tribal religion : আদিবাসীরা কোন ধর্মের অন্তর্ভুক্ত হতে চাইছে ? আদিবাসীর অর্থ হল সেই ব্যক্তি যিনি প্রাচীনকাল থেকে কোনও একটি জায়গার বাসিন্দা। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তার সঙ্গে অবশ্যই সম্পর্কিত। বহুদিন ধরে আদিবাসীরা বিভিন্ন ধর্মে বিভক্ত হতে থাকে। আদিবাসীদের ধর্ম আদিবাসীদের কোন ধর্ম?তারা হিন্দু নয়, তাহলে কোন ধর্মের মানুষ ? আদিবাসীর অর্থ হল সেই ব্যক্তি যিনি প্রাচীনকাল থেকে কোনও একটি জায়গার বাসিন্দা। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তার সঙ্গে অবশ্যই সম্পর্কিত। বহুদিন ধরে আদিবাসীরা বিভিন্ন ধর্মে বিভক্ত হতে থাকে। যেমন, ব্রিটিশ আমলে তাঁরা খ্রিস্টান ধর্মের দিকে ঝুঁকতে থাকে বা তাঁদেল বাধ্য করানো হয় সেই ধর্ম পালনে। আবার তার আগে ও পরে বহু আদিবাসী ইসলাম ধর্মও গ্রহণ করেছেন। কিন্তু, তারপরও আদিবাসীরা দাবি করে থাকেন তাঁদের আদি ধর্ম সারনা-কে স্বীকৃতি দেওয়া উচিত। ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, বাংলা ও বিহার- এই ৫ রাজ্যের আদিবাসীরা সারনা ধর্মের স্বীকৃতির দাবি করেন। এবার জানাব সারনারা কীভাবে অন্যান্য ধর্মের থেকে আলাদা? সারনা ধর্মে প্রকৃতির পুজা করা হয়। যেমন পাহাড়, নদী, চাঁদ, সূর্য। তাঁদের উৎসবের আলাদা ক্যালেন্ডার আছে। তাঁরা মূর্তি পূজাও কম করে। জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি উপলক্ষে তাদের বিভিন্ন আচার-অনুষ্ঠান রয়েছে। মৃত্যুর পরে দেহ দান করার পরিবর্তে, অনেক আদিবাসী মৃতকে তাদের বাড়ির কাছে সমাহিত করে। কিন্তু এমন মানুষ খুব কমই আছে। তবে বিভিন্ন সময় ধর্ম পরিবর্তিত হওয়ায় তাঁরা সেই ধর্ম পালন করে এসেছে। হিন্দুদের সঙ্গে কী মিল? আদিবাসীরা বহু শতাব্দী ধরে শিবলিঙ্গের পুজো করে আসছে। শিব ও ভৈরব তাদের প্রধান দেবতা। শিবকে আদিদেব বলা হয়। বিশ্বাস করা হয় যে আদিবাসীদেরও শিবের নামে নামকরণ করা হত। হিন্দুদের মধ্যে শিব ও ভৈরবও পূজিত।
Hi Krish, I wanted to express my heartfelt appreciation for your videos on tribal villages in WB and challenging life in Sundarbon areas. Your thoughtful and insightful coverage shed light on the often-overlooked lives and struggles of the community. Your ability to share their stories with empathy and respect is truly commendable. Your post has not only raised awareness about the village's challenges but also highlighted the beauty and simplicity. Thank you for your dedication to sharing the untold stories of rural communities. I look forward to watch more of your work.Thanks 🙏❤️
সাঁওতাল বলছেন কেন?ভারতে বিভিন্ন ধরনের আদিবাসী আছে।তাঁরা সবাই সাঁওতাল নয়।সাঁওতাল একটি আলাদা আদিবাসী।এবং খুবই উন্নত।যে ভাষা উনি বলছেন সেটা আদৌ সাঁওতালি ভাষা নয়।
Sir they are Tribe but they are not "santal tribe". They are "munda Tribe". We are santal Tribe। আগে আদিবাসী সম্পর্কে ভালো করে বুঝুন আদিবাসী কারা আদিবাসীদের মধ্যে কি কি সম্প্রদায় আছে। এই ভিডিটিওতে যাদের দেখানো হয়েছে উনারা "মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী" আর সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসী হচ্ছি আমরা। জোহার 🙏
