কম খরচে ঢাকা টু সাজেক ভ্যালী ২০১৯-Low cost Sajek tour

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ ।[১] সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত । সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ; যার আয়তন ৭০২ বর্গমাইল । এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত । সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প । বিজিবি সদস্যদের সুষ্ঠ পরিকল্পনায় , বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে । বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হয় । সারাবছরই সাজেক যাওয়া যায়। আর সাজেকে পাহাড়ধস বা রাস্তাধস এরকম কোন ঝুকি নেই । সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত । ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট । আর ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়-এ কংলাক পাড়া অবস্থিত । সাজেকে মূলত লুসাই ,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে । সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত । রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে । তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ ।

КОМЕНТАРІ • 284

  • @flyingseagull3688
    @flyingseagull3688 4 роки тому +32

    মাসাআল্লাহ মাসাআল্লাহ
    আল্লাহ সৃষ্টি যত দেখি তত মুগ্ধ হই মাসাআল্লাহ।।।
    এখানে এখনো যাওয়া হয়নি তবে ভিডিওটা দেখার পরে যাওয়ার ইচ্ছাটা আরো প্রবল হয়ে গেলো ❤

  • @mahdihasanctg
    @mahdihasanctg 4 роки тому +12

    আজ সাজেক থেকে আসলাম ছাদে উঠে। ছাদের ভ্রমণ মজাই আলাদা ,আর একটু সাহস করেই উঠলাম।😅 কিন্তুু ছাদে উঠে যাওয়া বিপদজ্জনক। এবাবে না যাওয়াই safe. আজকে একটি চাঁদের গাড়ি accident অবস্থা দেকলাম।😓

    • @একলাআমি-জ৪ট
      @একলাআমি-জ৪ট 3 роки тому

      ভাইয়া এই জায়গাটা কোথায় আর কিভাবে যেতে হয়।ঢাকা থেকে কিভাবে যেতে হয়।

  • @smsojib1716
    @smsojib1716 2 роки тому

    ওরে সাজেকরে সাজেকের নাম শুনলে আমার শরীলের লোম দাড়িয়ে যায়। ২টা মাস ছিলাম একেকটা দিন একেকটা বছরের মতো লাগছে আমার আর জীবনেও যাওয়ার ইচ্ছে নাই।

  • @lazytravelers7756
    @lazytravelers7756 5 років тому +3

    আরো একটা সুন্দর ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ 😀 অনেক সুন্দর হইছে

  • @sadikurrahman1239
    @sadikurrahman1239 4 роки тому +4

    ভাইয়া,, আপনারা গাড়ি টা কত দিনের জন্য ভাড়া করেছিলেন???আর কত টাকা ভাড়া দিয়েছেন???জানাবেন please..

  • @md.moinulislam9467
    @md.moinulislam9467 4 роки тому +2

    MASHAALLAH khub valo video.... ALLAH BLESS YOU

  • @mmhossaindipu728
    @mmhossaindipu728 5 років тому +4

    মিস ইউ সাজেক,,,,,,
    অনেক দিন ছিলাম রুণময় এর সাথে দায়িত্বে।

    • @TheTravellerBangladesh
      @TheTravellerBangladesh 4 роки тому

      আবার আসুন, সৌন্দর্যের পসরা নিয়ে সাজেক বসে আছে আপনার অপেক্ষায়।

  • @neohittz9751
    @neohittz9751 2 роки тому

    ভাই যেই সাজেক দেখালেন এই সাজেক আর এখন নাই...ভয়াবহ অভিজ্ঞতা হইছে ভাই...আর না

    • @rahulahmed9289
      @rahulahmed9289  2 роки тому

      বর্ষাকালে গেলে এরকম সুন্দর পরিবেশ পাবেন

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 5 років тому +5

    সুন্দরী রাজকন্যা আমার সোনার বাংলা 🇧🇩🙏

  • @vjshahadat5755
    @vjshahadat5755 4 роки тому +3

    ব্লাক গ্রাউন্ডের মিউজিক খুব সুন্দর ছিলো

  • @rikamunjury5268
    @rikamunjury5268 4 роки тому +3

    চান্দের গাড়ি কি সবসময় পাওয়া যায়?

