তক্ষশীলা , নালন্দা , বিশ্ব থেকে মানুষ পড়তে আসতো , আর সেগুলো ধ্বংশ করেছে মুসলিমরা , মানুষকে শিক্ষা দেয়া ভারত শুরু করে ছিল সেই সময় , তখন এতো উন্নত বিজ্ঞান , বর্তমান শিক্ষা ছিল না । সেই পরিস্থিতিতে এই বিশ্ব বিদ্যালয় গুলো , অনেক চিকিৎসক, বিশেষজ্ঞ বানিয়েছে । মানুষের বর্তমান ধর্ম সঠিক শিক্ষা হওয়া উচিত 🙏
আসাদ নুর এবং তসলিমা নাসরিনকে বলতে চাই, আপনারা যখন লাইভ করবেন, কোন পোস্ট দিবেন, ভিডিও করবেন সবসময় চেষ্টা করবেন সংশয় ডট কম সাইটটা প্রমোট করে দিবেন। কাটা দিয়েই কাটা তুলতে হবে।
ইসলাম আনব অথচ খাঁটি ইসলাম আসবে না তা হয় না। সাপ পুষব কিন্তু সাপ কামড়াবে না, তাও সম্ভব নয়। কারন, সাপের বিষ একবার বার করে দিলেও সাপের দাঁতে আবার বিষ জন্মাবে। ইসলামের বাড় বাড়ন্ত ই বাংলাদেশের কাল হয়েছে। বর্তমানে যে দেশের অধিকাংশ মানুষই এখন ইসলামি সারিয়াতন্ত্রে বিশ্বাসী, সেখানে অদূর ভবিষ্যতে আধুনিক শিক্ষা ও আধুনিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সম্ভব নয়। হয়ত সুদূর ভবিষ্যতে মানুষ যখন বিরক্ত হতে হতে অতিষ্ঠ হয়ে উঠবে, তখন হয়ত পরিবর্তন আসবে।
আপনি ভারতে আছেন আপনার অনেক বিশ্লেষণ আমরা দেখি সত্যিই ভালো লাগে। আপনাকে কাগজের পাতায় দেখি কিন্তু আজকে ভিডিওতে দেখছি খুব ভালো লাগছে আপনার কণ্ঠস্বর টাও খুব ভালো। মনে-মনে যেমন ভাবতাম যে ঠিক তেমনি একজন মানুষ আপনি।
আসলেই উনি তো আর রাজনীতিবিদ না উনার বয়স ৮৫ বছর মানুষ 75 এর পরেই স্মরণশক্তি কমে আসে আর মানুষের সাথে সম্পৃক্ত নাই মানুষ কি চায় সেই ভাষা জানা নাই অনেক অনেক ধন্যবাদ আপু
আসাদ নূর, আপনি প্রশ্ন করতে গিয়ে কথা লম্বা করে ফেলেন। কথা গুছিয়ে প্রশ্ন করলে ভাল হয়। আর অতিথিকে আরোও বেশি বলতে দিন পরবর্তী প্রশ্নে যাবার আগে। শ্রোতারা শুনতে চায়। অনেক ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।
নাসরিন আপু আপনার কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগছে, এবং আপনার মত মানুষ বাংলাদেশের জন্য খুব জরুরি। কিন্তু আমি হতভাগ্য একটা দেশে জন্মেছি, যে দেশ আপনার মত রত্নকে চিনলো না।
তসলিমা নাসরিন আপনার বক্তব্য মনে শান্তি পেয়েছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আপনার দীর্ঘ আয়ু কামনায় আমি বাবুল শেখ চর কিশোর গঞ্জ ৯ন্ ওয়ার্ড সোনার গাঁ থেকে।
তসলিমাদি আপনি যেমন নিজের জন্মভূমিতে ফিরতে চান, সেটা আপনার অধিকার। তেমন রাম মন্দির ভেঙে বাবাড়ি মসজিদ করেছিল, সেটা দেশের কোর্টের মাধ্যমে ফিরে পেয়েছে। এটা ভুল বলতে পারেননা।
@@Bharatia76 বাবরি মসজিদ ভাঙতে কোর্ট বলেছিল?? বরং অযোধ্যা রাম মন্দির বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছিল, বাবরি মসজিদ ভাঙার ঘটনা সম্পূর্ণভাবে সংবিধান বিরুদ্ধ এবং আইনের চোখে একটি অপরাধ। সাম্প্রদায়িকতা সবসময়ই খারাপ, তা সে হিন্দু বা মুসলিম যে কোনো ধর্মেরই হোক না কেন। প্রতিটি ধর্মের ধর্মগ্রন্থ গুলো রচিত হয়েছিল বহু যুগ আগে। বর্তমান এই আধুনিক সময়ে দাঁড়িয়ে সেইসব ধর্মগ্রন্থগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা কতটা যুক্তিযুক্ত হবে! বরং ধর্ম যে যার ব্যক্তিগত পরিসরে থাকুক, দেশ এবং দেশের নাগরিকরা সংবিধানকেই অক্ষরে অক্ষরে মেনে চলুক। দেশের সরকার কোনমতেই সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ধর্ম কে শোষণ করতে পারে না। ধন্যবাদ।
১৯৪৭ সালে বৃটিশ সরকার মোহাম্মদ আলী জিন্নাহ কে পাকিস্তানের মানচিত্র তথা মুসলিম দের জন্য ভূখণ্ড নির্ধারণ করার আহ্বান জানায়। জিন্নাহ তখন বেঙ্গল কে বাদ দিয়ে দিলে আজ এই সব সমস্যা হতো না, আমরা ভারতের নাগরিক হয়ে থাকতাম, সেটাই তো ভাল হতো। কি বলেন তসলিমা নাসরিন ❓ উভয় কে ধন্যবাদ
আপনাদের দেশের মানুষের মানসিক স্বাস্থ্য দেখে মনে হয় ভারত বিভাগের জন্য ভারতের সাধারণ মানুষ বেঁচে আছে নাহলে এতোদিনে পুরো ভারতবর্ষের অবস্থা আফগানিস্তানের মতো হতো।
শেখ মুজিব বৃটিশ আমলে ঘোড়ার ডিম ছিল। সোহরাওয়ার্দী সাহেবের দেহরক্ষী ছিল মাসিক ৫০ রুপি বেতানে ♦️আর বাঙলা ভাগ সম্পর্কে তুমি কিছুই জান না। হিন্দু কংগ্রেসি হিন্দু কমিউনিস্ট হিন্দু আর এস এস সবাই একক স্বাধীন বাংলা দেশ মানে নাই,তারাই বেঙ্গল ভাগ করতে কংগ্রেস এবং বৃটিশ সরকার কে বাধ্য করেছে কারণ বেঙ্গলে মুসলিম রা ছিল ৬৭% আর হিন্দু রা ৩২% অন্যান্য ১% । যেহেতু মুসলিম রা ভালভাবে সংখ্যা গরিষ্ঠ তাই।আউলিফাউল কথার দিন শেষ। বাস্তব সত্য কথা ছাড়া উপায় নাই ♦️
একমাত্র ধর্ম ই মানুষকে মানবতা শেখায়। সভ্যতা মানবতা এসেছে ধর্ম থেকে আর সেটা কেবল মাত্র ইসলাম থেকে বাকি ধর্মে যদি মানবতা থেকে থাকে তারা ইসলাম থেকে শিখেছে।
