অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিডিয়া পার্টনার কে আরো শক্ত হতে হবে সারোয়ার সুলতান মাহমুদ ।অসাধারণ কিছু ।শৈশবে সৃতি মনে রঙের উকি ডানা মেলা ।কিছু কনের জন্য নিজেকে হারিয়ে ফেলে ছি।।।সরকারের পক্ষ থেকে সহায়তা অভাবে সবজাইগা বালিশ দুনিতীত দেশে মানুষের অধিকার তুলে ধরার জন্য মিডিয়া পার্টনার কে আরো শক্ত হতে হবে সারোয়ার ।
উনি বাংলাদেশে Shomoy TV এবং Desh TV'র সাংবাদিক ছিলেন। এরপর চাকরী ছেড়ে দিয়ে এই চ্যানেলের দিকে মনযোগ দেন। এরকম আরেকজন সংবাদিক আছেন, নাম Mohsin Ul Hakim উনি সুন্দরবন নিয়ে কাজ করেন।
এই জনগোষ্ঠীর প্রতি আমার মায়া জন্মে গেলো। এত অল্পতেই তাড়া এত সুখি, আর আমরা এত ভালো থাকার পর ও যেন চাহিদার শেষ নেই। পিচিয়ে পরা জনগোষ্ঠী উন্নতি কামনা করচি। ধন্যবাদ সুমন ভাই,,, এই জনগোষ্ঠীকে তুলে ধরার জন্য।
এদের জীবনযাত্রা কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কবে যে এসব মানুষের পাশে দাঁড়াবো উপকার করব মানুষের সেবা করব, মানুষ তো মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের উপকার করবে এটাই হচ্ছে আসল মানব ধর্ম।
হায়রে ধরিত্রী, কত তরঙ্গের উপর কি নিস্তরঙ্গ জীবন। কোথায় শুরু আর কোথায় যে শেষ কে তার খবর রাখে। সুমনভাই, এই অসাধারণ ডকুমেন্টারী ভিডিওটির জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছি এই মানুষগুলির পুনর্বাসনের জন্য।
সালাউদদিন ভাই আপনার উপলব্ধি করবার মত মন আছে,দেখার মত চোখ আছে ।আপনার বর্ননায় প্রকৃতি যেন জীবন্ত হয়ে কথা বলে।প্রাচীন,উপস্থাপনার বর্ননা দিতেগিয়ে আবেগ প্রবন হয়ে উঠেন। ইতিহাসের ধুসর অতীতে আপনার মন পরিভ্রমন করে।এমন একটি সংবেদনশীল আবেগপ্রবন মন যার রয়েছে, আমার মনে হয় আপনি কলম ধরুন ।বিভিন্ন বিষয় নিয়ে লিখুন।আপনার ভিডিওগুলি খুব সুন্দর।আমি গোটা বাঙলাদেশকে যেন চোখের সামনে দেখতে পাই।অনেক অনেক ধন্যবাদ ওশুভেচ্ছা র,ইল।
আপনাকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাইয়া ওনাদের এমন কষ্টের জীবন কাহিনি তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের কত ভালো রেখেছেন।আল্লাহ ওনাদেরও ভালো রাখুন।
আমি আসাম রাজ্যের বাসিন্ধা, আপনার ভিডিও গুলি খুব ভালো লাগে, মন কে নাড়িয়ে দেয় । খুব কষ্ট পেলাম , আজকের যুগেও বেদেরা উপেক্ষিত, সরকার এবং আমাদের সবার উচিৎ, এদের জন্যে অন্তত একটা মাথা গুজার ঠাই করে দেওয়া।
বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বেদের দের জন্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চর জেগে উঠেছে তাদের কর্মসংস্থান সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
মহাশয়, আপনার উপস্থাপনা গুলো খুবই তথ্যভিত্তিক থাকে । দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি ইতিহাস সমৃদ্ধ আপনার ব্যাখ্যা গুলো দেখতে ও শুনতে ভালো লাগে । (আগরতলা, ত্রিপুরা, ভারত)
It made me feel very small.With nothing they are so happy n thankful to Allah Swt which most of us not with having all the materials. Allah help us to seek you.