  • @মুসাফির-হ৯ণ
    @মুসাফির-হ৯ণ 4 роки тому +1

    খুব ভালো লাগলো ভিডিও টা

  • @subornadas276
    @subornadas276 4 роки тому +2

    ২ রাত ২ দিন এর জন্য একটা কাপল এর কেমন খরচ হবে?

  • @loding2955
    @loding2955 4 роки тому +1

    অন্য রকম একটা জায়গা

  • @fulgaziupazilachatrodol4857
    @fulgaziupazilachatrodol4857 4 роки тому

    মেঘকাব্য আমার এক পরিচিত বড় ভাইয়ের।

  • @kaziahsan6630
    @kaziahsan6630 4 роки тому

    Vaiya sajeek jawar somoy ki kono jaygay backpak or লাগেজ khule check kore??

  • @kaifhossainlabib9661
    @kaifhossainlabib9661 4 роки тому

    vaiya j koidin iccha sei koidin thaka jabe na ?? just sajek jawar jonno mahindra pawa jaina??

  • @shariarshuvo6088
    @shariarshuvo6088 4 роки тому

    Low cost holo kmne??shob khoroch e to dhorlen,shob shomoy to group na o pawa jete pare.

  • @beautifulbdland
    @beautifulbdland 4 роки тому

    আপনার ভিডিও গুলো দারুণ হয়েছে।!!!

  • @humaunkhalid6987
    @humaunkhalid6987 3 роки тому

    ভাই সাজেক কোন মৌসুমে গেলে মজা, শীত নাকি গরম কালে

  • @mahadikhan7090
    @mahadikhan7090 5 років тому

    Bohot acca hee... mujhe acca laga...

  • @ziyarahaviation
    @ziyarahaviation 4 роки тому +4

    অনেক সুন্দর।

  • @eshatani9126
    @eshatani9126 4 роки тому +15

    পরের এপিসোডের আগেই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ....