ভারতে মুসলিম কষ্টে আছে। প বাংলায় ১৫% থেকে ৩০% হয়ে গেছে , ( ৩ কোটি হিন্দু বাংলাদেশ থেকে না গেলে) প বাংলায় এখন মুসলিম ৬০% হতো। মাদ্রাসা শিক্ষা সহ সরকারি বৃত্তি , মন্ত্রী /সেল খোলা ইত্যা দি
বাংদেশি হিন্দু এবং ভারতীয় মুসলমান- দুই তরফই বিশ্বাস করে বাংদেশ হিন্দুদের জন্য ও ভারত মুসলমানদের জন্য বসবাসের যোগ্য নয়। কুব বালা কতা, তা না হয় মাইনা নিলুম। কিন্তু..... কিন্তু, অবাক করা কান্ড- বাংদেশি হিন্দুরা বাংদেশকে বসবাসের উপযোগী মনে না করে বাংদেশ ছাড়তে চাইলেও , ভারতকে বসবাসের অনুপযোগী মনে করা ভারতীয় মুসলমানেরা কিন্তু কোনোমতেই ভারত ছাড়তে চাই না। শুধু কি এরাই- বাঙ্গু এবং পোর্কী মুসলমানেরা পর্যন্ত নৈতিক ও অনৈতিকভাবে ভারতে আসার জন্য বা বসবাসের জন্য চাতক পাখির মতো বসে থাকে। তবুও এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে ভারত মুসলমানের বসবাসের অনুপযুক্ত। এই হিপেক্রেট বৈশিষ্ট্যযুক্ত মুসলমানেরা কবে মানুষ্যতর হইবো কে জানে !?🙃
মাননীয়া সংস্কৃতি কন্যা তসলিমা নাসরিন আপনার রাজনৈতিক পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ! আপনার চেতনা সমৃদ্ধ পথ ই বাংলা দেশের প্রকৃত উন্নতি হবে। মহম্মদ ইউনুস কে যাঁরা মসনদে বসিয়েছেন তাঁদের উদ্দেশ্য মঙ্গল জনক নয়। পশ্চিম বঙ্গ থেকে প্রভাস মণ্ডল।
Had lot of curiosity about Taslima Nasreen. Never saw her in any interview or any presntation. Thanks to both of you for making this happened and discussed very important topics. Our country's future hang on balance, if not already damaged irreversibly.
তসলিমা নাসরিন আপনার বক্তব্য সঠিক সিদ্ধান্ত যে ভাবে তুলে ধরেছেন প্রতিটি সাংবাদিক ভাই বোনেরা উচিত এভাবে সংবাদ গুলো অনলাইনে পরিবেশন করা। কারণ সত্যি টা কিন্তু এক সময় বেড়িয়ে আসবে সত্যি আপা আপনাকে ধন্যবাদ। তবে হ্যাঁ সত্যি ইতিহাস কাউকে ক্ষমা করে না। বাবুল শেখ চর কিশোর গঞ্জ ৯ন্ ওয়ার্ড সোনার গাঁ থেকে।
আমি শ্রদ্ধেয়া তসলিমা নাসরিন মহোদয়াকে ২০ বৎসর পূর্বে দেখেছিলাম, আজকে এই শ্রদ্ধেয়া লেখিকাকে দেখে চিনতেই পারছিলাম না। আজকে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আজকে অনেক পজিটিভ লাগছে, অনেক উন্নত স্বাস্থ্যের পরিচর্যা করছে বুঝলাম।
শ্রদ্ধেয়া তসলিমা নাসরিনের কন্ঠ শোনার অনেক ইচ্ছে ছিলো। আসাদ নুরের সুবাদে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমার খুব প্রিয় একজন মানুষ তিনি, অনেক বছর পর আজকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে। তবে আসাদ নুরের শুরু টার কথা যে ভাবে উথ্যপন করা হলো তাতে একটু অভাগ হয়েছি । আসলে মেম, শেখ হাসিনা খারাপ ছিলো না । শেখ হাসিনা খারাপ হতে পারে না, কানণ সে শেখ মজিবের মেয়ে , তাকে আমি সেই ১৯৮১ সাল থেকে দেখছি । আজকে দেশের এই অবস্তার জন্য দায়ি হলো তার দলের কিছু লোভী লোক খারাপ লোকতৈল মাজা লোক যাদের জন্য আজ সোনার বাংলা জাহান নাম হয়েছে । একটি কথা মেম এই দেশে শেখ হানিসার চেয়ে আপন এবং ভাল বাসতে পারবে না ।অোমরা এমন একটা জাতি নিজে স্বথ্যের জন্য সব কিছু করতে পারে । আমরা সেই ব্রিটিশ আমল থেকে মির জাফরের রক্ত আমদের দেহে প্রবাহিত হইতেছে । আজকে যা কিছু চলছে সব কিছু নিজ নিজ স্বথ্যে চলেছে এখন চলছে এবং আগামিতে চলবে । আমি খুব স্বাধারণ একজন মানূষ নিজে রাত দিন প্ররিশ্রম করে সংসার চালাতাম । অতি কস্ট এবং দু:খের সাথে বলতে হয় আমার সে পরিশ্রেমের জায়গা টুকু গত ৬ ই আগস্ট থেকে জবর দখল হয়ে গিয়েছে । আমি নির উপয় কারো নিকট বলতে পারি নাই কারো কাছে সাহয্য চাইতে পারি নাই । কারণ ঐ সময় কেউ কাউকে সাহায্য করা তো দুরে থাক কথা ও বলে নাই । যে খানে পুলিশ অসহায় সে খানে আমার মত এজন অতি নগ্যকে কে সাহয্য করবে । গত ৬ তারিখ থেকে আমার আয়ের রাস্তা বন্দ খুব মানবেতর জীবন যাপন করছি । কাউকে কিছু বলতে পারেছি । জীবন কি ভাবে চলবে জানি না ইতি মধ্য এক মাত্র ছেলেকে গ্রামে পাঠিয়ছি ঢাকায় রাখার মত অবস্তা েএখন নাই নিজে এখন একটা চাকুরী খুজছি কিন্ত .... যে যা বলুক না কানো আমি বলবো শেখ হাসিনার সময় আমাদের মত পরিবার গুলো একটু মাথা গোজার ঠাই ছিলো । অন্তত দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে পরে বাস্তে পারেছিলো এখন সে ভাত কাফুরের অধিকারটুকু আমরা অনেকে হারিছে । সামনে আমাদের মত পরিবার বেছে থাকতে পারবে কি না জানি না ।মেম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন আমিন ।
আসাদ সাহেব, জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে না দিয়ে, ব্যাক্তি পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর জন্ম দিবস পালন করতে পারেন, সে স্বাধীনতা বিরোধী সেটা কি বুঝিয়ে বলতে হবে?
শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো আছে, যারা মুক্তচিন্তায় বিশ্বাস করে, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বিজ্ঞানমনস্ক তারাই ইনশাআল্লাহ দেশকে, ইসলামকে আরো এগিয়ে নেবে
ডিয়ার তসলিমা নাসরিন অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।এত অরাজগতার মধ্যে আপনাকে প্রশ্ন না করে পারছি না।সেই সাদা কালো টিভি তে অনেক বছর আগেও যেমন দেখেছি এখন রংগিন জগতে ও আপনাকে তেমনই দেখছি। নাম দেখে যখন ছবি র প্রতি তাকালাম তখন চিনতেই কস্ট হলো।আপনার বলা কথার মাধূর্য্য বলে দিল আপনিই সেই জন।বেচে থাকুন মানুষদের মাঝে অনন্তকাল!!!
বাংলাদেশ অসাম্প্রদায়িক হোক এটাই কামনা। তবে এটা সম্ভব হবে কিনা তা আজ সত্যিই প্রশ্নবিদ্ধ। প্রাণ গেলো সাধারণ মানুষের আর বের হয়ে আসছে শিবির। এটা কল্পনা করতে কষ্ট হয়। হাসিনা এভাবে যাক তা চাইনি। কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়তো ওনার সাথে প্রকৃতির বিচার।
Sadharon msnush more jai vai, lorai kore nijeder mddhe, kintu neta montrira, ugrobadira morena, tder chhele mera bidese nirapod e thak. Amra shikkha, sastho, sastho na pe more jai
তসলিমা নাসরিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, "মাদ্রাসার শিক্ষা দেশের জন্য, মানবতার জন্য বিপদজ্জনক"।
খুব ভালো লাগলো। তসলিমা নাসরিন যে উদার মনোভাবাপন্ন মুক্ত মনের মানুষ, সেটা জানতাম। আরো ভালো লাগলো যে আসাদ নূরের মানসিকতাও একইরকম
তসলিমা নাসরিন......great job 👍👍👍....with my love 💕💕💕
প্রিয় লেখিকার অশেষ মূল্যবান মূল্যায়নে ঋদ্ধ হচ্ছি। সুস্থ সংস্কৃতির অভাবে কি হতে পারে তা প্রাঞ্জল ভাবে বলে চলেছেন। অনেক অনেক শুভেচ্ছা ।
তক্ষশীলা , নালন্দা , বিশ্ব থেকে মানুষ পড়তে আসতো , আর সেগুলো ধ্বংশ করেছে মুসলিমরা , মানুষকে শিক্ষা দেয়া ভারত শুরু করে ছিল সেই সময় , তখন এতো উন্নত বিজ্ঞান , বর্তমান শিক্ষা ছিল না । সেই পরিস্থিতিতে এই বিশ্ব বিদ্যালয় গুলো , অনেক চিকিৎসক, বিশেষজ্ঞ বানিয়েছে । মানুষের বর্তমান ধর্ম সঠিক শিক্ষা হওয়া উচিত 🙏
আসাদ নুর এবং তসলিমা নাসরিনকে বলতে চাই, আপনারা যখন লাইভ করবেন, কোন পোস্ট দিবেন, ভিডিও করবেন সবসময় চেষ্টা করবেন সংশয় ডট কম সাইটটা প্রমোট করে দিবেন। কাটা দিয়েই কাটা তুলতে হবে।
Sundor alochona , Alochonay bebachona ,Bebachonay bastobayon. Go ahead Thank
যতনে রতন চিনে আসাদ নুর চিনে তাসলিমা
তসলিমা নাসরিনের মতো কেউ বাংলাদেশের উপদেষ্টা পদে থাকলে আজকে বাংলাদেশের মডেল অন্যরকম হয়ে যেত..বাংলাদেশ নিঃসন্দেহে প্রগতিশীল রাষ্ট্র হতো 😉😎
ইসলাম আনব অথচ খাঁটি ইসলাম আসবে না তা হয় না। সাপ পুষব কিন্তু সাপ কামড়াবে না, তাও সম্ভব নয়। কারন, সাপের বিষ একবার বার করে দিলেও সাপের দাঁতে আবার বিষ জন্মাবে। ইসলামের বাড় বাড়ন্ত ই বাংলাদেশের কাল হয়েছে। বর্তমানে যে দেশের অধিকাংশ মানুষই এখন ইসলামি সারিয়াতন্ত্রে বিশ্বাসী, সেখানে অদূর ভবিষ্যতে আধুনিক শিক্ষা ও আধুনিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সম্ভব নয়। হয়ত সুদূর ভবিষ্যতে মানুষ যখন বিরক্ত হতে হতে অতিষ্ঠ হয়ে উঠবে, তখন হয়ত পরিবর্তন আসবে।
এইটাই হচ্ছে একজন শিক্ষিত রুচিশীল মানুষ দের আলোচনা ভালো থাকবেন ❤️ কলকাতা থেকে বললাম
Malusthan theke?
