Only 950/- Purulia Garh Panchkot Tour Plan | Baranti Purulia | Panchet Dam | Garh Panchkot One Day Tour Plan 2023 Video Link: ua-cam.com/video/nJ8qTJHcXXo/v-deo.html
So beautiful Purulia District, but still underdeveloped nation. We shall request more brilliant students to be brought to Purulia & make them settled at Purulia. Now, of course we have got Sidhu Kanu latest version University at Purulia. Your Purulia blog is informative & very good.
খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছো তুমি, ভিডিও শেষ করার সময় পুরো খরচের হিসেব বুঝিয়ে বলে দিলে আরও বেশি ভালো হতো বাবু 😀 ভালো থেকো নিজের খেয়াল রেখো আর এই ভাবেই এগিয়ে যেতে থাকো 🥰
অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ। দাদা। পরের ভিডিও গুলো তে এই জিনিস টা আমি করবো। ভিডিওর শেষে খরচের হিসেব টা আরেক বার বুঝিয়ে বলে দেবো এরপর থেকে ঠিক করেছি। আপনিও ভালো থাকবেন দাদা।♥️🙏
অসংখ্য ধন্যবাদ দাদা সাজেশন টা দেওয়ার জন্য। আরেক দাদাও এই রকমই একটা অনুরোধ করেছে আমায়। আগামী দিনে ইচ্ছে আছে খরচের হিসেবের একটা চার্ট টাইপ বানিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তবে জানেন কি দাদা, অনেক প্রবীণ মানুষ রয়েছেন আমার বাবা, মায়ের বয়সের যারা এই চ্যানেলের ভিডিও দেখেন। তারা কি ভাবে ডেসক্রিপশন বক্স খুলতে হয় সেই বিষয়ে ওয়াকিবহাল নয়। তাই ভাবছি কোথায় খরচের চার্ট টা দেওয়া যায়।
দাদা আমি দুই দিক থেকেই ভিন্ন সময়ে গিয়েছি অযোধ্যা পাহাড়। তবে পুরুলিয়া থেকে যাওয়া টাই সুবিধা এবং কম খরচ সাপেক্ষ মনে হয়েছে আমার। বারাভূম থেকে বাস গুলো ভর্তি ভর্তি আসে। সিট পাওয়া যায় না এবং পাহাড়ের উপরে যায়ও না বাস বা ট্রেকার। আপনাকে বাগমুন্ডি নামিয়ে দেবে বারভূম থেকে গেলে সেইখান থেকে আবার অটো ভাড়া করে ঘুরতে পারেন। অপরদিকে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে একদম অযোধ্যা হিল টপ পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে। তবে পাখি পাহাড় আবার বারভুম থেকে গেলে সুবিধা হয়।
600-700/- টাকা নিতে পারে তবে অটো কিন্তু মুরুগামা পর্যন্ত যাবে না। রাস্তা সেইদিকে বেশ আপহিল রয়েছে। আমার মনে হয় ছোটো গাড়ি ভাড়া করে ঘোড়াই সুবিধাজনক। প্রথমবার আমরা অটো করেই ঘুড়েছিলাম বাগমুন্ডি থেকে। সময়ও বেশি লাগে এবং যাত্রা আরামদায়কও হয় না।
2000-2500/- টাকা ধরে চলুন একদিনের সাইটসিয়িংয়ের জন্য ছোট গাড়ির ভাড়া। সিজন এবং হলিডের উপর ডিপেন্ড করে ভাড়া টা ওঠা নামা করে। তার উপর আপনার দরাদরি করার দক্ষতার উপর নির্ভর করবে।
আমরা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম। সেইবার গড় সার্কিট টা ঘুরিনি। হাতে সময় কম ছিল। তবে কিছুদিন আগে গড় পঞ্চকোট, বড়ন্তি লেক, এবং পাঞ্চেত ড্যাম ঘুরে এলাম। তবে স্টে করিনি। স্টে করলে ভালো লাগতো ঠিকই কিন্তু ওইসব জায়গায় সন্ধ্যার পর বিশেষ কিছু করারও থাকে না। তাই দিনের দিন ঘুরেই ফিরে এসেছিলাম। খুব একটা হেকটিক লাগেনি কিন্তু। সেই ভিডিওটির লিংক: ua-cam.com/video/nJ8qTJHcXXo/v-deo.html
হ্যাঁ। গরম তো পড়বে সেই সময়। মার্চ অব্দিই মনোরম ওয়েদার থাকে। তারপর থেকেই গরম শুরু হয়ে যায়। দিনের বেলায় খুব গরম থাকে সন্ধ্যার দিকে মনোরম ওয়েদার হয়ে যায় ওই সময়। এপ্রিল মে মাসে এভয়েড করার সাজেশনই দেবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।
youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx এই ওয়েবসাইটের গিয়ে প্রথমে রেজিষ্টার করে একাউন্ট বানিয়েছিলাম। তারপর ইয়ুথ হোস্টেল বুক করেছিলাম। কিভাবে বুক করবেন সেই নিয়ে একটা ডিটেল ভিডিও রয়েছে। লিংক আমি নিচে দিয়ে দিলাম। ua-cam.com/video/wTpnFaVjqck/v-deo.htmlsi=6PjbYohfGRqPje-g
বাহ। দারুন। দাদা আমার যেটা ভুল হয় অনেক সময় সেইটা বলে রাখি। বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে গেলে। খাওয়া দাওয়ার ভিডিও তুলতে হয় ভুলে যাই অথবা অর্ধেক খাওয়ার পরে মনে পড়ে। একটা কমপ্লিট ভ্লগে সব তথ্যই দেওয়া প্রয়োজন। তাই মনে রাখবেন বিষয় টা। একদম ট্রেনে বা বাসে ওঠা থেকে শুরু করবেন। ট্রেনে বা বাসে ওঠার একটা শট নেবেন, রাস্তার একটু ফুটেজ নেবেন আর নামার সময় কাউকে বলবেন একটা নামার ভিডিও তুলে দিতে বাস বা ট্রেন থেকে। এই সময় গুলো পরে এক সাথে জুড়ে ভয়েস ওভার দিয়ে দেবেন। এছাড়াও নামার পড়ে একটু কথা বলবেন টাইম মেনসন করে আর কতক্ষন লাগলো সময় পৌঁছতে এইসব তথ্য। এছাড়া বেস্ট জায়গায় একটা ইনট্রো শট নিয়ে নেবেন। যেইখানে আপনি দর্শক দের আপনার এবং চ্যানেলের নাম এবং অল্প পরিচয় করিয়ে কোথায় ঘুরতে এসেছেন সেই সম্পর্কে জানাবেন। এই শট টা একদম প্রথমে থাকবে। তাছারা সব থেকে গুরুত্বপূর্ন জিনিস যেটা মনে রাখবেন যে দর্শকরা কিন্তু কেবল মাত্র কিছু তথ্য সংগ্রহ করতেই ভিডিওটি দেখতে আসেন বেশির ভাগ তাই যাবতীয় প্রয়োজনীয় তথ্য কিন্তু অবশ্যই দেবেন যেমন ধরুন বামনী ফলস নামতে প্রায় ৫০০-৬০০ সিরি নেমে আবার উঠতে হবে তাই সাথে জল রাখতে। বয়স্ক মানুষ বা পায়ে সমস্যা থাকলে না নামতে। এছাড়াও যদি কোথাও এন্ট্রি ফি লাগে সেই তথ্য, কতক্ষন খোলা থাকে বা কবে বন্ধ থাকে ইত্যাদি তথ্য। বাকি করতে করতে শিখে যাবেন। বেস্ট অফ লাক বললাম না কারণ আমি ভাগ্যে বিশ্বাসী নই। ভালো কাজ করলে ভাগ্যও আপনাকে আটকাতে পারবে না। তাই মন দিয়ে বেস্ট কাজ করে যাও।
হ্যাঁ। সকাল 10:10 am তারপর 10:45 am এরপর দুপুর 2:20 pm এর মধ্যে যেকোনো একটি ট্রেন করে পুরুলিয়া জংশন থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন জয়চণ্ডী পাহাড় জংশন স্টেশনে সেইখান থেকে টোটো রিকশা করে পৌঁছে যেতে পারেন জয়চণ্ডী পাহাড় ইয়ুথ হোস্টেল। সেইখানে এক দুই দিন থেকে আপনি সম্পূর্ন গড় সার্কিট ঘুরে দেখতে পারেন। তবে হাতে সময় একটু বেশি নিয়ে বেরোবেন।
Achha dada ami Durgapur theke jete chayy to ratre ei train ta durgapur diye jay ba Durgapur theke sondhya ৬ tar por train ba kono bus ki ache ayodhya jawae jonno kindly aktu janaben
আপনি দুর্গাপুর স্টেশন থেকে সকাল ৬:১৯ am এর বর্ধমান আসানসোল মেমু স্পেশাল করে প্রথমে পৌঁছে জান আসানসোল। ট্রেন টার আসানসোল পৌঁছনোর সময় সকাল ৭:১০ am. তারপর আসানসোল থেকে ৮:২৫ am এর আসানসোল - টাটানগর মেমূ স্পেশাল ট্রেন ধরে সকাল ১০:৫৫ am এর মধ্যে পুরুলিয়া স্টেশন পৌঁছে যেতে পারেন। তারপর সেখান থেকে একটি টোটো করে বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে ১১:০০ - ১১:৩০ am এর বাস ধরে দুপুর ১:৩০ pm এর মধ্যে অযোধ্যা পাহাড় হিল টপ বাস স্ট্যান্ড। এছাড়াও দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়া যাওয়ার সরাসরি বাস রয়েছে। আপনি চাইলে দুর্গাপুর থেকে বাস করে পুরুলিয়া বাস স্ট্যান্ড এবং পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস পাল্টে অযোধ্যা হিল টপ পৌছতেও পারেন।
বাইক ভাড়ায় পাওয়া যায়। স্থানীয় রা নিজেদের বাইক ভাড়ায় দেয় সারাদিনের জন্য। তবে খুব হাইফাই বাইক পাবেন না। ওই ১০০-১২৫ সি সির বাইক স্কুটি এইগুলো পাবেন।
আমি ২০১৮ সালে গিয়ে একবার বারাভূম থেকে বাস করে বাঘমুন্ডি নেমে ঐখান থেকে একটা অটো ভাড়া করে সাইটসিইং করে ছিলাম। তবে এইবার পুরুলিয়ায় নেমে বাস করে হিল টপ বাস স্ট্যান্ড পৌঁছই। সেইখানে গিয়ে কিন্তু কোনো টোটো বা অটো কোনো টাই চোখে পড়ে নি। কেবল মাত্র চার চাকা গাড়ি দেখলাম সাইটসিইং এর জন্যে। এবং ড্রাইভার দাদা কে জিজ্ঞেস করে বাইক রেন্ট এর বিষয় টা জেনেছিলাম। টোটো কিংবা e-Riksha এর একটু অসুবিধা হতে পারে কিছু জায়গায় চরার সময় তবে অটো তো বিনা বাধায় অযোধ্যা পাহাড়ের যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারে। আমি নিজেও ঘুরেছি অতীতে তবে এইবার গিয়ে একটাও দেখলাম না কিন্তু। নইলে আমি ঘোরার জন্য সস্তা অপশন টাই বেছে নিতাম। আরাকু ভ্যালি তো আমি অটো তেই ঘুরে দেখেছি এই কিছুদিন আগেই ঘুরতে গিয়ে।
