Drama Serial | House Full | Epi 56-60 || ft Mosharraf Karim, Sumaiya Shimu, Hasan Masud, Sohel Khan
Вставка
- Опубліковано 4 лис 2024
- Subscribe to: / gseriesbanglanatok&tel...
Cast : Abul Hayat, Mosharraf Karim, Sumaiya Shimu, Siddikur Rahman, Mithila, Hasan Masood, Adnan Faruque Hillol, Sumon Patwary, Sohail Khan, Monira Mithu, Mishu Sabbir
Producer : Top Of Mind
Script & Direction : Redoan Rony & Iftakher Ahmed Fahmi
Label : G Series
Subscribe to our Exclusive UA-cam Channels and get the latest entertainment
Music: / gseriesmusic
Movies: / gseriesbanglamovies
For Mobile:
Stream your favorite songs directly in your mobile from RadioG at www.radiogbd.com
Get RadioG App (for Android): Search for radiogbd in Google Play Store
Get connected with us on Facebook: / gseriesproduction
Website: www.gseriesbd.com
Get the latest news from: www.newsg24.com
গাদা গাদা নাটক না লিখে এরকম দু একটি নাটক লিখাটাই শ্রেয়তর মনে করি
অসম্ভব সুন্দর যেমন সামাজিকতার সম্ভার তেমনি সুক্ষ্ণ সাংসারিক টানাপোড়েন অসাম ইমোশন অনেক অনেক শুভকামনা নাট্যকার, পরিচালক ও কলাকৌশলীদের
আমরা এমনি কিছু মানসম্পন্ন নাটক চাই
you are a naruto fan huh!!!
কোন কিছুতে কাদতে পারতাম;না কিন্তু এ নাটকটিতে ভাই বোনদের যে সম্পর্ক তা দেখে অনেক কেঁদেছি। আল্লাহ তুমি;সব ভাই বোনকে ভাল রেখো।
এই সব পরিবারের নাটক গুলো বার বার দেখতে ইচ্ছে করে। মজা, হাসি ,কান্না ,সব মিলিয়ে নাটক গুলো হেব্বি হয়। আমার পক্ষে থেকে ইফতেখার আহমেদ ফাহিম ও রেদওয়ান ভাই রনি অসংখ্য ধন্যবাদ।
হাসান মাসুদ অনেক বুদ্ধিমান মানুষ।যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। একজন মানুষ হিসেবে ঠিক এরকম বুদ্ধিমান হওয়া উচিত।
He's rtd. Army Major so obviously so smart
বিনা কারণে মিথ্যা বলা কোন বুদ্ধিমানের লক্ষন না।
@@ashfakakib7882 মানে কি? সে একটা চরিত্রে অভিনয় করছে চিত্রনাট্যে যা আছে তাই।
@@brown_shark706 i was talking about his personal life bro.
নাটক শুধু নাটক নয়! জীবনের প্রতিচ্ছবি। কত চমৎকার অভিনয়, কত চমৎকার প্রকাশ, কত চমৎকার বাস্তবক্ষেত্র। ♥♥♥♥♥♥♥
এই এপিসোড টা দেখে চোখ দিয়ে একাই জল গড়িয়ে পরলো...এত সুন্দর উপস্থাপন হয়েছে যে কেউ চোখের জল আটকে রাখতে পারবে না...
আমার তো বোন নেই তাই হয়তো এত কষ্ট পেয়েছি
সুন্দর এপিসোড
❤️❤️
সিদ্দিকের অভিনয় সত্যিই অসাধারণ হয়েছে । কান্নার সময়ে চোখের পানি ধরে রাখা সম্ভব নয়😭😭
আবুল হায়াতের অভিনয় থেকে শিক্ষা নেওয়া উচিত জীবনে যত সমস্যাই আসুক ভেঙে
পড়তে নেই ,
ভাই বোনের সম্পর্কটা যে কত মধুর যার নেই সেই ভালো বুঝে,,,, সত্যি আজ অনেক অনেক,, miss করি,,,
rights bai
এতো সুন্দর হয়েছে চোখের জল এসে গেল। মনের মধ্যে আঘাত লাগলো। কি থেকে কি হলো ।বুঝতে পারছি আনন্দে কষ্টে মনুষের জিবন কাটে।
Thank you
Nice vaiii 6year age comnt koreco....vai ki susto aco???
