Nayan Tomare - Jayati Chakraborty

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 560

  • @juinandi4398
    @juinandi4398 Рік тому +72

    অশ্রুসিক্ত নয়নে এ গান শ্রবণ করলে হৃদয় তোলপাড় করে যায়। হে গুরুদেব, তোমার গান শুনলেই আত্মশুদ্ধি ঘটে ; অধমরাও উত্তম হয়।🙏🙏

  • @drs.baidya6927
    @drs.baidya6927 3 роки тому +20

    2020 সাল জানুয়ারি থেকে মার্চ মাস অবধি, বিভিন্ন হাসপাতালে ভর্তি... মিত্যু যন্ত্রনায় ছটফট করছি.. শরীরের ৬০ শতাংশ সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। তখন বেডে শুয়ে এই শিল্পী'র কন্ঠে রবী ঠাকুরের
    এই গান খুব শুনতাম... আজো শুনি।

  • @somnathbanerjee5350
    @somnathbanerjee5350 3 роки тому +201

    আমার দু চোখে জল। ঈশ্বরের সঙ্গে একাত্ম না হলে এ গান কোনদিন এ ভাবে গাওয়া যায় না। আমার হৃদয় ভরে গেছে।

    • @upamamajumder5128
      @upamamajumder5128 3 роки тому +6

      সঠিক , এই গান আবার কিছু মানুষ ডিজলাইক করে, কিছু বলার নেই

    • @mahuyaroy8102
      @mahuyaroy8102 3 роки тому +3

      You r absolutely right

    • @jumadeb1551
      @jumadeb1551 3 роки тому

      l

    • @sagarpal8750
      @sagarpal8750 3 роки тому +2

      এমন গান না শুনলে জীবনে অনেক কিছুই বাকি রয়ে যাবে।

    • @chandanamukherjee8055
      @chandanamukherjee8055 3 роки тому +1

      @@upamamajumder5128 m

  • @subhasghosh4117
    @subhasghosh4117 3 роки тому +45

    বার বার শুনি, চোখ ভিজে যায়, তবুও আর আশ্ মেটে না। হে ঋষি কবি, ভাবের কবি তোমার কাছে যুগ যুগ ধরে ঋনী থেকে যাব ঋন অপরিশোধ্য থেকেই যাবে।
    মরমী শিল্পী মা জয়তী গানখানির ভাব এতটাই অন্তস্থ করেছেন যা আমার কাছে অন্যতম তুলনাহীন মনে হয়েছে।

  • @amitdutta5905
    @amitdutta5905 3 роки тому +75

    My eyes cannot see you, yet you remain contained within my vision.
    My heart cannot know you, yet unseen you remain enclosed within my soul.
    Driven by my desire, my insensate mind continually seeks you wherever it can,
    Steady, unmoved, you reside within my heart, in sleep and in my dreams.
    When everyone has abandoned me, and there is not another to call my own
    I still have you, as I have the blessing of your compassion -
    The one who has no shelter, the road their only home, you give them your protection too.
    When you are the only one abiding with me and life seems to stretches endless ahead -
    You steer me across this sea of time, no one knows how.
    This I know to be true, I exist because you do, and your life force sustains me,
    The more I receive, the more I crave thee, the more I know you, the less I know thee.
    I know I will receive your bounty endless, in life and death, through the ages -
    You and I , no one separates us, there are no obstacles to our union in the world any more

    • @ruchiranandi349
      @ruchiranandi349 2 роки тому +1

      অপূর্ব ভাষায় বুঝিয়ে বলা যায় না কতটা ঈশ্বরের সঙ্গে একাত্ম হলে তবে এই গান গলা দিয়ে বেরোয়

  • @naturalview8021
    @naturalview8021 2 роки тому +39

    মন প্রাণ ভরে গেল,শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে যাই, কি অসাধারণ ঈশ্বর প্রদত্ত কণ্ঠ আপনার।

  • @tanmoybandopadhy2651
    @tanmoybandopadhy2651 3 роки тому +45

    প্রিয়জনের বিচ্ছেদ যে কতটা মর্মান্তিক সেটা এই গানেই বোঝা যায়।
    অনবদ্য ।
    আপনার কণ্ঠে মা সরস্বতী চিরকাল বিরাজ করুক এই আমার প্রার্থনা 🙏🙏

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      ua-cam.com/video/rrcb60XBq_M/v-deo.html

    • @itsnotme5269
      @itsnotme5269 2 роки тому

      এক দম

    • @subheschhamondal8462
      @subheschhamondal8462 Рік тому +1

      রবীন্দ্রনাথ কিন্তু গানটি প্রিয়জনের বিচ্ছেদে লেখেননি, এই গানটি গীতবিতানের পূজা ও প্রার্থনা পর্যায়ের অন্তর্গত অর্থাৎ কবিগুরু এটি ঈশ্বরের প্রতি জীবের প্রেমের প্রকাশ রূপে রচনা করেছেন।

