From Yellow to Green: The Ultimate Guide to Fight Chlorosis | ক্লোরোসিস সমস্যার সমাধান @RAJGardens

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 122

  • @haimantidey9291
    @haimantidey9291 Рік тому +7

    অনেকদিন অপেক্ষায় ছিলাম এরকম ভিডিও র আশায়। আশা করছি শিখতে পারবো।😊

  • @sanatdutta9015
    @sanatdutta9015 Рік тому +1

    Aapnar stock e aar ki ki ache khub jante ichha kare . Pratyekta video dekhi aar nijeke khub bhagyaban bhabi je chaadbaganer prati aaro interest bere jai. Hat's off to you.

  • @shameekacharya7153
    @shameekacharya7153 Рік тому +20

    আপনার প্রত্যেকটি কথা আমার বাগানের ক্ষেত্রে মিলে যাচ্ছে। আর পারছিনা।আমার এই চার বছরের অভিজ্ঞতায় বলছে ছাদ বাগান থেকে বিরত থাকাই উচিত।সবচেয়ে ভালো যদি মাটিতে বাগান করেন।কোনো ঝামেলা নেই।ছাদ বাগানে খাজনার চেয়ে বাজনা বেশি

    • @rajgardens
      @rajgardens  Рік тому +10

      আজ থেকে প্রায় ৪০ বছর আগে বাগান শুরু করেছিলাম। এখনো কেটে যাচ্ছে সেই গাছেদের মধ্যে। আর আপনি মাত্র চার বছর বাগান করে হতাশ হয়ে পড়েছেন। ছাদ বাগানে অনেক সমস্যা আছে ঠিকই, তবে তার রেমেডি ও আছে। অল্প খরচে বিভিন্ন ধরনের সার থেকে শুরু করে ওষুধ ঘরোয়া পদ্ধতিতেও তৈরি করে গাছে প্রয়োগ করা যায়। এই নিয়ে অনেক ধরনে
      ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর আপনার যদি এক চিলতে উঠুন থাকে সেখানেও বাগান করতে পারেন কোন সমস্যা নেই।

    • @toansvlogs
      @toansvlogs Рік тому +1

      Aam r lebu korun

    • @haimantidey9291
      @haimantidey9291 Рік тому +6

      আমার কথার সাথে একেবারে মিলে যাচ্ছে। 2016 থেকে seriously ছাদ বাগান। এর মধ্যে কত যে গাছ নষ্ট হয়েছে তার ইয়ত্তা নেই। অক্লান্ত পরিশ্রম, অঢেল খরচ আর মূল্যবান সময় দিয়েছি। এর মধ্যে দুটো PhD হয়ে যায়। যে খাজনা উঠলো তাতে বাড়ীর লোকের (কাজের মাসী included) ঠাট্টা ইয়ার্কি র থেকেও কম। হাল কখন ছাড়বো জানিনা😭😭😭

  • @shampadey5275
    @shampadey5275 Рік тому

    আপনার ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, আমার অনেকগুলো গাছের এই অবস্থা হয়েছে, খুব কাজে লাগবে আপনার এই ভিডিওটি। খুব ভালো থাকবেন দাদা।🙏🙏

  • @sumananandy5228
    @sumananandy5228 Рік тому

    Khub khub darkari video dada khub bhalo laglo.nischai chesta kore dekhbo❤❤❤l

  • @nemairoybanerjee6916
    @nemairoybanerjee6916 Рік тому

    খুব চমৎকার ও কার্যকরী ভিডিও।
    শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। ❤️

  • @kalansekh9718
    @kalansekh9718 Рік тому

    আমরা জন্য এটা খুবিই উপোকারী very very good all the best❤❤❤

  • @aniruddhmukerji9008
    @aniruddhmukerji9008 Рік тому

    Ami pune te thaki. Apnar lessons gulo khub kajer bole mone hoy.
    Akhon toe sai moton gach k care korchi. Bhalo result pele nishchoi msg kore janabo. Till then onek onek dhonnobaad.

