আজকাল পিশাচ, প্রেত,তন্ত্র এই সব গুলো শুনে হাঁসি পায়,শুনিনা মাঝ পথে বন্ধ করি।বাস্তব জীবনের গল্প, রহস্য গল্প অনেক প্রাণবন্ত।খুব ভালো কাজ করছে Rainbow Media Suspence Stories,
Ai channel te ta onek notun notun golpo sunte pachi..... onek notun lekhok o notun golper r sathe amra porichoy ghotche...... khub vlo laglo...... aro vlo vlo golper asay roilam
সমগ্র পরিকল্পনা খুব সুন্দর । ভৌতিক গল্পের আড়ালে ডিটেকটিভ গল্পগুলো আজকাল হারিয়ে গেছে । আপনাদের সুন্দর উপস্থাপনায় ইন্দ্রদাকে এক নতুন স্বাদে পাওয়া গেল । এরকম আরো ইন্দ্রদার গল্পের স্টোরি আপলোড করলে ভালো লাগবে । লেখককে ধন্যবাদ সুন্দর সরল ভাষায় সাসপেন্স বজায় রাখার জন্য। মার্টিনার ইংলিশ accent ভালো, তবে একটু বাঙালি টান থেকে গেছে কিন্তু অভিনয় দুর্দান্ত। সৌম্য কে তো তোপসে র মত জীবন্ত লাগছিল । আর ইন্দ্রদাও বেশ ভালো। সাইড রোল গুলোর ওপর জোর দিয়েছেন দেখে ভালো লাগল । সবার উপস্থাপনা প্রশংসাযোগ্য। অনেকে সায়ক আমানের মীরের নকল করে, আপনাদের পরিবেশনা সম্পূর্ন মৌলিক। এটাই সবচেয়ে সুন্দর বিষয়।
ফেলুদা এর অনুপ্রেরণায় ইন্দ্র দা বেশ ভালো লাগলো। বর্তমান সময় কে ভালো ব্যবহার করা হয়েছে গল্পে। তবে একটি জায়গা তে লেখকের দৃষ্টি আকর্ষন করছি.…... শ্যাম বাজার থানা নেই বাস্তবে, ওটা শ্যাম পুকুর থানা হবে।
ধন্যবাদ নতুন তথ্য দেবার জন্য । তবে গল্পটির আউটলাইন যখন লেখা হয়েছিল তখন ২০০৬ সাল । জানি না তখন শ্যামবাজার থানার নাম শ্যাম পুকুর থানা ছিল কিনা । তখন অবশ্য লেখক হিসেবে শ্যামবাজার যাওয়ার সুযোগ হয় নি । নামটাই জানা ছিল মাত্র । পুরোটাই কল্পনায় লেখা ।
আমরা মূলতঃ গোয়েন্দা গল্প পরিবেশনা করে থাকি। সব ধরণের গল্পই থাকে। বড়, ছোট সবার জন্য। এই গল্পটি মূলতঃ আমাদের কিশোর শ্রোতাদের কথা ভেবেই করা। রেসপন্স দেখলে বুঝবেন, সবাই বেশ enjoy ও করছেন। সব ধরণের অডিয়েন্সের কথা ভেবেই তো গল্প সিলেক্ট করতে হয় আমাদের। জটিল রহস্য নিয়েও অনেক গল্প নিয়ে কাজ হয়েছে। সেগুলো শুনে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতেও অবশ্যই ভালো ভালো গল্প আসবে। সাথে থাকবেন।
Khub e valo lekhar dhoron, aksathe feluda-topse, bomkesh-ajit, ar sharlock-watson pelam,. Lekhar style, sobdo choyon, ar binnas khub valo... Tobe koekta byapar e kheyal ralhben @writer. ১. Rohosyo udghaton onek agei kora somvob hoyeche, parle suspense ta dhore rakhun... Khun maramarai er kotha bolchi, biahoybostu er kotha bolchi.. ২. Ar ektu valo ar true toththo(information) din, jemom jedin indra bondhur bari galo sedin omabossa hole golpo bolar din omabossa hoa ta savabik na, ak mash time lage. Hope for the best. Presentation is good, sudhu "information" Er pronounce ta ar ektu thik hote hobe
