তালাক ও তালাক বিষয়ক আইন Kazi Office -( কাজী অফিস ) কুমিল্লা

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • তালাক ও তালাক বিষয়ক আইন
    কুমিল্লা জজ কোট কাজী অফিস।
    WhatsApp IMO contact: 01407174138
    Location: Cumilla Judge Court advocate building.
    তালাক হচ্ছে একমাত্র আইনগত পদ্ধতি যার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়। সাধারণত একটি তালাক অনেকগুলো বিষয়ের জন্ম দেয়।
    তালাক একটি বিবৃতি বা পদ্ধতি-একে অপরের কাছ থেকে আলাদা হওয়ার জন্য। যা স্বামী বা স্ত্রী দুই পক্ষ থেকেই আসতে পারে।
    বাংলাদেশে তালাক সম্পর্কিত আইন ও নিয়ম মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১-এ পাওয়া যাবে। যা বাংলাদেশে মুসলিমদের জন্য কার্যকর লিখিত আইন।
    অন্য ধর্মানুসারীদের-যেমন খ্রিস্টান ও বৌদ্ধদের জন্য আলাদা লিখিত আইন আছে। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দুদের জন্য তালাকের কোনো লিখিত আইন নেই।
    বিবাহ এবং তালাক বাংলাদেশে সংসদে আইন পাসের মাধ্যমে, মুসলিম পারিবারিক আইন বা শরিয়া আইন দারা নিয়ন্ত্রিত হয়। পশ্চিমা দেশগুলোতে তালাক-এর জন্য আইনজীবী থাকা জরুরি, তারা আইনজীবী ছাড়া তালাক এর কোনো উদ্যোগ নেয় না কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে তালাক এর জন্য আইনজীবী থাকা সবসময় জরুরি মনে করা হয় না বা সব সময় আইনজীবীকে ডাকার প্রয়োজন ও মনে করা হয় না।
    বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় যে এখানে সমঝোতার ভিত্তিতে তালাক দেয়ার সংখ্যা বেশি। আইনেও সমঝোতার ভিত্তিতে তালাক দেয়ার বিধান রাখা হয়েছে।
    সাধারণত যখন এক পক্ষ সে নারী, পুরুষ যাই হোক না কেন তালাক-এর জন্য যখন কোনো উদ্যোগ গ্রহণ করে তখন অপর পক্ষ এটাকে খু্বই খারাপভাবে নিয়ে তালাক কার্যকর কিভাবে বন্ধ করা যাই সেটা নিয়ে চিন্তা করে এবং উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশে শুধু তালাক-এর জন্য স্পেশাল আইনজীবী নেয় বা প্রয়োজন মনে করে না যতক্ষণ না অপর পক্ষ কোনো ফৌজদারী মামলা করছে। স্বামীর জন্য তালাক দেয়া হচ্ছে আইনগত অধিকার যা বাংলাদেশি আইন এই বলে দিচ্ছে।
    যেসব আইনজীবী বাংলাদেশে পারিবারিক বিষয় নিয়ে বিশেষ করে পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫-এর আওতায় যারা প্রাকটিস করে তারাই সাধারণত তালাক আইনজীবী হিসেবে পরিচিত বাংলাদেশে শুধুমাত্র তালাক নিয়ে প্র্যাকটিস করে এমন আইনজীবীর সংখ্যা একদম নেই বললেই চলে। কুমিল্লাশহরে খুবি কম চেম্বার বা ল-ফার্ম আছে যারা শুধুমাত্র পারিবারিক বিষয় নিয়ে প্র্যাকটিস করে।
    আমাদের দেশে বেশিরভাগ তালাকের সাথে ভরণপোষণ, দেনমোহর ও কিছু ফৌজদারী বিষয় জড়িত থাকে।
    আমরা যখন তালাক নিয়ে আলোচনা করি তখন আমাদের সামনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক নিরোধ আইন সামনে চলে আসে।
    আমাদের দেশে ৯০% ক্ষেত্রে দেখা গেছে যে যখন কোনো পুরুষ কোনো নারীকে তালাক নোটিশ পাঠায় তখন এর পরিবর্তে সেই নারী পুরুষ এর বিরুদ্ধে একটি ফোজদারী মামলা দায়ের করে। বেশীর ভাগ ক্ষেত্রে দেখা গেছে মামলা সাধারণত ম্যাজিস্ট্রেট আদালতে করে থাকে। ম্যাজিস্ট্রেট তখন মামলার গুরুত্বপূর্ণ অংশ সংশ্লিষ্ট থানার কাছে পাঠায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার জন্য অথবা মামলাটিএক FIR হিসাবে নথিভুক্ত করার জন্য।
    এ মামলাগুলোর কিছু সাধারণ ধারা আছে যেমন ধারা যৌতুক আইনের ৩/৪ ধারা, নারী ও শিশু আইনের ১১ ধারা ইত্যাদি।
    বাংলাদেশে তালাকের পদ্ধতি তিনটি। এগুলো অনুসরণ করা বাধ্যতামূলক।
    ১। তালাকের নোটিশ প্রদান
    ২। সালিস এর উদ্যোগগ্রহণ
    ৩। ৯০ দিন অতিবাহিত হবার পরে তালাক এর সার্টিফিকেট গ্রহণ (একজন রেজিস্টারড নিকাহ রেজিস্টার)।
    তালাক এর নোটিশ দেয়ার সময় এটা ধরেই নেয়া হবে যে যিনি নোটিশ প্রদান করেবন তিনি অবশ্যই পুরো দেনমহর টাকা পরিশোধ করবেন। কিন্তু আমাদের দেশের বাস্তবতা অন্যরকম, তালাকের সময় দেখা যায় যে তালাকের পুরো টাকা পরিশোধ করা হয় না অথবা অংশ বিশেষ পরিশোধ করা আছে।
    সে কারণে তালাকের আইনজীবীর দায়িত্ব পুরো দেনমোহরের টাকা আদায় অথবা পরিশোধ করে দেয়া। তালাকের সময় আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর তা হল তালাকের নোটিশ দেয়ার পরে তিন মাস (ইদ্দতকালিন) ভরণপোষণ ও অন্যান্য ভরণপোষণ যেমন বাচ্চা থাকলে তাদের ভরণপোষণ স্বামী কর্তৃক প্রদান করা।
    আর এক্ষেত্রে আইনি জটিলতা পরিহার করতে চাইলে দুই পক্ষ বসে একটা সমঝোতা করা যেতে পারে। স্ত্রীর ক্ষেত্রে তালাকের উপরিউক্ত তিনটি পদ্ধতি মেনে তালাক দিতে হবে। স্ত্রী দেনমোহর থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না।
    সব শেষে বলা যায়, তালাক সম্পূর্ণরূপে পারিবারিক আইন ১৯৬১ অনুযায়ী পরিচালিত একটি বিধান। তবে জটিলতামুক্ত তালাক কার্যকর করার জন্য একজন আইনজীবী অথবা অন্তত ভালো একজন কাজির সাহয্য নেয়া যেতে পারে।
    কোর্ট ম্যারেজ ও কোর্ট কর্তৃক তালাক এফিডেভিট খরচ জানতে ইনবক্সে মেসেজ করুন।
    কুমিল্লা জজ কোট কাজী অফিস।
    WhatsApp IMO contact: 01407174138
    Location: Cumilla Judge Court advocate building.
    contact: 01407174138

