দুজনেই দারুন পছন্দের এই ছবি টায় কিংবদন্তি তাপস পাল ও দেবশ্রী রায় অসাধারণ অভিনয় এক্সপ্রেশন, ছবির গান গুলো অসাধারন, আজকাল বাংলা ছবি তে এইসব গান শোনা যায় না। খুবই অল্প সময়ে হারিয়ে গেলেন তাপস পাল রাজনীতিতে না গেলে ভালো করতেন একজন অসাধারণ অভিনেতা কে হারালাম।😢😢😢
কি সুন্দর একটা ছবি!একেই তো বলে, "জীবনের জল ছবি।" দেখা শুরু করলে ,আর শেষ না করে ওঠাই যায় না। এরকম ছবিগুলোই যে অভিনেতা/ অভিনেত্রী দের কে অমর করে রাখে। যুগ যুগ ধরে বেঁচে থাকে দর্শকদের মনের মনীকোঠায়। ভীষণ ভালো লাগল ছবিটি।
আজ থেকে প্রায় ৩০ বসর আগে ছবিটি মুক্তি পাওয়ার এক দিন আগে ফিরে আসার কথা কিন্তুছবি টি দেখার জন্য একদিন আসাটা পিছিয়ে দিলাম,বারাসাত সিনেমা হলে ছবি দেখতে গেলাম বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা। চমৎকার ছবি টি আজ আবার নতুন করে ইউ টিবে দেখলাম সত্যিই যত বার দেখি মুগ্ধ হই,প্রয়াত শিল্পী তাপস পালের আত্মার শান্তি কামনা রইলো।।।।।
শেষে এসে একি খেলা দেখালেন উৎপল দত্ত? অসাধারণ! ফ্যান্টাস্টিক! একদম মন ছুয়ে গেল। দেবশ্রী রায় ও তাপস পালের অনবদ্য অভিনয়ের প্রশংসা করার দুঃসাহস আমার নেই। তাপস পাল ওপারে চলে গিয়েছেন উনার আত্মার শান্তি কামনা করছি।দেবশ্রী রায় সুস্থভাবে আরো অনেকদিন অভিনয়টা চালিয়ে যাবেন,এই শুভকামনাই করি।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
@@cookingmagic11 মানুষের বিশ্বাসে আঘাত মানুষ ভুলতে পারেনা।এখানে কাদের ইন্দনে এসব ঘটেছে,এখন স্পষ্ট নয়।পত্রিকার খবরে মানুষের আস্তা নেই।বর্তমানে অবস্থা স্বাভাবিক।তবে সকল ধর্ম এবং বর্ণের মানুষ এতে বিব্রত। দোয়া করবেন।
আমার প্রিয় অন্যতম সেরা জুটির সেরা সিনেমা । কলেজ জীবনে এই সিনেমা পাঁচ বার হলে গিয়ে দেখে ছিলাম , এখনো দেখি মন খারাপ হলে ভালো করার জন্য । কিন্তু দুঃখ হয় তাপস পালের অন্তিম পরিণতি তে । রাজনীতি সব কেড়ে নিলো ।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
তরুন মজুমদার বলে কথা। একদম প্রান টা জুড়িয়ে গেল । কি তার অভিনয় আর কি তার চিত্রনাট্য । আসলে কোন শিল্প যখন সবার মন ছুয়ে যায় তখন ঐ শিল্পের মধ্যে থাকা সব গুলু সৃস্টিই যেন সমান তালে তাদের সফলতার সাক্ষর রাখে
আহা কি অপূর্ব ভাবে শুরু হলো ছবিটা। দেবশ্রী খোঁপার গোলাপ টা নিয়ে তাপসের হাতে তুলে দিচ্ছে আর তার সাথে ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটা বাজছে। যেন আমাদের 2য় উত্তম সুচিত্রা 🌹🥀🌹❤️🌹🥀🥰🥰
মন ভরে গেল ছবিটা দেখে।যেমন গল্পের বাঁধুনি তেমনই অভিনয় সব মিলিয়ে অসাধারণ।সারা ছবিটার মধ্যে কোথাও একবারো বোরিং লাগলো না।তাপস পালের অভিনয় ও এ ছবিতে একেবারে অনবদ্য।
কি অসাধারণ অপূর্ব একটি সিনেমা যা একেবারেই জীবনের সঙ্গে জড়িয়ে আছে ।👌👌👌👌👌👌 কতবার যে দেখলাম। প্রতিবারই নতুন করে দেখার অনুভূতি উপলব্ধি করি । কি যে সুন্দর অভিনয়। কেন যে তাপস পাল রাজনীতির পাকেচক্রে নিজেকে জড়ালো !!! তাহলে হয়ত তার জীবন এইভাবে শেষ হয়ে যেত না। খুব দুঃখ হয় । আর এই ধরনের ছবি উপহার দেবার জন্য শ্রদ্ধেয় তরুণ মজুমদার মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏🙏 উনি সর্বদা মানুষের হৃদয়ে চিরস্থায়ী ভাবে থেকে যাবেন ।
