনা ঘটেছে 😢😢
মন থেকে চেয়ে যদি তাকে পাওয়া যায় ,সে পাওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া
Right 👍
হুম
শুধু সিনেমা আর নাটকে সম্ভব বাস্তবতার মায়েরা হলো সিনেমার রিনা খানের মতো আর বড় ভাই ডিপজলের মতো,
রাইট বলছেন আমি ও পাইনি তাকে😢😢ওর মা আর বড়ো ভাইয়ের জন্য
😢😢
Right
Sotik 😂😂😂😂
ভাই রে ভাই তুমি একটা জিনিস 😂
অন্যান্য মানুষের মামাতো বোন চাচাতো বোন কত সুন্দর। আর আমাদের গুলা ........😢
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Mehzabin er hotat lojja peye hasi ta Mash-Allaah onek sundor....!!!
They both looking magical !!!
মন থেকা৷ চাওয়া ভালবাসা কখন পাওয়া যায়না আমি পাইনাই
আমার সাথেও এটাই হবে মনে হচ্ছে 😢😢😢
😢❤❤❤ভালোবাসি নাটক, ভালো বাসি অপব ভাই কে
ভালোবাসার পূর্ণতা দেখেও শান্তি ❤
হুম ❤
আমি পরিবারের ছোট ছেলে আম্মুর অনেক আদরের একজন ❤
আমিও কখনো মামার বাড়ি যাইনি কিন্তু নিয়তি আমার কপালে মামাতো বোন লিখে রাখছে
যাকে বিয়ে করেছি কখনো তাঁকে আমি দেখিনি আর তাঁর সাথে কোন রকম কথাও হয়নি।
আমি যে আমার মামাতো বোনকে কখনো দেখিনি বা তার সাথে আমার কোন কথা বা দেখা হয়নি এটা কেউ বিশ্বাস করেনা কিন্তু এটা এক চরম সত্য তবে আমি বুঝতে পারছি সত্য অনেক সুন্দর হয়। আমার মা কখনো আমাকে মামার বাড়ি নিয়ে যায়নি কারণ মামাদের সাথে মায়ের ঝগড়া ঝাটি ছিল সে কারনে আমার আর মামার বাড়ি যাওয়া হয়নি তবে বিষয়টি অনেক ইউনিক হয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বড়ো ভাইয়েরা কয় আমি নাকি মামাতো বোন এর সাথে প্রেম করতাম 😢 সত্য হচ্ছে আমি তার সাথে কোন প্রেম ভালোবাসা করিনি সত্য একদিন আমার আম্মু ও কয় তুই নাকি তর মামাতো বোনকে বিয়ে করবি আমি বলছি হে করবো😊 তুমিইতো বলছো আমাকে বিয়ে করিয়ে তুমি হজ্জ করতে যাবে পরে আম্মু বলছে আমি কিছু জানিনা তর যেটা ভালো হয় সেটা কর পরে দুই পরিবার এক হয়ে আমাদের বিয়ের আয়োজন করে অনেক বড়ো আয়োজন করা হয়।
আলহামদুলিল্লাহ ❤❤ আজকে আমার বিয়ের ২ বছর আমার একটা ছেলে সন্তান আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার মা এই দুনিয়ায় নেই পরপারে চলে গেছে মহান আল্লাহ আপনি আমার মাকে জান্নাত বাসি করুন আমিন 🤲😢
Innaalillahi wa Innaalillahi raziun...kichu mone korben na..Apnar amma ki hajj korte perechilen
এহেবারে সেম টু সেম......
অপূর্ব ❤❤❤❤
❤প্রিয় মানুষকে ভুলে যেতে চাইলেও ভুলা যায় না 😢😢
নাটকটি খুব ভালো হয়েছে। ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️
নাটকের কাহিনী কি ভাবে যে মিলে গেল অবাক হয়ে গেলাম 😢
শুধু গরীব বলে মামাতো বোনের সাথে সম্পর্কটা আমাদের ফ্যামিলির কেউই মেনে নেইনি, যদিও আমি এখন ফ্রান্সে আছি, ওকে অনেক মিস করি, আমরা দুজন দুই দিকের পৃথিবীর।
Kanna dore rakte parlam na.😭😭😭haranor kosto sei bojhe j kosto ta pai..miss u re sis
অপূর্ব ভাই ও মেহজাবিন বোন প্রিয় জুটির অনেক ভালোলাগা নাটকটা আবার দেখলাম, ভীষন ভালো লাগে ❤❤
hmm
Miss this couple
আপনি আমার কল্পনায় জড়িয়ে থাকা এক অদ্ভুত মায়া!🌸🤗❤
প্রিয় মানুষ টারে দেখি না কত দিন ধরে
নাটক দেখে যতটা মজা পেয়েছি তার থেকে বেশি মজা পাচ্ছি কমেন্ট পড়ে সবাই দেখছি মামাতো বোন ও খালাতো বোনের প্রেমের বিরহে ছ্যাকা খাওয়া। এখানে মনে হয় আমার কপালটা ভালো আমি খালাতো বোনকে বিয়ে করে ফেলেছি ছ্যাকা খাইনি
আমিতো কমেন্ট পড়তে পড়তে নাটকের অর্ধেক শেষ করে পেলছি😅😅😅
Apnar moto amaro obosta
Same to you.