  • @beautifulbdland
    @beautifulbdland 4 роки тому

    ভিডিও গুলো ভালোই লাগে

  • @jaynallabden6392
    @jaynallabden6392 4 роки тому +2

    সাজেক ভ্রমণ করুন ♦️" নিরাপদ টুরিস্ট গাইড "
    খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি♦️
    🎈 #খাগড়াছড়ি_ আলুটিলা ও_মেঘের_রাজ্য #সাজেক_ভ্যালি ভ্রমণ _করুন
    🎈গন্তব্য : #সাজেক_ আলুটিলা_খাগড়াছড়ি ।
    🎈#ভ্রমণের_স্থান_সমুহঃ
    ★ হাজাছড়া ঝর্ণা
    ★ সাজেক
    ★ রুই লুই পাড়া
    ★ কংলাক পাহাড়
    ★স্টোন গার্ডেন
    ★ হ্যালিপ্যাড
    ★ আলুটিলা গুহা
    ★ তারেং
    ★ রিছাং ঝর্ণা
    ★ ঝুলন্ত ব্রিজ
    🎈 #ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
    .. * রাত এ রওনা দিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছাবো।
    ★ রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে এরপর নাস্তা।
    ★ এরপর নতুন চাঁদের গাড়িতে করে সাজেক রওনা।
    ★ যাওয়ার পথে দিঘীনালায় হাজাছড়া ঝর্ণা দেখাবো।
    ★ এর পর সাজেক রওনা দিয়ে পৌঁছাবো দুপুরে।
    ★ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ।
    ★ বিকেলে সাজেকের বিভিন্ন স্পট এ ঘুরে দেখব।
    ★ রাতে সবার অংশ গ্রহনে Bar-B-Q ডিনার।
    ★ পরের দিন ভোর 5 টায় ঘুম থেকে উঠে মেঘে ঘেরা সাজেক এর বিভিন্ন স্পট ঘুরে দেখা।
    ★ এরপর সকালের নাস্তা সেরে দশটার এসকর্ট এ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।
    ★ খাগড়াছড়ি পৌঁছানোর পর দুপুরের খাবার।
    ★ খাওয়া-দাওয়া শেষে রেস্ট এরপর-- আলুটিলা, হর্টিকালচার পার্ক, তারেং, রিছাং ঝর্ণায় ঘুরাঘুরি।
    ★ রাতের খাবার খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্টে ।
    ★ এরপর .. * রাত ৯টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা।।
    🎈কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
    ★ এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় খাট থাকবে।
    ★ অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচ বাথরুম থাকবে।।।
    🎈 সব সময় মিনারেল ওয়াটার এবং গাইডের ব্যবস্থা ।
    🎈খাবার মেনু : সকালে-- পরোটা, ডিমভাজি, ডাল, / ভুনা খিচুড়ি , গরুর দুধের চা।
    দুপুরে-- দেশি মুরগী / হাঁসের মাংস, ভর্তা, ডাল, সবজি, সালাত।
    রাতে-- Bar-B-Q ডিনার / বেম্বু চিকেন , চস & সালাত , কোকাকোলা।
    🎈কনফার্ম করার জন্য বুকিংয়ের ২ দিন আগে ৬০% টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে।
    ★ কাপল রুম এভেইলএবল। কাপল রুমের জন্য ৫০০ + ৫০০= ১০০০ টাকা প্রতি কাপলে যুক্ত হবে। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
    ★★কোন হিডেন চার্জ নেই।★★★
    ★★ চাইল্ড পলিসিঃ
    - ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।
    ★★ বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি:
    ১. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে ( মেসার্স বি-বাড়িয়া ট্রেডার্স A/C NO - 1942901036859 ) পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখা ।
    ২.অথবা সরাসরি " নিরাপদ টুরিস্ট গাইড " এর অফিসে এসে জমা দিতে পারেন।
    ৩.বিকাশ, ডাচ বাংলা রকেট এর মাধ্যমে বুকিং করতে পারবেন ।
    ★ (বিকাশ) ০১৫১৫২২৩২৬১
    🎈 ঢাকা অফিস-- লাকি চেম্বার (৪র্থ তলা), রুম # ৭৫৮৯, মতিঝিল সি/এ, ঢাকা১০০০, বাংলাদেশ . ( ০১৮৩৮৪৮৪৮৯৮ )
    🎈 চট্টগ্রাম অফিস-- নিউ মার্কেট বিপনী বিতান চট্টগ্রাম ( গ্রাউন্ড ফ্লোর ) ০১৬৪১৬৯৩৫৫৩
    🎈 কুমিল্লা অফিস -- লিবার্টি হল মার্কেট কান্দিরপাড়, কোতোয়ালি, কুমিল্লা । ( ০১৭৫২০১৬৩৭২ )
    🎈 #খাগড়াছড়িঅফিস-- শাপলা চত্বর ঈদগাহ মার্কেট ২য় তলা
    খাগড়াছড়ি সদর ।
    সরাসরি -০১৬৩২৬৭০৮৫০,
    ০১৮২০৭৩৭৪৭৫, ০১৫১৫২২৩২৬১

    • @miskatuleti6921
      @miskatuleti6921 4 роки тому

      ক্যাপল ট্যুর কতো?

    • @jaynallabden6392
      @jaynallabden6392 4 роки тому

      @@miskatuleti6921 01632670850 Call for details

  • @elloraera2336
    @elloraera2336 4 роки тому

    Extra fun khub sundor hoice...

  • @drnasima1974
    @drnasima1974 4 роки тому

    খুব সুন্দর

  • @dibossutradhar8022
    @dibossutradhar8022 2 роки тому

    সাজেকে কি নিজেদের প্রাইভেটকারে যাওয়া যাবে?

  • @mohammedmahfuz1371
    @mohammedmahfuz1371 4 роки тому +2

    ভাই চট্টগ্রাম থেকে গেলে একজনের কত খরচ হবে

  • @TravelwithSHOSHI
    @TravelwithSHOSHI 5 років тому

    Valo laglo..onek kichu janlam...

