ডঃ আখতার আলি একজন প্রকৃত ছাত্রদরদী শিক্ষক। তিনি একজন মানবদরদী।তিনি বিবেকবান মানুষ। সত্যবাদী ডঃ আখতার আলি প্রকৃত একজন আদর্শ মানুষ। আজ এই রকম মানুষ প্রয়োজন। তাঁকে আমার প্রণাম জানাই।
নির্ভীক ধার্মিক সত্যসন্ধানী আখতার আলীকে অনেক ধন্যবাদ। এই যুগে আপনি এক বিরল ব্যক্তিত্ব। ছাত্রদের জন্য আপনার ভালোবাসা এই আন্দোলন কে অনেক এগিয়ে নিয়ে যাবে। আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক। সত্যানুসন্ধানী আলী সাহেব সেলাম।
সবাই মিলে এক হয়ে সন্দীপ ঘোষের ফাঁসী চাই আর এই সন্দীপ ঘোষ কে বাঁচাতে যারা লড়ছিল তাদেরও ফাঁসী চাই এই দাবি ওঠানো উচিত। আখতার আলি বাবু কে অনেক অনেক ধন্যবাদ ।🙏🏻
মিঃ আখতার সাহেব, আপনার প্রতিটি বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল যে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ , বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিকে সামলাতে ও সুন্দর করে তুলতে আপনার মতো মানসিকতাসম্পন্ন মানুষদের অত্যন্ত প্রয়োজন । গোটা সমাজ ও রাষ্ট্র আজ চোখের জল ফেলছে আপনার মতো মানুষদের অভাবে । এখানে সবার মন্তব্য দেখে বলতে বাধ্য হচ্ছি যে, আপনার মতো মানসিকতাসম্পন্ন মানুষজন যদি সমাজ ও রাষ্ট্রের শুদ্ধি ও সংস্কারের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই আপনার সঙ্গে থাকব, কথা দিচ্ছি । সাবধানে থাকবেন ।
আপনার মতো মানুষ দুর্লভ স্যার। এমন মানুষ যে নো ঘরে ঘরে জন্মায়। এত ভালো মানুষ দেখলে মন টায় ভালো হয়ে যায়। যে এখনো ভালো সততা আছে। আপনার লড়াই জেনো সাকসেস হয়।
ববি প্রিন্টের জামা পড়বেন না, আখতার ভাই, এটাকেই বলে ঈমান, ধর্মের চুলের কথা কেউ বলেন না 😂😂 জমিদার হবার দরকার নেই, ঈমানদার অনেক ভালো,, বিবেকবান স্টিকার লাগিয়ে 😂😂 ইশারা কাফি হায় না 😂😂❤
Hats off to him🙏🏻 আমি মন থেকে চাইছি উনি ওনার এই লড়াইতে জয় লাভ করুন। ওনার মত সৎ ব্যক্তির ভীষণ প্রয়োজন। ওনার মনের জোর আর সাহস কে কুর্নিশ জানাই। ভগবান ওনার আর ওনার পরিবারের সহায় হোক। 🙏🏻🙏🏻
আপনার মত ডাক্তারকে গোল্ড মেডেল দেওয়ার খুবই ন্যায্য অধিকার মানবসমাজে। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য গুলো অবশ্যই শোনা উচিত। উনি ছিলেন সমাজ রক্ষার মানবিক যোদ্ধা। স্যার আপনাকে কোটি কোটি প্রণাম । সেলুট জানানো থাকলো।
@@sukladas2375aàaàaaàaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàààaaaaàaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà#a###à#aAa#aaa##aa##aa##a##aa##a№a#a###a##aa#aa#a#aàa#a#a#a#a№№a#aaa##a#aa#aa#aa#aaaaaaaaaaaa#a#a#aaa##aaa##a#####aa##a#a##########aaaaà mi mi mi mi mi mi mi By by
ডাঃ আলীকে অন্তর থেকে প্রণাম আর শ্রদ্ধা জানাই । ঈশ্বের কাছে আপনার দীর্ঘ আয়ু কামনা করি স্যার। প্রার্থনা করি যাতে আপনি কোর্ট কেসে জয়ী হন। ডাঃ গড়াইয়ের মতো আপনিও পুরো পেনশন পাবেন, PFয়ের টাকা ফেরত পাবেন আর break in service টা cancel হবে। অভয়ার খুনিরা সাজা অবশ্যই পাবে ।
দেখুন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, সমস্ত হেল্থ ডিপার্টমেন্টে আর দ্বিতীয় কোনো মানুষ ছিলোনা যে একটু মনুষ্যত্বের পরিচয় দেয়,এই এগারো বছরে কত ডাক্তার বেরিয়েছে তারা এই এগারো বছরে পাশকরে ডাক্তার হয়েছেন, এ তো রুগির পক্ষে ভয়াবহ। ।
Sexual orientation আর বিকৃতি এক নয়, আমরা যেন এই দুটি বিষয় গুলিয়ে না ফেলি। সমকামী মাত্রেই অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে না। আবার straight people যদি খারাপ হয়, সে অন্যকে sexually harass করতে পারে। আক্তার আলি সাহেবকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। আপনি নিজে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের protect করার এত চেষ্টা করেছেন!
