খুব ভালো লাগলো স্যার ভিডিও টি। আমার বাড়ি রামনগর গ্রামেই। বাড়ির পাশেই প্রায় ৩০০ বছরের প্রাচীন ইতিহাস এর সাক্ষী হয়ে এই রেশম কুঠি অবস্থান করছে আর আপনি তার ঐতিহাসিক তাৎপর্য টাকে এভাবে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ 😊😊।
যে কোনো সাসপেন্স মুভি-র দৃশ্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে আজকের ভিডিও। দেখতে দেখতে অনুভব করেছি কী গভীর প্যাশন আর পরিশ্রম মিশে আছে এর প্রত্যেকটি মুহূর্তে। মানসকে তো বটেই, তার সঙ্গে সম্রাট ও পার্থ ভাইকেও ধন্যবাদ-- এমন এক দুর্দান্ত অভিযান উপহার দেওয়ার জন্যে। গহন অরণ্যে, স্মৃতির আড়ালে যত অতীত ঘুমিয়ে আছে, তাদের জাগিয়ে তুলুক মানস বাংলার পরশপাথর। সঙ্গে আছি। 🌷🌷🌷
Akti jaigai etogulo construction.. Eto etihas jeta ekhono obdhi apnar utube e dekhini.. Khub valo laglo.. Eto itihaas r onno rokom history jene khub bhalo laglo
দারুণ লাগলো এই ভিডিও আমার বাড়ি ওখানেই পাশের গ্রাম আবাডাঙ্গায় এত ভালো লাগছে চেনা জায়গাটা কে দেখে ধন্যবাদ স্যার আপনার মাধ্যমে অনেক মানুষ এই ইতিহাস জানতে পারবে
Amader Paschim Banga tourism e hoito onek agia jeto jodi amra ei jiga guloke tourist spot banate partam, ami apnar ei kaj k somman kori.অনেক ধন্যবাদ আপনাকে, আমি এই ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করবো ।
আমি আবাডাঙগা গ্রামের বাসিন্দা , আমি 89 সালে পড়াশোনার জন্য সিউড়িতে চলে আসি । কতবার নীলকুঠিতে গেছি , কতবার পিকনিক করেছি ।আজ আপনার ভিডিও মাধ্যমে সেই পুরানো স্মৃতিগুলো জেগে উঠল। সম্রাট আমাকে ঠিক চিনতে পারবে না , হয়ত সম্রাটের বাবা আমাকে চিনতে পারবে । যাই হোক খুব ভাল লাগল, আপনার কাছে details জানতে পেরে । ভাল থাকুন ,সুস্থ থাকুন ♥️♥️
Sottie valo laglo video ta. Aar je dujon apnake ei jaigar sondhan dieche aar ekhankar itihas janieche tader osonkho dhonnobad tader ei itihas tule dhorar jonne. Aar kutirer gaye gacher sthapotto tao bes sundor laglo.
খুব খুব খুব ভালোলাগে স্যার আপনার সমস্ত ভিডিও। কত অজানা ইতিহাস তুলে ধরেন আপনি। আমি নিজেও ইতিহাস জিনিসটা সম্পর্কে প্রবল আগ্ৰহী। সত্যিই কত ইতিহাস তথা ঐতিহাসিক স্থাপত্য বিলীন হয়ে যাচ্ছে এই বাংলা থেকে। সরকার যদি এসবের একটু হলেও রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিত তাহলে খুবই ভালো হতো। কিন্তু কোনোদিনই তা আর হবেনা।
আমার বাড়ি থেকে 5 কিমি দূরে অবস্থিত। আমি একবার গিয়েছি । কিছু দিন আগে 1910 সাল এর বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেট বীরভূম এই বই টা পরে এর ইতিহাস জানতে পারি। সম্রাটের fb পোস্ট থেকেও আরো কিছু তথ্য পাই । অসাধারণ একটা ঐতিহাসিক স্থান বর্তমানে অবহেলিত হয়ে কালের অতল গভীর এ তলিয়ে যাচ্ছে।।
Simply Fantastic! Eto bhalo laaglo ei video, aapnakey boley bojhatey paarbonaa. Ami aapnaar history r shongey jora jey sentiment, shetaa share koree. Aapni truly history bojhen, aar taar importance. Jodi aapnaar moton lok aaro thaaktoh, amader desh taa onno rokom hoto. Bideshey, ami dekhechi, in many countries, how they preserve even a small pile of bricks, or ekta choto dewaal, with onek less historical importance. Aamra kichhooyee kortey paarina, aar kortey chaina. Ei jayga taar malik jaara, taar toh bhishon ignorant aar lazy boltey hobey. Your research is so good. Even local cheley guli o besh knowledgeable. Ora kichoo kortey paarena? So close to Santiniketan, this place could have been a tourist hub. Birbhum district ey toh silk business khub hoye. Business aar tourism shohojey combine hoye. Kintu aapni theek bolechen... Baangali itihas key jhop er bhitor ee raakhbey. Lazy. Ei rokom jayega, Rajasthan Kerala, Gujarat ey holey, okhaankaar lok money generating tourist hub korey phelto..