    • @TheTravellerBangladesh
      @TheTravellerBangladesh 4 роки тому

      Thanks for watching. You will learn more when you will visit practically.

  • @peacebeuponyou6733
    @peacebeuponyou6733 5 років тому

    জনপ্রতি কত টাকা করে মোট খরছ লাগবে। একটু ধারনা দিতে পারেন।

  • @anjeljannat9630
    @anjeljannat9630 5 років тому

    mahindra somitir cartlist e j ratrijapon ase oikhane hotel ki hotel khoja + vara include? naki personal alada

  • @mdamithassan2399
    @mdamithassan2399 3 роки тому

    ৫ জন গেলে কতো খরচ হতে পারে??

  • @romankhanroman3818
    @romankhanroman3818 5 років тому +2

    প্যাকেজে কতজন যেতে পারবে নাকি গাড়িতে যতজন যাওয়া যায়

  • @sagorkhanweeklyking6889
    @sagorkhanweeklyking6889 4 роки тому

    Bro ami jete chayy but ami ki nijer personal car baa private car niye jete parii

  • @ahmedtuhin5631
    @ahmedtuhin5631 3 роки тому

    ২ দিন ২ রাত কাপল খরচ কত?

  • @sumaiashuchi8723
    @sumaiashuchi8723 4 роки тому +1

    Shajek akhon open?

  • @dope6960
    @dope6960 4 роки тому

    Khagrachari to sajek jawa asa ki jon proti vara 5400 tk naki gruop 5400 tk???

    • @rahulahmed9289
      @rahulahmed9289  4 роки тому

      Chader gari

    • @dope6960
      @dope6960 4 роки тому

      @@rahulahmed9289 vara ta ki per person 5400 tk???

  • @MdNasim-xb2nr
    @MdNasim-xb2nr 4 роки тому

    শুধু সিএনজি রিজার্ভ করে গেলে কত?

    • @rahulahmed9289
      @rahulahmed9289  4 роки тому

      3500

    • @avishekpaul3164
      @avishekpaul3164 4 роки тому

      @@rahulahmed9289 এটা কি যাওয়া আসার ভাড়া নাকি একরাত থাকা সহ?

  • @mdwasikahamed2715
    @mdwasikahamed2715 3 роки тому

    চাদের গাড়ির ভাড়া কত?

  • @lokmanhowlader2126
    @lokmanhowlader2126 4 роки тому

    নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে কি যাওয়া যায়?

  • @nasirsumon9154
    @nasirsumon9154 4 роки тому +1

    Wow (Nasir Sumon)

  • @ribuusen9194
    @ribuusen9194 4 роки тому +2

    ভাই আপনার একটা ছোট ভুল ছিল। বিজিবি ক্যাম্প নয় সেনাবাহিনী ক্যাম্প এবং সেনাবাহিনীর পরিকল্পিত সাজেক ভ্যালি

  • @MDRubel-sv8jh
    @MDRubel-sv8jh 3 роки тому

    বাইক নিয়ে গেলে কোন সমস্যা হবে !!

  • @APDESIGN3861
    @APDESIGN3861 5 років тому +1

    Chader gari chara jaowa jabe nah? Jodi private micro bus thake....

  • @abirzaman8275
    @abirzaman8275 4 роки тому

    রিজার্ভ করে যাওয়াটা অনেক বেশি খরচের হয়। লোকালদের সাথে যাওয়াটা কতটুকু সম্ভব এবং নিরাপদ?

  • @shb123
    @shb123 3 роки тому

    Couple er khoroch kmn hobe?

  • @zengardenstv
    @zengardenstv 4 роки тому

    ua-cam.com/video/d-58JDfbTuI/v-deo.html
    আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যনেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামীর পথে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা কামনা করছি । ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।
    "GRAMEEN TV"

  • @shaikatazad4506
    @shaikatazad4506 5 років тому +1

    Vai unmarried couple der jonno hotel book a kno ducoments show korte hoy ki??