ডঃ আখতার আলী কে এই সাহস ও বীরত্বের জন্য পুরস্কৃত করা উচিৎ । ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করি ইনি যেন ভালো থাকেন, সুরক্ষিত থাকেন 🙏 আমাদের উচিৎ এনার মতো আদর্শবান সৎ ও সাহসী হওয়া... 🙏 ❤️
ডক্টর আপনি শুধু একজন বিশেষ চিকিৎসক নন,আপনি আজকের দিনে এক ব্যতিক্রমী ব্যক্তি। আপনাদের মতো কিছু মানুষ আছেন বলেই আজ ও আমাদের সমাজ এখনও চলছে। আপনাকে কুর্নিশ।
দাদা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিয়ে কিছু হয় না‼️ সত্যি সত্যি মানুষ হতে পেরেছেন আপনারাই,🙏আপনাদের মত সৎ শিক্ষিত প্রতিবাদী এবং আপনাদের পরিবারও🙏🙏🙏🙏অনেক অনেক প্রণাম জানাই দাদা,ছোটো ভাই বোন হিসেবে আপনাকে দেখে আরো হাজার হাজার মানুষ আপনার মত হতে চাইবে🙏🙏🙏👏👏👏👏
You are whistle blower of corruptions and syndicate racket run in RG Kar Hospotal and the threat culture prevailing in all govt hospitals in Bengal. We hope your every complaint will be proved true and the criminals will be severely punished.we believe Avaya will get justice and you will be recognised as hero of the whole episode. I have no language to praise you for the courage and consience to fight against evils of the society. Thank you sir.
যাঁরা বলেন মুসলিম মানে খারাপ, হিন্দু মাত্র ই বিশাল ভালো, তাঁরা একবার ভেবে দেখুন....... ডাঃ সুদীপ্ত রায়, ডক্টর সন্দীপ ঘোষ এরা কিন্তু সব হিন্দু। মানুষ তৈরি হওয়ার জন্য, ধর্ম লাগেনা। যারা ধর্ম আশ্রয় করে ক্রাইম করে ,একচুয়ালি তারা ক্রিমিনাল।
You are God for the junior Doctor's. You stood and fought for the truth and still standing and fighting for truth. God bless you . We are all Gratefull and thankful .