কি সুন্দর একটা ছবি!একেই তো বলে, "জীবনের জল ছবি।" দেখা শুরু করলে ,আর শেষ না করে ওঠাই যায় না। এরকম ছবিগুলোই যে অভিনেতা/ অভিনেত্রী দের কে অমর করে রাখে। যুগ যুগ ধরে বেঁচে থাকে দর্শকদের মনের মনীকোঠায়। ভীষণ ভালো লাগল ছবিটি।মুভিটা যতবার দেখি মন ভরেনা। উত্তমকুমার এর প্রতিচ্ছবি যদি কোনো অভিনেতা থাকে সেটা হলো তাপস পাল এতে কোনো সন্দেহ নাই। মুভিটার শেষে সিনে চোখে জল এসে যাই। এখনকার ছবি দেখতে ঘৃণা,করে মানুষের রুচি বদটা কতটা নিচে নেমে গেছে এখন কার এখনকার মুভি গুলো দেখলে বোঝা যাই।
এমন প্রাণ, সংস্কৃতি,রুচিবোধ, চেতনা সংগীত, সরলতা, ভালোবাসা, হৃদয় ভরা আকুলতা সত্যিই আমাদের বারবার অভিভূত করে। এমন সৃষ্টি বাঙালির চিরদিনের সম্পদ হয়ে থাকবে❤ এই সিনেমাটি দেখেননি এমন বাঙালি যেমন নেই, আবার আবেগের দুফোঁটা চোখের জল ফেলেননি এমন বাঙালি ও নেই, আবার এমন বাঙালিও খুঁজে পাওয়া যাবে যারা দশবার সিনেমাটি দেখার পরেও আবার পেলে দেখবেন হাজার কাজ ফেলে, বাঙালির এ এক অমোঘ আনন্দ ও দুর্নিবার আকর্ষণ এই সিনেমাটির প্রতি❤❤
রাজনীতি হচ্ছে এমন একটা দানব । প্রেম , মায়া , ভালোবাসা, শুভ ইচ্ছা-ভাবনা সব হিংস্রতার তান্ডবে তছনছ করে দেয় । ঈর্ষা, লোভ , স্বার্থ আর লালসার ঝোলে গ্রাস করে সব সব শুভ ও শুভ্রতা । সুতরাং রাজনীতিটা আজ বিষ্ঠাস্বরূপ ভাবা অন্যায় নয় ।
@@sujaybiswas8584 অভিনেতা তাপস পাল সবার মনেই থেকে যাবে। আর মানুষ হিসেবে দেখতে গেলে তাপস পাল ছাড়াও আরো অনেক নায়কই আছে যারা মানুষ হিসেবে খারাপ কিন্তু ধরা পড়ে না সবার সামনে সাধু সেজে থাকে।
@@rupsha548 হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একদমই মানুষ মনে রাখবে তার কারণগুলো হলো উনি ওনার মাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে। সাধারন গরিব মানুষদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া মানুষদের মধ্যে কুকথা বলে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছেন আর এটাই যথেষ্ট উনাকে মনে রাখার জন্য। আর উনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছিল আমি সেই কেন্দ্রের একজন ভোটার তাই উনার সম্বন্ধে খুব ভাল করেই জানি উনি ব্যক্তিগত কি রকম চরিত্রের মানুষ ছিলেন।
@@sujatakar926 sorry to say কিন্তু আমি আপনার মত চোখ বন্ধ করে থাকতে পারি না। আর উনার মায়ের খবরটা আমি না আনন্দবাজার পত্রিকা দিয়েছিল সেটা আপনি খোঁজ নিয়ে জানতে পারেন। আর বাকি রইল চিটফান্ড কাল I think you are better understand for me কেন আপনাকে একজন বুদ্ধিমতী মহিলা বলে মনে হলো এবার আপনি আপনার বুদ্ধিটা কোন বুদ্ধিজীবীর মত ব্যবহার করেন সেটা আপনি প্রমান করুন। 🙏🙏🙏
এই মুভি গুলো বাংলার সামাজিক মাধ্যমের মিলন সেতু। এই মুভির চরিত্র গুলোরও মৃত্যু নেই। এই মুভির হিরো তাপস পাল প্রয়াত হয়েছে! ঈশ্বর তাঁকে পরপারে আশির্বাদ আর করুণা করুণ
মুভিটা যতবার দেখি মন ভরেনা। উত্তমকুমার এর প্রতিচ্ছবি যদি কোনো অভিনেতা থাকে সেটা হলো তাপস পাল এতে কোনো সন্দেহ নাই। মুভিটার শেষে সিনে চোখে জল এসে যাই। এখনকার ছবি দেখতে ঘৃণা,করে মানুষের রুচি বদটা কতটা নিচে নেমে গেছে এখন কার এখনকার মুভি গুলো দেখলে বোঝা যাই।
The master piece acting music everything perfect . My childhood is in 19th really I feel lucky that I have seen this kind of movies . Marvelous acting Tapas pal , prottek ta gan mone chuya jay.