*সুখ ও দুঃখ কে কখনোই কারো সাথে কারো compare করা উচিত,আপনি খোজ নিয়ে দেখুন আল্লাহ আপনাকে সামান্যতম যাই দিয়েছে অন্যকে হয়তো তাও দেয়নি, তাই আল্লাহর কাছে শুকরিয়া করা আমাদের সকলের উচিত। 🤲* _আলহামদুলিল্লাহ_
তারা এতো কষ্টে থাকার পরও এতো সীমিত জীবন নিয়ে এতো তৃপ্তি নিয়ে বলে আল হামদুলিল্লাহ ভাল আছি।তাদের দেখে আমার সত্যিই অনেক হিংসা হচ্ছে। মনে হচ্ছে এই দালান কোঠা এতো চাহিদার ভীড় থেকে মুক্ত হয়ে তাদের মতো সীমিত যাযাবর জীবন বেছে নেই। সেখানে থাকবে না কোন বিলাসিতার বালাই না থাকবে চাহিদা। সীমিত জীবন নিয়েও শান্তিতে থাকা যাবে।
সরকারের এতো এতো গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প, অথচ এই মানুষগুলো সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত জীবন যাপন করে যাচ্ছে। সরকারের উচিত এদের স্থায়ীভাবে ডাঙ্গায় বসবাসের ব্যবস্থা করা, তাহলে সত্যিই তা মহৎ কাজ হবে,,,,,,,,,,,,,,,,, ধন্যবাদ আপনাকে ভাই এমন মানবিক বিষয়ে ফিচার করার জন্যঅ
সত্যি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম ভাই আপনার মাধ্যমে। আসলে আমাদের সবার উচিত বেদে সম্প্রদায়ের মানুষজনদের জন্য ভালো তথা উন্নয়নত জীবনের ব্যবস্থা করা, এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে।আমি মনে করি তাও দেশের নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা যেন পায়।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের অনেক সুখে রেখেছে,,তার পর ও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না,,আল্লাহ আমাদের সবাইকে মাফ করো,,আমাদের সবাইকে ভালো রাখেন,,আমিন
সুখ যদি মানুষের মনে থাকে, যে যেখানে যেভাবে থাকুক না কেন সুখ থাকবেই, টাকা পয়সায় কোনো দিনও সুখ কিনতে পাওয়া যায় না,।। নিশ্চয়ই আল্লাহ সকল সৃষ্টির রিজিক দাতা। আলহামদুলিল্লাহ যে আমরা মানুষ
সুমন ভাই আপনার এই ব্লগটি দেখে অজান্তে আমার চোখে জল চলে আসে আপনাকেও অনেক ধন্যবাদ এদের কস্ট প্রসসোনের কছে তুলে ধরার জন্য আপনার ভিডিও আরও উজ্জ্বল হোক একান্ত কাম্য
Simply Touched My Heart Like Many Others, These Simple Hearted People Has No Complain About Anything What Life Had To Offer Them, They Are Very Pleased To Allah Whatever Allah Gave Them, Very Simple & Real People
সবার আগে তার পরিচয় হলো সে একজন মানুষ সে একজন বেদি না সেইজন্য না সে একজন কাফের সবাইকে আমরা সমানভাবে ভালোবাসতে চাই আল্লাহ যেন সবাইকে সুখে-শান্তিতে রাখে এবং আমাকেও সবার কাছে দোয়া চাই
আসসালামু আলাইকুম, ভাইয়া আপনার প্রতিটি প্রতিবেদন মনে দাগ কাটে, চোখে পানি আসে। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কতই না ভালো রেখেছেন আমাদের❤️❤️❤️। আপনার কথা আর প্রতিবেদনের সরলতা আর যুক্তি আমাকে সব সময় নাড়া দেয়।
অসাধারণ ভাবে বেদেদের বাস্তব চিত্র তুলে ধরেছেন।সুমন ভাই আপনার সকল ভিডিও প্রবাসে শত ব্যস্ততার মাঝে ও দেখি।বলতে গেলে আপনার উপস্থাপনার প্রেমে পরে গিয়েছি।অনেক দোয়া রইল আর্র ও সামনে এগিয়ে যাওয়ার জন্য।লাভ ইউ
খুব ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর কথা বলার ভাষা সেই সাথে অনেক অনেক সুন্দর কিছু জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোঃ সৌরব হোসেন সরকার সাবু ইতালি প্রবাসী।পূর্ব তেকানী সোনাতলা বগুড়া।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিডিয়া পার্টনার কে আরো শক্ত হতে হবে সারোয়ার সুলতান মাহমুদ ।অসাধারণ কিছু ।শৈশবে সৃতি মনে রঙের উকি ডানা মেলা ।কিছু কনের জন্য নিজেকে হারিয়ে ফেলে ছি।।।সরকারের পক্ষ থেকে সহায়তা অভাবে সবজাইগা বালিশ দুনিতীত দেশে মানুষের অধিকার তুলে ধরার জন্য মিডিয়া পার্টনার কে আরো শক্ত হতে হবে সারোয়ার ।
আমি কলকাতার বাসিন্দা, আপনি যেভাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিভিন্ন সংবাদকে পরিবেশন করছেন তাতে আমরা অত্যন্ত মুগ্ধ,
ভালো থাকবেন সুস্থ থাকবেন
Natun akta jibaner kahini shunlam...... khub valo laglo!