  • @shikhasarkar148
    @shikhasarkar148 5 років тому +45

    “তুমি আর আমি মাঝে কেহ নাই”
    সত্যি যত শুনছি ততই যেন পরমপিতা আর আমার দুরত্ব কমছে ! তুমি গেয়ে যাও জয়তী । তুমি আমার মাধ্যম । এ গানটা আগে কতবার শুনেছি কিন্তু এরকম গভীরতা কখনও অনুভব করিনি ।কোমল রে র এত স্পষ্ট প্রকাশে গানটা আরও গভীর থেকে গভীরতর মাত্রা নিয়েছে । আর “সমুখে অনন্ত বি..স্তা..র ! “ এই “বিস্তার” এ তোমার গায়কীতে আমি কোথায় যেন হারিয়ে গেলাম । “যুগান্তর “ এও আবার হারালাম নিজেকে । তোমার তপস্যা সার্থক । তোমাকে আমার উজাড় করা শ্রদ্ধা জানাই 🕉।

    • @timurmalik4260
      @timurmalik4260 5 років тому +1

      Shikha Sarkar...porompita abar ki jinish...? Brahma r Kotha Bola hoyese..ek Isshor er kotha...puja sere ek Isshor er upashona korun..

    • @Happy6666
      @Happy6666 4 роки тому

      🕉️

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 роки тому

      ua-cam.com/video/c3MWT8vgChk/v-deo.html

    • @shikhasarkar148
      @shikhasarkar148 3 роки тому

      @@timurmalik4260
      Porompita e porombramha .

  • @mriduladas9259
    @mriduladas9259 Рік тому +4

    জয়তী চক্রবর্তীর কণ্ঠের ধারা বেয়ে রবি ঠাকুরের কথা সুরেরা ঈশ্বরকে প্রকট করে যেন..... এই কণ্ঠেই যেন ঈশ্বর বাঙ্ময় রূপে সামনে এসে দাঁড়ান......

  • @sayanpradhan1236
    @sayanpradhan1236 2 роки тому +12

    এত কঠিন গান এত সুন্দর ও এত সাবলীল ভাবে আর কেউ গাইতে পারবে না।🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
    কথা দিলাম।

  • @softtouchadvertising8407
    @softtouchadvertising8407 4 роки тому +51

    কি যাদু তোমার কন্ঠে দিদি একদিন এই কন্ঠ না শুনলে মনে হয় দিনটি পরিপুর্ন হয়নি। বিশেষ করে তোমর এই গান যখন শুনি তখন আমি স্রষ্ঠাকে খুজার জন্য অস্থির হয়ে যাই। কিন্তু তাকেতো দেখা যায়না আবার সেই লাইনে চলে যাই, নয়ন তোমারে................

  • @timirbaranchand8023
    @timirbaranchand8023 Рік тому +3

    এতো অসাধারণ একটা গান যার বাণী হৃদয় ছুঁয়ে যায় এবং কণ্ঠের উপস্থাপনায় আরও শ্রুতিমধুর হয়ে উঠেছে। 🙏😍

  • @shamima9177
    @shamima9177 2 роки тому +3

    আললাহর অশেষ নিয়ামত দান করলেন আপনাকে ম্যাম।না হয় এমনভাবেই কেউ গাইতে পারে তা অবিশ্বাস্য। একমাত্র সম্ভব হলো শুধু আপনার কাছে। সৃষ্টিকর্তা আপনাকে এমন মন দিলেন তাই তো এতোটাই গভীরভাবে স্পর্শ করে। এমন কণ্ঠ এমন দরদ মাখা পরিবেশনা মমত্ব দিয়ে হদয় ছুঁইয়ে গাওয়া পৃথিবীতে আর কারও হবে না বলে গেলাম। আমি মরে গেলে মিলিয়ে নিবে সবাই আজকের কমেন্ট। 🙏🙏🙏
    আরও পৃথিবী জুড়ে ভেসে উঠুক গোটা দুনিয়ায় এমন কণ্ঠস্বর। ❤️❤️❤️