  • @ujjalchakraborty2961
    @ujjalchakraborty2961 Рік тому

    দারুণ জিনিস জানলাম দাদা,খুব কাজে লাগবে।

  • @pratimarana912
    @pratimarana912 Рік тому +1

    Khub Sundor vidio ye kono aktate sob smosamitle valo hoto dada

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      একটা গাছে তো আর সমস্ত রোগে হয় না। লক্ষণ নির্ণয় করুন তারপর পরিচর্যা করুন।

    • @pratimarana912
      @pratimarana912 Рік тому

      @@rajgardens akdom thik

  • @oihitasterracegarden4875
    @oihitasterracegarden4875 Рік тому

    Khub helpful video..Thanks for sharing🙏🙏

  • @triptisarkar6604
    @triptisarkar6604 Рік тому +1

    অপেক্ষা র অবসান হলো। আপনার ভিডিও খুব উপকারী এবং মূল্যবান।

  • @sajaldatta8643
    @sajaldatta8643 Рік тому +1

    খুব উপকারী ভিডিও।❤

  • @ashiskumbhakar4179
    @ashiskumbhakar4179 Рік тому

    অনেককিছু শিখতে পারলাম।

  • @apurbaghosh7286
    @apurbaghosh7286 Рік тому

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @shamsilarefina1988
    @shamsilarefina1988 Рік тому

    Thanks for this video

  • @kayDee_Infotenment
    @kayDee_Infotenment Рік тому

    Very informative, thanks dada.....🎉

  • @madhabiray235
    @madhabiray235 Рік тому

    অনেক ধন্যবাদ দাদা

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 8 місяців тому

    Dada, Green jamrul tir nam ki, jeta sara bochor fole. Ei gach nile 2 bochore fol hobe ki?

  • @Naturelove917
    @Naturelove917 Рік тому +1

    First comment ❤️

  • @sovondev
    @sovondev Місяць тому

    New growth a chorosis hocche, vens green but leaf yellow hoye jacche. Should I apply epsom salt? Biovita X apply korechi 2 times but no result. Please suggest korun.

    • @rajgardens
      @rajgardens  Місяць тому

      আরো কিছুদিন সময় তো লাগবে ঠিক হতে। তবে ভালো হয়, গাছটিকে একবার রিপট করে দিন।

  • @sekharmaity4049
    @sekharmaity4049 Рік тому

    Thanks 👍🎉

  • @swarnalidasgupta5959
    @swarnalidasgupta5959 Рік тому

    Verry good 👍

  • @Eituaktar78
    @Eituaktar78 Рік тому

    Dhanyawad 😊

  • @haimantidey9291
    @haimantidey9291 Рік тому +2

    Bangalore জবায় chlorosis ( সব শিরা সবুজ, পুরো পাতা হালকা হলুদ) এর সাথে পাতা মোটা হয়ে যাচ্ছে। কী করবো বললে উপকার হয়।
    ভালো থাকবেন 😊

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কোন পুষ্টিমৌলের অভাবে ক্লোরোসিস হয়েছে সেটা আগে আইডেন্টিফাই করুন, তারপর সেই মতন ব্যবস্থা নেবেন।

  • @tilakballav7015
    @tilakballav7015 7 місяців тому

    দাদা আমার 10 কাটা রজনী গন্ধা ফুল গাছ আছে
    1 বছর ফুল মোটামুটি পেয়েছি
    আখন গাছ গুলো মোড়ে গিয়ে কিছু কিছু নতুন গাছ উটছে এই সময় কি দিল ভালো হয় যে গাছ গুলো তাড়াতাড়ি উঠবে এবং ফুল দেবে দাদা একটু বললে ভালো হতো

  • @abirghosh2511
    @abirghosh2511 Рік тому +1

    Dada amr bel gach patar rong halka hoe jache.....
    Tobe bar bar saowla hocche ke kori ? Please help

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @manikdolai4754
    @manikdolai4754 Рік тому

    ধন্যবাদ।

  • @kheyalkhusi22
    @kheyalkhusi22 Рік тому

    বাকি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলে আরো সুবিধা হোতো।

  • @rajubarua5421
    @rajubarua5421 Рік тому

    best video

  • @architapal4669
    @architapal4669 Рік тому

    Onek thanks, kintu patay clorisis kiser deficiency te hoache, setae to bujte parina

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ভিডিওটি কি না দেখে প্রশ্ন করছেন?

