Yamaha FZS Fi V2 Single Disc ফার্স্ট ইম্প্রেশন রিভিউ | BikesGuide

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ২০১৮ সালে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেই বাইকটি অনেকের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। বাইকটির স্পোর্টস লুক এবং ফুয়েল এফিসিয়েন্সি ১৫০ সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে Fz V2 কে যেমন আলাদা করেছে তেমনি এই নেকেড স্পোর্টস বাইকটিও পূরণ করেছে ব্যবহারকারীদের প্রায় সকল চাহিদা।
    বাংলাদেশে ইয়ামাহার সকল বাইকের দাম এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: bikesguide.bik...
    ডিজাইন এবং স্টাইলঃ
    ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ (এফআই) ডাবল-ডিস্ক এটির পূর্বের সংস্করণের তুলনায় আরও স্টাইলিশ, এবং আরও উন্নত। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে একটি নতুন মাল্টি-রিফ্লেক্টর, হ্যালোজেন হেডলাইট এবং একটি এয়ার স্কুপ যোগ করা রয়েছে। বাইকটির আগের ভার্সনে পিছনের টায়ারটি মাডগার্ডে ঢাকা থাকত, কিন্তু বাংলাদেশে তৈরি মডেলে এক্সটেনডেড মাডগার্ড দেওয়া হয়।
    ইঞ্জিন এবং পার্ফরমেন্সঃ
    Yamaha FZs-এ একটি 153cc, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে যাকে সাপোর্ট করছে একটি ৫-স্পীড গিয়ারবক্স। বাইকটি 8,000rpm-এ 13 bhp-এর সর্বোচ্চ পাওয়ার এবং 6,000rpm-এ 12.8Nm-এ টর্ক উৎপাদনে সক্ষম।
    ফুয়েল এফিসিয়েন্সি
    বাইকটির সর্বোচ্চ গতি ১২০ কিমি/ঘন্টা। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে মাইলেজ পাওয়া যায় ৩৮কিমি/লিটার। তবে হাইওয়েতে, সেটি 42 থেকে 45 কিমি/লিটার হতে পারে। এসিআই মোটরস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৫০০ কিমিঃ যাওয়ার পর মাইলেজ বেড়ে 40 কিমি/লিটার অতিক্রম করবে।
    ব্রেকিং এবং কর্নারিং
    এই বাইকের ফ্রন্ট চাকার ব্রেকটি 282 মিমি ব্যাস পরিমাপের একটি হাইড্রোলিক ডিস্ক, এবং রিয়ারে দেওয়া হয়েছে 220 মিমি ব্যাস পরিমাপের একটি হাইড্রোলিক ডিস্ক। এর ফ্রন্ট টায়ারের সাইজ 100/80-17'', এবং রিয়ার টায়ার হল 140/60-17''। বাইকটির ফ্রন্টে ব্যবহৃত হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে দেওয়া হয়েছে সুইং আর্ম সাসপেনশন।
    সুবিধা-অসুবিধা
    এই বাইকটি ব্রেকিংয়ে অসাধারণ। বাইকাররা এই বাইকটি বেশি গতিতে রাইড করার সময় খুব আত্মবিশ্বাসী বোধ করবেন।
    অন্যদিকে অনেকের মতে বাইকটির দাম কিছুটা বেশি, যা একটু কম হলে অনেকেই তা কিনতে সক্ষম হতো।
    #yamaha #fzs #yamahafzs #motorcycle #bikesguide #bikereview #bikeprice

КОМЕНТАРІ • 1