বাইক চালাতে পারেন? লাইসেন্স রয়েছে? তাহলে এই নম্বরে 6204227509 ধর্মা দার সাথে যোগাযোগ করে 400-500/- টাকার মধ্যে একটু দরাদরি করে বাইক ভাড়া নিয়ে নিন এবং ইচ্ছে মতো সারাদিন ঘুরে বেড়ান। ধন্যবাদ। ভালো থাকবেন।👍
মনে হয় সম্ভব হবে না। কারণ ওদের ডরমিটরি 16 + 10 এবং নন এসি ডবল বেডরুম 10 টা যেটায় 20 জন থাকতে পারবেন। এইভাবে ভেবে দেখলাম যে ওদের অতো ক্যাপাসিটি নেই। পুরো ইয়ুথ হোস্টেল বুক করলে সব রকমের রুম মিলিয়ে তাহলে হয়তো হবে 50-60 জন। খরচ তাতে অনেক বেশি পড়ে যাবে দাদা। আপনি তার চাইতে +918158012342 এই নম্বরে যোগাযোগ করে 500-700/- টাকার মধ্যে প্রতিরুম হিসেবে বুক করে নিন। এক একটা রুমে দুটো করে ডবল বেড রয়েছে অর্থাৎ প্রতি টা রুমে 4 জন থাকতে পারবেন। 12-15 টা রুম নিলেই হয়ে যাবে। এদের হোটেল টাও একদম বাস স্ট্যান্ডের পাশেই। ইয়ুথ হোস্টেল উল্টে অনেক টাই ভিতরে এবং বাস পৌঁছোতেও পারবে না কারণ রাস্তা সরু।
না। দাদা। প্রচুর গরম থাকবে ওই সময়। মে মাসে দার্জিলিং, গ্যাংটক, নর্থ সিকিম বা আমাদের নর্থ ইস্টের দিক টায় প্ল্যান করুন। এখনি যা গরম পড়েছে দাদা। মে মাসে তো ভাবাই যায় না অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় বর্ষার সময়েও একটু গরম টা কমে গেলে প্ল্যান করতে পারেন জুলাই আগস্ট নাগাদ। কিংবা অক্টোবর থেকে ডিসেম্বর মাস খুব ভালো ওয়েদার পাবেন। তবে এই সময় কিংবা মে মাসে না যাওয়ারই পরামর্শ দেব দাদা। কষ্ট পাবেন তাহলে।
Amra jodi purulia station er kache lodge thaki ...tahole ajodhya hill top e gie saradin side scene kore abar evening e purulia bus stand lodge asar kono bus pabo to dada plz bolun
একটু অসুবিধা হয়ে যাবে। তবে সম্ভব নয় এমন নয়। হিল টপেই তো 500-700/- টাকার মধ্যে অনেক হোটেল রয়েছে। পুরুলিয়া স্টেশনের কাছে থাকার কি প্রয়োজন? শেষ বাসের সময় অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়ার দুপুর 3:20 pm. মুরুগুমা না গেলে খালি অযোধ্যা সারকিট ঘুরলে হয়ে যাবে অর্থাৎ শেষ বাস পেয়ে যাবেন।
@@Vrammoman ok,amio blog kori tai bujhi manush koto khete blog banai,ei tuku support eke oporke na korle kiser creator, tai sobai bhalo blog banao r egiye jao..subscribe button e akta click korle purotai free tao video dekhbe tobe ota korbe na,obak lage..jai hok..kokhono smy pele amader video gulo dekhben..ak akta subscribe onek mulyaban eta amra bujhi..bhalo theko
শেয়ার গাড়ি তো সেই ভাবে দেখলাম না দাদা সাইটসিয়িং এর জন্যে। তবে যদি আপনি মোটর বাইক চালাতে জানেন তবে হিল টপে পৌঁছে +916204227509 এই নম্বরে যোগাযোগ করে 400-500/- টাকা দিন হিসেবে বাইক ভাড়া করে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন। লোকাল মানুষ রাই নিজেদের বাইক ভাড়ায় দেন আমি সেরকমই এক দাদার নম্বর দিলাম আপনাকে। নাম ধর্মা দা। তিনি নিজে সাইটসিয়িং এর গাড়ি চালান আবার নিজের বাইক ভাড়াও দিয়ে থাকেন। তাকে ফোন করে শেয়ারে সাইটসিয়িং এর ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন দাদা।
Valo but aktu vul planning dada, ajodhya hill top a na theke, purulia town ei thakun 2diner gari booking korun.. ayodhya circuit + garh circuit.. total nay 5000 taka, 8 seater car (4seater 4000eo hyejbe aramse) 2nd din sokal sokal checkout kore beriye porun garh circuit er dike.. 1, baranti lake, 2nd gar panchokot (okhne giye aktu trekking o korte paren) last joy chandi pahar,, bikel 5tay beriye porun joy chandi pahar theke purulia driver k 7tay chere dite bolben.. 7.30tar train dhore next din vor 4.30tey howrah back.. same total circuit ghora 4joner 2200 , 8jn er 1700.. ei plan a complete purulia circuit tour hyejbe pray ak e budget a
ঠিকই বলেছেন দাদা। আসলে মুরগুমা থেকে সূর্যাস্ত দেখা টা তাহলে মিস হয়ে যাচ্ছে। তাছাড়াও প্ল্যান টা একটু বেশি হেকটিক হয়ে যাবে না এই ভাবে? যদিও আমাদের এই ট্যুর টাও মোটামুটি চেক লিস্টে দাগ দেওয়া হয়েছে। আসলে আমার সম্পূর্ন টাই ঘোরা ছিল আগেই। তাই তাড়াহুড়ো করে ঘুরলাম একটু এইবার। নইলে আমি অযোধ্যা তেই দুই দিন থেকে দুই দিনে এই টা ঘুরতাম। তাছাড়া আমরা দুজনে ঘুরছিলাম। দুজনে বোধ হয় খরচ টাও একটু বেশি হয়ে যেত। আর সময় তো রয়েছে পড়ে আরো। এক সাথে সব টা ঘুরলে পড়ে ছবি দেখে জায়গা গুলো মনে করতে হয়। কিছুই মনে থাকে না আমার🤯। উপভোগ করার সময়ও থাকে না সেই ভাবে। পরের জায়গায় যাওয়ার তারা লেগে থাকে। ওই দিক টাও যাবো একটা আলাদা ট্যুরে। সেই বার ইচ্ছে আছে জয় চণ্ডী পাহাড়ে থেকে সম্পূর্ন টা কভার করবো।
@@Vrammoman hmm hmm , mane morning sunrise ta serom vabe dekhte gele skip hobe.. hill top theke... but hectic hobena dada.. amra 8jn e giyechilam same 1st din train theke nama theke 2nd din station a drop porjonto bolero booked chilo.. Rs. 5000, to comfortable e hyeche.. mane oi break journey korte gele hectic lagbe.. purota booking thakle problem hyna.. apni just apnar time a ready hye hotel theke beroben r ki.. baki driver er daitto.. mane amader trip a 50yrs + 3jn chilen onader o comfortable vabei hyeche r ki.. (amrao 2N3D Plan korechilam but ticket na pawa te last a amrao 1N2D krlam..) to end trip howar pore dekhlam na besh vloi holo 2din ei
বাহ। এইবার তো হলো না তাহলে। তাও আপনাকে অনুরোধ করবো ড্রাইভার দাদার নম্বর টা এইখানে কমেন্টে দিয়ে রাখতে। কারণ যদি কেউ আপনার ট্যুর প্ল্যান টা কে ফলো করে ঘুরতে চায় তাহলে তার কাজে লেগে যাবে। আমারও ভবিষ্যতে কাজে লাগতে পারে।
@@Vrammoman tobe onno somoy a aro kom hote pare.. amra 25th December giyechilam 6300 theke bargain kore 5000 esechilo, during that time diesel price - Rs.94/litre
কোথাও এক টাকাও লাগে নি কিন্তু দাদা পার্কিং চার্জ হিসেবে। লাগলেও তা ড্রাইভার দাদা দিয়েছেন আমাদের থেকে নেয় নি। তবে আমি কিন্তু কোথাও তাকে পার্কিং চার্জ দিতেও দেখেছি মনে পড়ছে না।
হ্যাঁ। দাদা। আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম। কোনো অসুবিধা হয় নি। এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহের কোনো প্রমাণ ওরা দেখতে চায় না। অবিবাহিত কাপল হলেও অসুবিধা হওয়ায় কথা নয় সেইক্ষেত্রে।
সকাল 10:30 am টায় চেক ইন এবং চেক আউট টাইম সকাল 9:30 am. তবে ঘর ফাঁকা থাকলে আগে গিয়ে পৌঁছলে দিয়ে দেয়। আমাদের 9:30 am নাগাদ দিয়ে দিয়েছিল। আমরা আগেই গিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং হয়তো রুম ফাকাই ছিল তাই।
Yes available. Bike rental is also available there with very minimal cost around 400-500/- INR per day basis. Actually nowadays locals are giving their own bike on rent to tourists. I know one of them. His name is Dharma and his number is +916204227509. He is a car driver too. You can contact him and borrow his bike for explore ajodhya range.
