চায়ের রাজধানী অপরূপ শ্রীমঙ্গল ভ্রমণ, প্রথম দিন || Sreemangal Tour Day # 1

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @ishratislam7538
    @ishratislam7538 5 років тому +48

    শুচিতার মুর্ত প্রতীক শুভপ্রান
    প্রিয় ফারুক ভাই,
    দুঃসাহসী অভিযাত্রী,অভিসারী
    আপনার মত খুঁজে না পাই....
    মানব জীবনের মহিমাকে
    আপনি করেছেন গৌরবদীপ্ত,
    প্রশংসায় আপনার ভক্তকুল
    গুনকীর্তনে সবাই তৃপ্ত....
    বাংলাদেশের লুকানো সৌন্দর্য
    খুঁজে বের করার তরে,
    সিলেটের শ্যামল প্রকৃতির রুপ
    তুলে আনছেন অঞ্জলি ভরে...
    রাবার বাগান দেখলাম আমি
    এই জীবনে প্রথম ,
    হোটেল এর আঊটসাইড ভিউতে
    প্রকৃতির নীরব কথন ...
    হাওড়-বাওড় নদী নালায়
    ভরা সিলেট শহর,
    এই শহরের প্রাকৃতিক রুপ
    দেখার অপেক্ষায় কাটাই প্রহর...
    হাজার বছরের ঐতিহ্যভরা
    সিলেট প্রানের শহর,
    সবুজে সবুজে ছাওয়া বিস্তীর্ণ
    চা বাগান,দৃস্টি সরে না কারোর..
    হুমায়ুন ভাবী রান্না করলেন
    অনেক লোভনীয় খাবার,
    সাতকড়া দিয়ে গরুর মাংস
    খাব যদি সুযোগ হয় আমার...
    অর্কিডপ্রেমি আপনি ভাইয়া
    তুলে আনলেন বনের পথ হতে,
    বিহবল বাতাসের মর্মর ধ্বনির সুরে
    আমি নাই আর আমাতে...
    চির সবুজ পাতার টোপর পরা
    পল্লবঘন তরুবীথি,
    মেটালেন অন্তরের তৃষ্ণা ভাই
    দেখলাম মনোলোভা প্রকৃতি...
    প্রান্তর জোড়া ধান ক্ষেত আহা
    কি যে অনুপম চিত্র,
    মিতালীর সুর গেয়ে উঠলো মন
    দেখে এই রুপবৈচিত্র...
    ক্ষনকালের জীবন মিশে যাবে
    একদিন এই ধরনীর বুকে,
    আপনার কর্মসাধনের চিত্র রবে
    কালজয়ী হয়ে মানষলোকে...
    এত সুন্দর জাদুর স্পর্শে মন্ত্রমুগ্ধ করে রাখলেন ভাইয়া...জননী জন্মভুমি শুধু রুপেই নয় সে সার্থক আপনার মতন দেশপ্রেমিক কে বুকে ধারন করেছেন বলে...আমি আসলেই কমেন্ট লিখতে পারি নাই যা যা বলতে চেয়েছি...
    রুপসী বাংলার এই বাংলাদেশ
    রুপের যে তার নাইকো শেষ,
    এই রুপ দেখার পড়ে থাকে না
    আর মনে দু:খ ক্লেশ...

    • @masudhassan6670
      @masudhassan6670 5 років тому +2

      Ishrat Islam লা জবাব মিস্টি আপু 🌺💙🌺

    • @kamrulahmed3671
      @kamrulahmed3671 5 років тому +2

      Ishrat Islam দারুন ভালা লিখছ বইনা।💙🦋💙

    • @salimkhan-gu8gi
      @salimkhan-gu8gi 5 років тому +7

      Israt apu opekhar anosan holo.sottti osadaron.uncle ar vlog ar opurbo sondorser bornona apni amader hoie kobitar madhome deasen thnx.valothakben👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +6

      Ishrat Islam অসাধারন, অতি অসাধারন হয়েছে। খুব ভাল লাগল ভাই। ভাল থাকুন।💚💚💚

    • @ablulkhalique9374
      @ablulkhalique9374 5 років тому +5

      Nice

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 5 років тому +36

    আসসালামুআলাইকুম ভাই।আজ আমি মুগ্ধ, আপনি এত বড় মনের মানুষ।আমাদের মত সাধারন মানুষের সাথে সহজেই মিশে গেছেন,আমি আপনাকে খুব কাছে থেকে দেখেছি, হ্রিদয় দিয়ে অনুভব করেছি আপনি কত বড় মাপের নিরঃঅহংকার একজন মানুষ। দোয়া করি আল্লাহ আপনাকে আরো সুখি করুক। শ্রীমংগল প্রতিবার আসবেন। আপনার আগমন আমাদের মুগ্ধ করুক এটা সব সময় কামনা করি।খ্যাতির বিরম্বনা থাকবেই। কিছু মানুষের খেয়ে দেয়ে কাজ নেই শুধু মানুষকে নিয়ে কথা বাড়ানো।খুব ভালো থাকবেন।