উনি বাংলাদেশে Shomoy TV এবং Desh TV'র সাংবাদিক ছিলেন। এরপর চাকরী ছেড়ে দিয়ে এই চ্যানেলের দিকে মনযোগ দেন। এরকম আরেকজন সংবাদিক আছেন, নাম Mohsin Ul Hakim উনি সুন্দরবন নিয়ে কাজ করেন।
এই জনগোষ্ঠীর প্রতি আমার মায়া জন্মে গেলো।
এত অল্পতেই তাড়া এত সুখি, আর আমরা এত ভালো থাকার পর ও যেন চাহিদার শেষ নেই।
পিচিয়ে পরা জনগোষ্ঠী উন্নতি কামনা করচি।
ধন্যবাদ সুমন ভাই,,, এই জনগোষ্ঠীকে তুলে ধরার জন্য।
এদের কে জিবন যাপন দেখলে,
নিজেকে অনেক সৌভাগ্য মনে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুকরিয়া।
সুখের মনে হয় নিদিষ্ট সংজ্ঞা হয় না....
প্রতিবেদনটি সুখের একটি নতুন সংজ্ঞা তুলে ধরলো।।
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ।
মস্তক অবনতচিত্তে মহান আল্লাহর শুকরিয়া।
কতটা ভালো আছি এদের থেকে,তা বলে শেষ করা যাবেনা।
আপনার এরকম স্নিগ্ধভাবে বানানো প্রত্যেকটি ভিডিও মনে দাগ কাটে...ভারত থেকে ভালবাসা ও শুভকামনা রইল❤️🙏
সত্যিই আল্লাহ আমাদের কত সুখে শান্তিতে রেখেছেন, এদের দেখলেই বোঝা যায় ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ
বালকামানো তুমি
জীবন খুব কঠিন কিন্তু এরা সহজ করে নিয়েছেন,কিছু না থাকলেও যে সুখ আছে এটা তার প্রমান
আমাদের পাশের গ্রাম ঘনশ্যাম পুর। সেখানে মাঝে মাঝে ঘুরতে যাই।বেদে সম্প্রদায় নিয়ে এরকম সুন্দর একটা ভিডিও করছেন সত্যি ভালো লাগলো।
বেদেদের জীবনযাপন সম্পর্কে খুঁটিনাটি জানার প্রবল আগ্রহ ছিল।আপনার অসাধারণ উপস্থাপনা সেই তৃষ্ণা অনেকটাই মিটিয়ে দিলো।আপনার বাচনভঙ্গি সাবলীল,তুলনাহীন। অসংখ্য ধন্যবাদ, একটি চমৎকার দৃশ্যকাব্য উপহার দিয়েছেন আপনি।
এদের জীবনযাত্রা কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কবে যে এসব মানুষের পাশে দাঁড়াবো উপকার করব মানুষের সেবা করব, মানুষ তো মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের উপকার করবে এটাই হচ্ছে আসল মানব ধর্ম।
এদের কে দেখে চোখে পানি চলে আসছে... আমি উপজাতি ও সব সমপ্রদায় মানুষ কে শ্রদ্ধা করি😥😥
গ্রাম বাংলার এমন অপরুপ সুন্দর্য, ও গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা গুলো এত সাবলিলভাবে আপনি বুজান। সত্যি যে কেউ মুগ্ধ হবেই হবে।
খুব ভালো লাগে আপনার ভিডিও। যদিও ইতিহাস আমার প্রিয় বিষয় না তবুও আপনার ভিডিও দেখে ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে।💚
একদম ঠিক বলেছেন।
এই ছোট যায়গায় কতই না সুখ। আলহামদুলিল্লাহ ❤
একজন মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, এদের জিবন সত্যিই অনেক কষ্টের। তবে তারা কিন্তু চেষ্টা করলে এই পরিবেশ থেকে বের হয়ে আসতে পারে।শুভ কামনা রইল।
Right
কিভাবে সম্ভব বলে দেন ।
Apni taka diye bebostha kore den parle...