КОМЕНТАРІ • 51

  • @sahinuddin8278
    @sahinuddin8278 Місяць тому +6

    যে ঘরের মা চালাক সেই ঘরের মেয়ের তালাক হবেই। এই টাকার কিছুই এই মেয়ে পাবে না। তার মা ভোগ করবেন।

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      আপনার কথা সঠিক তবে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য না।

    • @moskarim9
      @moskarim9 18 днів тому

      আসলেই

    • @tahsinaakter938
      @tahsinaakter938 4 дні тому

      100% right

  • @user-gy4py7mv6c
    @user-gy4py7mv6c Місяць тому +2

    তালাক পেয়ে মেয়ের মা অনেক খুশি টাকা পাইছে মেয়েও খুশি মেয়েটি কান্না করে কিন্তু মনে খুশি

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      আপনার কথা সঠিক তবে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য না।

  • @fahimakst1909
    @fahimakst1909 Місяць тому +2

    এমন দিন আল্লাহ কারো জীবনে না আসে

  • @amirhamja1701
    @amirhamja1701 Місяць тому +2

    টাকা নিয়ে সুয়ে থাকেন সান্তি পাবেন 😅

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      মোহরানার টাকা মেয়ের হক এটা বিয়ের দিন পরিশোধ করতে হয়।