    • @SohelKhan-rh7pv
      @SohelKhan-rh7pv 5 років тому +3

      YOU AND YOUR WIFE ALSO VERY NICE PERSON, YOUR HOUSE SO NICE,

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +4

      ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি এত সময় লাগলো উত্তর দিতে। ভাই যেহেতু আপনি ভালো, আপনার কাছে আমিও ভালো। মাশাল্লাহ আপনার অনেক সুন্দর family. দুয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুখী রাখুন।

    • @hrdrkdl7173
      @hrdrkdl7173 5 років тому +1

      শ্রীমঙ্গল আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গা । আমি অনেকবার গিয়েছি । অসাধারণ শ্রীমঙ্গল । শ্রীমঙ্গলের মানুষ, পরিবেশ সবকিছুই সুন্দর ।

  • @marahim6712
    @marahim6712 5 років тому +2

    ভিডিওর শেষের দিকে এসে একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম! আমার চোখের কোনে একটু জল ও দেখতে পেলাম! আমাদের দেশের মানুষের মনটাই এমন! সহজে সবাইকে আপন করে নেয়! যা দুনিয়ার কোথাও আছে কিনা আমার জানা নাই! আমরা বাংলাদেশীদের অনেক খারাপ দিক আছে কিন্তু ভালোর দিকটাই বেশী! আর ভালোর দিকটার ভিতরে আতিথিয়তাই শ্রেষ্ঠ! ধন্যবাদ হুমায়ুন কবির ভাইকে! ধন্যবাদ আপনাকেও!

    • @debasishchakravorty3874
      @debasishchakravorty3874 5 років тому +1

      bhai apni amar comment tai likhe dilen!!! tai reply dilam, ekdom sothik likhechen.

  • @nurjahanbegum3676
    @nurjahanbegum3676 5 років тому +1

    Every video was very good .gpod luck

  • @Teddfun132
    @Teddfun132 5 років тому +1

    খুব মজা লাগলো, শশুর বাড়ি!

  • @sugatomitra6391
    @sugatomitra6391 5 років тому +3

    আপনার কতগুলি expression খুব unique এবং সহজেই নজর কাড়ে। খাবার উপভোগ করে, "অনেক মজা পেলাম", তার মধ্যে অন্যতম। এপার বাংলায় এ ধরনের expression'এর চল নেই বললেই হয়। আমি বাড়িতে খেতে খেতে একদিন ওই কথাটি বলাতে, আমার স্ত্রী আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, "এতে আবার মজার কি আছে?" আমি হেসে ব্যাপারটি এড়িয়ে গেলাম। একটা কথা মানতেই হবে যে যত্ন করে বানানো ঘরোয়া খাবার খেয়ে সত্যিই অনেক মজা। আপনার host'রা যে কটি পদ পরিবেশন করেছেন, ভিডিওতে দেখে প্রত্যেকটিই অত্যন্ত উপাদেয় মনে হয়েছে। আমি হিন্দু ধর্মাবলম্বী, তাই beef খাই না। কিন্তু মাছের খুবই ভক্ত। তাই তাজা পাব্দা আর রুই মাছ দেখে খুব ভালো লেগেছে। আপনি খাবার উপভোগ করেছেন। তা দেখে আমিও অনেক মজা পেয়েছি। ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      অনেক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টের জন্য। আপনার কমেন্ট পড়ে আমারও মুখে মুচকি হাসি।

    • @sugatomitra6391
      @sugatomitra6391 5 років тому

      @@AdventureTube21 ওই মুচকি হাসি সর্বদা মুখে লেগে থাকুক, এই কামনা করি।

  • @rahmatullahrahmatullah7845
    @rahmatullahrahmatullah7845 5 років тому +3

    ইসরাত আপনার কবিতা গুলো সত্যি অসাধারণ। যতো পড়ি ততো মুগ্ধ হই।আপনিও আমাদের দেশের গর্বিত প্রতিভাবান কবি।এভাবে লিখতে থাকুন এক সময় দেখতে পাবো মহা বিশাল আমাদের কবি ইসরাত। ভালো থাকবেন। 💕💕💕💕💕❤💛💚