  • @MrSudiptaSaha-bp3fw
    @MrSudiptaSaha-bp3fw Рік тому +9

    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে
    হৃদয় তোমারে পায় না জানিতে
    হৃদয়ে রয়েছ গোপনে
    রয়েছো নয়নে নয়নে
    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে
    বাসনার বশে মন অবিরত
    ধায় দশ দিশে পাগলের মতো
    বাসনার বশে মন অবিরত
    ধায় দশ দিশে পাগলের মতো
    স্থির-আঁখি তুমি মরমে সতত
    জাগিছ শয়নে স্বপনে
    রয়েছো নয়নে নয়নে
    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে
    সবাই ছেড়েছে, নাই যার কেহ
    তুমি আছো তার আছে তব স্নেহ
    নিরাশ্রয় জন, পথ যার গেহ
    সেও আছে তব ভবনে
    সেও আছে তব ভবনে
    তুমি ছাড়া কেহ সাথী নাই আর
    সমুখে অনন্ত জীবনবিস্তার
    তুমি ছাড়া কেহ সাথী নাই আর
    সমুখে অনন্ত জীবনবিস্তার
    কালপারাবার করিতেছ পার
    কেহ নাহি জানে কেমনে
    রয়েছো নয়নে নয়নে
    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে
    জানি শুধু তুমি আছো তাই আছি
    তুমি প্রাণময় তাই আমি বাঁচি
    যত পাই তোমায় আরো তত যাচি
    যত জানি তত জানিনে
    যত জানি তত জানিনে
    জানি আমি তোমায় পাবো নিরন্তর
    লোক-লোকান্তরে যুগ-যুগান্তর
    জানি আমি তোমায় পাবো নিরন্তর
    লোক-লোকান্তরে যুগ-যুগান্তর
    তুমি আর আমি মাঝে কেহ নাই
    কোনো বাধা নাই ভুবনে
    রয়েছো নয়নে নয়নে
    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে
    হৃদয় তোমারে পায় না জানিতে
    হৃদয়ে রয়েছ গোপনে
    রয়েছো নয়নে নয়নে
    নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে

    • @dalidas5263
      @dalidas5263 Рік тому

      মনপ্রাণ ছুঁয়ে গেলো গো দিদি

  • @debabrataghoshal6729
    @debabrataghoshal6729 Рік тому +10

    এই ব্রহ্মসংগীতটি রচনা করে কিশোর কবি রবীন্দ্রনাথ পাঁচশো টাকা মূল্যের চেকটি প্রথম পুরস্কার হিসেবে লাভ করেছিলেন পিতৃদেব মহর্ষির হাত থেকেই।

  • @shyamalkumarmajumdar6682
    @shyamalkumarmajumdar6682 2 роки тому +1

    কি ভালোই লাগলো শুনে এক ভোরে হঠাৎ এই গানের মুর্ছনা--- আপনিই চোখ ভিজে গেলো-- পাঁচমারীর পাহাড়ে --- জয়তী আপনি ধন্য।।

  • @rinkusengupta3531
    @rinkusengupta3531 3 роки тому +3

    অসাধারণ গেয়েছেন।মুগ্ধ হয়ে শুনতে শুনতে কখন যে শেষ হল বুঝতেই পারলাম না। সারাদিন ধরে শুধু এই গান ই শুনে যাই মনে হয়। অপূর্ব।

  • @subalmanna919
    @subalmanna919 3 роки тому +2

    কবিগুরুর এই রকম গানের ভাবের সঠিক প্রকাশের জন্য জয়তীর মত শিল্পীরা জন্মগ্রহণ করেন। এত স্পষ্ট উচ্চারণ খুব কম শিল্পীর কন্ঠে শোনা যায়। এক কথায় অসাধারণ নিবেদন।

  • @mahuyaroy8102
    @mahuyaroy8102 3 роки тому +1

    Ai gan ta anek silpir golay sunechi. But apni just asadharon. Satti atai holo sangeet. Just just awesome

  • @sabyasachitalukder2423
    @sabyasachitalukder2423 4 роки тому +22

    ALWAYS TOUCHES THE SOUL. ...CAN'T CONTROL MY TEARS. ..LISTENED THIS SONG MORE THAN 1000 TIMES. ...JUST SALUTE TO OUR DEAREST POET. ...😢😢😢😢😢

  • @ranjanadhikari4703
    @ranjanadhikari4703 2 роки тому +5

    Those who don't find path and feeling restless and Helpless can take refuge to God; in this cruel world almighty is the ultimate resort of ours and this song can truly realize only while we listen and close our eyes 🙏

  • @subhasghosh4117
    @subhasghosh4117 4 роки тому +3

    উপনিষদের কবির এই গানটি আমার অতি প্রিয়। গায়িকা জয়তী দেবীকে শুনতে শুনতে অশোকতরু ও মোহন সিং-এর কথা মনে আসছিল। জয়তী কে সাধুবাদ জানাই তার প্রাণঢালা গায়কীর জন্য।

  • @tapasreechakraborty8259
    @tapasreechakraborty8259 4 роки тому +11

    Now i am a covid +ve patient. জয়তী,দিদি আপনার গানগুলো এত দরদী গানগুলো ,এই সময় আমার বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে

  • @tapatichowdhury786
    @tapatichowdhury786 6 років тому +34

    অসাধারণ..
    গান শুনতে শুনতে চোখের অশ্রুধারা থামাতে
    পারছি না..এ যেন আমার হ্নদয় এর কথা...