হায়রে ধরিত্রী, কত তরঙ্গের উপর কি নিস্তরঙ্গ জীবন। কোথায় শুরু আর কোথায় যে শেষ কে তার খবর রাখে।
সুমনভাই, এই অসাধারণ ডকুমেন্টারী ভিডিওটির জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছি এই মানুষগুলির পুনর্বাসনের জন্য।
আমি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে, সত্যি সালাহউদ্দিন সুমন ভাই এর উপস্থাপনা Excellent
এই পৃথিবীতে আমরা অনেকসুখে জীবন যাপন করছি। মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সত্যি আপনার রিপোর্টগুলো মনোমুগ্ধকর ধন্যবাদ আপনাকে অবহেলিত এসব মানুষগুলোর কথা পাওয়া না পাওয়া গুলো তুলে ধরার জন্য🌷🌹
আমি মালয়েশিয়া থেকে বলছি সত্যি বেদেদের জীবন যাপন করাটা খুব কষ্ট তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তাদের থেকে সুদৃষ্টি কামনা করছি
সালাউদদিন ভাই আপনার উপলব্ধি করবার মত মন আছে,দেখার মত চোখ
আছে ।আপনার বর্ননায় প্রকৃতি যেন
জীবন্ত হয়ে কথা বলে।প্রাচীন,উপস্থাপনার
বর্ননা দিতেগিয়ে আবেগ প্রবন হয়ে উঠেন।
ইতিহাসের ধুসর অতীতে আপনার মন
পরিভ্রমন করে।এমন একটি সংবেদনশীল
আবেগপ্রবন মন যার রয়েছে, আমার মনে
হয় আপনি কলম ধরুন ।বিভিন্ন
বিষয় নিয়ে লিখুন।আপনার ভিডিওগুলি
খুব সুন্দর।আমি গোটা বাঙলাদেশকে
যেন চোখের সামনে দেখতে পাই।অনেক
অনেক ধন্যবাদ ওশুভেচ্ছা র,ইল।
যার চাহিতা যতকম সীমিত সে ততবেশি সুখি,এই বেদে পল্লিজীবন তাদের দেখে মনে হয় তারা অপ্লতে কত সুখি।
হায়রে জিবন, আমাদের দেশে রোহিঙ্গারা কত সুখে আছে।আর বেদেরা কত কস্টে সরকারের কোন সু নজর নাই
@ Shepal shaarma , সম্পূর্ণ একমত পোষণ করছি
ঠিক বলেছেন
Vhai rohingader joto sukh sob bahirer desher takay
রোহিঙ্গা দের দিয়েতো সরকারের লাভ।রোহিঙ্গা দের জন্য বিদেশ থেকে টাকা পায়।আর দেশের মানুষকে জায়গা দিলেতো সরকার এর আমলা কামলারা পকেট ভারি করতে পারবেনা
দাদা আপনি খুব ভাগ্যবান!! প্রকৃত টাকে চারিদিকে উপভোগ করছেন!! নদী নারায়ণ গ্রাম্য পরিবেশ
Eagerly waiting for your video...
Lovd from the core of heart..
