আপনার চেষ্টা এত আন্তরিক যে শ্রদ্ধায় মাথা নত হয় । আমি গান শিখিনা বটে, কিন্তু তবু মনে হয় আমি আপনার ছাত্র । গান শিখবার ইচ্ছা ছিলো শৈশব থেকেই । কিন্তু জীবন সংগ্রামে হয়ে ওঠেনি। আমার বয়স একাত্তর। আপনাকে আমার পরম শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিবেদন করলাম ।
খুব ভালো লাগলো। আপনার চেষ্টা কে সাধুবাদ জানাই।এই গান টি আমার ভীষন পছন্দের। নিজের আকুতি ভগবানের কাছে প্রার্থনা ও নিবেদন। মন কোথায় চলে যায়, চোখ জলে ভরে যায়। ভগবান আপনার মঙ্গল করুন।আজ প্রথম আপনার অনুষ্ঠান শুনলাম। খুব ভালো লাগলো।
শুধু রবীন্দ্রনাথ নয়, বেশ কিছু আমাদের প্রিয় কবির কিছু কিছু গান মন দিয়ে শুনলে বা মন দিয়ে গাইলে,, চোখের কোনে জল এসে যায়। তাদেরকে শতকোটি প্রণাম। আর ধন্যবাদ আপনাকে আপনার নিরলস প্রচেষ্টার জন্য 😢
আপনার গান প্রতিদিন শুনি।ভোর ৬ টায় এলার্ম বাজে।উঠেপড়ে মুখধুয়ে গান শুনতে বসে যাই।আমরা যে মহা জীবনের অধিকারী,সময় সেখানে জীবনতরী বাইছে,আর আর কবি গাইছেন :মরণ বলে আমি তোমার জীবন তরী বাই:তাই ঘুমিয়ে সময় নষ্ট করবো কেনো।বড় ভালো লাগে গাইতে চেষ্টা করি।কেন শিখলাম না?এখন আশিতে আসিনি।তবু আনন্দ পাই।আপনার এই অসাধারণ প্রয়াস,আমরা সবাই চলে যাবার পর ও জীবন্ত থাকবে,এটাই প্রযুক্তির দান।আপনি ভালো থাকুন।গুরুদেব আপনার মঙ্গল করুন।হরেকৃষ্ণ।
Khub Sundor apnar presentation. Onk Dhonnobad janai ...valo laglo.. Osadharon Prothibha apnar. Ishwar apnar mongol korun..Puja porjay er r o kichu gaan shekhale valo hoy👌👍🙏🙏❤️
অনেক ধন্যবাদ, কিন্তু হারমোনিয়াম বাজানোর ফিঙ্গারিং দেখানোর অনুরোধ রাখতে পারলাম না, এই ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর রয়েছে, কিন্তু তাদের মাধ্যমে সংগীত শিক্ষা করা যায় বলে আমি মনে করি না... আমার গুরু আমাকে সেই শিক্ষা দেন নি,।🙏🙏 সংগীত শিখতে হলে সাতটি স্বরকে কানে শুনে চিনতে হবে, সেই প্রয়াসের পক্ষে হারমোনিয়ামের রিড দেখা একটা প্রতিবন্ধকতা বলে আমি মনে করি। ফলে আপনার অনুরোধ আমি রাখতে পারব না, মার্জনা করবেন।🙏🙏
It was superbly presented. Heartiest thanks and gratitude for demonstrating such an beautiful and wonderful song. Please teach the song- "Kheyal ghor badhte legechi". Thanks.