হয়তো গাড়ি চালাচ্ছেন। অন্য সময়ে চেষ্টা করে দেখুন। তাছারাও আপনি ৮১৫৮০ ১২৩৪২ এই নম্বরে যোগাযোগ করেও গাড়ি বুক করতে পারেন কিংবা বাইক রেন্টের জন্য জিজ্ঞেস করতে পারবেন।
না। দাদা। সেরকম কোনো অপশন তো দেখলাম না। পেলে আমরাও সেটাই অ্যভেইল করতাম। তবে হ্যাঁ। বাইক ভাড়া নিয়ে ঘুরতে পারেন চাইলে দুইজন থাকলে। এছাড়া চার চাকা গাড়ি রিসার্ভ করে ঘোরা ছাড়া উপায় নেই। সব কন্ট্যাক্ট ডিটেল ভিডিও তে দেওয়া রয়েছে চাইলে সেই নম্বরে ফোন করে বাইক ভাড়া কিংবা গাড়ি রিজার্ভের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারেন।
দাদা আমরা যদিও বাস করে পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড় পর্যন্ত গিয়েছিলাম। তবে আপনি চাইলে গাড়িতেও যেতে পারেন এই দূরত্ব টা। ভাড়া পড়বে কাছাকাছি 1200-1500/- টাকা। এর পর অযোধ্যা পাহাড় সাইটসিয়িং এর খরচ 1500-2500/- টাকা (সিজন এবং হলিডে অনুযায়ী ওঠা নামা করে) মতোন। আমরা যদিও পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে ছিলাম এবং তার ভাড়া এবং রুম এভাইলবিলিটি আপনি ওদের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এছাড়া অন্যান্য হোটেল ভাড়া সাধারণ ডবল বেড নন এসি রুমের জন্য 500-700/- টাকা। অযোধ্যা পাহাড়ের বাস স্ট্যান্ডের কাছেই হোটেল গুলো। আপনি আরো যাবতীয় তথ্যের জন্য +918158012342 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দাদা। ভালো থাকবেন।♥️🙏
ট্রেনের টিকিট অ্যাডভান্স বুকিং উইন্ডো দিদি 120 দিন আগে থেকে শুরু হয়। তবে মোটামুটি 30-40 দিন আগে কাটলে টিকিট পাওয়া যায় কনফার্ম। তবে কোনো স্পেশাল দিন অর্থাৎ ধরুন পাবলিক হলিডে থাকলে কিন্তু সেই সব টিকিট অনেক আগে থেকেই বুক করতে হবে নইলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই ধরুন রং খেলার সময় টিকিট সব বুক হয়ে গিয়েছে।
ক্যান্টিন রয়েছে পুরুলিয়ার টা তে। মুকুটমনিপুরেও রয়েছে। তবে সব জায়গায় নেই। রান্না করে বোধহয় খাওয়া যায় না। তবে ক্যান্টিনে বললে হয়তো পছন্দ মতো রান্না করে দিতে পারে। সব থেকে ভালো হয় যদি আপনি যেই খানে যাবেন সেই জায়গার ইয়ুথ হোস্টেলে ফোন করে জিজ্ঞেস করে নেন আগেই। চেক এভাইলবিলিটি তে ক্লিক করে আপনি যেই জায়গায় যেতে চান সেই লোকেশন সিলেক্ট করে ফোন নম্বরও ওই একই পেজে নিচের দিকে পেয়ে যাবেন।
অযোধ্যা পাহাড়ের যুব আবাসে চেক ইন টাইম সকাল ১০:৩০ am এবং চেক আউট টাইম সকাল ০৯:৩০ am. তবে ঘর ফাঁকা থাকলে সময়ের আগেই চেক ইন করতে দেয়। যেমন আমাদের প্রায় পৌনে দশ টা নাগাদ চেক ইন করতে দিয়েছিল।
হ্যাঁ। দাদা। স্থানীয় মানুষেরা তাদের মোটর বাইক 400-500/- টাকার বিনিময়ে ভাড়ায় দিয়ে থাকেন। আমি সেরকমই এক দাদার নম্বর দিচ্ছি। নাম ধর্মা দা এবং ফোন নম্বর +916204227509. এই দাদা আসলে সাইটসিয়িং এর গাড়ি চালান এবং নিজের বাইক টা ভাড়া তে দিয়ে থাকেন অল্প কিছু টাকা উপার্জনের আশায়। আপনি এই দাদা কে ফোন করে কিছুটা দরাদরি করে বাইক রেন্টে নিয়ে ইচ্ছেমতো সারাদিন ঘুরে বেড়াতে পারেন। আরো কোনো তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।♥️🙏
1700/- টাকা পড়েছিল দাদা আমাদের। বারগেইন বা দরাদরি করতে হয়েছিল একটু। সাধারণত সাইটসিয়িং এর খরচ 1500-2500/- টাকার মধ্যে হয়। কোনো হলিডে তে বা সিজনে 2500/- টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয় এই একই সাইটসিয়িং এর জন্য। যেমন ধরুন 25এ ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি অব্দি ভাড়া খুব বেশি থাকবে।
Hindi to bhaiya ji mujhe utna achcha nehi ata...phir bhi kousis karenge age ane wala video me bolneke...phir bhi video dekhne ke liye apko bohut bohut shukriya bhaiya....♥️🙏
দাদা আপনার video গুলোর description box এ পুরো tour এর খরচ (with fooding and entry fees) ক্রমান্বয়ে add করলে উপকার হয়। Thank you for sharing your experience with us...
বাহ। খুব ভালো সাজেশন। একটু সময় লাগবে তবে চেষ্টা করছি এই তথ্য গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। ধন্যবাদ নিজের মনে করে এই ধরনের সাজেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। 🙏
কোথায় অসুবিধা হচ্ছে জানান। সমস্যা হচ্ছে সরকারি ওয়েবসাইট তো প্রায়ই সার্ভার ডাউন থাকে ইয়ুথ হোস্টেল বুকিংয়ের। গভীর রাতের দিকে নতুবা ভোর বেলার দিকে ট্রাই করুন বুক হয়ে যাবে। এছাড়াও চাইলে আপনি এই +918158012342 নম্বরটি তে ফোন করে 500-700/- টাকার মধ্যে ডবল বেডরুম বুক করে নিতে পারেন হিল টপ বাস স্ট্যান্ডের কাছেই এদের হোটেল। একেকটি রুমে 3 জন করে থাকতে পারবেন। অসুবিধা নেই।
হ্যাঁ। দাদা। বিবাহিত কাপল তো আমরাই গিয়েছিলাম। কোনো অসুবিধা হয় নি চেক ইন করতে। তাছাড়া কোনো প্রমাণ পত্রও দেখতে চায় না ওরা। কেবল মাত্র দুজনের আইডি প্রুফ দেখে। ব্যাস। অর্থাৎ অবিবাহিত কাপল রাও চাইলে নিশ্চিন্তে ঘুরতে গিয়ে যুব আবাসে থাকতে পারে।
হ্যাঁ। পাওয়া যায়। প্রথমবার তো আমি আর আমার এক বন্ধু অটো করেই ঘুরেছিলাম অযোধ্যা পাহাড়। সেইবার আমরা বারাভূম থেকে বাস করে অযোধ্যা মোরে গিয়ে সেইখান থেকে অটো করে ঘুরে ছিলাম। তবে মূরুগামা টা সেইবার কিন্তু যাই নি।
নাম গুলো ময়ূর পাহাড়, বামনী ফলস, টুরগা ফলস, টুরগা ড্যাম, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরীয়া ড্যাম ইত্যাদি। বাকি সব কয়টি মনে নেই তবে ভিডিও তে রয়েছে।
নিশ্চিন্তে যাওয়া যাবে দিদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণে এক বছরের বাচ্চা সাথে নিয়ে। কোনো অসুবিধা নেই। এমন কি বাচ্চার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত হিল টপে পেয়ে যাবেন। দিনক্ষণ ঠিক করে বেরিয়ে পড়ুন।👍
মাথাপিছু খরচ হয়েছিল দাদা কাছাকাছি ২০০০/- টাকা। কোলকাতা থেকে কোলকাতা। দুজন ছিলাম। দুজনের মিলিয়ে ৪০০০/- টাকা। আসলে সাইটসিয়িং এর জন্য খরচ টা বেড়ে গেছে। 4 জনে থাকলে এই খরচ টা কিছুটা কম হয়ে যেত। এছাড়াও বাইক রেন্ট নিয়ে ঘুরলেও খরচ টা কম হতো।
হিল টপ থেকে দাদা সেই ক্ষেত্রে আপনারা ছোটো 4 সিটের অলটো কিংবা ইন্ডিগো গাড়ি ভাড়া করে নিতে পারেন। খরচ পড়বে 1500-2500/- টাকার মধ্যে। আসলে সিজন এবং ছুটির দিন গুলো অনুযায়ী গাড়ির ভাড়া টা ওঠে নামে। একটু দরাদরি করে নেবেন। আমাদের যেমন 1700/- টাকায় ঘুরিয়ে দেখিয়েছিল। সেইদিন টুরিস্ট কম ছিল তাই দরাদরি করে কম খরচে পেয়ে গিয়েছিলাম গাড়ি। হিল টপ বাস স্ট্যান্ডে পৌঁছে দুই তিন জনের সাথে দরাদরি করে তবে গাড়ি বুক করুন। তাহলে কিছুটা কমে পাবেন। চিন্তা নেই নামার সাথে সাথেই আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে হোটেল এবং সাইটসিয়িং এর গাড়ি বুকিংয়ের জন্য। নিশ্চিন্তে যান ঘুরে আসুন।
নিশ্চিন্তে যেতে পারবে। দুজনের বয়স ১৮ কিংবা তার বেশি হতে হবে এবং আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আইডি প্রুফের ফটো কপি দেখাতে হবে চেক ইনের সময়। ব্যাস।
হ্যাঁ। সম্ভব। শেষ বাস দুপুর 3 টে 20 এর। মুড়গুমা ড্যাম এবং সুইসাইড পয়েন্ট না গেলে অর্থাৎ কেবল মাত্র অযোধ্যা পাহাড়ের আশ পাশের জায়গা গুলো ঘুরলে শেষ বাসে পুরিলিয়া ফিরে আসতে পারবেন।
বোন আপনি ৮১৫৮০ ১২৩৪২ এই নম্বরে অযোধ্যা পাহাড়ে হোটেলের জন্য যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি ৫০০-৬০০/- টাকার মধ্যে হিল টপ বাস স্ট্যান্ডের পাশেই নন এসি ডবল বেডরুম রয়েছে।
Only 950/- Purulia Garh Panchkot Tour Plan | Baranti Purulia | Panchet Dam | Garh Panchkot One Day Tour Plan 2023
Video Link: ua-cam.com/video/nJ8qTJHcXXo/v-deo.html
খুব ভালো লাগলো তোমার এই তথ্য সমৃদ্ধ উপকারী ভিডিও র জন্য
অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকেও কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানানোর জন্য। ভালো থাকবেন দাদা।♥️🙏
Khub sundor hoyeche.. ami o jabo
বাহ। ঘুরে এসে জানাবেন কেমন লাগলো।
আমি পুরুলিয়া যুব আবাসের ঘরে বসে আপনার ব্লগ দেখলাম ❤
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো করে ঘুরে আসুন এবং অনেক আনন্দ করুন।
Darun hoyeche video ta. Khub informative. Thank you.