আপনি যথার্থ বলেছেন। আদিবাসী জনজাতি সম্পর্কে আগে ভালো ভাবে পড়াশোনা করুন। যে শাঁখা সিঁদুর এর বিষয়ে জিজ্ঞাসা করলেন সেটা করতে হতো না যদি জানতেন, শাঁখা সিঁদুর আদি সকল বৈবাহিক রীতিনীতি আমরা বাঙালিরা আদিবাসী জনগোষ্ঠীর থেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি । বাঙালির DNA তে আদিবাসী জনগোষ্ঠীর ( প্রোটো অষটালয়েড ) ক্রম সর্বাধিক। এছাড়া দ্রাবিড়, ভোটচীনিয় ও অন্যান্য জনগোষ্ঠীর বংশগতি ও বাঙালি রক্তে আছে। আর্য উত্তরাধিকার বাঙালি রক্তে যৎসামান্য। শালগ্রাম শিলা, 30:10 শিবলিঙ্গ পূজা আদিবাসী জনগোষ্ঠীর কাছে থেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঘট স্থাপন, কলা গাছ, আম্র পল্লব ইত্যাদির ব্যবহার আদিবাসী জনগোষ্ঠীর থেকেই আমরা বাঙালিরা পেয়েছি । বেদ এর শ্লোক গুলি তে যে প্রকৃতি বর্ননা ও ইন্দ্র, বরুণ, সূর্য আদি প্রকৃতির বর্ননা ও পূজার প্রসঙ্গ আছে এবং প্রাচীন আর্যরাও যে মূর্তিহীন উপাসনা করতেন তাতেও আদি অষ্টিক ভাষা গোষ্ঠীর আদিবাসী জনগোষ্ঠীর প্রভাব অমূলক নয়। মনে রাখতে হবে আর্য আগমনের বহু আগেই বর্তমান কথিত আদিবাসী জনগোষ্ঠী ভারতবর্ষের বিভিন্ন স্থানে এমনকি উত্তর পশ্চিম ভারতের বহু স্থানে পাকাপাকি ভাবে বসতি গড়ে তুলেছিল। আপনার প্রচেষ্টা চালিয়ে যান, তবে পড়াশুনা করতে হবে। ধন্যবাদ।
প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ। আমার দৃঢ় বিশ্বাস আদিবাসী জনগোষ্ঠীর সম্বন্ধে ব্যাপক গবেষণা ও প্রচারণার একান্ত প্রয়োজন। ভারতের সবচেয়ে অবহেলিত মানুষগুলি যারা নিজ নিজ ক্রম সংরক্ষণ করে বৃহত্তর তৎকালীন নব্য ভারতীয় জনগোষ্ঠীর সাথে নিজেদের বিলীন করে দিতে না চেয়ে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখার অপরাধে অরণ্যবাসী প্রান্তবাসী এবং বর্তমানে ও বৃহত্তর জনগোষ্ঠীর পাশাপাশি সমাজে বাস করেও সকলের সাথে মিলে মিশে একাকার হয়ে যায় নি এই অপরাধে এখন ও রাষ্ট্রীয় সকল সুবিধা থেকে বঞ্চিত। আইন কে বৃদ্ধাগুষ্ট দেখিয়ে আদিবাসী জনগোষ্ঠীর জমি জমা অবাধে বিক্রি ও হস্তান্তর হচ্ছে এবং অধিবাসী নয় বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ বি এল আর ও অফিসের সহায়তায় সেই সব জমির মালিকানা পাচ্ছে। এরা পরিশ্রমী, খেতে না পেলেও ভিক্ষা করে না । এদের স্বাভিমান আমার শৈশব থেকে দেখে আসছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অনুসরণে বলি দ্রুতগামী অশ্বারোহী নর্ডিক আর্যদের কাছে পরাজিত না হলে ভারতের ইতিহাস অন্য রকম হোত। হয়তো বা এই পরাজিত জনগোষ্ঠী ই ভারতের শাসক হত। এদের বিষয়ে গবেষণা ও প্রচারণার কাজে উচ্চ শিক্ষিত আদিবাসী মানুষদেরকে ই সবিনয়ে প্রার্থনার ভঙ্গিতে আবেদন জানাচ্ছি। মানবিক গুণাবলী সম্পন্ন বৃহত্তর জনগোষ্ঠীর শিক্ষিত আগ্রহী গবেষকগণকেও এই কাজে এগিয়ে আসার জন্য একান্ত আবেদন জানাচ্ছি। -দিলীপ কুমার ব্যানারজী, বয়োবৃদ্ধ অপারক প্রতিবেদক। কেউ দয়া করে অপরাধ নেবেন না, নিজগুণে ক্ষমা করবেন।
দাদা, , সাঁওতালী কই পেলেন , , এনারা সবাই মুন্ডা আর সাওতাল আলাদা হয় , , , সাওতাল রা বর্তমানে মুন্ডারী ভাষায় কথা বলে আর মুন্ডারা সাদ্রী ভাষাতে কথা বলে , ,
মুন্ডা, সরদার এরা সাঁওতাল আদিবাসি নয়। সাঁওতাল আদিবাসিদের টাইটেল হচ্ছে - মুর্মু , সরেন, টুডু, হাঁসদা ,হেমব্রম , কিসকু, বেসরা, মারানডি/মার্ডি/ মন্ডি , আরোও কয়েকটি । এদের ভাষা বাংলা হিন্দি থেকে সম্পূর্ণ আলাদা।