@@ArafAzam-fv4ivধর্মান্ধ মরুদস্যু মহোন্মাদের ভক্ত?
ধন্যবাদ তসলিমা নাসরিন, আপনার বক্তব্য সাথে সহমত পোষণ করছি।
@@afzalhossain117 দুই নাস্তিকে অনেক দিন পর দেখলাম,
আজাদ নুর এই channel e তসলিমা নাসরিন এর বক্তব্য অতি অনবদ্য এবং সুন্দর নর সাহেব এবং তসলিমাকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা , ভারত।
@@satyagopalroy2275 Taslima Nasrin er kothabarta shune ekjon buddhihin r protibondhi mone holo. Kothar kono logic nai. Ja khushi tai bole.
সঠিক বিশ্লেষণ ডাঃ নাসরিনের ।
@@faisal.comilla.98 আপনি লজিক্যাল কথাবার্তা কি ভাবে বলতে হয় জানেন?
@ Taslima r cheye beshi jani
চমৎকার চমৎকার খুব ভাল লাগল শ্রদ্ধেয়া তসলিমা নাসরিনের কথাগুলো ।
প্রতারনার কাহন। কতটা ভিডিও শুনলাম, আজ ওনাদের খেদ বেরিয়ে দিলেন।
আমি ভারতীয় তবে পূর্ব পুরুষরা বাংলাদেশের মানুষ ছিলেন। দেশ ভাগের পর চলে এসেছেন। তাই আমার বাংলাদেশের জন্য কষ্ট হয়।
@@tapatimajumder91 জয় ইস্টবেঙ্গল ❤️💛
আমি বাংলাদেশের বাগেরহাট থেকে বলছি,ম্যাডাম আপনার সাথে একমত।
অনেক সুন্দর মতামত দিলেন ধন্যবাদ
আপনাকে।আপনাকে দেশে দেখতে চাই এবং সংসদে।
আপনি ভারতে আছেন আপনার অনেক বিশ্লেষণ আমরা দেখি সত্যিই ভালো লাগে। আপনাকে কাগজের পাতায় দেখি কিন্তু আজকে ভিডিওতে দেখছি খুব ভালো লাগছে আপনার কণ্ঠস্বর টাও খুব ভালো। মনে-মনে যেমন ভাবতাম যে ঠিক তেমনি একজন মানুষ আপনি।
আসাদ নূর এবং তসলিমা নাসরিন মুক্ত চিন্তার মানুষ।
মৌলবাদীরা তাদের ব্যবসার মঞ্চে গুজব ছড়ায় ছিল তসলিমা নাসরিন মারা গেছে।😂ব্যবসা সফল।
আজ তিনি আমাদের সামনে❤❤ভালবাসা নিবেন প্রিয় দুজনই❤❤
দুই পালাতক চোর 😂😂😂
আমারও দুজন প্রিয় ব্যক্তি আছে একজন হলেও কলকাতার বুদ্ধিজীবী প্রশান্ত রায় আর একজন হলো দিনও কৃষ্ণ ঠাকুর দুজনে খুব প্রিয় ব্যক্তি আমার
গতকালও ঢাকায় আই সিসের ব্যানার নিয়ে মিছিল করেছেন।
বাংলাদেশে প্রগতিশীল লোকের সংখ্যা খুবই নগন্য,আর যরা আছেন তারা প্রতিবাদ করবেন না,পারবেন না।
তুই মনে হয় জারজ সন্তান
জলপাইগুড়ি আসার আহবান করছি, তসলিমা নাসরিন কে 🙏🧡🧡🧡 পশ্চিমবঙ্গ, ভারত
প্রকৃত শিক্ষিত ও মানবিক ব্যক্তিত্ব পরিচয়, পৃথিবীতে এরকম ব্যক্তিত্বর খুব প্রয়োজন এসময়ে ।
Absolutely right many many thanks very good talking, ইসলামী মৌলবাদীরাই আমাদের বাংলাদেশকে শ্মশান এ , পরিণত করছে ।
You are not muslim and no faith in Quoran.
@@F.Cmonily commonsense is imp . Not need to be muslim to discuss
@@F.Cmonilyএটাই তো হওয়া উচিত সমগ্র বিশ্ব জুড়ে।
তসলিমা নাসরিন আপুর সঙ্গে আমরা বাঙালী জাতি সম্পুর্ন ভাবে একমত৷ ধন্যবাদ আপু আপনাকে
তোর ভিতরে বাঁশ ভরতে চাই,
jobai kormo 😁😁😁😁😁
@@MdAnas-q7i😂😂😂
কতটা বিচক্ষণ আর মেধাবী মানুষকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি ভেবেই লজ্জা লাগতেছে। আমাদের উন্নয়ন কিভাবে হবে?
অসম্ভব ভালবাসা ❤❤❤❤
গঠনমূলক আলোচনার জন্য উভয়কে ধন্যবাদ জানাই।
She is really polite and sober.Respect from the bottom of my heart
ধন্যবাদ, প্রিয় তসলিমা নাসরিন ও উপস্থাপনক কে 🎉
তুই তাহলে নাস্তিক
৫৭০ মডেল মসজিদ তৈরি করে প্রতিমাসে ৫,০০,০০০/- মডেল উগ্রপন্থী তৈরির কারখানা করা হয়েছে।
@@ranjithazra3550 কয়টা উগ্রবাদী তৈরি হয়েছে?
ফাউ কথা বলে লাভ আছে?