ভালো থাকবেন দাদা।🙏
Asadharon
অসংখ্য ধন্যবাদ আপনাকে।❤️🙏
Khub khub sundor hoyche
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টির সাথে থাকার।🙏
I am from jagaddal..valo video korecho..amra college excursion jawar planning korchi
বাহ। ভালো করে ঘুরে আসুন। কোনো তথ্য প্রয়োজন হলে জানাবেন। ইয়ুথ হোস্টেলে ডরমিটরি রুম বুক করে নেবেন অযোধ্যা পাহাড়ে। সস্তায় হবে।
So beautiful Purulia District, but still underdeveloped nation. We shall request more brilliant students to be brought to Purulia & make them settled at Purulia. Now, of course we have got Sidhu Kanu latest version University at Purulia. Your Purulia blog is informative & very good.
Thank you.❤️🙏
Khub valo laglo video ta...apnar kotha bola tao khub sundor..
অসংখ্য ধন্যবাদ। অনুরোধ রইলো এই ছোটো ভ্রমণের চ্যানেলটির পাশে থাকার। ভালো থাকবেন।🙏
Khub valo Laglo khub pricise tour, ami etai follow korbo thank you
শুভ কামনা রইলো আপনার আগামী অযোধ্যা পাহাড় ভ্রমনের জন্য। ভালো করে ঘুরে এসে আপনার অভিজ্ঞতা এইখানে আমাদের সাথে ভাগ করে নেবেন দাদা। ♥️🙏
@Vrammoman sight seeing e Gari koto niechilo? kindly jodi share koren
দাদা আমাদের 1700/- টাকা পড়েছিল। তবে রেট টা সিজন এবং ছুটির দিন গুলোর উপর নির্ভর করে 1500-2500/- টাকার মধ্যে ওঠানামা করে। আপনি একটু দরাদরি করে নেবেন।
দারুন
ধন্যবাদ। দাদা। ভালো থাকবেন।❤️🙏
ধন্যবাদ।সকলের কাছে উপস্থাপন করার জন্য।Take guide save life
আপনিও ভালো থাকবেন এবং ঘুরতে থাকবেন দাদা।🙏♥️
Darun lage tomar video
জানেন দি অনেক উৎসাহ পাই আপনাদের কমেন্ট গুলো পড়ে। ভাল থাকবেন।♥️🙏
🤗🤗🤗Khub Sundor.. Thang U
অসংখ্য ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।♥️🙏
Sundor transformation... Thank you
এই ছোট্ট ভ্রমণের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো। ভালো থাকবেন।🙏
Khb valo laglo video ta
অসংখ্য ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ন দেখার জন্য এবং শেষে কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানানোর জন্য। ভালো থাকবেন। 🙏
দারুণ ছিলো,, ধন্যবাদ,,
ভালো থাকবেন।🙏
bhalo laglo video ta
ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য এবং শেষে কমেন্ট নিজের মতামত জানানোর জন্য। ভালো থাকবেন দাদা।♥️🙏
Excellent.
Thank you দাদা।❤️🙏
খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছো তুমি,
ভিডিও শেষ করার সময় পুরো খরচের হিসেব বুঝিয়ে বলে দিলে আরও বেশি ভালো হতো বাবু 😀
ভালো থেকো নিজের খেয়াল রেখো আর এই ভাবেই এগিয়ে যেতে থাকো 🥰
অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ। দাদা। পরের ভিডিও গুলো তে এই জিনিস টা আমি করবো। ভিডিওর শেষে খরচের হিসেব টা আরেক বার বুঝিয়ে বলে দেবো এরপর থেকে ঠিক করেছি। আপনিও ভালো থাকবেন দাদা।♥️🙏
Very nice❤
Thank you sir 👍❤️
Darun... 🌈🌈🌈
ধন্যবাদ দাদা কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য। আপনাদের এই কমেন্ট গুলো পরেই নতুন আরো এরকম ভিডিও বানানোর ইচ্ছে জাগে। ভাল থাকবেন দাদা। 🙏♥️
khub valo laglo, kintu kharocher hisab ta chart wise dile aro valo hoto.....anurodh roilo, aro eirakom video anar jonno...
অসংখ্য ধন্যবাদ দাদা সাজেশন টা দেওয়ার জন্য। আরেক দাদাও এই রকমই একটা অনুরোধ করেছে আমায়। আগামী দিনে ইচ্ছে আছে খরচের হিসেবের একটা চার্ট টাইপ বানিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তবে জানেন কি দাদা, অনেক প্রবীণ মানুষ রয়েছেন আমার বাবা, মায়ের বয়সের যারা এই চ্যানেলের ভিডিও দেখেন। তারা কি ভাবে ডেসক্রিপশন বক্স খুলতে হয় সেই বিষয়ে ওয়াকিবহাল নয়। তাই ভাবছি কোথায় খরচের চার্ট টা দেওয়া যায়।
Darun ❤️
অসংখ্য ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।♥️🙏
Does youth hostel charge include meal along with that ?
Veg option available or not ?
No. Food charges are excluded. This is only room rent basis. Yes veg option available there but not pure veg (onion, garlic)I think.
@@Vrammoman ok great but i think this place is quite interior and lots of vehicles need to be changed after purulia quite troublesome
Purulia station theke na barabhum station
Kotha theke trip korle gari vara kom lage???
দাদা আমি দুই দিক থেকেই ভিন্ন সময়ে গিয়েছি অযোধ্যা পাহাড়। তবে পুরুলিয়া থেকে যাওয়া টাই সুবিধা এবং কম খরচ সাপেক্ষ মনে হয়েছে আমার। বারাভূম থেকে বাস গুলো ভর্তি ভর্তি আসে। সিট পাওয়া যায় না এবং পাহাড়ের উপরে যায়ও না বাস বা ট্রেকার। আপনাকে বাগমুন্ডি নামিয়ে দেবে বারভূম থেকে গেলে সেইখান থেকে আবার অটো ভাড়া করে ঘুরতে পারেন। অপরদিকে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে একদম অযোধ্যা হিল টপ পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে। তবে পাখি পাহাড় আবার বারভুম থেকে গেলে সুবিধা হয়।
Thank you
Apnar video gulo khob valo and informative@@Vrammoman
@@VrammomanBarabhum theke jodi ei vdo r sightscene gulo kora hoi
Puro auto reserve korle saradin e koto taka vara nite pare?
600-700/- টাকা নিতে পারে তবে অটো কিন্তু মুরুগামা পর্যন্ত যাবে না। রাস্তা সেইদিকে বেশ আপহিল রয়েছে। আমার মনে হয় ছোটো গাড়ি ভাড়া করে ঘোড়াই সুবিধাজনক। প্রথমবার আমরা অটো করেই ঘুড়েছিলাম বাগমুন্ডি থেকে। সময়ও বেশি লাগে এবং যাত্রা আরামদায়কও হয় না।
@@Vrammoman Thank you
Gari Vara koto neba ? 2 jon 1 din er jonno , sudhu ajodhya sarkit , sudhu matro choto gari , room noy
2000-2500/- টাকা ধরে চলুন একদিনের সাইটসিয়িংয়ের জন্য ছোট গাড়ির ভাড়া। সিজন এবং হলিডের উপর ডিপেন্ড করে ভাড়া টা ওঠা নামা করে। তার উপর আপনার দরাদরি করার দক্ষতার উপর নির্ভর করবে।
@@Vrammoman ok , thanks
নরমাল অথচ খুব সুন্দর। আমি জানতে চাই কোন সময় বা কি বার ওখানে গিয়ে ছিলেন। গড় সাইড টা যাননি।
আমরা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম। সেইবার গড় সার্কিট টা ঘুরিনি। হাতে সময় কম ছিল। তবে কিছুদিন আগে গড় পঞ্চকোট, বড়ন্তি লেক, এবং পাঞ্চেত ড্যাম ঘুরে এলাম। তবে স্টে করিনি। স্টে করলে ভালো লাগতো ঠিকই কিন্তু ওইসব জায়গায় সন্ধ্যার পর বিশেষ কিছু করারও থাকে না। তাই দিনের দিন ঘুরেই ফিরে এসেছিলাম। খুব একটা হেকটিক লাগেনি কিন্তু। সেই ভিডিওটির লিংক: ua-cam.com/video/nJ8qTJHcXXo/v-deo.html
খয়রাবেরা ড্যামটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। আপনার কোন স্পট থেকে যাওয়া যেতে পারে ?