এভাবেই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যের ছোয়া আপনার মাধ্যমে পেতে চাই
দেখুন একবার তাদের কথাগুলো দেখুন যে তারা এত কষ্টে থাকা সত্ত্বেও পারে আল্লাহ ভালো রাখছে সুখেই আছি আর আমরা এত সুখে থাকার পরেও আলহামদুলিল্লাহ বলতে পারিনা
আপনার মাধ্যমে এই মানুষগুলোর সম্মন্ধে ভালভাবে আজ জানতে পারলাম।। অনেক অনেক ধন্যবাদ।।
@@MonikaMitraVlogs তুই কি ভিডিও বানাস
আপনাকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাইয়া ওনাদের এমন কষ্টের জীবন কাহিনি তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের কত ভালো রেখেছেন।আল্লাহ ওনাদেরও ভালো রাখুন।
আমি আসাম রাজ্যের বাসিন্ধা, আপনার ভিডিও গুলি খুব ভালো লাগে, মন কে নাড়িয়ে দেয় । খুব কষ্ট পেলাম , আজকের যুগেও বেদেরা উপেক্ষিত, সরকার এবং আমাদের সবার উচিৎ, এদের জন্যে অন্তত একটা মাথা গুজার ঠাই করে দেওয়া।
বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বেদের দের জন্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চর জেগে উঠেছে তাদের কর্মসংস্থান সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
মহাশয়,
আপনার উপস্থাপনা গুলো খুবই তথ্যভিত্তিক থাকে । দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি ইতিহাস সমৃদ্ধ আপনার ব্যাখ্যা গুলো দেখতে ও শুনতে ভালো লাগে ।
(আগরতলা, ত্রিপুরা, ভারত)
আমি udaipur kakarbon amtali
ভিডিওটা দেখে কান্না চলে আসলো।কত
দুর্বিষহ জীবন, অথচ আমরা কত ভোগবিলাসিতার প্রতিযোগিতায় নেমে আছি।
আল্লাহ আমাদের কত সুখে রাখছেন। আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে কতো সুখে রেখেছেন, তার পর ও আমরা ওই মহান রবের শুকরিয়া আদায় করি না।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ হুয়াকবার
Alhamdulillah
It made me feel very small.With nothing they are so happy n thankful to Allah Swt which most of us not with having all the materials. Allah help us to seek you.
একটা পাগল আয়না দেখে ভাবতে লাগলো ,
একে কোথায় যেন দেখেছি। কিছুক্ষণ পর,
আরে এই লোকটাই তো সেদিন আমার
উল্টোদিকে বসে চুল কাটছিল !'..!!
👈👈
অসংখ্য ধন্যবাদ জানাই সুমন ভাই।
বেদে মানুষের জীবন এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।
*সুখ ও দুঃখ কে কখনোই কারো সাথে কারো compare করা উচিত,আপনি খোজ নিয়ে দেখুন আল্লাহ আপনাকে সামান্যতম যাই দিয়েছে অন্যকে হয়তো তাও দেয়নি, তাই আল্লাহর কাছে শুকরিয়া করা আমাদের সকলের উচিত। 🤲*
_আলহামদুলিল্লাহ_
তারা এতো কষ্টে থাকার পরও এতো সীমিত জীবন নিয়ে এতো তৃপ্তি নিয়ে বলে আল হামদুলিল্লাহ ভাল আছি।তাদের দেখে আমার সত্যিই অনেক হিংসা হচ্ছে। মনে হচ্ছে এই দালান কোঠা এতো চাহিদার ভীড় থেকে মুক্ত হয়ে তাদের মতো সীমিত যাযাবর জীবন বেছে নেই। সেখানে থাকবে না কোন বিলাসিতার বালাই না থাকবে চাহিদা। সীমিত জীবন নিয়েও শান্তিতে থাকা যাবে।
সমাজ চাইলেই এতোদিনে তাদের একটা ঠাঁই হয়ে যেতো।
বেদেদের অচিরেই একটা স্থায়ী বসতি হোক কামনা করি।
Alhumdulillah. আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কলকাতা পশ্চিম বঙগ ভারত থেকে ভারত থেকে আপনার দর্শক। ❤
I am Mohammad Rajib Hossain
এক জন south korea প্রবাসী ।
আমি এই সম্প্রদায়েরই একজন ।
Thanks for this documentary.