অসংখ্য ধন্যবাদ আখতার আলীকে, জানি ওনার অতীত বিপর্জয়ের মাঝে কেটেছে আর অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও দুর্নিতীর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন সত্যের সন্ধানে বৃহত্তরের স্বার্থে তা সত্যিই প্রসংশার ঊর্ধে🙏 । কথোপকথন শুনতে শুনতে চোখ ভরে গেল জলে ,মন বিষিয়ে গেল এই ভেবে যে কোথায় এর শেষ ???! সত্যের জয় হতেই হবে , অভয়ার সুবিচার পেতেই হবে। ধন্যবাদ
ডাঃআখতার আলি আপনাকে প্রণাম জানাই। আপনার মতো আরো কিছু বিবেকবান অভিভাবক পেলে আমাদের নতুন প্রজন্ম আরো সাহস নিয়ে লড়তে পারতো, নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে। 🙏🙏
আপনার কঠিন কঠোর লড়াইয়ের জন্যই নরাধম কালপ্রিট এবং তার শাগরেদদের কার্যকলাপ সর্বসমক্ষে উন্মোচিত হয়েছে।
আপনাকে অজস্র শুভেচ্ছা শ্রদ্ধা ও কুর্নিশ জানাই ডাক্তার আখতার আলি ❤🙏❤️
ডঃ আখতার আলি,আপনাকে Salute জানাই।
আপনাদের মতন সৎ এবং নির্ভীক মানুষ আছেন বলে এখনও চাঁদ,সূর্য ওঠে।
বাবারে।রহস্য কাকে বলে সেটা জানলাম। পৃথিবীতে যত হাড় হিম করা যতো গল্প পড়েছি সব ফিকে হয়ে গেল। সবটা জানানোর জন্য স্যারকে স্যালুট
ডঃ আখতার আলি একজন প্রকৃত ছাত্রদরদী শিক্ষক। তিনি একজন মানবদরদী।তিনি বিবেকবান মানুষ। সত্যবাদী ডঃ আখতার আলি প্রকৃত একজন আদর্শ মানুষ। আজ এই রকম মানুষ প্রয়োজন।
তাঁকে আমার প্রণাম জানাই।
ডঃ আখতার আলি, আপনাকে স্যালুট 🙏 ইশ্বরের কাছে প্রার্থনা- "কোনো অসৎ চক্র যেন আপনাকে দমাতে না পারে এবং আপনি সফল হোন"✌️👍
We want Justice
আর জি করের সম্মান পুনরুদ্ধার করতে হলে Dr Akhtar Ali কে প্রিন্সিপাল পদে বসানো উচিত।
ডঃ আলির অসমসাহসীকতার জন্য ধণ্যবাদ জানাই ।চিরকাল সত্যের পথে থেকে লড়াই চালিয়ে যাবেন এই আশা রাখি। ঈশ্বর আপনার সাথে আছেন,থাকবেন। ভালো থাকবেন ।
ডা আলি,আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এভাবে সাহসিকতার লড়াই লড়বার জন্য।🙏🙏
দম আছে আপনার।
সিস্টেম র বিরুদ্ধে লড়াই করার জন্যে।❤❤❤❤
কুর্ণিশ জানাইডাক্তার আখতার আলি স্যারকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ডঃ আলি , আপনি সৎ সাহসী মানুষ। আপনাদের মত মানুষ এ সমাজে বিরল । শ্রদ্ধা জানাই । অনেক বড় সংগ্রাম আপনি করছেন।
স্যালুট sir ডক্টর আখতার আলী। আপনি মসিহা।
আপনাকে অনেক স্যালুট জানাই স্যার। আপনার জন্যই এত টুকু এগিয়ে যেতে পেরেছে CBI, নাহলে কিছুই হত না। তবুও জানিনা আসল মাথা আসবে কিনা।
@@lopamudraguha889 ogulo corruption related. We want justice for the girl as early as possible 🙏
You are really a Brave Heart ❤. I salute you Sir.
We, all the Citizens regard you, a courageous Whistle Blower!
এখনো এমন নির্ভীক বিবেকবান মানুষ আছে, আলী বাবুকে জানাই আন্তরিক অভিনন্দন।
Uni satti vlo manush
নির্ভীক ধার্মিক সত্যসন্ধানী আখতার আলীকে অনেক ধন্যবাদ। এই যুগে আপনি এক বিরল ব্যক্তিত্ব। ছাত্রদের জন্য আপনার ভালোবাসা এই আন্দোলন কে অনেক এগিয়ে নিয়ে যাবে। আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক। সত্যানুসন্ধানী আলী সাহেব সেলাম।
স্যার আপনাকে আমার অনেক, অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
😊
সবাই মিলে এক হয়ে সন্দীপ ঘোষের ফাঁসী চাই আর এই সন্দীপ ঘোষ কে বাঁচাতে যারা লড়ছিল তাদেরও ফাঁসী চাই এই দাবি ওঠানো উচিত। আখতার আলি বাবু কে অনেক অনেক ধন্যবাদ ।🙏🏻
@@SarbariDas591 fanshir byapar aschey kotha thekey?