  • @RakibKhan-wl7gc
    @RakibKhan-wl7gc Місяць тому +3

    প্রত্যেকটা তালাক হয় একমাত্র এর মার জন্য

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      আপনার কথা সঠিক তবে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য না।

  • @user-xb2yv3qf4k
    @user-xb2yv3qf4k 9 днів тому +1

    শ্রদ্ধায় বোন, আমি আপনাকে বলছি এখন থেকে বুঝতে পারবেন সাম্বী যে কি জিনিস? মায়ের কথা শুনে তালাক করলেন আপনার জীবন আপনি নিজেই নষ্ট করলেন এখন শুধু দুনিয়ার মানুষেকে চিনার পালা? মা কে চিনবেন, ভাই কে চিনবেন, বোন কে চিনবেন এখানে একটি কথা বলে যদি বাবা বেচে থাকে তাহলে একটু সহমর্মিতা পাবেন ? আর বন্ধু বান্ধব থাকলে আপনার শুধু দুর্বলতার সুযোগ খুজবে এটাই চরম সত্যি কথা । মনে রাখবেন কোথাও আর আগের মতোন সন্তামান পাবেন না?

  • @sahedulislam6652
    @sahedulislam6652 Місяць тому +3

    মেয়ের ঘরএর দুস দিয়ে লাভ কি,ছেলেদের ঘরে ও অনেক জামিলা হতে পারে,মেয়ে কে নিয়ে,,

  • @AbdusSalam-sl2xg
    @AbdusSalam-sl2xg Місяць тому +3

    পরিস্থিতি মনে হইতেছে আপনারা জোর করে তালাক নেওয়া হইতাছেন জব দিতে হবে পরকালে জব দিতে হবে জোর করে তালাক না পাইলে

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      jor kore na chele raji chilo na
      কুমিল্লা জজ কোট কাজী অফিস।
      WhatsApp IMO contact: 01407174138
      Location: Cumilla Judge Court advocate building.

  • @ainalsort3343
    @ainalsort3343 Місяць тому +2

    তালাক হয়ে গেছে তাতে কোন সমস্যা নাই টাকা তো পাইছে কত খুশি মেয়ে এবং মেয়ের মা

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      আপনার কথা সঠিক তবে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য না।

  • @NazmulH873
    @NazmulH873 Місяць тому +2

    আমার টা ও চলমান একমাএ মেয়ের মার খালা ও চাচির করণে,,,ডিভোর্স হয়ে যাবে,,,

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  17 днів тому

      কুমিল্লা জজ কোট কাজী অফিস।
      WhatsApp IMO contact: 01407174138
      Location: Cumilla Judge Court advocate building.

  • @ziaulhoque7236
    @ziaulhoque7236 22 дні тому +1

    Maa & Baba Ar karun A Devorce

  • @HasinaIslam-lv5gz
    @HasinaIslam-lv5gz Місяць тому +2

    টাকা টা কি ভাবে নিয়েছে।

    • @user-ko5go5lf9b
      @user-ko5go5lf9b Місяць тому

      দেশের প্রচলিত নিয়ম-কানুন মেনে

  • @user-pu2bh9fw9d
    @user-pu2bh9fw9d 26 днів тому

    তালাকের টাকা ওর মাই বুক করবে

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      মোহরানার টাকা মেয়ের হক এটা বিয়ের দিন পরিশোধ করতে হয়।

  • @user-km1ed6ye2i
    @user-km1ed6ye2i Місяць тому +1

    😡😡😡

  • @rafaygohar6284
    @rafaygohar6284 Місяць тому

    😢😢😢😂😂😂😂😂😂❤❤❤❤❤

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      কুমিল্লা জজ কোট কাজী অফিস।
      WhatsApp IMO contact: 01407174138
      Location: Cumilla Judge Court advocate building.

  • @ainalsort3343
    @ainalsort3343 Місяць тому +2

    এই মেয়ের মায়ের কারণে তালাক হচ্ছে মনে হয়

    • @KaziOfficecumilla
      @KaziOfficecumilla  25 днів тому

      কুমিল্লা জজ কোট কাজী অফিস।
      WhatsApp IMO contact: 01407174138
      Location: Cumilla Judge Court advocate building.