Це відео не доступне.
Перепрошуємо.

খাকিক্যাম্পবেল হাঁস পালনের সুবিধা । আপনি কেন খাকিক্যাম্পবেল হাঁস দিয়ে খামার শুরু করবেন ।

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2023
  • ‪@maslevyofficial‬
    খাকি ক্যাম্পবেল হাঁস হচ্ছে ডিমের জন্য পৃথিবী বিখ্যাত ও জনপ্রিয়। এটি প্রাচীন একটি হাঁসের জাত যা ১৮৯৮ সালের দিকে ইংল্যান্ডে ব্যাপক পরিচিতি পেয়েছিল। ইংল্যান্ডের গ্লুস্টারস্টারশায়ারে ‘মিসেস অ্যাডেল ক্যাম্পবেল‘ নামক এক মহিলা সর্বপ্রথম খাকি ক্যাম্পবেল হাঁস ডেভেলপ করেছিলেন বলে জানা যায়।
    তিনি মূলত ভালো মানের কিছু ইন্ডিয়ান রানার হাঁস এবং অন্যান্য আঞ্চলিক কিছু হাঁসের সাথে ক্রস করে জাতটি ডেভেলপ করেছিলেন। তার নামেই মূলত এটির ক্যাম্পবেল নামকরন করা হয়েছে। এভাবেই ইন্ডিয়ান রানার হাঁস, ক্যাম্পবেল হাঁসের উন্নয়ন ভিত্তি গঠন করে।
    ব্রিটিশ সেনা ইউনিফর্মের কালার খাকি রঙের, তাই এটির সাথে মিল রেখে মিসেস ক্যাম্পবেল, হাঁসের এই নতুন জাতটিকে ‘খাকি ক্যাম্পবেল’ নাম দিয়েছিলেন। ১৯২৪ সালে যুক্তরাজ্যের পোল্ট্রি ক্লাবের মানদণ্ডে এদেরকে নথিভুক্তকরা হয়। এবং ১৯৪১ সালে আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পরিপূর্ণতার মানদণ্ডে গৃহিত হয়।
    খাকি ক্যাম্পবেল হাঁসের বৈশিষ্ট্য
    খাকি ক্যাম্পবেল হাঁস মাঝারি আকারের। মায়া হাঁসের পালকের রং খাকি, মাথা এবং ঘাড় ব্রোঞ্জ রঙের। পা ও পায়ের পাতার রং কালো। মদ্দা হাঁসের সবুজ পিঠ, সমৃদ্ধ গাঢ় কমলা পা ও গাঢ় বাদামী চোখ আছে।মায়া হাঁসের ঠোটের রং কালো হলেও মদ্দা হাঁসের ঠোটের রং নীলাভ কালো। এদের চোখ গাঢ় বাদামী ও গড় ওজন ১.৫ থেকে ২.২ কেজি।
    খাকি ক্যাম্পবেল বেশ শান্ত, সক্রিয় এবং সহনশীল জাতের একটি হাঁস। এরা বেশ চঞ্চল ও চড়ে বেড়ানো জাত হিসেবে সুখ্যাতি আছে। চারণভূমিতে চড়ে খাওয়ার জন্য এদের বেশ জায়গা প্রয়োজন। প্রায় সব ধরনের জলবায়ুতেই এরা ভালভাবেই খাপ খাইয়ে নিতে পারে।
    এদের অসাধারণ ডিম দেয়ার ক্ষমতা আছে। সাধারণত এরা ৫ বয়স থেকে ডিম দেয়া শুরু করে। এবং গড়ে একটি হাঁস প্রতি বছর প্রায় ৩০০ ডিম দিতে পারে। অবশ্যই পালনের উপর ভিত্তি করে ডিমের পরিমান আরো বাড়তে বা কমতেও পারে। ডিমের রং হালকা সাদা বা সবুজাভ-সাদা এবং সুন্দর গঠন।
    পালনের উদ্দ্যেশ্যঃ
    বেশিরভাগ খামারী ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্পবেল হাঁস পালন করে থাকে। যদিও এদের মাংসের স্বাদ চমৎকার। তবে ডিমের উৎপাদনের জন্যই এরা সর্বাধিক জনপ্রিয়। বাণিজ্যিকভাবে হাঁসের ডিম উৎপাদনের জন্য জাতটি উপযুক্ত।
    এছাড়াও মাংসের জন্য এদেরকে পালন করা হয়। ডিমের উদ্দেশ্যে এ জাতের হাঁস পালন করা হলেও ডিম পাড়ার পর একে মাংসের জন্য ব্যবহার করা যায়।
    বিশেষ নোট
    খাকি ক্যাম্পবেল বেশ কষ্টসহিষ্ণু জাতের হাঁস। এদের পালন করতে বেশি পানির প্রয়োজন হয় না। কেবল খাবার ও গলা ডোবানোর জন্য প্রয়োজনীয় পানি পেলেই এরা সহজ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। তাই পুকুর ডোবা বা জলাশয় না থাকলেও সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় এদেরকে পালন করা সম্ভব।
    খাকি ক্যাম্পবেল হাঁস পালনের সুবিধাঃ
    ২-৩ বছর বয়স পর্যন্ত ডিম দেয়।
    হাঁসের ডিম সুস্বাদু। সবাই খেতে পছন্দ করেন।
    হাঁসের বাচ্চার দাম কম।
    এদের ডিমের সাইজ বড়।
    ডিম উৎপাদন কমে গেলে ৩ বছর পর হাঁসগুলো মাংস হিসেবে বাজারে বিক্রি করা যাবে। হাঁসের মাংস মুরগির চেয়ে সুস্বাদু।
    হাঁস রাতে ডিম পাড়া শেষ করে। ফলে নজরদারির খরচ কম লাগে।
    এরা ১৭-১৮ সপ্তাহ বয়সেই ডিম দেয়।