  • @ranuranu1300
    @ranuranu1300 5 місяців тому

    ক্লোরোসিস একটা গাছে হলে বাকি সব গাছে ছড়িয়ে পড়ে কারণ আমার প্রায় সব গাছেই দেখা যাচ্ছে জানাবেন প্লিজ

  • @Way2Bong
    @Way2Bong 3 місяці тому

    রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক কি ব্যবহার করা যাবে??

    • @rajgardens
      @rajgardens  3 місяці тому

      গাছের ছবি তুলে রাজ গার্ডেনস ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @pralaypaul351
    @pralaypaul351 Рік тому

    ধন্যবাদ জানাই

  • @rickgarden3745
    @rickgarden3745 Рік тому

    Amar akta today tomorrow yesterday gacher new leaf gulo holud hoche ki kore tik korbo dada

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      Today tomorrow yesterday গাছটির ছবি তুলে আমার ফেসবুকে পোস্ট করুন।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      Today tomorrow yesterday গাছটির ছবি তুলে আমার ফেসবুকে পোস্ট করুন।

  • @souravsantra282
    @souravsantra282 Рік тому

    Sir fratilizer besi gacher goray diye felle ki kora jabe sir?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      রাসায়নিক দিলে মাটিতে বেশি করে জল দিয়ে ড্রেনেজ আউট করে নিতে হবে। আর যদি জৈব সার হয় তাহলে উপর থেকে তুলে নেবেন কিছুটা।

    • @souravsantra282
      @souravsantra282 Рік тому

      @@rajgardens thank you dada

  • @sumonajana900
    @sumonajana900 Рік тому

    Good evening Sir...Ami akti joba gach Tobe lagiyechi...pata holud hote hote sukhiye jacche ...kacha kachi kno gacher kichu medicine paoya jaina...kichu home made bolun...na to gach ta mara jabe...Ami
    Aj sirite rekhechi jol r lagte di ni...plz kichu medicine bolun

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      গাছটির ছবি তুলে আমায় ফেসবুকে পেজে পোস্ট করুন।

  • @gobindamaiti4210
    @gobindamaiti4210 Рік тому

    দাদা ঔষধ দোকানে যে ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া যায় তা use করা যাবে কি?

  • @fusionofkolkata2962
    @fusionofkolkata2962 Рік тому

    Amr joba gache ar pata cuckre jache kuri holud hoye pore jache ar protikar ki..?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @kesabkundu788
    @kesabkundu788 Рік тому

    মাননীয়, শীতকালীন ফুল গাছের সঠিক বীজের প্রয়োজন, online এ কিনে অনেক ঠকেছি, তাই আপনার কাছে আমার অনুরোধ কোথা থেকে আসল বীজ পাবো, সেটা যদি একটু বলেন, উপকৃত হব। ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      শিয়ালদা প্ল্যাট মার্কেটে খোঁজ করুন পেয়ে যাবেন। এছাড়া কোন নার্সারি থেকে সরাসরি বীজ কালেক্ট করতে পারেন।

  • @sumankar4440
    @sumankar4440 Рік тому

    Amr joba gacher protek ta new leaf a chrolosis dekha diyeche tle ki eta iron nki sulphur chrolosis?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ভিডিওটি তো ছবিসহ আলোচনা করা রয়েছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @jaynabafroza1336
    @jaynabafroza1336 Рік тому

    Vai amar prai sob gaser tobei onek kechu hoyeche
    Agula ki korle mara jabe?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      মাটিতে কেঁচো থাকলে কোন সমস্যা হবে না। এরা মাটিকে অনেক উর্বর করে তোলে, আর যদি একান্তই মারতে চান তাহলে কার্বোফুরান জাতীয় কীটনাশক মাটিতে এক চামচ করে দিয়ে দিবেন।

  • @ochinpakhi6388
    @ochinpakhi6388 Рік тому

    Dada a mar akta jabagach ache .gachhtir bayas akbachhor hoya pachmas bolo gachh ti prothom Bach hora khub pull dichhilo.akhhun dekhhi at full dichhe na.Ami akbachhor haoyar par Mati plate chilam kintu kanojanina Kono ful hochhena.sobji pachha tarool sar di kikorla upakar Pabo.😊

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/XCGATR1V2t4/v-deo.html

  • @dolapanja4074
    @dolapanja4074 8 місяців тому

    Gypsum কি organic fertilizer?