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
দেবশ্রী আর তাপস পাল জুটির অনবদ্য এ ছবিটি আমার হৃদয় গহনে অনেক দিন পর সে প্রিয় আবেশটা ছড়িয়ে দিয়ে গেছে যেন। কোথা থেকে একরাশ ভালোবাসা এসে যেন কানে কানে গান শুনিয়ে দিয়ে চলে গেল শুধু আবেশটুকু ছড়িয়ে দিয়ে। শেষের দৃশ্য সত্যি চোখে জল এনে দিয়েছে।
আমার খুব ছোট্ট বয়েসের সিনেমা-হলে গিয়ে দেখা প্রথম সিনেমা হল- সাহেব আর তার পরেরটা- দাদার কীর্তি। একটা সাদা-কালো আর একটা রঙীন। অথচ দুটোই রঙিন জলছবি। তার পরেও তো কত সিনেমা দেখলাম, কই ঐরকম সাদা-কালো আর রঙের ছোঁয়া তো আর পেলাম না--- আর এই রবীন্দ্রসঙ্গীতে ভরা musical-romance এর তো কোনো তুলনা নেই। 🙏🙏
আমার জীবনে যত সিনেমা দেখেছি, জানিনা এই সিনেমাটা আমার মন ছুঁয়ে গেছে,, ভালোবাসা কাকে বলে,, তা এই সিনেমাটা দেখলে বোঝা যায়,, এই সিনেমার পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এবং আমার শ্রদ্ধেয় প্রণাম জানাই,,
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
দুজনেই দারুন পছন্দের এই ছবি টায় কিংবদন্তি তাপস পাল ও দেবশ্রী রায় অসাধারণ অভিনয় এক্সপ্রেশন, ছবির গান গুলো অসাধারন, আজকাল বাংলা ছবি তে এইসব গান শোনা যায় না। খুবই অল্প সময়ে হারিয়ে গেলেন তাপস পাল রাজনীতিতে না গেলে ভালো করতেন একজন অসাধারণ অভিনেতা কে হারালাম।😢😢😢
প্রথমেই রবীন্দ্র সংগীতের সুর। আহা, হৃদয় ছুঁয়ে যায়। কি পরিমাণ ক্লাসি জাতি ছিলাম আমরা। আমাদের সেই রুচিবোধে ক্রমান্বয়ে নোনা ধরে গেলো। আফসোস।
tik kotha
Certainly.
Sob e cm
Ekhon Ruchir durvikkho cholse didi😢
বাংগালিদের রুচিবোধে নোনা লেগেছে বলেই অশালীন ভোজপুরি গান শোনে বিভিন্ন আনন্দ উৎসবে ।
What a film. Pure masterpiece ❤ আগামী ১০০ বছরেও এর মান এতটুকুও ক্ষুণ্ণ হবেনা।
Sohomot proson korilam!
ংেদ @@meughosh280
আহা তাপস পাল কি অসাধারণ অভিনেতা ছিলেন।রাজনীতি সব শেষ করে দিলো।
Right dada100%
@@subhapurkait6123 He was ten times good looking than prosenjeet
N
💯
Teinu chore banea charlo
দাদার কীর্তী,গুরুদক্ষিনা,
মঙ্গল-দ্বীপ,আশা,আবিষ্কার,ভালোবাসা ভালোবাসা এই সবগুলিই দারুন মুভি।।
সাহেব বাদ কেনো?
Agomon ta Please ekbar dekhben..
অসাধারণ অনবদ্য সিনেমা৷ উৎপল দত্ত জিনিয়াস অভিনেতা৷
Right ❤
Prasenjit ঠিক বলেছেন, তাদের সময়ের সবচেয়ে ভালো অভিনেতা তাপস পাল। কী অপূর্ব অভিনয়
Bab b😌🙏🏻🏦
তাপস পাল অনেক বড্ড মাপের অভিনেতা।
কি সুন্দর একটা ছবি!একেই তো বলে, "জীবনের জল ছবি।" দেখা শুরু করলে ,আর শেষ না করে ওঠাই যায় না। এরকম ছবিগুলোই যে অভিনেতা/ অভিনেত্রী দের কে অমর করে রাখে। যুগ যুগ ধরে বেঁচে থাকে দর্শকদের মনের মনীকোঠায়। ভীষণ ভালো লাগল ছবিটি।
আজ থেকে প্রায় ৩০ বসর আগে ছবিটি মুক্তি পাওয়ার এক দিন আগে ফিরে আসার কথা কিন্তুছবি টি দেখার জন্য
একদিন আসাটা পিছিয়ে দিলাম,বারাসাত সিনেমা হলে ছবি দেখতে গেলাম বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা।
চমৎকার ছবি টি আজ আবার নতুন করে ইউ টিবে দেখলাম সত্যিই যত বার দেখি মুগ্ধ হই,প্রয়াত শিল্পী তাপস
পালের আত্মার শান্তি কামনা রইলো।।।।।
আহা আমার ভীষণ ভীষণ প্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। কি অসাধারণ expression. দেবশ্রী রায়ের পর আর কাউকে পেলাম না বাংলা চলচ্চিত্রে।
Ekdom thik bolechen.. Deboshree is the last legendery heroin.