দুই দিন সাইটসিয়িং করলে খয়রাবেরা ড্যাম, পাখি পাহাড় সব টাই কভার করা যায় অযোধ্যা হিল টপে থেকেই।
April , May maser dike ki ei gulo ghora jaba?? gorom r jonno ki osubidha hoba khub?
হ্যাঁ। গরম তো পড়বে সেই সময়। মার্চ অব্দিই মনোরম ওয়েদার থাকে। তারপর থেকেই গরম শুরু হয়ে যায়। দিনের বেলায় খুব গরম থাকে সন্ধ্যার দিকে মনোরম ওয়েদার হয়ে যায় ওই সময়। এপ্রিল মে মাসে এভয়েড করার সাজেশনই দেবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।
খুব সুন্দর
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।♥️🙏
Dada darun presentation
অসংখ্য ধন্যবাদ দাদা এই ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। ভাল থাকবেন।♥️🙏
Obbosoi pase thakbo...
Video besh valo laglo.. sudhu baground sound ta khub besi, tai thik kore katha bojha jache na.
হ্যাঁ। দাদা। বেশ কিছুদিন ধরেই এই সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Very nice
Thank you mam🙏
Acha ami 10 tarik jbo tai tomr video ta dklm. Tumi kivbe oi hotel ta booking kore chile
youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx
এই ওয়েবসাইটের গিয়ে প্রথমে রেজিষ্টার করে একাউন্ট বানিয়েছিলাম। তারপর ইয়ুথ হোস্টেল বুক করেছিলাম। কিভাবে বুক করবেন সেই নিয়ে একটা ডিটেল ভিডিও রয়েছে। লিংক আমি নিচে দিয়ে দিলাম।
ua-cam.com/video/wTpnFaVjqck/v-deo.htmlsi=6PjbYohfGRqPje-g
Picnic a jacchi dada ..vabchi vlog bana bo akta kichu valo suggest koro ki vaba banabo
বাহ। দারুন। দাদা আমার যেটা ভুল হয় অনেক সময় সেইটা বলে রাখি। বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে গেলে। খাওয়া দাওয়ার ভিডিও তুলতে হয় ভুলে যাই অথবা অর্ধেক খাওয়ার পরে মনে পড়ে। একটা কমপ্লিট ভ্লগে সব তথ্যই দেওয়া প্রয়োজন। তাই মনে রাখবেন বিষয় টা। একদম ট্রেনে বা বাসে ওঠা থেকে শুরু করবেন। ট্রেনে বা বাসে ওঠার একটা শট নেবেন, রাস্তার একটু ফুটেজ নেবেন আর নামার সময় কাউকে বলবেন একটা নামার ভিডিও তুলে দিতে বাস বা ট্রেন থেকে। এই সময় গুলো পরে এক সাথে জুড়ে ভয়েস ওভার দিয়ে দেবেন। এছাড়াও নামার পড়ে একটু কথা বলবেন টাইম মেনসন করে আর কতক্ষন লাগলো সময় পৌঁছতে এইসব তথ্য। এছাড়া বেস্ট জায়গায় একটা ইনট্রো শট নিয়ে নেবেন। যেইখানে আপনি দর্শক দের আপনার এবং চ্যানেলের নাম এবং অল্প পরিচয় করিয়ে কোথায় ঘুরতে এসেছেন সেই সম্পর্কে জানাবেন। এই শট টা একদম প্রথমে থাকবে। তাছারা সব থেকে গুরুত্বপূর্ন জিনিস যেটা মনে রাখবেন যে দর্শকরা কিন্তু কেবল মাত্র কিছু তথ্য সংগ্রহ করতেই ভিডিওটি দেখতে আসেন বেশির ভাগ তাই যাবতীয় প্রয়োজনীয় তথ্য কিন্তু অবশ্যই দেবেন যেমন ধরুন বামনী ফলস নামতে প্রায় ৫০০-৬০০ সিরি নেমে আবার উঠতে হবে তাই সাথে জল রাখতে। বয়স্ক মানুষ বা পায়ে সমস্যা থাকলে না নামতে। এছাড়াও যদি কোথাও এন্ট্রি ফি লাগে সেই তথ্য, কতক্ষন খোলা থাকে বা কবে বন্ধ থাকে ইত্যাদি তথ্য। বাকি করতে করতে শিখে যাবেন। বেস্ট অফ লাক বললাম না কারণ আমি ভাগ্যে বিশ্বাসী নই। ভালো কাজ করলে ভাগ্যও আপনাকে আটকাতে পারবে না। তাই মন দিয়ে বেস্ট কাজ করে যাও।
@@Vrammomankhub daarunnn vbe bojhalen apni❤❤❤❤❤
ধন্যবাদ 🙏
Purulia thake Joychandi Pahar giya Gar Cerkitea 5 sport dekte parbo?
হ্যাঁ। সকাল 10:10 am তারপর 10:45 am এরপর দুপুর 2:20 pm এর মধ্যে যেকোনো একটি ট্রেন করে পুরুলিয়া জংশন থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন জয়চণ্ডী পাহাড় জংশন স্টেশনে সেইখান থেকে টোটো রিকশা করে পৌঁছে যেতে পারেন জয়চণ্ডী পাহাড় ইয়ুথ হোস্টেল। সেইখানে এক দুই দিন থেকে আপনি সম্পূর্ন গড় সার্কিট ঘুরে দেখতে পারেন। তবে হাতে সময় একটু বেশি নিয়ে বেরোবেন।
Very helpful information 👍👍
ধন্যবাদ দাদা ভিডিওটি দেখার জন্য এবং শেষে কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।♥️🙏
Achha dada ami Durgapur theke jete chayy to ratre ei train ta durgapur diye jay ba Durgapur theke sondhya ৬ tar por train ba kono bus ki ache ayodhya jawae jonno kindly aktu janaben
আপনি দুর্গাপুর স্টেশন থেকে সকাল ৬:১৯ am এর বর্ধমান আসানসোল মেমু স্পেশাল করে প্রথমে পৌঁছে জান আসানসোল। ট্রেন টার আসানসোল পৌঁছনোর সময় সকাল ৭:১০ am. তারপর আসানসোল থেকে ৮:২৫ am এর আসানসোল - টাটানগর মেমূ স্পেশাল ট্রেন ধরে সকাল ১০:৫৫ am এর মধ্যে পুরুলিয়া স্টেশন পৌঁছে যেতে পারেন। তারপর সেখান থেকে একটি টোটো করে বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে ১১:০০ - ১১:৩০ am এর বাস ধরে দুপুর ১:৩০ pm এর মধ্যে অযোধ্যা পাহাড় হিল টপ বাস স্ট্যান্ড। এছাড়াও দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়া যাওয়ার সরাসরি বাস রয়েছে। আপনি চাইলে দুর্গাপুর থেকে বাস করে পুরুলিয়া বাস স্ট্যান্ড এবং পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস পাল্টে অযোধ্যা হিল টপ পৌছতেও পারেন।
খুব ভাল উপস্থাপনা । ম্যাডামকে ভিডিওতে দেখাবেন ও কথা বলাবেন । সকলেই এটা করে ।
হ্যাঁ। তার জন্য ডুয়েল ওয়ারলেস মাইক কিনতে হবে। খুব তাড়াতাড়িই কিনে ফেলবো। 👍
Car nilo 2000 baki khayoa thaka ki ure galo??
দুজনের মিলিয়ে তো দাদা/দিদি 4000/- টাকা হয়। যেহেতু আমরা দুইজনে গিয়েছিলাম। গাড়ি নিয়েছিল 1700/- টাকা দাদা/দিদি। অনুরোধ করবো সম্পূর্ন ভিডিওটি দেখার। সব খরচের তথ্যই দেওয়া রয়েছে। একটু ধৈর্য ধরে দেখুন প্লিজ।🙏
Purulia Junction or Barabhum Station kothay namle suvidha?
পুরুলিয়া নামলেই সুবিধা হয় বেশি বারাভূমের চাইতে । কারণ সেইখান থেকে বাস স্ট্যান্ড পৌঁছে সরাসরি অযোধ্যা হিল টপের বাস পাওয়া যায়।
@@Vrammoman Thanks.
Dada bolchi okhane gari chara sightseeing korar jnno ar ki transpotation ache?
বাইক ভাড়ায় পাওয়া যায়। স্থানীয় রা নিজেদের বাইক ভাড়ায় দেয় সারাদিনের জন্য। তবে খুব হাইফাই বাইক পাবেন না। ওই ১০০-১২৫ সি সির বাইক স্কুটি এইগুলো পাবেন।
@@Vrammoman Toto auto chole na?
