কর কমিশনারের কার্যালয়: কর অঞ্চল-৯, ঢাকা,পদ: উচ্চমান সহকারী: Question Solution: Exam Date: 20-10-23

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • #Job_Exam_Mate_BD
    Mobile: 01735778503
    Facebook Page: www.facebook.c...
    Facebook Group : / 822928402412283
    কর কমিশনারের কার্যালয়
    কর অঞ্চল-৯, ঢাকা
    নিয়োগ পরীক্ষা- ২০২৩
    পদের নাম : উচ্চমান সহকারী
    পূর্ণমান- ১০০ পরীক্ষার তারিখ: ২০ অক্টোবর ২০২৩ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
    বাংলা-৩০
    ১। সন্ধি বিচ্ছেদ করুন। যদ্যপি, সঞ্চয়, নিশ্চয়, অর্ধেক, পরস্পর ।
    যদ্যপি = যদি + অপি
    সঞ্চয় = সম্+চয়
    নিশ্চয় = নিঃ+চয়
    অর্ধেক =অর্ধ+এক
    পরস্পর = পর+পর
    ২। এক কথায় প্রকাশ করুনঃ
    (ক) আজন্ম শত্রু।
    উত্তর: জাতশত্রু
    (খ) যার কিছু নাই।
    উত্তর: নিঃস্ব
    (গ) যে নারীর একটি সন্তান আছে।
    উত্তর: কাকবন্ধ্যা
    (ঘ) ময়ূরের ডাক
    উত্তর: কেকা
    (ঙ) যা গতিশীল।
    উত্তর: জঙ্গম
    ৩। অর্থসহ বাক্য গঠন করুন :
    (ক) ভূঁইফোঁড় (হঠাৎ সম্পদের মালিক হওয়া) : ভূ্ঁইফোঁড় নেতাদের দখলে গেছে সব রাজনীতি।
    (খ) গংগচ্ছ (গড়িমসি): সারাটা বছর গংগচ্ছ করে কাঁটালে এখন পরীক্ষায় কীভাবে পাশ করবে?
    (গ) লবডঙ্কা (মিথ্যা বা ফাঁকি) : কথা দেওয়ার সময় ষোলআনা কিন্তু বাস্তবায়নের বেলায় লবডঙ্কা।
    (ঘ) অবরে সবরে (সময়ে অসময়ে): মাইনুলতো অবরে সবরে ঘুরতে যাই।
    (ঙ) খোদার খাসি (ভাবনা চিন্তা হীন) : ঘুরে বেড়াই।
    ৪. বানান শুদ্ধ করুন।
    (ক) কথপোকথোন
    সঠিক বানান: কথোপকথন
    (খ) অনুসঙ্গিক
    সঠিক বানান: আনুষঙ্গিক
    (গ) অন্তোষ্টিক্রিয়া
    সঠিক বানান: অন্তোষ্টিক্রিয়া
    (ঘ) প্রত্যুতপন্নমতি
    সঠিক বানান: প্রতুৎপন্নমতি
    (ঙ) সমিচিন।
    সঠিক বানান : সমীচীন
    ৫। কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
    (ক) এ বাড়িতে কেউ নেই।
    উত্তর: অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
    (খ) হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয়।
    উত্তর: করণ কারকে তৃতিয়া বিভক্তি
    (গ) শিক্ষক ছাত্রদের পড়ান ।
    উত্তর: কর্মকারকে ৬ষ্ঠী বিভক্তি
    (ঘ) চেষ্টায় সব হয় ।
    উত্তর: করন কারকে সপ্তমী বিভক্তি
    (ঙ) লোকমুখে একথা শোনা যায়।
    উত্তর: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
    ৬। অনুচ্ছেদ লিখুনঃ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ।
    ইংরেজী- ৩০
    7. Make Sentence with the followings:
    (a) A man of letters (বিদ্বান ব্যক্তি):
    (b) Square meal (সম্পূর্ণ খাবার):
    (c) Pin money (স্ত্রীকে প্রদত্ত হাত খরচ):
    (d) Maiden speech (প্রথম কথা/বক্তৃতা):
    (e) Soft soap (তোষামোদ):
    8. Fill in the blanks:
    (a) Education is conductive-------------knowledge.
    Answer: to
    (b) Your conduct admits ----- no excuse.
    Answer: of
    (c) She is --- 10 feet.
    Answer: about
    (d) I live -----Mirpur--- Dhaka.
    Answer: at, in
    (e) Either Rahim--------his brother has done it.
    Answer: or
    ৯। Change the voice :
    (a) Let him do the work.
    Answer: Let the work be done by him.
    (b) Where did you see him?
    Answer: Where was he seen by you?
    (c) Please keep quiet.
    Answer: You are requested to keep quiet.
    (d) We called him a fool.
    Answer: He was called a fool by us.
    (e) Let him write a letter.
    Answer: Let a letter be written by him.
    10. Translate into English
    (a) সে গোল্লায় গেছে ।
    উত্তর: He has gone to dogs.
    (b) আমি চেষ্টার কোন ত্রুটি করিনি।
    উত্তর: I left no stone unturned.
    (c) আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি ।
    উত্তর: I prefer death to dishonour.
    (d) মানব জাতি এখন সংকটাপন্ন।
    উত্তর: Mankind is at stake now.
    (e) আমার যদি পাখির মত ডানা থাকত!
    উত্তর: Had I the wings of a bird!
    11. Correct the following words:
    (a) Garantey
    Answer: Guaranty
    (b) Semister
    Answer: Semester
    (c) Burocracy
    Answer: Bureaucracy
    (d) Passible
    Answer: Possible
    (e) Ambeguous.
    Answer: Ambiguous
    12. Write a short Paragraph on “Green House Effect”.
    গণিত- ২০
    ১৩। বার্ষিক ৩% হার সুদে ২৫০ টাকার ৬ বছরে যত সুদ হবে, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হবে?
    ১৪। একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করলে বিক্রেতার ১২% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে?
    ১৫। একটি সমকোণী ত্রিভুজ ডিজাইনের স্মৃতি স্তম্ভের উচ্চতা ১০০ মিটার, অতিভূজ ২০০ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত?
    ১৬। x^2-3x+1=0 হলে x^2-1/x^2 এর মান কত?
    সাধারণ জ্ঞান- ২০ (২০ x ১)
    ১৭। (ক) ১ নটিক্যাল মাইল সমান কত কি.মি.?
    উত্তর: ১.৮৫২ কিলোমিটার
    (খ) IUCN এর পূর্ণরূপ কি ?
    উত্তর: International Union for Conservation of Nature
    (গ) শেখ হাসিনা সেনানিবাস কোন জেলায় অবস্থিত ?
    উত্তর: লেবুখালী, পটুয়াখালী
    (ঘ) জাতীয় পাবলিক সার্ভিস দিবস কবে?
    উত্তর: ২৩ জুন
    (ঙ) সুইডেনের মুদ্রার নাম কি?
    উত্তর: সুইডিশ ক্রোনা
    (চ) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
    উত্তর: গ্রিনল্যান্ড
    (ছ) বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে?
    উত্তর: রানী হামিদ
    (জ) কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
    উত্তর: ভারত ও নেপাল
    (ঝ) সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় কত সালে?
    উত্তর: ১৮২৯ সালের ৪ ডিসেম্বর
    (ঞ) "মুজিব: একটি জাতির রূপকার" চলচ্চিত্রটির পরিচালক কে?
    উত্তর: শ্যাম বেনেগাল
    (ট) বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তর: গাজীপুর
    (ঠ) ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়।
    উত্তর: ১৩ জন
    (ড) বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি?
    উত্তর: ইরাক
    (ঢ) সম্প্রতি কোন আন্তর্জাতিক ফুটবল তারকা বাংলাদেশে সফরে আসেন?
    উত্তর: রোনালদিনহো বা মার্টিনেজ
    (ণ) 'কোয়াড' এর অন্তর্ভূক্ত দেশসমূহ কারা।
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারত
    (ত) বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের?
    উত্তর: ইসরায়েল
    (থ) ২০২২ সালে ফিফা বিশ্বকাপে রানারআপ দেশ কোনটি?
    উত্তর: ফ্রান্স
    (দ) বাংলাদেশ বেতার এর পূর্ব নাম কি ছিল?
    উত্তর: রেডিও বাংলাদেশ
    (ধ) মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী বই “A story of my time" এর লেখক কে?
    উত্তর: মনজুরুল হক
    (ন) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
    উত্তর: ভারত

