কারো কারো জন্য এমন লাগে কেন -----তসলিমা নাসরিন ll কন্ঠে : সহেলি বন্দ্যোপাধ্যায় (USA)

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • জানি না কেন হঠাৎ কোনও কারণ নেই, কিছু নেই, কারও কারও জন্য খুব
    অন্যরকম লাগে
    অন্য রকম লাগে,
    কোনও কারণ নেই,
    তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে,
    কারুকে খুব দেখতে ইচ্ছে হয়,
    পেতে ইচ্ছে হয়,
    কারুর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে
    বসতে ইচ্ছে হয়,
    সারাজীবন ধরে সারাজীবনের গল্প করতে ইচ্ছে হয়,
    ইচ্ছে হওয়ার কোনও কারণ নেই,
    তারপরও ইচ্ছে হয়।
    ইচ্ছের কোনও লাগাম থাকে না।
    ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত
    জ্বালাতে থাকে। প্রতিদিন।
    ইচ্ছেগুলো পুরণ হয় না,
    তারপরও ইচ্ছেগুলো বেশরমের মত পড়ে থাকে,
    আশায় আশায় থাকে।
    কষ্ট হতে থাকে,
    কষ্ট হওয়ার কোনও কারণ নেই,
    তারপরও হতে থাকে,
    সময়গুলো নষ্ট হতে থাকে।

КОМЕНТАРІ •