ধন্যবাদ, যেকোনো গানের নাম লিখে তারপরে robiscope লিখে (এক্ষেত্রে খেলাঘর বাঁধতে লেগেছি robiscope) ইউটিউবে সার্চ করলেই জানতে পারবেন এই গানের টিউটোরিয়াল বানানো হয়েছে কিনা। তবে এই গানটা এখনো শিখানো হয়নি, ভবিষ্যতে অবশ্যই শেখাবো।
ভুল ধারণা, মার্জনা করবেন। রবীন্দ্রনাথের লেখার সাথে পরিচিতি হতে চাইলে যেমন বাংলা অক্ষর চিনতে হবে, ঠিক একই ভাবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে পরিচিত হতে চাইলে আকারমাত্রিক স্বরলিপি জানতেই হবে। 😊☺️😊☺️
ভাই, বিগত প্রায় কুড়ি বছর ধরে গান শিখাচ্ছি! বারো রকম স্কেলে গান গাইতে গাইতে গলার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই!!!😭😭😭😭 সুতরাং আমার মত গলা তৈরি করতে চাইবেন না প্লিজ😁😁😁😁। মন দিয়ে রেওয়াজ করুন, আমার থেকে অনেক ভালো গলা তৈরি করতে পারবেন।
ধন্যবাদ স্যার, আমার অত্যন্ত প্রিয় গান শেখালেন, খুব উপকৃত হলাম, আপনার প্রত্যেকটি ভিডিও আমি মন দিয়ে শুনি, আপনি খুব যত্ন কোরে শেখান, একেবারে নিজের স্টুডেন্ট এর মতো। আমার একটা অনুরোধ আছে স্যার। " আনন্দধারা বহিছে ভুবনে " গানটা যদি শেখান খুব উপকৃত হই ।
অতুলনীয়, অপূর্ব🙏🙏🙏
ধন্যবাদ আপনাকেও
Wonderful God bless you
হে নিখিল ধারণ বিশ্ব বিধাতা
আপনার চেষ্টা এত আন্তরিক যে শ্রদ্ধায় মাথা নত হয় । আমি গান শিখিনা বটে, কিন্তু তবু মনে হয় আমি আপনার ছাত্র । গান শিখবার ইচ্ছা ছিলো শৈশব থেকেই । কিন্তু জীবন সংগ্রামে হয়ে ওঠেনি। আমার বয়স একাত্তর। আপনাকে আমার পরম শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিবেদন করলাম ।
গুরুর কৃপায় যেটুকু সামান্য শিখেছি তার সবটা আপনাদের সাথে ভাগ করে নেবার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে, ধন্যবাদ জানাই আপনাকে।
Apurbo Apurbo Apurbo
সমৃদ্ধ হচ্ছি, আন্তরিক শ্রদ্ধা।
🙏🙏🙏
রবীন্দ্রনাথের রচনা, স্বল্প শ্রুত ব্রহ্ম সংগীত, আরো টিউটোরিয়াল বানানোর ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।🙏🙏
Unique.
ধন্যবাদ আপনাকেও।
Khub sunder.
Khub sohoj vabe ganta shikte parlam.amar khub prio gan.onek dhonnobad apnake
ধন্যবাদ এটা আমার অত্যন্ত প্রিয় একটা গান
অসাধারণ গান শেখান আপনি। অনেক উপকৃত হচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
স্বাগত জানাই আপনাকে, সঙ্গে থাকুন। 🙏🏻
খুব উপকৃত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ মন ভালো হয়ে গেলো
দারুণ দারুণ
Thanks 👍😍
খুব উপকৃত হলাম।অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
প্রাণ জেগে ওঠে এমনি সে তান
গান গেয়ে প্রভু পাই সন্ধান
তুমি আছ নাথ জড়ায়ে হৃদয়
দেহ-মন মহাযান,জনমে মরণে
তোমার স্মরণে ডুবে যাক অভিমান ।
হরেকৃষ্ণ,আমার অভিনন্দন গ্ৰহন করুন।
Thank you Sir
স্বাগত জানাই আপনাকেও।🙏
খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ। 🙏🙏
খুব ভালো স্যার
অনেক ধন্যবাদ আপনাকেও।
খুব সুন্দর
অনেক ধন্যবাদ 🤗🤗
Darun lagche
Thanks 👍
🙏🙏
🙏🏻🙏🏻
এক কথায় দারুণ !
Apurbo laglo.
অনেক ধন্যবাদ। 🙏🙏
অপূর্ব লাগছে দাদা ।
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻 এটা আমারও খুব প্রিয় একটা গান। 🙏🏻🙏🏻
অদ্ভুত সুন্দর!!!