  • @educationmotivation4192
    @educationmotivation4192 2 роки тому +1

    ঈশ্বরের সাথে একাত্ম না হলে এই সঙ্গীত রচনা করা অসম্ভব।

  • @mousumi2096
    @mousumi2096 3 роки тому +3

    সব অনুভূতির আশ্রয় রবিঠাকুরের গান।আপনা থেকে চোখ থেকে জল পড়ে যাচ্ছে।

  • @tarunkumarbanerjee6546
    @tarunkumarbanerjee6546 3 роки тому +10

    অসাধারণ অনুভূতি সম্পন্ন গায়কী। ধন্য হলাম।💐💐💐🙏🙏🙏👌👌👌

  • @keyakeya5175
    @keyakeya5175 9 місяців тому

    😢 যতো বার শুনি রিদয় ভেঙে তোলপাড় হয়ে যায়। পৃথিবীতে থেকেও আমি নেই । সবই হারিয়েছি।

    • @keyakeya5175
      @keyakeya5175 9 місяців тому

      শুধুই আমার আছে রিদয় বিদারক অশ্রু।

  • @ShahanoorMamun
    @ShahanoorMamun 4 роки тому +19

    বাহঃ দিদি কি বিষ্ময় !
    কি সুন্দর আপনার কণ্ঠ !
    ঈশ্বর আপনার মঙ্গল করুন !

  • @avadasmitadas613
    @avadasmitadas613 3 місяці тому

    অপূর্ব অসাধারণ।এ গানের কোন বিশ্লেষন করা যায় না। ভাষা হারিয়ে যায়। আহঃ আহঃ কি অমৃত সুধা পান করে তিপত হচ্ছি।💚🌹🌹🌹🌹💚💙💜❤️🙏🙏🙏🙏

  • @pompadutta15
    @pompadutta15 5 років тому +8

    অসাধারণ ।ভাষায় প্রকাশ করা যায় না কতো সুন্দর করে গেয়েছে।খুব ভালো লাগল শুনে ।প্রান জুড়িয়ে গেল ।ভালো থেকো তুমি ও তোমরা সবাই ।...⚘⚘⚘

    • @chandratapadas1046
      @chandratapadas1046 2 роки тому

      একদম ই তাই 🙏 সমস্ত ভাষার উর্ধ্বে 🙏অসাধারণ জয়তী দি , তুমি বলেই হয়তো চোখে জল অনাতে পেরেছো 🙏

  • @jugaldaddatta5808
    @jugaldaddatta5808 4 роки тому +11

    Oh! My God sent lady! Your melodious voice helps me to be nearer to my Beloved every moment. I pray to my loving God to make you more and more dedicated to Him.

  • @sapnabhattacharjee7062
    @sapnabhattacharjee7062 Рік тому

    মন যেন ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গেছে। রবি ঠাকুর তোমার ভাষার 7:04 অসামান্য কারু কার্য আর সুরে র মাধুর্য্য মানব হৃদয়কে পরমাত্মার কাছে নিয়ে যায়। তুমি শিল্পীর শিল্পী। মহামানব তার অধিকারী। যিনি গেয়েছেন জয়তী চক্রবর্তী কবির এই ভাষা ও সুর কে নতুন প্রাণ দিয়েছেন। তার অসাধারণ কণ্ঠস্বর এর তুলনা নেই। সত্যি তো কত মানুষ পথের পশুরা যারা গৃহহীন তারাই ঈশ্বরের প্রাকৃতিক মন্দির এ রয়েছে । এই পরমেশ্বর ছাড়া আমাদের কোন গতি নেই কিছু নেই।

  • @banshibadanmukherjee4648
    @banshibadanmukherjee4648 5 років тому +78

    দেবী সরসবতি কনেঠ বিরাজ করছেন।সাধক যখন সাধনার শিখরভূমি সপরশ করে তখনই এই বানী এবং সুর আপনা হতেই প্রানকেনদ্র হতে নিরগত হয়। ধন্য।

    • @noyonrana1758
      @noyonrana1758 3 роки тому

      🤣🤣🤣

    • @prasundas612
      @prasundas612 3 роки тому +1

      @@noyonrana1758 🙄🙄🙏🙏🙏 🤮🤮

    • @amiyabhusansarkar6090
      @amiyabhusansarkar6090 3 роки тому

      তুমি কি সেই বংশী (সনৎ রায় চৌধুরী ইনষ্টিটিউশন)? আমি রাসেন্দ্রর বন্ধু অমিয়!(৯৪৩২৬০৫৯৬০)