অসংখ্য ধন্যবাদ। লেখক গল্পটি ছাত্রাবস্থায় লিখেছেন। 2006 সালে। যখন তিনি স্কুলের ছাত্র। ওই ব্যাপারগুলো সেই কারণেই হয়েছে। ইংরেজি উচ্চারণ নিয়ে কাজ চলছে। চেষ্টা করছি আরও ভালো করবার। ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো করবার চেষ্টা করবো। এইভাবেই সাথে থাকবেন। 🙏🙂
ঠিক। আমরা চেষ্টা করবো পরেরবার হিন্দি উচ্চারণ থাকলে সেটা যেন নিখুঁত হয়। এটা স্বল্প সময়ের রোল ছিল, তাই বেশি জোর দেওয়া হয়নি। পরের বার এটা হবে না নিশ্চিত। সাথে থাকবেন। 🙏😍
আপনি গল্পটা না শুনলেই ভালো করতেন। কি দরকার ছিল 😄😄 পুনশ্চ :: আমরা চেষ্টা করি তাও। আপনিও সেটাই করুন। আর সমালোচনা এটা কে বলে না। এটাকে আক্রমণ করা, মজা করা বলে। যোগ্য সমালোচনা করুন।
ইন্দ্র এর চরিত্রে জিনি ভয়েস দিলেন তার কিছু উচ্চারণে আঞ্চলিক টান চলে আসে আর "স" "শ" এর উচ্চারণের সময় "ছ" হয়ে যাচ্ছে.....এই যেমন information এর উচ্চারণটা হুট করে কানে লাগবে...
উপস্থাপনা ভালো। কিন্তু সত্যিই এটা মরচে ধরা রহস্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভুলে ভরা। dislike করলাম, আজেবাজে গল্প চয়ন এর জন্য। যদি মনে হয় আমি ভুল বলছি কমেন্টে জানাবেন। গল্পে কোথায় কোথায় ভুল আছে জানাবো। আবার বলছি পরিবেশনা , গল্পপাঠ ভালো লেগেছে।
আসলে এই গল্পটি আমাদের কিশোর শ্রোতাদের কথা ভেবেই করা আর লেখক গল্পটি যখন লেখেন 2006 সালে, তিনি স্কুল ছাত্র। কোন পরিবর্তন না করে সেই গল্পই আমরা অডিও রূপান্তর করেছি। বাস্তব যে, কিছু অসঙ্গতি যা আছে, একটু ভালোভাবে দেখলে ঠিক করে নেওয়া যেত। সেটা আমাদের তরফে ভুল হয়েছে, স্বীকার করছি।
কেমন হয় প্লিজ লিখে পাঠান আমাদের। আমরাও দেখি নেশা না করে বা জেগে জেগে কত মনিমুক্তখচিত লেখনী আপনার কলমে বের হয়। পুনশ্চ:: যথাযোগ্য সমালোচনা করে কমেন্ট করবেন। নাহলে ব্লক করা হবে পরের বার।
একশো জন লোকের মধ্যে দুজন যদি উচিত কথা বলে, তাহলে বিষয়টি ভেবে দেখার বইকি। তাছাড়া আপনি যখন বললেন গোয়েন্দা গল্প এরকম হয় না , আপনার মত মহানুভব ব্যক্তিত্বের কাছে শিখবার ইচ্ছে রইল । কেমন হয় বা ভুল ত্রুটি কি রয়েছে জানালে বাধিত হব।
বাজে উচ্চারণ, ভুলভাল জায়গায় pause, বাজে accent এ বাংলা বলছে মার্কিনি, গল্পটায় কোথা থেকে কি জানলো তার এতো বিচ্যুতি...খুব আশাহত হই নতুন চ্যানেলের কিছু শুনতে গেলেই। লেখক বা চ্যানেল, দুই ক্ষেত্রেই আরো অনেক ভালো হওয়ার আশা রাখি। খারাপ লাগলেও খুব কষ্ট করে পুরো শুনি যাতে contructive মতামত দিতে পারি।
Honey if you need someone to converse in English please let me know coz these people on your audio is just not acceptable specially female version trying to have an accent that was just funny...