Kono honest bakti kokhonoi rajniti korte pare na.
Mane ki bolte chas@@thewhistleblower2827
Mamata didi great mr.ali ke s- sanmane medical / health
😅
আখতার বাবু আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
স্যার ডাঃ আখতার আলী আমার তরফ থেকে আপনাকে 🫡🫡🫡🫡এই ঘটনাগুলোকে সামনে আনার জন্য।আপনার সাহস আছে🙏🙏🙏🙏
আখতার আলি র মত একজন সৎ,বিবেকবান,সহানুভূতিশীল,অন্যায়ের সঙ্গে আপোস না করা শিরদাঁড়া সোজা,, সংগ্রামী মানুষ কে আমার সশ্রদ্ধ প্রনাম।ভগবান আপনার মঙ্গল করুন🙏🙏
মিঃ আখতার সাহেব, আপনার প্রতিটি বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল যে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ , বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিকে সামলাতে ও সুন্দর করে তুলতে আপনার মতো মানসিকতাসম্পন্ন মানুষদের অত্যন্ত প্রয়োজন । গোটা সমাজ ও রাষ্ট্র আজ চোখের জল ফেলছে আপনার মতো মানুষদের অভাবে । এখানে সবার মন্তব্য দেখে বলতে বাধ্য হচ্ছি যে, আপনার মতো মানসিকতাসম্পন্ন মানুষজন যদি সমাজ ও রাষ্ট্রের শুদ্ধি ও সংস্কারের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই আপনার সঙ্গে থাকব, কথা দিচ্ছি । সাবধানে থাকবেন ।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
"
ডাঃ আখতার আলীকে আসংখ্য ধন্যবাদ সত্যের জয় হবেই ও ওপর,মাথা ধরা পরুক এটা আমাদের সবার দাবি।
আলি সাহেব, আপনাকে কুর্ণিশ জানাই।
আপনি পথ প্রদর্শক এই পচা গলা সমাজের। চলুক আপনার লড়াই। আমরা সবাই সঙ্গে আছি।❤❤❤
ডঃ আখতাৱ আলি sir ঈশ্বরের দূত । ওনাৱ পা ছুঁয়ে প্রণাম কৱাৱ ইচ্ছে।
খুউব খুউব সাবধানে থাকবেন আকতার আলী ভাই - ভগবান আপনার সাথে থাকুন
সত্যি হায় রে। কি মুখ্যমন্ত্রী।
আপনার এত প্রমান দেওয়ার পরে এখন CBI আর আইন যদি দোষী দের শাস্তি না দেন তাহলে বুজবো মুখ্যমন্ত্রী দেশ টাকে কিনে নিয়েছেন। এখানে দুর্নীতি শেষ হবে না।
আপনার মতো মানুষ দুর্লভ স্যার। এমন মানুষ যে নো ঘরে ঘরে জন্মায়। এত ভালো মানুষ দেখলে মন টায় ভালো হয়ে যায়। যে এখনো ভালো সততা আছে। আপনার লড়াই জেনো সাকসেস হয়।
আল্লার ফরিয়াদে আখতার ভাই ভালো থাকবেন ❤
ববি প্রিন্টের জামা পড়বেন না, আখতার ভাই, এটাকেই বলে ঈমান, ধর্মের চুলের কথা কেউ বলেন না 😂😂 জমিদার হবার দরকার নেই, ঈমানদার অনেক ভালো,, বিবেকবান স্টিকার লাগিয়ে 😂😂 ইশারা কাফি হায় না 😂😂❤
ড: আখতার আলী সাহেবকে আমার স্যালুট। শক্তিমান উপরওয়ালার কাছে আপনার জন্য প্রার্থনা জানাই ।
Hats off to him🙏🏻 আমি মন থেকে চাইছি উনি ওনার এই লড়াইতে জয় লাভ করুন। ওনার মত সৎ ব্যক্তির ভীষণ প্রয়োজন। ওনার মনের জোর আর সাহস কে কুর্নিশ জানাই। ভগবান ওনার আর ওনার পরিবারের সহায় হোক। 🙏🏻🙏🏻
স্যালুট এই ভদ্রলোককে ❤
সৎ মানুষের জয় হবেই আখতার আলি ভাই।সাবধানে থাকবেন। ভগবান আপনার সঙ্গে আছেন।
ডা:আখতার আলী আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অসৎ লোকদের বিরুদ্ধে লড়াই করছেন । সত্যের জয় অবশ্যই হবে। আপনাকে স্যালুট জানাই
আজকের ভিডিও থেকে অনেক উত্তর পেলাম। ডেপুটি সুপার সাহেব এবং আপনাদের অনেক ধন্যবাদ।
আমার জীবনের প্রথম এই VDO non-stop দেখলাম ধন্যবাদ যেখানে কোনো মিথ্যা নেই।