আমি ২০১৮ সালে গিয়ে একবার বারাভূম থেকে বাস করে বাঘমুন্ডি নেমে ঐখান থেকে একটা অটো ভাড়া করে সাইটসিইং করে ছিলাম। তবে এইবার পুরুলিয়ায় নেমে বাস করে হিল টপ বাস স্ট্যান্ড পৌঁছই। সেইখানে গিয়ে কিন্তু কোনো টোটো বা অটো কোনো টাই চোখে পড়ে নি। কেবল মাত্র চার চাকা গাড়ি দেখলাম সাইটসিইং এর জন্যে। এবং ড্রাইভার দাদা কে জিজ্ঞেস করে বাইক রেন্ট এর বিষয় টা জেনেছিলাম। টোটো কিংবা e-Riksha এর একটু অসুবিধা হতে পারে কিছু জায়গায় চরার সময় তবে অটো তো বিনা বাধায় অযোধ্যা পাহাড়ের যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারে। আমি নিজেও ঘুরেছি অতীতে তবে এইবার গিয়ে একটাও দেখলাম না কিন্তু। নইলে আমি ঘোরার জন্য সস্তা অপশন টাই বেছে নিতাম। আরাকু ভ্যালি তো আমি অটো তেই ঘুরে দেখেছি এই কিছুদিন আগেই ঘুরতে গিয়ে।
bagmundi theke মুখোশ gram kato dur?
3 কিমি মতো দূরত্ব চরিদা বাগমুন্ডি থেকে।
Solo traveler er jonno kono option ney okhane?? shared cab or something??
বাইক চালাতে পারেন? লাইসেন্স রয়েছে? তাহলে এই নম্বরে 6204227509 ধর্মা দার সাথে যোগাযোগ করে 400-500/- টাকার মধ্যে একটু দরাদরি করে বাইক ভাড়া নিয়ে নিন এবং ইচ্ছে মতো সারাদিন ঘুরে বেড়ান। ধন্যবাদ। ভালো থাকবেন।👍
@@Vrammoman Thanks for your information.
সাথে থাকার অনুরোধ রইলো এরকম আরো অনেক তথ্য পেতে। ভালো থাকবেন। 🙏♥️
Youth hostel a bus group part booking krte pare....? 50/60 jon loker jnne?
মনে হয় সম্ভব হবে না। কারণ ওদের ডরমিটরি 16 + 10 এবং নন এসি ডবল বেডরুম 10 টা যেটায় 20 জন থাকতে পারবেন। এইভাবে ভেবে দেখলাম যে ওদের অতো ক্যাপাসিটি নেই। পুরো ইয়ুথ হোস্টেল বুক করলে সব রকমের রুম মিলিয়ে তাহলে হয়তো হবে 50-60 জন। খরচ তাতে অনেক বেশি পড়ে যাবে দাদা। আপনি তার চাইতে +918158012342 এই নম্বরে যোগাযোগ করে 500-700/- টাকার মধ্যে প্রতিরুম হিসেবে বুক করে নিন। এক একটা রুমে দুটো করে ডবল বেড রয়েছে অর্থাৎ প্রতি টা রুমে 4 জন থাকতে পারবেন। 12-15 টা রুম নিলেই হয়ে যাবে। এদের হোটেল টাও একদম বাস স্ট্যান্ডের পাশেই। ইয়ুথ হোস্টেল উল্টে অনেক টাই ভিতরে এবং বাস পৌঁছোতেও পারবে না কারণ রাস্তা সরু।
দাদা জেনারেল কোচে কেমন ভীড় হয়?
মডারেট ভিড়। হাওড়া থেকে উঠলে বসার জায়গা টুকু পেয়ে যাবেন।
@@Vrammoman ok
May mas a gele ki valo hobe?
না। দাদা। প্রচুর গরম থাকবে ওই সময়। মে মাসে দার্জিলিং, গ্যাংটক, নর্থ সিকিম বা আমাদের নর্থ ইস্টের দিক টায় প্ল্যান করুন। এখনি যা গরম পড়েছে দাদা। মে মাসে তো ভাবাই যায় না অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় বর্ষার সময়েও একটু গরম টা কমে গেলে প্ল্যান করতে পারেন জুলাই আগস্ট নাগাদ। কিংবা অক্টোবর থেকে ডিসেম্বর মাস খুব ভালো ওয়েদার পাবেন। তবে এই সময় কিংবা মে মাসে না যাওয়ারই পরামর্শ দেব দাদা। কষ্ট পাবেন তাহলে।
Amra jodi purulia station er kache lodge thaki ...tahole ajodhya hill top e gie saradin side scene kore abar evening e purulia bus stand lodge asar kono bus pabo to dada plz bolun
একটু অসুবিধা হয়ে যাবে। তবে সম্ভব নয় এমন নয়। হিল টপেই তো 500-700/- টাকার মধ্যে অনেক হোটেল রয়েছে। পুরুলিয়া স্টেশনের কাছে থাকার কি প্রয়োজন? শেষ বাসের সময় অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়ার দুপুর 3:20 pm. মুরুগুমা না গেলে খালি অযোধ্যা সারকিট ঘুরলে হয়ে যাবে অর্থাৎ শেষ বাস পেয়ে যাবেন।
Dada somosto side seen dakte kmn ki korcha porte pare bole valo hoi
আমাদের ১৭০০/- টাকা লেগেছিল। তবে সিজন অনুযায়ী ভারা ২৫০০/- টাকা পর্যন্ত লাগতে পারে।
Bhalo laglo.subscribe korlam. Egiye jao.🙏
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখানোর জন্য। ভাল থাকবেন।♥️🙏
@@Vrammoman ok,amio blog kori tai bujhi manush koto khete blog banai,ei tuku support eke oporke na korle kiser creator, tai sobai bhalo blog banao r egiye jao..subscribe button e akta click korle purotai free tao video dekhbe tobe ota korbe na,obak lage..jai hok..kokhono smy pele amader video gulo dekhben..ak akta subscribe onek mulyaban eta amra bujhi..bhalo theko
নিশ্চই দেখবো এবং সাবস্ক্রাইব করে রাখবো।
Thank u.
Dada J gari ta tomra booking korechile ote 3 jon a jete parbe?
হ্যাঁ। অনায়াসে যেতে পারবেন। ওটা একটা টাটা ইন্ডিগো গাড়ি ছিল। ড্রাইভার সমেত 5 সিটার গাড়ি। তাই 4 জন পর্যন্ত টুরিস্ট ওই গাড়িতে অনায়াসেই যেতে পারবেন।
দাদা, বলছি অযোধ্যা হিল টপ থেকে সাইড সিন এর জন্য Share গাড়ি পাওয়া যাবে? Please জানাবেন
শেয়ার গাড়ি তো সেই ভাবে দেখলাম না দাদা সাইটসিয়িং এর জন্যে। তবে যদি আপনি মোটর বাইক চালাতে জানেন তবে হিল টপে পৌঁছে +916204227509 এই নম্বরে যোগাযোগ করে 400-500/- টাকা দিন হিসেবে বাইক ভাড়া করে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন। লোকাল মানুষ রাই নিজেদের বাইক ভাড়ায় দেন আমি সেরকমই এক দাদার নম্বর দিলাম আপনাকে। নাম ধর্মা দা। তিনি নিজে সাইটসিয়িং এর গাড়ি চালান আবার নিজের বাইক ভাড়াও দিয়ে থাকেন। তাকে ফোন করে শেয়ারে সাইটসিয়িং এর ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন দাদা।
Valo but aktu vul planning dada, ajodhya hill top a na theke, purulia town ei thakun 2diner gari booking korun.. ayodhya circuit + garh circuit.. total nay 5000 taka, 8 seater car (4seater 4000eo hyejbe aramse) 2nd din sokal sokal checkout kore beriye porun garh circuit er dike.. 1, baranti lake, 2nd gar panchokot (okhne giye aktu trekking o korte paren) last joy chandi pahar,, bikel 5tay beriye porun joy chandi pahar theke purulia driver k 7tay chere dite bolben.. 7.30tar train dhore next din vor 4.30tey howrah back.. same total circuit ghora 4joner 2200 , 8jn er 1700.. ei plan a complete purulia circuit tour hyejbe pray ak e budget a
ঠিকই বলেছেন দাদা। আসলে মুরগুমা থেকে সূর্যাস্ত দেখা টা তাহলে মিস হয়ে যাচ্ছে। তাছাড়াও প্ল্যান টা একটু বেশি হেকটিক হয়ে যাবে না এই ভাবে? যদিও আমাদের এই ট্যুর টাও মোটামুটি চেক লিস্টে দাগ দেওয়া হয়েছে। আসলে আমার সম্পূর্ন টাই ঘোরা ছিল আগেই। তাই তাড়াহুড়ো করে ঘুরলাম একটু এইবার। নইলে আমি অযোধ্যা তেই দুই দিন থেকে দুই দিনে এই টা ঘুরতাম। তাছাড়া আমরা দুজনে ঘুরছিলাম। দুজনে বোধ হয় খরচ টাও একটু বেশি হয়ে যেত। আর সময় তো রয়েছে পড়ে আরো। এক সাথে সব টা ঘুরলে পড়ে ছবি দেখে জায়গা গুলো মনে করতে হয়। কিছুই মনে থাকে না আমার🤯। উপভোগ করার সময়ও থাকে না সেই ভাবে। পরের জায়গায় যাওয়ার তারা লেগে থাকে।
ওই দিক টাও যাবো একটা আলাদা ট্যুরে। সেই বার ইচ্ছে আছে জয় চণ্ডী পাহাড়ে থেকে সম্পূর্ন টা কভার করবো।
@@Vrammoman hmm hmm , mane morning sunrise ta serom vabe dekhte gele skip hobe.. hill top theke... but hectic hobena dada.. amra 8jn e giyechilam same 1st din train theke nama theke 2nd din station a drop porjonto bolero booked chilo.. Rs. 5000, to comfortable e hyeche.. mane oi break journey korte gele hectic lagbe.. purota booking thakle problem hyna.. apni just apnar time a ready hye hotel theke beroben r ki.. baki driver er daitto.. mane amader trip a 50yrs + 3jn chilen onader o comfortable vabei hyeche r ki.. (amrao 2N3D Plan korechilam but ticket na pawa te last a amrao 1N2D krlam..) to end trip howar pore dekhlam na besh vloi holo 2din ei
বাহ। এইবার তো হলো না তাহলে। তাও আপনাকে অনুরোধ করবো ড্রাইভার দাদার নম্বর টা এইখানে কমেন্টে দিয়ে রাখতে। কারণ যদি কেউ আপনার ট্যুর প্ল্যান টা কে ফলো করে ঘুরতে চায় তাহলে তার কাজে লেগে যাবে। আমারও ভবিষ্যতে কাজে লাগতে পারে।
@@Vrammoman tobe onno somoy a aro kom hote pare.. amra 25th December giyechilam 6300 theke bargain kore 5000 esechilo, during that time diesel price - Rs.94/litre
হুম। ওই টা তো পিক সময়। অন্য সময় তারমানে বেশ কিছুটা কমে হয়ে যাবে।
রাস্তায পার্কিংয়ের খরচ কত লাগলো বলবেন
কোথাও এক টাকাও লাগে নি কিন্তু দাদা পার্কিং চার্জ হিসেবে। লাগলেও তা ড্রাইভার দাদা দিয়েছেন আমাদের থেকে নেয় নি। তবে আমি কিন্তু কোথাও তাকে পার্কিং চার্জ দিতেও দেখেছি মনে পড়ছে না।
Room ta copple frendlye ???