নাহ। কাওকে লাগবে না। জানেন তো আমরা কেউ প্রফেশনাল ছিলাম না। এই আপনার মতোই জাস্ট শ্রোতা ছিলাম, তারপর গল্প বানানো শুরু করি। তাই পারফেক্ট না হওয়াই স্বাভাবিক। এটা নিয়ে মজা করবেন কেন! আমাদের চ্যানেলের শুরু থেকে কনটেন্ট গুলো শুনলেই বুঝবেন আমরা দিনদিন ধীরে ধীরে শিখছি আর উন্নতি করছি। এতে লজ্জা কি? আপনি ইংরেজি উচ্চারণ হয়তো ভালো পারেন, কিন্তু একটা গল্প ন্যারেশন করতে কি পারবেন প্রথমেই? এবার বুঝলেন ব্যাপারটা ? আমরা গল্প শোনাই বটে, কিন্তু সবাই খুব সাধারণ। এখানে কোন অভিনেতা, অভিনেত্রী কাজ করেনা। আমরা পুরোপুরি স্বাধীন। শুনবেন কি শুনবেন না নেহাত আপনার ইচ্ছা। কোন জোরাজুরি নেই। কিন্তু প্লিজ মজা করবেন না। আপনি যেমন সবেতেই দক্ষ নন, আমরাও একইভাবে নই। কিন্তু শেখার ইচ্ছা আছে আর সেটা আমাদের কাজ নিয়মিতভাবে শুনলে নিশ্চয়ই বুঝবেন।
@@EsoGolpoPori I am not complaining its a suggestion... No one's making fun... Well i thought you would appreciate comments or criticism.. upto you take it or leave it 👍👍
সমালোচনা করলে বলতেন এটা খারাপ লাগছে।আরও উন্নতির প্রয়োজন। সেটা শুরুর থেকে বহুজন বলেছেন আর আমরা অনবরত ভালো করবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনার কমেন্টে আপনি বলেছেন যারা কাজ করছে, তাদের দ্বারা হবেনা, খুব funny লাগছে, পরিবর্তন করে অন্য কাউকে নিতে। এটা সমালোচনা না মজা করা নিজেই বুঝবেন আশা করি। ভালো থাকবেন। 🙏
বাহ, সুন্দর লাগল, খুব ভালো উপস্থাপনা, ব্যকগ্রাউন্ড মিউজিক আমেজিং। সকলের জন্য অনেক শুভকামনা। এই ভাবেই এগিয়ে চলুক চ্যানেল সকলের ভালোবাসার জোয়ারে। আরো সুন্দর সুন্দর ডিটেকটিভ গল্পের আশায় রইলাম।
ধন্যবাদ আপনাকেও এই গল্পটি নিয়ে কাজ করবার অনুমতি দেওয়ার জন্য। ভবিষ্যতেও আমাদের চ্যানেলে ইন্দ্রদা কে চাই 😍 এইভাবেই পাশে থাকবেন। 🙏
Great story santanu da
@@musicallifestyle8199 n: 🤫
আজকাল পিশাচ, প্রেত,তন্ত্র এই সব গুলো শুনে হাঁসি পায়,শুনিনা মাঝ পথে বন্ধ করি।বাস্তব জীবনের গল্প, রহস্য গল্প অনেক প্রাণবন্ত।খুব ভালো কাজ করছে Rainbow Media Suspence Stories,
Rcç
Golpo. Pora. Khub. Sundor hoyacha
Valo laglo... 👌👌👍
Bah .. besh toh❣️
Khub valo legeche❤️💐
Darun laglo Indra Da. Abar hok.
নিশ্চয়ই হবে। ধন্যবাদ আপনাকে। 🙏
Tumi evabei pore jao. Jio boss
থ্যাংকস ভাই ❤️
Super Wow♥️❤️♥️
ভালো লাগলো
Drun drun❤️❤️❤️❤️
Darun uposthapon khub bhalo laglo golpota
গল্প এবং উপস্থাপনা দুটোই চমৎকার।
@Santanu da khub bhalo laglo golpa ta, thanks you
Apnakeo onek thanks
Khub valo golpo. Khub valo uposthapana. Darun laglo. Stay safe.
