কমেন্টস করার জন্য ধন্যবাদ! এটি ২টি টেকনিক অবলম্বন করে পরিষ্কার করি। টেকনিক-১: প্রথমে চুলায় কোন কিছু রান্না করার সময় আমরা যে ঢাকনা ব্যবহার করি ঠিক ঐরকম ঢাকনারমত করে রান্না করার সময় ঢাকনা হিসেবে কিছু সময় ব্যবহার করি (দুই সাইড)। ফলাফল সরুপ এটি গরম হয়। টেকনিক-২: গরম থাকা অবস্থায় লোহার মাজনীর সাহয্য লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করি।
হুমম দেখে ভালো লাগলো।
Er bottom ta koto cm kinldy janaben ? Amr infared cooker a ekta round shape ache tar moddhe atbe kina tai jana ta dorkar
আপু এটাতে কি পাটি সাপটা হবে?? একটা বিডিও দিও,আর ধোসা কি বানানো যায়??
এখন কি ব্যাবহার করতেছেন ? আর ওপরে কি কালো হয়ে যায় নাকি একটু জানাবেন
হিম..এখনো ব্যবহার করছি। রান্না করলে উপরেতো হালকা কালো হয়, হবে-ই। কিন্তু পরিষ্কার করে রাখতে হয়।
আসসালামুআলাইকুম এই তাওয়াটি স্টীলের আর এটি কি নরমাল গ্যাসের চুলায় ব্যাবহার করা যাবে
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যাবে।
Ata ki akta size 26cm e ache?
Eta ki 1 tai size?? Mane 28 ba 30 cm hoy na??
ইন্ডাকশনে রান্না করা যাবে?
Eta kivabe clean koren
কমেন্টস করার জন্য ধন্যবাদ! এটি ২টি টেকনিক অবলম্বন করে পরিষ্কার করি।
টেকনিক-১: প্রথমে চুলায় কোন কিছু রান্না করার সময় আমরা যে ঢাকনা ব্যবহার করি ঠিক ঐরকম ঢাকনারমত করে রান্না করার সময় ঢাকনা হিসেবে কিছু সময় ব্যবহার করি (দুই সাইড)। ফলাফল সরুপ এটি গরম হয়।
টেকনিক-২: গরম থাকা অবস্থায় লোহার মাজনীর সাহয্য লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করি।
মাটির চুলায় ব্যবহার করা যাবে
যাবে। সেক্ষেত্রে তাপমাত্র নিয়ন্ত্রণে রাখতে হবে।
Atar price koto apu
আমি ১,২৮০৳ দিয়ে কিনেছিলাম। এখন বাজারে দাম বেশি হতে পারে।
একটা রুটি ভাজতে এত্ত কাহিনি
পুড়ে যায় এর জন্য
কত সিএম আর এর দাম কত
২৬ সিএম এর পুরাতন প্রাইস ১,২৮০৳ ছিলো।
induction চুলায় ব্যাবহার করা যাবে
হিম যাবে।
আপনি কি ইনডাকশন চুলায় ব্যবাহার করেছেন?
না ভাই