হ্যাঁ। দাদা। আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম। কোনো অসুবিধা হয় নি। এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহের কোনো প্রমাণ ওরা দেখতে চায় না। অবিবাহিত কাপল হলেও অসুবিধা হওয়ায় কথা নয় সেইক্ষেত্রে।
Youth hostel er in time, out time ektu janaben.
সকাল 10:30 am টায় চেক ইন এবং চেক আউট টাইম সকাল 9:30 am. তবে ঘর ফাঁকা থাকলে আগে গিয়ে পৌঁছলে দিয়ে দেয়। আমাদের 9:30 am নাগাদ দিয়ে দিয়েছিল। আমরা আগেই গিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং হয়তো রুম ফাকাই ছিল তাই।
Is there any other option for sightseeing apart from car?
Yes available. Bike rental is also available there with very minimal cost around 400-500/- INR per day basis. Actually nowadays locals are giving their own bike on rent to tourists. I know one of them. His name is Dharma and his number is +916204227509. He is a car driver too. You can contact him and borrow his bike for explore ajodhya range.
@@Vrammoman dharma da phone receive koren na
হয়তো গাড়ি চালাচ্ছেন। অন্য সময়ে চেষ্টা করে দেখুন। তাছারাও আপনি ৮১৫৮০ ১২৩৪২ এই নম্বরে যোগাযোগ করেও গাড়ি বুক করতে পারেন কিংবা বাইক রেন্টের জন্য জিজ্ঞেস করতে পারবেন।
Jodi dujone jai tobe ki share car available?
না। দাদা। সেরকম কোনো অপশন তো দেখলাম না। পেলে আমরাও সেটাই অ্যভেইল করতাম। তবে হ্যাঁ। বাইক ভাড়া নিয়ে ঘুরতে পারেন চাইলে দুইজন থাকলে। এছাড়া চার চাকা গাড়ি রিসার্ভ করে ঘোরা ছাড়া উপায় নেই। সব কন্ট্যাক্ট ডিটেল ভিডিও তে দেওয়া রয়েছে চাইলে সেই নম্বরে ফোন করে বাইক ভাড়া কিংবা গাড়ি রিজার্ভের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারেন।
Please mention car fare from station to hotel and hotel to site seen and other hotel fare.. immediately.
দাদা আমরা যদিও বাস করে পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড় পর্যন্ত গিয়েছিলাম। তবে আপনি চাইলে গাড়িতেও যেতে পারেন এই দূরত্ব টা। ভাড়া পড়বে কাছাকাছি 1200-1500/- টাকা। এর পর অযোধ্যা পাহাড় সাইটসিয়িং এর খরচ 1500-2500/- টাকা (সিজন এবং হলিডে অনুযায়ী ওঠা নামা করে) মতোন। আমরা যদিও পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে ছিলাম এবং তার ভাড়া এবং রুম এভাইলবিলিটি আপনি ওদের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এছাড়া অন্যান্য হোটেল ভাড়া সাধারণ ডবল বেড নন এসি রুমের জন্য 500-700/- টাকা। অযোধ্যা পাহাড়ের বাস স্ট্যান্ডের কাছেই হোটেল গুলো। আপনি আরো যাবতীয় তথ্যের জন্য +918158012342 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দাদা। ভালো থাকবেন।♥️🙏
Dada apni koto din age tour ta korechilen..
এই ট্যুর টায় আমরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়েছিলাম।
@@Vrammoman bolchi youth hostel ki perhead fare nei..
I mean 600/- price ta for room or per head...
Dada tour ta to 2din er 1st day ta to dekhlam 2nd day ki korbo dada setao ektu janao Please 🙏🙏🙏🙏
দ্বিতীয় দিন চাইলে পাখি পাহাড়ের দিক টা ঘুরে দেখতে পারেন। তবে আমরা ফিরে এসেছিলাম দাদা তাই ফেরা টাই দেখিয়েছি।
@@Vrammoman okay Dada thanks a lot 😊😊🙏
দাদা টিকিট কি তিন মাস আগে থেকে কাটতে হবে নাকি ওই দিনে কাটলেও চলবে
ট্রেনের টিকিট অ্যাডভান্স বুকিং উইন্ডো দিদি 120 দিন আগে থেকে শুরু হয়। তবে মোটামুটি 30-40 দিন আগে কাটলে টিকিট পাওয়া যায় কনফার্ম। তবে কোনো স্পেশাল দিন অর্থাৎ ধরুন পাবলিক হলিডে থাকলে কিন্তু সেই সব টিকিট অনেক আগে থেকেই বুক করতে হবে নইলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই ধরুন রং খেলার সময় টিকিট সব বুক হয়ে গিয়েছে।
@@Vrammoman ok thank you
আরো কোনো রকম জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভাল থাকবেন।♥️🙏
Youth hostel a ranna kra khaoar ki kono byabostha ache?
ক্যান্টিন রয়েছে পুরুলিয়ার টা তে। মুকুটমনিপুরেও রয়েছে। তবে সব জায়গায় নেই। রান্না করে বোধহয় খাওয়া যায় না। তবে ক্যান্টিনে বললে হয়তো পছন্দ মতো রান্না করে দিতে পারে। সব থেকে ভালো হয় যদি আপনি যেই খানে যাবেন সেই জায়গার ইয়ুথ হোস্টেলে ফোন করে জিজ্ঞেস করে নেন আগেই। চেক এভাইলবিলিটি তে ক্লিক করে আপনি যেই জায়গায় যেতে চান সেই লোকেশন সিলেক্ট করে ফোন নম্বরও ওই একই পেজে নিচের দিকে পেয়ে যাবেন।
দাদা হোটেল চেকিং আর চেক আউট এর টাইম টা একটু বলবেন।।
অযোধ্যা পাহাড়ের যুব আবাসে চেক ইন টাইম সকাল ১০:৩০ am এবং চেক আউট টাইম সকাল ০৯:৩০ am. তবে ঘর ফাঁকা থাকলে সময়ের আগেই চেক ইন করতে দেয়। যেমন আমাদের প্রায় পৌনে দশ টা নাগাদ চেক ইন করতে দিয়েছিল।
@@Vrammoman অনেক ধন্যবাদ দাদা।।আমরাও নৈহাটি থেকে যাবো।।।
Dada ekhane unmarried couple der allow kore, youth hostel e?????
হ্যাঁ। এলাও করে। নির্দ্বিধায় যান। তবে দুজনের আইডি প্রুফ থাকতে হবে এবং দুজনের বয়স 18+ হতে হবে।
দাদা 1700 টাকা কি গোটা গাড়িটার ভাড়া? নাকি per head 1700
গোটা গাড়ি টার ভাড়া। অর্থাৎ যেহেতু আমরা দুইজন ছিলাম ৮৫০/- টাকা পার হেড লেগেছিল।
@@Vrammoman Thank you 😀
Nice beautiful 🌹❤️ excellent 👍
অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন দাদা।♥️🙏
I have a question, can a older person stay in a youth hostel ?
Yes sir without any issue an older person can stay at Youth Hostel. There is no age restriction to check in at Youth Hostel.
Tomake request korchi... background music ta please diyona... kotha gulo sunte baje lage
হ্যাঁ। দাদা। তাই ভাবছি করতে হবে।
Dada bike rent available ache
হ্যাঁ। দাদা। স্থানীয় মানুষেরা তাদের মোটর বাইক 400-500/- টাকার বিনিময়ে ভাড়ায় দিয়ে থাকেন। আমি সেরকমই এক দাদার নম্বর দিচ্ছি। নাম ধর্মা দা এবং ফোন নম্বর +916204227509. এই দাদা আসলে সাইটসিয়িং এর গাড়ি চালান এবং নিজের বাইক টা ভাড়া তে দিয়ে থাকেন অল্প কিছু টাকা উপার্জনের আশায়। আপনি এই দাদা কে ফোন করে কিছুটা দরাদরি করে বাইক রেন্টে নিয়ে ইচ্ছেমতো সারাদিন ঘুরে বেড়াতে পারেন। আরো কোনো তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।♥️🙏
Dada ar ekjon fimale jini chhilen oni ki girlfriend na boudi❤❤❤❤❤❤ reply janaben please❤❤❤❤❤❤
উনি আমার বিবাহিত স্ত্রী তবে বান্ধবী কে নিয়ে গেলেও ইয়ুথ হোস্টেলে কোনো অসুবিধা নেই। দুজনের আইডি প্রুফ থাকলেই হবে। ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায় না।
Side scene er jonno Tumi gari ta niyechile koto porechilo....