আমার মনেহয় এই নাটকে সিদ্দিক ভাইকে জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ।সিদ্দিক ভাই অনেক অনেক অনেক ভালো অভিনয় করছে।
সবার অভিনয় দারুন হইছে।
আপনারা কি বলেন??
শুধু সিদ্দিক নয় সব্বাই খুব ভালো অভিনয় করেছে । আমি প্রতিদিন এই নাটক দেখি প্রতিদিন । গত এক বছর থেকে। আমি ভারত থেকে বলছি। কোনো একদিন আমার স্বপ্ন বাংলাদেশ এসে এই নাটক এর সব অভিনেতা অভিনেত্রীদের sathe দেখা করবো
@@birojitdas7435 ধন্যবাদ দাদা
Siddik ke jatio puroskare sanmanito kara darkar.....khubi kothin choritro jaaler moto korediyechhe.....ata uni chhara keu korte parben na.....Mahan Shilpi..... ❤️❤️👌👌👌👌
Right
চোখের পানি আটকাতে পারলাম না
যুগ যুগ ধরে এই নাটকটিকে সবাই পছন্দ করবে এবং যুগ যুগ ধরে এপিসোড নম্বর ৫৬-৬০ মানুষকে তার অজান্তেই কাদাবে।
Asolei..
Right you are. Ami o kede felesilam... Natok ti onk bosor age jokhon dekhesi tokhono kede disi...aj abaro chokhe jol elo.
Sotti bolche bhai 🥲
আসোলেই আপনি মনের কথা বলেছেন
কান্না এত সোজা? বাল ওঠেনি, জীবনে কষ্ট পায়নি এমন পোলাপান কাদবে।
I never cry. Suddenly tear came out when I saw Sumon uncle's sad face. Then I cried again when Ifti uncle started crying. Then I cried for the 3rd time watching Siddik crying while praying. Thank you everyone involved in making such a realistic drama. 22January,2022
Dhur bal! Porer episode dekhe mejaj tai kharap hoye gelo! Bangladesh er Doctor + hospital gulor ki kharap obostha!!!
😑
😂😂😂😂😂😂😂😂😂😂
অভিনয়ের মাইরে-বাপ, চোখের পানির জন্য তাকাতেই পারছিলামনা।
কিভাবে সম্ভব!!! প্রতিটা চরিত্রকেই ধন্যবাদ, সাথে নির্মাতাদেরকেও ধন্যবাদ।
❤❤❤❤❤
আল্লাহ শুধু নাটকে না বাস্তব জীবনেও সবাইকে সুস্থ রাখ। আমিন।
এ পর্যন্ত নাটকটা দেখে দুবার কাঁদলাম। একবার মায়ের জন্য, আজকে বোনদের জন্য। সত্যিই পারিবারিক বন্ধন টা কতটুকু গুরুত্বপূর্ণ, বোঝা যায়।
আমি নিজেই জানি এটা একটা নিছক নাটক এবং সবই অভিনয়। তবুও কেন জানি নিজেকে ওদের মধ্যেই খুঁজে পাচ্ছি, পরিবারের বন্ধনটা ঠিক এমনি। প্রিয়বিয়োগ দুঃখটা মেনে নেয়া সত্যিকারের অনেক কঠিন । মনের অজান্তে চোখের জল কখন চোখ থেকে বুকে পরল বুঝিই নাই।
Cric Lover eta natok na
Eta iftekhar ahmed fahmir real life story
আজ থেকে প্রায় 12 বছর আগে এই নাটক দেখছিলাম,একন আবার দেখা শুরু করলাম তবে 56-60 এই এপিসোড গুলা আমি নিজের অজান্তে অনেক আবেগ প্রবন হয়ে গেছিলাম .ধন্যবাদ পরিচালক সাহেব
এই ভাবে চোখের পানি পরবে।। ভাবতে পারি নাই।।। আধুনিক মুভি না দেখে সবাইকে এইসব নাটক দেখার অনুরোধ করতেছি
হাউসফুল অসাধারণ নাটক সিরিজ। আবুল হায়াত, মনিরা মিঠু, মোশাররফ করিম, সুমন পাটোয়ারী ,মিশু,সুমাইয়া শিমু, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান , সোহেল খান, মিথিলা, অপর্ণা সবাই অসাধারণ অভিনয় করেছে।
যুগ যুগ পরও নাটকটি জনপ্রিয় থাকবে হয়তো।
অসাধারণ নাটক ।।। মুখের হাসি, চোখের পানি কোনটিই ধরে রাখতে পারলাম না ।।।
সিদ্দিকের অভিনয় সত্যিই অসাধারণ হয়েছে
অভিনয় কিভাবে এতটা নিখুঁত হয় রিয়েলিস্টিক হয় অসাধারণ, চোখের জল ধরে রাখা অসম্ভব
৭ বছর হলো পরিবার থেকে দূরে আছি, না আমার অসুস্থতায় পরিবার কাছে পাই, না পরিবারের বিপদে পাশে থাকতে পারি, এই পর্বের লাস্ট ৩০ মিনিট দেখে মন চাচ্ছে এখনি টিকিট কেটে পরিবারের কাছে ছুটে যাই... ১৮-১০-২০২৩ ইং
সিদ্দিকের মতো হাসিখুশি মানুষটাও যখন কান্না করে!