    • @banshibadanmukherjee4648
      @banshibadanmukherjee4648 3 роки тому

      @@amiyabhusansarkar6090 অমিয়ভূষন ভাই, ঠিক স্মরণে আসছে না । আমার বাড়ি বর্ধমান জেলার পালসিটে । নমস্কার নেবেন ।

    • @malabanerjee8424
      @malabanerjee8424 3 роки тому

      Mr. Mukherjee comments পর আর comment করার কিছুই নেই। যিনি লিখেছেন আর যিনি গাইলেন দুজনই বিরল প্রতিভার।

  • @jibansen3087
    @jibansen3087 2 роки тому

    অপূর্ব কণ্ঠস্বরের অধিকারী একেবারে মন ছুয়ে গেল। এমন আকুতি একেবারে মনের ভেতরে নাড়া দিয়ে যায়। মনকে বিহ্বল করে দিয়ে যায়।যিনি গানটি শোনার ব্যবস্থা করে দিলেন ধন্যবাদ আপনাকে।

  • @srutisarkar9360
    @srutisarkar9360 4 роки тому +5

    আহা এমন রচনা যেন এমন শিল্পীর জন্যই এত হৃদয়গ্রাহী হয়েছে।

  • @stockbrokerfellow
    @stockbrokerfellow 4 роки тому +4

    Sei byakti ke ghirei jeebon abortito hochchhe.. Rabi thakur, byas ! er por bhasha nei.. achhe nihshwas prashwas, hrit spondon o ashru... anek pranam gurudeb.
    Jayati, apni anonyo sadharon !

  • @champachatterjee6248
    @champachatterjee6248 2 роки тому +1

    মন প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ, মায়ের কৃপা ছাড়া এমন গান গাওয়া যায় না।

  • @kamrularefin4926
    @kamrularefin4926 4 роки тому +2

    খুব অসাধারন গেয়েছেন। আপনার কাছে যদি জীবনে কোন দিন সুযোগ হয়, তবে আপনার কাছে বসে আমি রবিন্দ্র সংগীত শিখব। অসাধারন দরদ। লক্ষ প্রনাম আপনার গায়কি ও আপনার সুরের দখল কে।

  • @tapasraut5369
    @tapasraut5369 5 років тому +24

    কিছু বলার নেই ,,,,,,দুটি চোখ দিয়ে বয়ে আসা বারিধারা সকল অনুভূতির প্রকাশ ৷

  • @rajashreesinha1379
    @rajashreesinha1379 2 роки тому +1

    আহা হাহা হাহা ..........প্রাণটা ভরে গেল গানটি শুনতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি.... ❤❤

  • @msmehedi6663
    @msmehedi6663 3 роки тому +16

    এখানেই (রবীন্দ্রসংগীত) দুই বাংলা মিলেমিশে একাকার! 🇧🇩❤️🇮🇳

    • @rayr1847
      @rayr1847 Рік тому +1

      na ekebarei jaay na . completely disagree.. .apnader bangladeshe school syllabus theke gurudeb o anyo hindu sahityik der lekha baad debar jonyo jono andolon hoy.. chhi.. shame on you... bangladesh ekra shoth, pratarok, kritaghna desh... jekhane manush Indian soldier er abodaaan asweekar kore.. swadheen hobar porei pakistan er songe muslim bhai bhai bole bhaab korte thake.. lojja achhe apnader? mone to hoy na.. ! bangla bhashar sahitya cinema natok bolte ekhono sei bharat ... 50+ bachhore kota paate debar moto chhobi baniyechhen apnara... ? aar kotha barabo na.. nijeder desh ke ektubhadro korar cheshta korun aage

  • @jhillychoudhury7905
    @jhillychoudhury7905 3 роки тому +6

    Just awesome singing..don't have any language to express Jayati🙏🙏

  • @souravbiswas2027
    @souravbiswas2027 3 роки тому +1

    Uffff এগুলো গান নাকি অন্য কিছু। ।। বুঝতে পারি নি কখন চোখের জল মাটি স্পর্শ করলো। ।। 😪😪😪😪😪😪😪

  • @JaydeepDatta
    @JaydeepDatta 3 місяці тому +1

    শাস্ত্রে বলে মৃত্যুর সময় আমরা যা চিন্তা করি পরের জন্ম তেমন হয়। এই গান জয়তী দিদির কন্ঠে শুনতে শুনতে কেউ দেহত্যাগ করলে আমার মনে হয় ,শাস্ত্র বাক্য যদি সত্য হয়, তবে তার উর্দ্ধ লোকে অবাধ গতি হবে। সে ঈশ্বর পাদ পদ্মে পারামস্থিতি লাভ করবে।