00:45 😂😂 বস আদিবাসী আর হিন্দু দুটো আলাদা নাকি,বারবার সাঁওতাল সাঁওতাল করো আদিবাসী বললে ভালো লাগে শুনতে , বলো আদিবাসী আর বাঙালী,, তুমি আমার থেকে অনেক শিক্ষিত তাও এইসব ভুলভাল বলো কেন ভিডিও তে 😊😊😊😊
Nagpur bolchhe, tobey ota hobey Chhoto Nagpur, Jharkhand . Era Santhal noi . Era Mundari Adibasi. Santhali r Mundari duto aalada jinish . Besir vaag Adibasi ra prokiti pujari . Shiv er Puja ba Shiv ling er Puja Adivasi der moddhe aadi jug theke chole aaschhe . Tai Adibasi ra Hindu ba Sanatani . Apnar jana uchit Adibasi bolle thik clear hoi na . Adibasi der moddhe aalada aalada jati gosthi ba caste aachhe . Tader Culture and Language aalada aalada hoi .
tribal religion : আদিবাসীরা কোন ধর্মের অন্তর্ভুক্ত হতে চাইছে ?
আদিবাসীর অর্থ হল সেই ব্যক্তি যিনি প্রাচীনকাল থেকে কোনও একটি জায়গার বাসিন্দা। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তার সঙ্গে অবশ্যই সম্পর্কিত। বহুদিন ধরে আদিবাসীরা বিভিন্ন ধর্মে বিভক্ত হতে থাকে।
আদিবাসীদের ধর্ম
আদিবাসীদের কোন ধর্ম?তারা হিন্দু নয়, তাহলে কোন ধর্মের মানুষ ?
আদিবাসীর অর্থ হল সেই ব্যক্তি যিনি প্রাচীনকাল থেকে কোনও একটি জায়গার বাসিন্দা। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তার সঙ্গে অবশ্যই সম্পর্কিত। বহুদিন ধরে আদিবাসীরা বিভিন্ন ধর্মে বিভক্ত হতে থাকে। যেমন, ব্রিটিশ আমলে তাঁরা খ্রিস্টান ধর্মের দিকে ঝুঁকতে থাকে বা তাঁদেল বাধ্য করানো হয় সেই ধর্ম পালনে। আবার তার আগে ও পরে বহু আদিবাসী ইসলাম ধর্মও গ্রহণ করেছেন। কিন্তু, তারপরও আদিবাসীরা দাবি করে থাকেন তাঁদের আদি ধর্ম সারনা-কে স্বীকৃতি দেওয়া উচিত।
ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, বাংলা ও বিহার- এই ৫ রাজ্যের আদিবাসীরা সারনা ধর্মের স্বীকৃতির দাবি করেন। এবার জানাব সারনারা কীভাবে অন্যান্য ধর্মের থেকে আলাদা? সারনা ধর্মে প্রকৃতির পুজা করা হয়। যেমন পাহাড়, নদী, চাঁদ, সূর্য। তাঁদের উৎসবের আলাদা ক্যালেন্ডার আছে। তাঁরা মূর্তি পূজাও কম করে। জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি উপলক্ষে তাদের বিভিন্ন আচার-অনুষ্ঠান রয়েছে। মৃত্যুর পরে দেহ দান করার পরিবর্তে, অনেক আদিবাসী মৃতকে তাদের বাড়ির কাছে সমাহিত করে। কিন্তু এমন মানুষ খুব কমই আছে। তবে বিভিন্ন সময় ধর্ম পরিবর্তিত হওয়ায় তাঁরা সেই ধর্ম পালন করে এসেছে।
হিন্দুদের সঙ্গে কী মিল? আদিবাসীরা বহু শতাব্দী ধরে শিবলিঙ্গের পুজো করে আসছে। শিব ও ভৈরব তাদের প্রধান দেবতা। শিবকে আদিদেব বলা হয়। বিশ্বাস করা হয় যে আদিবাসীদেরও শিবের নামে নামকরণ করা হত। হিন্দুদের মধ্যে শিব ও ভৈরবও পূজিত।
টুপি ছাড়া খুব ভালো লাগছে দেখতে । এটাও খুব সুন্দর প্রতিবেদন। এগিয়ে যাও।
Thank you 🙏♥️
Hi Krish,
I wanted to express my heartfelt appreciation for your videos on tribal villages in WB and challenging life in Sundarbon areas. Your thoughtful and insightful coverage shed light on the often-overlooked lives and struggles of the community. Your ability to share their stories with empathy and respect is truly commendable.