  • @Teddfun132
    @Teddfun132 5 років тому +2

    গত শীতে সিলেটে গিয়েছিলাম, অনেক সুন্দর জায়গা।

    • @najmuluddin2352
      @najmuluddin2352 5 років тому

      বাই আমিত আছি সিলেটে ঠানডা লাগলে আসবেন আমার পাশে জামা জেকেট দিব বাই

  • @haquenews24tv
    @haquenews24tv 5 років тому +2

    দারুণ লাগলো

  • @pinkyakter4231
    @pinkyakter4231 5 років тому +1

    Salam uncle,,, khub sundor laglo dekhe,,, dhonnobad amader edhoroner video gulo deuar jonno,,

  • @lipikadutta68gmail.comsouthpoi
    @lipikadutta68gmail.comsouthpoi 5 років тому +1

    Ashadharon... Just 1 word...

  • @mirmonsurhossain8934
    @mirmonsurhossain8934 5 років тому +2

    কবির ভাবির রান্না সাতকরা দিয়ে গরুর মাংশ দেখে আমারও জিহ্বায় পানি এসেছিল। ধন্যবাদ কবির ভাই ও ভাবিকে।
    ফারুক ভাই ও ভাবীকেও ধন্যবাদ, দোয়াকরি আল্লাহ যেন আপনাদের শারীরিক সুস্থতা দান করেন, আমিন।

  • @naziatabassum5099
    @naziatabassum5099 5 років тому +20

    আপনার এই নিখাদ ভদ্রতার জন্যে শ্রদ্ধা এমনিতে চলে আসে মন থেকে। রাজশাহীতে বেড়াতে আসার আমন্ত্রণ রইলো সাথে শুভকামনা

  • @sabinaali9330
    @sabinaali9330 5 років тому +1

    Salam vaiya . Amnar choke die desher sundor sundor jaiga gulo dekhsi . Darun...thanks a lot ....onek valo thakben..

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Sabina Ali ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।

  • @kadirkhan75789
    @kadirkhan75789 5 років тому +1

    আপনের Video গুলো অসাধারণ।আপনাকে Sreemongol, দেখে অনেক ভালো লাগলো।আমার বাসা এর কাছেই।

  • @ThePappujes
    @ThePappujes 5 років тому +1

    আসলেই ব্যতিক্রম কিছু জানলাম এবং শিখলাম দারুন...

  • @mdrhaman1348
    @mdrhaman1348 5 років тому +1

    Sundor laglo

  • @muktashahidul9897
    @muktashahidul9897 4 роки тому +1

    Wow it's beautiful.

  • @mohammednadim899
    @mohammednadim899 5 років тому +1

    apnar ai sondor achoron ami khobi mogdo, onek kicho shikchi sir apnar video dekhe.

  • @shahinshahin9676
    @shahinshahin9676 5 років тому +1

    খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম, আপনাকে অনেক ধন্যবাদ।

  • @dubaishomrat4685
    @dubaishomrat4685 3 роки тому +1

    Ami apnar big fan... sob gola video dekhi sir

  • @sharminaktar5447
    @sharminaktar5447 5 років тому +1

    Sreemongol oshadharon shundor. Ami onek bar giyechi....Cha bagan, Lawachora, Madhoppur Lake, Madhop kundo....apnar maddhome abar dekhlam. Thank You Uncle...

  • @mdmahabubalam7927
    @mdmahabubalam7927 5 років тому +1

    Vai onek dine por nice video.thanks apnakea Bangladesha ashar jonno.borishalea ashar dhowat roilo valo thakben.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      md mahabubalam ইনশাল্লাহ আসব। দাওয়াতের জন্য ধন্যবাদ।

  • @travelarsakhawat1730
    @travelarsakhawat1730 5 років тому +2

    শ্রদ্ধেয় ফারুক ভাই,
    অাপনার ভিডিও গুলো দেখে এতটাই ভালো লাগে যে,কমেন্টে কি লিখবো সেইটা খুজে পাই না,অসাধারণ সব ভিডিও।যে গুলো সবার মাঝে শেয়ার করে নিজের স্থান অনেক উপরে নিয়ে গেছেন।অাল্লাহ অাপনাকে সুস্থ থাকার তৌফিক দান করুক এই শুভ কামনা রইলো।অাপনি কতটা সম্মানীও ব্যক্তি তা কবির ভাইয়ের অথিতিয়তা দেখে এক পলকেই সবাই বুঝতে পারবেন।Respect from Heart