তখন নাটকটা নিয়ে আর কিছু বলার থাকে না।
মাস্টারপিস 💯
এই পর্বে আবুল হায়াত আর মনিরা মিঠুর খুনসুটি গুলো অনেক ভালো লেগেছে।প্রতিটা কাপলের সম্পর্ক ঠিক এমনই হওয়া উচিত।
Monira mithu's character like most of woman in the Bangladesh about her husband family
একটা হাসিখুশি পরিবার, এবাভে কান্না করতেছে, সত্যি মানুষের জীবন বড়ই অদ্ভুত, একটা খুশির সংবাদ সব দুঃখ মুছতে না পারলেও, একটা দুখের সংবাদ কিন্তু টিকই সব সুখ শান্তি মানুষের কাছ থেকে কেরে নেয়,
সত্যিই ভাই নাটকটি কাঁদিয়ে ছাড়লো বিশেষ করে এর মিউজিক টা ছিল অসাধারণ হৃদয় ছুয়ে যাওয়ার মত 😥😢😭💝💝
song is needed
সিদ্দিকের কান্না দেখলে, চোখের পানি এমনই চলে আসে 😢
এই নাটকে সুমাইয়া শিমু র অভিনয় সবথেকে ভালো লেগেছে আমার কাছে!!
বাংলা নাটকের বোধহয় স্বর্ণযুগ ছিল এই সময়টাই। কি অসাধারণ রচনা, পরিচালনা আর অভিনয়!
আমরা সবাই জানি এটা শুধুই একটা নাটক,
কিন্তু এই পর্বটা দেখে অনেক কেদেছি 😢
ভাই বোনের বন্ডিংটা পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক ❤
আসলে এই সব নাটক গুলো থেকে অনেক কিছুই শিক্ষার আছে,
নাটক টার মধ্যে ঢুকে গেছি....
তাই আর চোখের পানি অনেক কষ্ট করেও আটকে রাখতে পারিনাই....
অসাধারণ একটা নাটক
৫৬ থেকে ৬০ পর্ব অসাধারণ কিছু অভিনয় করেছেন সবাই আমাদের বাংলাদেশের নাটকের কোনো তুলনা হয় না মনে হয় যেনো সমাজের বাস্তবতা তুলে ধরেছেন এই পরিচালক
Sotti chokh theke jol beriye gelo...Siddik vai scene dekhe aroo
এই পর্ব দেখে আঁখি জল আসলো!!
আবিষ্কার(নাটকের) সার্থকতা তো এখানেই
চোখে পানি চলে আসছে এই এপিসোড টা দেখে।
অনেক টা-ই বাস্তবতার সাথে মিলে জাচ্ছে😭😭
এরকম ফ্যামিলি দুঃখ আনন্দ আর দেখতে পাওয়া যায় না এখনের নাটকে,আফসোস টিকই হয়।🙂🥺তাই খুঁজে খুঁজে পুরনো নাটক দেখি🥰
পরিবার(মা,বাবা,ভাই,বোন+মামা,চাচা,বন্ধু, প্রতিবেশী)❣️💔💘💝
খুবই ভাল লেগেছে মেগা সিরিয়ালটি। কান্না চলে আসল।
2024 e ase kara ai osadharon natok ta dekhesen tara like diye janan
যতবারি দেখি এই এপিসোড ততবারি কান্না করি।fahmi and rony vai great.
