মেঘনা নদীর তীরে আশুগঞ্জ সার কারখানা ঘুরে টক খেয়ে আমার বেগতিক অবস্থা!! (দেখুন ভিডিওসহ) 😛
Вставка
- Опубліковано 5 лют 2025
- এক ছুটির দিনে বউয়ের শৈশবের স্মৃতি বিধৌত আশুগঞ্জে বেড়াতে চলে গেলাম আমরা। পুরো সকাল-দুপুর কাটল আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোং লিঃ এর সার কারখানায়। যদিও এখানে ঢোকা রেস্ট্রিকটেড, তবে আমরা স্পেশাল পারমিশন নিয়ে গিয়েছিলাম। ভ্লগটির বেশিরভাগ অংশই পুরো কারখানার এন্ট্রি-রেস্ট্রিক্টেড এরিয়াতে শ্যুট করা।
দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় আশুগঞ্জে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৭৪ সালের অক্টোবর মাসে আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী (এএফসিসি) নামে এ কারখানা প্রাইভেট লিমিটেড কোম্পানী রূপে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালের জুলাই মাস হতে এই কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
যদিও এখানে ঢোকা রেস্ট্রিকটেড, তবে আমরা স্পেশাল পারমিশন পেয়েছি। থাম্বনেইলের ছবিতে আমরা দাঁডিয়ে আছি সেন্ট্রাল কন্ট্রোল রুমের মাঝখানে, এখান থেকে পুরো ফ্যাক্টরি নিয়ন্ত্রিত হয়। এটি ৩ ভাগে বিভক্ত, ইউটিলিটি প্ল্যান্ট, অ্যামোনিয়া প্ল্যান্ট এবং ইউরিয়া প্ল্যান্ট।
এরপর আমরা যাই হচ্ছে ব্যাগিং সেকশনে। এখানে ফ্যাক্টরি তে উৎপাদিত সার প্যাকেজিং এবং সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, উৎপাদিত সারগুলো মেশিনের সাহায্যে প্যাকেজিং করা হচ্ছে। প্রত্যেক ড্রপে ৫০ কেজি করে প্যাকেট হয়। তারপর তা মেশিনে সেলাই হয়ে বেল্টের মাধ্যমে গোডাউনে স্টোর হয়।
এরপর গেলাম ফ্যাক্টরি সংলগ্ন জেটি ঘাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সার নেয়ার জন্য আসা কার্গো গুলো ভিড়ে এবং ছবিতে দেখানো বেল্টের শেষ প্রান্তের প্যাচানো স্লাইডের মধ্য দিয়ে প্যাকেটগুলো কার্গোতে জমা হয়।
সময়ের সাথে রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের অভাবে আশুগঞ্জ সার কারখানার দৈনিক উৎপাদন ১৬ শত টন থেকে দৈনিক ১১ শত টনে নেমে এসেছে।
#afccl #ashuganj #urea_factory #আশুগঞ্জ_সার_কারখানা #hifivetolife #travel #bangladesh #elorabirtravelvideo #abirshaqran #daysofourlives #nature #iphone12shots