আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তুমি আমার কন্যাসম। তাই তুমি বলেই সম্বোধন করলাম। রাজনৈতিক মনোভাবে তোমার ১৮০ ডিগ্রি বিপরীত। তোমার এই সাক্ষাৎকার শোনার আগেই কালকে আমি আমার ফেসবুকে মন্তব্য করেছি। তোমার মতো সন্তান যে কোনো পিতামাতার স্বপ্ন। তুমি শুধু তোমার বাবা মায়ের গর্ব নয় বাংলা তথা ভারতবর্ষের গর্ব। তুমি নিজেই একটা আলোকবিন্দু তাই তোমাকে অন্ধকারে অনেক দূরের থেকেও দেখতে পাওয়া যায়। তুমি অবশ্য কথাগুলো ঠিকই বলেছো, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি। আমার সন্তান সম তাও আমি তোমাকে শ্রদ্ধা করি। ভালো থেকো। জীবনে অনেক অনেক উন্নতি করো ও সমাজসংস্কারক হিসেবে তোমার খ্যাতি হোক এই কামনা করি ❤💚
স্যার আমার মনে হয় শ্রীরাম পুরের জনগন এখনো খোলা আকাশের নীচে পায়খানা( মলমুত্র ত্যাগ করে) বল্লাম এই জন্য যে দীস্পিতা ধর কে ভোট দেয় নাই। আমি ভারতিয় নাগরিক না। দীস্পিতা ধরে মতন এক জন প্রার্থীকে ভোট দিল না। এটা আমি বাঙ্গালী হিসাবে আমি মেনে নিতে পারি নাই।
লোকসভা ভোট শেষ। ফলও প্রকাশিত। যাকে নিয়ে আজ এই প্রতিবেদন। তার সম্পর্কে যা জেনেছি, এই ভোটের প্রচার পর্বে তার প্রচারের ভঙ্গিমা , তার শিক্ষাগত যোগ্যতা এইসব সার্বিক ভাবে যদি তূল্যমূল্যভাবে বিচার করলে তার বিরোধী দলের প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে। তবু হেরে যেতে হয়। ভাবি বর্তমান সময়ে রাজ্যের চেতনার মান যে মানুষের কমে গেছে তা এক কথায় বলা যায়। তবু গণতন্ত্রের কথা বলতেই হবে।
দীপ্সিতা ধর এর মত এত যোগ্যতম একজন মার্জিত উচ্চ শিক্ষিত ব্যক্তি আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারছে না সেটা আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশের মানুষ আর কবে সচেতন হবেন
আমি বামপন্থী নই একদমই। আবার ডানপন্থী ও যে পুরোপুরি তাও বলা যায় না। তবে আপনার কথা আমার খুব ভালো লাগলো। এই যুবসমাজ কি আমাদের আজ বড় দরকার। কোন রাজনীতির ছত্রছায়ায় নয়, মানুষ হিসেবে এদের আমাদের বড় প্রয়োজন। আমাদের সমাজ কিন্তু আজও পিছিয়ে, শুধু এগোনোর একটু ভান করে মাত্র। শুধু রং নয়, এই সমাজ সব নিয়েই কথা বলে। সবকিছু তারই মতো হতে হবে, তোমার নিজের বলে কিছু থাকাটা সমাজের কাছে অন্যায়।
মাথা উঁচু করে বাঁচতে শেখায় সে তো নিজেই আলো।সমাজের যে পরিবর্তন চেয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে এসেছ আর কি চাই।আর একটা কথা বলি এই কথাগুলো বেশি বলে একজন মেয়ে/মহিলা। আমার যদি তোমার মত ১০টা মেয়ে থাকতো গো। পৃথিবী জয়ের আনন্দ নিয়ে বাঁচতাম ।ভালো থেকো।কাল সৃষ্টির রং।ধ্বংস তো সাদা।খালি ।কালো মানে পরিপূর্ণ।।ভালো থেকো। সোনার দাম অনেক কিন্তু কয়লা না হ্যাঁ শিল্প বন্ধ।তাই কাল আছে তাই সাদার মূল্য। হলুদ মনে কি জানিনা।তবে কালো মনে পূর্ণ।
একজন বাবা হিসেবে বলছি, আমার কোন মেয়ে নেই তোমার মতো একটা মেয়ে থাকলে গর্বে ভরে যেতো আমার জীবন আশা করি অনেক বাবার তাই হবে। আগামীর কঠিন লড়াইয়ে প্রস্তুত থেকো, অনেকানেক শুভেচ্ছা।
আমি তোমার মাতৃ তুল্য ! আমারও মা খুব ফর্সা ছিলেন কিন্তু আমরা ভাইবোনেরা আমার বাবার গায়ের কালো রঙ পেয়েছিলাম ! তাই আমার মা কেও অনেক কথা শুনতে হতো ! আমার মা বাবা ও খুব রাগ করতেন কেনো আমাদের কালো বলা হয় ! কিন্তু বাবা মা যে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের বড়ো করা হয়েছিল যে আমরা কোথাও মাথা নিচু করে থাকতে হয়নি ! পৃথিবীময় তোমার মতন কালো ও বুদ্ধিমতি সন্তানের জন্ম হোক ! কমরেড লাল সেলাম !