Your post has not only raised awareness about the village's challenges but also highlighted the beauty and simplicity.
Thank you for your dedication to sharing the untold stories of rural communities. I look forward to watch more of your work.Thanks 🙏❤️
Thank you sooooo much for your appreciation, by the way your words of sensibility raise my respect towards you.... Thank you so much 🙏 ♥️✨
Khub valo hoyeche video
Thank you 👍
khub bhalo laglo
Dada inara sathal nan ..inara Munda adibasi ..anadee Mur bari hochhe nagpur Jharkhand ...aage Bihar chhilo ekhon Jharkhand..inader bhasa hochhe nagpuri ...
ছোটনাগপুর মালভূমির আদিবাসী মনে হয়, তার সঙ্গে নাগপুর টা গুলিয়ে ফেলছে হয়তো
Adi napay ge dada
দারুন
Thank you
আপনার কাজ অতি প্রশংসনীয়। লোভ হচ্ছে আপনার সাথে আমি যদি থাকতে পারতাম। আপনার কাজের বিষয় আমার খুব পছন্দের।
Thank you so much 👍🏻♥️
এরা ঝাড়খণ্ডের ছোট নাগপুর এলাকার লোক। মহারাষ্ট্রের নাগপুর না। রানাঘাটে আমার এলাকাতেও এরা আছে। ❤
রাইট
Happy Janmashtami. Nice video dada❤❤❤
শুভ জন্মাষ্টমী বোন।
আমাদের আসামে বহুত আছে ❤
সাঁওতাল বলছেন কেন?ভারতে বিভিন্ন ধরনের আদিবাসী আছে।তাঁরা সবাই সাঁওতাল নয়।সাঁওতাল একটি আলাদা আদিবাসী।এবং খুবই উন্নত।যে ভাষা উনি বলছেন সেটা আদৌ সাঁওতালি ভাষা নয়।
@@sudeshnadas2900 Hmm you are 100% right mam 🙏
বাংলা ভাষা আর আদিবাসী ভাষা এক বেশি পার্থক্য না ❤❤
❤️❤️❤️
এই ধরনের কিছু করতে গেলে একটু পড়াশোনা করা দরকার।
আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। ভিডিও খুব ভালো লাগলো। তবে জায়গাটা কোথায় পরিষ্কার করে বুঝতে পারলাম না।
আপনাকে ধন্যবাদ।ভিডিওটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়
This Nagpur is Chota Nagpur which is in Jharkhand.
Aami Chandrapur nagpur theke adhibasider matri vasha hallo gondi vhasa
যেটা আগের ভিডিও টেও বলেছিলাম যে শুরু তেই একটু জায়গা টা কোথায় একটু বলে দিলে ভালো হয়।
Jaigata paschimbangar kon jela o gramercy nam ki ?
উত্তর ২৪ পরগনার, হেলেঞ্চা থানার অন্তর্গত।
Era Kora jati Mone hoy
উফ্স চোখটা হলুদ হলুদ হয়ে গেলো 😍 আপনার টিক তো হ্যাবি 😂
😀😀
Tupi pare thakle handsame and sundar dekhai.