অসংখ্য ধন্যবাদ। 😍🙏
Onk sundor ❤❤
খুব ভালো লাগলো ,উপস্থাপনা ও সুন্দর ।
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
Ai channel te ta onek notun notun golpo sunte pachi..... onek notun lekhok o notun golper r sathe amra porichoy ghotche...... khub vlo laglo...... aro vlo vlo golper asay roilam
ধন্যবাদ। সাথে থাকবেন।
দারুণ লাগল।
ধন্যবাদ আপনাকে 😍🙏
Besh bhalo laglo
Sotti.... Khub sundor..... Really amazing...... Aro erokom Golpo chai....
Kub valo laglo
Outstanding
Khub sundor lglo story ta. R apnader uposthapona o khub bhalo hoye6e
অসংখ্য ধন্যবাদ। 🙏
সমগ্র পরিকল্পনা খুব সুন্দর । ভৌতিক গল্পের আড়ালে ডিটেকটিভ গল্পগুলো আজকাল হারিয়ে গেছে । আপনাদের সুন্দর উপস্থাপনায় ইন্দ্রদাকে এক নতুন স্বাদে পাওয়া গেল । এরকম আরো ইন্দ্রদার গল্পের স্টোরি আপলোড করলে ভালো লাগবে । লেখককে ধন্যবাদ সুন্দর সরল ভাষায় সাসপেন্স বজায় রাখার জন্য। মার্টিনার ইংলিশ accent ভালো, তবে একটু বাঙালি টান থেকে গেছে কিন্তু অভিনয় দুর্দান্ত। সৌম্য কে তো তোপসে র মত জীবন্ত লাগছিল । আর ইন্দ্রদাও বেশ ভালো। সাইড রোল গুলোর ওপর জোর দিয়েছেন দেখে ভালো লাগল । সবার উপস্থাপনা প্রশংসাযোগ্য। অনেকে সায়ক আমানের মীরের নকল করে, আপনাদের পরিবেশনা সম্পূর্ন মৌলিক। এটাই সবচেয়ে সুন্দর বিষয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবেই পাশে থাকবেন। 🙏
Thank u
Khub valo laghlo..
ধন্যবাদ। 🙏
Wow😊😊☺️ osadharon laglo
ধন্যবাদ। 😍
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
👍👍👍👍👍
Khub bhalo laglo
আরো এইরকম গল্প চাই
নিশ্চয়ই আসবে। 🙂
Dada valo hocche khub
মনে হচ্ছে রহস্য, রোমাঞ্চ Esso golpo Pori - এর Trade Mark হয়ে উঠেছে।😇
Congratulations 🎉
Darun.... aro chai ei series er
আসছে এই মাসেই এই সিরিজের আরেকটি টানটান রহস্যময় গল্প 'কালরাত্রির অন্ধকারে' । শুনতে ভুলবেন না। 😍
Super 💘💕💕💖💖
আরে বাহ ডিটেকটিভ গল্প, বেশ ভালোই লাগলো গল্পটা। অসাধারণ উপস্থাপন।
গল্পটা ভালো লাগলো। আরও এই প্রকার রহস্য গল্প শুনবার বাসনা রইল।
নিশ্চয়ই। আরও গল্প আসবে। সাথে থাকবেন। 🙏
Wow 🤩🤩🤩🤩🤩🤩🤩
😍❤️
গল্প, অভিনয়, পর্ব পরিচালনা, পোস্টার সব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে
Ai series thaka aro detective story chai ❤❤❤❤❤❤❤❤❤❤
হবে 😍
@@EsoGolpoPori bha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God Bless YOU...
🙏🙏
valo
Osadharon aro ekti indradar golpo sunlam. Age onno golpo sunechi onno chanele . Puro team k ebong lekhok ke anek thanks eto sundor golpo upohar debar jonno. Kichu vulvranti achhe, tobe overall excellent performance. Ei series er aro golpo chai. Jara negative comment korchhen tara adou golpo sonen ni ba goyenda golpo kichui bojhen na . Truti gulo dhorle segulo explain korte hoi, kharap lagar karon janate hoi jate onara next golpe sudhre nite paren. Pashe achhi. Evabei chalie jan apnara.