দুই জনই গরু খায় 😂😂😂
@@zulkernine7048 শুয়োর খেলেই বা কি এসে যায়.. মন থাকতে হবে উদার 😉🤣😂😭
বাঙ্গু মোমেনspotted 😂 @@zulkernine7048
ইন্ডিয়ার রেন্ডি চেম্পাচুতিয়া 😂😂
আসলেই উনি তো আর রাজনীতিবিদ না উনার বয়স ৮৫ বছর মানুষ 75 এর পরেই স্মরণশক্তি কমে আসে আর মানুষের সাথে সম্পৃক্ত নাই মানুষ কি চায় সেই ভাষা জানা নাই অনেক অনেক ধন্যবাদ আপু
ধন্যবাদ তসলিমা নাসরিন তোমাকে অনেক ধন্যবাদ।
আপনারা দুই জনকে জানাই আন্তরিক শুভকামনা। চট্টগ্রামে ১৯৮০ সালের দিকে দেয়াল লিখনে দেখেছিলাম,ইসলামিক গণতন্ত্রের কথা।
লেখিকার কথা শুনে খুব ভালো লাগলো ❤❤❤
আসাদ নূর, আপনি প্রশ্ন করতে গিয়ে কথা লম্বা করে ফেলেন। কথা গুছিয়ে প্রশ্ন করলে ভাল হয়। আর অতিথিকে আরোও বেশি বলতে দিন পরবর্তী প্রশ্নে যাবার আগে। শ্রোতারা শুনতে চায়। অনেক ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।
আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ❤❤❤❤
দুই জনই গরু খায় 😂😂😂
@@zulkernine7048
Pork 🐖 khabhi kangladeshi
আসাদ ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলা লেখার চেষ্টাই করছি
Absolutely right. Hasina definitely Molla Toshon korechen. Charpokar factory baniechen. Dari, tupi, hijab, boroka mandatory korbe.
দুই জনই গরু খায় 😂😂😂
🐄🐮
দুজনার আলোচনা খুব ভালো লাগছে।
নাসরিন আপু আপনার কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগছে, এবং আপনার মত মানুষ বাংলাদেশের জন্য খুব জরুরি। কিন্তু আমি হতভাগ্য একটা দেশে জন্মেছি, যে দেশ আপনার মত রত্নকে চিনলো না।
😮সুন্দর ধনাত্মক আলোচনা, সকল মুসলমানের মানসিকতা যদি আপনাদের দু'জনের মতো হতো, তাহলে এই বিশ্ব অনেক সুন্দর হতো।।
তসলিমা নাসরিন আপনার বক্তব্য মনে শান্তি পেয়েছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আপনার দীর্ঘ আয়ু কামনায় আমি বাবুল শেখ চর কিশোর গঞ্জ ৯ন্ ওয়ার্ড সোনার গাঁ থেকে।
তসলিমাদি আপনি যেমন নিজের জন্মভূমিতে ফিরতে চান, সেটা আপনার অধিকার। তেমন রাম মন্দির ভেঙে বাবাড়ি মসজিদ করেছিল, সেটা দেশের কোর্টের মাধ্যমে ফিরে পেয়েছে। এটা ভুল বলতে পারেননা।
@@Bharatia76 বাবরি মসজিদ ভাঙতে কোর্ট বলেছিল?? বরং অযোধ্যা রাম মন্দির বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছিল, বাবরি মসজিদ ভাঙার ঘটনা সম্পূর্ণভাবে সংবিধান বিরুদ্ধ এবং আইনের চোখে একটি অপরাধ।
সাম্প্রদায়িকতা সবসময়ই খারাপ, তা সে হিন্দু বা মুসলিম যে কোনো ধর্মেরই হোক না কেন। প্রতিটি ধর্মের ধর্মগ্রন্থ গুলো রচিত হয়েছিল বহু যুগ আগে। বর্তমান এই আধুনিক সময়ে দাঁড়িয়ে সেইসব ধর্মগ্রন্থগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা কতটা যুক্তিযুক্ত হবে!
বরং ধর্ম যে যার ব্যক্তিগত পরিসরে থাকুক, দেশ এবং দেশের নাগরিকরা সংবিধানকেই অক্ষরে অক্ষরে মেনে চলুক। দেশের সরকার কোনমতেই সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ধর্ম কে শোষণ করতে পারে না। ধন্যবাদ।
১৯৪৭ সালে বৃটিশ সরকার মোহাম্মদ আলী জিন্নাহ কে পাকিস্তানের মানচিত্র তথা মুসলিম দের জন্য ভূখণ্ড নির্ধারণ করার আহ্বান জানায়। জিন্নাহ তখন বেঙ্গল কে বাদ দিয়ে দিলে আজ এই সব সমস্যা হতো না, আমরা ভারতের নাগরিক হয়ে থাকতাম, সেটাই তো ভাল হতো। কি বলেন তসলিমা নাসরিন ❓ উভয় কে ধন্যবাদ
আপনাদের মতো সুস্থ চিন্তার মানুষদের জন্য কষ্ট হয়, ভালো বাসা জানাই।
আপনাদের দেশের মানুষের মানসিক স্বাস্থ্য দেখে মনে হয় ভারত বিভাগের জন্য ভারতের সাধারণ মানুষ বেঁচে আছে নাহলে এতোদিনে পুরো ভারতবর্ষের অবস্থা আফগানিস্তানের মতো হতো।
প্রথমতঃ আমি প্রশ্ন করেছি তসলিমা নাসরিন এবং।আসাদ নুরের কাছে। অন্য কারও মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয় ♦️ ধন্যবাদ
আপনি হয়তো জানেন না Sk Mujibur Rahaman 1947 এ Muslim League করতেন এবং বাংলা ভাগের একজন হোতা
শেখ মুজিব বৃটিশ আমলে ঘোড়ার ডিম ছিল। সোহরাওয়ার্দী সাহেবের দেহরক্ষী ছিল মাসিক ৫০ রুপি বেতানে ♦️আর বাঙলা ভাগ সম্পর্কে তুমি কিছুই জান না। হিন্দু কংগ্রেসি হিন্দু কমিউনিস্ট হিন্দু আর এস এস সবাই একক স্বাধীন বাংলা দেশ মানে নাই,তারাই বেঙ্গল ভাগ করতে কংগ্রেস এবং বৃটিশ সরকার কে বাধ্য করেছে কারণ বেঙ্গলে মুসলিম রা ছিল ৬৭% আর হিন্দু রা ৩২% অন্যান্য ১% । যেহেতু মুসলিম রা ভালভাবে সংখ্যা গরিষ্ঠ তাই।আউলিফাউল কথার দিন শেষ। বাস্তব সত্য কথা ছাড়া উপায় নাই ♦️
আপনারা ধর্মে বিশ্বাসী নন,তাতে তিল পরিমাণও দু:খ নেই। তবে আপনাদের বাস্তবতা,মানবতা আমার কাছে ভালো লাগে।
অনেক অনেক শুভকামনা রইলো!