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      TrAvELLaR SaKhAwAt অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাকে ভাল রাখুন। 😍🥰

    • @travelarsakhawat1730
      @travelarsakhawat1730 5 років тому

      @@AdventureTube21 vaiya apni amake akono call koren nai,,,ami meet korar jonno 2 bar email korci,,

  • @faridcu33
    @faridcu33 5 років тому +5

    এই ভিডিওর পুরো ক্রেডিট কবির ভাই এবং ভাবীকে দিচ্ছি! কত কষ্ট হইছে সব আইটেম রান্না করতে! আর এটাই আমাদের গোল্ডেন কালচার, ব্রড মাইন্ড যে অপরিচিত হলেও আতিথিয়তার কমতি নেই!!! Our country our pride!!!!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +3

      Sk Farid Tube What an amazing family indeed!!

  • @nipasunufa5215
    @nipasunufa5215 4 роки тому +1

    ভিডিও টা ভালো লাগলো, ইচ্ছা next time bd গেলে যাবো ইনশাআল্লাহ ।

  • @masudkanon3408
    @masudkanon3408 5 років тому +1

    বচন ভঙ্গি, কথা বলার ধরন সত্যই অসাধারণ আপনার

  • @mahbub4872
    @mahbub4872 5 років тому +1

    আহা আপনার ভিডিওতে নিজ শহরটা দেখে মন ভরে গেলো

  • @ramajitdas9771
    @ramajitdas9771 2 роки тому +1

    @ .. Natural beauty so nice ..

  • @rahmatullahrahmatullah7845
    @rahmatullahrahmatullah7845 5 років тому +2

    সিলেট শ্রীমঙ্গল ভ্রমণ অতি চমৎকার। খুব ভালো লাগলো চা বাগান রাবার বাগান। খাওয়া দাওয়া পাপতা মাছের ডিম ইত্যাদি। ভালো থাকবেন। 💕💕

  • @afjalhosen0817
    @afjalhosen0817 4 роки тому +1

    Nice Bai Shal manshar moto lagche .khob shundor hoyse

  • @hotcar215
    @hotcar215 Рік тому +1

    খুব আমেজিং দারুন

  • @fatemabegum1281
    @fatemabegum1281 5 років тому

    kabir vai এর আন্তরিক আতিথেয়তা খুব ভালো লেগেছে | অনেক ধন্যবাদ |

  • @nishitanishi6321
    @nishitanishi6321 5 років тому +1

    Onek onek shundor 😊😊

  • @rajatbanerjee7403
    @rajatbanerjee7403 4 роки тому +1

    Dada u r very Loving person, I mean Nature n yor HomeLand, thanks regards from India..

  • @sohelnz4054
    @sohelnz4054 5 років тому +4

    সত্যি ভাই এই ভালোবাসার কোনো তুলনা হয়না।একেবারে অপরিচিত একটা মানুষ অাপ্নাদের যেভাবে অাতিথিয়তা করে দেখাল অামি সসত্যি অভিভূত।কোন কিছুর সাথে এর তুলনা হয় না।বেচে থাকুক ভালবাসা।হুমায়ুন ভাই ও খুব ভাল মনের মানুষ বোঝাই যাচ্ছে।শুভ কামনা অাপ্নাদের জন্য ভাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +2

      এটা আমার জন্যও সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। মানুষ কিভাবে এত ভালো হয়??

  • @husamd7062
    @husamd7062 5 років тому +1

    Sir apner video gula onak valo

  • @drishyapot.9643
    @drishyapot.9643 5 років тому +2

    কবির ভাইকে আসলেও ধন্যবাদ।এ এক অনন্য বন্ধন।ওনার ছোট্ট মেয়েটা অনেক কিউট।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      shafaet hossaen liton কিউটের ডিববা। 🥰

  • @Sophia_Sunrise
    @Sophia_Sunrise 4 роки тому +1

    ফারুক ভাই আপনার কম বেশ সবগুলো ভিডিও আমি দেখেছি ,আপনার কথা বলার ধরন খুবই চমৎকার ,আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন ,যা খুবই প্রসংসনীয় ,আপনার প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভ কামনা ৷ধন্যবাদ ভাইয়া

  • @mussamatahmed2079
    @mussamatahmed2079 5 років тому +3

    Very nice brother sylhet Teegarden thank you very much for showing us ❤️❤️❤️❤️

  • @bilkisabedin5061
    @bilkisabedin5061 4 роки тому

    Apnar durechene dip oy tour vedio ta valo lagacha

  • @nargisbegum9026
    @nargisbegum9026 5 років тому +1

    Thank you bhaiya amader sylhet eto sundhor kore dekhanur jonno .sotti khub miss kori amar Bangladesh 🇧🇩

  • @shaidurrahman7897
    @shaidurrahman7897 5 років тому +5

    amazing.kobir vai nice person.thank you for video.