ধন্যবাদ, চ্যানেলে আরো বেশ কিছু ব্রহ্মসঙ্গীত শেখানো আছে।
অসাধারণ
ধন্যবাদ আপনাকে
🌸🌸🌸
🙏🏻
Khub bhalo laglo sekhano 🙏
অনেক ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
Shekhanor podhoti khub sundor🙏🙏
ভীষণ ভালো লেগেছে। শিখতে চাই।
Khoob behalf laglo
Khub valo sekhan apni,valo thakben
ধন্যবাদ আপনাকেও
Very nicely sang
খুব ভালো লাগলো। আপনার চেষ্টা কে সাধুবাদ জানাই।এই গান টি আমার ভীষন পছন্দের। নিজের আকুতি ভগবানের কাছে প্রার্থনা ও নিবেদন। মন কোথায় চলে যায়, চোখ জলে ভরে যায়। ভগবান আপনার মঙ্গল করুন।আজ প্রথম আপনার অনুষ্ঠান শুনলাম। খুব ভালো লাগলো।
শুধু রবীন্দ্রনাথ নয়, বেশ কিছু আমাদের প্রিয় কবির কিছু কিছু গান মন দিয়ে শুনলে বা মন দিয়ে গাইলে,, চোখের কোনে জল এসে যায়। তাদেরকে শতকোটি প্রণাম।
আর ধন্যবাদ আপনাকে আপনার নিরলস প্রচেষ্টার জন্য 😢
খুব খুব উপকৃত হচ্ছি। আপনার শেখানোর শৈলী এক্সক্লুসিভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই আমাদের শ্বাস প্রশ্বাস সব কিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কবিগুরু।
Darun
সায়ন, তুমি এত কম বয়সে এত পরিণত, ঈশ্বরের করুনা ভিন্ন হয় না। নিশ্চিত ভাবে এগিয়ে যাবে। ঈশ্বর মঙ্গল করুন।
পরমেশ্বর এর কাছে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করি।
Apnar onushthan ami mon diye shuni dekhi
ধন্যবাদ। 🙏🏻🙏🏻
Sayan Bhai, protibarer mato abar o asadharon sekhalen. apnake namoskar o dhonyobad janai.
Khub upokrito holam।
ধন্যবাদ আপনাকেও।
Khuvi sundor sekhan apni mon vore gelo aber anyo ganer asay roilam
হ্যাঁ নিশ্চয়ই আমার সাধ্যমত শেখানোর চেষ্টা করব।
Thank you
ধন্যবাদ।🙏🏻
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি' গানটি শিখতে ইচ্ছে করি।
KHUB SUNDER LAGLO VHI VALO THKO ANNONDE THKO
অনেক ধন্যবাদ আপনাকেও।
আমার খুব খুব ভালো লাগা একটি গান, আজ ঠিক ভাবে শেখার সুযোগ পেলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। 🙏🙏
চমৎকার।
প্রচেষ্টা প্রশংসনীয়।
প্রশংসা শিরোধার্য, ভালো থাকবেন। 🙏🏻🙏🏻
Bhison bhalo.sikhe fellam.thanks.
অনেক ধন্যবাদ, স্বাগত জানাই আপনাকে। 🙏🏻🙏🏻
অপূর্ব নিবেদন । ধন্যবাদ ও অভিনন্দন। জয় মা জয় হোক।
ধন্যবাদ আপনাকে। আমার শেখানো ব্রহ্মসংগীতটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন, নমস্কার।🙏🏻🙏🏻
খুব খুব ভালো লাগলো গানটা এবং শিখানো।
ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন প্লিজ। 🙏🙏
খুবই সুন্দর এই গান। যদিও ঠাকুরের সব গানই মন ভরিয়ে দেয়। উনি তো আমাদের সত্যিকারের ঠাকুর।
বহু বছর আগে শেখা পরম গুরুর গান টি শুনে খুব n ostalgic হয়ে পড়লাম । বড়ো ভাল গাইলেন। মুগ্ধতায় আপ্লুত।
ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন। 🙏🙏
Apni koto Sundor kore sekhan je ki bolbo . Puro mathar modhye dhukiye dilen . joto Video dekhchi sunchi ami sotti apluto . apni khub bhalo thakun Sushtho thakun .apnake 🙏 janai ........
অনেক ধন্যবাদ ভাইয়া
Most welcome 🤗🤗
Khub bhalo sekhalen
Thanks 👍☺️
Joy guru 🙏
🙏🏻
খুব ভালো শেখাচ্ছেন
ধন্যবাদ।
Khub sundor sekhalen sir,khub pochonder gan.
ধন্যবাদ, আপনাদের প্রশ্রয়েই ব্রহ্মসঙ্গীত শেখানোর ধৃষ্টতা করার সাহস পাই। 🙏🙏
Excellent teaching technique and your performance
Thanks for the compliment 😌🤗 this is the true traditional method of teaching Tagore's composition.
NICE to hear from you
If possible upload the song মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না
मङ्गलम् भवतु
Okay
আপনার গান প্রতিদিন শুনি।ভোর ৬ টায় এলার্ম বাজে।উঠেপড়ে মুখধুয়ে গান শুনতে বসে যাই।আমরা যে মহা জীবনের অধিকারী,সময় সেখানে জীবনতরী বাইছে,আর আর কবি গাইছেন :মরণ বলে আমি তোমার জীবন তরী বাই:তাই ঘুমিয়ে সময় নষ্ট করবো কেনো।বড় ভালো লাগে
গাইতে চেষ্টা করি।কেন শিখলাম না?এখন আশিতে আসিনি।তবু
আনন্দ পাই।আপনার এই অসাধারণ প্রয়াস,আমরা সবাই
চলে যাবার পর ও জীবন্ত থাকবে,এটাই প্রযুক্তির দান।আপনি ভালো থাকুন।গুরুদেব আপনার মঙ্গল করুন।হরেকৃষ্ণ।
Ganti khub bhalo laglo. Shekhanor style khub sundor. Thanks
অনেক ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
Khub bhalo laage ei gan ti..Thank you for your nice teaching..