এত সুন্দর কথা বলে, আর কথার গভীরতা শিক্ষার পরিচয় দিচ্ছে, বাংলার শ্রীরামপুর বাসী এই মেয়েটি কে না পাঠিয়ে একদিন নিজেদের ভুল বুঝবে। বাংলা একটা ভালো সাংসদ পাওয়ার সম্ভাবনা হারালো, আর শিক্ষিত বাঙালি রা হয়ত এই লোকসভায় একটা বলিষ্ঠ কন্ঠ মিস করে গেলো। কল্যাণ র লোকসভা মানে চিৎকার আর এর বক্তব্য হলে যুক্তিপূর্ণ হতো। যাইহোক যা কাজ শ্রীরামপুরবাসী করে দিয়েছেন সেটা তো বদলানো যাবে না, মেনে নিতে হবে। তবে এরাই বাংলার ভবিষ্যৎ হলে বাংলার ভালো, নচেৎ ফেক ডক্টরেট ফেক এমবিএ আমাদের বাংলা কে তাদের বেড়ে ওঠা আর শিক্ষার মতন করে অন্ধকার আলো দিয়েই যাবে।
আমি আপনার রাজনৈতিক মতাদর্শে হয়তো এখন বিশ্বাসী নই.... কিন্তু আমি আপনার রাজনৈতিক বক্তব্য যখনই সময় পাই শুনি.... কারণ আপনার বক্তব্যের গুণগতমান এবং প্রেজেন্টেশন এই গুণাবলীগুলো আমাকে খুব আকৃষ্ট করে..... গায়ের রং নিয়ে আপনার বক্তব্য একদম সঠিক এবং এটি আমাদের সমাজে একটি ব্যাধি। আমাদের সমাজের এটি একপ্রকার মনস্তাত্ত্বিক ব্যাধি...... ছোটবেলা থেকে এই বিষয়টি সঙ্গে আমি খুব পরিচিত.... যখন আমি দেখতাম আমার পাশের বাড়ির দিদি ঠিক কালো হওয়ার জন্য দিনের পর দিন তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে...... সেদিন থেকে আমার মনে মনে প্রতিজ্ঞা ছিল আমি কালো মেয়ে বিয়ে করবো..... সেটা আমি করেছি নিজের জীবনে..... আমার স্ত্রীর কালো রঙের জন্য আপনার মত অনেক জায়গায় তাকে এত অপদস্ত হতে হয়েছিল তাই জন্য আপনার অভিজ্ঞতার সঙ্গে আমার স্ত্রী অভিজ্ঞতা অনেকটা রিলেট করতে পারছি..... আর একটা বাস্তব সত্যি কথা হলো আমার স্ত্রী আপনার বক্তব্য খুব পছন্দ করে এবং আপনাকেও খুব পছন্দ করে.....
শুধু পছন্দ করলেই হবে না , তার যোগ্যতা, শালীনতা, সহবত, শিক্ষা, ভাবনার উচ্চতা এইগুলো সকলের কাছে তুলে ধরতে হবে । কালো রং নিয়ে যারা কটুক্তি করে, তাদের মন,শরীর,ভাবনার ওপর কালো পর্দা ঢাকা। আশ্চর্যের বিষয় হল এই যে ঐ ধরণের মানসিক বিকৃতির মানুষজন সবার আগে কালী ঠাকুরের জোরে উন্নতি কামনায় সত্যে দিয়ে পড়ে থাকে ।
তুমি যতই কালো হোক তুমি অবশ্যই সুন্দর সুন্দর,তোমার কথা কালো রূপকে ঢেকে দেয়, ভবিষ্যৎ সুন্দর হবেই আমি তাই মনে করি, তোমার প্রতিভা সবকিছু ঢেকে দেবেই,এটা আমার বিশ্বাস। তোমার কথাবার্তায় মানুষ ধীরে ধীরে তোমাকে ছুতে পারবেনা।তোমার ভালো হবেই।
@@soumyadebbal7366 joto dur ami porte parchi onar name PRATIMA MAJUMDAR/প্রতিমা মজুমদার ta kaku apni kota PRATIMA MAJUMDAR k janen jini Bhagwan na allah daken???? Ki phunke nesha kore eto moja paan bolben??? Amio korte chai??? Sob moja apni eka eka neben kno 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@soumyadebbal7366 soumya deb বাল 😂😂😂😂😂 amio jodi boli apni YT te ki korchen underarms e jhulun😂😂😂😂 tahole apnar valo lagbe ki???? But ami oto kharap kotha bolte chai na... Valo thakben... ভাট বকার আগে একবার নিজের পোঁ** হাত দিয়ে দেখবেন কেমন... Emon na hoy apni onno k kichu bolte jaben but nijer pechonei GUU vorti hoye ache😂😂😂😂😂😂😂😂😂😂.....
দীপ্সিতা, আমার বয়স প্রায় সত্তর। অনেক বছর আগে যুব ফেডারেশন করেছি। তোমরা একঝাঁক নোতুন মুখ যখন পার্টিতে এলে, অনেকের মতো আমরাও তোমাদের নিয়ে আলোচনা করতাম। বিশ্বাস করা না করা তোমার ব্যাপারে কিন্তু আমাদের গ্রুপের বেশীরভাগ তোমার বুদ্ধিদীপ্ত চেহারার ও কথার জন্য তুমি কিন্তু অনেকের কাছেই আকর্ষণীয় ও আদরনীয়। কয়েকটা পিছিয়ে পড়া ফালতু লোকের কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, ওই গাম্বাটগুলোর জ্ঞান কতটুকু, ওরা তোমার পায়ের যোগ্য নয়। ভালো থাকবে।
আমার চোখে দেখা সব মেয়েদের থেকে তুমিই প্রকৃত সুন্দরী, খুব মিষ্টি। কারন তোমার অন্তরটা খুব সুন্দর। ঈশবরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো এবং তোমার মতো সুন্দর একটা দেশ,সমাজ, রাষ্ট্র আমাদেরকে উপহার দাও। Love you ❤❤❤
দীপ্সিতার মত বুদ্ধিদীপ্ত, স্মার্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকারটির তথ্যভিত্তিক সচিত্র উপস্থাপনা খুব উপভোগ্য তথা আকর্ষণীয় হয়েছে ।সময়ে দীপসীতা একজন পরিপক্ক রাজনীতিক হয়ে উঠবে আর রেড ফ্লাগের প্রতি আনুগত্য তথা নৈতিকতা কোনো কিছুর বিনিময়ে বিক্রয়যোগ্য নয় ।
এতো পরিশীলিত, স্বচ্ছ দৃষ্টিভঙ্গির শিক্ষিত রুচির মেয়েকে দেশের সংসদে পাঠাতে না পারাটা বাঙ্গালীর চিন্তা ভাবনার দৈন্যতাই প্রকাশ করলো। খুবই আফসোসের বিষয়।তবে হাল ছেড়ে দেবার মেয়ে ও নয়। ওর জন্য শুভকামনা রইলো।