আমি আশাবাদী এর বিচার হবে।আর ডক্টর আক্তার আলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আজ অনেক কিছু শুনলাম আপনার ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার আক্তার ভাই
ডাঃ আখতার আলি ভাইঅনেক
অনেক ধন্যবাদ ভালো থাকুন , সুস্থ থাকুন।
আপনার মত ডাক্তারকে গোল্ড মেডেল দেওয়ার খুবই ন্যায্য অধিকার মানবসমাজে। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য গুলো অবশ্যই শোনা উচিত। উনি ছিলেন সমাজ রক্ষার মানবিক যোদ্ধা। স্যার আপনাকে কোটি কোটি প্রণাম । সেলুট জানানো থাকলো।
ডাঃ আখতার আলি কে বাংলার অন্যতম একটি প্রতিবাদী চরিত্র এবং সৎ ও সাহসী চরিত্র হিসেবে মনে রাখব। আমি আর প্লাস এর মাধ্যমে তাঁকে আমার নমস্কার জানালাম।
Pp
Hi
@@sukladas2375aàaàaaàaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàààaaaaàaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà#a###à#aAa#aaa##aa##aa##a##aa##a№a#a###a##aa#aa#a#aàa#a#a#a#a№№a#aaa##a#aa#aa#aa#aaaaaaaaaaaa#a#a#aaa##aaa##a#####aa##a#a##########aaaaà mi mi mi mi mi mi mi
By by
ডাঃ আলীকে অন্তর থেকে প্রণাম আর শ্রদ্ধা জানাই । ঈশ্বের কাছে আপনার দীর্ঘ আয়ু কামনা করি স্যার। প্রার্থনা করি যাতে আপনি কোর্ট কেসে জয়ী হন। ডাঃ গড়াইয়ের মতো আপনিও পুরো পেনশন পাবেন, PFয়ের টাকা ফেরত পাবেন আর break in service টা cancel হবে। অভয়ার খুনিরা সাজা অবশ্যই পাবে ।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই । আপনাদের মতো লোকদের জন্য সমাজ এখনও টিকে আছে। শুভ কামনা রইলো।
দেখুন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, সমস্ত হেল্থ ডিপার্টমেন্টে আর দ্বিতীয় কোনো মানুষ ছিলোনা যে একটু মনুষ্যত্বের পরিচয় দেয়,এই এগারো বছরে কত ডাক্তার বেরিয়েছে তারা এই এগারো বছরে পাশকরে ডাক্তার হয়েছেন, এ তো রুগির পক্ষে ভয়াবহ। ।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍
স্যালুট ডাক্তার আখতার আলীকে। আপনার ধৈর্য ও সহনশীলতার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এরকম একটা অসম লড়াই লড়ার জন্য। সাহস আছে আপনার। 🙏🏼🙏🏼
আখতার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জয় হোক। গোটা বাংলা আপনার সাথে আছে। আপনার জন্য শুভ কামনা রইল। 🙏
পুরো সাক্ষাৎকার শুনে দেখে অভিভূত হলাম 😊 সাবস্ক্রাইব করলাম গর্বের সঙ্গে 💐💐🙏🙏
অসংখ্য ধন্যবাদ আপনার মতো মানুষ আছেন বলেই হয়ত পৃথিবী অনেক সুন্দর ।আপনি সাবধানে থাকবেন । আপনি ভাল থাকবেন সুস্থ থাকবেন ।আপনার জন্য অনেক শুভ কামনা রইল
শাবাশ,এটা প্রত্যেক মুসলমানের সাধারণ কর্তব্য কিন্তু আমরা ভুলে যাই। সততার কোন মূল্য দিয়ে বিচার করা যায় না। ধন্যবাদ।
আখতার আলী সাহেব
আপনাকে স্যালুট,, ❤
জয় হিন্দ
Sexual orientation আর বিকৃতি এক নয়, আমরা যেন এই দুটি বিষয় গুলিয়ে না ফেলি। সমকামী মাত্রেই অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে না। আবার straight people যদি খারাপ হয়, সে অন্যকে sexually harass করতে পারে।
আক্তার আলি সাহেবকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। আপনি নিজে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের protect করার এত চেষ্টা করেছেন!