একদম মনের কথা। ধন্যবাদ। 🙏
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
Wait....
অসাধারণ ❤❤❤🌼🌼🌼
ধন্যবাদ। 🙏
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
ভীষণ ভালো লাগলো। সুন্দর উপস্থাপনা। ব্যাকগ্রাউন্ড মিউজিকে একেবারে প্রফেশনাল টাচ, নিখুঁত এবং আকর্ষণীয়।এভাবেই এগিয়ে যান।অনে শুভকামনা।
ধন্যবাদ। 😍
hlllHBOupyou UK JKbli>till
একটানা পুরোটা শুনছি, বেশ ভালো.....❤️
Fantastic just fantastic. And background music is wonderful.
Thanks 😍
গল্পটা দারুন লাগলো❤️♥️❤️❤️❤️
ফেলুদা এর অনুপ্রেরণায় ইন্দ্র দা বেশ ভালো লাগলো। বর্তমান সময় কে ভালো ব্যবহার করা হয়েছে গল্পে। তবে একটি জায়গা তে লেখকের দৃষ্টি আকর্ষন করছি.…... শ্যাম বাজার থানা নেই বাস্তবে, ওটা শ্যাম পুকুর থানা হবে।
ধন্যবাদ নতুন তথ্য দেবার জন্য । তবে গল্পটির আউটলাইন যখন লেখা হয়েছিল তখন ২০০৬ সাল । জানি না তখন শ্যামবাজার থানার নাম শ্যাম পুকুর থানা ছিল কিনা । তখন অবশ্য লেখক হিসেবে শ্যামবাজার যাওয়ার সুযোগ হয় নি । নামটাই জানা ছিল মাত্র । পুরোটাই কল্পনায় লেখা ।
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
👌👌👌
Background music Khub perfectly execute kora hoechhe,Khub sundor laglo apnader kaj
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
❤️❤️
Good thought by writer
আমাদের সিউড়ি ছেলে শান্তনু sir গল্পটি দারুন লাগলো , এরকম আরো ভালো ভালো গল্প চাই 🙏
ধন্যবাদ। শ্রোতাদের ভাল লাগলেই লেখক এবং এসো গল্প পড়ির পুরো টিমের সার্থকতা । এভাবেই পাশে থাকবেন ।
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
great story. good performance. carry on. three cheers for indrada and soumya.
❤️❤️❤️😘😘😘😘
Sundor 🧡🤎
খুব সুন্দর পরিবেশনা , গল্প , গল্পপাঠ , অভিনয় সবই বেশ উপভোগ্য হয়েছে , আরো সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম ❤️❤️🌹🌹
অসংখ্য ধন্যবাদ। 🙏
Very nice
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
💜💛💜👌💜💛💜
👍♥️
okay
হম, সমাদ্দারের চাবি!,
তবে গল্পটা বেশ লাগছে,
😍😍
আরো নিয়ে আসুন এই সিরিজ 👌❤️
ধন্যবাদ। অবশ্যই আবার ফিরবে ইন্দ্রদা। 😍
Jttkk
Bhaalo..Satyajit Roy ke jherhe bhaaloi chalachchhen..
Ami je kono detective er assisstant hote parbo ta jantam na,asha kori aro case solve korte parbo 😀😀
😍😍😆
আমি ঝিলিক গো 😁😁😁😂😂😂
😍😍
এই লেখকের আরও গোয়েন্দা গল্প চাই....
নিশ্চয়ই হবে। 👌
Hope we get to find more detective stories in future from you guys. Khub bhalo 👍👍
Thank you very much .. 🙏😍
ua-cam.com/video/zkwu9Xz4Qjo/v-deo.html
অভিষেক মিত্র বাবু, এইভাবে লিংক share করবেন না। spam হিসাবে নেয় youtube, আখেরে আপনার চ্যানেলের ক্ষতি হবে।
এতো দিন জানতাম মানুষ কানে দুল পরে, নাকে যে কেউ দুল পরে তা আজ জানলাম...😂😂😂😂
Martinar bishmoykar avhinay
eta satyajit roy er feluda golpoer moto...