    • @ronybepary8950
      @ronybepary8950 5 років тому +1

      No bro

    • @shaikatazad4506
      @shaikatazad4506 5 років тому +1

      N ID card ki laghe bro

    • @ronybepary8950
      @ronybepary8950 5 років тому +1

      Nah vi temon kisuy nahh..
      Ami caretaker ke 200tk disi oi sob managed krsilo

    • @shaikatazad4506
      @shaikatazad4506 5 років тому +1

      Rony Bepary #girlfriend niya gele safety ache to vai naki

    • @ronybepary8950
      @ronybepary8950 5 років тому +1

      Safety nijer kase vi

  • @zahidalam911
    @zahidalam911 4 роки тому

    যদি মোটরসাইকেল নিয়ে যেতে চাই তাহলে কি যাওয়া যাবে

  • @রাকিবআবরারনিহাল

    কত টাকা নিয়া গেলে গুরে আসতে পারবো 3 দিনের জন্য

  • @molaydey2588
    @molaydey2588 4 роки тому

    It's a feelings undescribable only open ur eyes and go on. Reality of nature. But communication doesn't very good for tourists.

  • @mdazam2369
    @mdazam2369 4 роки тому

    প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা....?

  • @nasirsumon9154
    @nasirsumon9154 4 роки тому +1

    Nice bro

  • @MdMamun-bh3pg
    @MdMamun-bh3pg 4 роки тому

    আমি চান্দের গাড়ির ছাদে করেই সাজেকে গিয়েছিলাম।

  • @ShakilKhan-lh5cj
    @ShakilKhan-lh5cj 4 роки тому

    Nice video

  • @MdRajon-wi4fv
    @MdRajon-wi4fv 4 роки тому +2

    ভাই বর্তমানে সাজেক যাওয়া যাবে

  • @bdoffer7412
    @bdoffer7412 4 роки тому

    nijer bike niya jaoa jave ki

  • @m.mozammelhoqueshahin9494
    @m.mozammelhoqueshahin9494 4 роки тому

    এ্যাডমিন ফ্যামিলি ফেসেলিটি কেমন ?

  • @rajripon1134
    @rajripon1134 4 роки тому

    2nd part koi.. Passi na to.. 2nd part er link den

  • @rashedulislam5436
    @rashedulislam5436 5 років тому

    Vidio quality balo selo na...r backround sound er shate bidio ekebaiei jachilo na..er por theke balo camera nia jaben

  • @sorlinislam9646
    @sorlinislam9646 4 роки тому

    Mot mat koto koroj hobe,?

  • @rayhanbangla4988
    @rayhanbangla4988 5 років тому +2

    একটা চাদের গাড়িতে কতজন বসা যায়?

  • @ranuakter8344
    @ranuakter8344 5 років тому +2

    Couple jnno sajak ki vara korla sajak ghura asa jaba . Mana chadae gari to 2 jon nia cost basi porba

    • @rahulahmed9289
      @rahulahmed9289  5 років тому

      Yap....grp kore jan..othoba cng vara kore jan

    • @robintripura1935
      @robintripura1935 5 років тому

      CNG vara kora tai best option for couple.

  • @traveltricks5704
    @traveltricks5704 5 років тому +4

    Woww beautiful view

  • @mdnadimsharif631
    @mdnadimsharif631 5 років тому

    চিটাগং থেকে খাগরাছরি যেতে কত সময় লাগে

    • @rovelrovel5492
      @rovelrovel5492 4 роки тому

      চিটাগাং থেকে খাগড়াছড়ি আসতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে

  • @sabihasweetysabihasweety4902
    @sabihasweetysabihasweety4902 3 роки тому

    Asa r jow vara aksatha dta hobe r gela ke essa moton asa jba na onno car a

  • @SAHAB360YT
    @SAHAB360YT 3 роки тому

    ভালো লাগলো
    সাজেক আমার ব্লগ টা দেখার অনুরোধ রইলো ধন্যবাদ

  • @robintripura1935
    @robintripura1935 5 років тому +2

    Bagaihat name e ekta place ase, okhane 1st escort 10:30 am & 2nd escort 3:30 pm e time er bitor poushate hoi.