I.love.you.manjilinjir
🌹❤❤🌹
Best is utpal dutta
Debsshree ray er movies khub bhalo...romance thakleo nispap thakto
শেষে এসে একি খেলা দেখালেন উৎপল দত্ত? অসাধারণ! ফ্যান্টাস্টিক! একদম মন ছুয়ে গেল। দেবশ্রী রায় ও তাপস পালের অনবদ্য অভিনয়ের প্রশংসা করার দুঃসাহস আমার নেই।
তাপস পাল ওপারে চলে গিয়েছেন উনার আত্মার শান্তি কামনা করছি।দেবশ্রী রায় সুস্থভাবে আরো অনেকদিন অভিনয়টা চালিয়ে যাবেন,এই শুভকামনাই করি।
এমন রোমান্টিক মুভি আর দ্বিতীয় বার দেখতে পাবো বলে মনে হয় না।
সত্যি ই অনবদ্য অভিনয়ের দৃষ্টি ভঙ্গি।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
@@BengaliMoviesAngelDigital Phooleswari , ekbar dekhan daya kore, khushi hobo
@@BengaliMoviesAngelDigital
.....
❤❤❤
@@BengaliMoviesAngelDigital.,😂Q❤.
কী অসাধারণ মুভি!আমি তৃপ্ত।বাংলাদেশ থেকে শ্রদ্ধা জানাচ্ছি।ক'বছরে তিনবার দেখলাম।
দাদা আপনারা কেমন আছেন??? ওখানকার অবস্থা কি এখন কিছুটা ঠিক হয়েছে??
@@cookingmagic11 মানুষের বিশ্বাসে আঘাত মানুষ ভুলতে পারেনা।এখানে কাদের ইন্দনে এসব ঘটেছে,এখন স্পষ্ট নয়।পত্রিকার খবরে মানুষের আস্তা নেই।বর্তমানে অবস্থা স্বাভাবিক।তবে সকল ধর্ম এবং বর্ণের মানুষ এতে বিব্রত। দোয়া করবেন।
দারুন, দারুন দারুন, তাপস পাল খুব ভালো নায়ক ছিল, তাপস পাল দেখতেও অনেক সুন্দর ছিল, ❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌👌
আমার প্রিয় অন্যতম সেরা জুটির সেরা সিনেমা । কলেজ জীবনে এই সিনেমা পাঁচ বার হলে গিয়ে দেখে ছিলাম , এখনো দেখি মন খারাপ হলে ভালো করার জন্য । কিন্তু দুঃখ হয় তাপস পালের অন্তিম পরিণতি তে । রাজনীতি সব কেড়ে নিলো ।
আহা! মন ভরিয়ে দেওয়া ছবি! সেই সময়েও আর এখনো , কোনো কথা হবেনা 👍🏼👌🏼💖
এই মুভিটার কোনো বিকল্প নেই.....
This is one of the best movie ever i watch ....
আজ ২০২৪ সালে দাঁড়িয়ে , এই সব সিনেমা গুলো আজও অমর , কি অসাধারণ অভিনয় , প্রতিটা মুহূর্ত হৃদয় ছুঁয়ে জায় ,
অন্যতম প্রিয় ছবি। কত বার দেখেছি মনে নেই।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
ভালো লাগার মতো একটা সিনেমা, অসম্ভব সুন্দর। যা আবেগকে ধরে রাখা যায় না।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
তরুন মজুমদার বলে কথা। একদম প্রান টা জুড়িয়ে গেল । কি তার অভিনয় আর কি তার চিত্রনাট্য । আসলে কোন শিল্প যখন সবার মন ছুয়ে যায় তখন ঐ শিল্পের মধ্যে থাকা সব গুলু সৃস্টিই যেন সমান তালে তাদের সফলতার সাক্ষর রাখে
প্রিয় ছবি। তাপস-দেবশ্রী সেরা জুটি টলিউডের তখনকার। বাংলাদেশ থেকে বলছি।
এরকম সিনেমা আর দ্বিতীয়টা হবে না। সকলেই অনবদ্য। ❤
আহা কি অপূর্ব ভাবে শুরু হলো ছবিটা। দেবশ্রী খোঁপার গোলাপ টা নিয়ে তাপসের হাতে তুলে দিচ্ছে আর তার সাথে ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটা বাজছে। যেন আমাদের 2য় উত্তম সুচিত্রা 🌹🥀🌹❤️🌹🥀🥰🥰
I'm
মন ভরে গেল ছবিটা দেখে।যেমন গল্পের বাঁধুনি তেমনই অভিনয় সব মিলিয়ে অসাধারণ।সারা ছবিটার মধ্যে কোথাও একবারো বোরিং লাগলো না।তাপস পালের অভিনয় ও এ ছবিতে একেবারে অনবদ্য।
তাপস বাবু কত বড় মাপের অভিনেতা ছিলেন,তার এই অমর সৃষ্ট সিনেমাগুলো তার প্রমান ❤
সত্যি আপসোস লাগে,, আমি খুব ভালো বাসি তাপসকে
উত্তম পরবর্তী যুগে আজ পর্যন্ত তাপস পালের মতো অভিনেতা এখনো বাংলাতে আসেনি।❤
দারুণ লাগলো! দাদার কীর্তি সিনেমাটার কথা মনে পরে গেল।
অনেক দিন পর পুরনো সেই তাপস পাল কে খুঁজে পেলাম ।যেখানে থাকুন ভালো থাকুন,সব কালিমা মুছে যাক❤️❤️❤️❤️❤️।
😊 😊
My😊0
তাপস পাল দেবশ্রী যুটি সবার সেরা!এই অনবদ্য অভিনয় আর কনো দিন দেখতে পাবনা!