  • @muhammadshafiqulalam4680
    @muhammadshafiqulalam4680 5 років тому +7

    B- beautiful❄️
    A- agricultural💧
    N- natural☄️
    G- gorgeous🔥
    L- lovely🌈
    A- amazing
    D- delightful🌠
    E- elegant 🌟
    S- sweet 🍬
    H- honourable 🥀
    That's we love our country so much ❤️ thank you sir to gift us a lovely video ♥️

    • @salimkhan-gu8gi
      @salimkhan-gu8gi 5 років тому +1

      Afia jahan 👍👍👍👍

    • @নীলআকাশ-ঞ১ন
      @নীলআকাশ-ঞ১ন 5 років тому +1

      Darun

    • @rahmatullahrahmatullah7845
      @rahmatullahrahmatullah7845 5 років тому +2

      সত্যি অসাধারণ আপনার গুছানো মিনিং।অর্থ গুলো অতি চমৎকার। ভালো থাকবেন বেশী বেশী লিখবেন আমাদের জন্য 💕💕💕💕💕💕💕

  • @titochdry1150
    @titochdry1150 5 років тому +7

    Kobir bhai ebong bhabike oshonkho salam...r aapnake dhonnobaad ei shundor video korar jonno. Safe travel my friend.

  • @sohelnz4054
    @sohelnz4054 5 років тому +7

    অাজ থেকে অাপ্নার প্রতি ভালবাসা অারও বেড়ে গেল ভাইজান।অার খুব ভালো লাগল যে অামাদের মতো একজন ফ্যান অাপ্নাদের সাথে নিয়ে ঘুরছে।কবির ভাইকে সালাম

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +2

      Bishonno Bikal ধন্যবাদ ভাই।

  • @md.belalhossain6629
    @md.belalhossain6629 5 років тому +1

    কবির ভাইকে অনেক ধন্যবাদ।

  • @taniatonni5780
    @taniatonni5780 4 роки тому +1

    Wow how did i miss this video you came to my shohor srimongal 😍

  • @alphaoz8383
    @alphaoz8383 5 років тому +1

    Apna ke ghoorte dekhe aar rukte naa pere duto din aamio ghoore elam.... Aar shobaier jonno apnar ekta word dhore niyechi.... Khoob mojja.....khoob mojja holo...khabar ta khoob mojja...annodotao...khoob mojja holo bole bekto kori

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      supriya KALSI 😍🥰 কোথায় গিয়েছিলেন বলেন নাই তো। 🥰

    • @alphaoz8383
      @alphaoz8383 5 років тому

      @@AdventureTube21 aami BANARAS VARANASI ghoorte giyechilam.....khoob khoob bhalo jayega....aapni ashe ghoore Jan ek baar....raat 11 obdi dekhben kemon lokera chair Pete golpo korche... Onek chaotic tao mojja....Shanti to door obdi nayi... Hahah...tao apnar khoob bhalo lagbe

  • @sangitadebroy6699
    @sangitadebroy6699 5 років тому +1

    মাত্র একসাপ্তাহ হয় দেশ থেকে ফিরেছি আবার মনে হয় আপনার সাথে আমার শহরে চলে গেলাম। আপনার ভিডিও গুলো দেখা হয় তবে কখনও কমেন্ট করা হয়নি আজকে ধন্যবাদ জানাতে আসলাম আপনি আমার শহরে আমার পাড়াতে বেড়াতে গেছেন বলে সবকিছু আবার দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সামনের ব্লগগুলোতে নিশ্চয়ই কবির চাচা মতো আরও অনেক পরিচিত মুখ দেখতে পাবো.....আপনাদের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি।

  • @anamikasaha9817
    @anamikasaha9817 5 років тому +5

    Apner sathe amrao Bangladesh er beauty ke enjoy korchi . Lots of thanks

    • @safulali130
      @safulali130 5 років тому

      Very nice 👍 👍👍 👍 thank you

  • @moniruzzamansikder7035
    @moniruzzamansikder7035 5 років тому +2

    Sotti apni ekjon valo manush uncle.

