অবলা বসু র বর্ণময় জীবন কাহিনী | Abala bose | জীবনী | Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    ১৮৬৫ সালের (মতান্তরে ১৮৬৪) ৮ আগস্ট বরিশালে এই মহিয়সী নারীর জন্ম। পিতা দুর্গামোহন দাস ছিলেন সে সময়ের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তৎকালীন অখন্ড বাংলার সমাজ উন্নয়নে দুর্গামোহন দাসের ব্যাপক অবদান ছিল। মা ব্রহ্মময়ী দেবী ছিলেন পুরোদস্তুর গৃহিনী। বরিশালে প্রাথমিক শিক্ষা শেষ করে অবলা প্রথমে কলকাতার বঙ্গ মহিলা বিদ্যালয়ে এবং পরে বেথুন স্কুলে ভর্তি হন।
    শৈশবের অবলা বসু; Image Source: wikimedia commons
    ১৮৮১ সালে এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরীক্ষায় ভাল ফলাফলের জন্য তিনি ২০ টাকার মাসিক বৃত্তি অর্জন করেন। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে উদ্বুদ্ধ অবলার ডাক্তারি পড়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু সে সময়ে কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ডাক্তারি পড়ার কোনোরকম সুযোগ ছিল না। একমাত্র মাদ্রাজ মেডিকেল কলেজেই মেয়েরা এ সুযোগ পেত। ফলে এত দূরে মেয়েকে ডাক্তারি পড়ানোর ব্যাপারে খুব একটা ইচ্ছে ছিল না দুর্গামোহন দাসের। কিন্তু অবলার ইচ্ছে আর আগ্রহের কাছে বাবা দুর্গামোহন হার মানলেন। তিনি মেয়েকে মাদ্রাজে পাঠাতে সম্মত হন।
    #biography #abalabasu #jiboni #information

КОМЕНТАРІ • 18