তাদের জন্য রইল ভালোবাসা ও দোয়া।
Kotay taken bhai korea te
সরকারের এতো এতো গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প, অথচ এই মানুষগুলো সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত জীবন যাপন করে যাচ্ছে। সরকারের উচিত এদের স্থায়ীভাবে ডাঙ্গায় বসবাসের ব্যবস্থা করা, তাহলে সত্যিই তা মহৎ কাজ হবে,,,,,,,,,,,,,,,,, ধন্যবাদ আপনাকে ভাই এমন মানবিক বিষয়ে ফিচার করার জন্যঅ
আল্লাহ সকলকে ভালো রাখুন।
সরকার চাইলে এ মানুষগুলোর জন্য একটা ব্যাবস্হা করে দিতে পারে।
এই মানুষ গুলোই বোধহয় প্রকৃত ঈমানদার।হাজার দুঃখ কষ্টের মাঝেও বলছেন, সুখ আছে ভাই আল্লাহ ভালো রাখছেন।আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন।
অসাধারণ প্রতিবেদন আপনার প্রতিবেদন এর কোন তুলনা হয় না, সবকিছুরই ডকুমেন্টারি প্রতিবেদন করেন আপনি
আহঃ কি সুন্দর ব্যগ্রাউন্ড সাউন্ড ।অসাধারন মায়াবী শব্দ।সকল ভিডিও থেকে এটাই আমার কাছে মায়াবী মনে হয়েছে। বেদে মানুষগুলো সত্যিই সহজ সরল নিরহংকার।
The govt of Bangladesh should think for some utilitarian stides for this Bede community. Tons of love from India to Bangladesh.
🇮🇳🇮🇳🇧🇩🇧🇩
সত্যি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম ভাই আপনার মাধ্যমে। আসলে আমাদের সবার উচিত বেদে সম্প্রদায়ের মানুষজনদের জন্য ভালো তথা উন্নয়নত জীবনের ব্যবস্থা করা, এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে।আমি মনে করি তাও দেশের নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা যেন পায়।
সুমন ভাই, আপনার কন্টেন্ট গুলো সাধরন জীবন এর
বেস্ট ভিডিও,। এটা ভ্লগ নয়, অসাধারণ ডকুমেন্টরি
ভালবাসা রইলো 🙂❤️❤️❤️
গত ১৭ মার্চ গেছিলাম এই শেখর নগর, দারুন জায়গা
আমাদের এপারেও অসংখ্য বেদে সম্প্রদায়ের মানুষ দেখতে পাই। খুব দুঃখ লাগে তাদের জীবনযাপন দেখে।।
আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে
উনাদের জীবনযাত্রা ভীষণ কষ্টের
বেদেদের অভ্যাস ওটাই
আপনি কি আমেরিকা থাকেন?
@@ilikeflower9912 ha
@@RiyaUSA আমার নাম শাকিল,বাড়ি কুষ্টিয়া, থাকি ঢাকা তে,,আপনার বাড়ি কোন জেলা,আমেরিকা কে কে থাকেন?