এটা আমারও খুব প্রিয় একটি গান। 🙏🏻🙏🏻
খুব ভালো শেখানোর পদ্ধতি।
অনেক ধন্যবাদ। 🤗🤗
Khub Sundor apnar presentation. Onk Dhonnobad janai ...valo laglo.. Osadharon Prothibha apnar. Ishwar apnar mongol korun..Puja porjay er r o kichu gaan shekhale valo hoy👌👍🙏🙏❤️
আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম। প্রতিভা আমার কিছুই নেই, আমি একজন সামান্য সংগীত শিক্ষক মাত্র। 🙏🏻🙏🏻
Bahe nirontoro anonto anandodhara ei gaanta shekhale khub upokrito hobo🙏
খুব ভালো আপনার শেখানোর পদ্ধতি ।
ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
অত্যন্ত ভালো লাগছে আপনার শেখানোর পদ্ধতি দাদা ,, অনেক কিছু নতুন ভাবে শিখতে পারছি ।। আন্তরিক ধন্যবাদ দাদা ।।
ভালো লাগলো স্যার
ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
Khub priyo ekti gan aj sekhalen Sir! Khub bhalo laglo
স্বাগত জানাই আপনাকে। 🙏🏻🙏🏻
You are such a blessing... every day learning so many new things from your lesson. Would you kindly show the fingerings in a video
অনেক ধন্যবাদ, কিন্তু হারমোনিয়াম বাজানোর ফিঙ্গারিং দেখানোর অনুরোধ রাখতে পারলাম না, এই ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর রয়েছে, কিন্তু তাদের মাধ্যমে সংগীত শিক্ষা করা যায় বলে আমি মনে করি না... আমার গুরু আমাকে সেই শিক্ষা দেন নি,।🙏🙏 সংগীত শিখতে হলে সাতটি স্বরকে কানে শুনে চিনতে হবে, সেই প্রয়াসের পক্ষে হারমোনিয়ামের রিড দেখা একটা প্রতিবন্ধকতা বলে আমি মনে করি। ফলে আপনার অনুরোধ আমি রাখতে পারব না, মার্জনা করবেন।🙏🙏
খুব সুন্দর শেখালেন। এরজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
স্বাগত জানাই আপনাকে। 🙏🏻🙏🏻
আমার পছন্দের অন্যতম প্রিয় একটি রবীন্দ্র সঙ্গীত। ভীষণ ভাল করে গানটি শেখালেন ।খুব উপকৃত হলাম। ভাল থাকবেন।
এটি আমারও খুব প্রিয় একটি গান। ধন্যবাদ।
Sayan da bhalo achen, ami baire achi bhalo laglo
হ্যাঁ খুব ভালো লাগলো ধন্যবাদ
কি যে আনন্দ পাচ্ছি, আপনার শিক্ষণ পদ্ধতিতে গান শিখতে..
আমি গীতবিতানের ছাত্রী ছিলাম.. ঠিক এই ভাবেই শিখেছি...
অপূর্ব, পরিষ্কার ভাবে শেখান আপনি 🙏🌹
ধন্যবাদ আপনাকেও, ইন্টারনেটে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের প্রচারের জন্য রবিস্কোপের পাশে থাকুন প্লিজ। 🙏🏻🙏🏻
Dada sokhi andhare ekela r chirosokha hey cherona plz shekhaben 🙏🙏
নিশ্চয়ই, তবে টপ্পাঙ্গের গান শেখানোর আগে টপ্পা অলঙ্কারের উপযুক্ত পাল্টা শেখানো প্রয়োজন, নাহলে শিখিয়ে লাভ হবে না। 🙏🏻🙏🏻
It was superbly presented. Heartiest thanks and gratitude for demonstrating such an beautiful and wonderful song.
Please teach the song-
"Kheyal ghor badhte legechi".
Thanks.