  • @monsuralom6934
    @monsuralom6934 5 років тому

    Kuv sundor video oise bhai 😍

  • @abdullahbaeg943
    @abdullahbaeg943 2 роки тому +1

    Thank you for visiting srimongol

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +2

      🥰

    • @abdullahbaeg943
      @abdullahbaeg943 2 роки тому +1

      Assalmu Alaikum kemon achen Americate. Khoov miss kori apnake. Janina are kobe ashben.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      @@abdullahbaeg943 Walaikum assalam. Inshallah in a few months I will be back. Thank you.

  • @familylifeinukhasan7477
    @familylifeinukhasan7477 5 років тому +1

    So nice....

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Mahamudul Khan Thank you. Sorry for the late response.

  • @mohammadbillal5426
    @mohammadbillal5426 5 років тому +1

    Life is beautiful from god. Amazing tour of sheyet.

  • @AshikKhan-fc7oe
    @AshikKhan-fc7oe 5 років тому

    অসাধারন ভিডিও ভাই

  • @rafiqulislam7559
    @rafiqulislam7559 4 роки тому +1

    ছাত্র জীবনের অবসর সময় তেমন ছিলো না, তারপরেও যতটুকু সময় পেতাম তখন কাজী'দার মাসুদরানা সিরিজ পড়তাম। আর এখন কর্মজীবনের অবসর সময়ে আপনার লিংকটা পাওয়ার পর আপনার ভিডিও গুলো দেখি। সত্যিই সুন্দর।

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому

      ছাত্র জীবনে আমরাও প্রথমে কুয়াশা পরে মাসুদ রানা পড়তাম। সেই ভাল লাগা, রোমাঞ্চ এখনো মনে পরে। আপনি সেই ভাল লাগার সাথে আমাদের ভিডিওর তুলনা করলেন?
      যদিও কিসের সাথে কিসের তুলনা তবুও খুবই ভাল লাগল কমেনট পড়ে। অনেক ধন্যবাদ ভাই🥰💕

  • @sagorsagor9910
    @sagorsagor9910 5 років тому +1

    ami regular apanr video dekhiiiiii

  • @mohi3381
    @mohi3381 5 років тому +2

    ভিডিওর শুরুতে কিছুটা মন খারাপ হলেও (ভিউয়ার দের ব্যক্তিগত প্রশ্নের জন্য) ভিডিও দেখে পুরোপুরি মন ভাল হয়ে গেলো। ইউটিউব এর কাছে আমরাও অনেক কৃতজ্ঞ কারণ এর মাধ্যমে আপনার সন্ধান পেয়েছি। হুমায়ুন কবির ভাই এবং ভাবীকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আতিথেয়তার জন্য৷ ভালোবাসা আছে বলেই জীবনটা এখনও অনেক সুন্দর😍😍।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Nemo অনেক ধন্যবাদ। 🥰

  • @abutaiebmurtoza1337
    @abutaiebmurtoza1337 5 років тому +1

    with you and your camera i am also travelling Bangladesh, thank you for nice vedio

  • @dhirajshanku4593
    @dhirajshanku4593 5 років тому

    খুব ভালো লাগলো দাদা ।

  • @abhijitroy4739
    @abhijitroy4739 5 років тому +1

    We are very sorry to hear about your family. Bhalo thakben r ei bhabei sundor sundor video upload korben.

  • @ZakirHossain-xi4cl
    @ZakirHossain-xi4cl 5 років тому +1

    সুন্দরভাবে সমালোচনার জবাব দিয়েছেন । আপনার কাছে অনেককিছু শেখার আছে ।
    আর কবির ভাইয়ের সৌজন্যতাবোধ আমাকে অবাক করেছে।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Zakir Hossain His whole family is just amazing!! Thank you.

  • @mirmansur8283
    @mirmansur8283 5 років тому +1

    খুব ভালো লাগলো ফারুক ভাই শুক্রবারে সকালে উঠেই আপনার প্রোগ্রাম কি দেখলাম মনটা ভালো লাগলো বাংলাদেশের সবাই আপনার আত্মীয় স্বজন ফারুক ভাই ফারামগেট থেকে মানসুর এবং আমার বাসা নিমন্ত্রণ রইল ফারুক ভাই

  • @traydar5
    @traydar5 5 років тому +1

    Beautiful place. Really liked this place. Food looked amazing.