@@ilikeflower9912 আমার বাড়ি ইন্ডিয়াতে আর আমি আমেরিকাতে ফ্যামিলি নিয়ে থাকি
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের অনেক সুখে রেখেছে,,তার পর ও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না,,আল্লাহ আমাদের সবাইকে মাফ করো,,আমাদের সবাইকে ভালো রাখেন,,আমিন
এদের জন্য কিছু একটা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরুধ রইলো।
Right
বেদে জীবনের দুঃখ বেদনা তুলে ধরার জন্য ধন্যবাদ নতুন কিছু জানলাম এবং আপনার ভিডিওগুলো সব সময় অনেক ভালো লাগে
এই গুলি দেখে বুঝা যায় আমরা আল হামদুলিল্লাহ কতইনা সুখে আছি.🤔
সুখ যদি মানুষের মনে থাকে, যে যেখানে যেভাবে থাকুক না কেন সুখ থাকবেই, টাকা পয়সায় কোনো দিনও সুখ কিনতে পাওয়া যায় না,।। নিশ্চয়ই আল্লাহ সকল সৃষ্টির রিজিক দাতা। আলহামদুলিল্লাহ যে আমরা মানুষ
সুমন ভাই আপনার এই ব্লগটি দেখে অজান্তে আমার চোখে জল চলে আসে আপনাকেও অনেক ধন্যবাদ এদের কস্ট প্রসসোনের কছে তুলে ধরার জন্য আপনার ভিডিও আরও উজ্জ্বল হোক একান্ত কাম্য
কি বলবো চোখের পানি চলে এলো। অনেক সুখে থেকেও আমরা সুখি না এরা কষ্টে থাকলেও বলতে রাজি না যে কষ্টে আছে 😭😭
Sotti
Khub koster jiban
R
Amader Eto kichhu sukh thakteo
Sukhi
Noi
Vlo laglo
❤❤❤❤
ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বেদে সম্প্র দায়ের সুখ দুখের কথা তুলে ধরার জন্য......🙏💓
সুমন ভাই আপনার প্রতি সম্মান দ্বিগুণ হারে বেড়ে গেল
Sumon tomake Dhannobad, ei
Prantik manush der dekhanor
Jonno, Tomer hriday koto boro
, koto valo tumi vaia, valo theko
🌺💐🌹🌷💐🌺🌸💐🌷🌹🌹
🌺🌸💐🌷🌹🌺🌸💐🌷🌹🌸
🌹🌷💐🌺🌹🌸💐🌺🌹🌸💐
আগামী ২৯শে মার্চ দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত আলহামদুলিল্লাহ 😍
ধন্যবাদ ❤️
Alhamdulilla
শবে বরাত বলতে কিছুই ইসলামে নেই
মহান আল্লাহ এই বিদাত থেকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
দিন টা যদি পালন করতে হয় তাহলে ওদের নিয়ে করুন ।।। নাহলে আলহামদুলিল্লাহ বলে কোনো লাভ নেই
সরকারের কাছে বিনিত অনুরোধ,,,এইসব জনগোষ্ঠীর মানুষদের ঘরের ব্যবস্থা করে দিন,,,,,স্যালুট সুমন ভাই♥♥♥
এতো সুখে থাকার পরেও মাঝে মাঝে রাতে ঘুম আসে না!
যতো কষ্টের মাঝে তাও আল্লাহর নাম নিচে জাক আলহামদুলিল্লাহ
Simply Touched My Heart Like Many Others, These Simple Hearted People Has No Complain About Anything What Life Had To Offer Them, They Are Very Pleased To Allah Whatever Allah Gave Them, Very Simple & Real People
সালাউদ্দীন সুমন ভাইকে ধন্যবাদ।অসহায় গরিব দুখীঃ মানুষের ভিডিও প্রচার করার জন্য।
আসসালামু আলাইকুম,
আপনার বানানো প্রামাণ্য চিত্র গুলো আমার কাছে অসাধারণ লাগে. ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই
হয়তো তাদের এই পিথিবিতে আপন কোনো ভুমি নেই কিন্তু আল্লাহ যেনো ওদেরকে পরো কালে সম্মানিত করেন।
সবার আগে তার পরিচয় হলো সে একজন মানুষ সে একজন বেদি না সেইজন্য না সে একজন কাফের সবাইকে আমরা সমানভাবে ভালোবাসতে চাই আল্লাহ যেন সবাইকে সুখে-শান্তিতে রাখে এবং আমাকেও সবার কাছে দোয়া চাই
সত্যিই ভাই অসাধারণ ভিডিও। আপনার জন্য বাংলাদেশের সমস্ত জায়গা গুলো দেখতে পাচ্ছি।
"না ভাই, স্বপ্ন দেহি না। " কতো নিরিহ কতো সাবলীল, নেই কোন লোভ লালসা।
😔😢🙏
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ভাবে পথ ধরে চলার তৌফিক দান করুন আমীন এবং আমাদের সবাইকে সুস্থ দান করুন আমীন
আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম, ভাইয়া আপনার প্রতিটি প্রতিবেদন মনে দাগ কাটে, চোখে পানি আসে। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কতই না ভালো রেখেছেন আমাদের❤️❤️❤️। আপনার কথা আর প্রতিবেদনের সরলতা আর যুক্তি আমাকে সব সময় নাড়া দেয়।
আপনার ভিডিও মানেই বিশেষ কিছু।তাই ভালো লাগা থেকেই আপনার ভিডিও দেখি।
অসাধারণ ভাবে বেদেদের বাস্তব চিত্র তুলে ধরেছেন।সুমন ভাই আপনার সকল ভিডিও প্রবাসে শত ব্যস্ততার মাঝে ও দেখি।বলতে গেলে আপনার উপস্থাপনার প্রেমে পরে গিয়েছি।অনেক দোয়া রইল আর্র ও সামনে এগিয়ে যাওয়ার জন্য।লাভ ইউ
হায়রে ভগবান । দূঃখ কত রূপে বিরাজমান এই পৃথিবীতে।
হায় রে জীবন আল্লাহ্ কাছে কুটি কুটি শুখরিয়া যে অনেক ভালো আছি
কপালে সুখ থাকলে নৌকায় থেকেও সুখী হওয়া যায়।
:
পায়কানা প্রসাব কুতাই করে।
সরকার এদেরকে দেকেনা।রোহিঙ্গা দের কে এনে জামাই আদর করতেচে।
@@mdshalauddin526 আর এই জন্যই জাতী হিসেবে আমরা এতো অবহেলিত 😭😭
Ek moth bhai....