❤❤
একমাত্র ধর্ম ই মানুষকে মানবতা শেখায়। সভ্যতা মানবতা এসেছে ধর্ম থেকে আর সেটা কেবল মাত্র ইসলাম থেকে বাকি ধর্মে যদি মানবতা থেকে থাকে তারা ইসলাম থেকে শিখেছে।
@@khademulislam1664
ইসলাম হলো অতি জঘন্য অমানবতার ঠাঁই।
অপকর্ম তো সেখানেই বাড়ে, ইসলাম যেখানেই।
@@khademulislam1664
ইসলাম কোনো ধর্মই নয়।এ এক ভ্রান্ত মতবাদ।
এ শুধু ছড়ায় মধ্যযুগীয় অজ্ঞতা আর অপরাধ।
@@khademulislam1664
ইসলাম কোনো ধর্ম আদৌ নয়।
এ এক ভ্রান্ত মতবাদ শুধু হয়।
@@khademulislam1664
মানবতাহীন ইসলাম মানে যারা ,
পাজীর পা-চাটা পশুর অধম তারা।
ধন্যবাদ আলোকিত জীবন পথিক, সত্য উদঘাটনে নিবেদিত, নিঃশঙ্কচিত্ত, স্বাধীন বাংলাদেশের সচেতন নাগরিক,নির্বাসিত।
আপনাদের প্রানখুলে হাসি দেখে আমাদের কান্না পাচ্ছে, আপনারা নিরাপদেই আছেন। আমাদের কি হবে?
কেন?
@@OmiShahriar-g6u বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, ঐটা এখন আবার পূর্ব পাকিস্তান।
তাই।
তুই ওদের কাছে যা@@Shahajada1983
Watching your video from India. My heartiest wishes to Asad Noor and Taslima Nasreen madam.
She is within the top 10 women in BD. Well educated, polite and social reformer.
I will put her in second place after kazi nazrul Islam because she has a guts to say truth evidence her Book LAJJA.❤❤❤
True.. she is the greatest muslim woman in this sub-continent today
তসলিমা নাসরিন ম্যাডাম এবং আসাদ নুর ভাই আপনাদের দুজনকেই খুব শ্রদ্ধা করি। আপনাদের দুজনের দীর্ঘায়ূসহ সুস্বাস্থ্য কামনা করছি।
Hari Das pal baba kemon acho.😂😂😂
ভারতে মুসলিম কষ্টে আছে। প বাংলায় ১৫% থেকে ৩০% হয়ে গেছে , ( ৩ কোটি হিন্দু বাংলাদেশ থেকে না গেলে) প বাংলায় এখন মুসলিম ৬০% হতো। মাদ্রাসা শিক্ষা সহ সরকারি বৃত্তি , মন্ত্রী /সেল খোলা ইত্যা দি
বাংদেশি হিন্দু এবং ভারতীয় মুসলমান- দুই তরফই বিশ্বাস করে বাংদেশ হিন্দুদের জন্য ও ভারত মুসলমানদের জন্য বসবাসের যোগ্য নয়। কুব বালা কতা, তা না হয় মাইনা নিলুম। কিন্তু.....
কিন্তু, অবাক করা কান্ড- বাংদেশি হিন্দুরা বাংদেশকে বসবাসের উপযোগী মনে না করে বাংদেশ ছাড়তে চাইলেও , ভারতকে বসবাসের অনুপযোগী মনে করা ভারতীয় মুসলমানেরা কিন্তু কোনোমতেই ভারত ছাড়তে চাই না।
শুধু কি এরাই- বাঙ্গু এবং পোর্কী মুসলমানেরা পর্যন্ত নৈতিক ও অনৈতিকভাবে ভারতে আসার জন্য বা বসবাসের জন্য চাতক পাখির মতো বসে থাকে। তবুও এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে ভারত মুসলমানের বসবাসের অনুপযুক্ত।
এই হিপেক্রেট বৈশিষ্ট্যযুক্ত মুসলমানেরা কবে মানুষ্যতর হইবো কে জানে !?🙃
30 শতাংশের বেশি
দুই জনই গরু খায় 😂😂😂
@@zulkernine7048so what even south indian Hindu eat beef.
Variable perception from history of humanity
অনেকদিন পর আজকের আলোচনা ভালো লাগলো তসলিমা নাসরিন আপার জন্য ধন্যবাদ ভালো থাকেন ।
তোমার ধারনা একেবারেই আমার সাাথে মিলে যায়,,স্যলুট বোন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সুবুদ্ধি দান করুন।।।।
আপনাদের দুইজন কে ধন্যবাদ
মাননীয়া সংস্কৃতি কন্যা তসলিমা নাসরিন আপনার রাজনৈতিক পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ! আপনার চেতনা সমৃদ্ধ পথ ই বাংলা দেশের প্রকৃত উন্নতি হবে। মহম্মদ ইউনুস কে যাঁরা মসনদে বসিয়েছেন তাঁদের উদ্দেশ্য মঙ্গল জনক নয়। পশ্চিম বঙ্গ থেকে প্রভাস মণ্ডল।
তসলিমা আপু আমি তোমাকে পড়ি আমি তোমাকে শুনি আর আমি তোমাকে ভালোবাসি,❤
Had lot of curiosity about Taslima Nasreen. Never saw her in any interview or any presntation. Thanks to both of you for making this happened and discussed very important topics. Our country's future hang on balance, if not already damaged irreversibly.
