অভিনেতা বলরাজ সাহানি র বর্ণময় জীবন কাহিনী | Balraaj Sahani | জীবনী | Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • বলরাজ সাহনির জন্ম ১৯১৩ সালের ১ মে রাওয়ালপিন্ডি শহরে। তাঁর বাবা হরবংশলাল সাহনি ও মা লক্ষ্মীদেবী। জন্মের পর তাঁর নাম রাখা হয় যুধিষ্ঠির, যা পঞ্জাবি জিভে উচ্চারিত হত ‘যুধিস্থার’। তাঁদের এক পিসি সেই উচ্চারণকে ক্রমে বদলে ফেলেন ‘রেজিস্টার’-এ। ফলে নতুন নামের দরকার হল, যা সহজে উচ্চারণ করা যায়। সেই নাম হল ‘বলরাজ’। আর্যসমাজী হরবংশলালের সংসারে পর পর পাঁচকন্যার জন্ম হলেও শৈশবেই তিন কন্যা মারা যায়। অবশেষে প্রথম পুত্র বলরাজের জন্ম। বাড়িতে প্রথম পুত্রসন্তানের আগমনের খবরে হরবংশলাল আনন্দে এতই আত্মহারা হয়ে পড়েন যে, বাজার থেকে ব্যান্ড পার্টি এনে বাড়ির সামনে দাঁড় করিয়ে দেন। তারাও তারস্বরে সেই ব্যান্ডের ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তোলে। পাড়ার লোকের কান ঝালাপালা হয়ে যায় আর সেই বাজনার তীব্রতায় সদ্য সন্তানের জন্ম দেওয়া মা অজ্ঞান হয়ে যান। ফলে পৃথিবীতে বলরাজ বেশ সশব্দ এসেছিলেন। যদিও ছোটবেলায় তিনি ছিলেন লাজুক প্রকৃতির। মুখ বুজে বাবা-মায়ের আদেশ মেনে চলাতেই স্বচ্ছন্দবোধ করতেন। বলরাজকে আদর্শ আর্যসমাজী বানাতে চেয়েছিলেন হরবংশলাল। প্রাচীন শিক্ষাপদ্ধতিতে শিক্ষিত করে তুলতে তাঁকে ‘গুরুকুল’ বিদ্যালয়ে ভর্তি করেছিলেন। ইচ্ছে ছিল, বড় হয়ে বলরাজ তাঁরই মতো একজন আমদানি-রফতানির কারবারি হয়ে তাঁর ব্যবসার হাল ধরবে।
    #information #biography #actor #jiboni

КОМЕНТАРІ • 15

  • @niharkantisain3148
    @niharkantisain3148 Місяць тому +1

    অসাধারণ একটি চরিত্রের সার্থক উপস্থাপন।

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Місяць тому

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @snag434
    @snag434 Місяць тому +1

    অভিনেতা বলরাম সাহানি তার বর্ণময় জীবন কিচ্ছু জানা ছিল না তোমার প্রতিবেদন থেকে জানতে পারলাম উপভোগ করলাম ভালো লাগলো

  • @akaisenpaitsubakihiganbana6706
    @akaisenpaitsubakihiganbana6706 Місяць тому +1

    Salute to the one of the few greatest world actors.

  • @gourangamukherjee5316
    @gourangamukherjee5316 Місяць тому +3

    বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বহুবার বিভিন্ন সাক্ষাতকারে বলেছেন যে তাঁর অভিনয়-জীবনের একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হলেন বলরাজ সাহনী!

  • @subhashdutta3694
    @subhashdutta3694 Місяць тому +1

    Onar bohu movie dekhechi. Bimal Roy er Kabuliwala ( in hindi ) mone rakhar mato. Bhalo laglo video ta. 👌

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 Місяць тому +1

    কিংবদন্তী যাহাকে ব'লে " শ্রদ্ধা !