ডাক্তার বাবুকে অসংখ্য ধন্যনবাদ
আমাদের পুরানো রাষ্ট্রপতির সাথে কত মিল উনার। আপনাকে কুর্নিশ করি। 🙏🙏🙏🙏
প্রকৃত জ্ঞানীদের বক্তব্যের মধ্যেই জ্ঞানের পরিচয় পাওয়া যায় ডঃ আখতার আলি আপনাদের মত মানুষ সব্বাই শ্রদ্ধেয়।
আখতার সাহেব সত্য উন্মোচনের জন্যে আপনার এই লড়াই , এই সংগ্রাম আমাদের সাহস জোগায়, মনে আশা জাগায়। সাবধানে থাকবেন, ভালো
থাকবেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ডঃ আখতার আলী কে এই সাহস ও বীরত্বের জন্য পুরস্কৃত করা উচিৎ । ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করি ইনি যেন ভালো থাকেন, সুরক্ষিত থাকেন 🙏
আমাদের উচিৎ এনার মতো আদর্শবান সৎ ও সাহসী হওয়া... 🙏 ❤️
দোষীদের শাস্তি চাই
p@@kalidasdebnath5506
😊
😊
😅
কুর্নিশ জানাই ডঃ আখতার আলীকে ,সত্যমেব জয়তে ,শুভেচ্ছা রইল, এগিয়ে যান, ধন্যবাদ
ডাঃ হবে!উনি মেডিকেল ডাক্তার।PHD হলে ড: হতো।
Uni non medical Deputy...uni doctor noi
ডক্টর আপনি শুধু একজন বিশেষ চিকিৎসক নন,আপনি আজকের দিনে এক ব্যতিক্রমী ব্যক্তি।
আপনাদের মতো কিছু মানুষ আছেন বলেই আজ ও আমাদের সমাজ এখনও চলছে।
আপনাকে কুর্নিশ।
Uni doctr non.. non medicos.. deputy superintendent..
Lakho pronam Dr. Akhtar Ali saheb .🙏🙏🙏
ডাঃ আখতার সাহেব আপনার সুস্থ- সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করি । ঈশ্বর আপনার মঙ্গল করুন । 🙏🙏🙏
ওঁকে যথাযথ সিকিউরিটি দেওয়াটা সত্যিই দরকার। আজ যা যতটুকু তদন্ত হচ্ছে , তার পেছনে এই ভদ্রলোকের অবদান ভোলার নয়।
Agree. Kintu Kumir r Hangor dujon-e jokhon bondhutwo kore fele tokhon security-r lokjon-e j maarbe na enake taar ki bhorsha.
Ke debe security. Sai to system corrupted. Corruption ta eto bhabe chariye ache seta ta break kora khub muskil.