Apnara kon bar golpo den
সাধারণত রবিবার। শেষ কাজগুলো মঙ্গলবার এসেছে। আপাততঃ মঙ্গলবার রাত ১০.৩০ টায় প্রিমিয়ার হবে।
S
A be ato ad keno dao bhai
You didn't told us...pls.check proper grammatical mistakes before dubbing.Anyway, story and presentation as usual was above average.
American accent bole ekta bapar ache .. joto gulo English bolechen Martina ... that's enough.... baki ta bhalo..
গল্প বাছাইয়ে আর একটু মুন্সিয়ানার পরিচয় দেওয়া উচিত। পাঠ এবং উপস্থাপনা যদিও প্রশংসার দাবি রাখে। শুভকামনা রইল।
আমরা মূলতঃ গোয়েন্দা গল্প পরিবেশনা করে থাকি। সব ধরণের গল্পই থাকে। বড়, ছোট সবার জন্য। এই গল্পটি মূলতঃ আমাদের কিশোর শ্রোতাদের কথা ভেবেই করা। রেসপন্স দেখলে বুঝবেন, সবাই বেশ enjoy ও করছেন। সব ধরণের অডিয়েন্সের কথা ভেবেই তো গল্প সিলেক্ট করতে হয় আমাদের। জটিল রহস্য নিয়েও অনেক গল্প নিয়ে কাজ হয়েছে। সেগুলো শুনে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতেও অবশ্যই ভালো ভালো গল্প আসবে। সাথে থাকবেন।
Ad ta koman
ফেলুদার গল্প কবে আসছে?
আশা করি আগস্টে আনতে পারবো। দেখা যাক।
@@pritammukhopadhyay8734 অপেক্ষায় থাকলাম ধন্যবাদ 🙏
সুন্দর হয়েছে, তবে হিন্দি ও "শ" এর উচ্চারণ তো কানের বারোটা বাজিয়ে দিল!!
😪
@@EsoGolpoPori Criticism na nita parle then, Public platform a asa uchit na.
Awesome Gadgets Channel, জ্ঞান দেবেন না। নিজের কাজ করুন। আমরা আমাদের কাজ বুঝি। জ্ঞান প্রয়োজন নেই।
Khub e valo lekhar dhoron, aksathe feluda-topse, bomkesh-ajit, ar sharlock-watson pelam,. Lekhar style, sobdo choyon, ar binnas khub valo... Tobe koekta byapar e kheyal ralhben @writer.
১. Rohosyo udghaton onek agei kora somvob hoyeche, parle suspense ta dhore rakhun... Khun maramarai er kotha bolchi, biahoybostu er kotha bolchi..
২. Ar ektu valo ar true toththo(information) din, jemom jedin indra bondhur bari galo sedin omabossa hole golpo bolar din omabossa hoa ta savabik na, ak mash time lage.
Hope for the best.