😀🙏 accha
Proper adress ta bolben
Sir they are Tribe but they are not "santal tribe". They are "munda Tribe". We are santal Tribe। আগে আদিবাসী সম্পর্কে ভালো করে বুঝুন আদিবাসী কারা আদিবাসীদের মধ্যে কি কি সম্প্রদায় আছে। এই ভিডিটিওতে যাদের দেখানো হয়েছে উনারা "মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী" আর সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসী হচ্ছি আমরা। জোহার 🙏
Ok
আপনি যথার্থ বলেছেন। আদিবাসী জনজাতি সম্পর্কে আগে ভালো ভাবে পড়াশোনা করুন। যে শাঁখা সিঁদুর এর বিষয়ে জিজ্ঞাসা করলেন সেটা করতে হতো না যদি জানতেন, শাঁখা সিঁদুর আদি সকল বৈবাহিক রীতিনীতি আমরা বাঙালিরা আদিবাসী জনগোষ্ঠীর থেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি । বাঙালির DNA তে আদিবাসী জনগোষ্ঠীর ( প্রোটো অষটালয়েড ) ক্রম সর্বাধিক। এছাড়া দ্রাবিড়, ভোটচীনিয় ও অন্যান্য জনগোষ্ঠীর বংশগতি ও বাঙালি রক্তে আছে। আর্য উত্তরাধিকার বাঙালি রক্তে যৎসামান্য। শালগ্রাম শিলা, 30:10 শিবলিঙ্গ পূজা আদিবাসী জনগোষ্ঠীর কাছে থেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঘট স্থাপন, কলা গাছ, আম্র পল্লব ইত্যাদির ব্যবহার আদিবাসী জনগোষ্ঠীর থেকেই আমরা বাঙালিরা পেয়েছি । বেদ এর শ্লোক গুলি তে যে প্রকৃতি বর্ননা ও ইন্দ্র, বরুণ, সূর্য আদি প্রকৃতির বর্ননা ও পূজার প্রসঙ্গ আছে এবং প্রাচীন আর্যরাও যে মূর্তিহীন উপাসনা করতেন তাতেও আদি অষ্টিক ভাষা গোষ্ঠীর আদিবাসী জনগোষ্ঠীর প্রভাব অমূলক নয়। মনে রাখতে হবে আর্য আগমনের বহু আগেই বর্তমান কথিত আদিবাসী জনগোষ্ঠী ভারতবর্ষের বিভিন্ন স্থানে এমনকি উত্তর পশ্চিম ভারতের বহু স্থানে পাকাপাকি ভাবে বসতি গড়ে তুলেছিল। আপনার প্রচেষ্টা চালিয়ে যান, তবে পড়াশুনা করতে হবে। ধন্যবাদ।
You are absolutely right..I am from jharkhand ..I know about them ...they speak Nagpuri.. they were from near about Rachi
@@suiiiiiiiiiiunlimited9010 Thankyou mam 🙏
প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ। আমার দৃঢ় বিশ্বাস আদিবাসী জনগোষ্ঠীর সম্বন্ধে ব্যাপক গবেষণা ও প্রচারণার একান্ত প্রয়োজন। ভারতের সবচেয়ে অবহেলিত মানুষগুলি যারা নিজ নিজ ক্রম সংরক্ষণ করে বৃহত্তর তৎকালীন নব্য ভারতীয় জনগোষ্ঠীর সাথে নিজেদের বিলীন করে দিতে না চেয়ে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখার অপরাধে অরণ্যবাসী প্রান্তবাসী এবং বর্তমানে ও বৃহত্তর জনগোষ্ঠীর পাশাপাশি সমাজে বাস করেও সকলের সাথে মিলে মিশে একাকার হয়ে যায় নি এই অপরাধে এখন ও রাষ্ট্রীয় সকল সুবিধা থেকে বঞ্চিত। আইন কে বৃদ্ধাগুষ্ট দেখিয়ে আদিবাসী জনগোষ্ঠীর জমি জমা অবাধে বিক্রি ও হস্তান্তর হচ্ছে এবং অধিবাসী নয় বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ বি এল আর ও অফিসের সহায়তায় সেই সব জমির মালিকানা পাচ্ছে। এরা পরিশ্রমী, খেতে না পেলেও ভিক্ষা করে না । এদের স্বাভিমান আমার শৈশব থেকে দেখে আসছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অনুসরণে