সুন্দর বিশ্লেষন করেছেন আপনারা।
ম্যাডাম আমি একজন আপনার গুণমুগ্ধ পাঠক। আপনার সুচিন্তিত মতামত এর জন্য আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের বর্তমান পটভূমিতে আপনার নতুন কিছু লেখা আশা করছি।
"হঠাৎ জনগণ সব রাস্তায় নেমে পড়েছে, আর স্বৈরাচার পতন হয়েছে, বিষয়টা তেমন না। এভ্রিথিং ওয়াজ পারফেক্টলি প্ল্যান্ড।" -ড. ইউনুস
And he was the mastermind
আসাদ ও তাসলিমা, এই দুজন ব্যক্তির হৃদয় হল আসল জান্নাত। কল্পনার হুরদের বেহেস্ত নয়।
তুমি জান্নাত জাহান্নামের কি বোঝো?
সঠিক মূল্যায়ন আপনাদের। বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থার বিশেষ প্রয়োজন পৃথিবীর সর্বত্রই।
৩০ বছর হলো, তসলিমা নাসরিন, দেশে আসতে পারে না! 😢😢😢
উভয়কেই আদাব, সহমত পোষণ করে, ভালো এবং সুস্থ থাকার কামনা করছি।
তসলিমা আপুও এদেশের একটি রত্ন।
আজ তিনি নির্বাসিতা😢😢। যেটা লজ্জার। ধিক্কার বাংলাদেশী সমাজ ব্যবস্থার।
আপনি সামনে থাকলে একটু আদর করতাম,
তসলিমা নাসরিন আপনার বক্তব্য সঠিক সিদ্ধান্ত যে ভাবে তুলে ধরেছেন প্রতিটি সাংবাদিক ভাই বোনেরা উচিত এভাবে সংবাদ গুলো অনলাইনে পরিবেশন করা। কারণ সত্যি টা কিন্তু এক সময় বেড়িয়ে আসবে সত্যি আপা আপনাকে ধন্যবাদ। তবে হ্যাঁ সত্যি ইতিহাস কাউকে ক্ষমা করে না। বাবুল শেখ চর কিশোর গঞ্জ ৯ন্ ওয়ার্ড সোনার গাঁ থেকে।
আপনাদের শ্রমের বিনিময়ে হাজারও মানুষ আলো পাচ্ছে
ভাই এবং আপু দুজনের আলোচনা খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ।
প্রিয় লেখিকা তসলিমা নাসরিনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আমি শ্রদ্ধেয়া তসলিমা নাসরিন মহোদয়াকে ২০ বৎসর পূর্বে দেখেছিলাম, আজকে এই শ্রদ্ধেয়া লেখিকাকে দেখে চিনতেই পারছিলাম না। আজকে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আজকে অনেক পজিটিভ লাগছে, অনেক উন্নত স্বাস্থ্যের পরিচর্যা করছে বুঝলাম।
Thank you taslima nasreen many many thanks to you...
আপনাদের দুজনের জন্যই প্রাণঢালা ভালবাসা অভিনন্দন আপনারা দীর্ঘজীবী হোন এবং মানবতার জয় গান গেয়ে যান ❤🎉
Asad Noor, you are really great! Love from India brother! Keep it up!
Two legends in one frame ❤💀🔥
ধন্যবাদ তসলিমা।দীর্ঘ জীবি হও।
ঘরে ঘরে স্বাধীনতার স্হপতি জাতির পিতা বংগবন্ধু ও শেখ হাসিনা মানেই বাংলাদেশ । জয় বাংলা জয় বংগবন্ধু।
আমরা 1947সালে স্বাধীনতা পেয়েছি
Thanks dear Asad Noor Bhai & Taslima Apa
শ্রদ্ধেয়া তসলিমা নাসরিনের কন্ঠ শোনার অনেক ইচ্ছে ছিলো। আসাদ নুরের সুবাদে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমার খুব প্রিয় একজন মানুষ তিনি, অনেক বছর পর আজকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে। তবে আসাদ নুরের শুরু টার কথা যে ভাবে উথ্যপন করা হলো তাতে একটু অভাগ হয়েছি । আসলে মেম, শেখ হাসিনা খারাপ ছিলো না । শেখ হাসিনা খারাপ হতে পারে না, কানণ সে শেখ মজিবের মেয়ে , তাকে আমি সেই ১৯৮১ সাল থেকে দেখছি । আজকে দেশের এই অবস্তার জন্য দায়ি হলো তার দলের কিছু লোভী লোক খারাপ লোকতৈল মাজা লোক যাদের জন্য আজ সোনার বাংলা জাহান নাম হয়েছে । একটি কথা মেম এই দেশে শেখ হানিসার চেয়ে আপন এবং ভাল বাসতে পারবে না ।অোমরা এমন একটা জাতি নিজে স্বথ্যের জন্য সব কিছু করতে পারে । আমরা সেই ব্রিটিশ আমল থেকে মির জাফরের রক্ত আমদের দেহে প্রবাহিত হইতেছে । আজকে যা কিছু চলছে সব কিছু নিজ নিজ স্বথ্যে চলেছে এখন চলছে এবং আগামিতে চলবে । আমি খুব স্বাধারণ একজন মানূষ নিজে রাত দিন প্ররিশ্রম করে সংসার চালাতাম । অতি কস্ট এবং দু:খের সাথে বলতে হয় আমার সে পরিশ্রেমের জায়গা টুকু গত ৬ ই আগস্ট থেকে জবর দখল হয়ে গিয়েছে । আমি নির উপয় কারো নিকট বলতে পারি নাই কারো কাছে সাহয্য চাইতে পারি নাই । কারণ ঐ সময় কেউ কাউকে সাহায্য করা তো দুরে থাক কথা ও বলে নাই । যে খানে পুলিশ অসহায় সে খানে আমার মত এজন অতি নগ্যকে কে সাহয্য করবে । গত ৬ তারিখ থেকে আমার আয়ের রাস্তা বন্দ খুব মানবেতর জীবন যাপন করছি । কাউকে কিছু বলতে পারেছি । জীবন কি ভাবে চলবে জানি না ইতি মধ্য এক মাত্র ছেলেকে গ্রামে পাঠিয়ছি ঢাকায় রাখার মত অবস্তা েএখন নাই নিজে এখন একটা চাকুরী খুজছি কিন্ত .... যে যা বলুক না কানো আমি বলবো শেখ হাসিনার সময় আমাদের মত পরিবার গুলো একটু মাথা গোজার ঠাই ছিলো । অন্তত দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে পরে বাস্তে পারেছিলো এখন সে ভাত কাফুরের অধিকারটুকু আমরা অনেকে হারিছে । সামনে আমাদের মত পরিবার বেছে থাকতে পারবে কি না জানি না ।মেম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন আমিন ।
তসলিমা ম্যম কে চেনা যাচ্ছে না। উনি আমার ভালো লাগার মানুষ। আপনার মত থাকুন।
দুই ইবলিশ শয়তান একসাথে,
দুই জনই গরু খায় 😂😂😂
@@zulkernine7048 to ki holo mc
তসলিমা দিদি এবং আসাদ নুর ভাই আলোচনা শুনে যদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কিছু শিক্ষা হয় , তাহলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হতে পারে ।
Thank you very much for positive discussion.