56থেকে ৬০ পর্ব দেখে চোখ থেকে অটোমেটিক পানি পড়তেছে
এই নাটকে যারা অভিনয় করছে সবগুলো শয়তানের বাঁইচ্চা।না কাঁদিয়ে ছাড়ল না,কেন আমাদের কাঁদায়???
আমি আমাদের দেশের নাটক নিয়ে গর্ব করি,আমার বাংলাদেশের নাটক বিশ্বের স্বউচ্চ মর্যাদায়।
ভারতের ফিল্ম যেমন বিশ্বের ১ নাম্বার,ভারতীয় যেমন বুক ফুলিয়ে বলতে পারে।আমরা বাংলাদেশিরাও বুক ফুলিয়ে বলতে পারি আমাদের দেশের নাটক বিশ্বের নাম্বার ১,,
Bharat er natok o atyanto unchu maan er ... kindly note .. bangla natol er dikpaal anek byaktitwo projonmer por porojonmo dhore bharat thekei esechhen... House Full nishchyai bhalo laagchhe.. kintu bharat er shudhu cinema noy natok o atyanto unchu maaner .. shambhu o tripti mitro, utpal dutta, bijon bhattacharya, ajitesh, rudraprsad, keya, sahonli, arun mukhopadhyay, goutam halder, deb shankar, meghnad bhattacharya, sohinee .. asha kori ti naam gulor songe apnara sobai parichito.. sei songe tapas sen er alo.. khaled chowdhury (bharat er) moncho.. esob to bangla bharat o bishwa natyo jagot e kimbdontee hoye achhe .. thakbe.. bharat er anyo bhashar modhye kannada hindi gujarati marathe natok o asadharon..
@@systemonsiliconcorporation7990 ha shob oshadharon..kintu kew dekhe na..faul kothakar
১" ১৭ মিনিট নাটকের সেরা অভিনয়
যুগে যুগে বেচে থাকুক বাংলার নাটক,,,,,
কাদতে চাচ্ছিলাম না,তবুও কেদে ফেললাম।কেমন যেন মনে হচ্ছে আমিও ওই পরিবারের একটি অংশ।😭
চোখের পানির কি অসাধারণ ক্ষমতা,এটা দ্রুত মানুষকে নরম করে ফেলে।এই ২০২৪ সালে এসেও নাটক দেখেও আমরা কেঁদে ফেললাম।
আহা কি সুন্দর নাটক...💝
এমন নাটক বারবার আসুক❤
মানুষ প্রেমের জন্য কি না করে 😄😄হাসান মাহমুদ 🙂🙂
সবার কমেন্টগুলো পড়লাম, আর পড়ে মনে হল আমিও কিছু লিখি। কিন্তু কি লিখবো, বুজতে পারছি না। তবে শুধু এতটকো লিখতে পারি, সত্যি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেছে, পরিবারে থাকা ভাই, বোন,মা বাবা,চাচা সবার সম্পর্ক।
This is the best drama I have ever seen in my life That's why I started seeing again after 8 years
ওহ নো
একটা নাটক, একটা পরিবার, সবাই একজনের কস্টে কতটা দুঃখিত।
আহ মিথিলার অসুস্থতায় সবার কান্না আর ভেংগে পড়াটা দেখে চোখে পানি চলে আসলো।
আর এই নাটকের মনে হয় কেউ অভিনয় করে নাই।
বাস্তব কাহিনী দেখতাছি।
ওয়াও ❤
হাউসফুলে সিদ্দিক শুধু হাসে আর মাইক নাটকে শুধু কাঁদে 😂
siddik is so precious. heart of gold.