  • @sukalyanroy7179
    @sukalyanroy7179 Рік тому

    BAROMASHI amra gacher pata puro holud hoe dal saho jhore porche , monehoy beshi jol er jonno hocche , ki korbo dada?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @opshorimegh2277
    @opshorimegh2277 Рік тому

    Jamrul gaser pata matha theke pure burn typ hoy jay new purano sob pata
    Eta ki jonno?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুকে যে পোস্ট করুন।

    • @opshorimegh2277
      @opshorimegh2277 Рік тому

      @@rajgardens Onk bar e koresi Onk prblm nia . Temon kono response koren na dada fb te. Kal pic dibo kindly aktu solution dian

  • @MrBiman22
    @MrBiman22 Рік тому

    আমার স্থল পদ্ম গাছের কুঁড়ি আসছে কিন্তু ফুল ফোটার আগেই ইসত হলুদ রঙ হয়ে ঝরে পড়ছে। এই সমস্যার প্রতিকার কি করলে হবে সেই পন্থা জানালে উপকৃত হব।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/UnhTt8IEXI0/v-deo.html

  • @SASGhost-nv5rm
    @SASGhost-nv5rm Рік тому

    স্যার জিংক এর অভাব হলে কি antracol fungicide ব্যবহার করতে পারবো? তাতে কি কাজ হবে?

  • @jharnaadey2744
    @jharnaadey2744 Рік тому

    আচ্ছা দাদা, আমাদের একটা স্থলপদ্ম গাছে কুঁড়ি সারা বছর ধরে প্রচুর আসে, কিন্তু কতটা বড় হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে । অথচ গাছটা আর পাতাগুলো খুব fresh এবং সবুজ । চেষ্টা করছি নানা রকম - কিন্তু কোন কাজ করছে না । কুঁড়ি ঝরা কিভাবে বন্ধ হবে - বলে দিলে খুব উপকার হয় ।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/UnhTt8IEXI0/v-deo.htmlsi=Ut0R4k4DTU59MTee

  • @malaybaral269
    @malaybaral269 Рік тому

    Clorosis kiser obhabe hobe seta bujhbo ki vabe star fruit j pic ta dekhale amar gache same problem hoyeche ki debo

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সবকিছুই আলোচনা করা আছে।

  • @jayeetasaha1436
    @jayeetasaha1436 Рік тому

    👍👍👍

  • @user-sovon
    @user-sovon Рік тому

    মাসে একবার করে মোবোমিন স্প্রে করলে এসব মাইক্রোনিউট্রিয়েন্টজনিত সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব?

  • @Avij65
    @Avij65 3 місяці тому

    Dada aktu medicine er naam ta bolben

    • @rajgardens
      @rajgardens  3 місяці тому

      ভিডিওতে আলোচনা করা আছে, ভালো করে দেখুন ভিডিওটি।

  • @bappadityaroy5310
    @bappadityaroy5310 Рік тому

    পিস লিলির পাতা কালো হয়ে যাচ্ছে। কি করবো দাদা একটু বলবেন ।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কালো পাতাগুলো ধার বরাবর কেটে দিয়ে ফাংগিসাইড স্প্রে করুন। মাটিতে যাতে বেশি জল না যেন সেদিকে ও খেয়াল রাখতে হবে।

  • @subhomoyjoardar658
    @subhomoyjoardar658 4 місяці тому

    আপনাদের কোনো ফেসবুক পেজ আছে? থাকলে লিংক টা একটু শেয়ার করবেন দয়া করে।

    • @rajgardens
      @rajgardens  4 місяці тому +1

      'রাজ গার্ডেনস' ফেসবুকে সার্চ করুন এসে যাবে।

    • @subhomoyjoardar658
      @subhomoyjoardar658 4 місяці тому

      @@rajgardens পেয়েছি। ধন্যবাদ।

  • @nurmahamadsk3319
    @nurmahamadsk3319 Рік тому

    আমার জমিতে আম গাছের ডগার পাতা ছোট হয়ে আসছে পরে সুকিয়ে যাচ্ছে। আমি কি করবো

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 6 місяців тому

    বাংলাদেশে কোন কোন অনুখাদ্যে লোহা,কপার,দস্থা,পাওয়া যায়।

  • @shibusutradhar8838
    @shibusutradhar8838 Рік тому +1

    বৃষ্টি এর পর sebada পাতা ভিডিও তে যেমন তেমন হচ্ছে কি করি

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @rezwanahmed8980
    @rezwanahmed8980 Рік тому

    রাম্বুটান টবে ফলন নিয়ে আপনার কোন ভিডিও পাচ্ছি না 😢

  • @sraboni8282
    @sraboni8282 Рік тому

    Please use English or Hindi language along in ur new to old video, in screen. Ur information encourage for US. Please try 🙏

  • @rowshanara413
    @rowshanara413 Рік тому +1

    মিউজিক প্লেয়ার ব্যবহার বন্ধ করার অনুরোধ করা হলো!!!