তোমার গায়ের কৃষ্ণ বর্ণ রং এই তো তোমার অহংকার। আলোর কি থাকতো দাম? যদি না থাকতো অন্ধকার?? প্রকৃতির মাঝে তাকিয়ে দেখ কতো বড় তার আয়োজন দিবা-রাত্রি, সাদা-কালো, সব কিছুরই প্রয়োজন।। তুমি আছো বলে আমি আছি এ জগতের মাঝে চিরকাল। তুমি-আমি,আর আমরা-তোমরা, বেঁধে রেখেছেন মহাকাল।। সাদা বা কালো হোক্ না যা কিছু, আমার-তোমার গায়ের রং। কর্মে ও গুণে মাতিয়ে যাব, সবাই আমরা দুদিনের সং।। এই পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের জন্য। এসো হাত ধরি একসাথে চলি, পৃথিবীকে করি ধন্য।। এসো দীপ্সীতা এসো প্রত্যেকে ছেলেও মেয়ের তরুণ দল। তোমার মতন সন্তান আজ, পিতা ও মাতার মনের বল।। 🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻 তোমার জন্য আমরা গর্বিত
অসাধারন বক্তব্য...এ সমাজ আগেও যা ছিল এখনো তাই আছে..কোনো পরিবর্তন হয় নি ..হবেও না...লোকে নিজেদের যতই শিক্ষিত মনে করুক না কেন...তোমার মত মেয়ে পাওয়া ভাগ্যের
দীপ্সিতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । খুব সুন্দর কথা বলেন উনি । এ আলোচনা শুনে আমার শুধু একটাই বক্তব্য , শুধু কালো কেন , সব কিছুতেই মানুষ কিছু না কিছু নিয়ে তুলনা করে থাকে । এটা আমাদের একটা বিশেষ গুন না দোষ বলব জানিনা । মোটা , রোগা , কালো , ফ্যাকাশে ফর্সা , বেশী খায় , কিচ্ছু খায় না , পড়াশুনা , সব কিছু নিয়ে compare করাটা আমাদের মজ্জাগত । কাজেই এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে । মানুষ বলবেই । তুমি তোমার কাজ করে যাও । এসব ভেবে সময় নষ্ট কোরো না । All the best .
Your skin colour is not a matter but your education,culture, style of talking and which family belongs you that is important. You are very beautiful and sweet daughter for me.
গুরুদেবের মুক্ত ছন্দের গান " কৃষ্ণকলি " তো আজও আমাদের নাড়া দেয়।আমাদের দীপ্সীতা তার শিক্ষা, মার্জিত স্বভাব,সততা ও সঠিক রাজনৈতিক দিশা , বাংলাকে গর্বিত করবে আগামী দিনে। আমার দৃঢ় বিশ্বাস।
একটা দেশের প্রকৃত উন্নতি তার বিশ্ববিদ্যালয়গুলোকে দেখলে বোঝা যায়। শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের বিশেষ নজর কোন দেশের ভাগ্য বদলানোর জন্য খুব প্রয়োজনীয়।দেশ বাসীর স্বার্থে যখন JNU র মত প্রতিষ্ঠানকে আরও গুরুত্ব দেওয়া উচিত, তখন বাস্তবে হচ্ছে তার উল্টো।
আমি পৃথিবীর অন্য প্রান্তে দীর্ঘদিন বসবাসকারী একজন বাংলাভাষী মানুষ, বর্তমানে অবসরপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা জাতির, নানা বর্ণের অনেক মানুষ আমি দেখেছি।আমার মতে এই মেয়েটি শুধু সুন্দরীই নন, ইনি অনন্য সুন্দরী। বিশেষ করে বাঙালি মেয়েদের চেহারার মধ্যে এমন শার্পনেস, এমন সৌন্দর্য আমি খুব কম দেখেছি। এই সৌন্দর্যের সাথে এঁর অন্য সব প্রতিভা যদি যোগ করি তাহলে আমি বলবো তাঁর সমসাময়িক বাঙালি মেয়েদের কেউ কোনদিক দিয়েই উনার সমকক্ষ নন।
তুমি আমার সন্তান সম। তোমার মতো সন্তান ভারতের ঘরে ঘরে জন্ম নিক দীপ্সিতা। তুমি আমার সন্তান সম তবুও তোমাকে শ্রদ্ধা করি আমার নেতা হিসেবে, আমার গর্ব হয় ভেবে যে তোমার মতো উজ্জল, ঝকঝকে একটি মেয়ে আমাদের নেতা। অনেক অনেক অনেক বড় হও মা, তুমি বা তোমরাই আমাদের আগামী। তোমাদের হাত ধরেই আসবে নতুন সকাল। অফুরান ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর 🌹❤️❤️🌹
আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তুমি আমার কন্যাসম। তাই তুমি বলেই সম্বোধন করলাম। রাজনৈতিক মনোভাবে তোমার ১৮০ ডিগ্রি বিপরীত। তোমার এই সাক্ষাৎকার শোনার আগেই কালকে আমি আমার ফেসবুকে মন্তব্য করেছি। তোমার মতো সন্তান যে কোনো পিতামাতার স্বপ্ন। তুমি শুধু তোমার বাবা মায়ের গর্ব নয় বাংলা তথা ভারতবর্ষের গর্ব। তুমি নিজেই একটা আলোকবিন্দু তাই তোমাকে অন্ধকারে অনেক দূরের থেকেও দেখতে পাওয়া যায়। তুমি অবশ্য কথাগুলো ঠিকই বলেছো, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি। আমার সন্তান সম তাও আমি তোমাকে শ্রদ্ধা করি। ভালো থেকো। জীবনে অনেক অনেক উন্নতি করো ও সমাজসংস্কারক হিসেবে তোমার খ্যাতি হোক এই কামনা করি ❤💚
আপনি বোন অন্ধকারের আলোকবর্তিকা।আপনি আমাদের কাছে অনেক অনেক গর্ব।
স্যার আমার মনে হয় শ্রীরাম পুরের জনগন এখনো খোলা আকাশের নীচে পায়খানা( মলমুত্র ত্যাগ করে) বল্লাম এই জন্য যে দীস্পিতা ধর কে ভোট দেয় নাই। আমি ভারতিয় নাগরিক না। দীস্পিতা ধরে মতন এক জন প্রার্থীকে ভোট দিল না। এটা আমি বাঙ্গালী হিসাবে আমি মেনে নিতে পারি নাই।
Ekdom satti bolaychen. Dipshita Madam bhison bhalo.
