আসামুআালাইকুম ভাইয়া সরিষা ক্ষেত এর ফুল ঝরে যাওয়ার পর কি জিব্রোরেলিক এসিড ব্যাবহার করা যাবে। তার সাথে কি কোন কীটনাশক ব্যাবহার করা যাবে জানালে খুব উপকৃত হতাম ভাইয়া।
ভাই ছালাম নিবেন। বারমাসি জাতের তরমুজে আমি প্রথম স্প্রে করেছি চারা রোপনের ৩/৪ দিন পরে। এখন আবার কিভাবে ব্যবহার করতে হবে ? প্রথম স্প্রেতে প্রতি ১৬ লিটারে ১গ্রাম জিএ৩ ব্যবহার করেছি। স্কয়ার কোম্পানির পাউডার জিএ৩। ধন্যবাদ ভাই।
Thank you vai video te Abar asar Jonno
মুলা চাষে জিব্রেলিক এসিড প্রয়োগের নিয়ম জানতে চাই। মুলাতে স্প্রে করলে মুলা কি তাড়াতাড়ি বড় হবে? আপনার তথ্যগুলি আমাদের জন্য খুবই উপকারী।
gibberellic acid tablet কোথায় পাওয়া জাবে একটু বলবেন
কোন কোম্পানির ভাল
জিব্রেরিল এসিড এর সাথে কি কোনো কীটনাশক স্পে করা যাবে ???
আসামুআালাইকুম ভাইয়া সরিষা ক্ষেত এর ফুল ঝরে যাওয়ার পর কি জিব্রোরেলিক এসিড ব্যাবহার করা যাবে। তার সাথে কি কোন কীটনাশক ব্যাবহার করা যাবে জানালে খুব উপকৃত হতাম ভাইয়া।
ভাই ছালাম নিবেন। বারমাসি জাতের তরমুজে আমি প্রথম স্প্রে করেছি চারা রোপনের ৩/৪ দিন পরে। এখন আবার কিভাবে ব্যবহার করতে হবে ? প্রথম স্প্রেতে প্রতি ১৬ লিটারে ১গ্রাম জিএ৩ ব্যবহার করেছি। স্কয়ার কোম্পানির পাউডার জিএ৩। ধন্যবাদ ভাই।
জনাব,
আসছালামু আলাইকুম এখন আর স্প্রে করবেন না, তবে ফল তোলার পূর্ব মহুর্তে একবার স্প্রে করতে পারেন।
@@NirapadFasal জ্বি ভাই , ফল তোলার কতদিন আগে এবং কি ডোজে স্প্রে করতে হবে ? অসংখ্য ধন্যবাদ।
ভাই - ভুট্টায় কখন ব্যবহার করা যাবে??
দৈহিক বৃদ্ধি পর্যায়ে ১ বার, তবে প্রয়োজন হলে ১০ দিন পর ২য় বার।
@@NirapadFasal বড় ভাই - ভুট্টার থোর বের হইছে এখন কি প্রয়োগ করা যাবে??
না
কলাতে কত লিটার দিবো
GA3 10% ভাল না 20% ভাল