  • @bibhutimondal9625
    @bibhutimondal9625 3 роки тому

    ভাষা হারিয়ে হৃদয় ভরল।অপূর্ব। আজ আবার শুনলাম। বার বার শুনতে চাই।

  • @jayatidasgupta9103
    @jayatidasgupta9103 Рік тому

    Ki যে bhalo lagey এই gaan টা suntey, choker jal e ভোরে jai

  • @sekharsen986
    @sekharsen986 3 роки тому +1

    ইরফান খান
    এই গানটি শুনতে খুব ভালোবাসতেন ।
    ওনি বাঙালি ছিলেন না
    ওনি রবীন্দ্রনাথের এই গানটিকে ভালোবাসতেন , ভাবলে অবাক হতে হয় ।
    এইমুহুর্তে ক'জন বাঙালি এই গানটি কখনো শুনেছেন *****
    উত্তরটি কি হতে পারে ---***
    জয়তী চক্রবর্তীর এই গানটি অতি চমৎকার এবং অতি উচ্চমানের হয়েছে ।
    মন ভরিয়ে দেয় ।
    জয়তী চক্রবর্তীকে ধন্যবাদ ও শুভকামনা জানাই ।

  • @paharpurbkphighschool7214
    @paharpurbkphighschool7214 3 роки тому +4

    ঈশ্বরের অনুভূতি প্রকাশ।আপনার কন্ঠে বার বার শুনি তবুও মন অতৃপ্ত থেকে যায়।

  • @tapanghosh5103
    @tapanghosh5103 Рік тому

    একাত্মতার পরম নিদর্শন। বাণীর সঠিক উপলব্ধির কারণেই এমন মুগ্ধ পরিবেশনা। পরিণত গায়কী।

  • @milonroy6979
    @milonroy6979 3 роки тому

    আমার প্রিয় গুণী শিল্পী। আপনার সব গান গুলোর সুর ও কন্ঠ অসাধার৷ নয়নে তোমারে পায় না দেখিতে গানটা শুনে হৃদয়ে কান্না পেলো। ইমন দিদির কন্ঠে ও অসাধারন হয়েছে।

  • @dipayansarkar002
    @dipayansarkar002 Рік тому

    প্রত্যেকটা বাণী হৃদয় বার বার ছিঁড়ে নিয়ে যাচ্ছে।😊

  • @timurmalik4260
    @timurmalik4260 5 років тому +2

    Unparallel.. Superb.. splendid..otuloniyo...shrosta r Kotha i bola hoyese.

  • @monolinanandyroy9765
    @monolinanandyroy9765 4 роки тому +4

    নয়ন তোমারে পায় না দেখিতে....... তোমার কন্ঠে এই গান আমাকে কাঁদায় যত শুনি ততই শুনতে ইচ্ছে করে.

  • @jayeetaroy9953
    @jayeetaroy9953 2 роки тому

    গানটা যতবার শুনি,ততবারই চোখে জল ভরে যায়।কোনো বিশেষণই যথেষ্ট নয় এই গানের বর্ণনা করার জন্য।

  • @somnathbanerjee3170
    @somnathbanerjee3170 4 роки тому +11

    আমার চোখ বেয়ে জল গড়াল। ঈশ্বরের সাথে একাত্ম না হলে এ গান এই ভাবে গাওয়া যেত না।

  • @mallikadutta636
    @mallikadutta636 3 роки тому +1

    বাকরুদ্ধ ! দুচোখ ভিজিয়ে গেল ! শুধু তাঁর কথা তেই বলা যায় ..তুমি কেমন করে গান করো হে গুণী ..আমি অবাক হয়ে শুনি ...

  • @baisakhisur15
    @baisakhisur15 2 роки тому +2

    এ গান শুনতে শুনতে চোখের জল আটকে রাখা সম্ভব না। কি অসাধারণ কি অসাধারণ

  • @anweshamondal8191
    @anweshamondal8191 2 роки тому +1

    Ami protidin ghumonor age ei gaan sune ghumoi😌💖......
    Mind-blowing song✨🥺

  • @mitasarkar5309
    @mitasarkar5309 Рік тому +2

    আমার দিন কাটে আপনার গান শুনে। আমি সব দুঃখ শোক ভুলে থাকি আপনার গানে ।আপনি দীর্ঘজীবী হউন।

  • @kabitapratihar4775
    @kabitapratihar4775 2 роки тому +1

    Tulanaheen, fantastic, congrats.

  • @prabhatsamirray9343
    @prabhatsamirray9343 5 років тому +12

    Apurba awesome! Best female Tagore singer ever.

    • @vandanamishra7647
      @vandanamishra7647 4 роки тому +1

      I listen the song and weep .......
      And remember the lines of Tennyson "I 'll see my captain face to face after crossing the bar "
      Tumi aaar aami majhe keho nai
      Kono badha nai bhubone.