КОМЕНТАРІ • 13

  • @mdbadalmia444
    @mdbadalmia444 Рік тому +3

    ভিডিও দেখে ভালো লাগলো।
    জানার আছে অনেক কিছু।

  • @RAJIDUL0.2
    @RAJIDUL0.2 10 місяців тому +1

    সুন্দর ভিডিও

  • @sknuruddin6090
    @sknuruddin6090 Рік тому +1

    Walaikum Salam bhay

  • @SirajSikdar-c9l
    @SirajSikdar-c9l Місяць тому

    জিনডিং হাঁসের একটা ভিডিও দিবেন

  • @islam5277
    @islam5277 Рік тому +2

    ভাইয়া হাস পালন করে কি লাপ করা যায় কি আমরা তো লছ খাই

  • @MdYasin-on8ql
    @MdYasin-on8ql 10 місяців тому +1

    আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, হাঁসের ডাকলে ভ্যাকসিন যদি, মুরগিকে দেয়া হয় তাহলে কি মুরগি মারা যাবে

  • @sulaymankhan3006
    @sulaymankhan3006 8 місяців тому +1

    ভাল আমি চার মাস বয়সি ১২০০ হাস নিতে চাই দাম কত টাকা পিচ পরবে জানাবেন

  • @enayetullahookk9126
    @enayetullahookk9126 5 місяців тому +1

    ৫০পিস,নিব হবে তো

  • @enayetullahookk9126
    @enayetullahookk9126 5 місяців тому +1

    মাওলানা সাহেব হুজুর ঠিকানা দেন

  • @learnwithfun1389
    @learnwithfun1389 Місяць тому

    বড় হাঁসের দাম কত

  • @AbuSayed-cr4ux
    @AbuSayed-cr4ux Рік тому

    ছার আফনারভিঔড়িদেঘি

  • @MdAli-um3ge
    @MdAli-um3ge 3 дні тому

    ভাই সাত মাস বয়সের হাস দিতে পারবেন কিনা জানাবেন ধন্যবাদ