  • @othoych335
    @othoych335 5 років тому +1

    Just wow video...

  • @shailasadiq2270
    @shailasadiq2270 5 років тому

    Sreemangol is the soooooooo nice 👍 place 👌🌺🌿🌸💐🌞

  • @sobujbangla190
    @sobujbangla190 5 років тому

    Onek valo laglo sir !!!!

  • @bsakther907
    @bsakther907 5 років тому +1

    শ্রীমংগলের চা ও রাবার বাগান দেখে ভালো লাগল। আমার বাড়ি মৌলবীবাজারে কিনতু আমি ইংল্যানড আছি তাই আপনার ভিডিওতে আমি সিলেট দেখছি আর আনন্দ পাচিছ। দেশে থাকলে আপনাকে দাওয়াত করতাম আমাদের বাড়ীতে। সিলেটের এতো প্রশংসা করলেন, আপনি অনেক সাদা মনের একজন মানুষ। প্রচুর ডাব কিনে খান ও ভাবীকে খাওয়াবেন। দেশের পানি আপনার জন্য সমস্যা হতে পারে। ভালো থাকুন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      BS Akther অনেক অনেক ধন্যবাদ।

  • @hajeraaktar5953
    @hajeraaktar5953 4 роки тому +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া শ্রীমঙ্গল আমি দোবার গিয়েছি আসলে চা বাগানে গেল আসতে ইচ্ছে করে না প্রকৃতির সাথে মিশে যাই আর ভাইয়া আপনার ব্লগ দেখতে দেখতে আপনাকে অনেক আপন মনে হয় আর যত দেখছি ততই আপনার প্রতি শ্রদ্ধা বেরেছে। আল্লাহ হাফেজ !!!

  • @AzharVlogs
    @AzharVlogs 5 років тому +3

    কবির ভাই অনেক ভাগ্যবান, আমার বাড়ি যদি সিলেটে হতো।

  • @yaminahmed9680
    @yaminahmed9680 5 років тому +1

    Thanks Bhaiya eto kosto kore dekanur jonno

  • @banglachat5917
    @banglachat5917 5 років тому

    Onek valo laglo sir 👍🏽👍🏽

  • @fatemajahanpopy7286
    @fatemajahanpopy7286 5 років тому +1

    রাবার বাগান দেখেছিলাম অনেক বছর আগে . stay safe আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন

  • @tanviandsuvovlogs9973
    @tanviandsuvovlogs9973 5 років тому +1

    Khuuuub sundor.... Satkora dye meat ota Ki khabar bujhlam naa.... Rubber garden ei first dekhlam.... Thanks

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      মাংসের তরকারি। ধন্যবাদ।

  • @litonliton610
    @litonliton610 5 років тому +1

    i am abig big fan of you may allah blease you. thanks

  • @esharaahmad9550
    @esharaahmad9550 5 років тому +1

    আহ কি সুন্দর সবুজ শিমুল গ্রাম
    খুব মিস করি দেশকে।

  • @ashikapolin570
    @ashikapolin570 5 років тому +1

    ভাই আমি কানাডা থেকে আপনার ভ্লগ ফলো করি ।অনেক ভাল লাগে ।সিলেটের মেয়ে আমি ,আপনি সিলেটে গেছেন খুবি ভাল লাগছে , আমি ডিসেম্বরে দেশে যাব, আপনার মাধ্যমে প্রিয় শহর দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Ashika Polin I pray you have a safe and fun trip. Thank you.

  • @shahinahmed8059
    @shahinahmed8059 5 років тому +1

    Salaam brother I’m from sylhet
    Live in the Uk for last 30 years after watching your video I’m happy and proud of bangladesh specially sylhet
    And your presentation excellent Thank you

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      shahin ahmed Walaikum assalam. You are very welcome brother 🥰

  • @AzharVlogs
    @AzharVlogs 5 років тому +1

    কবির ভাই এবং ভাবীকে অনেক অনেক ধন্যবাদ।

  • @shahjantu1939
    @shahjantu1939 5 років тому +1

    উপস্হাপনায় কিছু ত্রুটি বাকি সব অসাধারণ।ব্যক্তিগত প্রশ্ন মুর্খরাই করে।এই সব এড়িয়ে যাবেন।ধন্যবাদ