আক্তার আলি আমাদের গর্ব ,স্যালুট স্যার ❤
ডাঃ আখতার আলি সাহেব সত্যি খুব ভালো মানুষ। ভগবান উনার মঙ্গল করুক।
দাদা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিয়ে কিছু হয় না‼️ সত্যি সত্যি মানুষ হতে পেরেছেন আপনারাই,🙏আপনাদের মত সৎ শিক্ষিত প্রতিবাদী এবং আপনাদের পরিবারও🙏🙏🙏🙏অনেক অনেক প্রণাম জানাই দাদা,ছোটো ভাই বোন হিসেবে আপনাকে দেখে আরো হাজার হাজার মানুষ আপনার মত হতে চাইবে🙏🙏🙏👏👏👏👏
😅😊
@@barnalidey5851 Eshab different religions manushei to baniyechey... aar takey bhangiye rajniti chalano hoy
You are whistle blower of corruptions and syndicate racket run in RG Kar Hospotal and the threat culture prevailing in all govt hospitals in Bengal. We hope your every complaint will be proved true and the criminals will be severely punished.we believe Avaya will get justice and you will be recognised as hero of the whole episode. I have no language to praise you for the courage and consience to fight against evils of the society.
Thank you sir.
Thnkusir
যাঁরা বলেন মুসলিম মানে খারাপ, হিন্দু মাত্র ই বিশাল ভালো, তাঁরা একবার ভেবে দেখুন....... ডাঃ সুদীপ্ত রায়,
ডক্টর সন্দীপ ঘোষ এরা কিন্তু সব হিন্দু। মানুষ তৈরি হওয়ার জন্য, ধর্ম লাগেনা। যারা ধর্ম আশ্রয় করে ক্রাইম করে ,একচুয়ালি তারা ক্রিমিনাল।
আপনার মতো কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে বলে এখনও রাত, দিন হয়। আপনাকে অনেক ধন্যবাদ দাদা
অসাধারণ একটা ইন্টারভিউ।
Hearty Pranam,one real man in lakhs.may god bless him.
You are God for the junior Doctor's. You stood and fought for the truth and still standing and fighting for truth. God bless you . We are all Gratefull and thankful .
এটা হচ্ছে, সৎ ও অসৎ মধ্যে যখন লড়াই হয়, তখন ,সৎ একা হয়ে পড়ে ,অসৎ এর বাহিনী দীর্ঘ হয়, কিন্তু সত্য চির bhaswar থাকে, এখানে সেটাই প্রযোজ্য
অসংখ্য ধন্যবাদ আখতার আলীকে, জানি ওনার অতীত বিপর্জয়ের মাঝে কেটেছে আর অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও দুর্নিতীর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন সত্যের সন্ধানে বৃহত্তরের স্বার্থে তা সত্যিই প্রসংশার ঊর্ধে🙏 । কথোপকথন শুনতে শুনতে চোখ ভরে গেল জলে ,মন বিষিয়ে গেল এই ভেবে যে কোথায় এর শেষ ???! সত্যের জয় হতেই হবে , অভয়ার সুবিচার পেতেই হবে। ধন্যবাদ
আমি ও আমার সমস্যা সমাধানের জন্য দিদি কে বলো তে ফোন করে কিছু ই পাইনি।
Salute sir
Ata ghor kaliyugh suru. Ar por aro bhayankar din asche.
Bhagaban srikrishna gita arjinke epodesh diye chilen raja jodhi adharmik ahey thar projara thodhik adharmik heyo.
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, ঈশ্বরের কৃপায় আপনি দীর্ঘজীবী হয়ে থাকুন, অভয়া মা যেন সঠিক বিচার পায়। আপনি ভালো থাকবেন ও সুস্থ হয়ে থাকবেন।
Sir, apnar puro interview ta sunlam khub mon diye.....amra anakei ai vabe lorte parbo na.....samne dakha hole Akbar pronam kortam🙏🙏🙏🙏
আখতার আলি Sir " সাথে আছে ভগবান হবে জয় ," আপনার 🙏🌹
আকতার আলি বাবু বাপের ব্যাটা অশেষ ধন্যবাদ উনি যেনো জয়ী হন
আপনি হতে পারেন জন্ম সূত্রে মুসলীম কিন্তূ আমি বাংলার মানুষ আপনাকে আজ সম্মান করে🙏🙏🙏আপনার মত সৎ শিক্ষিত মানুষ কে আমরা রাজনীতি তে দেখতে চাই দাদা🙏👏👏
@@barnalidey5851 Ai comment ei to apni apnar monobhab prokash korey fellen....akta bibheder prachir to already baniye felechen
"হতে পারেন আপনি জন্মসূত্রে মুসলিম" এমন মন্তব্যের প্রয়োজন ছিলনা এখানে।
Ki bolben bolun to ai sab manush k@@tSrKr24
Kno muslim to ki hoyeche....odvut mohila....oshikkhito akjon
Ekhane ei vogoban tullo manush k eisob bolchen keno.