আরো একবার ধন্যবাদ জানাই স্যার, আপনি এই ভিডিওর মাধ্যমে ৩০০ বছরের ইতিহাস তুলে ধরলেন। দুই বাংলার মানুষ জানতে পারবে এই ইতিহাস। হয়তো মানুষ এবার এই কুঠিকে 'নীলকুঠি' বলা ছেড়ে 'রেশমকুঠি' বলবে। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। ❤️
দাদা,,, কলকাতা বিধান নগরে বহু পুরনো একটা ব্রিটিশ কোম্পানি আজ ধ্বংসের মুখে যদি আপনি ওখানে গিয়ে এমন ভাবেই তুলে ধরেন জনসমক্ষে তাহলে খুব খুশি হবো।। শোনা যায় অভিতাভ বচ্চন কলকাতার ওই কোম্পানি তেই চাকরি করতেন।
অসাধারন তথ্যপূর্ণ ভিডিও | খুব ভালো লাগলো দাদা ৷ ধন্যবাদ। দাদা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী তে ৷ এই খেজুরী তে রয়েছে ভারতবর্ষের প্রথম ডাকঘর ইংরেজদের তৈরি নানা প্রাচীন অনেক স্মৃতি বহন করছে খেজুরী ৷ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার ও ভিত্তীভূমি খেজুরী বন্দরে অবস্থিত ৷ এইসব নিয়ে যদি আপনি ভিডিও করেন খুব ভালো হয়।
"নীল কুঠি" নয় "রেশম কুঠি" সত্য টা উজাগর করে আপনি আমাদের সামনে আসল তথ্য উপস্থাপন করলেন,যদি সরকারের বা প্রত্নতত্ত্ব বিভাগের টনক্ নড়ে তাহলে খুবই ভালো হয়। জমির বর্তমান মালিকদের সঙ্গে আলোচনায় বসে জায়গা গুলো সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দিলে সবাই এই হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে জানতে পারবে ।
কাকু আমার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর এ,আমাদের এখানে আছে ব্রিটিশ টাইম এর কিছু বাড়ি,,আর সেই সময় এর বিমান ঘাঁটি,,এছাড়াও আছে সেই সময় এর ফাঁসি ঘর,কিন্তু সেটা প্রায় ভেঙে যেতে চলেছে.., তুমি যদি এখানে আসো তাহলে খুব ভালো হয়,সকলের সামনে উঠে আসবে আমাদের অশোকনগর, আর তোমার ওখুব ভালো লাগবে...😊😊
Subscribed this channel just now Loving it So well narrated , excellent video shots , Darun !!! By de way one of the background music so intensifying Too good , sounds like tht famous Michel Mayer Halloween theme
Asadharon dada abar ek notun etihas janlam. Video ta dekhe Khub bhalo laglo ,kintu abhabe ata nosto hoye jacche dekhe o kharap laglo. Sorkar ba local manus jodi ektu udog nen tahole j tuku obosisto ache Se tuku beche jeto
অসাধারন !! ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমার দুর্বলতা প্রবল!! আপনার ব্লগের মাধ্যমে আমার এই ইতিহাস পিপাসা মিটায়!! আপনাকে অসংখ্য ধন্যবাদ!শুভকামনা নিরন্তর!!