তসলিমা বুবুকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে।
তাসলিমা আপুকে অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু।
এটাই বাংলাদেশ কে নিয়ে আর ভাবতে চাইনা তবু দেশের চিন্তায় ঘুম আসেনা। দেশটা যে কোন দিকে যাচ্ছে।
Really interesting and highly appreciable discussion. She is audible.
আসাদ সাহেব, জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে না দিয়ে, ব্যাক্তি পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর জন্ম দিবস পালন করতে পারেন, সে স্বাধীনতা বিরোধী সেটা কি বুঝিয়ে বলতে হবে?
দুজনেই অনেক ভালো কাজ করে যাচ্ছেন ❤আশা রাখি সামনের দিন গুলোতেও মানবতার জন্য কাজ করবেন। ভলো থাকবেন ❤
ম্যামকে অনেক ভালবাসি। অনেক ভালবাসা ও শ্রদ্ধা নিবেন আপনি যে জেলাতে বেড়ে উঠে ছিলেন সেখান থেকে।
তুই তোর নামটা পাল্টে দে,, নাস্তিকের বাচ্চা
From kolkata .Thankyou both of you.
সত্যি কথা বলছেন নাসরিন আপা ।আপনার সবগুল কথা সত্যি ।আপনি সব সময় দেশের সংগে থাকেন ।
সাহসী একজন লেখক তাসলিমা নাসরিন ❤❤
Tai to Desh theke moulabadi ra tariyeche.
শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো আছে, যারা মুক্তচিন্তায় বিশ্বাস করে, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বিজ্ঞানমনস্ক তারাই ইনশাআল্লাহ দেশকে, ইসলামকে আরো এগিয়ে নেবে
@@mizanrahman2887 Islam and science are 2 different pol or you can say Islam and science are pols apart
এই যে ইনসাআল্লাহ বললেন অর্থাৎ আপনি কোনোভাবেই নিরপেক্ষ হতে পারেন না । কোনোদিন হতে পারবেন না ।
ডিয়ার তসলিমা নাসরিন অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।এত অরাজগতার মধ্যে আপনাকে প্রশ্ন না করে পারছি না।সেই সাদা কালো টিভি তে
অনেক বছর আগেও যেমন দেখেছি এখন রংগিন জগতে ও আপনাকে তেমনই দেখছি। নাম দেখে যখন ছবি র প্রতি তাকালাম তখন চিনতেই কস্ট হলো।আপনার বলা কথার মাধূর্য্য বলে দিল আপনিই সেই জন।বেচে থাকুন মানুষদের মাঝে অনন্তকাল!!!
দুই মহান মানুষকে একসাথে দেখলাম আমার সৌভাগ্য❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কার সাথে আমার তুলনা দিচ্ছেন! প্লিজ এই তুলনা করবেন না। তিনি আমাদের উজ্জ্বল নক্ষত্র।
তুইও কি নাস্তিক
@@Asad_Noorতাই নাকি নাস্তিক
ঘরে ঘরে সাহসী তসলিমা নাসরিন জন্ম হোক।
দুই ইবলিশ শয়তান একসাথে,
তাসলিমা নাসরিন, আমার প্রিয় ব্যক্তির একজন।
আপনারা বেশি বেশি করে প্রচার করুন।
কথাগুলি খুব সুন্দর হচ্ছে।
Stronly stand to save our hard earned mother land Bangladesh in1971.
দুইজন কে অনেক ধন্যবাদ ও শুভকামনা।
বাংলাদেশ অসাম্প্রদায়িক হোক এটাই কামনা। তবে এটা সম্ভব হবে কিনা তা আজ সত্যিই প্রশ্নবিদ্ধ। প্রাণ গেলো সাধারণ মানুষের আর বের হয়ে আসছে শিবির। এটা কল্পনা করতে কষ্ট হয়। হাসিনা এভাবে যাক তা চাইনি। কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়তো ওনার সাথে প্রকৃতির বিচার।
@@AnikaIslam-e5x শিবির কি আপনারে খাইছে নাকি,
কোনোদিনও হবে না
@@OmiShahriar-g6u ঠিক বলছেন।
Sadharon msnush more jai vai, lorai kore nijeder mddhe, kintu neta montrira, ugrobadira morena, tder chhele mera bidese nirapod e thak. Amra shikkha, sastho, sastho na pe more jai
মুক্তমনা দুই লিজেন্ডকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই
'ইসলামিক সাম্যবাদ' আর 'সোনার পাথর বাটি' একই কথা।
অনেক ভালোবাসি তসলিমা নাসরিন কে
সরাসরি দেখার খুব ইচ্ছে
তুমি কি তাকে একান্ত কাছে পেতে চাও? তোমার চাওয়া নিশ্চয়ই পুরণ হবে। অপেক্ষা কর।তোমার শয়ন কক্ষে এসে দেখা দেবে কোন নিদ্রাচ্ছন্ন স্বপ্নের মাঝে।
মনমুগ্ধ হয়ে শুধু শুনলাম। ভালো থাকবেন 🙏
তসলিমা নাসরিনের আপার সাথে আমি শতভাগ সহমত পোষণ করছি! ধর্মান্ধ হওয়ার চেয়ে নাস্তিক হাজারগুন ভালো
Dormer caye desh rokka boro......
❤❤❤❤❤ধন্যবাদ আমার প্রিয় দুজন মানুষকে আপনারা সবসময় ভালো থাকবেন ❤❤❤❤❤❤
দুই জনকে অনেক অনেক ধন্যবাদ।