ধন্যবাদ, যেকোনো গানের নাম লিখে তারপরে robiscope লিখে (এক্ষেত্রে খেলাঘর বাঁধতে লেগেছি robiscope) ইউটিউবে সার্চ করলেই জানতে পারবেন এই গানের টিউটোরিয়াল বানানো হয়েছে কিনা।
তবে এই গানটা এখনো শিখানো হয়নি, ভবিষ্যতে অবশ্যই শেখাবো।
আনেক সুন্দর রবীন্দ্রসংগীত।
গানটি লিখিত আকারে আসলে ভাল হতো।
ভুল ধারণা, মার্জনা করবেন। রবীন্দ্রনাথের লেখার সাথে পরিচিতি হতে চাইলে যেমন বাংলা অক্ষর চিনতে হবে, ঠিক একই ভাবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে পরিচিত হতে চাইলে আকারমাত্রিক স্বরলিপি জানতেই হবে। 😊☺️😊☺️
নমস্কার ওস্তাদ,আপনার গলার ভয়েস অপূর্ব,কিভাবে আমি আপনার মতো গলা তৈরী করতে পারি!
ভাই, বিগত প্রায় কুড়ি বছর ধরে গান শিখাচ্ছি! বারো রকম স্কেলে গান গাইতে গাইতে গলার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই!!!😭😭😭😭 সুতরাং আমার মত গলা তৈরি করতে চাইবেন না প্লিজ😁😁😁😁। মন দিয়ে রেওয়াজ করুন, আমার থেকে অনেক ভালো গলা তৈরি করতে পারবেন।
আপনার শেখানোর পদ্ধতি অসাধারণ। খুব ভালো লাগলো। এভাবে বাড়িতে বসে শেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার মতো অনেকেই উপকৃত। ধন্যবাদ।
কী অপূর্ব গান!!!!!
এত সুন্দর ভাবে যত্ন করে শেখালেন,মন ভরে গেল।খুব ভাল লাগলো ধন্যবাদ🙏
ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
Khub sundor gaan.Khub bhalo bhabe sekhano holo।Dhonyobad.❤️🙏
ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
Bhalo laglo sir,shadhu, shadhu, shadhu 🙏🙏🙏
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
মন জুড়িয়ে গেল! আপনার শিখানোর পদ্ধতি অসাধারণ! নমস্কার দাদা।
ধন্যবাদ স্যার, আমার অত্যন্ত প্রিয় গান শেখালেন, খুব উপকৃত হলাম, আপনার প্রত্যেকটি ভিডিও আমি মন দিয়ে শুনি, আপনি খুব যত্ন কোরে শেখান, একেবারে নিজের স্টুডেন্ট এর মতো। আমার একটা অনুরোধ আছে স্যার। " আনন্দধারা বহিছে ভুবনে " গানটা যদি শেখান খুব উপকৃত হই ।
ধন্যবাদ আপনাকেও। আনন্দধারা বহিছে ভুবনে গানটি কিন্তু রেকর্ডে যেভাবে গাওয়া আছে, স্বরলিপি ঠিক সেরকম নেই। কোনটা শিখতে চাইছেন?
@@robiscope konika bondhopadhya jebhabe geyechen
Sir,apnar prayashta success hobe asha kori karon jara gurur bari gie sikte okhon tara evabe sikhale ghore bosei sikte par be.
Thanks 👍😊
যারে নিজে তুমি গানটা শেখালে ভালো হয়।।।
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। 🙏🏻🙏🏻
@@robiscope অনেক ধন্যবাদ Sir...
😢Apurbo gayaki
অনেক ধন্যবাদ আপনাকেও, পহেলা বৈশাখ থেকে আবার ধ্রুপদ এবং খেয়াল অঙ্গের গান শেখানো হবে, প্লিজ এই চ্যানেলটি খেয়াল রাখুন।
youtube.com/@robiscope
বর্তমান কোনো ওয়ার্কশপ হলে কি ভাবে জানতে পারবো? তাং sept 2023
চ্যানেলের ভিডিওগুলোতে আমরা এ বিষয়ে জানিয়ে থাকি।
Yamman sekhaben
এটা দেখতে অনুরোধ জানাই
ua-cam.com/video/qMjNSRjlcVA/v-deo.html
So nicely and easily you preach it's overwhelming.Love to hear from you 🙏
Thanks for the compliment 😊😊
Asadharon laglo sir
Aacha ekta kotha bolchi aapni gan suru korlei gola ta ke kirokom ekta bisri vabe vari korenen......boddo baje lagey kintu sir......
জানি তো, ওই জন্যই আমার মাচায় কণ্ঠীশিল্পী হওয়া হলো না।🙁🙁
@@robiscope apnar gola khub valo....sir...sudhu golata vari na kore gaiben...taholei fatafati sunte lagbe....ami apnar faan❤️🙏
দারুণ দারুণ
অনেক ধন্যবাদ।