খুব ভালো লাগলো স্যার ভিডিও টি। আমার বাড়ি রামনগর গ্রামেই। বাড়ির পাশেই প্রায় ৩০০ বছরের প্রাচীন ইতিহাস এর সাক্ষী হয়ে এই রেশম কুঠি অবস্থান করছে আর আপনি তার ঐতিহাসিক তাৎপর্য টাকে এভাবে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ 😊😊।
রিমপা কেমোন আছেন
যে কোনো সাসপেন্স মুভি-র দৃশ্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে আজকের ভিডিও। দেখতে দেখতে অনুভব করেছি কী গভীর প্যাশন আর পরিশ্রম মিশে আছে এর প্রত্যেকটি মুহূর্তে। মানসকে তো বটেই, তার সঙ্গে সম্রাট ও পার্থ ভাইকেও ধন্যবাদ-- এমন এক দুর্দান্ত অভিযান উপহার দেওয়ার জন্যে।
গহন অরণ্যে, স্মৃতির আড়ালে যত অতীত ঘুমিয়ে আছে, তাদের জাগিয়ে তুলুক মানস বাংলার পরশপাথর। সঙ্গে আছি। 🌷🌷🌷
অজানা ইতিহাস ভিডিও ভালো লাগলো। নীলকুঠি শুনলে দীনবন্ধু মিএর কথা মনে পড়ে।
Asadharan laglo
Asadharon, darun,Khub valo lage apnar video gulo.Anek dhanyobad.
দাদা আপনার পরিবেশন সত্যিই অনবদ্য ।মনে হয় যেন আপনি পাশে থেকে আমাদের শোনাচ্ছেন ।
Akti jaigai etogulo construction.. Eto etihas jeta ekhono obdhi apnar utube e dekhini.. Khub valo laglo.. Eto itihaas r onno rokom history jene khub bhalo laglo
Sotti osadharon apnar prottek ta video 🙏😇🐈🐈
Bah dada apnar vlog khub valo lage. Amar jantei khub agrohi abong porio. Ai oitihasik place gulo dekhe moner modhhe akta chhobi toiri ho a jachhe.
Ekhanei amar bari ....vison valo laglo chena jaiga dekhe .....thanks ata k tule dhorar jonno
দারুণ লাগলো এই ভিডিও
আমার বাড়ি ওখানেই পাশের গ্রাম আবাডাঙ্গায়
এত ভালো লাগছে চেনা জায়গাটা কে দেখে
ধন্যবাদ স্যার আপনার মাধ্যমে অনেক মানুষ এই ইতিহাস জানতে পারবে
অসাধারণ উপস্থাপনা দাদা। খুব ভাল লাগলো। 🇧🇩❤️🇮🇳
Asadharan 🙏
বীরভূম থেকে বলছি স্যার ।। আপনার ভিডিও খুব সুন্দর লাগে ।। আজ আরো বেশি সুন্দর লাগলো কারণ আজ আমার জেলা তুলে ধরলেন ।অনেক ধন্যবাদ ☺️☺️☺️
খুব ভালো লাগলো মানস দা
ধন্যবাদ মানষ বাংলা কে ঐতিহাসিক স্থাপত্য কে খুজে খুজে কেমেরা বন্ধি করছেন। এই ঐতিহ্য কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষন করা উচিত। ধন্যবাদ দাদা।
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক অজানা ইতিহাস জানতে পারি।।
Khub bhalo laglo tomar sange itihaske jante pere
মূল্যবান ভিভিও
Background music so good
Thanks for Somrat and Partho
Khub khub bhalo laglo video, anek ajana tathya jante parlam.