বলি দ্রুতগামী অশ্বারোহী নর্ডিক আর্যদের কাছে পরাজিত না হলে ভারতের ইতিহাস অন্য রকম হোত। হয়তো বা এই পরাজিত জনগোষ্ঠী ই ভারতের শাসক হত। এদের বিষয়ে গবেষণা ও প্রচারণার কাজে উচ্চ শিক্ষিত আদিবাসী মানুষদেরকে ই সবিনয়ে প্রার্থনার ভঙ্গিতে আবেদন জানাচ্ছি। মানবিক গুণাবলী সম্পন্ন বৃহত্তর জনগোষ্ঠীর শিক্ষিত আগ্রহী গবেষকগণকেও এই কাজে এগিয়ে আসার জন্য একান্ত আবেদন জানাচ্ছি। -দিলীপ কুমার ব্যানারজী, বয়োবৃদ্ধ অপারক প্রতিবেদক। কেউ দয়া করে অপরাধ নেবেন না, নিজগুণে ক্ষমা করবেন।
Chhoto Nagpur, Jharkhand, not Pune Nagpur
amader garame koto mundari ase
দাদা, , সাঁওতালী কই পেলেন , , এনারা সবাই মুন্ডা আর সাওতাল আলাদা হয় , , , সাওতাল রা বর্তমানে মুন্ডারী ভাষায় কথা বলে আর মুন্ডারা সাদ্রী ভাষাতে কথা বলে , ,
এটা কোন জায়গা কোন জেলা ?
নদিয়া জেলা
Bazar jachi, Mandari holo, -bazar seno tana
Dadavai munda ra santal na
মুন্ডা, সরদার এরা সাঁওতাল আদিবাসি নয়। সাঁওতাল আদিবাসিদের টাইটেল হচ্ছে - মুর্মু , সরেন, টুডু, হাঁসদা ,হেমব্রম , কিসকু, বেসরা, মারানডি/মার্ডি/ মন্ডি , আরোও কয়েকটি । এদের ভাষা বাংলা হিন্দি থেকে সম্পূর্ণ আলাদা।
Jharkhand nugpuri not nugpur
Mundari and nugpuri language ek nai. Munda language holo apni kemon achen mundari-aben chilka mena bena, mandi jam tana ape orha okare
dada era santali noi , era mundari
00:45 😂😂 বস আদিবাসী আর হিন্দু দুটো আলাদা নাকি,বারবার সাঁওতাল সাঁওতাল করো আদিবাসী বললে ভালো লাগে শুনতে , বলো আদিবাসী আর বাঙালী,, তুমি আমার থেকে অনেক শিক্ষিত তাও এইসব ভুলভাল বলো কেন ভিডিও তে 😊😊😊😊
আদিবাসী মানে এই যে হিন্দু হবে এটা না ভাই। ডেসক্রিপশনে দেখো লেখা আছে।
আপনি খ্রীষ্টান নাকি ।এতো এনকোয়ারী করতেছেন ।
Nagpur bolchhe, tobey ota hobey Chhoto Nagpur, Jharkhand . Era Santhal noi . Era Mundari Adibasi. Santhali r Mundari duto aalada jinish . Besir vaag Adibasi ra prokiti pujari . Shiv er Puja ba Shiv ling er Puja Adivasi der moddhe aadi jug theke chole aaschhe . Tai Adibasi ra Hindu ba Sanatani . Apnar jana uchit Adibasi bolle thik clear hoi na . Adibasi der moddhe aalada aalada jati gosthi ba caste aachhe . Tader Culture and Language aalada aalada hoi .
I am santali St
Era munda subcaste santal noy. Ara may be Sadri vasai kotha bole. Mixed culture jonno era nijeder hindu bolche.
Era alada Santali
Haa
@@Krish_Gain Era munda kora jaty adibasi adibasi 40 ti jaty achhe era santal jaty noi kintu era adibasi madhya pore
chota nagpur now jharkhanda munda not santal
Era Santali na
Narendra Modi to jativad new kothawala theek hai na
নাদিয়ার কোথায়
উত্তর ২৪ পরগনায়
আমাদের বাড়ির কাছে
জানতাম না ওরা মারাঠি 😱😱😱
আদিবাসী
ওরা ঝাড়খণ্ডের ছোট নাগপুর এলাকার লোক। মহারাষ্ট্রের নাগপুর না।
এরা সাওতাল নয়
দারুন
দারুন
দারুন