লোকসভা ভোট শেষ। ফলও প্রকাশিত। যাকে নিয়ে আজ এই প্রতিবেদন। তার সম্পর্কে যা জেনেছি, এই ভোটের প্রচার পর্বে তার প্রচারের ভঙ্গিমা , তার শিক্ষাগত যোগ্যতা এইসব সার্বিক ভাবে যদি তূল্যমূল্যভাবে বিচার করলে তার বিরোধী দলের প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে। তবু হেরে যেতে হয়। ভাবি বর্তমান সময়ে রাজ্যের চেতনার মান যে মানুষের কমে গেছে তা এক কথায় বলা যায়। তবু গণতন্ত্রের কথা বলতেই হবে।
আমি বামপন্থী নই আমি ডিপ্সিতা পন্থী
দীপ্সিতা ধর এর মত এত যোগ্যতম একজন মার্জিত উচ্চ শিক্ষিত ব্যক্তি আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারছে না সেটা আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক
আমাদের দেশের মানুষ আর কবে সচেতন হবেন
Ha kintu bhul dole jog diyechhe. Bampontha ekhon prithibite kothao chole na
@@khaidai9394
বিশ্বের খবর রাখেন? আপনি গাধা জন্ম
নিয়ে নিজেকে ধন্য করেছেন
@@khaidai9394 Seta abar apnar bhul
আপনি কোন মাতব্বর?? আপনাকে জিঙ্গাসা করে রাজনৈতিক দলে যোগ দেবেন??@@khaidai9394
@@khaidai9394দিপ্সিতা যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমতী ও সচেতন মেয়ে। সে জানে, কোথায় তার যুক্ত থাকা উচিত।
আমি বামপন্থী নই একদমই। আবার ডানপন্থী ও যে পুরোপুরি তাও বলা যায় না। তবে আপনার কথা আমার খুব ভালো লাগলো। এই যুবসমাজ কি আমাদের আজ বড় দরকার। কোন রাজনীতির ছত্রছায়ায় নয়, মানুষ হিসেবে এদের আমাদের বড় প্রয়োজন। আমাদের সমাজ কিন্তু আজও পিছিয়ে, শুধু এগোনোর একটু ভান করে মাত্র। শুধু রং নয়, এই সমাজ সব নিয়েই কথা বলে। সবকিছু তারই মতো হতে হবে, তোমার নিজের বলে কিছু থাকাটা সমাজের কাছে অন্যায়।
মাথা উঁচু করে বাঁচতে শেখায় সে তো নিজেই আলো।সমাজের যে পরিবর্তন চেয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে এসেছ আর কি চাই।আর একটা কথা বলি এই কথাগুলো বেশি বলে একজন মেয়ে/মহিলা। আমার যদি তোমার মত ১০টা মেয়ে থাকতো গো। পৃথিবী জয়ের আনন্দ নিয়ে বাঁচতাম ।ভালো থেকো।কাল সৃষ্টির রং।ধ্বংস তো সাদা।খালি ।কালো মানে পরিপূর্ণ।।ভালো থেকো। সোনার দাম অনেক কিন্তু কয়লা না হ্যাঁ শিল্প বন্ধ।তাই কাল আছে তাই সাদার মূল্য। হলুদ মনে কি জানিনা।তবে কালো মনে পূর্ণ।
আপনি ডানপন্থী বা বামপন্থী নন, তার মানে আপনি সুবিধাপন্থী , যদি খুব ভুল বলে না থাকি❤
@@tymail8190 ঠিক বলেছেন। সমব্যাথী হওয়ার জন্য ধন্যবাদ। God Bless Your Soul.
একজন বাবা হিসেবে বলছি, আমার কোন মেয়ে নেই তোমার মতো একটা মেয়ে থাকলে গর্বে ভরে যেতো আমার জীবন আশা করি অনেক বাবার তাই হবে। আগামীর কঠিন লড়াইয়ে প্রস্তুত থেকো, অনেকানেক শুভেচ্ছা।
Truely jodi banglar jubasamaj bhabta tahole state er ei hal hotona.
@@SaikatDas-r3what chor tor baba ma bon ac6e ki seta bol
@@SaikatDas-r3wtor ma bon ki dhudey alta
😂😂😂 Goru khekotake?
@@wanderingmystic22 Eto murkher moto answer deben na.
ভগবানের কাছে প্রার্থনা ঘরে ঘরে দীপ্সিতা দাও।
Hmmm!!!! Parar chelera free te lelin sikhuk😅😅😅
@@sougataroy1125 ota LENIN...lelin na .. osshikhito
Thik bolechen. Tahole ghore ghore Afjol guru, Ajmol kasov der moto mohamanob ra jonmo nite parbe.
@@sougataroy1125 Ektu history ta porun. Ar kotodin murkho thakben?