Kono engrej je banglar manuser valoo cheyechilo eta jante pere khub valoo lagloo dhonnobad sir aapnake notun videor jonno
Amader Paschim Banga tourism e hoito onek agia jeto jodi amra ei jiga guloke tourist spot banate partam, ami apnar ei kaj k somman kori.অনেক ধন্যবাদ আপনাকে, আমি এই ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করবো ।
আমি আবাডাঙগা গ্রামের বাসিন্দা , আমি 89 সালে পড়াশোনার জন্য সিউড়িতে চলে আসি । কতবার নীলকুঠিতে গেছি , কতবার পিকনিক করেছি ।আজ আপনার ভিডিও মাধ্যমে সেই পুরানো স্মৃতিগুলো জেগে উঠল। সম্রাট আমাকে ঠিক চিনতে পারবে না , হয়ত সম্রাটের বাবা আমাকে চিনতে পারবে ।
যাই হোক খুব ভাল লাগল, আপনার কাছে details জানতে পেরে ।
ভাল থাকুন ,সুস্থ থাকুন ♥️♥️
Sottie valo laglo video ta. Aar je dujon apnake ei jaigar sondhan dieche aar ekhankar itihas janieche tader osonkho dhonnobad tader ei itihas tule dhorar jonne. Aar kutirer gaye gacher sthapotto tao bes sundor laglo.
অপূর্ব সুন্দর লাগলো, আপনার ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ব্যাক্ষা অতুলনীয়।এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ মানষ বাবু।
আমি ওখানে গিয়ে ছিলাম
দারুন হয়েছে ভিডিও টা খুব সুন্দর হয়েছে হয়ছে🌺🌹🌹🌹🌹🌹🌹👋🥀🥀🥀🌷🌷🏵🏵
দাদা সালাম।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দাদা ধন্যবাদ
💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡
খুব খুব খুব ভালোলাগে স্যার আপনার সমস্ত ভিডিও। কত অজানা ইতিহাস তুলে ধরেন আপনি। আমি নিজেও ইতিহাস জিনিসটা সম্পর্কে প্রবল আগ্ৰহী। সত্যিই কত ইতিহাস তথা ঐতিহাসিক স্থাপত্য বিলীন হয়ে যাচ্ছে এই বাংলা থেকে। সরকার যদি এসবের একটু হলেও রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিত তাহলে খুবই ভালো হতো। কিন্তু কোনোদিনই তা আর হবেনা।
ঠিক বলেছেন।
মনটা খারাপ হয়ে যায়।কত হাজার হাজার বছরের পুরনো। মানুষ গুলো কোথায়।আজ ??????
🤔🤔🤔🤔🤔🤔🧡💛
khub sundor video ta
ভালো লাগলো sir
আমার গ্রামের বাড়ি বড়োয়া থানায় কিন্তু তবুও আপনার কাছেই ইতিহাসকে জানলাম ও জায়গাটি দেখলাম ! খুবই ভালো লাগলো ! অনেক ধন্যবাদ !
আমরা 2002সালে এখানে পিকনিক করে এসেছি । খুব ভালো লেগেছিল যায়গা টা ।
Khub bhalo laglo o khub enjoy korlam dada.
Darun laglo Manas Da 👍
আমার বাড়ি থেকে 5 কিমি দূরে অবস্থিত। আমি একবার গিয়েছি । কিছু দিন আগে 1910 সাল এর বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেট বীরভূম এই বই টা পরে এর ইতিহাস জানতে পারি। সম্রাটের fb পোস্ট থেকেও আরো কিছু তথ্য পাই । অসাধারণ একটা ঐতিহাসিক স্থান বর্তমানে অবহেলিত হয়ে কালের অতল গভীর এ তলিয়ে যাচ্ছে।।
অসাধারণ sir 🙏🙏
ভালোবাসার মানস দা ❤️🇧🇩
Simply Fantastic!
Eto bhalo laaglo ei video, aapnakey boley bojhatey paarbonaa.
Ami aapnaar history r shongey jora jey sentiment, shetaa share koree.
Aapni truly history bojhen, aar taar importance.