    • @parthasengupta529
      @parthasengupta529 3 роки тому

      Yes , arguably though.

  • @shampabhattacharya5616
    @shampabhattacharya5616 7 місяців тому

    Apurbo.. Oshadharon... ❤❤❤❤❤🎉🎉

  • @ShortswithMeeeee
    @ShortswithMeeeee Рік тому

    জয়তী,তুমি বাঙ্গালীর সম্পদ।স্বয়ং মা সরস্বতী তোমার গলায় নাহলে এভাবে গাওয়া অসম্ভব।

  • @smkbiswas
    @smkbiswas Рік тому +1

    Lost baba few days back....tears roll down the memory lane as I hear this song every night....🙏

  • @sanjibdatta2874
    @sanjibdatta2874 5 років тому +7

    Asadharan. Speechless. You are the best......

    • @anjanagangopadhyay5666
      @anjanagangopadhyay5666 3 роки тому

      Sottei unar golay jotobar gan ta shuni sottei kichhu dekhte pai na du chokh jol a bhore thake

  • @diptisantra1789
    @diptisantra1789 4 роки тому +25

    It touches the deepest point of the soul.

  • @rimubasak4839
    @rimubasak4839 3 роки тому +2

    ভগবান আমার ধৈর্য্য দিক। এতো কান্না আর নিতে পারছিনা,,,বাইরের হাসিখুশিটা সবাই দেখে,ভেতরের আমিটার কান্না কাউকেই জানতে দেইনা,,এভাবেই হয়তো বাকিটা জীবন কাটবে।।।
    একদিন তুমিও ভাল হয়ে যাবে ঠিক,,,সব কিছু ঠিক হয়ে যাবে।।।।পরে থাকবো শুধু একদিনের ভাল থাকা সেই আমিটা,, অন্ধকারে,, আর মনে করতে থাকবো তোমার দেয়া আমাকে ভালবাসার সব স্মৃতিগুলো।মাফ করে দিও আমায়

  • @debashisbiswas3990
    @debashisbiswas3990 3 роки тому

    যতোশুনি ততো বারবার শুনতে ইচ্ছে হয় ,কতোবার শুনেছি তার হিসেব নাই ,গান আছে বলেই, আজো মানুষ হাজার ও কষ্টের মধ্যেও ভালো থাকে ।

  • @ashokchakraborty9969
    @ashokchakraborty9969 6 років тому +6

    Nothing to comment, in one word "OUTSTANDING"......

  • @sumanamitra2978
    @sumanamitra2978 3 роки тому +10

    অসাধারণ গায়কী, অন্তর্যামী তোমায় উপলব্ধি করাই যেন একমাত্র লক্ষ্য হয় 🙏❤️🙏🌺🙏🌸🙏

  • @mdgolamhossain2524
    @mdgolamhossain2524 2 роки тому +2

    অ সাধারন, সুমধুর কন্ঠ,শুভ রাএি।

  • @sumanmullick731
    @sumanmullick731 3 роки тому +1

    monta bharakranta hoye gelo ......osadharon kontho.

  • @exp.satoru
    @exp.satoru 3 роки тому

    আহা দিদি তোমার গলায় সত্যিই মা স্বরোস্বটির অবস্থান আছেন ,,,,,, কি গাইলেন মন প্রাণ জুড়িয়ে গেল আমি আপনার একজন নগণ্য শ্রোতা ,আপনার সব গান আমি শুনি আমার খুব খুব ভালো লাগে আপনার গান ।ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমাদের অনেক অনেক ভালো ভালো গান শুনিয়ে যান 🙏🙏🙏🙏🙏

  • @manohargoswami4320
    @manohargoswami4320 11 місяців тому

    Simply a heaven's touch 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sheulibarmon5214
    @sheulibarmon5214 4 роки тому +31

    Really, Rabindranath was a gift of Almighty 🙂

  • @shimlachowdhury8800
    @shimlachowdhury8800 10 місяців тому

    Mon vore gelo sune❤❤

  • @ankurmohanduary8141
    @ankurmohanduary8141 2 місяці тому +1

    এই রকম আরো সুন্দর মন ছুঁয়ে যাওয়া গান, চাই।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Рік тому

    আহা কি দরদ গানে ।অপূর্ব ।

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 2 роки тому

    Very nice melody. This melody brings back all my memories.. The sweet voice is really appreciable.