Presentation is good, sudhu "information" Er pronounce ta ar ektu thik hote hobe
অসংখ্য ধন্যবাদ।
লেখক গল্পটি ছাত্রাবস্থায় লিখেছেন। 2006 সালে। যখন তিনি স্কুলের ছাত্র। ওই ব্যাপারগুলো সেই কারণেই হয়েছে।
ইংরেজি উচ্চারণ নিয়ে কাজ চলছে। চেষ্টা করছি আরও ভালো করবার। ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো করবার চেষ্টা করবো। এইভাবেই সাথে থাকবেন। 🙏🙂
অসংখ্য ধন্যবাদ শ্রোতাকে, ভুলগুলি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করবো। অনেকে নেগেটিভ মন্তব্য করেন । আপনি সুন্দর সাবলীল ভাবে ভুলগুলি চয়ন করেছেন । এতে লেখকের লেখনীর জোর বাড়বে ।
ভালো কিন্তু খুব নাটকীয়
Feluda ke copy kora jae na
Hindi uccharon a aro onk unnotir dorkar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.....boddo kane lagche
ঠিক। আমরা চেষ্টা করবো পরেরবার হিন্দি উচ্চারণ থাকলে সেটা যেন নিখুঁত হয়। এটা স্বল্প সময়ের রোল ছিল, তাই বেশি জোর দেওয়া হয়নি। পরের বার এটা হবে না নিশ্চিত। সাথে থাকবেন। 🙏😍
chabita or mayer
Tomader golpo path valo...kintu golpo ta khub akta valo laglo na
Martinar Fake accent na korlai valo hoto. Ki Dorkar chilo😂🙏
আপনি গল্পটা না শুনলেই ভালো করতেন। কি দরকার ছিল 😄😄
পুনশ্চ :: আমরা চেষ্টা করি তাও। আপনিও সেটাই করুন। আর সমালোচনা এটা কে বলে না। এটাকে আক্রমণ করা, মজা করা বলে। যোগ্য সমালোচনা করুন।
প্রচেষ্টার মূল্য দিতে শিখুন । দিন রাত ভোর খেটেখুটে একটা অডিও স্টোরি বানানো যায় । ভুলগুলো ধরিয়ে দিয়ে উৎসাহ দিতে শিখুন ।
ইন্দ্রজিৎ সান্যালের চরিত্রের উচ্চারণ যথেষ্ট শ্রুতিকটু 😑😑😑 কানে লাগে। উচ্চারণের দিকে নজর দিলে ভাল হত
হ্যাঁ। নিশ্চয়ই । নতুন কাজগুলো শুনবেন প্লিজ।
ইন্দ্র এর চরিত্রে জিনি ভয়েস দিলেন তার কিছু উচ্চারণে আঞ্চলিক টান চলে আসে আর "স" "শ" এর উচ্চারণের সময় "ছ" হয়ে যাচ্ছে.....এই যেমন information এর উচ্চারণটা হুট করে কানে লাগবে...
ঠিক। চেষ্টা চলছে ঠিক করবার।
উচ্চারণ ঠিক না হলে ভালো গল্পের মান ও কমে যায়। আশা করি আপনাদের কাজে উচ্চারণ এর দিক টা লক্ষ্য রাখবেন।
উপস্থাপনা ভালো। কিন্তু সত্যিই এটা মরচে ধরা রহস্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভুলে ভরা। dislike করলাম, আজেবাজে গল্প চয়ন এর জন্য। যদি মনে হয় আমি ভুল বলছি কমেন্টে জানাবেন। গল্পে কোথায় কোথায় ভুল আছে জানাবো।
আবার বলছি পরিবেশনা , গল্পপাঠ ভালো লেগেছে।
আসলে এই গল্পটি আমাদের কিশোর শ্রোতাদের কথা ভেবেই করা আর লেখক গল্পটি যখন লেখেন 2006 সালে, তিনি স্কুল ছাত্র। কোন পরিবর্তন না করে সেই গল্পই আমরা অডিও রূপান্তর করেছি।
বাস্তব যে, কিছু অসঙ্গতি যা আছে, একটু ভালোভাবে দেখলে ঠিক করে নেওয়া যেত। সেটা আমাদের তরফে ভুল হয়েছে, স্বীকার করছি।
Galpota motei bhalo na
লেখক মনে হচ্ছে নেশা করে কিম্বা ঘুমিয়ে ঘুমিয়ে গল্পটা লিখেছিল মনে হচ্ছে,ডিটেক্টিভ গল্প এইরকম হয়না
কেমন হয় প্লিজ লিখে পাঠান আমাদের। আমরাও দেখি নেশা না করে বা জেগে জেগে কত মনিমুক্তখচিত লেখনী আপনার কলমে বের হয়।
পুনশ্চ:: যথাযোগ্য সমালোচনা করে কমেন্ট করবেন। নাহলে ব্লক করা হবে পরের বার।
আপনি কি নেশা করে কমেন্ট করেন নাকি কমেন্ট করতে করতে নেশা করেন??