Jodi aapnaar moton lok aaro thaaktoh, amader desh taa onno rokom hoto.
Bideshey, ami dekhechi, in many countries, how they preserve even a small pile of bricks, or ekta choto dewaal, with onek less historical importance.
Aamra kichhooyee kortey paarina, aar kortey chaina.
Ei jayga taar malik jaara, taar toh bhishon ignorant aar lazy boltey hobey.
Your research is so good. Even local cheley guli o besh knowledgeable. Ora kichoo kortey paarena?
So close to Santiniketan, this place could have been a tourist hub. Birbhum district ey toh silk business khub hoye.
Business aar tourism shohojey combine hoye.
Kintu aapni theek bolechen... Baangali itihas key jhop er bhitor ee raakhbey. Lazy.
Ei rokom jayega, Rajasthan Kerala, Gujarat ey holey, okhaankaar lok money generating tourist hub korey phelto..
আমি মানস বাংলা চেনেলের বিশাল বড়ো ফ্রেন্ড
অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য...love from basirhat
@17:03 মানসদা , গুণুটিয়া থেকে , আনুমানিক ২০ কিমি দূরত্বের মধ্যে , মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাসের ধাম ---- নানুর । পারলে একবার ঘুরে যান ।
এটা খুব ভালো লাগলো সরকার যেনো দেখে এই 300বছরে ইতিহাস যেনো মাটির সাথে মিশে না যায় ,
আরো একবার ধন্যবাদ জানাই স্যার, আপনি এই ভিডিওর মাধ্যমে ৩০০ বছরের ইতিহাস তুলে ধরলেন। দুই বাংলার মানুষ জানতে পারবে এই ইতিহাস। হয়তো মানুষ এবার এই কুঠিকে 'নীলকুঠি' বলা ছেড়ে 'রেশমকুঠি' বলবে। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। ❤️
A big thank you from all the fans of Manasda for the help.
ঢাকা থেকে দেখছি। মানস দাদার সঙ্গে আপনাকেও আন্তরিক ধন্যবাদ ❤
Khub sundor laglo Dada.
ভীষন ভালো লাগলো। ভালো থাকবেন 🙏🌷💕
Darun Darun Darun
ভাইয়া বাংলাদেশ থেকে দেখছি অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো,🥰🥰
Heart touching and heart breaking
দাদা কেমন আছেন বাংলাদেশ থেকে দেখছি ❤️🇧🇩
ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগে পাশে আছি পাশে থাকবেন প্লিজ
Sir khub valo laglo
Asadharan dada
ঠিক বলেছেন 💝💖
Very nice video. Tnx dada bhai
Opurbo , Darun 😀🙏🏻🙏🏻 kaku , ei first jante parlam 🙏🏻🙏🏻
ঠিক বলেছেন
💛🧡😊
Amar bari ganutia te but atota ami o jantam na apnar kach theke valo kore sobta janlam
Asadharon ekta historical palace Dekhalen Dada many-many thanks 🙏🙏😊🙏🙏
Nice ❤️❤️❤️❤️
অসাধারণ একটি উপস্হাপন 🙏
অসাধারণ ভিডিও দাদা
Onek kichu jante parlam ...Manas da 👍
আমি একজন আপনার সাবস্ক্রাইবার নিয়মিত আমি প্রত্যেকটা ভিডিও আপনার দেখি
Daruuuunnnnn sirrr
ধন্যবাদ 🧡🧡
আমরা আবাডাঙ্গা গ্রামে বাস করি আমার ইচ্ছা আপনাদের সঙ্গে দেখা করা
Dada amader kundola gram e ekbar asben......asha kori apnar khub vlo lagbay
Again we riched with hidden informative history by your hard innovative work, your presentation is heart touching thanks
Thanks for your video God bless you 🎉🎉🎉
Thanks dada
আরো একটা নতুন ইতিহাস জানলাম। সাধুবাদ জানাই আপনাকে। আরো নতুনের আশায় রইলাম।
First comments
2 Comments
💛🧡😊
I AM SEE THIS FROM BANGLADESH 🇧🇩🇧🇩
