ভাই, মাঝেমধ্যে আমরা এন্টিবায়োটিক ছাড়াও ব্রুডিং করি,আবার মাঝে মধ্যে ভ্যাক্সিন দুই বার করি। কিন্তু বিপদ একবার এসে গেলে তখন রিকাভার করা অনেক কঠিন হয়। মুরগির লিভারের সমস্যা হয়ে গেলে সহজে ভালো হবে না। তাই আগে থেকেই প্রিভেন্ট করা উচিৎ।
ব্রুডিং করার সময় প্রতি ৫০ পিচ বাচ্চার জন্য ১ টি খাদ্য ও ১ টি পানির পাত্র দিবেন। ৫ দিন পর ২টা করে বাড়িয়ে দিবেন। এক ব্রুডারে ৩০০ এর বেশী বাচ্চা দিবেন না। ৩০০ এর বেশী বাচ্চা হলে দুটি ব্রুডিং ব্যাবস্থা করবেন। অর্থাৎ বাচ্চাকে পর্যাপ্ত যায়গা দিতে হবে।
যে কোনো এন্টিবায়োটিক চালানোর পরে ৩ বেলা কিডনি টনিক খাওয়ানো ভালো। আমি শুধু শীত কালে ব্যাবহার করি। আর মুরগির যদি ৩ বার এন্টিবায়োটিক খাওয়ানো লাগে তখন তৃতীয় বারে কিডনি টনিক খাওয়াতেই হবে।
❤️🖤
আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, ভাই আমি নতুন খামারি,তাই আমাকে যদি, ১ থেকে,৩০ দিনের ওষুধের থালিকা টা দিলে খুব উপকার হইতো।
জিংক ভিটামিন একসাথে খাওয়ানো যাবে
ভিটামিন রাতে খাওয়াবেন, জিংক দুপুরে খাওয়াবেন।
লিভাটনিক আমি এক বার খাওয়ানি তো মুরগীর কোন সম্যাসা হয়নি, তাইলে কেন খাওয়াব
ভাই, মাঝেমধ্যে আমরা এন্টিবায়োটিক ছাড়াও ব্রুডিং করি,আবার মাঝে মধ্যে ভ্যাক্সিন দুই বার করি। কিন্তু বিপদ একবার এসে গেলে তখন রিকাভার করা অনেক কঠিন হয়। মুরগির লিভারের সমস্যা হয়ে গেলে সহজে ভালো হবে না। তাই আগে থেকেই প্রিভেন্ট করা উচিৎ।
মুরগির গুর পায়খানার উপর একটা ভিডিও দেন।
ইনশাআল্লাহ
ভাই আমার মুরগি সব সময় ছোট বড় হয় অনেক কোনোভাবেই এটা সমাধা করতে পারছিনা।
ব্রুডিং করার সময় প্রতি ৫০ পিচ বাচ্চার জন্য ১ টি খাদ্য ও ১ টি পানির পাত্র দিবেন। ৫ দিন পর ২টা করে বাড়িয়ে দিবেন। এক ব্রুডারে ৩০০ এর বেশী বাচ্চা দিবেন না। ৩০০ এর বেশী বাচ্চা হলে দুটি ব্রুডিং ব্যাবস্থা করবেন। অর্থাৎ বাচ্চাকে পর্যাপ্ত যায়গা দিতে হবে।
প্রিয় ভাই কিডনি টনিক কখন খাওয়াতে হয়
যে কোনো এন্টিবায়োটিক চালানোর পরে ৩ বেলা কিডনি টনিক খাওয়ানো ভালো। আমি শুধু শীত কালে ব্যাবহার করি। আর মুরগির যদি ৩ বার এন্টিবায়োটিক খাওয়ানো লাগে তখন তৃতীয় বারে কিডনি টনিক খাওয়াতেই হবে।
লিভার টনিক ঔষধ গন্ধ কেন
রেস্টলিভ ব্যবহার করেন। হালকা গন্ধ থাকে
ভাই আপনার নিজের কোনো ফারাম নাই
জ্বী ভাই আছে।