দীপ্সিতা র মত মেয়ে যে কোনো পরিবারের কাছে গৌরবের।
সুন্দর ব্যক্তিত্ব ❤ এবং সুশ্রী ❤️ সবশেষে... সুন্দর মানুষ 🙏
দিপ্সিতা কে আমরা লোকসভা বা বিধানসভায় পাঠাতে পারছিনা এটা আমাদের ক্ষতি।
দুর্ভাগ্য।
Ghore ghore dipsita Asa Koren ki kore!!! Tara sikhha Chay na..chakri Chay na..vata Chay!!..adda yarki r tamasha Vora jibon Jamon korte chay
Or kendrer manush gulo durvaga... Jara ok haralo
Aare, Dipsita ke ki darkar? Doi didi, sorry dhowa didi, MP hote cholechhe, tar cheye joggo keu achhe naki?
Uni bhalo hoten paren but bameder policy tae to bhul....na economic na social
আমি তোমার মাতৃ তুল্য ! আমারও মা খুব ফর্সা ছিলেন কিন্তু আমরা ভাইবোনেরা আমার বাবার গায়ের কালো রঙ পেয়েছিলাম ! তাই আমার মা কেও অনেক কথা শুনতে হতো ! আমার মা বাবা ও খুব রাগ করতেন কেনো আমাদের কালো বলা হয় ! কিন্তু বাবা মা যে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের বড়ো করা হয়েছিল যে আমরা কোথাও মাথা নিচু করে থাকতে হয়নি ! পৃথিবীময় তোমার মতন কালো ও বুদ্ধিমতি সন্তানের জন্ম হোক ! কমরেড লাল সেলাম !
তুই যে বেশিরভাগ মানুষের আবেগ, নয়নের মনিও কালো , আমাদের পার্টিরগর্ব, আগামী দিনের সম্পদ।
Dipsitar hasi r kotha bolar dhoron er fan ami❤❤❤
প্রতিটি ঘরে একজন করে দীপ্সিতা আমাদের বাংলার খুব খুব খুব দরকার নাহলে বাংলা শেষ হয়ে যাবে।
Tahole ghore ghore Afjol guru, Anmol kasov der mohamanob ra jonmo nite parbo o amra secular ra dhonyo hoye jabo.
গরু গোবর আর দুধে সোনার বিশেষজ্ঞ এখানে কি করছে?@@soumyadebbal7366
@@soumyadebbal7366lol😂🤣😹
প্রলাপ ।
শেষ হবার আর বাকি টা আছে কি?
এই কালো মেয়ে দীপ্সিতা ধর কে খুব কাছে থেকে একটু দেখার ইচ্ছা রইল..
বাঙালি জাতির অশিক্ষা কুশিক্ষা মর্মে মর্মে উপলব্ধি করা যায় এই সব সামাজিক অবক্ষয় স্পষ্ট করে দেয়।
আপনি অসম্ভব সুন্দরী। আর আপনার আমি একজন গুণমুগ্ধ
জিত বা হারটাই একমাত্র মাপকাঠি নয়, লড়াইয়ে সামিল থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, দীপ্সিতা এটাই বিশ্বাস করেন এবং এটাই তাঁর আদর্শ।
এত সুন্দর কথা বলে, আর কথার গভীরতা শিক্ষার পরিচয় দিচ্ছে, বাংলার শ্রীরামপুর বাসী এই মেয়েটি কে না পাঠিয়ে একদিন নিজেদের ভুল বুঝবে। বাংলা একটা ভালো সাংসদ পাওয়ার সম্ভাবনা হারালো, আর শিক্ষিত বাঙালি রা হয়ত এই লোকসভায় একটা বলিষ্ঠ কন্ঠ মিস করে গেলো। কল্যাণ র লোকসভা মানে চিৎকার আর এর বক্তব্য হলে যুক্তিপূর্ণ হতো। যাইহোক যা কাজ শ্রীরামপুরবাসী করে দিয়েছেন সেটা তো বদলানো যাবে না, মেনে নিতে হবে। তবে এরাই বাংলার ভবিষ্যৎ হলে বাংলার ভালো, নচেৎ ফেক ডক্টরেট ফেক এমবিএ আমাদের বাংলা কে তাদের বেড়ে ওঠা আর শিক্ষার মতন করে অন্ধকার আলো দিয়েই যাবে।
Akdom thik bolechen, dada.. khub kharap lagche Dipshitar jonno
Kichu korar nei dada serampure bashider kichu korar nei oi matal ta sob gunda feet kore vote niyeche sob chhapa vote hoyacha
আমি আপনার রাজনৈতিক মতাদর্শে হয়তো এখন বিশ্বাসী নই.... কিন্তু আমি আপনার রাজনৈতিক বক্তব্য যখনই সময় পাই শুনি.... কারণ আপনার বক্তব্যের গুণগতমান এবং প্রেজেন্টেশন এই গুণাবলীগুলো আমাকে খুব আকৃষ্ট করে..... গায়ের রং নিয়ে আপনার বক্তব্য একদম সঠিক এবং এটি আমাদের সমাজে একটি ব্যাধি। আমাদের সমাজের এটি একপ্রকার মনস্তাত্ত্বিক ব্যাধি...... ছোটবেলা থেকে এই বিষয়টি সঙ্গে আমি খুব পরিচিত....
যখন আমি দেখতাম আমার পাশের বাড়ির দিদি ঠিক কালো হওয়ার জন্য দিনের পর দিন তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে...... সেদিন থেকে আমার মনে মনে প্রতিজ্ঞা ছিল আমি কালো মেয়ে বিয়ে করবো..... সেটা আমি করেছি নিজের জীবনে..... আমার স্ত্রীর কালো রঙের জন্য আপনার মত অনেক জায়গায় তাকে এত অপদস্ত হতে হয়েছিল তাই জন্য আপনার অভিজ্ঞতার সঙ্গে আমার স্ত্রী অভিজ্ঞতা অনেকটা রিলেট করতে পারছি.....