Mishu,shimu, mithilar acting!❤❤❤
এই এপিসোড টা দেখলে মনের অজান্তে চোখে জ্বল চলে আসবেই।
মিথিলা তুমি ভাল হয়ে যাবে দোয়া রইলো
পরবর্তী প্রজন্মের জন্য কমেন্ট টা রেখে গেলাম। অশ্লীলতা ছাড়াও কত সুন্দর ভাবে এমন সাবলীল ভাষায় পারিবারিক গল্পের নাটক লিখে মানুষের মন জয় করা যায়। এখনকার নির্মাতা প্লাস অভিনয় শিল্পীরা অশ্লীলতা আর ভিউ ছাড়া কিছু বুঝেই না। ৫৬-৬০ পর্ব টা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই।
সিদ্দিকের অভিনয় ১০০তে১০০।
মোশাররফ করিমের হাতে যে পরিমাণ মাইর খাইছে। সারাজীবন মনে থাকার মতো, মাইক নাটকে খালি কাদছে
এতো সুন্দর ❤
পুরো নাটক জুড়ে সিদ্দিক ভাইয়ের অসাধারণ অভিনয় আমাকে নাটকটা প্রতি আরো বেশি মনোযোগী হতে বাধ্য করেছে।
সত্যি এই পর্বটা অনেক কঠিন চিলো আমারও কান্না চলে এসেচিলো সত্যি দারণ অভিনয় সবার বুঝতে হবে বস মুশারফের নাটক বলে কথা।
এই নাটকের প্রধান আর্কষন হলো হাসান মাসুদ😄😄😄😄😄😄।
Siddique's acting was so spontaneous and natural,This can't be tought or learnt....👌
🥀🥀🥀
রংপুর এর মিঠাপুকুর উপজেলা থেকে দেখছি।
Jodio ami onk late kore natok ta dekhteci.....tobe amak ai episode ta kadiyece..kanna n kore thakte parini...proti family te jeno amon vlo basar bonding thake🥺🥺🥺💚💚💚
হাসান মাসুদ ভাইর প্রেমটা আমার কাছে খুবই ভালোলাগে
এই ধরনের সিরিয়াল সারাজীবন চলবে এবং মানুষ বারবার দেখবে।আর এই লাস্ট এপিসোডটা সবাইকে কাদাবে😭😭
আমি চাই এইরকম কাজ আরো বানানো হোক।
আমি অলরেডি ৪ বার শেষ করছি এই সিরিয়ালটা।
সবার অভিনয় আমার কাছে ভালো লাগছে।
২০২২ এ ডিসেম্বর এর ১ তারিখ থেকে আবার দেখা শুরু করছি।
ধন্যবাদ রেদওয়ান রনি এবং শিহাব ভাইকে এই রকম নাটক উপহার দেওয়ার জন্য। 😭😭😭😭
এই নাটকের গল্প আর মূল ভাবনা ইফতেখার আহমেদ ফাহমির। পরিচালনা করেছে ফাহমি এবং রনি। এর ভেতর শিহাব শাহীন আসলো কোথায় থেকে!
এই গল্পটাই ফাহমির ফ্যামিলি থেকে ইন্সপায়ারড🙂
117:20 hats off 😍
heart touching 😪😍
Hmmm
কতবার দেখে ফেললাম৷ তবুও এই পর্বে আসলে কান্না ধরে রাখতে পারি না। 😢
মিথিলার জন্য অনেক কষ্ট হচ্ছে। অনেক কান্না করলাম।
ভাই কি বলব নাটকটা দেখতে দেখতে এতো ভালো লাগতাছে অসাধারণ এই এপিসোড দেখে চোখের পানি দরে রাখতে পারলাম না
হাসান মাসুদ অসাধারণ অভিনয় করে। একজন সাহসী প্রেমিক।
মুসারফকরিম সিদ্দিক এদের অভিনয় খুব ভালো লাগে হাসিটা খুব সুন্দর
প্রথম দিকের পর্বগুলো দেখে অনেকেই বাজে মন্তব্য করছিলো, কিন্তু এই নাটক আপনি যতই দেখতে থাকবেন নিজেই এর গভীরতা অনুভব করতে পারবেন।আর এই পর্ব দেখলে হয়তো চোখের পানিও ধরে রাখতে পারবেননা।
নাটকের প্রেমে পরে গেছি
মনের অজান্তেই চোখে পানি চলে আসছে....
নিজের অজান্তেই অনেকবার কান্না করলাম 😭😭😭
সব গুলো এপিসোড থেকে এইটা কাঁদতে বাধ্য করলো ভাবিনি যে এমন একটা টুইস্ট আসবে খুবই অদ্ভুত, ভারতীয় হয়েও মোশারফ করিমের সব নাটক দেখতে দেখতে আজ কাল অন্য সব ভারতীয় কনটেন্ট দেখাই বন্ধ করে দিয়েছি বাংলাদেশের প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে
1:17:20 - 1:18:10 ....My goodness! 50 seconds of unbelievable acting skill !