কি অসাধারণ অপূর্ব একটি সিনেমা যা একেবারেই জীবনের সঙ্গে জড়িয়ে আছে ।👌👌👌👌👌👌 কতবার যে দেখলাম। প্রতিবারই নতুন করে দেখার অনুভূতি উপলব্ধি করি । কি যে সুন্দর অভিনয়। কেন যে তাপস পাল রাজনীতির পাকেচক্রে নিজেকে জড়ালো !!! তাহলে হয়ত তার জীবন এইভাবে শেষ হয়ে যেত না। খুব দুঃখ হয় । আর এই ধরনের ছবি উপহার দেবার জন্য শ্রদ্ধেয় তরুণ মজুমদার মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏🙏 উনি সর্বদা মানুষের হৃদয়ে চিরস্থায়ী ভাবে থেকে যাবেন ।
একটি অসাধারণ মুভি।। পরিবারের সকলের সাথে বসে দেখার মত ছবি।। উত্তম কুমারের পর নায়ক বলতে তাপস পাল।।
আমার ও একই অভিমত।তাপস পালের অভিনয় অসাধারণ।
অভিনেতা তাপস পাল- মানুষ তাপস পাল - তুলনাহীন। হৃদয়বান ব্যক্তিত্বের অভিব্যক্তির ছাপ ❤তার মধ্যে সেই অভিনীত ছবিগুলো দেখতাম একসময়! এখন তার ছবি দেখলেই মর্মাহত হই! 😢❤ ,, প্রয়াতের আত্মার শান্তি কামনা করি ! @
Amar tapas dar 90%film priyo..
Great actor.. Love you tapas Da.. Allah apnake Valo rakhuk..
Tini ar nei iholoke...
খুব সুন্দর একটি ছবি, কত বার যে দেখেছি, হিসাব রাখিনি
তোমার মতো অভিনেতা আর হয়তো আমরা কোনোদিন পাবোনা তাপস বাবু। গডের কাছে প্রার্থনা করি তুমি আবারও ফিরে এসো নতুন জন্ম। নিয়ে।
Yes you r right...
কি সুন্দর একটা ছবি!একেই তো বলে, "জীবনের জল ছবি।" দেখা শুরু করলে ,আর শেষ না করে ওঠাই যায় না। এরকম ছবিগুলোই যে অভিনেতা/ অভিনেত্রী দের কে অমর করে রাখে। যুগ যুগ ধরে বেঁচে থাকে দর্শকদের মনের মনীকোঠায়। ভীষণ ভালো লাগল ছবিটি।মুভিটা যতবার দেখি মন ভরেনা। উত্তমকুমার এর প্রতিচ্ছবি যদি কোনো অভিনেতা থাকে সেটা হলো তাপস পাল এতে কোনো সন্দেহ নাই। মুভিটার শেষে সিনে চোখে জল এসে যাই। এখনকার ছবি দেখতে ঘৃণা,করে মানুষের রুচি বদটা কতটা নিচে নেমে গেছে এখন কার এখনকার মুভি গুলো দেখলে বোঝা যাই।
Osadharon
এই সব সিনেমা চিরো অমর হয়ে থাকবে প্রত্যেক বাঙালি মনের মনি কোঠায়
Excellent. Unthinkable. We cannot get such amusingly good movies now a days. Thank you sir.
মনটা কেমন যেন ভাল হয়ে যায়! অপূর্ব তাপস পাল দেবশ্রী!!!!
sese politics join na korle vlo korten. valo thakuk .