আর একটা বাস্তব সত্যি কথা হলো আমার স্ত্রী আপনার বক্তব্য খুব পছন্দ করে এবং আপনাকেও খুব পছন্দ করে.....
সঞ্জীববাবু গ্রান্ড স্যালুট - আপনার মত মানুষ হতে গেলে বুকে ধক থাকা চাই । আপনি অনেক অনেক ভালো থাকুন ।
আপনার মত মানুষও আমাদের দরকার, যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরেও পৃথিবীকে দেখতে পায়।
শুধু পছন্দ করলেই হবে না , তার যোগ্যতা, শালীনতা, সহবত, শিক্ষা, ভাবনার উচ্চতা এইগুলো সকলের কাছে তুলে ধরতে হবে ।
কালো রং নিয়ে যারা কটুক্তি করে, তাদের মন,শরীর,ভাবনার ওপর কালো পর্দা ঢাকা। আশ্চর্যের বিষয় হল এই যে ঐ ধরণের মানসিক বিকৃতির মানুষজন সবার আগে কালী ঠাকুরের জোরে উন্নতি কামনায় সত্যে দিয়ে পড়ে থাকে ।
তুমি যতই কালো হোক তুমি অবশ্যই সুন্দর সুন্দর,তোমার কথা কালো রূপকে ঢেকে দেয়, ভবিষ্যৎ সুন্দর হবেই আমি তাই মনে করি, তোমার প্রতিভা সবকিছু ঢেকে দেবেই,এটা আমার বিশ্বাস। তোমার কথাবার্তায় মানুষ ধীরে ধীরে তোমাকে ছুতে পারবেনা।তোমার ভালো হবেই।
জানিনা আমাদের সমাজ আর কবে বদলাবে।রূপ নয় গুণ যে আসল এটা আর কবে আমরা বুঝতে পারব।
ভগবানের কাছে প্রার্থনা করি ঘরে ঘরে দীপশিতার মতন মেয়ে জন্মগ্রহণ করুক। অনেক ভালোবাসা তোমাকে ❤❤
Allahor kache ibadot korun. Apnara abar Bhagoban manen naki?
@@soumyadebbal7366lol😂🤣😹
@@soumyadebbal7366 joto dur ami porte parchi onar name PRATIMA MAJUMDAR/প্রতিমা মজুমদার ta kaku apni kota PRATIMA MAJUMDAR k janen jini Bhagwan na allah daken????
Ki phunke nesha kore eto moja paan bolben??? Amio korte chai??? Sob moja apni eka eka neben kno 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@soumyadebbal7366 soumya deb বাল 😂😂😂😂😂 amio jodi boli apni YT te ki korchen underarms e jhulun😂😂😂😂 tahole apnar valo lagbe ki????
But ami oto kharap kotha bolte chai na...
Valo thakben...
ভাট বকার আগে একবার নিজের পোঁ** হাত দিয়ে দেখবেন কেমন... Emon na hoy apni onno k kichu bolte jaben but nijer pechonei GUU vorti hoye ache😂😂😂😂😂😂😂😂😂😂.....
দিপ্সিতা আমার চেয়ে ছোটো কিন্তু তবুও তাকে আমি শ্রদ্ধা করি salute তোমায়
এগিয়ে যাও l আগামী তোমাদের অপেক্ষায়
দীপ্সিতার জন্যে অনেক ভালোবাসা।❤❤❤❤❤❤
দীপ্সিতা, আমার বয়স প্রায় সত্তর। অনেক বছর আগে যুব ফেডারেশন করেছি। তোমরা একঝাঁক নোতুন মুখ যখন পার্টিতে এলে, অনেকের মতো আমরাও তোমাদের নিয়ে আলোচনা করতাম। বিশ্বাস করা না করা তোমার ব্যাপারে কিন্তু আমাদের গ্রুপের বেশীরভাগ তোমার বুদ্ধিদীপ্ত চেহারার ও কথার জন্য তুমি কিন্তু অনেকের কাছেই আকর্ষণীয় ও আদরনীয়।
কয়েকটা পিছিয়ে পড়া ফালতু লোকের কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, ওই গাম্বাটগুলোর জ্ঞান কতটুকু, ওরা তোমার পায়ের যোগ্য নয়। ভালো থাকবে।
কালো বলেই তোমাকে এতো সুন্দর দেখতে লাগে 👌
তুমি আমাদের সোনার বাংলার সোনার মেয়ে ❤️❤️❤️❤️❤️
তুমি অনেক সুন্দর ❤
Excellent interview.
আমার চোখে দেখা সব মেয়েদের থেকে তুমিই প্রকৃত সুন্দরী, খুব মিষ্টি। কারন তোমার অন্তরটা খুব সুন্দর। ঈশবরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো এবং তোমার মতো সুন্দর একটা দেশ,সমাজ, রাষ্ট্র আমাদেরকে উপহার দাও। Love you ❤❤❤
দীপ্সিতার মত বুদ্ধিদীপ্ত, স্মার্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকারটির তথ্যভিত্তিক সচিত্র উপস্থাপনা খুব উপভোগ্য তথা আকর্ষণীয় হয়েছে ।সময়ে দীপসীতা একজন পরিপক্ক রাজনীতিক হয়ে উঠবে আর রেড ফ্লাগের প্রতি আনুগত্য তথা নৈতিকতা কোনো কিছুর বিনিময়ে বিক্রয়যোগ্য নয় ।
তোমার মত যে মেয়ে যারা পেয়েছেন তারা সত্যিই ভাগ্যবান
Amar Dipshita ke khub sundor lage dekhte...
এতো পরিশীলিত, স্বচ্ছ দৃষ্টিভঙ্গির শিক্ষিত রুচির মেয়েকে দেশের সংসদে পাঠাতে না পারাটা বাঙ্গালীর চিন্তা ভাবনার দৈন্যতাই প্রকাশ করলো। খুবই আফসোসের বিষয়।তবে হাল ছেড়ে দেবার মেয়ে ও নয়। ওর জন্য শুভকামনা রইলো।
Yes she is much deserving
U have earned Respect from senceful civil society. Carry on. My best wishes with u. 🙌
আমি যোগ্যতাই দিপ্সিতার যোগ্য নই, কিন্তু আমি তার প্রেমে পরেছি।
I love her.
