দৃশ্যমান বিষয় অগ্রগতি হওয়াই বেশী জরুরী তার মধ্যে দ্রব্য মুল্য বিএনপির নামে চাঁদাবাজী আইনশ্রিংখলা যারা মনে করছে বিএনপি ক্ষমতায় তাই জাচ্ছেতাই করছে এসব বন্দ না করলে দলেরও ক্ষতি সরকারেরও ক্ষতি।
আমি আমার ব্যক্তিগত আ এনালাইসেস করে বলছি। অনেক শান্তিতে আছি, এবং সরকারও সঠিক পথে এগোচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো একটু সহযোগিতা করলে আমরা আরেকটু ভালো থাকতে পারতাম।
ভাই মাত্র তিন মাস ! অথচ মানুষ অস্থির হয়ে গেছে। ১৬ বছরের স্বৈরশাসন লুটপাট আমরা মুখ বুজে সহ্য করেছি। এখন তিন মাসেই আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। বিগত স্বৈরশাসকের দালাল চক্রের ওঁরা এবং ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পুনরাবৃত্তি করতে মিডিয়ায় এসব বেশী অপপ্রচার চালাচ্ছে।
বিয়ে করার পর তিন মাস বাছয় মাস পর যেমন বাচ্চা আসা করা যায় না তেমনি ১৭ বথরের জঞ্জাল তিন মাসে পরিস্কার সম্ভব নয়।
Right ur.
ধুর ছাই পাগল হয়ে গেছে
সাধারণ জনগণের কোন উপকার হয়নাই। হয়েছে ইউনুস ও তার উপদেষ্টা এবং সমন্বয়ক দের। সাধারণ জনগণ এদের কে চিনে ফেলেছে
অবিলম্বে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই
সব কিছু আকাশচুম্বী দাম মানুষের নাগালের বাইরে
আপু আপনার উপস্হাপনা দারুণ
❤❤❤❤❤
শুল্ক না কমিয়ে ওই শুল্কের টাকা দিয়ে গরিব মানুষদেরকে কম মূল্যে পণ্য দেয়া হোক। ব্যবসায়ীদেরকে সুবিধা দিয়ে লাভ নাই, ওরা চামার।
দৃশ্যমান বিষয় অগ্রগতি হওয়াই বেশী জরুরী তার মধ্যে দ্রব্য মুল্য বিএনপির নামে চাঁদাবাজী আইনশ্রিংখলা যারা মনে করছে বিএনপি ক্ষমতায় তাই জাচ্ছেতাই করছে এসব বন্দ না করলে দলেরও ক্ষতি সরকারেরও ক্ষতি।
সব কিছু ইউনুস খান করেছে।
মাত্র একশ দিন,এ এতো ঘটনা ঘটেছে,আরো দিন বাকি থাকল
ফলাফল শুন্য। দ্রব্যমূল্যের আগুন
Nation is in fears .
Aputi onk sundor 🙍👀
❤❤❤
আমি আমার ব্যক্তিগত আ
এনালাইসেস করে বলছি। অনেক শান্তিতে আছি, এবং সরকারও সঠিক পথে এগোচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো একটু সহযোগিতা করলে আমরা আরেকটু ভালো থাকতে পারতাম।
কোনো সাফল্যই নাই। একদম নেগেটিভ গ্রোথ। রিজার্ভ জুন২৬, ২০২৪ সে ছিল ২৭.১৫ বিলিয়ন ডলার আর আজ কমে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাহলে ৭ বিলিয়ন ডলার গেলো কই?
koy bosor galo ??????
ভাই মাত্র তিন মাস ! অথচ মানুষ অস্থির হয়ে গেছে। ১৬ বছরের স্বৈরশাসন লুটপাট আমরা মুখ বুজে সহ্য করেছি। এখন তিন মাসেই আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। বিগত স্বৈরশাসকের দালাল চক্রের ওঁরা এবং ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পুনরাবৃত্তি করতে মিডিয়ায় এসব বেশী অপপ্রচার চালাচ্ছে।
ফলাফল শুন্য।
কোন সফলতা নেই টেনে নামাতে হবে
কে বলে ফলাফল শূন্য, ??
আওয়ামী বোকাচুদার বলবে
গর্তে বসে টানবে কি করে?
১%,, ও,, উপকার,, করতে,, পারেনাই