খুব ভালো লাগলো,
এমন প্রাণ, সংস্কৃতি,রুচিবোধ, চেতনা সংগীত, সরলতা, ভালোবাসা, হৃদয় ভরা আকুলতা সত্যিই আমাদের বারবার অভিভূত করে। এমন সৃষ্টি বাঙালির চিরদিনের সম্পদ হয়ে থাকবে❤ এই সিনেমাটি দেখেননি এমন বাঙালি যেমন নেই, আবার আবেগের দুফোঁটা চোখের জল ফেলেননি এমন বাঙালি ও নেই, আবার এমন বাঙালিও খুঁজে পাওয়া যাবে যারা দশবার সিনেমাটি দেখার পরেও আবার পেলে দেখবেন হাজার কাজ ফেলে, বাঙালির এ এক অমোঘ আনন্দ ও দুর্নিবার আকর্ষণ এই সিনেমাটির প্রতি❤❤
ঠিক বলেছেন।
ঠিক বলেছেন।
অনবদ্য, অনন্যসাধারণ অভিনয় তাপস-দেবশ্রীর। শুধু শুধু রাজনীতির
জটিল আবর্তে উভয়েই নিজেদের কেরিয়ারটা কি নষ্টই টা না করল ।
👍
thik
Bh
ঋতুপর্না,প্রসেনজিৎ ঠিকই রাজত্ব করে গেছে সেই সময়।
@@fatemajannat9670 কিন্তু সবথেকে খারাপ সিনেমা ও অভিনয় ছিল ঋতুপর্ণা এবং প্রসেনজিতের
Jotobar dekhi tatobar e dekhte icca kore... music lover er jonne satti ai chayachobir pratita gan ak akta special gift....Thank you.
কি মিস্টি ছিলো দেবশ্রীর চেহারা।সংলাপ গুলো ছিলো অসাধারণ
অনেক ভালো লাগলো মুভিটা দেখে❤ বিশেষ করে গানগুলো।
তাপস পালের আমি একজন ফ্যান। খুবই কষ্ট পাই যখন ভাবি এতবড় একজন অভিনেতা রাজনীতিতে যোগদান করেছিলেন
আর ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবার ধমকির মতন মাফ অযোগ্য ঘোষণা করেন।
rajniti ke kharap chokhe dakhen kno bhai, it is the only life line of a country, it has no alternative
💯 % 🙏💔⭐🇮🇳🙏🙏
paisa ka khel babu vaiya
রাজনীতি হচ্ছে এমন একটা দানব ।
প্রেম , মায়া , ভালোবাসা, শুভ ইচ্ছা-ভাবনা সব হিংস্রতার তান্ডবে তছনছ করে দেয় ।
ঈর্ষা, লোভ , স্বার্থ আর লালসার ঝোলে গ্রাস করে সব সব শুভ ও শুভ্রতা ।
সুতরাং রাজনীতিটা আজ বিষ্ঠাস্বরূপ ভাবা অন্যায় নয় ।
আহা কোথায় গেলো সেই সব দিন ?
দূর্দান্ত ছবি। পরিচালক তরুণ মজুমদারের তুলনা হয় না।
C.
Mm hi fin in
@@SuvenduSamanta-jp8pwq ĺ
যিনি লেখক তিনি তো সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য
Tapas pal er mukh ta dekhlei monn ta bhore jeto 👍👍
সত্যিই ভালবাসা টা আসলে কি?? এই সব মুভি গুলো দেখলে বুঝা যায়।
দুই বাংলা এক থাকলে আমরা ভাষা ও সংস্কৃতিতে আরও বেশি সমৃদ্ধ হতাম। বাংলাদেশ থেকে দেখছি 🇧🇩❤️
রবীন্দ্রসঙ্গীত সমৃদ্ধ, হেমন্ত, তরুণ মজুমদার, দারুণ
হেমন্ত না শিবাজী চট্টোপাধ্যায়
এই নিয়ে 26 বার দেখা হলো।।
সব বারের মতন আজও কাঁদলাম।।
😮
এই জেনারেশন এ থেকেও যে আমি ,, এই ধরণের মুভি দেখি ,, তাই নিজেকে ভাগ্যবান মনে হয় 😊
Tapas Paul er ovinoy oshadharon 😊
Tapas Paul শুধু এ বইয়ের অভিনয়ের জন্য অমর হয়ে থাকবে..... অসাধারণ অভিনয়, অসাধারন Tapas Paul..... ঈশ্বর ওকে আশীর্বাদ করুন.....