  • @MehediHasan-dq8zg
    @MehediHasan-dq8zg 5 років тому +2

    এই ভিডিওটা ঠিক কত দিন আগের...????

  • @tawhidmahmud192
    @tawhidmahmud192 5 років тому +1

    চান্দের ১ গাড়িতে কত জন যাওয়া যায়??

  • @tanzilaaktermim3707
    @tanzilaaktermim3707 4 роки тому +1

    Wow

  • @peak2414
    @peak2414 4 роки тому

    চাদের গাড়ি রিজার্ভ না করে শুধু পৌছানোর জন্য যেতে চাইলে কি যাওয়া যাবে? আসার সময় আবার সুধু আসতাম

    • @runwithranasworlds9431
      @runwithranasworlds9431 4 роки тому

      যে গাড়িতে যাবেন সেই গাড়িতেই অাসতে হবে।রিজার্ভ করে নিতে হবে।

  • @fanmaster34
    @fanmaster34 4 роки тому +3

    হোন্ডা নিয়া যাওয়া যাবে কিনা

  • @jaynallabden6392
    @jaynallabden6392 4 роки тому

    সাজেক ট্যুর
    সাজেক ট্যুর
    সাজেক ট্যুর
    ♦️" নিরাপদ টুরিস্ট গাইড "
    খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি♦️
    🎈 #খাগড়াছড়ি_ আলুটিলা ও_মেঘের_রাজ্য #সাজেক_ভ্যালি ভ্রমণ _করুন
    🎈গন্তব্য : #সাজেক_ আলুটিলা_খাগড়াছড়ি ।
    🎈#ভ্রমণের_স্থান_সমুহঃ
    ★ হাজাছড়া ঝর্ণা
    ★ সাজেক
    ★ রুই লুই পাড়া
    ★ কংলাক পাহাড়
    ★স্টোন গার্ডেন
    ★ হ্যালিপ্যাড
    ★ আলুটিলা গুহা
    ★ তারেং
    ★ রিছাং ঝর্ণা
    ★ ঝুলন্ত ব্রিজ
    🎈 #ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
    .. * রাত এ রওনা দিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছাবো।
    ★ রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে এরপর নাস্তা।
    ★ এরপর নতুন চাঁদের গাড়িতে করে সাজেক রওনা।
    ★ যাওয়ার পথে দিঘীনালায় হাজাছড়া ঝর্ণা দেখাবো।
    ★ এর পর সাজেক রওনা দিয়ে পৌঁছাবো দুপুরে।
    ★ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ।
    ★ বিকেলে সাজেকের বিভিন্ন স্পট এ ঘুরে দেখব।
    ★ রাতে সবার অংশ গ্রহনে Bar-B-Q ডিনার।
    ★ পরের দিন ভোর 5 টায় ঘুম থেকে উঠে মেঘে ঘেরা সাজেক এর বিভিন্ন স্পট ঘুরে দেখা।
    ★ এরপর সকালের নাস্তা সেরে দশটার এসকর্ট এ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।
    ★ খাগড়াছড়ি পৌঁছানোর পর দুপুরের খাবার।
    ★ খাওয়া-দাওয়া শেষে রেস্ট এরপর-- আলুটিলা, হর্টিকালচার পার্ক, তারেং, রিছাং ঝর্ণায় ঘুরাঘুরি।
    ★ রাতের খাবার খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্টে ।
    ★ এরপর .. * রাত ৯টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা।।
    🎈কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
    ★ এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় খাট থাকবে।
    ★ অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচ বাথরুম থাকবে।।।
    🎈 সব সময় মিনারেল ওয়াটার এবং গাইডের ব্যবস্থা ।
    🎈খাবার মেনু : সকালে-- পরোটা, ডিমভাজি, ডাল, / ভুনা খিচুড়ি , গরুর দুধের চা।
    দুপুরে-- দেশি মুরগী / হাঁসের মাংস, ভর্তা, ডাল, সবজি, সালাত।
    রাতে-- Bar-B-Q ডিনার / বেম্বু চিকেন , চস & সালাত , কোকাকোলা।
    🎈কনফার্ম করার জন্য বুকিংয়ের ২ দিন আগে ৬০% টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে।
    ★ কাপল রুম এভেইলএবল। কাপল রুমের জন্য ৫০০ + ৫০০= ১০০০ টাকা প্রতি কাপলে যুক্ত হবে। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
    ★★কোন হিডেন চার্জ নেই।★★★
    ★★ চাইল্ড পলিসিঃ
    - ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।
    ★★ বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি:
    ১. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে ( মেসার্স বি-বাড়িয়া ট্রেডার্স A/C NO - 1942901036859 ) পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখা ।
    ২.অথবা সরাসরি " নিরাপদ টুরিস্ট গাইড " এর অফিসে এসে জমা দিতে পারেন।
    ৩.বিকাশ, ডাচ বাংলা রকেট এর মাধ্যমে বুকিং করতে পারবেন ।
    ★ (বিকাশ) ০১৫১৫২২৩২৬১
    🎈 ঢাকা অফিস-- লাকি চেম্বার (৪র্থ তলা), রুম # ৭৫৮৯, মতিঝিল সি/এ, ঢাকা১০০০, বাংলাদেশ . ( ০১৮৩৮৪৮৪৮৯৮ )
    🎈 চট্টগ্রাম অফিস-- নিউ মার্কেট বিপনী বিতান চট্টগ্রাম ( গ্রাউন্ড ফ্লোর ) ০১৬৪১৬৯৩৫৫৩
    🎈 কুমিল্লা অফিস -- লিবার্টি হল মার্কেট কান্দিরপাড়, কোতোয়ালি, কুমিল্লা । ( ০১৭৫২০১৬৩৭২ )
    🎈 #খাগড়াছড়িঅফিস-- শাপলা চত্বর ঈদগাহ মার্কেট ২য় তলা
    খাগড়াছড়ি সদর ।
    সরাসরি -০১৬৩২৬৭০৮৫০,
    ০১৮২০৭৩৭৪৭৫, ০১৫১৫২২৩২৬১