  • @apuchowdhury580
    @apuchowdhury580 4 роки тому +1

    SOULFUL RENDITION & BLISSFUL EXPERIENCE. DID JUSTICE TO THE PENSIVE SUBMISSIVE UNDERTONE OF THE COMPOSITION. - Dr. A CHOWDHURY

  • @babonroy3218
    @babonroy3218 4 роки тому +6

    জয়তী দিদি আপনাকে প্রণাম।
    অপূর্ব 🌹

  • @shamimsumi
    @shamimsumi 4 роки тому +1

    Onekei ei gaan ta geyeche. Kintu amar kache apnar ta sob chaite bhalo legeche.Soul touching. Kebol e mone hochche..Ah. ha...Rabindranath jadi shunte peten apnar tola ei gaan ta!

  • @shomagoswami4029
    @shomagoswami4029 2 роки тому +1

    Kotobar je sunechi. Mon bhore jae. Joto bar suni

  • @goutamray7988
    @goutamray7988 3 роки тому +1

    আমার বত্রিশ বছরের আদরের ছেলেকে হারালাম covid এ 25 may 2021, কি করে ভুলবো বলুন, গানটা শুনলে মনে হয় সত্যি ঈশ্বর ওকে যত্ন করে রেখেছেন

  • @Dipika_Jui_Roy
    @Dipika_Jui_Roy 6 років тому +9

    অসাধারণ একটি রবীন্দ্র সংগীত। ❤️

  • @sahelidey8074
    @sahelidey8074 Рік тому +1

    যতবার শুনি চোখে অজান্তেই জল আসে...

  • @mdgolamhossain2524
    @mdgolamhossain2524 2 роки тому +1

    আমার প্রানজুরিয়ে গেল। দোয়া ওশুভ কাৃমনা রইল।

  • @fluid2326
    @fluid2326 3 роки тому

    জয়তী দি সেরা।ওনার দরদ ওনার কন্ঠে যেভাবে ফুটে ওঠে শুনতেই থাকি।💟

  • @swapanmojumdar5878
    @swapanmojumdar5878 2 роки тому +3

    Jayatir gan Jen sammukhe ishwar darshan karte karte gaichhe, Tai onaar gan shunle hridai aanande Purna hoye jai, Ishwar onar sarbbangin Mangal korun

  • @ashokbhattacharya1438
    @ashokbhattacharya1438 4 роки тому +2

    কন্ঠ ও হৃদয়ের মাধ্যমে যখন কোনো সংগীত পরিবেশিত হয় তার জায়গা হয় অন্তরের মণিকোঠায়।

    • @subeshbaidya6959
      @subeshbaidya6959 4 роки тому +1

      টানা ৬৬ দিন যখন জীবন মিত্যু লড়াই জারি.... খানিক জ্ঞান ফিরলেই এই প্রিয় গানটি আমাকে শোনাতেন মোবাইলে আমার প্রিয় জনেরা। আমার জীবনের সঙ্গে এই গানটি ফেরার সাথে যুক্ত।

  • @kakolighosh690
    @kakolighosh690 2 місяці тому

    Aha mon bhore gelo ..ki sunlam..jonmojonmantoreo bhulte parbo na

  • @jibankrishnasarker3639
    @jibankrishnasarker3639 2 роки тому +1

    দিদি তুমি অনন্যা।তোমার তুলনা শুধুই তুমি।এ গানটি এমনভাবে আর শুনিনি।

  • @sudarsanpatra5916
    @sudarsanpatra5916 4 роки тому +3

    অন্তরাত্মাকে জাগিয়ে রাখার জন্য তোমার কন্ঠের এই একটি গানই একশো , যার পরে আর নাই।
    কীভাবে গান শেষ করো দিদি !
    কবিগুরুও নাজানি কত কেঁদেছিলেন। আজও তোমার গান শুনে স্বর্গ থেকে কতই না আশীর্বাদ করছেন ।

  • @novemberalpha6023
    @novemberalpha6023 6 років тому +11

    Absence of the additional music and depth of the voice made this a masterpiece..... Let alone the philosophy of Rabindra Sangeet

  • @vutuYt
    @vutuYt 3 роки тому +2

    We are so blessed that we have a devi of emotional singer like you ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @pinkyshomecooking
    @pinkyshomecooking 5 років тому +6

    বাহ্ অসাধারন গান।😊 গানের অর্থ টাও মন ছুঁয়ে যায়।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      ua-cam.com/video/rrcb60XBq_M/v-deo.html

  • @shrabastydasguptamusic9689
    @shrabastydasguptamusic9689 5 років тому +6

    আমার খুব প্রিয় শিল্পী জয়তী দি।ওনার গান হৃদয় ছুঁয়ে যায়।

  • @shyamalsaha193
    @shyamalsaha193 6 років тому +30

    Rabindrasangeet is best therapy to heal the soul. Enjoy soulful Rabindrasangeet on UA-cam listening to Shyamalkanti Melody also.

  • @trishasarker5705
    @trishasarker5705 3 роки тому +1

    Real devotee. Apnar devotion ke pronam janai.