বাস্তব জীবনেও যদি শেষটা এইরকম মধুর হতো তাহলে ভালো হতো 😔
তাপস পাল দাদার অভিনয় মানে আমার খুব ভালো লাগে অসাধারন
চোকে মুখে অভিনয়। মোন ভোরে যায় এই দিন গুলো কি। আর ফিরে আসবে আমাদের। মাঝে নাম্বার ১ জুটি
Ak nombor juti jhuta bad hay badon dekha hay fir se jhuth bola hai
নায়ক নায়িকার প্রথমবার জড়িয়ে ধরাটা অসাধারণ হয়েছে।
অনেকদিন পরে আবার ও দেখলাম অসাধারণ সুন্দর একটা সিনেমা ❤❤❤
যেমন কাহিনী, তেমন অভিনয়। এই রকম মুভি হাজারে একটাই হয়।
তোমাদে মতো অভিনেতা অভিনেত্রী যেন সারাজীবন বেঁচে থাকুক 🙏🙏🙏🙏🙏🙏🙏
সময়ের অন্তিম ক্ষণ পর্যন্ত রয়ে যাবে এই চরিত্র গুলো
ঠিকই বলেছেন চুরির দায়ে হাজতে থেকেছেন উনি মনে তো সবারই থাকা উচিত 😂🤣
@@sujaybiswas8584 অভিনেতা তাপস পাল সবার মনেই থেকে যাবে। আর মানুষ হিসেবে দেখতে গেলে তাপস পাল ছাড়াও আরো অনেক নায়কই আছে যারা মানুষ হিসেবে খারাপ কিন্তু ধরা পড়ে না সবার সামনে সাধু সেজে থাকে।
@@rupsha548 হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একদমই মানুষ মনে রাখবে তার কারণগুলো হলো উনি ওনার মাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে। সাধারন গরিব মানুষদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া মানুষদের মধ্যে কুকথা বলে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছেন আর এটাই যথেষ্ট উনাকে মনে রাখার জন্য। আর উনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছিল আমি সেই কেন্দ্রের একজন ভোটার তাই উনার সম্বন্ধে খুব ভাল করেই জানি উনি ব্যক্তিগত কি রকম চরিত্রের মানুষ ছিলেন।
বুঝতে ভুল করবেন না আমি কিন্তু চলচ্চিত্রটির চরিত্রের কথা বুঝাতে চেয়েছি।
@@sujatakar926 sorry to say কিন্তু আমি আপনার মত চোখ বন্ধ করে থাকতে পারি না। আর উনার মায়ের খবরটা আমি না আনন্দবাজার পত্রিকা দিয়েছিল সেটা আপনি খোঁজ নিয়ে জানতে পারেন। আর বাকি রইল চিটফান্ড কাল I think you are better understand for me কেন আপনাকে একজন বুদ্ধিমতী মহিলা বলে মনে হলো এবার আপনি আপনার বুদ্ধিটা কোন বুদ্ধিজীবীর মত ব্যবহার করেন সেটা আপনি প্রমান করুন। 🙏🙏🙏
এই মুভি গুলো বাংলার সামাজিক মাধ্যমের মিলন সেতু। এই মুভির চরিত্র গুলোরও মৃত্যু নেই। এই মুভির হিরো তাপস পাল প্রয়াত হয়েছে! ঈশ্বর তাঁকে পরপারে আশির্বাদ আর করুণা করুণ
All hb on in in
সত্যিকারের ভালোবাসা ভালোবাসা জানাই এই কলাকুশলীদের তাপস পাল তো একসময় আমার আবেগ ছিলো
A we 2
.
@@biswadebchatterje7967 to. I jjjn. Nn. Nnnnl
কি সুন্দর ছবি। কি সুন্দর জুটি। এমন ছবি আর হবে না। ❤️❤️❤️
Ez tc
উত্তম কুমার ঘরানায় শেষ অভিনেতা।খুব খুব মিস করি
মুভিটা যতবার দেখি মন ভরেনা। উত্তমকুমার এর প্রতিচ্ছবি যদি কোনো অভিনেতা থাকে সেটা হলো তাপস পাল এতে কোনো সন্দেহ নাই। মুভিটার শেষে সিনে চোখে জল এসে যাই। এখনকার ছবি দেখতে ঘৃণা,করে মানুষের রুচি বদটা কতটা নিচে নেমে গেছে এখন কার এখনকার মুভি গুলো দেখলে বোঝা যাই।
Jon Ja
thik
Ekdam thi after mohanayak tapas paul e ekjon actor j unar ovab bodh ta katiyechilen not neka politician prasenjeet ...
তাপস পাল একজন ভালো অভিনেতা নিঃসন্দেহে, কিন্তু দয়া করে মহানায়ক এর সঙ্গে তুলনা করবেন না। উত্তমকুমার একজন ই। ওনার সমতুল্য কেউ নেই।
@@avjitroychowdhury8168 nischoi..kintu uttam soumitra poroborti juge tapas pal i natural acting korten nayok hisebe...
The master piece acting music everything perfect . My childhood is in 19th really I feel lucky that I have seen this kind of movies . Marvelous acting Tapas pal , prottek ta gan mone chuya jay.