КОМЕНТАРІ • 18

  • @rifatsharker777
    @rifatsharker777 11 місяців тому +3

    অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর সমাধান?!

  • @salimahmed2806
    @salimahmed2806 11 місяців тому

    ধন্যবাদ আপনাকেও

  • @mdsabuj6382
    @mdsabuj6382 11 місяців тому

    ধন্যবাদ স্যার

  • @masudparvez471
    @masudparvez471 11 місяців тому

    Thank you sir

  • @Sumonkhan-k7g
    @Sumonkhan-k7g 11 місяців тому

    Bepza er sub station attendant 2021 question tar jodi ekta video korten onk upokar hoito,,

  • @AbdulMomin-g3q
    @AbdulMomin-g3q 11 місяців тому

    Tnx

  • @mostafarony829
    @mostafarony829 11 місяців тому +2

    ভাই বাগধারা কোথায় থেকে আসে? কোন কিছুই তো বইয়ের মাঝে পাইনা।

  • @nashanta7203
    @nashanta7203 11 місяців тому

    Dc office r Offic Assistant r Mcq sloved ace?

  • @mastermozammel4470
    @mastermozammel4470 11 місяців тому

    স্যার, শ্রম অধিদপ্তর এর অফিস সহায়ক প্রশ্ন সমাধান দেন ২০/১০/২৩ তারিখের

  • @niamulhaqueabir4279
    @niamulhaqueabir4279 2 дні тому

    12-10-24

  • @masudrana-pw5kg
    @masudrana-pw5kg 11 місяців тому +1

    Guarantee

  • @mdrassel3392
    @mdrassel3392 11 місяців тому

    exm ki dhaka hao

  • @abdussubhan5861
    @abdussubhan5861 11 місяців тому

    Guarantee

  • @TomJerry-er7dp
    @TomJerry-er7dp 3 місяці тому

    জাতীয় পাবলিক সার্ভিস দিবস হবে জুলাই

  • @MUNZILPALACE
    @MUNZILPALACE 3 місяці тому

    Gaurantee

  • @Babulmiya-np2sd
    @Babulmiya-np2sd 4 місяці тому

    Guarantee