খুব সুন্দর তুমি
A candid conversation.
সাবাস সাবাস দীপ্সিতা ঠিক বলেছো আজকেও আমরা এগোতো পারলামলা,এটা প্রকৃত শিক্ষা নেই তাই এখনোও এই কথা বলে ভালো থেকো।
কি মিষ্টি দেখতে,,,,কালো মেয়ের মনে থাকে সরলতা,,, আর ঠান্ডা,
Prejudice! Melanin level in blood doesn't relate one's personality.
Tomar moto Sundari.. khub Kam achhe..bhari misti.❤..
Uni kalo hotei paren kintu uni ja sundori akjon model,akjon actress er motoi.Soooo glamorous, beautiful lady.
Dipsita amar crushhh❤
Amar o
Dipsita is my Love
Kintu o to Afjol guru, Burhan banir proti crushh kheye Bose ache.
উনি বামপন্থী বলেই এত সাবলীল চিন্তাধারা এতো স্বচ্ছ ও সু্ন্দর l
তোমার গায়ের কৃষ্ণ বর্ণ রং
এই তো তোমার অহংকার।
আলোর কি থাকতো দাম?
যদি না থাকতো অন্ধকার??
প্রকৃতির মাঝে তাকিয়ে দেখ
কতো বড় তার আয়োজন
দিবা-রাত্রি, সাদা-কালো,
সব কিছুরই প্রয়োজন।।
তুমি আছো বলে আমি আছি
এ জগতের মাঝে চিরকাল।
তুমি-আমি,আর আমরা-তোমরা,
বেঁধে রেখেছেন মহাকাল।।
সাদা বা কালো হোক্ না যা কিছু,
আমার-তোমার গায়ের রং।
কর্মে ও গুণে মাতিয়ে যাব,
সবাই আমরা দুদিনের সং।।
এই পৃথিবীর প্রতিটা মানুষ
একে অপরের জন্য।
এসো হাত ধরি একসাথে চলি,
পৃথিবীকে করি ধন্য।।
এসো দীপ্সীতা এসো প্রত্যেকে
ছেলেও মেয়ের তরুণ দল।
তোমার মতন সন্তান আজ,
পিতা ও মাতার মনের বল।।
🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻
তোমার জন্য আমরা গর্বিত
❤❤
অসাধারণ কবিতা।
শ্রদ্ধা!
অসাধারন বক্তব্য...এ সমাজ আগেও যা ছিল এখনো তাই আছে..কোনো পরিবর্তন হয় নি ..হবেও না...লোকে নিজেদের যতই শিক্ষিত মনে করুক না কেন...তোমার মত মেয়ে পাওয়া ভাগ্যের
দীপ্সিতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । খুব সুন্দর কথা বলেন উনি ।
এ আলোচনা শুনে আমার শুধু একটাই বক্তব্য , শুধু কালো কেন , সব কিছুতেই মানুষ কিছু না কিছু নিয়ে তুলনা করে থাকে । এটা আমাদের একটা বিশেষ গুন না দোষ বলব জানিনা । মোটা , রোগা , কালো , ফ্যাকাশে ফর্সা , বেশী খায় , কিচ্ছু খায় না , পড়াশুনা , সব কিছু নিয়ে compare করাটা আমাদের মজ্জাগত । কাজেই এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে । মানুষ বলবেই । তুমি তোমার কাজ করে যাও । এসব ভেবে সময় নষ্ট কোরো না । All the best .
দিপ্সিতা তোমাকে আমি অনেক অনেক আশীর্বাদ করি । তোমার বক্তব্য আমার ভালো লাগে । ভালো থেকো।
অত্যন্ত শিক্ষিত এবং পরিশীলিত একজন মানুষ।
খুব সুন্দর সুন্দর কথা বললেন…❤
Ghore ghore Dipshita'r moton meye jonmo nik ei prarthona kori.......tara boro hoye ek ekjon Durga hobe ! 🙏🙏
Sorry দিদি তোমাকে পার্লামেন্টে পাঠাতে পারলাম না। এ ব্যর্থতা আমাদের। তোমার লড়াই এ আমরা পাশে আছি।
Too Emotional interview ❤❤
Tumi ekjon sotti bangali, tumi somaj songskarok, tumi Vobbisoter alo, tumi agiye cholo.
Your skin colour is not a matter but your education,culture, style of talking and which family belongs you that is important. You are very beautiful and sweet daughter for me.
গুরুদেবের মুক্ত ছন্দের গান " কৃষ্ণকলি " তো আজও আমাদের নাড়া দেয়।আমাদের দীপ্সীতা তার শিক্ষা, মার্জিত স্বভাব,সততা ও সঠিক রাজনৈতিক দিশা , বাংলাকে গর্বিত করবে আগামী দিনে। আমার দৃঢ় বিশ্বাস।
Amr tomake khub khubValo lage❤❤
ভালো থেকো পুরোপুরি বিন্দাস মনে ।। তুমি জয়ী একসময় (( সঠিক সময়েই )) জয়ী হবেই ।।
শ্রীরামপুর এর মানুষ কাকে যে জেতালো কি জানি, একজন ভালো মানুষ Dipshita দি,aapni amr National Crush
তোমার মধ্যে নিজেকে পেলাম, ছোটো বেলা থেকেই এইসব শুনে বড়ো হয়েছি
তোমার মুখটা খুব সুন্দর গো।
সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ 😅
দীপ্সিতা মানেই নতুন দর্শন। দীপ্সিতা মানে নতুন আলো। দীপ্সিতা মানে লক্ষ্য প্রাণের অনুপ্রেরনা।
জ্ঞান, শিক্ষা এর কি গায়ের রং হয় ?