Eai khanay ekbar picnic korte gachilam dada...... Ga chom chomay bhav kintu
খুব সুন্দর। আমাদের সচেতন করার জন্য 🙏
Khub sundor Manas. Keep exploring , apnar moton kichu manusher jonno, amader moton natun jayega dekhar premi ke khub bhalo laglo 🙏👍
ঠিক বলেছেন। অসাধারণ
💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💛🧡💝💖💖💛🧡💛
দাদা,,, কলকাতা বিধান নগরে বহু পুরনো একটা ব্রিটিশ কোম্পানি আজ ধ্বংসের মুখে যদি আপনি ওখানে গিয়ে এমন ভাবেই তুলে ধরেন জনসমক্ষে তাহলে খুব খুশি হবো।। শোনা যায় অভিতাভ বচ্চন কলকাতার ওই কোম্পানি তেই চাকরি করতেন।
চমৎকার উপস্থাপন
Nice content 👍
অসাধারন তথ্যপূর্ণ ভিডিও | খুব ভালো লাগলো দাদা ৷ ধন্যবাদ। দাদা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী তে ৷ এই খেজুরী তে রয়েছে ভারতবর্ষের প্রথম ডাকঘর ইংরেজদের তৈরি নানা প্রাচীন অনেক স্মৃতি বহন করছে খেজুরী ৷ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার ও ভিত্তীভূমি খেজুরী বন্দরে অবস্থিত ৷ এইসব নিয়ে যদি আপনি ভিডিও করেন খুব ভালো হয়।
আচ্ছা
Manasda, u r a rare breed of people who have the talent of making history so interesting. It is something like time travel😂👌
Another gem from Manasda.
"নীল কুঠি" নয় "রেশম কুঠি" সত্য টা উজাগর করে আপনি আমাদের সামনে আসল তথ্য উপস্থাপন করলেন,যদি সরকারের বা প্রত্নতত্ত্ব বিভাগের টনক্ নড়ে তাহলে খুবই ভালো হয়। জমির বর্তমান মালিকদের সঙ্গে আলোচনায় বসে জায়গা গুলো সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দিলে সবাই এই হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে জানতে পারবে ।
Sir Amra ei Sokol historical place gulo explore korte gele Karo help pete pari
nice video
ধন্যবাদ স্যার❤️
অপূর্ব
Ami ekhane 2 bar giyechi picnic korte
I'm from Birbhum and I'm proud of it ♥️
Is it so eerie as shown in the video?
Wow bhootiya haunted place . I love this .
Thank you
কাকু আমার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর এ,আমাদের এখানে আছে ব্রিটিশ টাইম এর কিছু বাড়ি,,আর সেই সময় এর বিমান ঘাঁটি,,এছাড়াও আছে সেই সময় এর ফাঁসি ঘর,কিন্তু সেটা প্রায় ভেঙে যেতে চলেছে.., তুমি যদি এখানে আসো তাহলে খুব ভালো হয়,সকলের সামনে উঠে আসবে আমাদের অশোকনগর, আর তোমার ওখুব ভালো লাগবে...😊😊
Sir amar akhani bari,apni aschen janla dakha kortam
Good evening my dear friend how are you my dear friend I hope you are fine take care always carefully coronavirus
Nice video sir
Subscribed this channel just now
Loving it
So well narrated , excellent video shots ,
Darun !!!
By de way one of the background music so intensifying
Too good , sounds like tht famous Michel Mayer Halloween theme
Apni Akbar hoogly r itachuna rajbari dekhe aste paren....bhalo lagbe
Nice video ☺️
Asadharon dada abar ek notun etihas janlam. Video ta dekhe Khub bhalo laglo ,kintu abhabe ata nosto hoye jacche dekhe o kharap laglo. Sorkar ba local manus jodi ektu udog nen tahole j tuku obosisto ache Se tuku beche jeto
Manas da amr birbhum a bari
Ami apnar video 1 year tahaka dak chi
Just amazing
Thank you dada, explore Hindus history.