"বঙ্গপুরুষ সম্মান ২০২৪"

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • @Bengal News Grid
    @01.05.2024
    আইসিসিআর-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল "বঙ্গপুরুষ সম্মান ২০২৪"। এবছর 'বঙ্গ পুরুষ সম্মান'-এ সম্মানিত হলেন আলোকচিত্রী অনুপম হালদার।
    'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'-এর তরফে রবিবার সন্ধ্যায় আরো ১৯ জনের সাথে পুরস্কৃত করা হয় অনুপম হালদারকে।
    মঞ্চে পুরস্কৃত হওয়ার পর স্বামীর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত হলেন স্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সী।তিনি সংবাদমাধ্যমকে জানান "অনুপমকে আরো অনেক অনেক পথ এগোতে হবে।"
    বলে রাখা ভালো, আলোকচিত্রী হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে অনুপম হালদার নিজেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ।
    'বঙ্গ পুরুষ সম্মান' গ্রহণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনুপম হালদার জানান, "এত গুণী জনের সাথে আমাকেও একই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মান প্রদান করার জন্য সত্যি আমি গর্বিত।"
    ‪@bengalnewsgrid‬

КОМЕНТАРІ •