প্রকৃত শিক্ষার যে গুন আছে তা ডক্টর আক্তার সাহেবের কথা বা সাহসী মনোভাবে পরিস্ফূত হচ্ছে।
ডাঃআখতার আলি আপনাকে প্রণাম জানাই। আপনার মতো আরো কিছু বিবেকবান অভিভাবক পেলে আমাদের নতুন প্রজন্ম আরো সাহস নিয়ে লড়তে পারতো, নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে। 🙏🙏
আপনার প্রতি শ্রদ্ধা আর ও বেড়ে গেল। 🙏🙏🙏🙏🙏
সবার উপরে মানুষ সত্য। এই হোক পরিচয়!
Apnake onek onek dhonyobaad.. Apni sokoler samne eshe oi saitan tar sombondhe eto kichu bollen.. Hats off sir.. Apnake koti koti pronam.
ডা আলি সাবাস।মাথা উচুঁ করে চালিয়ে যান
প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করি | আপনার মতো মানুষ পৃথিবীতে আছে তাই আশা জাগে | ভগবান আপনাকে এবং আপানার পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন |
Koti koti pronam sir apnake❤❤❤
Ali sirke amar antarik suvechha avinandan o pranam janai
Akter sir k security deowa khub joruri, even onar moto honest lok k financial support o deowa dorkar. ❤
আখতার ভাই সত্যতার পথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ ও সুন্দর রাখুন ঈশ্বর যেন সব সময় রক্ষা করেন।
সত্যের জয় হবেই |আপনার মতো সৎ ও শিক্ষিত মানুষকে কুর্নিশ জানাই স্যার |
অভূতপূর্ব সাক্ষাতকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ, প্রশাসনের মুখোশ খুলে দিলেন!!
Sir, proud on you । God bless u 😊
Sir , you are great and your fight is also great. You shall win your fight and God bless you forever. Thank you so much sir.
আখতার আলি Sir আপনি বলে যাবেন আপনাকে ভগবান রক্ষা করে চলছেন এই বলার জন্য ।
কুর্নিশ জানাই এই নির্ভীক মানুষ টাকে ।আপনাকে মানুষ মনে রাখবে।
হ্যা স্যার আপনি খুব সাবধানে থাকবেন
ডাক্তার আক্তার আলী এই সাহসিকতা ও বীরত্বের জন্য পুরস্কৃত করা উচিত।
একটা একাউন্ট খুলুক আর প্লাস। প্রত্যেক টি ভিওয়ার যদি এক টাকা করেও দেন, তবে আমরা sir akhtar Ali র কিছু ফিনান্সিয়াল উপকারে লাগতে পারি।
উনি নিজে একজন ডাক্তার। ওনার কোনো ভিক্ষা লাগবে না।
আনেক ধন্যবাদ দুর্নীতি মুক্ত সমাজ তৈরি পদক্ষেপ এর জন্য।
কুর্নিশ জানাই আখতার স্যারকে
Sir আপনি একজন ভারতীয় সেইজন্য আমরা গর্বিত ।
আখতার আলী স্যার আপনাকে স্যালুট
Ali Saheb pronam janai 🙏
আপনার মত মানুষ আছেন বলেই সন্দীপ ঘোষ এর মতো জানোয়ার এর শাস্তি হবে এটা আমরা আশা করি নমস্কার আপনাকে খুব ভালো থাকুন আপনি
আখতার সাহেব আপনাকে স্যালুট
Mr. Akhtar ali sir actually aapni deserve koren sir rer podobi. Aapnake pronam 🙏🙏
Mr noi, ওনার নামের আগে dr আছে।
Sir ,
Many many Thanks to you.
Dr. Aktar ali salute you🙏🎉
Good massage
আমার আল্লাহ সবই পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর।
আক্তার সাহেব আমার আল্লাহর ওপর ভরসা রাখিয়াছেন,শেষ অবধি ভরসা রাখুন ইনশাআল্লাহ।