What a masterpiece, one of the best film by Tarun Majumdar
অপূর্ব, যেমন জুটি তেমন অভিনয়
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
সেই এক ভালোলাগা!! যতবার দেখি পুরোন হয় না❤❤❤❤❤❤
কিছু কিছু ছবি আছে ,যেগুলি দেখতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারি না ৷আনন্দে ও যে কান্না আসে ,সেটা বুঝতে পারি ৷৷
অনেক দিন পর সিনেমা দেখে মন ভরে গেল।
এক কথায় অসাধারণ
দেবশ্রী আর তাপস পাল জুটির অনবদ্য এ ছবিটি আমার হৃদয় গহনে অনেক দিন পর সে প্রিয় আবেশটা ছড়িয়ে দিয়ে গেছে যেন। কোথা থেকে একরাশ ভালোবাসা এসে যেন কানে কানে গান শুনিয়ে দিয়ে চলে গেল শুধু আবেশটুকু ছড়িয়ে দিয়ে। শেষের দৃশ্য সত্যি চোখে জল এনে দিয়েছে।
আজ তাপস পাল আমাদের মধ্যে নেই সত্যি আপসোস হয় এই মুভিটা আমার জন্মের আট বছর আগে বেরিয়েছিল 👍🌹❤️
অনবদ্য অভিনয় আর এতো সুন্দর রবীন্দ্র সুরসৃষ্টি, এক কথায় এর বিকল্প মুভি আর এখন আর পাওয়া যায় না।🙋🙋♂️🙋🏼♀️🙏🏼🗣️🗣️🗣️🗣️
অনেক বার দেখেছি, যত বারই দেখি ,ততবারই নতুন লাগে 💏
আমার খুব ছোট্ট বয়েসের সিনেমা-হলে গিয়ে দেখা প্রথম সিনেমা হল- সাহেব আর তার পরেরটা- দাদার কীর্তি। একটা সাদা-কালো আর একটা রঙীন। অথচ দুটোই রঙিন জলছবি।
তার পরেও তো কত সিনেমা দেখলাম, কই ঐরকম সাদা-কালো আর রঙের ছোঁয়া তো আর পেলাম না---
আর এই রবীন্দ্রসঙ্গীতে ভরা musical-romance এর তো কোনো তুলনা নেই। 🙏🙏
প্রাণ জুড়িয়ে যায় এবং মন ভরে যায়
Asadharan. Pranjurie Gelo
আমিও অনেক বার দেখেছি, খুব ভালো লেগেছে
অসাধারণ। উৎপল দত্ত, সত্য বন্দোপাধ্যায়, অনুপ কুমার, সন্তূ, সুমিত্রা, তাপস পাল, দেবশ্রী রায়, রুমা গুহঠাকুরতা প্রমুখ শিল্পীদের অভিনীত এক অপূর্ব ছায়াছবি।
Amar prio heroine deboshri apni bhalo thakben sustho ,thkben
অসাধারণ বাংলা সিনেমা, তাপস পাল, দেবশ্রী, উৎপল দত্ত, সুমিত্রা দেবী,আরো অনেকে, সর্ব পরি তরুণ মজুমদার
তরুণ মজুমদার আর তাপস পাল জুটির সেরা ছবি।
Super Clean Rumantic story never for get🎉🎉Tapas paul no more but Great Memories still ....❤❤
এতোভালো অভিনেতা রাজনীতি করে জীবন শ্মশান করে দিলেন ।
সহমত
Sad thing is that, He is no more
এটা হিংসায় বলছেন, আপনার পছন্দের দল করলে এইকথা বলতেন না । তাপস পাল যেই রাজনৈতিক দল করুন না কেন, অভিনেতা হিসেবে দারুণ ।
Ek dom thik
Akdom
আমার জীবনে যত সিনেমা দেখেছি, জানিনা এই সিনেমাটা আমার মন ছুঁয়ে গেছে,, ভালোবাসা কাকে বলে,, তা এই সিনেমাটা দেখলে বোঝা যায়,, এই সিনেমার পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এবং আমার শ্রদ্ধেয় প্রণাম জানাই,,
সত্য এ এক অনবদ্য সৃষ্টি অশ্রু ঝড়বেই চোখে ❤
সিনেমা টি যতবার দেখি মনে হয় নতুন ৯০ এর দশকের সেরা জুটি
1986
দেবশ্রী রায়ের মুচকি হাসিটা সত্যি খুব সুন্দর লাগছে.. সত্যি কি এখনকার নায়িকাদের মধ্যে সেটা আছে?
প্রিয় মানুষ গুলো কেন চলে যায়
খুলে মম দুয়ার।
এই কি বিধির বিচার!
শেষ চার মিনিটে সব পাল্টে গেল🥰
দারুণ মুভি। আমার সবথেকে প্রিয় মুভি।
তাই
Ei cinema konodin purano hobe na. Beautiful
সেরার সেরা সিনেমা। তাপস পাল তরুণ বাবু তখন পরের পর হিট।
তাপস পালের অনবদ্য ছবি
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
2024 eo dekhchi..sotti erokom movie hoina.jano bastob jibon.. eta amr jiboner favourite movie.
খুব ভালোবাসার এক অভিনেতা❤❤❤❤❤
🌹❤❤🌹
অসাধারন কাহিনীর একটি ছায়াছবি।