  • @easytrickstravel5662
    @easytrickstravel5662 4 роки тому

    মোবাইল দিয়ে লগো ডিজাইনে দাদাগিরি👇👇
    ua-cam.com/video/U1dwRKA4wTU/v-deo.html
    ua-cam.com/video/OCG7ykMceuA/v-deo.html
    অনুগ্রহ করে চ্যানেলটি সাবেস্ক্রাইব করে উৎসাহীত করবেন।

  • @Parvez-eb3tr
    @Parvez-eb3tr 4 роки тому

    নাইচ

  • @mdbelalloveuhero864
    @mdbelalloveuhero864 5 років тому

    আসসালামু আলাইকুম ভাই সাজেক যাওয়ার রাস্তাটা অনেক বেশি করুন এত ছোট রাস্তা মনে হয় আর পৃথিবীর কোথাও নাই এই রাস্তাটা যদি আরেকটু বড় করা যাইত তাহলে মনে হয় ভালো হতো কারণ অনেক ছোট রাস্তা এগুলো শুধু বাংলাদেশই হয় আর কোথাও এমন ছোট হয়তো রাস্তা নেই

    • @abirrhaman7672
      @abirrhaman7672 4 роки тому

      Darjeeling ar rasta k tahole ki bolben?

  • @rejbibillah5814
    @rejbibillah5814 5 років тому

    Vai amr onk valo lagche

  • @arohiarohi2401
    @arohiarohi2401 4 роки тому

    নাইছ

  • @mydailybusyschedule3078
    @mydailybusyschedule3078 5 років тому

    সাজেকে আমরা ৩ জন যাবো, থাকবো ৪ দিন, সোমবার থেকে বৃহস্পতিবার সাজেক থেকে back করবো আনুমানিক ৩ টার সময়।
    এখন কথা হলো,চান্দের গাড়ী নিয়ে। এতোদিনের জন্য তো Reserve করা সম্ভব না। দিঘিনালা থেকে লোকাল চান্দের গাড়ীতে গিয়ে আবার কি লোকাল চান্দের গাড়ীতে আসতে হলে কি army squared এর কোন সমস্যা হবে??
    Army check post এ কোন সমস্যা হবে কি না লোকাল গাড়ীতে গেলে?? আর লোকাল গাড়ীতে safety কেমন???
    Thanks in Advance 😊😊