এই জীবনটাই এদের কাছে সুখের তাই এদের কাছে সম্পত্তির কোনো মূল্য নাই সরকারের উচিৎ এদেরকে জমি জায়গা দিয়ে সাহায্য করুক আবেদন রইলো 😢
হে ঈশ্বর ওদের মঙ্গল করো ওরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে।
Right
বেদে জীবনের উপর আপনার করা ভিডিওটি দেখে আমার খুব ভাল লাগল।
বেদে নৌকার বহরের এত সুন্দর ভিডিও এর আগে আমি কখনো দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ 🤩
আল্লাহ তায়ালা আমাকে ও আমার পরিবারের লোকজন দের কে অনেক ভাল রাখছেন। আলহামদুলিল্লাহ 😘
শুধু নিজের জন্য চিন্তা করা ব্যক্তি স্বার্থপর ।
@@nurulahmed8962 না ভাই আমি আমার ব্যাক্তিগত মতামত টা বলছি
আজ নিজেকে খুব ছোটো মনে হচ্ছে ভাইজান ধন্যবাদ ভিডিওটি বানানোর জন্য।
😍ভাই,, আপনাকে সহ সবাই কে অনেক অনেক শুভ কামনা🌻"রবি,, যশোর - বাংলাদেশ
এক আল্লাহ আমাদের রাখেন। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। সুন্দর কথা 😍😍😍😍😍😍
This life is so painful to see inshallah Allah bless them its not easier to live like this love from Philippines 🇵🇭 😭💔💔💔
অাপনার মনোমুগ্ধকর কথা অার বাংলাদেশের সংস্কৃতি অামাদের মাঝে তুলার জন্য ধন্যবাদ.....
Mr Suman Ami India thake .Tomar upsthapona Khub e Sundar .Ami always Tomar episode guli dhaki .be blessed bro
চোখে পানি এসে গেল
অল্পতেই কত সন্তুষ্ট
ধন্যবাদ
Alhamdulillah! Ami jantam na. Sumon vai thank you so much.শেখালেন জীবন 😍
চমৎকার ভিডিও। সরকার কি দেখবেন এসব মানুষদের । তাদের প্রতি রইল গভীর সমবেদনা ❤️🏅ধন্যবাদ❤
এরাই সত্যিকারের সুখি।
জীবন চলার পথে বিভিন্ন তথ্য-উপাত্ত আপনার মাধ্যমে উপস্থাপনা অনেক সুন্দর।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
খুব ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর কথা বলার ভাষা সেই সাথে অনেক অনেক সুন্দর কিছু জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোঃ সৌরব হোসেন সরকার সাবু ইতালি প্রবাসী।পূর্ব তেকানী সোনাতলা বগুড়া।
দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে।।।।। তোমার কথা বলার ধরন খুব পছন্দের।।। ভালো থেকো।।।
আমি ভারতবর্ষ থেকে বলছি।।।
#theinformaticskd
ভারত থেকে বলছি। খুব ভালো লাগলো বেদের বহর দেখে।