  • @krishnaroy2206
    @krishnaroy2206 5 років тому +2

    দাদা নমস্কার!!
    আমি কোলকাতার মেয়ে। আপনি একজন খুব ভালো মনের মানুষ। আপনার সব ভিডিও আমি দেখি এবং খুব উপভোগ করি। আপনি এতো সুন্দর করে বলেন আর দেখান। মনে হয় যেন আমি ও আপনাদের সাথে ঘুরছি। সত্যিই খুব সুন্দর। আমি ও খুব ঘুরতে ভালোবাসি। ভারতের সব জায়গায় ঘুরি।
    বিদেশের সৌভাগ্য দুই একবার হয়েছে। জুন মাসে সিংগাপুর ও মালয়েশিয়া যাব।
    আপনি আরো ভিডিও দিতে থাকেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      ইনশাল্লাহ দিব। অনেক ধন্যবাদ।

  • @moinultravelcuisine6640
    @moinultravelcuisine6640 5 років тому +1

    সালাম ভাইয়া।
    আজকের ভিডিওটা অনেক শেকি ছিলো। বাট সবকিছু মিলিয়ে আপনার উপস্থাপনাই অনবদ্য 👌👌

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Moinul Travel & cuisine! ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।

  • @iftekharrony9611
    @iftekharrony9611 5 років тому +1

    its beautiful.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Iftekhar Rony Thank you. Sorry for the late response.

  • @fosh.men4957
    @fosh.men4957 5 років тому +7

    কবির ভাইয়ের সৌজন্যতাবোধ আমাকে অবাক করেছে। উনি একজন আল্লার ভালো মানুষ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      অসম্ভব ভালো একজন মানুষ।

  • @rajibrockers4268
    @rajibrockers4268 5 років тому +2

    মাশাআল্লাহ.. অনেক সুন্দর জায়গা গুলো.. বিক্রমপুর এসে মাওয়া ঘাটের পদ্মার ইলিশ খেয়ে পারেন আশা করি ভালো লাগবে

  • @shahanawaschowdhury8495
    @shahanawaschowdhury8495 5 років тому +1

    ভাইজান সালাম নিবেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি আপনি সুস্থ। আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো। ফিআমানিল্লাহ।

  • @nmkhokon825
    @nmkhokon825 5 років тому +3

    হা হা হা ভাই আপনি যে ফুলের মধু টা খেয়েছেন এটা ছোটবেলা আমিও খেয়েছি অনেক।

  • @BIR6764
    @BIR6764 5 років тому +1

    I wish foreign people would expand their heart thru seeing this episode and understand the level of heart Bangladeshi belongs!
    Without knowing much, we can create a bond with an ameature person.

  • @syedabbas7803
    @syedabbas7803 5 років тому +1

    That's for sure sylhetis can cook mashallah they got special gift from God.

  • @achaudhuri5766
    @achaudhuri5766 5 років тому +7

    If a man be gracious and courteous to strangers, it definitely shows he is a citizen of the world...enjoy the serene beauty of Sylhet Farookh bhai...best wishes from Kolkata.. !!!

  • @নীলআকাশ-ঞ১ন
    @নীলআকাশ-ঞ১ন 5 років тому

    খুবি ভালো লাগলো বিডিওটি দেখে

  • @shipaakther2939
    @shipaakther2939 5 років тому +1

    UNCLE apni amder pase chole Asecn amar brother and sister Sri Mongol grand sultaner pase taken r kuseara Bridge ar pase amader babar vari sherpur thank you apnake amader sylheti gure dekar jonno

  • @takiachowdhury2077
    @takiachowdhury2077 5 років тому +1

    Uncle apnar energy ase khub
    Ma sha Allah... 😊😍

  • @dilowarhussain4159
    @dilowarhussain4159 5 років тому +3

    Just speechless 😍😍

  • @mrsmomala954
    @mrsmomala954 5 років тому +1

    আপনে খুব ভালো মনের মানুষ এক জন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Ms sapna Momala Thank you. Sorry for the late response.

  • @khadizarahman732
    @khadizarahman732 5 років тому

    Kodomtilir kasei amar babar bari r sri mongol sosurbari kub valo lagse dheke aro valo lagto judi deshe taktam r apnader invite kortam....love frm England (Lokkhi)

  • @NahidHasan-uw3ey
    @NahidHasan-uw3ey 5 років тому +2

    Lots of love sir....Love ur humbleness and love for Bangladesh... I've watched all of your videos & loved them...

  • @saidulsk5642
    @saidulsk5642 5 років тому +1

    অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে 🌹🌹🌹🌹🇮🇳👍