  • @kohinurnosrat1645
    @kohinurnosrat1645 5 років тому +2

    প্রতি গাড়ি নাকি জনপ্রতি ভাড়া এত

  • @isratjahanetu1233
    @isratjahanetu1233 2 роки тому

    টোটাল খরচ কত

  • @jakirhussen6274
    @jakirhussen6274 5 років тому

    Very nice

  • @omarfarukbd1576
    @omarfarukbd1576 3 роки тому

    খাগড়াছড়ি আমার বাসা

  • @godfatherofficialgaming1687
    @godfatherofficialgaming1687 5 років тому +3

    রাতে নিরাপত্তা কেমন ভাই?

  • @kamrulislam-ys1vy
    @kamrulislam-ys1vy 3 роки тому

    অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কন্টেন বানানোর জন্য
    হেলিকপ্টরে করে এতো সুন্দর জায়গায় যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট এক বার ঘুরে আস্তে পারেন সবাই ধন্যবাদ
    ওয়েবসাইট
    লিংক : www.bangladeshhelicopterservice.com/

  • @mohammadrakibulislam9041
    @mohammadrakibulislam9041 3 роки тому

    আপনার একা খরচ হইছিলো কত

  • @ataltripura9505
    @ataltripura9505 4 роки тому +1

    Nice

  • @khalilurrhaman8346
    @khalilurrhaman8346 5 років тому +1

    সাজেক যাওয়ার ভাল সময় কখন?

  • @_Moya_chullu-babu
    @_Moya_chullu-babu 3 роки тому

    Vai mal tal pawa jai ne 🙂

  • @shantushantu4117
    @shantushantu4117 5 років тому +3

    সিএনজি করে কি যাওয়া যায়?আমরা কাপল যেতে চাই।

    • @robintripura1935
      @robintripura1935 5 років тому

      Jai.

    • @efadkhan5387
      @efadkhan5387 4 роки тому +1

      @@robintripura1935 চোদাচুদি করা যাবে না

    • @robintripura1935
      @robintripura1935 4 роки тому

      @@efadkhan5387 What the fuck, bro??

    • @rovelrovel6277
      @rovelrovel6277 4 роки тому

      সিএনজি করে যেতে পারেন। চালক মোঃ রুবেল। ০১৮৭৬.৮১৮৪৫৫

    • @sadiaislamsarna560
      @sadiaislamsarna560 4 роки тому

      @@rovelrovel6277 cng kore gele kotha theke cng pabo r per person vara koto...r 2 din er jonno

  • @mdsofekulislam7035
    @mdsofekulislam7035 4 роки тому +2

    Omg

  • @mdashikkhan8652
    @mdashikkhan8652 5 років тому +3

    ভাই মোট খরচ কত ছিলো?

  • @creativeidea9227
    @creativeidea9227 4 роки тому +5

    আমিও রয়েল সাজেকে উঠেছিলাম

  • @rifathossain493
    @rifathossain493 3 роки тому

    Cng er vara koto

  • @hiyamony9215
    @hiyamony9215 2 роки тому

    ভাড়া কি জন প্রতি

  • @ismailbadshavlog
    @ismailbadshavlog 3 роки тому

    সবাই আমার UA-cam চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেন প্লিজ
    ua-cam.com/channels/IKilhsy0LVQNRda8nkSPnA.html
    আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো,
    ইউটিউব এর মধ্যে Ismail Badsha vlog চার্জ দিলে আমার UA-cam channel পাওয়া যাবে

  • @fakrulislam3914
    @fakrulislam3914 4 роки тому

    Ami single ki vabe sajek travel korbo

    • @rahulahmed9289
      @rahulahmed9289  4 роки тому

      Travel group othoba cng reserve kore jabe.

  • @mohitmondol6552
    @mohitmondol6552 3 роки тому

    সি এন জি ভাড়া কতো