অাজকে কয়েকবছর ধরে এই এপিসোডটা দেখছি,যখনই দেখি তখনই ইফতি মামা,শিমুর চাইতে অামার বেশি কান্না পায়,অামার জীবনে এর চাইতে ইমোশনাল অামি কখনোও হই নাই,ফাহমি অার রনির এই সৃষ্টি চিরজীবন মনে থাকবে অামার,এটাই অামার জীবনের বেস্ট নাটক
সত্যি সত্যিই নাটকের ভিতরে বাস্তবতা খুঁজে পেয়ে তার মাঝে হারিয়ে গিয়ে কেঁদেছি।
আব্বুর যখন ক্যান্সার ধরা পড়লো!!!ঐ সময়টা!!!😣😣😣
আমি সহজে কাঁদি না।এটা এমন একটা মাস্টারপিস নাটক আমাকে কাঁদতে বাধ্য করল।এরকম নাটক গুলো এখন হারিয়ে গেছে।
ভালবাসা, হাসিহাসি , কান্না, দুঃখ সব কিছু একসাথে কত সুন্দর বাংলা নাটক। কত সুন্দর ফ্যমিলি বন্ডিং।
আজকের ফ্যমিলিতে শান্তি নেই হিন্দি সিরিয়ালের কায়দায়, রাজনীতি, ভুল বুঝাবুঝি, পরকিয়া, নোংরামি। এরকম আর নাটক দেখি না আজকাল। আমাদের সময় ছিল বাংলা নাটকের স্বর্ণ যুগ। এখন আর নাটক দেখি না রুচি নেই।
বাস্তব জীবনের কাহিনী ফুটে উঠেছে এই এপিসোড গুলোতে।
আহা জীবন...
এটা কোনো নাটক এর পর্যায়ে পরে না,এটা একটা মাষ্টারপিস নাটক❤️
এ যেনো প্রত্যহিক জীবনের প্রতিচ্ছবি ❤️
40:40 ঝগড়াটা জোস 😂😂😂
পারিবারিক ঘরনার নাটকের মধ্যে এইসব দিন রাত্রি, নক্ষত্রের রাত, ৬৯ দেখে কেঁদেছিলাম,আজ আবার হাউজ ফুল দেখে কাঁদলাম 😢😢😢
শুদ্ধ ভাষায় শুদ্ধতার মেগা সিরিয়াল। অথচ আজকাল গালিগালাজ ছাড়া যেন নাটক সিরিয়াল হয় না!
৩০ বছর ধরে নাটক দেখি খোদার কসম করে বলছি এই প্রথম কোন অভিনয় দেখে চোখ বেয়ে পানি পড়লো।
"কোথাও কেউ নেই" নাটকটা দেখার অনুরোধ রইলো।
ভাই নঃখতের রাত নাটক দেখেন বুজবেন পানি কত প্রকার ও কি কি
সত্যি ইফতেখার আহমেদ ফাহমি সেরা❤❤❤
অসাধারণ নাটক। নিজের অজান্তে চোখের জল চলে আসলো। বাস্তবতার প্রতিচ্ছবি ....
অসাধারণ গল্প আর অসাধারণ অভিনয়, দুনিয়াতে ভাই বোনের সম্পর্ক সবচেয়ে মজবুত ভালোবাসার সম্পর্ক একজনের ব্যথায় আর একজনের মন কাদবেই, দেখতে দেখতে চোখের পানি ধরে রাখতে পারলামনা।
নাটক টা নাটক না, বাস্তব মনে হয়। আমি সাধারণত বাংলা নাটক দেখি না, কমেন্টে মতামতও দেইনা। তবে এটা সত্যিই অসাধারণ।
40:09 নাটকের বেস্ট পার্ট 🤣🤣🤣
সুমন চাচ্চুর অভিনয় অমায়িক
আমি যত বার দেখলাম তত বেশি ভালো লাগে অনেক এরকম নাটক তো হয় না এখন আমরা দেশের বাইরে থাকি এরকম নাটক আমাদের অনেক ভালো লাগে তাই আপনাদের কাছে অনেক অনুরোধ করছি এরকম নাটক আরো বানাবেন