ধানের টুংরো রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার। কৃষিশিক্ষা। কৃষিবিদ আবু তৌহিদ। Learning Agriculture
Вставка
- Опубліковано 8 лют 2025
- ধানের টুংরো রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার। কৃষিশিক্ষা। কৃষিবিদ আবু তৌহিদ। Learning Agriculture
Tungro is a viral disease. The disease is spread from diseased plants to healthy plants by an insect called green leaf hopper. The yield is fatally reduced in this disease. Crops can be protected from this disease by timely control measures and cultivation of disease-resistant rice varieties.
টুংরো একটি ভাইরাসজনিত রোগ। রোগটি সবুজ পাতাফড়িং নাম পোকার মাধ্যমে রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়ে। এ রোগে ফলন মারাত্বকভাবে কমে যায়। সময়মত দমন ব্যবস্থা ও পূর্বপ্রস্তুতিমূলক রোগ প্রতিরোধী ধানের জাত চাষ করলে এ রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়। ভিডিওটি কৃষিক, কৃষি উদ্যোক্তা, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির (এসএসসি ও এইচএসসি) কৃষিশিক্ষার ছাত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন। কোনোকিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।
ধন্যবাদ
কৃষিবিদ ড. আবু তৌহিদ
আলোচনার বিষয়---
টুংরো রোগ/Tungro
কারণ: ভাইরাস
টুংরো রোগ: লক্ষণ
চারা রোপণের ১ মাসের মধ্যে টুংরো রোগ দেখা দিতে পারে । আক্রমণের প্রথমে পাতার রং হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়। অনেক সময় বীজতলাতেই টুংরো আক্রমণে হলুদ বর্ণের চারা দেখা যায়। টুংরো রোগের বিশেষ লক্ষণ হলো ক্ষেতের সব গাছেই একসংগে আক্রমণ হয় না, বরং বিক্ষিপ্তভাবে কিছু কিছু গাছে প্রথমে হলুদ হয়ে আস্তে আস্তে মরে যায়। নুতন পাতা খাটো ও চওড়া হয় এবং মোচড় খেয়ে যায়, এসব কারণে গাছ বাড়তে পারেনা। গাছ টান দিলে সহজেই উঠে আসে। কুশি হয় না। আক্রান্ত ধানগাছ পাকা পর্যন্ত বাঁচতে পারে তবে আক্রমণ তীব্র হলে গাছগুলো শুকিয়ে মরার মত হয়ে যায়। হালকাভাবে আক্রান্ত গাছ বেঁচে থাকে তবে তাতে ২-৩ সপ্তাহ পর ফুল আসে এবং ফলন অনেক কম হয়। এসব গাছে ধানের ছড়া আংশিক বের হয়, দানাগুলো কালো ও অপুষ্ট হয়।
টুংরো রোগ দমন পদ্ধতি
রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা
পাতাফড়িং দমন/Green leaf hopper
পাতাফড়িং এ রোগ ছড়ায়, তাই পাতাফড়িং দমন করতে হবে
আলোর ফাঁদ ব্যবহার করে সবুজ পাতাফড়িং মেরে ফেলা
ম্যালাথিয়ন ৫৭ ইসি স্প্রে করা ১-২ মিলি/লি পানি
রোগ প্রতিরোধী জাত চাষ করা
চান্দিনা, দুলাভোগ, ব্রি শাইল, গাজী, বিআর ১৬, বিআর ২২ , ব্রি ধান ৩৭
ব্রি ধান ৩৯, ব্রি ধান ৪১, ব্রি ধান ৪২