1700/- টাকা পড়েছিল দাদা আমাদের। বারগেইন বা দরাদরি করতে হয়েছিল একটু। সাধারণত সাইটসিয়িং এর খরচ 1500-2500/- টাকার মধ্যে হয়। কোনো হলিডে তে বা সিজনে 2500/- টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয় এই একই সাইটসিয়িং এর জন্য। যেমন ধরুন 25এ ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি অব্দি ভাড়া খুব বেশি থাকবে।
Bhai video bht informative tha bs thra thora Hindi bldete bhai to thra Smjhme Jyada ata
Hindi to bhaiya ji mujhe utna achcha nehi ata...phir bhi kousis karenge age ane wala video me bolneke...phir bhi video dekhne ke liye apko bohut bohut shukriya bhaiya....♥️🙏
দাদা আপনার video গুলোর description box এ পুরো tour এর খরচ (with fooding and entry fees) ক্রমান্বয়ে add করলে উপকার হয়। Thank you for sharing your experience with us...
বাহ। খুব ভালো সাজেশন। একটু সময় লাগবে তবে চেষ্টা করছি এই তথ্য গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। ধন্যবাদ নিজের মনে করে এই ধরনের সাজেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। 🙏
Tickit kivabe katbo
IRCTC অ্যাপ ডাউনলোড করে নিন। সেইখান থেকেই ট্রেনের টিকিট আপনি নিজেই বুক করতে পারবেন।
পুরুলিয়া গড় অংশের লিঙ্ক্ নেই।থাকলে ভালো হতো।
না। দাদা ওই দিক টাএখনও কভার করা হয়ে ওঠেনি। তবে খুব শীঘ্রই ঘুরে এসে গড়পঞ্চকোটের ভিডিও তুলে ধরবো। সাথে থাকবেন।
dada how to book car for rent?
You can call on +916204227509 and book the car for sightseeing at Purulila. Thank you.
Dada ami book krte parchi na pls amk aktu help kro amra 6jon jabo 2 to room lagbe non ac
কোথায় অসুবিধা হচ্ছে জানান। সমস্যা হচ্ছে সরকারি ওয়েবসাইট তো প্রায়ই সার্ভার ডাউন থাকে ইয়ুথ হোস্টেল বুকিংয়ের। গভীর রাতের দিকে নতুবা ভোর বেলার দিকে ট্রাই করুন বুক হয়ে যাবে। এছাড়াও চাইলে আপনি এই +918158012342 নম্বরটি তে ফোন করে 500-700/- টাকার মধ্যে ডবল বেডরুম বুক করে নিতে পারেন হিল টপ বাস স্ট্যান্ডের কাছেই এদের হোটেল। একেকটি রুমে 3 জন করে থাকতে পারবেন। অসুবিধা নেই।
Thank you dada
ভালো থাকবেন 🙏
যুব আবাসনে কি Couple (Husband &Wife) allow করে??
হ্যাঁ। দাদা। বিবাহিত কাপল তো আমরাই গিয়েছিলাম। কোনো অসুবিধা হয় নি চেক ইন করতে। তাছাড়া কোনো প্রমাণ পত্রও দেখতে চায় না ওরা। কেবল মাত্র দুজনের আইডি প্রুফ দেখে। ব্যাস। অর্থাৎ অবিবাহিত কাপল রাও চাইলে নিশ্চিন্তে ঘুরতে গিয়ে যুব আবাসে থাকতে পারে।
Apni jekhane chilen sekhane 18+ couple allow kore??
হ্যাঁ। দাদা করে। তবে দুজনেরই আইডি প্রুফ থাকতে হবে যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ব্যাস। এর বেশি আর কিছু দেখতে চায় না।
❤❤❤
👍👍👍👍
Video is nice n informative. But the music is too loud n voice is quite low
Extremely sorry for that. In upcoming videos I will take care of it. Thanks for your valuable advice brother. Have a good day.
দাদা unmarried couple allow করে। "Dujon kintu alada state er"
হ্যাঁ। দাদা। সেইসব কিছুই দেখে না। দুজন প্রাপ্তবয়স্ক হতে হবে। তাহলেই আর কোনো সমস্যা হবে না।
ajodhya more bagmundi theka bus pawa jai
না। ওইদিক থেকে কিন্তু হিল টপে ওঠার বাস পাওয়া যায় না। অটো রিসার্ভ করে উঠতে পারেন চাইলে 300-350/- টাকা ভাড়া নেবে।
@@Vrammoman dada side scene jno auto vara pawa jai ..mane jabe ki jdi ektu bolen 2jon sudhu
হ্যাঁ। পাওয়া যায়। প্রথমবার তো আমি আর আমার এক বন্ধু অটো করেই ঘুরেছিলাম অযোধ্যা পাহাড়। সেইবার আমরা বারাভূম থেকে বাস করে অযোধ্যা মোরে গিয়ে সেইখান থেকে অটো করে ঘুরে ছিলাম। তবে মূরুগামা টা সেইবার কিন্তু যাই নি।
@@Vrammoman thanks
Side scene nam guno jante parle bhlo hoto
নাম গুলো ময়ূর পাহাড়, বামনী ফলস, টুরগা ফলস, টুরগা ড্যাম, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরীয়া ড্যাম ইত্যাদি। বাকি সব কয়টি মনে নেই তবে ভিডিও তে রয়েছে।
1 yer er baby niye jaoya jabe
নিশ্চিন্তে যাওয়া যাবে দিদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণে এক বছরের বাচ্চা সাথে নিয়ে। কোনো অসুবিধা নেই। এমন কি বাচ্চার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত হিল টপে পেয়ে যাবেন। দিনক্ষণ ঠিক করে বেরিয়ে পড়ুন।👍
Acha dada ata apnader dujoner tour packege 1999/-
মাথাপিছু খরচ হয়েছিল দাদা কাছাকাছি ২০০০/- টাকা। কোলকাতা থেকে কোলকাতা। দুজন ছিলাম। দুজনের মিলিয়ে ৪০০০/- টাকা। আসলে সাইটসিয়িং এর জন্য খরচ টা বেড়ে গেছে। 4 জনে থাকলে এই খরচ টা কিছুটা কম হয়ে যেত। এছাড়াও বাইক রেন্ট নিয়ে ঘুরলেও খরচ টা কম হতো।
@@Vrammoman Thankyou dada
আমরা ৩ জন যাবো জানুয়ারিতে। হিল টপ থেকে Share গাড়ি পেলে ভালো হয় আরকি,
হিল টপ থেকে দাদা সেই ক্ষেত্রে আপনারা ছোটো 4 সিটের অলটো কিংবা ইন্ডিগো গাড়ি ভাড়া করে নিতে পারেন। খরচ পড়বে 1500-2500/- টাকার মধ্যে। আসলে সিজন এবং ছুটির দিন গুলো অনুযায়ী গাড়ির ভাড়া টা ওঠে নামে। একটু দরাদরি করে নেবেন। আমাদের যেমন 1700/- টাকায় ঘুরিয়ে দেখিয়েছিল। সেইদিন টুরিস্ট কম ছিল তাই দরাদরি করে কম খরচে পেয়ে গিয়েছিলাম গাড়ি। হিল টপ বাস স্ট্যান্ডে পৌঁছে দুই তিন জনের সাথে দরাদরি করে তবে গাড়ি বুক করুন। তাহলে কিছুটা কমে পাবেন। চিন্তা নেই নামার সাথে সাথেই আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে হোটেল এবং সাইটসিয়িং এর গাড়ি বুকিংয়ের জন্য। নিশ্চিন্তে যান ঘুরে আসুন।
Thank you dada
Cupple ra jeta parbba
নিশ্চিন্তে যেতে পারবে। দুজনের বয়স ১৮ কিংবা তার বেশি হতে হবে এবং আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আইডি প্রুফের ফটো কপি দেখাতে হবে চেক ইনের সময়। ব্যাস।
Answer pelam na to
হ্যাঁ। সম্ভব। শেষ বাস দুপুর 3 টে 20 এর। মুড়গুমা ড্যাম এবং সুইসাইড পয়েন্ট না গেলে অর্থাৎ কেবল মাত্র অযোধ্যা পাহাড়ের আশ পাশের জায়গা গুলো ঘুরলে শেষ বাসে পুরিলিয়া ফিরে আসতে পারবেন।
Kaka... Akhono ank practice darkar,, vlo moto chasta kora jao kaka
Over sounds 😈very bad
চেষ্টা চালিয়ে যাচ্ছি দাদা দিনে দিনে আরো ইমপ্রুভ করার। জানি এখনও অনেক পথ চলা বাকি। এত সুন্দর জেনুইন মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Eto kom energy hole hobena.
😂 হ্যাঁ। দিদি। পরের ভিডিও গুলোতে আরো এনার্যেটিক থাকার চেষ্টা করবো। আসলে কিছুটা সিজন চেঞ্জের জন্য সর্দি কাশি লেগেছিল। যাক গে পরের ভিডিও গুলোতে শুধরে নেয়ার চেষ্টা করবো। আপনি ভালো থাকবেন।🙏♥️
Youth abas charao onno valo kono hotel r nam bolte parbe go kachakachi
বোন আপনি ৮১৫৮০ ১২৩৪২ এই নম্বরে অযোধ্যা পাহাড়ে হোটেলের জন্য যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি ৫০০-৬০০/- টাকার মধ্যে হিল টপ বাস স্ট্যান্ডের পাশেই নন এসি ডবল বেডরুম রয়েছে।
Apnar phone number ta ki pabo
আপনি ভ্রমণ সংক্রান্ত জিজ্ঞেসাবাদের জন্য আমায় ৮৬৯৭০ ৪৯৪১২ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ভাল থাকবেন।🙏
Very nice
ধন্যবাদ। দাদা। ❤️🙏