যাঁরা বলে তারা নিম্ন রুচি সম্পন্য জানোয়ার থেকে বড় কিছু নয়।
Ekdom 100000% sotto
Deepshika , apnar eii interview ta sune khub somridho holam. Thank you !!
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে(রাজনীতির মাঠে)
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাগো,তুমি শুধু সুন্দরই নয়,তুমিই সেরা।আমারা গর্বিত তোমাকে নিয়ে।
Tumi jathesto sundori❤ tomr katha bolar dharon ruchi bodh Kota mey r thake ❤
Dipsita ❤❤❤❤❤❤ comrade lorai jari thakbe,aponake akdin abossoi parliament dekhbo
Congratulations. Good presentation .Good personally. Regards.
দিদি তুমি আমার ভীষণ পছন্দের একজন মানুষ।তোমার শব্দচয়ন,বাচনভঙ্গি আমার বড়ো প্রিয়।ভালো থেকো দিদি।শুভকামনা রইল❤...
প্রত্যেকটি কথা সত্যি!!!
Social stigma ta katano ekhono possible hoyni!!
Aami nije sufferer
আমি ও আমরা তোমাকে খুব খুব খুব খুব খুব ভালোবাসি ❤ দিপ্তী…🌼
God bless her
দীপ্সিতা তুমি সত্যি অনেক অনেক সুন্দর ,,,যেমন তোমার গলার আওয়াজ তেমনি তমার বচন ভঙ্গী তেমনি তোমার ফিগার ,,,,,এক কথায় বোন তুমি অপরূপা ♥️♥️
Dipsita tumi amader sakoler bishon bishon garber, tumi anek anek uchha maner, nimno maner lokeder montobya niye tomar alochona na korai bhalo, tomake salute
Darun interview , kichu bolar nei ❤❤❤❤ respect bere gelo onektai
Dipsita খুবই এডুকেটেড। গায়ের রং এখনো আমাদের সমাজে taboo ভাবতে খারাপ লাগে
তিনি অনেক সুশ্রী দেখতে ,,, কালার সব কিছু নয়, তার ব্যাক্তিত্ব অসাধারণ লাগলো.... 👍
আজাদি গার্ল। দারুন নাচন।💐
কালো, ফরসা এইসব ভাবনার অনেক ঊর্ধ্বে আপনি। শুভেচ্ছা, শুভ কামনা।
Apurba interview. 1jon mahila tar ato sundar kotha bolar bhongi is too good. ❤
একটা দেশের প্রকৃত উন্নতি তার বিশ্ববিদ্যালয়গুলোকে দেখলে বোঝা যায়। শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের বিশেষ নজর কোন দেশের ভাগ্য বদলানোর জন্য খুব প্রয়োজনীয়।দেশ বাসীর স্বার্থে যখন JNU র মত প্রতিষ্ঠানকে আরও গুরুত্ব দেওয়া উচিত, তখন বাস্তবে হচ্ছে তার উল্টো।
She is so beautiful in every respect ! Beautiful feeling to listen to her.❤
Didi tumi sotty khub valo❤.
তোমার জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল দীপ্সিতা।অনেক এগিয়ে যাও।❤️❤️💐💐
বিনম্র শ্রদ্ধা।
Tomake janai ❤️
Darun Darun lagche Comred khub bhalo theko Sustha Theko Sobsamay Bhalo Basha Nio ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
কোথায় কালো....... সারাক্ষন কী এতো কালো কালো কালো........ আমি তো শুধু চারিদিকে আলো দেখছি..... এতো উজ্জ্বল এতো বর্ণময় এতো শিক্ষিত এতো সুন্দর কথা বলার ক্ষমতা.......... অপরূপ সুন্দরী....... সৌন্দর্য এর সংজ্ঞাই পাল্টে দিয়েছেন.........
Dipshita Dhar@❤❤❤❤❤❤❤❤❤ I Love You so much❤❤❤❤❤❤
Dipsita, you are not only genius, but also real beauty and sharp in the truest sense... God bless you....
You are great 👍 ❤
তোমার কথা বাস্তব সত্য।
অনেক অনেক ভালোবাসা ❤
You will reach the stars 👍 emerging leader of our great country , all the best ,
আমি পৃথিবীর অন্য প্রান্তে দীর্ঘদিন বসবাসকারী একজন বাংলাভাষী মানুষ, বর্তমানে অবসরপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা জাতির, নানা বর্ণের অনেক মানুষ আমি দেখেছি।আমার মতে এই মেয়েটি শুধু সুন্দরীই নন, ইনি অনন্য সুন্দরী। বিশেষ করে বাঙালি মেয়েদের চেহারার মধ্যে এমন শার্পনেস, এমন সৌন্দর্য আমি খুব কম দেখেছি। এই সৌন্দর্যের সাথে এঁর অন্য সব প্রতিভা যদি যোগ করি তাহলে আমি বলবো তাঁর সমসাময়িক বাঙালি মেয়েদের কেউ কোনদিক দিয়েই উনার সমকক্ষ নন।
তুমি সবদিক দিয়ে সুন্দর।
অসাধারণ মার্জিত ভাষা।।।।।
Dipshita you are sweet
তুমি আমার সন্তান সম। তোমার মতো সন্তান ভারতের ঘরে ঘরে জন্ম নিক দীপ্সিতা। তুমি আমার সন্তান সম তবুও তোমাকে শ্রদ্ধা করি আমার নেতা হিসেবে, আমার গর্ব হয় ভেবে যে তোমার মতো উজ্জল, ঝকঝকে একটি মেয়ে আমাদের নেতা। অনেক অনেক অনেক বড় হও মা, তুমি বা তোমরাই আমাদের আগামী। তোমাদের হাত ধরেই আসবে নতুন সকাল। অফুরান ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর 🌹❤️❤️🌹
Tumi really khub sundor
Darun thanku so much you grateful❤