একই অবস্থা
ভাই অস্থির একটা নাটক ❤️❤️❤️
পৃথিবীর সবার ভালোবাসা পুন্ন পাক❤❤
❤❤❤❤❤❤❤❤
ভালোবাসার আরেক নাম মামাতো বোন ❤
আমার প্রথম ভালোবাসা ছিলো আমার মামাতো বোন সমবয়সী ছিলাম ভালোবাসি বলার আগেই তার বিয়ে হয়ে যায়
এমনি হয়
আহারে😢😢
ভাই আমার ছিল ফুফাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে হয়নি আমার বিয়ে হয়েছে তিন বছর কিন্তু ওর বিয়ে হয়নি এখনো😢😢😢😢😢😢😢😢😢😢
@@mdamir8622 খুবই দুঃখ জনক 😢😢
So sad bro
নাটকটি দারুন। প্রশংসা করতে বাধ্য হলাম।
আমি কিন্তু আমার মামাতো বোনকে বিয়ে করছি তাও আবার প্রেম করে❤❤
শুভকামনা রইলো ভাইয়া ❤❤
good
Bon 😮😮😮😮 valoi
ভাই কেমন..........🤔
tips bro
আমারও প্রথম ভালোবাসা গ্রামের এক মামাতো বোন
বাংলাদেশের সিনেমা গুলো থেকে নাটক গুলো অনেক সুন্দর এবং সৃজনশীল
আমার সাথে মিলে গেলো।❤❤আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি।আমাদের একটা ফুটফুটে রাজকন্যা আছে❤
শেষ টা এমন না হলে নাটক দেখতে ইচ্ছে করে না খুব ভালো লাগলো ❤
ভালোলাগার মতো নাটক মানেই অপূর্ব মেহেজাবিন
Amar onak balo lagha comment portay tai ,very nice drama 😮
সেই দিন টার কথা মনে পরে গেলো
কিছু নাটক দেখলে মনের আবেগ চলে যায়।
নাটক টা পুরাতন হলেও অনেক সুন্দর ❤
সব ভালোবাসা পূর্ণতা পাউক❤
একটা মামাতো বোনের অভাবে একটা প্রেম হইলোনা লাইফে 😢
মনের একখান কথা বলছেন 😢😢
❤ প্রথম প্রেম ভুলা যায় না ❤❤❤
❤❤❤❤❤❤❤
একটা সময় ছিল মামাতো বোনের জন্য পাগল ছিলাম এখন আর সেই পাগল নেই। ওরও সংসার আমারও সংসার দেখা হলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই না।
নাম কি
Ha ha ha
😢😢😢😢
Sem
@@KhadijaMiskT 😥
এইরকম ভালোবাসা কার কার আছে।
নাটক টা অনেক সুন্দর হইছে
অতীত করে মনে করিয়ে দেয়
ভালোবাসাও তার সাথেই হয় যে ভাগ্যে ই থাকে না❤️🔥❤️🔥
Natok ta shei hoise porichalok ke dhonnobad amon natok bananor jonno
Wow 😮
অনেক আগের নাটক কে নতুন বলে চালিয়ে দেওয়া হয়েছে 😊😊
চোখের পানি আটকাতে পারিনি 😭
অসাধারণ নাটক 👌
আমি আমার খালাতো বোনকে অনেক ভালবাসি।এখন সে আমার ফিয়ন্সি। আমাদের জন্য দোয়া করবেন সবাই
Amar mamato bun chilo jake ami kub balobastam , tar biye hoye gache aj 6 year's hoyeche but ajo take kub valobashi.
শুভেচ্ছা রইলো ভাই
Same dear.@@allaboutmixthing1903
Fee amanillah
ঘরে তোলেন তারাতাড়ি⚠️🫰⚠️
মা মাই হয় |তিনি সব সময় সন্তানের ভালোই চান |সন্তানের ভালোর জন্য তিনি নিজের ইচ্ছা আবেগ আকাঙ্ক্ষা সবকিছুকে বিসর্জন দিতে পারেন |❤❤❤❤
এটা অনেক আগের নাটক,, ত পুরাতন হলেও দেকতে ভালো লাগের
নাটক টি যত দেখি তথই মনে পরে সেই নোয়াখালী জেলার সেনবাগ থানার বাবুপুর গ্রামের হাওয়া চৌধুরীর কথা কখন ভুলতে পারবো না
পুরান নাটক,এই মন আমার, এইটা কে বানাচ্ছে, গ্রামের মামাতো বোন
2020 taki desh er bare ...ei sokal daka hoy na..miss u sit er sokal
মামাত বোন থাকলে এই হলো এক জালা, সবার ই একটা সময় ভালোবাসা হয়ে যায়, তবে সবাই আপন করে পায়না। 😢😢😢😢
Mamato Bon ra bow Banaisi ❤❤ alhamdulliah