@@MrSantanu88 উচিৎ কথা বললে একটু ঝাল লাগে,আমারি ভুল সবাইতো আর লেখক কিম্বা সাহিত্যিক হতে পারেনা,sorry দাদা
একশো জন লোকের মধ্যে দুজন যদি উচিত কথা বলে, তাহলে বিষয়টি ভেবে দেখার বইকি। তাছাড়া আপনি যখন বললেন গোয়েন্দা গল্প এরকম হয় না , আপনার মত মহানুভব ব্যক্তিত্বের কাছে শিখবার ইচ্ছে রইল । কেমন হয় বা ভুল ত্রুটি কি রয়েছে জানালে বাধিত হব।
ওই মিস মার্টিনা ভালো ভাবে বাংলায়ই বলতে পারতো । শুধু শুধু মুখ বেঁকিয়ে বলার কোনো প্রয়োজন ছিলনা ।
বাজে উচ্চারণ, ভুলভাল জায়গায় pause, বাজে accent এ বাংলা বলছে মার্কিনি, গল্পটায় কোথা থেকে কি জানলো তার এতো বিচ্যুতি...খুব আশাহত হই নতুন চ্যানেলের কিছু শুনতে গেলেই। লেখক বা চ্যানেল, দুই ক্ষেত্রেই আরো অনেক ভালো হওয়ার আশা রাখি। খারাপ লাগলেও খুব কষ্ট করে পুরো শুনি যাতে contructive মতামত দিতে পারি।
আমরাও কাজ করতে করতে শিখছি। আশা করি বুঝবেন। নতুন কাজগুলো শুনে দেখার অনুরোধ রইলো।
Uchharon thik na..
ঠিকই বলেছেন। শিখছি আমরা এখনও। সাথে থাকবেন।
Honey if you need someone to converse in English please let me know coz these people on your audio is just not acceptable specially female version trying to have an accent that was just funny...
নাহ। কাওকে লাগবে না। জানেন তো আমরা কেউ প্রফেশনাল ছিলাম না। এই আপনার মতোই জাস্ট শ্রোতা ছিলাম, তারপর গল্প বানানো শুরু করি। তাই পারফেক্ট না হওয়াই স্বাভাবিক। এটা নিয়ে মজা করবেন কেন!
আমাদের চ্যানেলের শুরু থেকে কনটেন্ট গুলো শুনলেই বুঝবেন আমরা দিনদিন ধীরে ধীরে শিখছি আর উন্নতি করছি। এতে লজ্জা কি? আপনি ইংরেজি উচ্চারণ হয়তো ভালো পারেন, কিন্তু একটা গল্প ন্যারেশন করতে কি পারবেন প্রথমেই? এবার বুঝলেন ব্যাপারটা ? আমরা গল্প শোনাই বটে, কিন্তু সবাই খুব সাধারণ। এখানে কোন অভিনেতা, অভিনেত্রী কাজ করেনা। আমরা পুরোপুরি স্বাধীন। শুনবেন কি শুনবেন না নেহাত আপনার ইচ্ছা। কোন জোরাজুরি নেই। কিন্তু প্লিজ মজা করবেন না। আপনি যেমন সবেতেই দক্ষ নন, আমরাও একইভাবে নই। কিন্তু শেখার ইচ্ছা আছে আর সেটা আমাদের কাজ নিয়মিতভাবে শুনলে নিশ্চয়ই বুঝবেন।
@@EsoGolpoPori I am not complaining its a suggestion... No one's making fun... Well i thought you would appreciate comments or criticism.. upto you take it or leave it 👍👍
সমালোচনা করলে বলতেন এটা খারাপ লাগছে।আরও উন্নতির প্রয়োজন। সেটা শুরুর থেকে বহুজন বলেছেন আর আমরা অনবরত ভালো করবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনার কমেন্টে আপনি বলেছেন যারা কাজ করছে, তাদের দ্বারা হবেনা, খুব funny লাগছে, পরিবর্তন করে অন্য কাউকে নিতে।
এটা সমালোচনা না মজা করা নিজেই বুঝবেন আশা করি।
ভালো থাকবেন। 🙏
eto baje golpo r ato baje uccharan onek din pore sunlam.
ঠিক করার চেষ্টা করবো আমরা। 🙏
Outstanding
Darun golpo fatafati presentation