  • @firdosrahaman535
    @firdosrahaman535 Місяць тому

    লেবু গাছের কচি পাতা বের হচ্ছে। কিন্তু সেই প

  • @krishnaganguly8617
    @krishnaganguly8617 Рік тому

    দাদা মাটিতে খাবার চুন দেব না হার্ড ওয়ারের দোকানে যে চুন পাওয়া যায় সেই চুন দেব ।কোনটা দিলে ভালো হবে ।দশ ইঞ্চি কবে কতটা পরিমান দেব।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      পানে খাওয়ার চুন সরাসরি দিতে পারেন। হার্ডওয়্যার থেকে কিনলে সেটিকে জলে কয়েক দিন ভিজিয়ে রেখে ঠান্ডা করে দিতে হবে।

  • @farjanamona4481
    @farjanamona4481 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Рік тому

    বেশি করে জৈব সারের বিকল্প নেই,,,,,নতুনদের জন্য আপনার সমাধান গুলো বুঝতে একটু জটিল হয়ে যাবে 🇧🇩 থেকে

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      বুঝতে যাতে অসুবিধা না হয় সেভাবেই বোঝানো হয়েছে।

  • @alamgirislam7950
    @alamgirislam7950 Рік тому

    গাছের রোগ সম্বন্ধে কিছু তথ্য জানা গেল কিন্তু এর প্রতিকার স্পষ্ট হল না।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      সবকিছুই আলোচনা করা আছে, মন দিয়ে দেখুন ভিডিওটি তাহলে সব বুঝতে পারবেন।

  • @saraswati4959
    @saraswati4959 Рік тому

    Dada কয়েকটা গাছে র মাটি খুব শক্ত হয়ে যাচ্ছে কেনো বুঝতে পারছি না কি করলে মাটি ঝুরঝুরে hobe pls বলবেন 😂

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @hellodream1729
    @hellodream1729 Рік тому

    Biovita x deoa jete pare

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      ওই যে বললাম আক্রান্ত বেশি হলে মাটিতেও প্রয়োগ করতে হবে।

  • @lakshmipal4847
    @lakshmipal4847 Рік тому

    🙏🇮🇳

  • @mituhaque6824
    @mituhaque6824 9 місяців тому

    দাদা আপনার নাম্বারটা যদি দিতেন আমার ছাদের গাছে কিছু সমসসা হয়েছে যা আপনাকে মোবাইলে বলতাম

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      কি জানতে চান এখানে লিখুন। অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে সেখানে ছবি পাঠান।

    • @mituhaque6824
      @mituhaque6824 9 місяців тому

      @@rajgardens দাদা আমি একটি ছোট গোলাপ গাছ কিনেছি কালকে দুপুরে কিনেছি আছকে বিকেলে একটি ১০ ইনচি টবে গাছটিকে লাগিয়েছি গাছটা লাগানোর ১ দিন পর পাতাগুলো ঝিমিয়ে পড়ছে ৷ আপনার ভিডিও অনুযায়ী গাছ লাগানোর আগে গাছের সাথের যেই এটেল মাটিগুলু ছিল তা আমি ফেলে দিয়ে গাছটিকে লাগিয়েছি ৷ এখন কেন ঝিমিয়ে পরছে যদি একটু পরামর্শ দিতেন

  • @sencreation3949
    @sencreation3949 Рік тому

    আমার অপরাজিতা ও চন্দ্রপ্রভা গাছের পাতা এমন হয়ে গেছে 😢

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ভিডিও দেখে পরিচর্যা করুন।

  • @sabitahalder2262
    @sabitahalder2262 Рік тому

    অনেক ধন্যবাদ দাদা।